![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রেমিক
সাইফুল ইসলাম সাঈফ
আমি এখনো হইনি কারো প্রেমিক
সেজন্য ওলট-পালট জীবন দিগ্বিদিক।
যেদিকে যাই সুখ আমার নাই
সময় আমার যায় শুধু বৃথাই।
আঁচ করতে পারলাম না হায়
লাগে কেবল নিজেকে প্রতিমুহূর্তে অসহায়।
হতে পারিনি কারো হৃদয়ের বিস্ময়
প্রতিদিন যায় যায় দিন যন্ত্রণায়!
ধন-সম্পদ সঞ্চিত হলো না
নষ্ট হয়ে যাচ্ছে স্বপ্ন, কামনা।
আফসোস করে যায় দেখে রূপ
ভাবি কেবল দেখে দেখে চুপ।
সোনালি দিনে যদি না ফোটে
হৃদয়ে সব অদ্ভুত কাণ্ড ঘটে।
দূষিত হয়ে মন দুর্গন্ধ ছড়ায়
আত্মবিশ্বাস হারিয়ে হয়ে যায় নিরুপায়।
এসো হে প্রিয় প্রেরণা হয়ে
দিন দিন যাচ্ছি একলা ক্ষয়ে।
তুমি এলে হবো প্রাণবন্ত
তোমার আছে ভীষণ জীবনে গুরুত্ব।
তুমি কি হবে আমার প্রেমিকা
তুমি কি দিবে সঙ্গ-দেখা?
তোমার প্রতীক্ষায় বসে আছি কতকাল
তুমি এলে দেখব স্নিগ্ধ সকাল।
তুমি নেই বিধায় খুব অভাবগ্রস্ত
তুমি এলে মিলবে সব, সমস্ত।
তুমি এলে হবো শান্ত, সুখি
তোমার সৌন্দর্য দেখব খুলে আঁখি।
তুমি এলে হবে নিত্যদিন উন্নত
ভালোবেসে যাবো অতি, মুহূর্তে অবিরত।
ইচ্ছে, তোমার আমি হবো প্রেমিক
ফিরে পাবো সুদিন আর দিক।
উত্তরা, ঢাকা।
০৭.০৯.২০২৫
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য চেষ্টা করি তবু একই রকম হয়ে যায় আমি গুণী লোক নই
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৫
জনারণ্যে একজন বলেছেন: @ সাইফুল, ইদানিং শুনছি বাংলাদেশে নাকি আইফোন গিফট করলেই প্রেম হয়ে যায়?!
আপনার আকুলতা আমার হৃদয় ছুঁয়ে গেছে। দেখি, দেশে যদি যাই আপনার জন্য একটা নিয়ে যাওয়া যায় কিনা। এক ঢিলে দুই পাখি মারা যাবে তবে।
প্রথমতঃ আপনার নিঃসঙ্গতা কেটে যেতে পারে ওই বস্তু কাউকে গিফট করে (রিউমার যদি সত্যি হয়)।
দ্বিতীয়তঃ প্রেমিকা পেয়ে গেলে আপনার এইসব জ্বালাময়ী কবিতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
দ্বিতীয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৫
সাইফুলসাইফসাই বলেছেন: হা হা হা!!! খুশি হলাম! গিফট পাওয়ার আসায় আছি দুখের কবিতা ছেড়ে সুখের কবিতা লেখার জন্য অপেক্ষায় আছি
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
রানার ব্লগ বলেছেন: তেমন জাতের লেখক না তারপরও পাঠক হিসাবে একটা সাজেশান দিতেই পারি।
আপনার লেখার ধরন পরিবর্তন করুন। আশাকরি এর থেকে ভালো কিছু লিখেতে পারবেন।