নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

কাঁদা

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

কাঁদা
সাইফুল ইসলাম সাঈফ

আমাদের এলাকায় শুধু শোনা যায়
চড়ুই পাখির কিচিরমিচির!
রাস্তার দু’পাশে দালান কোঠা
ঠিক মত দেখা যায় না আকাশ
ঠিক মত প্রবাহ হয় না বাতাস
সবাই ব্যস্ত পাওয়া যায় না অবকাশ।
গাছপালা হারিয়ে যাচ্ছে ‍দিন দিন
দেখা যায় টবে উপর বারান্দায় ছাদে
বিশাল বৃক্ষের বদলে ছোট বৃক্ষ
আর শোনা যায় গাড়ির হর্ন!
রাস্তায় খালি রিক্স আর গাড়ি
কত ঘনবসতি মানুষ আর মানুষ।
দেখা যায় না সূর্যদয় আর সূর্যাস্ত
হৃদয়ে হৃদয়ে বাড়ছে কেবল ক্ষত।
কত বছর যাওয়া হয় না গ্রামে
দেখি না কতদিন সবুজ মাঠ, দিগন্ত।
সাদা সাদা বক ধরে খায় মাছ
বিভিন্ন রঙিন পাখির কূজন।
দেখা হয় না বহুদিন নদী-খাল
দেখা হয় না শাপলা-শালুক, বোয়াল।
সেই কবে এসেছি শহরে
ঘুরাঘুরি হয় না সময় করে।
মনে হয় আছি নিত্য বন্দি
ইচ্ছে খুব হই মুক্তি যদি
কিন্তু সম্ভব হয় না কত বাধা
নিরব কষ্ট, আত্মচিৎকারে কাঁদা!

উত্তরা, ঢাকা।
০৮.০৯.২০২৫

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৫

বিজন রয় বলেছেন: কাঁদা ছোড়াছুড়ি বন্ধ হোক।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২১

সাইফুলসাইফসাই বলেছেন: হুম কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ভালো কিছু লিখুন।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭

বিজন রয় বলেছেন: আপনি কিন্তু অনেক পুরানো ব্লগার।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৮

আরোগ্য বলেছেন:
তাহলে বলতে হয় পুরান ঢাকায় থেকেও আমি ভাগ্যবান। বারান্দা থেকে তোলা ছবি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.