![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তড়িঘড়ি
সাইফুল ইসলাম সাঈফ
সে দিন খুব আনন্দিত ছিলাম
কারণ সে ডেকে ছিল
খুশিতে আত্মহারা
কারণ তাকে দেখতে পাবো
অস্থির হয়ে উঠলাম
কারণ তার সাক্ষাৎ পাবো।
তড়িঘড়ি করে রওনা দিলাম
পৌছে গেলাম অনেক আগে।
তারপর অপেক্ষা করছিলাম
আর ভাবছিলাম কখন সে আসবে
গুলিস্থানে ঘুরে ঘুরে এটা ওটা-
কিনে খাচ্ছিলাম সময় কাটানো জন্য।
চারদিকে শুধুই যানবাহনের আওয়াজ
তখন আসলো তার কল
বুঝা যাচ্ছিল না, তার কণ্ঠ
কী বলছিল শোনা যাচ্ছিল না
যখনই বুঝা গেলো
পেলাম তাকে খুঁজে
তখন খুশি আর উচ্ছ্বসিত
ভালো লাগছে সে মুহূর্ত!
সে করেছিল কয়েকটা প্রশ্ন
উত্তর দিলাম, আন্দাজ করলাম
মনে হলো, হয়নি তার মনমতো
আকস্মিক, সে বিদায় নিলো
হঠাৎ আমার মন খারাপ হলো
ফিরে এসে তাকে জানাই।
হবে কি আমার জীবন সঙ্গিনী
হবে কি আমর ঘরের রানী?
কিন্তু সে বললো, এমন স্বপ্ন দেখতে না
নষ্ট হয়ে গেলো আমার আল্পনা।
উত্তরা, ঢাকা।
১১.০৯.২০২৫
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৮
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য উৎসাহিত হলাম। আসলে আমার ভুল ধরিয়ে দেওয়ার মানুষ নাই বললেই চলে।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: বেশ।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
সামিয়া বলেছেন: অসাধারণ প্রকাশভঙ্গি! প্রতিটি শব্দ যেন অনুভূতির রঙে রাঙানো।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৩
জনারণ্যে একজন বলেছেন: @ সাইফুল, দেখা করার আর কোনো জায়গা পেলেন না? এত জায়গা রেখে গুলিস্তান!
তবে আমার মনে হয় 'তড়িগড়ি' না করে যদি 'তড়িঘড়ি' করে দেখা করতে যেতেন; ফলাফল অন্যরকম হলেও হতে পারতো। এখন তো আবার না বলে বসেন আপনার লেখাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছি। কক্ষনো না...কক্ষনো না...অতীব সুন্দর কবিতা লিখেছেন।
তবে একটা কথা বলতেই হবে - মানুষ হিসেবে বেশ ভালো আপনি। এত কিছু বলি; কিন্তু মন খারাপ করলেও হাসিমুখে প্রতিউত্তর দেন। সমালোচনা সহ্য করার মানসিকতা সবার থাকে না।
ভালো থাকবেন। শুভকামনা রইলো - যেন খুব শীঘ্রি মনের মতো কাউকে যেন জীবনসঙ্গী হিসেবে পেয়ে যান।