নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

চেষ্টা

১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১২

চেষ্টা
সাইফুল ইসলাম সাঈফ

কত মানুষের যাতায়াত
আর অগণিত গাড়ির হর্নের শব্দ
এক যুবক ক্লান্ত, আশাহত হয়ে
ফুটপাতে শুয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে।
এক টুকরো প্লাস্টিকের উপর
সাজানো আছে কিছু নিম পাতা,
নিমের ডাল আরো এটা সেটা,
বুঝা গেলো না! বিক্রির জন্য
কেউ জিজ্ঞাসা করে না
এই পণ্য কারো প্রয়োজন নেই।
যে যার মত চলে যায়
নিরব কাঁদে অসংখ্য অসহায়।
চেষ্টা প্রায় বেশিভাগ মানুষই করে
সব লোক কি সচ্ছল হতে পারে?
পাখির মত কত মানুষের আধার-
নেই সঞ্চিত তবুও ওরা বাঁচে।
দেখা যায় পথে বহুরকমের চেষ্টা
ভীষণ কঠিনে যায় প্রতিদিনটা।
সূর্য উঠে, সূর্য ডুবে
সবাই সুখি হবে কবে?

উত্তরা, ঢাকা।
১৪.১১.২৫






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.