| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জুম করে দেখি
সাইফুল ইসলাম সাঈফ
প্রতিবার ফেসবুক ওপেন করে
সার্চ করি তোমার নাম
জুম করে দেখি তোমার ছবিগুলো
আর অন্যান্য বিষয়বস্তু।
শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে
দু’চোখে তাকালে জাগে প্রেম
অনুভব করি ভালোবাসার আনচান
তুমি ছাড়া আমার ভীষণ পেরেশান
তুমি থাকো দূরে অন্য এলাকায়
তাই হয় না দেখা সেজন্য বেকায়দায়।
চলে এসো আমায় দেখিতে
ডুবে যাই দুজন পিরিতে!
তুমি পাশে এলে হবো খাঁটি মানুষ
আরো হবো ঠিক-ঠাক উত্তম পুরুষ।
প্রতি রাতে যৌন ইচ্ছে জাগে
তুমি কি ক্রিয়া করো একলা অনুরাগে?
বৈধ রতিক্রিয়ার কারণে তুমি-আমি
তাইতো হৃদয়ে সুখের উর্মি!
তুমি পরিপূর্ণ, দেরী তাই এত অনিহা
প্রতিশ্রুতি দিচ্ছি এ আমার সত্য স্পৃহা!
সুখ-দুখের এই দুনিয়া, সব না প্রাপ্তি
প্রীতি দিয়ে তোমায় করবো তৃপ্তি!
তুমি আমার দেখা প্রথম রূপ, স্মৃতি
চটপটে তুমি, তুমি বুদ্ধিমতি।
খেয়ালে নাই, অন্য কোনো চেহারা
নিশ্চয়ই আছে অদৃশ্য পাহারা।
উত্তরা, ঢাকা।
১২.১২.২৫
©somewhere in net ltd.