| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জেগে ওঠতে
সাইফুল ইসলাম সাঈফ
যদি আমি গভীর ঘুমে থাকি
যদি জেগে ওঠতে দেরী করি
আলোর রেখা দেখার আগে
রাতের শেষে, তুমি ডেকো,
তুমি ডেকো, আমায় সময় হলে
রেখেছি তোমায় আগে বলে।
যদি আজান শুনি আমি প্রথমে
তবে জাগ্রত করবো তোমায় ডেকে।
আমি পবিত্র হয়ে রওনা দেবো
মসজিদে, মসজিদের দিকে…
আমি আরো উন্নত, হবো উত্তম
তোমার ছোঁয়া আর অনুরাগে।
তোমায় কাছে পেলে মিলবে জ্যোতি
একে অন্যকে করবো প্রীতি!
ইবাদতে থাকবো দু’জন মশগুল
তুমি হবে আমার শ্রেষ্ঠ গুল!
হাল্কা আলো, স্নিগ্ধ বাতাসে
মন ভালো হয়ে যাবে….
আমার কথা স্মরণ হলে
দোল দিয়ে হবে অনুরণন!
উত্তরা, ঢাকা।
২১.১২.২৫
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১০
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: ওকে।
২২ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৪
বাজ ৩ বলেছেন: সাইফ ভাই।কবিতাটি সুন্দর হয়েছে