| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হে অপ্সরা
সাইফুল ইসলাম সাঈফ
সব রূপ হয় না ঈপ্সিত
সব রূপ হয় না অনুভূত
সব রূপ থাকে না খেয়ালে
জীবন চলে না অবিরত হেলেদুলে!
তুমি আমার কাছে নক্ষত্র
তোমায় দেখি দিকে দিকে সর্বত্র।
তুমি স্বপ্ন দেখে দেখে চলো
সবসময় ভালো লাগে না আলো?
কখনো কখনো দেখে মনে হয়-
প্রাণ নেই, জাগে মনে ভয়!
যদি তুমি জুটি না বাঁধো
কেন তুমি তাহলে কাঁদো?
সূর্য কখনো ঢেকে যায় মেঘে
কারণে-অকারণে প্রায় মানুষ রাগে!
কখনো ফসলের মাঠ যায় শুকিয়ে
আবার জাগে বৃষ্টির ছোঁয়া পেয়ে।
রাত হলে দিনের কদর বাড়ে
দিন হলে রাতের কদর বাড়ে।
আমার আগ্রহে তোমার কি স্পন্দন হয়?
আমার আগ্রহে তোমার কি লাগে ভয়?
অপরিচিত জানতে জানতে হয় পরিচিত
তোমায় টের পেলে হই কম্পিত!
তোমার জন্য মিলন করা অপরিহার্য
শুধু আমায় দেখাও তোমার সৌন্দর্য!
তোমার জন্য প্রেম-অনুরাগ বহুত
উদগ্রীব হয়ে আছি দেখতে তোমার সুরত!
তোমার খুশবু নেওয়ার জন্য মাতোয়ারা
আবার দেখা দাও না, হে অপ্সরা!
উত্তরা, ঢাকা।
২৬.১২.২৫
©somewhere in net ltd.