| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হাসপাতাল
সাইফুল ইসলাম সাঈফ
পরিচিত তাঁর কাছে খুবই উপকৃত
হঠাৎ শুনি একদিন তিনি অসুস্থ
হাসপাতালে ভর্তি, জীবন শঙ্কায়
ছুটে যাই দেখতে, দেখা হয়নি আর
তাকে রেফার করে পাঠানো হয়-
নিউরো সাইন্স হাসপাতালে।
সেখানে এচইডিইউতে দীর্ঘ দুই মাস-
ভর্তি ছিলেন, সেখানে শেষ নিঃশ্বাস!
আমি এক মাস নিয়োজিত ছিলাম
তাঁর সেবায়, দেখেছি কত ক্রন্দন!
প্রতিদিন কত মানুষ আসে চিকিৎসা নিতে
কেউ ফিরে কেঁদে কেঁদে, কেউ মৃত!
এখানে শোনা যায় অসংখ্য গল্প
কেউ মনে মনে করে সংকল্প
যদি সুস্থ হয় রোগী, থাকবে সতত প্রার্থনায়
রোগীর কী অবস্থায়, মগ্ন থাকে, ভাবনায়।
একদিন দেখতে পাই তাঁর সহধর্মিণী-
আওড়ানো অবস্থায়-
সে আমাকে কখনো কষ্ট দেয়নি
সে আমাকে সুখেই রেখেছে
সে আমাকে সন্তুষ্ট রেখেছে
সে আমাকে খুশি করেছে
হে আল্লাহ আমি তাঁর প্রতি তৃপ্ত
তাকে যন্ত্রণা দিওনা, কর প্রশান্ত!
তখন ভাবনা চলে আসে অজান্তে
পারবো কি উত্তম সঙ্গী হতে?
উত্তরা, ঢাকা।
২৮.১২.২৫
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১১
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ গুরু ভুল ধরে দেওয়ার জন্য
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি সঙ্গী না হয়ে সঙ্গিনী হবেন কেন?