নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশরিরী আলোর তীব্র অপেক্ষায় পার করি প্রতিটি ন্যানো সেকেন্ড !!!

সাইক চৌধুরী

প্রকৃতি ভালোবাসি, সত্য আর সরল সব কিছু আমাকে টানে। চরম আড্ডাবাজ আমি। সংগীত থেকে দর্শন সব কিছু নিয়ে পড়তেই ভালো লাগে।

সাইক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আপোষের আন্দোলনঃ দালালরা সাবধান। শাহবাগের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা প্রতিহত করুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২





আপোষ না সংগ্রাম?

সংগ্রাম সংগ্রাম।



জামায়াত শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের রাজপথ ছাড়ার কথা ছিল না। কিন্তু ৭ ঘন্টার নামে যে দালালী শুরু হল, তা আমাদের এই দাবী বাস্তবায়নের পথে বড় বাধা। আন্দোলন কখনো সময় হিসেব করে হয় না।



গত মহাসমাবেশের ৬ দফা দাবীর একটি দাবীও এখনো পরিপূর্ন ভাবে বাস্তবায়িত হয় নি। অথচ ব্লগার ইমরানের মতে দাবী পূরণে তিনি কোন বাধা দেখছেন না। জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করতে না পারলে এই দেশ কখনোই মুক্তিযুদ্ধের পূর্ন চেতনায় ফিরে যেতে পারবে না। অথচ, এই সব দাবী নিয়ে কোন তীব্র কথা আমরা শুনলাম না। এই আন্দোলন কে যারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন তারা পুরো জাতির সাথেই প্রতারনা করছেন।



যেসব ব্লগার আপোষের রাস্তায় গিয়ে এই আন্দোলন কে দালালীতে পরিনত করলেন তাদের প্রতি ঘৃণা। আসুন এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমরা ২৪ ঘন্টা শাহবাগের আন্দোলন কে এগিয়ে নেই। সময় এসেছে, দালাল দের প্রতিহত করার।







জয় বাংলা।



© সাইক চৌধুরী (saikh chowdhury)

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

শের শায়রী বলেছেন: বুজলাম না কারা এত বড় বিপ্লবী যারা স্কুলের মত টাইম ঠিক করে বিপ্লব ঠিক করে? কারা সেই সব নেতা যারা জনগনের আন্দোলনের দিক নির্দেশনা দেয়? যে মূহুর্তে জামাত হরতাল দিল সেই মূহুর্তে কোথায় আন্দোলন বেগবান হবে তা না আন্দোলন এক রকম বন্ধ করে দিল। আসলেই কি এই সব তথাকথিত নেতাদের কথা সাধারন মানূষ মানবে? আমরা কি আর একবার রাজাকারদের কাছে পরাজিত হব?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

সাইক চৌধুরী বলেছেন: প্রশ্নই আসেনা। আমরা রাজপথ ছাড়ব না। কোন চোখ রাঙ্গানিতে কাজ হবে না। আসুন আমরা একতাবদ্ধ থাকি।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: তৃতীয় দিনের পরই আমার মনে হয়েছে এই রকম একটা কিছু ঘটবে। যদি আগে কিছু লিখতাম তাহলে আপনারা বলতেন ছাগু। এখন তো শুধু এতটুকু দেখলেন আর কিছু দিন অপেক্ষাকরুন দেখুন আরো কতো কি হয়। জাস্ট ওয়েট......

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

সাইক চৌধুরী বলেছেন: হতাশার কিছু নেই। আমরা রাজপথে থাকলে দালালরা পালাতে বাধ্য হবে। বাসায় বসে ওয়েট করে তো কোন লাভ হবে না। রাজপথে নেমে আসুন।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: তৃতীয় দিনের পরই আমার মনে হয়েছে এই রকম একটা কিছু ঘটবে। যদি আগে কিছু লিখতাম তাহলে আপনারা বলতেন ছাগু। এখন তো শুধু এতটুকু দেখলেন আর কিছু দিন অপেক্ষাকরুন দেখুন আরো কতো কি হয়। জাস্ট ওয়েট......

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

মো কবির বলেছেন: ভাই এই আন্দোলন চলে গেছে একটি রাজনৈতিক মহলের হাতিয়ার হিসিবে, সাধারণ মানুষকে তারা এখন শুধু ডাল হিসিবে কাজে লাগাচ্ছে।


আমার মনে এই বাংলার সকল মানুষের উচিৎ পথে না নেমে হাসিনার বাসার সমানে গিয়ে পথ অবরোধ করে বসা থাকা এবং তার কাছ থেকে আপাতত এই দাবি বাস্তবায়ন করে নেওয়া ,যে সকল দলের সকল রাজাকারদের বিচার করা হবে সঠিক ভাবে।

এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তার পথ অবরোধ করে বসে থাকা।
জানি এই দেশে কখনও সেটা সম্ভব না। আমার একটা লিখা আছে পড়ে দেখেবেন কেন এদের হাতে রাজাকারদের বিচার করা সম্ভব না।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: শাহবাগ আন্দোলনে অংগ্রহণকারী ভাই বোনেরা , শাহবাগ থেকে কেউ সরবেন না । এই আন্দোলন গুটিকয়েক মানুষের ইচ্ছার উপরে চলবে না । প্রয়োজনে ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে নবজাগরণের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হোক । জনগণই সঠিক ও আপোষহীন কণ্ঠস্বরটি খুঁজে নেবে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

সাইক চৌধুরী বলেছেন: সহমত পোষন করছি। চলুন দালাল দের বিতারিত করে আমরা আমাদের দাবী আদায় করি।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশে এখন টাইম মেনে অফিস, স্কুল কলেজ চলার পাশাপাশি আন্দোলনের জন্যও টাইম নির্ধারন হয়েছে। এখন থেকে ৩টার সময় ঘণ্টা পড়বে, আর সবাই শাহবাগে আসবে। আবার ঘন্টা পড়বে আমরা "ছুটি ছুটি গরম গরম রুটি, এক কাপ চা, সবাই মিলে খা" এই স্লোগান দিতে দিতে বাড়ি ফিরে যাব। আহ! কি চমৎকার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

সাইক চৌধুরী বলেছেন: কিন্তু আমরা তো ছোট্ট খোকা নই। এই দালালদের চিহ্নিত করুন আর দাবী আদায়ে রাজপথ ছাড়বেন না।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: বেচা দালালদের লাত্থি মাইরা আন্দোলন থেকে সরান। তার বাপের ডাকে মাঠে আসি নাই। আসছি নিজের গরজে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

সাইক চৌধুরী বলেছেন: লাথি মারার জন্য আমার দুই পা খাড়ায় আছে। আপনারা মারবেন তো :p

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

এজাজ আহমেদ বলেছেন: আমার মনে হয়েছে এই রকম একটা কিছু ঘটবে। যদি আগে কিছু লিখতাম তাহলে আপনারা বলতেন ছাগু। এখন তো শুধু এতটুকু দেখলেন আর কিছু দিন অপেক্ষাকরুন দেখুন আরো কতো কি হয়। জাস্ট ওয়েট......

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

সাইক চৌধুরী বলেছেন: হতাশার কিছু নেই। আমরা রাজপথে থাকলে দালালরা পালাতে বাধ্য হবে। বাসায় বসে ওয়েট করে তো কোন লাভ হবে না। রাজপথে নেমে আসুন।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

লজিক2010 বলেছেন: লেখক বলেছেন: কিন্তু আমরা তো ছোট্ট খোকা নই। এই দালালদের চিহ্নিত করুন আর দাবী আদায়ে রাজপথ ছাড়বেন না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

সাইক চৌধুরী বলেছেন: তাহলে দেখা হবে শাহবাগে।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

নিরব একজন বলেছেন: দয়া করে
ঢাকার ব্লগাররা রাজপথ ছারবেন না ।
না হলে
বাংলাদেশ আরও ১০০ বছর পিছিয়ে যাবে।
এটা জনগণের বিপ্লব ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

সাইক চৌধুরী বলেছেন: আমরা রাজপথ ছাড়ছিনা। সবার প্রতি অনুরোধ, দল মতের উর্ধ্বে উঠে আমাদের সমর্থন করুন। আমাদের দেশে আমরা রাজাকার, যুদ্ধাপরাধী নিয়ে বসবাস করতে চাই না।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

হাবিব০৪২০০২ বলেছেন: যেদিন রাতে লাকিকে আঘাত করা হয় সেদিন ভোর রাতের দিকে শাহবাগের গণজাগরনের মুখপাত্র হিসেবে কাজ করা ফেবু পেইজে একটা লম্বা স্ট্যাটাস দিছিল, ওটা দেখেই মনটা খুব খারাপ হয়ে যায়, আন্দোলনের ব্যাপারে হতাশ হয়ে পড়ি। ১০ মিনিট পরেই দেখি স্ট্যাটাসটা আর নাই, ডিলিট করে দিছে। পরে খেয়াল হইছে এটার স্ক্রিন শট নিয়ে রাখা উচিত ছিল, সেটা অনেক বড় একটা দলিল হত।

"ওখানে লিডিংয়ে থাকা একজনের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা চাচ্ছে এই আন্দোলনটা নিয়মিত বিরতিতে করে আগামী ইলেকশন পর্যন্ত টেনে নিতে"

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

সাইক চৌধুরী বলেছেন: আমাদের ধমনীতে শহীদের রক্ত,
শহীদের রক্ত পরাজয় মানে না।

আমরা দালাল দের চক্রান্তের কাছে পরাজিত হব না। দয়া করে রাজপথে থাকুন, রাজপথ ছাড়বেন না।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: আমি সিঙ্গেল কিক ই দিমু। কাল ১১ টায় আইতেছি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

সাইক চৌধুরী বলেছেন: দেখা হবে রাজপথে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.