নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিত্ব পরিমাপে চোখ, মুখ বা চেহারা ও পা বনাম প্রালোজী।

২৭ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৯


আমার সবচাইতে শ্রদ্ধেয় প্রিয় ব্যাক্তিত্ব...
ব্যক্তিত্ব বা personality শব্দটার মাঝে কি রকম একটু ভয় ভয় ব্যাপার জড়িয়ে আছে।ছোটবেলায় আমি তো ব্যক্তিত্ববান মানুষ বলতে আমাদের স্কুলের গুরুগম্ভীর বড়আপা আর আমার নিজের রাশভারী মাকে ছাড়া আর কাউকেই ভাবতেই পারতাম না।

বেশ বড় হবার পর জানলাম ব্যক্তিত্বের সংজ্ঞা।
A brief definition would be that personality is made up of the characteristic patterns of thoughts, feelings and behaviors that make a person unique. In addition to this, personality arises from within the individual and remains fairly consistent throughout life.
সোজা কথায় ব্যক্তিত্ব হলো মানুষের কতগুলো বৈশিষ্ঠের একক সংগঠন, যা একটি মানুষের আচরণে বার বার প্রকাশ পায়। এটি একজন মানুষের একক অভিব্যাক্তি। তাই কখনই একজন মানুষের ব্যাক্তিত্ব আরেকজনের মত হয়না। এটা এক একজন মানুষের স্বকীয়তা।

আর তাই ব্যক্তিবের কোনো ধ্রুবসত্য বা নিশ্চিৎ সংজ্ঞাও দেওয়া সম্ভব নয়। তাই তো যতই ব্যাক্তিত্ববান মানুষ বলতে গুরুগম্ভীর পন্ডিৎ টাইপ মানুষের চেহারাটাই চোখের সামনে ভেসে উঠুক না কেনো, ব্যাক্তিত্ব টাইপড কিছু ব্যাপারই নয়। ব্যাক্তিত্বের চেহারা গুরু গম্ভীর, হাস্যজ্বল, কুটিল, দয়াবান, সদা চন্চল সবরকমই হতে পারে আর ব্যাক্তিত্ব কিন্তু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকেনা। এটা বিভিন্ন বয়সে পরিবর্তিত হতে হতে এক পর্যায়ে এসে একটা স্থিতিশীলতা পায়।

ব্যক্তিত্ব আর মানবিক সর্ম্পক আঙ্গাঙ্গিভাবে জড়িত। মানবিক সর্ম্পকের উন্নয়ন ছাড়া ব্যাক্তিত্বের উন্নয়ন অসম্ভব। শুধু তাই নয় ব্যক্তিত্বের সাথে জৈবিকভাবে নির্ধারিত গুণাবলী বা দৈহিক গঠন, সামাজিকভাবে নির্ধারিত গুণাবলী (কর্তব্যপরায়নতা, সহনশীলতা), অভিজ্ঞতা ( শিক্ষাগত যোগ্যতা, পেশা) আর স্বকীয় মানষিক কিছু ব্যাপার স্যাপার( প্রতিজ্ঞা, মনোযোগ, সংবেদনশীলতা) এসবও অতঃপ্রতভাবে জড়িয়ে থাকে।

যাইহোক ব্যাক্তিত্বের সকল তত্বব্যাখা দেওয়া অসম্ভব। তবে মনোবিজ্ঞানীরা বলেন, ব্যক্তিত্ব তার স্বকীয় বংশগতি ও পরিবেশের যৌথ ফলাফল।

বিজ্ঞানীরা শরীরের গড়ন অনুসারে মানুষকে কয়েকটি শ্রেনীতে ভাগ করেছেন। তাদের মতে মানুষের প্রত্যেক ধরণের শারীরিক গড়নের সাথে কতগুলো মানসিক ও আচরন গত সম্পর্ক রয়েছে.....
তারা মনে করেন মানুষের ব্যাক্তিত্বের কতগুলো গুণাবলী বিশেষ করে মেজাজের সাথে শারীরিক গড়নের বিশেষ সম্পর্ক রয়েছে। তাদের মতে দুই ধরনের মেজাজের একটি ,Cycloid অপরটি Schizoid.

Cycloid মানুষেরা খাটো, গোলগাল, মেদ বহুল হয়। এরা আবেগী, চন্চল ও অস্থিরটাইপ হয়।
Schizoid মানুষেরা লম্বা হালকা পাতলা গড়নের হয়। এরা অন্তরমূখী ও সামাজিক সম্পর্ক বিমুখ হয়। এদের জীবনে চাপ আসলে Schizophrenic হবার সম্ভাবনা আছে।

জানিনা বিজ্ঞানীরা ঠিক না বেঠিক তবে তারা শারীরিক গঠন দেখে যেমন মানুষের মুখের আদল বা চেহারা, হাতের গড়ন দেখে এমনকি পায়ের সেইপ দেখেও যে মানুষ চিনে ফেলেন সেটাই বেশী মজার আর তাই নিয়েই আমার এই লেখাটা লেখার ইচ্ছে হলো।

মানুষের মুখের আদল বা চেহারার মাঝে যে ব্যাক্তিত্ব লুকিয়ে আছে তা শুধু বিজ্ঞানীরা কেনো আমাদের মা খালা গুরুজনেরা এমনকি ছোট ছোট বাচ্চারাও বেশ নির্ভুলভাবেই বলতে পারবে বলেই আমার ধারনা। যেমন একদিন টিভিতে একজন কুক্ষ্যাত ডাকাতের চেহারা দেখে আমার মা বললেন, এর চেহারাটাই তো ডাকাতের মত। আমি অবশ্য তখন মনে মনে ভীষন মর্মাহত হয়ে ভাবছিলাম কই এর চেহারার সাথে তো আমাদের গোবেচারা ফুল বাগানের মালী রঘু এর চেহারারই বেশী মিল। তারমানে রঘুও কি ডাকাত? :(

যাইহোক বেবিকেয়ার এ্যয়ার হোস্টেজরা হন যেন এক একজন মায়াবতী এ্যান্জেল। আমার ধারণা তাদের মায়াবতী চেহারাটাই তাদের এমন জব পাবার ক্ষেত্রে সবচেয়ে বেশী সহায়তা করে।:) তবে কিছু কিছু মিচকা টাইপ মানুষ আছে ঠিক আমার গল্পের রুমির মত যাদের চেহারা দেখে কিছুতেই বোঝা সহজ নহে যে তিনি কতখানিই শয়তানের লাঠি মানে অমানবিক।X((হয়তো বিজ্ঞানীরা পারবে। :)
যাইহোক,

মুখের আদল বা চেহারায় ব্যাক্তিত্ব
The face is a canvas on which all human thought, decisions,endeavors,experience, fears.hopes and all sensation,pleasant, or otherwise, is manifest.


যাদের চোয়াল শক্ত মজবুত ও দৃঢ়। ব্যাক্তিত্বেও তারা তেমনি দৃঢ়চেতা ও সংকল্পে বদ্ধপরিকর টাইপ হন। কথা বলার সময় যারা মাথা উচু করে আই কনট্যাক্ট রাখে তারা প্রখর আত্নবিশ্বাসসম্পন্ন হন।

আমার জীবনের প্রতি মুহূর্তে জড়িয়ে থাকা একজন মানুষ
গোলগাল ও চৌকোনা মুখের মানুষেরা শেষজীবনে শান্তিপূর্ণ জীবন কাটানোতে বিশ্বাসী। লম্বাটে চিবুক জেদী চরিত্রের লক্ষন ও নিজের স্বপ্ন পূরণে হন বদ্ধ পরিকর। চওড়া চেটালো মুখের মানুষরা খুব বেশী সংবেদনশীল হয়ে থাকেন।

আজকালকার মর্ডার্ণ মেয়েরা তো আইব্রো ছেঁচে তুলে চিকন চাকন বানাতেই পছন্দ করে বেশী। কিন্তু বিজ্ঞানীদের মতে,পাতলা চিকন আইব্রো এর চাইতে ঘন ও মোটা ভ্রু সৌভাগ্যের প্রতীক।


উঁচু খাড়া নাক যেমনই উদারতার প্রতীক তেমনি বাকানো টিয়াপাখির ঠোটের মত নাক ধূর্ত ও কুটিল চরিত্রের লক্ষন।

চোখ।ছোট ছোট বা হরিণী চন্চলা চক্ষু মানব মানবীরাও নাকি হয় খুবই অস্থির চিত্তের , কাজ ও মনোযোগেও তারা তেমনি অস্থির, মাঝে মাঝে এমন চোখের মানুষগুলো অসাধুও হয়ে থাকেন। পক্ষান্তরে স্থির শান্ত গভীর আয়তচোখের অধিকারী মানুষেরা হন আত্মসংযমী ও ঠোঁটকাটা। সত্য কথা বলতে দ্বিধা বোধ করেননা। লক্ষ্যে অবিচল ও জিদ্দি টাইপ।

চোয়াল, চোখ, নাক, আইব্রোয়ের পর আসে অধর। লিপলাইনার দিয়ে বদলে দেওয়া অন্কিত অধর হলে চলবেনা। সত্যিকারেই যাদের লিপসের প্রান্তদ্বয় উপরের দিকে উঠানো থাকে হ্যাপী ফেস ইমোগুলোর মত, তারা হয় সদা হাস্যজ্বল আর ঠিক স্যাড ফেসের মত লিপস যাদের তারা অকারনেই জীবন ভরে তোলে নিরানন্দে।

যাদের লিপস পাতলা তারা সহনশীল ও আবেগ নিয়ন্ত্রনে পারঙ্গম।আর যাদের লিপস একটু মোটা। বেবি বেবি তারা একটু দুঃখেই কেঁদে কেটে বুক ভাসায়। আবার হেসে ওঠে একটু ভালোবাসায়।:)

উচু কপাল সৌভাগ্যের প্রতীক আর নীচু কপালীদের জীবনে অনেক স্ট্রাগল করতে হয়।


সিল্কী চুলের মেয়েরা বস্তুত সহজ সরল নাজুক প্রকৃতির ও সহনশীলা হন আর একটু কোকড়া, রাফ চুলের মানুষেরা হয় কঠোর ও বুদ্ধিতে প্রখর।অনেক বড় কপাল বা হেয়ারলাইন বেশ পেছনদিকে এমন মানুষের দুঃখ করার কিছুই নেই । তারা হয় হাই লেভেল ইনটেলিজেন্ট।

http://ezinearticles.com/?Face-Shape-Personality---How-to-Know-Anyones-Personality-Through-Their-Face&id=1862339

পায়ের গড়ন বা প্রালোজি টিনটিন ভাইয়ার জন্য বিশেষ ভাবে প্রযোজ্য। কারণ টিনটিনভাইয়াই আমাকে বেশ কিছুদিন আগে এই আইডিয়াটা দিয়েছিলো সাথে নতুন নামাকরণ !:)প্রালোজি - পা দেইখ্যা মানুষ চেনার বিস্ময়!!
http://www.somewhereinblog.net/blog/tintinrocks/29397263
শুনেছি আগেকার দিনে নানী দাদীরা বিয়ের কন্যা নির্বাচনের সময় কন্যার পায়ের গঠন আকার আকৃতির নানা রকম গুনা গুন বিচার বিশ্লেষন করতেন।
যাইহোক, মনোবিজ্ঞানীদের মতেও পায়ের গঠন, রঙ, মসৃনতা আর পায়ের প্রতিটা আঙ্গুল ডিফারেন্ট মিনিং বয়ে চলে।বুড়ো আঙ্গুল মানুষের চিন্তাভাবনার প্রতিফলক। সেকেন্ড আঙ্গুল আবেগ আর পায়ের উপরের পার্ট আর নিচের পার্ট খুব সুক্ষভাবে প্রকাশ করে সেই মানুষটি ঠিক কেমন।

মসৃন, লম্বা, ঝকঝকে পায়ের অধিকারী মানুষগুলোর লাইফও নাকি হয় মসৃণ, ঝকঝকে। তারা এ্যাকটিভ, হার্ড ওয়ার্কিং আর মনেপ্রাণে খুব হেল্পফুল মানুষই হয়ে থাকেন।

যখন পা হয় তুলনামুলক ভাবে শরীর থেকে ছোট, তারা হয় স্মার্ট,মনোযোগী আর শান্তপ্রকৃতির। ভাগ্যবানও হন তারা। যত প্রতিকুলতা আসুক সামনে বেশ কাটিয়ে নিতে পারেন। যারা সামনে ঝুকে হাটে রিস্ক নিতে পছন্দ করেননা তারা।কিছুটা হীনমন্য হয়।

যারা পায়ের পাতার উপর পুরোটা ভর দিয়ে থপথপ করে হাটে তারা ব্যাস্ত সমস্ত মানুষ হয়। নিজের থেকে অন্যের ব্যাপারে মাথা ঘামায় বেশী।পুরাই গায়ে মানেনা আপনি মোড়ল টাইপ। বাঁচাল প্রকৃতির আর শো অফ করার টেন্ডেন্সি থাকে বেশী।

মাংসল পায়ের গড়ন ওয়ালা মানুষেরা সাধারণত ধনী হয়। আর হাড্ডিসার
পায়েরা হয় জীবনযুদ্ধে পরাজিত সৈনিক। ছোট ছোট পায়ের আঙ্গুলের মানুষেরা হয় কর্তব্যপরায়ন ও সৎ।

যাদের পায়ের পাতা বেশ বড়সড় ৮" ছেলেদের ও ৭" মেয়েদের বা আরও বেশী তারা যেকোনো কাজে নেতৃত্ব নিতে পারার ক্ষমতা রাখে। যে কোনো পরিস্থিতি, বাঁধা বিপত্তি সামলে নিতে পারে।

যখন দ্বিতীয় আঙ্গুল বুড়ো আঙ্গুলের চাইতে বড় হয় তাদের জীবনে খাদ্য ও বন্ধুত্বের কোনো অভাব হয়না। সোজা কথায় প্রচন্ডরকম সৌভাগ্যবান তারা।

যখন পায়ের পাতা হয় ছোটখাটো। ৬" বা ৫" এর কম। তাদেরকে এই জগতে হাউ টু অবদমন হিংসা এটা শিখতেই হবে। নইলে জীবনে বিপদ ঘনিয়ে আসবে বার বার।:(

সাদা ধপধপে পায়ের নখ একটি স্থিতিশীল জীবনের প্রতীক। ধুসর নখ একটি টাফ লাইফের পরিচায়ক। সবচাইতে সুলক্ষনা নখের রঙ লালচে যা জীবনে ঐশ্বর্য্য ও সাফল্যের নিদর্শন।

যাদের পায়ের আঙ্গুল হয় বড় বড় তারা নেতা ও সংকল্পপরায়ন হন তবে তাদের বদরাগী হবারও সম্ভাবনা আছে একই সাথে অন্যের ব্যাপারে তারা হন পরম ধৈয্যশীল।

আপাতত এতটুকুই থাকুক। শারীরিক গঠনগত দিক নিয়েই ব্যাক্তি্ত্ব পরিমাপ।:) ব্যাক্তিত্বের মনস্তাত্বিক দিক সম্পর্কে আর একটু পড়ালেখাটা ঝালাই করে তারপর সেটা লেখার চেষ্টা করবো না হয় আরেকদিন।:)

অবশ্য যে কেউ নিজেই নিজের পারসোনালিটি টেস্ট করে নিতে পারে নীচের লিন্কগুলোতে ক্লিক করে নিজের একটা ফোটোগ্রাফ আপলোড করে।:)

http://www.uniphiz.com/personology.htm

এটা খুবই মজার পারসোনালিটি টেস্ট-:)

http://similarminds.com/face/start.php

এমন আরও আছে হাজার হাজার । কেউ খুঁজে না পেলে আমাকে বললেই আমি বের করে দেবো।:) আর সবশেষে বলে রাখি এসব কিন্তু আমার কথা না। সবই মনোবিজ্ঞানীদের কথা। কাজেই কোনো কিছু পছন্দ না হলে আমার কোনোই দোষ নেই। :)

মন্তব্য ৩৯৯ টি রেটিং +১০৮/-০

মন্তব্য (৩৯৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৭

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: আরো কয়েকবার পড়তে হবে পোস্টটা। অনেক কিছু বোঝার আছে, জানার আছে।

২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:২২

শায়মা বলেছেন: :(


আসলেও আমাকেও কয়েকবার পড়তে হবে।


তবে টেস্টটা মজার।

জাস্ট ক্লিক করো আর নিজের ছবি আপলোড করে দাও তারপর সেটা নিজেই বলে দেবে তুমি ঠিক কেমন। :)
http://similarminds.com/face/start.php

২| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৭

মোঃ জুলকার নাঈন বলেছেন: বাহ মহা-- জ্ঞানী পোষ্ট--- অনেক কিছু জানলাম আপু। ধন্যবাদ আপনাকে। আমি যে কোন পর্যায়ের! 8-| 8-|

২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:২৪

শায়মা বলেছেন: টেস্ট করো।

নিজেই টেস্ট নাও নিজের ভাইয়া।






http://similarminds.com/face/start.php

৩| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:২২

দূর্বাঘাস বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু। মানুষ নিয়ে গবেষণার এই বিষয়গুলো আমরা হস্তবিশারদ কিরোর কাছ খেকে কিছুটা পাই। আপনার লেখাটা অনেক গুছানো। বেশ কাজে লাগবে।ধন্যবাদ। :> :> :>

২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:২৬

শায়মা বলেছেন: এটা মনোবিজ্ঞানীদের কথা।


তবে হস্তবিশারদগণও এইসব ব্যাপারে অনেক অনেক গিয়ান রাখেন।


আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!:)

৪| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩০

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: অনেক কিছু জানলাম আপু :D থ্যাংকস :) ........................ প্লুস++++++++++++++++++++++++++++++প্রিয়তে :D :!> :#>

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩০

শায়মা বলেছেন: পড়তে বা শুনতে সাবজেক্ট টা বোরিং লাগলেও আসলে কিন্তু ভীষন ইন্টারেস্টিং একটা ব্যাপার।

লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

৫| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৯

একাকী বালক বলেছেন: বড়সড় এক এম.এন.সির এইচ আর ডিরেক্টর আমাকে বলছিল " তোমাকে দেখেই বুঝা যায় খুব হার্ড ওয়ার্কার তুমি " খ্যাক খ্যাক। আমার চেহারাতেই মনে হয় কামলা কামলা ভাব আছে।



ঘন ও মোটা ভ্রু সৌভাগ্যের প্রতীক। >>> ঘন ও মোটার সাথে জোড়া ভ্রু মনে হয়। :) আমার এইটা আছে। তাই মনে হয় ভাগ্যের জোড়ে বেশ কিছু পাইছি। :)

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: গুড ভাইয়া।:)


আমি তো তোমার প্রোপিক দেখে ভেবেছিলাম তুমি হাড় কন্কাল রোগা পটকা বুঝি।

:P

৬| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৫

হা...হা...হা... বলেছেন: সফটওয়ার বলে দেবে আমার ব্যাক্তিত্ব কি? শুধু চেহারা দেখে? কি তাজ্জব!!

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: সেটাই তো।


আর নিজেও মিলিয়ে নিতে পারো ভাইয়া।:)

৭| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৪

হা...হা...হা... বলেছেন: একাকী বালক@ গতকাল ফেসবুকে একজন আমার ছবি দেখে বলল আমাকে নাকি ডাকাত ডাকাত লাগছে। আমি জিজ্ঞেস করলাম কোন ছবিতে? সে বলল সবগুলোই। তখন আমার জবাব ছিল সবগুলোতে যেহেতু ডাকাত ডাকাত লাগছে সেহেতু ছবির দোষ না, আমার চেহারাই ডাকাতের মতো। :(


যদিও আমার ধারণা ছিল আমার চেহারা ছিনতাইকারীর মতো, কারণ ঢাকায় এত বছর থেকেও ছিনতাই এর শিকার কেন হলাম না এর একটা যুক্তি এতদিন আমার কাছে ছিল, আর তা হলো আমাকেই লাগে ছিনতাইকারীর মতো, ছিনতাই কারীরা আমাকে তাদের স্বগোত্রের লোক মনে করে ধরে না।

তবে ছিনতাইকারী থেকে ডাকাত অনেক খাসা শব্দ। ছিনতাইকারী কোন কিছু ছিনিয়ে পালিয়ে যায়, ডাকাত তা না। ডাকাতদের অনেক সাহসের ব্যপার থাকে?



শায়মা@ আমি কি তবে ডাকাত ব্যাক্তিত্বের লোক? B:-) B:-) B:-) B:-)

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪১

শায়মা বলেছেন: ভাইয়া তুমি যদি এই কারণে ডাকাত হও আমি তাইলে ডাকাতনি।:)

কারণ এত বছরে আমাকেও ছিনতাইকারী ধরে নাই।:)

৮| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:০০

হাসান যোবায়ের বলেছেন: চেহারা নিয়া বেশ চিন্তায় পড়ে গেলাম। :P /:) /:) /:)

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪২

শায়মা বলেছেন: আরে তোমার আবার চিন্তা কি পিচকী!!!
তুমি তো চোখ বুজে নিসন্দেহে লিটল জিনিয়াস!!!:)

৯| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪০

মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌বা কি কঠিন পোষ্ট :P

নিজের ব্যক্তিত্ব কেমন সেটি বললেন না যে ?! আমি অবশ্য নিজের ছবি আপলোড করে দেখি এর পরে আরো অনেক স্টেপ্স। ঝামেলা মনে হল।

ঈদের কেনাকাটা কেমন যাচ্ছে? ঢাকাতেই ঈদ করছেন?

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: হায় হায় নিজের ব্যাক্তিত্ব!!!

এটি বলতে গেলে আমাকে যারা কাছ থেকে একটু আধটু জানে সবাই মনে হয় ইট পাটকেল ছুড়ে মারবে।:P

যাইহোক সেটা নিয়েও একদিন লিখবো ভাবছি।:)

ঈদের কেনাকাটা ভালো যাচ্ছে । ঈদ না আসা পর্যন্ত রোজই আমার ঈদ। আর ঢাকাতেই ঈদ করছি।
:)

মেঘদূত ছবি আপলোড করা লাগবেনা। চেহারা না দেখেই আমি বলে দিতে পারি

মেঘদূত কবি একজন মোস্ট পোলাইট এ্যান্ড জেন্টেলম্যান।
কারো সাথে পাঁচে নেই।
বড়ই সাহিত্যানুরাগী।
এমন একজন ভদ্রসদ্র মানুষ এই জগতে খুবই কম দেখা যায়।:)
নিজের মনে হেঁটে চলা এক পথভোলা পথিক তুমি মেঘের দূত।:)

দেখো এত প্রশংসা শুনে আবার আকাশে উড়ে যেওনা একেবারেই।:P

১০| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪১

ঘুমন্ত আমি বলেছেন: আমি যে ব্যাক্তিত্ব্য গড়ে তুলতে চাচ্ছি তা কিছুতেই হচ্ছে না !

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫১

শায়মা বলেছেন: হবেনা কেনো?


ব্যাক্তিত্ব পরিবর্তনশীল।

বড় হতে হতে নানা জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে ব্যাক্তিত্ব পরিবর্তিত হয়।

১১| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৪

বড় বিলাই বলেছেন: এই যে, স্কুল বন্ধ হয়ে গেছে তো এখন ব্লগেই ক্লাস নেয়া শুরু হয়ে গেল। টিচারদের নিয়ে আর পারলাম না।

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:০২

শায়মা বলেছেন: হায় হায় স্কুল তো খুলে যাবার সময় হয়ে গেলো আপুনি!!!:(

মনে করাই দিলে কেনো????? ভ্যা..............:(

আপুনি মিঃ বিলাই মানে আমাদের টারজানভাইয়া আর বিড়াল আপুনির টেস্ট নিয়ে আমাদের জানাও শিঘ্রী।:)


১২| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৫

রিয়েল ডেমোন বলেছেন: পুরুষ নিয়ে ব্যাপক গবেষনা !!!


এই পোষ্ট পড়ে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে না আসতে পেরে আমি কনফার্ম হলাম, আমি একজন ব্যাক্তিত্বহীন ছেলে। :#)

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:০৫

শায়মা বলেছেন: তুমি সম্ভবত হাসিখুশী টাইপ, সবকিছুতেই মজা পাওয়া, একটু রোমান্টিকও বাট একটু দুষ্টু প্রকৃতির পাঁজী ছেলে।:P তোমার লেখা দেখে এমনই মনে হয় আমার ভাইয়া। রাগ করোনা যেন। আমি অবশ্য এত বড় পন্ডিত হইনি যে যা বলবো তাই ঠিক।

কিন্তু তোমার লেখা পড়ে এমনি মনে হয় আমার।:)

১৩| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৮

রিয়েল ডেমোন বলেছেন: আমার মাঝে কিছুটা রোমান্টিক ব্যাক্তিত্ব আছে আপু। কিছুটা নমনীয় বলা যায় , যেটা আমার নিকের সাথে যায় না :#>

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:০৬

শায়মা বলেছেন: হি হি সেটাই আমারও মনে হয়।:)


ঠিক তোমার প্রোপিকটার মত।:)

১৪| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: আমার ছবি আপলোড হয় না এরর দেখায় :|

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৩

শায়মা বলেছেন: হায় হায় তোমার ছবিতে ভুত ঢুকেছে মনে হয় হামা বেবি।:O

১৫| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:২২

রেজোওয়ানা বলেছেন: আমার গোলাগাল মুখ, কোকড়া চুল আর ঠোটের আকৃতি হাস্যমুখি /:)

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৭

শায়মা বলেছেন: তুমি মায়াবতী তবে মোটেও ছেড়ে কথা বলিবার মানুষ নহো।

গিয়ানী গুণী, বন্ধুবৎসল, একজন গুড মাদার ও গুড ওয়াইফ ।:)

এই সব বলতে এতকিছু লাগে এতো আমি এমনিতেই বেশ বুঝতে পারি রেজুমনি।:)

১৬| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩০

মে ঘ দূ ত বলেছেন: হাহা। উড়ে যাওয়ার দরকার পড়বে না। মেঘের দেশেই তো আমার বসবাস। :P

সমস্যা হচ্ছে বাস্তবে মানুষ যখন অন্যকে যাচাই করে তখন প্রথম দেখার নিরিখেই করে। তারপরে হয়তো জানাশোনা, কথা হলে সেই পর্যবেক্ষণ থেকেই। আর এই মেঘের দেশের জানাশোনা সব যে শব্দে, রূপে আর কল্পনায়। সেখানে যে যেমন করে নিজেকে প্রকাশ করছে জানাশোনাটাও সেই আঙ্গিকেই। এখানে একে অপরকে পুরোপুরি কেমন করে চিনছে।

আমার এখনো বিশ্বাস যে, নিজেকে আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। যতই মনে হচ্ছে হ্যাঁ এইতো বুঝছি ভেতরের প্রাণটাকে ততই মনে হয় সে বড় অধরা। ধরা কিছুতেই দিবে না। মাঝে মাঝে মনে হয় কল্পনার প্রাসাদের এক একটা বন্ধ দরজা যতই অবমুক্ত করছি ততই মনে হচ্ছে প্রাসাদের অন্য মহলে না জানি এমন কত বন্ধ দরজা রয়েছে। একটা ভয়, শিহরণ, উত্তেজনা অনুভব করি এই ভেবে যে, না জানি আর কি কি বের হবে ওসব থেকে।

আপনার যে জিনিসটা আমার সবচাইতে বেশী ভালো লাগে সেটি এই অচেনা অজানা মানুষগুলোকে এমন আপন করে নেওয়ার মুগ্ধ করা ক্ষমতা। ভালো লাগে আপনার কাব্যিক মনটাকে। রবিঠাকুরের প্রেমিকা বলেই হয়তো এই পক্ষপাতিত্ব :P

এই কালই মনে ভাবছিলেম, এই যে সাইন ব্লগে এখনো এত সময় দিয় সে এক আপনি আর ইমন জুবায়ের ভায়ার মতো মানুষগুলো আছে বলেই।

ভালো থাকবেন। মেঘের দূতের বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানিয়ে গেলাম। বৃষ্টি পড়ছে এখন এইখানে :-)

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: যে যাই বলুক এই কথা অনস্বীকার্য্য যে তুমি একজন নির্বিবাদী সাহিত্যপ্রেমী কাব্যিক মানুষ!:)

১৭| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৮

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আমার হাত পা, মুখ, সব আপলোড করে দিচ্ছি আপা। আমারটা দেখে একটু বলে দিনতো আমি কেমন ব্যক্তিত্বের অধিকারী :-B :-B



অনেক সুন্দর পোষ্ট। আরো কয়েকবার পড়তে হবে। /:)

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: হায় হায় পাগলাঘোড়ার ছবি তোলা যায় নাকি!!!

দেখি দেখি কেমন সেটা???

১৮| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪০

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: প্রিয়তে রাখি। আপনিতো বিরাট জ্ঞানী লোক দেখি

২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৮

শায়মা বলেছেন: হুম হুম। বিরাট গিয়ানী।:)

১৯| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪২

ঘুমন্ত আমি বলেছেন: বড় হতে হতে কত বড় হলে ব্যাক্তিত্য পুর্নতা পাবে যখন আমি বার্ধক্যে পৌছাবো যখন আসলে ব্যাক্তিত্যে কোন দরকারই নেই তখন ।
অঃট আমার জ্ঞ্যান কিন্তু ব্যাফক :P

২৮ শে আগস্ট, ২০১১ রাত ১২:০১

শায়মা বলেছেন: বার্ধক্যেই মনে হয় ব্যাক্তিত্ব পূর্ণতা পায় ভাইয়া।:)


সুনীলের কবিতার মত আক্ষেপ করোনা।:(

২০| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১২:১০

সায়েম মুন বলেছেন: মেলা কিছু জানলাম বিউটি আপি। অনেক দিন পর গবেষণামূলক পোষ্ট দিলা। ১০০ তে ১০০ দিলাম। :D

মানুষের চেহারাটাই অনেক কিছু বলে দেয়। যেটা সবাই মোটামুটি বুঝতে পারে।

আগে একটা সেট স্কয়ার আর ভার্নিয়ার স্কেল জোগার করে নেই। তারপর হাত পা ভ্রু কপালের দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ মেপে জেনে নিবো কেমন লোক আমি :P

আগাম ঈদ মোবারক।

২৮ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৬

শায়মা বলেছেন: এমনিতেই মাপামাপি ছাড়াই কি বলে দেবো কেমন লোক তুমি পিচকাভাইয়া???

২১| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫১

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: রিক ভাই সমন্ধে ১০০০০% সঠিক কথা কইছেন কিভাবে !!!! B-))

২৮ শে আগস্ট, ২০১১ রাত ১:১৬

শায়মা বলেছেন: আরে এইসব বলতে কি আর পড়ালেখা লাগে ভাইয়া???


অনেকভাবেই বলা যায়তো।:)

২২| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১:০৯

একাকী বালক বলেছেন: @ হা...হা...হা... ভাই ডাকাত লাগাটা ভাল। দেশের যে অবস্থা কেউ কিছু কইব না। কিন্তু আমারে পুরাই গো বেচারা কামলা কামলা লাগে। সবাই সব কাম আমার উপার চাপায় দেয় আর আমিও কান্ধে নিয়া নেই। :)

২৮ শে আগস্ট, ২০১১ রাত ১:১৯

শায়মা বলেছেন: হুম হুম বুঝলাম তুমি খুবই সহনশীল ব্যাক্তিত্ব!!!

সবাই তাই ঘাড়ে যা পারে চাপায় দেয়।:)

২৩| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৩

একাকী বালক বলেছেন: আমি তো তোমার প্রোপিক দেখে ভেবেছিলাম তুমি হাড় কন্কাল রোগা পটকা বুঝি

>>> হা হা হা। একদম রোগা পটকা না তবে নাদুস নুদুসও না। :)

২৮ শে আগস্ট, ২০১১ রাত ১:৫৬

শায়মা বলেছেন: বুঝাই যাচ্ছে।

এখন দেখলে তো আমি কত বড় পন্ডিৎ!!:)

২৪| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৭

সায়েম মুন বলেছেন: আমি কেমন লোক, গবেষক আপি? :|

খুব খ্রাপ হলে হাটে হাঁড়ি ভাঙ্গিওনা। :!> :#>

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:০০

শায়মা বলেছেন: আরে তোমাকে কে খারাপ বলবে???

যে বলবে তার তো অবস্থা শেষ করা হবে এমন একটা ইনোসেন্ট পিচকি বেবীভাইয়াকে খারাপ বলার জন্য।

২৫| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১:৪১

অচেনা রাজ্যের রাজা বলেছেন: অনেক কিছু জানলাম। নিজেকে অনেক জ্ঞানী জ্ঞানী লাগছে B-) B-)

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:০১

শায়মা বলেছেন: আমারও নিজেকে গিয়ানী গিয়ানী লাগছে এটা লিখে রাজাভাইয়া।:)

২৬| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:০২

পাহাড়ের কান্না বলেছেন: হায় হায় খাপে খাপ মনতাইজ্জার বাপ। পড়ার পর কমেন্ট দিতে আইসা দেখি আমি যা লেখতে আইছি অচেনা রাজ্যের রাজা আইসা বইলা দিছে। /:)

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:১২

শায়মা বলেছেন: হা হা হা তোমরা দুজন দেখছি হরিহর আত্মা!!

আর দুজনের বেবীর নামই মন্তাজ নাকি!!!!!!!!!



:P

২৭| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:০৮

টিনটিন` বলেছেন: বাপরে, ব্যাপক। অনেক কিছু জানলাম। তবে ভালো করে বুঝতে, আরো কয়েকবার পড়া লাগবে।

পোষ্ট প্রিয়তে না গেলে আমার প্রিয় পোষ্টের অপমান হবে। :)

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:১১

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া

এটা মনে আছে???

পায়ের গড়ন বা প্রালোজি টিনটিন ভাইয়ার জন্য বিশেষ ভাবে প্রযোজ্য। কারণ টিনটিনভাইয়াই আমাকে বেশ কিছুদিন আগে এই আইডিয়াটা দিয়েছিলো সাথে নতুন নামাকরণ !প্রালোজি - পা দেইখ্যা মানুষ চেনার বিস্ময়!!


Click This Link

২৮| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:০৯

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: সরাসরি প্রিয়তে +++

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:১৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

২৯| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:০৯

অচেনা রাজ্যের রাজা বলেছেন: ২নং লিঙ্কে গিয়ে ছবি আপলোড দিলাম কিন্তু এরপর চেহারায় স্ট্রাকচার মিলাতে হয়....সবগুলা স্ট্রাকচার না মিলালে ২৫টা কোয়েশ্চনের আন্সার দেয়া যায় না। অনেক জটিল না ব্যাপারটা ??

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:১৬

শায়মা বলেছেন: সেটা বেশী জটিল লাগলে আমার স হজ ভাষায় লেখা লেখাটা পড়ে পড়ে মিলিয়ে নাও রাজা ভাইয়া।

এমন স হ জ করে আর কেউ বলবেনা।:)

৩০| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:১৯

টিনটিন` বলেছেন: অবশ্যই মনে আছে। এখন এই পোষ্ট পড়ে নিজের প্রতি গর্ব বোধ হচ্ছে। :P

করেছি ফান আর সেটা থেকে এত সুন্দর একটা পোষ্ট। :)

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:২৬

শায়মা বলেছেন: :P


হা হা হা তোমার ঐ পোস্ট দেখা থেকেই মাথায় আছে এইটা ভাইয়া।:P

৩১| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:২০

নীল কষ্ট বলেছেন: ভালো লেগেছে

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:২৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!:)

কেমন আছো??

৩২| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:৩৪

নুপুরের রিনিঝিনি বলেছেন: অসাধারন আপু!!
আচ্ছা বলতো আমাকে দেখলে তোমার কি মনে হয়?? :)

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:৪৪

শায়মা বলেছেন: ওহ তোমাকে দেখলে আমার একটা কথাই মনে হয়,

ফার্সট ডেট নিয়ে চিন্তিত একটা দুরু দুরু বালিকা।:P

রাগ করোনা যেন।


ফান করলাম!!!:P

৩৩| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:৪৯

পাহাড়ের কান্না বলেছেন: গতদুই বছর বিয়া বিয়া কইরা সবার কান ঝালা পালা কইরা এখন নিজেই টায়ার্ড হয়া গেছি। আর বেবী। :|| এইটা হইলে রাজা মশাইর হইতে পারে।

২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৪

শায়মা বলেছেন: তাইলে মনতাজ কে!!!




:P

৩৪| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:৫২

অচেনা রাজ্যের রাজা বলেছেন: চিবুক মুঠোমুঠি লম্বাটে, আইব্রো এতো বেশী ঘনও না আবার পাতলাও না, নাক মিডিয়াম, কপাল বড়, চুল খাড়া খাড়া কোঁকড়া... :-& :-&

কেমন হতে পারে আমার ব্যাক্তিত্ব ?? :|

২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:০০

শায়মা বলেছেন: লম্বাটে চিবুক জেদী চরিত্রের লক্ষন ও নিজের স্বপ্ন পূরণে হন বদ্ধ পরিকর।

বিজ্ঞানীদের মতে,পাতলা চিকন আইব্রো এর চাইতে ঘন ও মোটা ভ্রু সৌভাগ্যের প্রতীক।

উচু কপালও সৌভাগ্যের প্রতীক।:)

একটু কোকড়া, রাফ চুলের মানুষেরা হয় কঠোর ও বুদ্ধিতে প্রখর।অনেক বড় কপাল বা হেয়ারলাইন বেশ পেছনদিকে এমন মানুষের দুঃখ করার কিছুই নেই । তারা হয় হাই লেভেল ইনটেলিজেন্ট।

বাপরে!!! তোমার দেখি পুরাই রাজা রাজা ব্যাক্তিত্ব!!!!!!!!!!!

৩৫| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৪

অচেনা রাজ্যের রাজা বলেছেন: দুররররর কি কন পাকা ভাই ? X(( সবে ভার্সিটিটা শুরু করলাম আর আপনি আমারে বিয়া দিয়া বাচ্চার বাপ বানাইয়া দিতাছেন ? X((

২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:০২

শায়মা বলেছেন: তাও আবার মন্তাজের বাপ বানাই দিসে।:P

মনতাজ শুনলেই তো আমার ইয়া বড়ো মোচওয়ালা মানুষকে মনে হচ্ছে।:(

৩৬| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৯

একরামুল হক শামীম বলেছেন: কত্তো কিছু জানলাম বিজনেস পার্টনার :)

২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:০৪

শায়মা বলেছেন: :)

জানার আছে কতকিছু দেখলে তো???


শুধু কাঁচে রঙ করলে চলবে???


:P

৩৭| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:১১

রাইসুল জুহালা বলেছেন: খুব ইন্টারেস্টিং লাগল আপনার লেখাটা। অনেক ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


আসলেও ইন্টারেস্টিং।

আরও আছে।

পরে আবার লিখবো।:)

৩৮| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:১৩

অচেনা রাজ্যের রাজা বলেছেন: ব্যাক্তিত্ব দেখছেন আমার :-0 (চরম ভাবস নেয়ার ইমো)



কিন্তু বাস্তবে আমি এমন না.... /:)

২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২৩

শায়মা বলেছেন: আরে বাস্তবে তুমি এমন না বললেই হবে!!!!!!!!!১
স্বয়ং বিজ্ঞানীরা বলেছেন এমন এমন এবং এমন চেহারা হলে তেমনি হবে।:)

৩৯| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:১৮

নুপুরের রিনিঝিনি বলেছেন: ধুর আপু হইলো কিছু???
ঐটাতো আমার জন্য ছিল না :P

২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: তাইলে কার জন্য ছিলো???


:P

৪০| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৪

রিয়েল ডেমোন বলেছেন: আমার ব্যাপারটা ঠিক ধরা হইছে। ভাবতেছি দেশে এসে একটা জ্যোতিষ ব্রাঞ্চ খুলব। আমিও একটু আকটু জ্যোতিষগিরী জানি। ব্যাবসা হিট। শুধু ব্লগে একটা পোস্ট দিলেই হলো আর কি। :P

২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫২

শায়মা বলেছেন: এহ পোস্ট দিলেই হবে??

বড় জ্যোতিষী আপার সার্টিফিকেট লাগবে।:)

৪১| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:৫১

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আপলোড দিলাম :#)

এবার বলেন

২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: কি বলবো!!!


আমার বলার কিছু ছিলোনা......

:P

৪২| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৮:০৬

যোগিনী বলেছেন: আমি যে কোন প্রজাতির তা নিয়ে আমার নিজের মাঝেই কনফিওসন আছে আর বিজ্ঞানীরা কি বলবে? =p~ =p~

২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫৬

শায়মা বলেছেন: তুমি যোগিনী প্রজাতির।

আমার কোনো সন্দেহ নাই।

৪৩| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৯

বৃষ্টিধারা বলেছেন: কঠ্ঠিন...........

২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: কেমন আছো বৃষটিধারামনি!!!!!!!!!!!!!
:)

কতদিন পর দেখলাম।

৪৪| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৫৫

জিসান শা ইকরাম বলেছেন: অনেক মজার একটা পোস্ট। অনেক অজানা তথ্য জানা হলো। এমন একটা পোস্টের জন্য +++

২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০০

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।:):):)

৪৫| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১১:১৫

ছাইরাছ হেলাল বলেছেন:

কিছু বলা যাবে না।

২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: কেনো কিছু বলা যাবেনা ভাইয়া!!!

৪৬| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৫৮

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: হাতের লেখা দেখেও পারসোনালিটি বোঝা যায়... ফেসিয়াল এক্সপ্রেশন, চোখ এগুলোও পারসোনালিটিকে রিফ্লেক্ট করে... ভয়েস টোনও

পায়ের ব্যাপারটা কিন্তু বেশ মজা লাগল আপু। আরো লেখা পাবো আশাকরি।

২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: হা হা হা


সবকিছুই করে তো আপুনি!!!!!!!!!!!!


পায়ের ব্যাপারটা আসলেই মজার।

আগের দিনে কইন্যার পা না দেখে বিয়ে হতনা।


এমনকি নাকি পা পানিতে ভিজিয়ে হেঁটে দেখাতে হত কন্যাদেরকে।:)

৪৭| ২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:০০

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: ছবিটা আমার অসম্ভব প্রিয় একজন ব্যক্তিত্বের !!!

২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: কোন ছবিটা আপুনি???


এখানে বিশেষ ব্যাক্তিত্বগনের ছবি দেওয়া হইয়াছে তো।:)

৪৮| ২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৭

মাহমুদা সোনিয়া বলেছেন: প্রিয়তে লিলাম আপু। দুর্দান্ত!! :)

২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: :)



থ্যাংক ইউ আপুনি।

৪৯| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৭

দূর্যোধন বলেছেন: একটা মনুষ কে বিচার করার জন্য তাহলে মাথা থেকে থেকে পা পর্যন্ত টিপে-টুপে দেখতে হবে !! :-/

২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:২৬

শায়মা বলেছেন: নানা এমনিতেই দেখে চেনা যায়। তোমার পন্থা ধরলে তো কপালে নির্ঘাৎ মাইর আছে।

৫০| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১৪

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: মাদার তেরেসার ছবি আপু

২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: ফারহিনমনি তোমার এই ঘোড়ার উপর বসা রুপকথার মত রাজকন্যার ছবিটাও আমার খুব ভালো লেগেছে।:)


আর মাদার তেরেসা!!! সে একজনই হতে পারেন!

৫১| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১৪

ম্যাভেরিক বলেছেন: কত আছে জানার!

২৮ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া তুমি বলো এই কথা!!

তোমার কাছেই তো জানবো আমরা!!!

৫২| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১৫

ম্যাভেরিক বলেছেন: কত আছে মজার! একসময় পরীক্ষা করব।
শায়মা আপার ব্যক্তিত্ব কোন ধরণের? :)

২৮ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া পরীক্ষাটা ঝামেলা আছে।

আর আমার ব্যাক্তিত্ব !!! সে এক আজব ঘটনা!!:P

সেটা নিয়েও লিখবো ভাবছি।:)

আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।:)

৫৩| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৩৮

বিদ্বৎকল্প বলেছেন: চমৎকার পোষ্ট!
অনেক ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!:)

৫৪| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৪

প্রজন্ম কথা বলেছেন:
আপনার বাবা আপনার লেখাগুলো পড়লে নিচের মত করে বলতেন,

কই গেলিরে লক্ষ্যি মেয়ে
কই গেলিরে আমার মা
বাবা তোকে ডাকছে শোন
এই দিকে মা আয় না।
শায়মা..শায়মা........।

বেশ লিখেছিস, ভালো হয়েছে
আজ যে মনটা ভালো
ভালো ভালো লিখে যে তুই
হচ্ছিস ব্লগের আলো।।

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৭

শায়মা বলেছেন: কাটের সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানালর গ্রীলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলেনা
আয় খুকু আয়..........:(

৫৫| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৮:৪৬

জিসান শা ইকরাম বলেছেন:
আমার ছবি তো তুমি দেখেছ ।
একটু বের করে দিবে , আমি কতটা খারাপ ও ভয়ংকর ? :)
আমি বের করতে পারিনা।

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫১

শায়মা বলেছেন: ভাইয়া তুমি তো একেবারেই রুপকুমার টাইপ দেখতে।


রুপকুমার টাইপ মানুষেরা কি খারাপ বা ভয়ংকর হতে পারে!!!!!!!!


তাদের কাজ খারাপ ভয়ংকর সব দত্যিদানোকে ঘ্যাচঘ্যাচ করে কেটে ফেলা।:)

৫৬| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৭

আরিশ ময়ুখ বলেছেন: জীবনে তো কিছুই জানি না
-----------
পোস্টে প্লাস

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৫

শায়মা বলেছেন: আহা তাই না??

কিচ্ছু দেখোনি!!


বললেই হলো!!!!


কিছু না দেখলে এত সুন্দর গল্প লিখো কেমনে ভাইয়া???

৫৭| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১১:০৫

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: :)

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: ফারহিন আপুনি!!!:)

৫৮| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৮

ShusthoChinta বলেছেন: জ্যোতিষশাস্ত্র, এইসব প্রলোজি টজি কিছুই আমার বিশ্বাস হয় না,মানে মনে ধরে না আর কি। বেশিরভাগ ক্ষেত্রে আমি কোন মানুষের নাম বা চেহারা দেখে যে ধরণের ধারণা করেছি তার ৫০% ও মেলেনি,তাই সব ভাও মনে হয়!

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১:০৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া প্রালোজী বলে আসলেই কিছু নেই এটা টিনটিনভাইয়ার দুষ্টুমী করে দেওয়া নাম।


আর আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে লিখিনিতো। সবকিছুই মনোবিজ্ঞানীদের কথাই লিখেছি।


তবে ভাইয়া এইসব না পড়েও মানুষের চেহারা দেখে আমি বেশ বুঝতে পারি কে কেমন।:)

৫৯| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪০

সানাউল্লাহ তুষার বলেছেন: মহা জ্ঞানী পোষ্ট.......

অনেক কিছু জানলাম আপু। ধন্যবাদ আপনাকে।

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১:০৪

শায়মা বলেছেন: আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

৬০| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ১:২৬

পুরাতন বলেছেন: জটিল পোষ্ট , অনেক কিছু জানা হলো (ব্যাপক জ্ঞান মাথায় ঢুকানোর ইমো B:-) )

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৮

শায়মা বলেছেন: কি কি জানলে ভাইয়া???

টেস্ট দাও।:)

৬১| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ১:৪২

নস্টালজিক বলেছেন: মনোবিজ্ঞানী শায়মা!

২৯ শে আগস্ট, ২০১১ রাত ২:০৪

শায়মা বলেছেন: :P


তোমার ব্যাক্তিত্ব কি রকম বলে দেবো??

৬২| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৩:০৬

নস্টালজিক বলেছেন: হু, বলো!

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: সবার আগে তুমি আমার প্রিয় ব্যাক্তিত্ব।
সেটার কারণ প্রথমত আমার পরীর দেশের গান আর তারপর আরও অনেকগুলা লেখা।:)

এরপর আছে মনোবিজ্ঞানীদের বিশ্লেষন।

লম্বাটে চিবুক জেদী চরিত্রের লক্ষন ও নিজের স্বপ্ন পূরণে হন বদ্ধ পরিকর।
ঘন ও মোটা ভ্রু সৌভাগ্যের প্রতীক।

একটু কোকড়া, রাফ চুলের মানুষেরা হয় কঠোর ও বুদ্ধিতে প্রখর।

আপাতত এইটুকুই থাক ওকে?:)

৬৩| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৩:০৭

কামরুল হাসান শািহ বলেছেন: ইন্টারেস্টিং

প্রিয়তে

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: আসলেই ইন্টারেস্টিং!!!

৬৪| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৩:২৭

কালো_সাদা বলেছেন: মজা লেগেছে অনেক :D :)

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: আমারও।:)

৬৫| ২৯ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫৫

যোগিনী বলেছেন: এইডা কি কথা হইল???

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: কেনো যোগিনী আপুনি!!!!!!!!!!!!


ভুল বলেছি নাকি!!!!!!!!!!!

৬৬| ২৯ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫৯

বৃষ্টিধারা বলেছেন: ভালো আছি আপুনি ।

তুমি ??

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩১

শায়মা বলেছেন: কত ভালো আছো???


কতদিন পর দেখলাম!!!

৬৭| ২৯ শে আগস্ট, ২০১১ সকাল ১১:১৫

পুরাতন বলেছেন: টেস্ট টাতো পোষ্ট পড়ার পরেই দিয়েছিলাম, রেজাল্ট ইচ্ছে করেই দেইনি B-)

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: আরে কেনো ভাইয়া???


রেজাল্ট তো খারাপ হবার কথা না।:)

৬৮| ২৯ শে আগস্ট, ২০১১ সকাল ১১:১৯

সরলতা বলেছেন: আপু,লেখাটা খুব-ই মজার হয়েছে। এই বিষয়ে আমার প্রচন্ড আগ্রহ। লিঙ্কে গিয়ে নিজের রেজাল্ট বের করেছি। কিন্তু কাউকে বলবনা। B-) B-) B-)

আপনি বলে দিন আমাকে কেমন লাগে? :!>

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: আরে তোমার নাম দেখেই তো মনে হয় সরলতার প্রতীমা।:)

আর তুমি যে এক অসাধারণ লেখিকা সে কি আর বলে দিতে হবে!!!:)

৬৯| ২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৭

েরজা , বলেছেন:

আমি দেখতে শাখামৃগ সদৃশ ।

আমি দেখতে সুন্দর এই কথা আমার "মা" আর কেউ বলে নাই ।


এবার বল আমার ব্যক্তিত্ব ।


তোমার জন্য ঈদের একটা শড়ি কিনছি , নিতে আসবা কবে ?

( সত্যি সত্যি কিনছি কিন্তু )

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: হা হা হা রেজাভাইয়া তার মানে তুমি এখনও বেবি বেবি ব্যাক্তিত্ব।

:P


আর শাড়ি কিনেছো!!!!!!!!!!!

শাড়িটা আকাশের ঠিকানায় পাঠিয়ে দিও।:) :) :)

৭০| ২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৫

জলমেঘ বলেছেন: কিছুই তো আমার সাথে মিল্লোনা।

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!!!


কি কি মিললোনা বলো।

আমি মিলিয়ে দিচ্ছি ভাইয়া।:)

৭১| ২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

অনেক কাজের পোস্ট।
আবার পড়া লাগবে।

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

শায়মা বলেছেন: এখনও কিছুই হয়নি।


আরও আসছে ভাইয়া .......:)

৭২| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১১

হিবিজিবি বলেছেন: গল্প, কবিতা, ফিলোসফি সব জায়গাতেই আপনার বিচরণ। এত লেখা আর লেখার জন্য এত পড়াশুনার সময় পান কিভাবে......হিংসা হয়!! :(
এই মজার লেখাটা আবার পড়তে হবে।
শুভকামনা রইল চালিয়ে যান সাথে ঈদের শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫১

শায়মা বলেছেন: ভাইয়া আসলেই আমার খেয়ে দেয়ে মাঝে মধ্যেই কাজ কম পড়ে।

মানে নেই কাজ খই ভাজ। আর তখনই মাথায় যখন যেই ভুত চাপে সেটাই নিয়ে ঘুরে বেড়াই।:P

অনেক অনেক থ্যাংকস লেখাটা পড়ার জন্য।

৭৩| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০২

এম চৌধুরী বলেছেন: সেইরকম একটা লেখা লিখসেন গো ভাই!

হ্যাটস অফ!

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫২

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!

কত্তদিন পর দেখলাম!!!:)

৭৪| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৫

লেডি বার্ড বলেছেন: পোকার ব্যাক্তিত্ব পরিমাপ করেন দেহি! গায়ের রং লাল কালো। আর সব গোলগাল :-B

২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:২৩

শায়মা বলেছেন: আরে এটা কি কোনো কঠিন ব্যপার হলো??


বড়ই সৌন্দর্য্য ব্যাক্তিত্ব!!!:)

৭৫| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৫

লেডি বার্ড বলেছেন: হি হি হি থ্যংন্কু থ্যংন্কু আমারও তাই ধারনা আছিলো :P

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:২৭

শায়মা বলেছেন: আমার তো সব সময় মনে হয়।:)

৭৬| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৪

Dee Dee বলেছেন: বাহ! কত কিছু যে মিলে গেল!! :) :)

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:২৯

শায়মা বলেছেন: আমারও তো মিলে গেলো ডি ডি। :)

৭৭| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৯

Dee Dee বলেছেন: কিন্তু ছবি আপ্লোড হয় না ক্যান??? /:)

৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১৪

শায়মা বলেছেন: হবে হবে!!


সাইজ ঠিক ঠাক মিলাতে হবে।

৭৮| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৮

জলমেঘ বলেছেন: আপু, ভাইয়া না আপু হবে, এইটাই তো মিলাতে পারলেন না, বাকিগুলো কিভাবে মিলবে।

৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১৬

শায়মা বলেছেন: এইটা দিয়ে তো আপুভাইয়া মিলাই না।

আপু বা ভাইয়া যেই হোক মানুষটা কেমন সেটা মিলানো হয় আপুনি।:)

৭৯| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:১৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক কিছু ঝানলুম। মাথা আউলে গিয়েচে!

৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: হায় হায় তোমার মাথা আউলালে কেমনে হবে!!!

৮০| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৯

মুনসী১৬১২ বলেছেন: শ্যম্পু জটিল -- :) :)

৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: ভাইয়াজী !!!:)

৮১| ৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৫২

কবির চৌধুরী বলেছেন: আমি কোন দলে? :#> :#> :!> :!>

৩০ শে আগস্ট, ২০১১ রাত ৯:২১

শায়মা বলেছেন: তুমি একজন ভদ্রসদ্র গায়কী দলের মনে হয়। :)

৮২| ৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:০৭

মাহী ফ্লোরা বলেছেন: ইয়ো ইয়ো আমি খুবি ভাল মেয়ে। না মিলিয়েই বুঝতে পারছি। দেখি চশমাটা চোখে দিয়ে থাকি। B-)


এই নিয়ে এই পোষ্টে তিন বার ঢুকলাম। একবারো কমেন্ট দিতে পারি নাই। X(

ঈদের শুভেচ্ছা আপু।:)

৩০ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩১

শায়মা বলেছেন: তুমি খুবই ভালো মেয়ে !!!!!!!!!!!!!!!!!:)


ঈদ মুবারাক আপুনিমনি।:)

৮৩| ৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৪১

নাআমি বলেছেন: ওরে বাব্বা !! ভয় পাইসি !!! এ দেখি দারুন পোস্ট !!


ভয় লাগছে জানতে, আমি কোথায় মানে কোন ক্যাটাগরি :!> ? খারাপ হইলে কানে কানে কিন্তু ......।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: আরে তুমি কি খারাপ হতে পারো আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!
অবশ্যই না!!!!!!!!!!!!


:)


৮৪| ৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১:০১

রেজোওয়ানা বলেছেন: ঈদের শুভেচ্ছা শায়মা :)

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৪

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা রেজুমনি!!!!!!!!:)

৮৫| ৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৬

সুরঞ্জনা বলেছেন: দারুন পোস্ট! প্রিয়তে নিয়ে রাখি। সময় করে সব লিঙ্ক দেখতে হবে।
আমার মা মানুষ দেখে তার সম্পর্কে অনেক কথা বলতেন যা অনেক সময়ই মিলে যেতো।
বিশেষ করে চোখ দেখে আম্মা বলতেন, ঐ মেয়ের/ ছেলের চোখ দেখেই বোঝা যাচ্ছে বদের হাড্ডি, খবরদার ওর সাথে মিশবেনা!!!
আমি নিজেকেই আজ পর্যন্ত চিনলাম না!!!!

ঈদের লক্ষ কোটি শুভেচ্ছা।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৬

শায়মা বলেছেন: মা খালা দাদী নানীরা এমনিতেই কেমনে যেন মানুষ চিনে যায় আমাদের আগে আগে আপুনি!!



আর তুমি নিজেকে চিনলেনা কেনো???????????


আমরা তো চিনেছি তুমি কত্ত একজন ভালো আপুনি!!:)


তোমাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপুনিমনি।:)

৮৬| ৩০ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১০

আকাশটালাল বলেছেন: ওহে........... ঈদ মরাবক ;)

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৭

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ইহে আকাশলালভাইয়া।:)

৮৭| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: ঈদ মোবারক, শায়মা:)

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৮

শায়মা বলেছেন: ঈদ মুবারাক কালীদাসভাইয়া।:)

৮৮| ৩১ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৯

জিসান শা ইকরাম বলেছেন:
এটা কোন মন্তব্য নয়।

অ:ট: :)

৩১ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৩

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ামনি!!!

৮৯| ৩১ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪০

সায়েম মুন বলেছেন: ব্যক্তিত্ব পরে মাপবো। B:-/

আজ শুধু ঈদ মোবারক। বিউটি আপিকে ঈদ মোবারক। :D

৩১ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৮

শায়মা বলেছেন: ঈদ মুবারাক পিচকিভাইয়া!!!:)

৯০| ৩১ শে আগস্ট, ২০১১ রাত ১:২৪

ভাস্কর চৌধুরী বলেছেন:
......ঈদ মোবারক......
ঈদ আপনার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সূখ আর আনন্দ......

৩১ শে আগস্ট, ২০১১ রাত ২:০২

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাস্কর কবি!!!:)

৯১| ৩১ শে আগস্ট, ২০১১ রাত ১:২৬

ভাস্কর চৌধুরী বলেছেন:
......ঈদ মোবারক......
ঈদ আপনার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সূখ আর আনন্দ......

৩১ শে আগস্ট, ২০১১ রাত ২:০৬

শায়মা বলেছেন: :)

অনেক অনেক শুভকামনা!!!:)

৯২| ৩১ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৪

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: ঈদ মোবারক

০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৯

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ঘোড়াভাইয়া।:)

৯৩| ৩১ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৪৩

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: ঈদ মোবারক :)

০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৬

শায়মা বলেছেন: ঈদ মুবারাক আপুনি।:)

৯৪| ৩১ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৩৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:


ঈদ মোবারক :#)

০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৩

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।:)

৯৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৩

আলিম আল রাজি বলেছেন: ইন্টারেস্টীং তো!
ঈদের শুভেচ্ছা আপু :)

০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২০

শায়মা বলেছেন: আসলেই ইন্টারেস্টীং।


তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।:)

৯৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪০

নিভৃত নয়ন বলেছেন: কয়েকবার পড়তে হবে ।এত জ্ঞানী লেখা

০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: এত বেশী জ্ঞানী না। একটু পড়লেই জলের মত সহজ ভাইয়া।:)

৯৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৭

Dee Dee বলেছেন: ঈদ মুবারক আপু! :)

০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৭

শায়মা বলেছেন: :)

ঈদ মুবারাক আপুনি!!!!!!!!!

খুব খুশীতে আছো বুঝাই যাচ্ছে ছবি দেখে।:)

৯৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩০

Dee Dee বলেছেন: হি হি হি! :P
তা বটে ! তা বটে ! :#)

০১ লা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: এখনতো আরও বুঝা গেলো কমেন্ট দেখে যে, তুমি মহা ফূর্তীতে আছো। ধেই ধেই নাচের ম্যুডে আছো।


গুড গুড গুড।:)

৯৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০৪

সকাল রয় বলেছেন:
খুব সুন্দর তো
দেখে ভালো লাগলো

০১ লা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: :)

থ্যাংক ইউ!!

১০০| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪৩

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: সুন্দর পোস্ট!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১০১| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩২

এম এস জুলহাস বলেছেন:
দেখে বলেন দিকিনি এই দু'জনার ব্যক্তিত্ব কী বলে ???


এসব কিন্তু আমার কথা না। সবই মনোবিজ্ঞানীদের কথা। কাজেই কোনো কিছু পছন্দ না হলে আমার কোনোই দোষ নেই।

০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৩

শায়মা বলেছেন: শিল্পীদের ব্যাক্তিত্ব আবার কি??

তোমার এক ও অদ্বিতীয় ব্যাক্তিত্ব শিল্প।:)

১০২| ০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৯

জিসান শা ইকরাম বলেছেন:
অনেক ধন্যবাদ তোমাকে........
ভালো ও সুন্দর সময়কে সাথে নিয়ে থেক সবসময়

০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১০৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৭

মহাবিশ্ব বলেছেন:
বাপস্‌! কি সব বিশ্লেষণ। এই লেখাটা পড়ার পর যে নিজের দিকে ভালো করে তাকাতে ভয় পাচ্ছি। পাছে দেখি আমি এখন যা, তা না হওয়াই উচিত আর আমি যা নই তাই হওয়ার কথা ছিল!
ঈদের শুভেচ্ছা শায়মা। সুন্দর সবুজ সব মুহূর্ত ঘিরে রাখুক তোমায় সারাবেলা। ভালো থেকো আলোর মতো।

০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৯

শায়মা বলেছেন: ইশ বললেই হলো ভয় লাগছে নিজের দিকে তাকাতে।


তুমি এই মহা বিশ্বের মতই মহান!!!

এতে আমার কোনো সন্দেহ নেই ভাইয়া।

১০৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৩

শত রুপা বলেছেন:



ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।


ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।


ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।


ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৯

শায়মা বলেছেন: ঈদ মুবারাক আপুনি!!!

১০৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫০

মেহবুবা বলেছেন: গবেষনা পোষ্ট । আবার পড়তে হবে ?

০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: অনেক অনেক স হ জ কথা কিন্তু আপুনি।:)

১০৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৯

চন্দ্রগ্রহণ বলেছেন: নিজের ব্যাক্তিত্ব নিয়ে এমনিতেই কনফিউজড ছিলাম, আপনার লেখার সাথে মিলিয়ে আরও কনফিউজড হয়ে গেলাম !!!

তবে খুব মজার বিষয়। পরের লেখার অপেক্ষায় থাকলাম....

০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৬

শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!:)


১০৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪২

জুন বলেছেন:
অনেক্ষন আয়নার সামনে দাড়িয়ে ভীষন কনফিউজড শায়মা :|
এফ বিতে আমার ছবি দেখেছো, এখন বলো তো আমি কেমন :-* :-*

০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৯

শায়মা বলেছেন: তুমি একটা সরলতার প্রতীমা আপুনি।


এটা আবার বলা লাগে???

সবাই তো জানে।


তবে তুমি অনেক রোমান্টিকও আছো। অনেক অনেক !!!!!:)

১০৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২২

চাঁন মিঞা সরদার বলেছেন: জ্ঞানী পোষ্ট

ট্রাই মেরে দেখতে হবে।:P

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৬

শায়মা বলেছেন: ট্রাই মেরে দেখো ভাইয়া।


মজার একটা ব্যাপার !!!

১০৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩২

তাসনিয়া বলেছেন: ছবি আপলোড এর পর চরম ভেজাল X( X( ... লাইন ড্র..... কি এগুলা..

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৮

শায়মা বলেছেন: আসলেই মেজাজ খারাপ হয়ে যায়।


তুমি শুধু লেখাটার সাথে মিলিয়ে দেখো তাসনিয়ামনি!!!:)

১১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:২৫

তাসনিয়া বলেছেন: আর যাদের লিপস একটু মোটা। বেবি বেবি তারা একটু দুঃখেই কেঁদে কেটে বুক ভাসায়। আবার হেসে ওঠে একটু ভালোবাসায়।:)

সত্য :P :P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪৮

শায়মা বলেছেন: আমিও জানি তাহা সত্য তাসনিয়ামনি।



:P

১১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জটিল পোষ্ট.......নিজেরে নিজে মিলিয়ে দেখতে ভয় লাগছে.............হা হা হা........জানার অনেক আছে ভাই...জানার চেষ্টা বৃথা তাই,.........

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫১

শায়মা বলেছেন: কে বলে জানার চেষ্টা বৃথা।


আরো অনেক মানে আরো জানার কিছু আনছি খুব তাড়াতাড়ি।:)

১১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৭

নীল-দর্পণ বলেছেন: মজার পোষ্ট ত! আমার তো মোটা ভ্রু কিন সৌভাগ্য কে জানে। হালকা কোকড়ানো চুল।
চওড়া কপাল কিন্তু আমি তো মনে হয় হাইলেভেলের গবেট। :D
নিচের ঠোট হালকা মোটা, কান্নাকাটি আর আনন্দের ব্যাপারটা ঠিকই আছে :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: বললেই হলো হাই লেভেল গবেট!!

যেহেতু তোমার মোটা ভ্রু, কোকড়ানো চুল, চওড়া কপাল কাজেই সৌভাগ্যবতী হতেই হবে। :)

১১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৩

রাষ্ট্রপ্রধান বলেছেন: খি B-)) খি B-)) খি

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: খি হলো ভাইয়া!!!!


এত হাসি কেনো!!!!!

১১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: আমারে কিমুন মনে হয় , :-B :-B :-B

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: তোমাকে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান মনে হয় ভাইয়া।:)

১১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০৪

শিপন মোল্লা বলেছেন: এখন পিয়েতে রাখলাম,অনেক কিছু বুজার আছে এক পড়ায় কিছু বলা যাবেনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০০

শায়মা বলেছেন: এক পড়ায় কেনো অর্ধেক পড়াতেই বোঝা যাবে ভাইয়া।


আসলেই অনেক সহজ !!! :)

১১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৪৯

শাহানা বলেছেন: আপনার লেখা পড়ে কিছুক্ষন নিজের পায়ের দিয়ে তাকিয়ে থাকলাম। মানতে পারলামনা আপনার লেখা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: হায় হায় কেনো আপুনি!!!

কি হয়েছে তোমার পায়ে??


১১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬

কি নাম দিব বলেছেন: আপু, ভোতা নাকের ব্যাপারে কিছু বলেন নাই :|

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন: ভোতা নাকের ব্যাপারেও বলেছে।

নাক যদি হয় টিয়াপাখির মত বাঁকানো তাইলে সেই ব্যাক্তি একটু কুটিল প্রকৃতির হয় নাকি!!! লম্বা টিকালো নাকের মানুষেরা উদার কিন্তু একটু উন্নাসিকও হতে পারে রাজা বাদশাহদের মত ।

আর ভোতা নাকের মানুষেরা খুবই সহজ সরল ভালোমানুষ!!!:)

১১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৫

েরজা , বলেছেন:

তুমি এরাম একটা লেখা মনে হয় আগেও একবার দিছিলা , তাই না ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: এরাম প্রায় একটা আগেও দিসিলাম হয়তো বাট একদম হুবুহু এরাম না রেজা ভাইজান।:)

১১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৩৬

আকাশ ছোঁয়া বলেছেন: ভালো লাগলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৫৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!:)

১২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০৪

anisa বলেছেন: ও সায়মা আপু

এন্টিবায়োটিক খেয়ে আমার মাথা কাজ করছে না
বলো তো আমি কেমন তুমি কিন্তূ আমায় দেখেছ
এই সবার সামনে খারাপ কিছু বলো না যেনো

হা হা খুব সুন্দর তথ্যবহুল একটা পোস্ট আপুনি।

শুভেচ্ছা

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: তোমাকে দেখাও লাগতোনা আপুনি তোমার লেখা মানে কথা বলা দেখেই বুঝা যায় তুমি একটা অনেক অনেক নরম আর ভালো মনের মানুষ!!!

১২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৬

সত্যবাদী মনোবট বলেছেন:
আমার কি হবে!!!

আমি কেমন বলতো আপু?

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: তুমি আবার কেমন!!!!


তুমি তো নিজেও জানো তুমি সত্যবাদী একজন ভাইয়া।:)

১২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩১

রাষ্ট্রপ্রধান বলেছেন: 8-| :!> :#>

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: :P

১২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৬

আমি ভাল আছি বলেছেন: অনেক সুন্দর একটা লেখা অনেক দিন পর এসে পড়লাম;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১২

শায়মা বলেছেন: এতদিন পর পর কই থেকে আসো ???


এমন উধাও হয়ে কই যাও ভাতভাইয়া???

১২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৯

আমি ভাল আছি বলেছেন: ব্লগে প্রত্যেক দিন ই আসি কিন্তু মাঝে মধ্যে লগ ইন করি। কাজ থেকে ফিরতে রাত বারোটা একটা বেজে যায়। আর সাত সকালে ক্লাস থাকে তাই বেশি সময় দিতে পারি না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৪

শায়মা বলেছেন: আহারে এত ব্যাস্ত ( কষ্ট)
জীবন নষ্ট!!!


তোমার মত মানুষ দেখেই মনে হয় রবীন্দ্রনাথ লিখেছিলেন,

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেনো পাইনা...

:P

১২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৩

আমি ভাল আছি বলেছেন: আপনি না হয় কিছু না ই লিখলেন কিন্তু শান্তি একটাই যে রবীন্দ্রনাথ তো কিছু একটা লিখছেন :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪১

শায়মা বলেছেন: তাই তো ভাবছি!!

কি করে লিখলেন কবিগুরু এমন কাব্য তোমাকে নিয়ে!!!



:P

১২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৫

শিপু ভাই বলেছেন: আমার সবকিছুই মাঝামাঝি। B-) B-) B-)

ব্যাপক পোস্ট হইছে। অনেক কিছু জানলাম। ধইন্যা+++++++++++++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।



নিশ্চয় পোস্ট পড়োনি।

X(

১২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৬

শাহানা বলেছেন: আমার পা বড়। লম্বায় এবং চওড়ায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৩৯

শায়মা বলেছেন: আমারও আপুনি।:(


ছোট ছোট পা ই সুন্দর বেশী!

১২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১২

শিপু ভাই বলেছেন: পোস্ট পড়ি নাই মানে?????!!!!!!!????? X( X( X( X(( X((

প্রথমে সাইজ দেইখা ডড়াইছিলাম। কিন্তু এক নিঃশ্বাসে পড়েছি।
আমার পায়ের পাতা ৯ ইঞ্চি। পা তুলনামূলক ছোট।
আমার কপাল ঊঁচুও না-নিচুও না, আকারও স্বাভাবিক।

পরীক্ষা দিলাম X( X( X( X(( X((

তোর পোস্ট আমি না পইড়া কমেন্ট করিনা। ওখে???X(( X((

১০ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২০

শায়মা বলেছেন: হা হা হা তুমি এত কুইক রিডার জানতাম না ভাইয়া!!!!


যাইহোক বড় পোস্ট হলেও অনেক অনেক সহজ ব্যাপার স্যাপার। :)

১২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৭

রিমঝিম বর্ষা বলেছেন: তোমাকে ভুলে গেছি। X(

১০ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!!!!!!!!!!!


আমি ভুলে গেছি তব পরিচয়
তবু তোমারে তো আজও ভুলি নাই .....:( :( :(


আমি অনেক অনেক ঝামেলার মধ্যে আছি রিমঝিমমনি।
এক্কেবারে জীবন মরণ সমস্যা।:(

একটু ফ্রি হলেই আমাকে তোমার মনে করায় ছাড়বো। :)

১৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৬

শিপু ভাই বলেছেন: আমি রিমঝিম বর্ষাকে ভুলে গেছিX(

১০ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০২

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!
সবাই সবাইকে ভুলে গেলে কেমনে চলবে!!!!!!!!!!!!!!!

১৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো, প্রাবন্ধিক শায়মা আপা। তো, আপনি কেমন আছেন?

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: রাশেদীনভাইয়া !!!


আমি ভালো আছি !!!:):)


তুমি কেমন আছো??? :)

১৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:
দারুণ একটা লেখা পড়লাম...?

আচ্ছা আপু আপ্নি এত খাটাখাটি কেমনে করেন?

এমন একটা লেখা আমি মনে হয় সারা জীবনেও লেখতে পারবনা...


১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: এইটা খাটাখাটনির কিছু নাই।

আমি তো আর মাথা খাটায় বের করিনাই। সব করেছে বৈজ্ঞানিকরা।:)


লেখারা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

১৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১১

সোহা৮০৮ বলেছেন: ব্যাফক চিন্তার কথা। /:) প্রিয়তে। চিন্তা করতে করতে পড়ে নেব।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: এত চিন্তা করতে হবেনা ভাইয়া।


অনেক অনেক সহজ লেখা।:)

১৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৩

রেজওয়ান তানিম বলেছেন: আপনার এই ধরণের পোস্ট বেশ ভাল লাগে ।

কি কারণ জানি না, গেলেনই না আমার ব্লগে ! আর আইতে কমু না

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: আরে রাগ করো কেনো ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আজ পর্যন্ত একটু বেশী বিজি ছিলাম।


আজকে থেকে একটু ফ্রি আবার।:)


এখুনি যাচ্ছি তোমার ব্লগে।:)

১৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:২১

রিমঝিম বর্ষা বলেছেন: তুমি এত ঝামেলায় ক্যান থাকো?? কত্ত কত্ত কত্তদিন তোমার সাথে কোন কথা নাই..................বার্তা নাই। :(


শিপু ভাই...............আমারে মনে রাখছিলো কবে এট্রু জিগাওতো আপি। B:-/

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮

শায়মা বলেছেন: আরে কি করবো!!!! :(


ঝামেলা আমাকে ছাড়তেই চায়না।:(



শিপুভাইয়া তো সবাইকেই মনে রাখে বাট মনে মনে আর কি সেকি জানোনা???:P

১৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩৭

রোকন রাইয়ান বলেছেন: খুবই চমতকার একটা লেখা, ডাইরেক্ট প্রিয়তে...

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি।:)

১৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কেমুন আছুুুুুুুুুুুুু

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৪

শায়মা বলেছেন: ভালু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:P

১৩৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৩

জয় রাজ খান বলেছেন: অনেক ভাল লিখেছ আপু!! :) যদিও পড়তে একটু বোরিং লাগছিল :P

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৬

শায়মা বলেছেন: এত মজার একটা সাবজেক্ট বোরিং লাগলো!!!!!!!!!!!!


আরে চেহারা দেখলেই বুঝে যাবে কে কেমন সেটাই তো এক মজার খেলা।:)

১৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২১

পাগলমন২০১১ বলেছেন: জানিনা আমি কেমন হব :(

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: চেক চেক চেক করো ভাইয়া। :)


মানে পড়ে পড়ে মিলিয়ে দেখো।:)

১৪০| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৮

চশমখোর বলেছেন: বিয়াফক গেয়ানী হয়ে অজ্ঞান হয়ে গেলাম। |-) |-)

কেমন আছেন আপু? :)

দিনকাল কেমন চলে? :)

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: হায় হায় অজ্ঞান হলে কেমনে চলবে????



আমার দিনকাল ভালোই চলছে ভাইয়া। একটু শুধু বিজি আছি।:)

১৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৮

কুন্তল_এ বলেছেন: এই ইন্টারেস্টিং পোষ্ট পড়ে আমি আশেপাশের সবাইকে মাপা শুরু করছি। B-)) কখন জানি ঝাড়ি-টারি খাই !

ব্যাপক গবেষণালব্ধ পোস্ট, তবে যতই গবেষণা হোক না কেন মানুষ হলো সবচেয়ে আনপ্রেডিকটেবল প্রাণী। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া।

তুমি এমনভাবে মাপামাপি করো যেন কেউ বুঝতেই না পারে।



নাইলে ঝাড়ি এর বদলে বাড়িও খেতে পারো কিছুই বলা যায়না।:P

আর একথা সত্যি যে মানুষ পৃথিবীর আনপ্রেডিকটেবল প্রাণী। তবে সে নিয়ে কথা হবে আরেকদিন।:)

১৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:০৬

রিমঝিম বর্ষা বলেছেন: তোমার লেখাটা এখন পড়লাম। B-) আমি ভাবছিলাম মাদার তেরেসা-কে নিয়ে লেখা। তাই ভাবলাম রয়ে সয়ে পড়ি। :P



তোমার বর্ননার সাথে যে নিজের কোনটা মেলে তাইতো বুঝলামনা। লিংক এ ক্লিক করে ছবি আপলোড করে নিজেই টেস্ট করতে চাইলাম। তা ছবিও নেয়না ফাজিল ব্রাউজার। X(

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৬

শায়মা বলেছেন: হা হা হা এইবার ধরা পড়ে গেলে বর্ষামনি। তুমি কত ফাঁকিবাজি পড়ুয়া/ ছাত্রী ছিলে।:P


ছবি দেখেই ধরে নিলে এক আর ভেতরে আছে আরেক।

হা হা হা :P:P:P


আর শুনো ছবি আপলোড করতে আসলেও একটু ঝামেলা আছে।

থাক কিছু হবেনা মন দিয়ে পড়ে পড়ে নিজের সাথে মিলিয়ে নাও।:)

১৪৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৬

সায়েম মুন বলেছেন: ঐ বিউটি আপি। কেমন আছো? নতুন পোষ্ট দাওনা কেন #:-S

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: খুব খুব বিজি ছিলাম ভাইয়া। এখন একটু ইজি। কিন্তু নতুন পোস্ট লিখতে হবেনা বুঝি।:(



আলসে হয়ে যাচ্ছি।:( :( :(

১৪৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৬

সান্তনু অাহেমদ বলেছেন: Akhon bangladesh e.g. You may call me at 01762272081. Will leave bd on 20th

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪০

শায়মা বলেছেন: বুঝেছি বাংলাদেশে ঈদ করতে এসেছিলে ভাইয়া।

:)

১৪৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৭

জামিনদার বলেছেন: ব্যাপক গবেষণা। হলুদ তারকায় মৃদু ক্লিক করা হয়েছে। সময় মত কাজে লাগবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া।


কোন সময়ে কাজে লাগবে ??


এখুনি কাজে লাগাও । টেস্ট দিয়ে দাও।:)

১৪৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩০

আশফাক সফল বলেছেন: জানার আছে অনেক কিছু...আমি এক মূর্খ

পোস্ট প্রিয়তে

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!!!!!!!!!!!!!


তুমি কেনো মূর্খ হবে ভাইয়া? এটা আসলেই অনেক অনেক সহজিয়া লেখা। শুধু দরকার একটুখানি ধৈর্য্য।:)

১৪৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪৩

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: পোস্ট অনেকটাই মাথার উপর দিয়ে গেল। যা পড়ছি বেশিক্ষন ফ্লো করতে পারিনি। এরচেয়ে টেস্ট দিয়ে আসি দেখি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: মোটেই না!!!!!!!!!!!!!!

অনেক অনেক সহজ আসলেই।


একটু খানি ধৈর্য্য নিয়ে পড়লেই বুঝে ফেলা যায় তো নদীভাইয়া।:)

১৪৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২১

অদৃশ্য বলেছেন:

ওরেব্বাস......আমি আপনার লিখাটি পাঠ করছিলাম আর নিজেকে নিয়ন্ত্রনে রাখছিলাম এইসব মাপযোগের হাত থেকে....

লাপটপের স্ক্রিনে আমার চেহারাটাও কেমন যেন ছায়াছায়া হয়ে গেলো....যেন বলতে চায় দেখনা.....মিলিয়ে দেখনা ওসব.......তোমার যা কিছু সব নেগেটিভ বেরুবে !!!..........যেন আমি বেশ ভয় পেয়ে গেলাম আর তাই সব মাপযোগ ও দর্শন থেকে নিজেকে বঞ্চিত করলাম...... !!!

এইসব টেষ্ট মানুষকে সবসময় আকর্ষন করে থাকে.....আসলে সবাই আমরা নিজেকে জানতে চাই,
জানতে চাই.....অতীত....বর্তমান.....ভবিষ্যৎ....তার পরও জানা হয়ে ওঠেনা......তাই কেউ এভাবে বিশ্লেষন করলে আমরা খুব আগ্রহি হয়ে থাকি...

জানতে চাই আমি কেমন.....আমার কি আছে.....আমি কি করতে পারি.....এইসব আরকি....

তারপরও অধিকাংশ মানুষই জানতে পারেনা তার প্রকৃতরূপ......অজান্তেই তৈরী করে চলেছে এক স্বভাব চরিত্র.......যা কিনা প্রায়শই অন্যের দারা বিশ্লেষিত হয়ে প্রকাশিত........এটা আমার ধারনা মাত্র।

হয়তো মানুষের দৈহিক গঠনেই লুকায়িত আছে তার চাওয়া পাওয়ার হিসেব.....হয়তো না...
অথবা তার স্বভাব চরিত্রগত পরিবর্তনের সাথে সাথে বিশ্লেষকদেরও মানষিক পরিবর্তন ঘটতে থাকে...তথ্যের পরিবর্তন ঘটতে থাকে।

আসলে আমি কারও চেহারায় বা অবয়বে বা রেখাচিত্রে তার বাক্তিত্ব বা ভবিষ্যৎ নির্ধারনে বিশ্বাসী নই......কারন এইসব জিনিস কখনো কখনো কাউকে খুব নাক উঁচু স্বভাবের করে ফেলে.......আর কাউকে খুব হীনমন্বতায় ভোগায়... আর এর ফলে স্বভাবগত কিছু পরিবর্তনও চলে আসে.......যা কিনা ভালোর চাইতে খারাপই বেশি হয়ে থাকে....

ব্যক্তিত্বটা আমাদেরই বানানো একটা স্বভাব মাত্র.....যে কেউ চেষ্টায় যে কোন সময় তার পরিবর্তন ঘটাতে পারে.....

এখানে একটি কথা বলা দরকার.......নিজেকে বুঝার উপর ব্যক্তিত্বের অনেক কিছুই নির্ভর করে......আর ব্যক্তিত্ব তৈরীতে নিজের দৈহিক গঠন....চেহারা....পরিচিত অপরিচিত জনদের আমার প্রতি আচরন.... পারিপাস্বিক অবস্থা.....সামাজিক অবস্থা.....এইসব খুব প্রভাব ফেলে থাকে।

যা হোক এমনিতেই এইসব লিখালাম.....হঠাৎই কিছু লিখতে ইচ্ছে করছিলো তাই আপনার এখানেই লিখলাম.....

এই লিখাটি লিখবার সময় হঠাৎই আমি আমার জুতোটা খুলে মোজার উপর দিয়েই বৃদ্ধাঙ্গুলি ও তার পাশেরটার দিকে তাকালাম.....সেখানে শায়মার লিখাটার কথা মনে পড়ে গেলো...... !!!

শায়মা.....শুভকামনা সবসময়ের জন্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: ব্যক্তিত্বটা আমাদেরই বানানো একটা স্বভাব মাত্র.....যে কেউ চেষ্টায় যে কোন সময় তার পরিবর্তন ঘটাতে পারে.....


একদম তাই।
ব্যাক্তিত্ব যে কোনো সময়ই মানুষ বদলে দিতে পারে নিজের ইচ্ছেতেই।তবে আমার মতে মানুষের ব্যাক্তিত্ব বিকাশে পরিবেশের অনেক বড় একটা প্রভাব আছে।

আর চেহারার প্রভাবটা মনোবিজ্ঞানীদের কথা। আমি কিছু জানিনা। তবে মনোবিঁজ্ঞানীরা ছাড়াও কিন্তু আমাদের মা চাচী খালারা এমনিতেই মানুষ দেখে বা তাদের চেহারা দেখেই অভিজ্ঞতার আলোকে বেশ আঁচ করে ফেলতে পারেন মানুষটা আসলেই কি ধরণের ব্যাকক্তিত্বের অধিকারী।:)

অদৃশ্যভাইয়া আজকাল তো একেবারেই বলতে গেলে আসোইনা।

অনেক অনেক ব্যাস্ত হয়ে গেছো তাইনা?

১৪৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুনতো। পরে টেস্ট করে দেখতে হবে। এখন পারছি না কারন এখন অফিসে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: ওকে ওকে বাড়ী ফিরেই নিজেই নিজের টেস্ট নিয়ে নিও ভাইয়া।:)

১৫০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৯

অদৃশ্য বলেছেন:

আচ্ছা......খুব ব্যস্ত হয়ে গেছি নাকি....!!! .......এইযে আপনি না বললে আমি কিন্তু টেরই পেতাম না..... !!!

........ টের পেলাম......

''ব্যাস্ততা আমাকে গ্রাস করতে পারেনা.......তবে একাকিত্বে আমি নিজেকে হারিয়ে ফেলি.....কোন এক অন্ধকুপে....সেখানে আমি আলো খুঁজি....''


আমার অনুভবে মিশে আছে.....প্রিয়জন....

শুভকামনা অনেক....

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন: ভাইয়া এটাও তো একটা কবিতা হয়ে গেলো। :)


আগে কত কত কবিতা লিখতে।

এখন তো একেবারেই দৈবে সৈবে দেখা মেলে সেটাই বলছিলাম।


একাকিত্ব প্রিয়জন কিছুই তো বুঝলাম না।


যাইহোক একাকিত্বে হারিয়ে ফেলো নিজেকে ভালো কথা তবে আমার মতে একাকিত্বে দুঃখ পাবার চাইতে একাকিত্বটাকেই উপভোগ করা বেশী ভালো।:)

১৫১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫০

অদৃশ্য বলেছেন:

আচ্ছা........ একাকীত্ব, এই জিনিসটা ইদানিং আমার খুব কাছাকাছি থাকে....সময় নেই অসময় নেই। আর আমি তার স্পর্শে খেই হারিয়ে ফেলি....

ওই যে ব্ল্লাম.......আলো খুঁজি......উপভোগ বলুন, শান্তি বলুন বা সুখ...........সেটাকেই খুঁজি অন্ধকুপে...

আর প্রিয়জন....... আপনাকেই ভেবে নিয়েছি...

শায়মার জন্য অনেক শুভকামনা.....

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: আমাকে প্রিয়জন ভেবে নেওয়ার জন্য অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:) :) :)


তুমি মনে হয় আমার আগের আমিকে চিনতে পারোনি অদৃশ্যভাইয়া।:P

১৫২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২৬

অদৃশ্য বলেছেন:

১ বছর আমি ব্লগে কোন লিখালিখি করিনি....হয়তো দু'একবার এসেছিলাম। এসেছিলাম এইজন্য যে এখানে আমার কিছু প্রিয়জন ছিলো....এখনো আছে......তাদের টানে, আমি লিখতামনা কিন্তু তাদের ভুলতেও পারতাম না..

তাই আবার শুরু করলাম সবাইকে কাছে পাবার জন্য......এসে দেখলাম বেশকিছু পরিবর্তন.....আমার প্রিয়জন অনেকে আছে...অনেকে নেই....আবার অনেকে পরিবর্তিত....যা আমি ঠিকমতো ধরতে পারিনা....।

ক'দিন আগে আপনার প্রতি আমার সন্দেহ জাগে......আপনাকে আমার খুব পরিচিত মনে হয়.....কিন্তু কনফিউশনে থাকি...

অপ্‌সরার ব্লগে ইদানিং যাওয়া হয়না......আমি ঠিক বুঝে উঠতে পারিনা ছায়ার পার্থক্য.....কেউ যদি তার চেহারা ঢেঁকে রাখতে চায় সেটা তার একান্ত ব্যক্তিগত.....কেউ যদি তার চরিত্র পরিবর্তন করতে চায় সেটাও তার একান্ত......

আপনাকে কাছের মনে হয়েছিলো বিধায় ওভাবে লিখেছিলাম.....আমি কাছের মানুষদের কাছেই রাখতে চাই..... এখানে কে কি ভাবলো আর কে কিভাবে দেখলো তাতে আমার কিছু যায় আসেনা.....শুধু যাকে আমি কাছের মানুষ হিসেবে ভাবছি, সে যদি সেটা না চায়.....সেটা ভাববার বিষয়।


আমি চাইনা আমার লিখা মন্তব্য দেখে কেউ আমাকে অন্য কিছু ভাবুক....যাকে আমার ভালোলাগে তার সাথে আমি এভাবেই মিশতে চাই....তার ভেতরে যেন আত্মিক সম্পর্ক তৈরী হতে থাকে......কেননা এখানে আমি শুধুই একটি ছায়া নই......এখানে আমি আমার অস্তিত্বকে গেঁথে রেখে যেতে চাই......আমি চাই আমি আপনাদের মনে রাখি আর আপনারাও আমাকে ভুলে না যান যেন.....প্রিয়জন হিসেবে

ঠিক আমি যেভাবে ভাবি.....

আমি আবারও বেশকিছু ভালো বন্ধু পেয়ে গেছি মনে হয়.....আমার ব্লগে যারা নতুন আসছে তারা যেইহোক না কেন........তাদেরকে ভালো মানুষ হিসেবেই জানছি.....তাদের ভালোলাগছে.....অনুভবে মিশতে শুরু করেছে....এটা ভালো দিক, সবাই সবার সাথে অনুভূতিগুলো শেয়ার করা যাবে।

অনেক কথা হলো........ তো আপনার প্রকৃত পরিচয়টা আপনি নিজেই আমাকে জানিয়ে যাবেন...আমাকে কাছের মনে হলে....

শায়মার জন্য অনেক শুভকামনা রইলো.....

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: আরে ভাইয়া তুমি তো আমাকে ঠিকই চিনেছো !!!!!:)


আমি ভাবছিলাম চিনতে পারোনি।


আসলেই প্রিয়জনদের চিনে ফেলা খুব একটা কঠিন না।


থ্যাংকস থ্যাংকস থ্যাংকস অনেক অনেক!!!!!!!!!!


আবারও ফিরে এসেছো দেখে অনেক ভালো লাগছে।:)

১৫৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৬

অদৃশ্য বলেছেন:
তাহলে......সাজসজ্জা--নাচ--গান--কেক-- আইসক্রিম.....এইসব আগের মতোই আছে.....নাকি একবছরে ফ্যাটি হয়ে গ্যাছেন.... ??


অনেক অনেক শুভকামনা রইলো.....

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: হা হা হা সব আগের মতই আছে।


সাথে আরও কিছু যোগ হয়েছে ভাইয়ামনি।


:P


১৫৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৯

আলামিন সরকার বলেছেন: আপনি মনে হয় বই পড়তে ভালবাসেন, হাতের লেখা দেখলেই বোঝা যায়, অনেকদিন ধরে লিখেনতো তাই হাতের লেখা অনেক সুন্দর। আপনার কাছে সঞ্চয়িতা এর পিডিএফ ভার্সন থাকলে আমাকে দিবেন প্লিজ। আমার মাথাটা খেয়ে ফেলল। ধন্যবাদ সুন্দর সুন্দর পোষ্ট দেওয়ার জন্য, কষ্ট করে উপকার করার জন্য................

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: হাতের লেখা কই দেখলে ভাইয়া!!!!


তবে হাতের লেখার কথা যখন টেনেই এনেছো তখন এই পোস্টটা দেখো।:)

Click This Link

সঞ্চয়িতা এর পিডিএফ ভার্সনের জন্য কে মাথা খেয়েছে আগে বলো তারপর ভেবে দেখি দেওয়া যায় কিনা।:P


আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এই বোরিং টাইপ লেখাটা পড়ার জন্য।

১৫৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪১

ময়নামতি বলেছেন: শায়মা আপা আজ এই পোস্টে আপনাকে একটা খোঁচা মেরে কথা বলতে চাই , আপনি আপনার লেখায় কোন এক জনকে ফুটিয়ে তুলতে চান কিন্তু এই লেখাটি সম্পুর্ন্ ভিন্নধর্মী মনোবিজ্ঞান ।
প্রিয়তে না নিয়ে লোভ সামলাতে পারলাম না। আমার মনে হয় কাজে আসবে।

আচ্ছা বলুনতো আমি যদি আমার একটি ছবি পাঠাই আপনি আমার সম্পর্কে বলে দিতে পারবেন?
++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: হায় হায় কাকে ফুটিয়ে তুলতে চাই ভাইয়া।


তবে আমি তো কোনো একজনকে না নানাজনকে নানা লেখায় ফুটিয়েছি মনে হয়।


যাইহোক তোমার ছবি না দেখেও বলে দিচ্ছি তোমার বড় বড় চোখ, ঘনকালো আইব্রো, চওড়া কপাল। তুমি একজন সৌভাগ্যবান ভালো মানুষ।

ঠিক বলেছিনা???

১৫৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪২

কি-আইডি-দেব-সব-দখল-হয়ে-গেছে বলেছেন: ভালো লেগেছে লেখাটি।

পৃথিবীতে সবচেয়ে কঠিন সাইকোলজি প্রবলেম সম্ভবত নিজেকে জানবার ব্যর্থতা। এখনো ঠিক নিজেকে চিনে উঠতে পারি নি। ভাবছি আমার একটা ছবি পাঠাবো আপনাকে, নিজেকে চিনবার জন্যে অন্যের দ্বারস্থ হবার প্রয়োজন আছে বৈকি !

মেইল এড্রেস কোথা পাই ?

অনেক শুভকামনা রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: আমি যদি এতই পারতাম তাইলে তো হয়েছিলো আর কি!!!!:(


যাইহোক এই লেখা দেখে দেখে নিজেকে মিলিয়ে নেবার জন্যই তো দিয়েছি ভাইয়া।



তবে নিজেকে বা অন্যকে চেনা দুই ই কঠিন। আরও একটা কথা আছে, এই লেখা পড়ে যদি সবই সত্যি হত তাহলে তো পৃথিবীটাও অনেক অনেক সহজ হয়ে যেত।


এসব মনোবিজ্ঞানীদের কথা আর তারা মনে হয় মানুষের চেহারা দেখেই বলে দিতে পারে মনের কথা। আমি কি আর সেটা পারবো??? :(

১৫৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৮

মহাপ্রলয়!!! বলেছেন: অনেক আগেই পড়ছিলাম :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৩

শায়মা বলেছেন: আর পড়ার পর নিজের সাথে মিলিয়েছিলে তো ভাইয়া??? :)

১৫৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৩

সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় এটা আমি পড়িনি :( এখন ই পড়ছি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৩

শায়মা বলেছেন: শুধু পড়লে তো চলবেনা ভাইয়াজী। মিলিয়ে দেখো নিজের সাথে আর বলে যাও কি কি মিলে গেলো।:)

১৫৯| ০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৫

দীপান্বিতা বলেছেন: পুরটা বেশ মন দিয়ে পড়লাম কিন্তু নিজের সম্পর্কে তেমন বুঝতে পারছি না

+++

০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: নিজের সম্পর্কে বুঝা আসলেই কঠিন আপুনি।


যাইহোক মন দিয়ে পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!!!:(

১৬০| ০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৩

অনিন্দিতা_একা বলেছেন: "Schizoid মানুষেরা লম্বা হালকা পাতলা গড়নের হয়। এরা অন্তরমূখী ও সামাজিক সম্পর্ক বিমুখ হয়। এদের জীবনে চাপ আসলে Schizophrenic হবার সম্ভাবনা আছে। "
"সিল্কী চুলের মেয়েরা বস্তুত সহজ সরল নাজুক প্রকৃতির ও সহনশীলা হন
"

তাহলে আমার কি হবে /:) /:) /:) /:) /:) /:)

বিজ্ঞানীদের কথার সাথে কুন মিল নাই ! ;) ;) :P :P

০৬ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: আসলেই বিজ্ঞানীদের মাথায় গন্ডোগোল আছে আপুনি।:(

১৬১| ১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৩

শাহ্‌রিয়ার খান বলেছেন: পোষ্ট ভয়াবহ কাজের :)

১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩১

শায়মা বলেছেন: তাই নাকি!!!

১৬২| ১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৯

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: কিন্তু বিজ্ঞানীদের মতে,পাতলা চিকন আইব্রো এর চাইতে ঘন ও মোটা ভ্রু সৌভাগ্যের প্রতীক।
কথাটা পড়ে হতাশ হলাম। খুব বেশি চিন্তা করা লাগেনা বুঝতে যে এইটা কোনভাবেই বিজ্ঞান হতে পারে না। এইটা অপবিজ্ঞান বা কুসংস্কার মনে হচ্ছে।

১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: হা হা

বিজ্ঞানীরাও মাঝে মাঝে যে কুসংস্কার মানে বা আমাদের মা খালা দাদী নানীরাও যে বিজ্ঞানী তাই মনে হয় আমার মাঝে মাঝে উনাদের বিভিন্ন শাররিক বৈশিষ্ঠ দেখে চারিত্রিক বৈশিষ্ঠ বর্ণনা করতে দেখে।:P

১৬৩| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১:১১

স্বপ্নচারী খান বলেছেন: বেশ ভালো লাগলো বিশষতঃ ব্যক্তিত্বের সংগায়নটা চমত্‍কার হয়েছে । আমিও ব্যক্তিত্ব বলতে শুধু রাফ্ এন্ড টাফকেই বুঝতাম এবং যেহেতু আমি তা নই তাই এ নিয়ে আমার আক্ষেপেরও কমতি ছিলো না । লেখাটা পড়ার পর এখন ভালো লাগছে । তবে মনঃস্তাত্বিক ব্যাখ্যাটার জন্য অপেক্ষা করছি ।

০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া ব্যক্তিত্বের সজ্ঞা দেওয়া আসলেই একটি কঠিন এবং দুরহ কাজ।


তবুও যেটুকু জানি সেটাই জানালাম।

মনঃস্তাত্বিক ব্যাখ্যাটা তো আরও আরও কঠিন। :(


তবুও সময় করে একটা পোস্ট দিয়ে দেবো ভাইয়া।


অনেক অনেক থ্যাংকস লেখাটা পড়ার জন্য।:)

১৬৪| ০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৩

আহা! বলেছেন: ভাবতাছি, কেমন চেহারার পাত্রি খোজা উচিত .... ;)

০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২৬

শায়মা বলেছেন: হিন্দুশাস্ত্রে একখানা কথা আছে

পদ্মিনী টাইপ কন্যা হইলো সর্বাপেক্ষা উত্তম!!!


পদ্মিনী টাইপ কন্যা এর লক্ষন সমুহ সুচারু রুপে জানিয়া তোমাকে জানাইবো ভাইয়া।

১৬৫| ০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৩

স্বদেশ হাসনাইন বলেছেন:
সব টাইপের চোখ মুখ চেহারা এবং পায়ের অধিকারীদের ঈদের শুভেচ্ছ জানিয়ে গেলাম।

ভাল থাকবেন ...

০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!


তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা!!!

১৬৬| ১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৪

রাজকন্যে বলেছেন: ারুন লাগলো আপু!

১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ রাজকন্যে!!!!!!!!!!!!!!:)

১৬৭| ১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭

শুকনা মরিচ বলেছেন: সোজা প্রিয়তে :)

১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!:)

১৬৮| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৯

আগলিআগলি বলেছেন: পোস্টটা আগেও পড়েছিলাম । আজকে ২-১ টা টেস্ট দিলাম - মোটামুটি ঠিকি আসছে , আর ১৫০-২০০ প্রশ্ন করে ঠিক উত্তর না আসার কারণও নাই । আপনাকে থেংকু ।

অবশ্য ছবি আপলোড করে যেইটা টেস্ট দিতে হয় ঐটা পারলাম না ,ছবি ড্র‌য়িংয়ের সিস্টেমটাই ধরতে পারলাম নাহ ।

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৮

শায়মা বলেছেন: গুড গুড!!!

এমনি তো সিনসিয়ার মানুষ চাই।:)

১৬৯| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৬

আগলিআগলি বলেছেন: আমি আবার সিনসিয়ার হলাম ক্যামনে !

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২১

শায়মা বলেছেন: পরীক্ষা দিয়ে দিয়ে।:)

১৭০| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৪

রিয়েল ডেমোন বলেছেন: পোষ্ট দিয়ে আবার ড্রাফট করা হলো নাকি! :-*

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এত বড় মহাকাব্য লিখেছি যে পোস্ট দিলে প্রথম পাতায় যায়না!!!!:(


গেলেও আধা খেচড়া!!!!:( :( :( :(


মডু ভাইয়া আপুনিরা কই গেলো!!!!!!!!!!!!:(

১৭১| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৯

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: তথ্যবহুল পোষ্ট । আমি যে কোন ক্যাটাগরিতে পড়ি সেটা বুঝার জন্য লেখাটা আরো কয়েকবার পড়তে হবে। ভালোলাগা জানিয়ে গেলাম। শুভকামনা নিরন্তর ।

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: হা হা হা


থ্যাংক ইউ ভাইয়া। এটাও পড়ার জন্য।:)

১৭২| ১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২০

ড্যাফোডিল বলেছেন: কিছু কিছু জিনিস হুবহু আমার সাথে মিলে গেছে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২১

শায়মা বলেছেন: আমার সাথেও মিলে ভাইয়া।


তোমাকেও অনেক অনেক থ্যাংকস !!:)

১৭৩| ১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২১

বর্ণচোরা বলেছেন: নিজেকে জাজ করলাম এতোখন। মন ভালো হয়ে গেছে।

১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: হা হা

ভেরী গুড ভাইয়া!!!!!!!!!:)

১৭৪| ০৮ ই মার্চ, ২০১২ রাত ৯:০৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: এককথায় দারুণ+++++ এবং সরাসরি প্রিয়তে।
এ ধরণের পোস্ট দিতে চাই।

০৮ ই মার্চ, ২০১২ রাত ৯:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


তুমি আরো ভালো পারবে ইনশাল্লাহ।:)

১৭৫| ০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৩:২০

জেনারেশন সুপারস্টার বলেছেন: নারে,তোর মত এমন মহান পোস্ট প্রসব করতে পারবো না।তারপরেও আমারটা কেমন হয়েছে একবার হলেও বলে যাস।

০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: হা হা

পিচকাভাইয়া......

ওকে এখুনি যাই দেখে আসি। :P

১৭৬| ০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: ওরে ইমরান হাশমির পোস্টটা না।একটু আগে দিয়েছি।হিউম্যান সাইকোলিজি।

০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: হা হা হা


আমি তাইলে আর নাই।


:P

১৭৭| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৩২

দূর্বা জাহান বলেছেন: সাইকোলজিতে শারীরিক গঠনে ব্যাক্তিত্বের মতবাদ ২জনের আছে (বহু আগে পড়া যতটুকু মনে আছে তা থেকে বলছি) । একজন ক্রেত্‍সমার আরেকজন শেলডন । ক্রেত্‍সমারের মতবাদ অনুসারে আমি সাইক্লোয়েড আর পিকনিক (Pyknik) শ্রেণীতে পড়ি । এরা খুব সহজে উত্‍ফুল্ল খুব সহজে বিষাদগ্রস্ত হয় । সামাজিক, উত্তেজনাপ্রবণ বর্হিমুখী হয় । তবে সাইক্লোয়েড যারা তাদের ম্যানিক-ডিপ্রেসিভ দেখা যায় ।

আর শেলডনের মতবাদ অনুযায়ী এন্ডোমরফিক এবং ভিসেরোটোনিক পর্যায়ে পড়ি আমি ।

আর পায়ের ক্ষেত্রে কিছু দিক তো ভালই তবে আমার পা মসৃণ এবং ঝকঝকে নয় । আপু তোমার এই পোস্ট পড়ে নিজেকে আরেকবার খুঁটিয়ে দেখার প্রয়োজন অনুভব করছি দেখি ফলাফল কিসে দাড়ায় :)

০৯ ই মে, ২০১২ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: হা হা দূর্বা আপুনি।


বুঝা যাচ্ছে তুমি অনেক মজার মানুষ।:)

১৭৮| ১০ ই মে, ২০১২ রাত ১:০১

দূর্বা জাহান বলেছেন: আপু তোমাকে আমার ছবি পাঠিয়ে দিবো তুমি আমার ব্যাক্তিত্ব বের করে দিও । বায়োডাটাতে তাহলে লিখে দেয়া যাবে :)

১০ ই মে, ২০১২ বিকাল ৪:৪৭

শায়মা বলেছেন: বাপরে!!! এতকিছু পারলে তো হয়েছিলো আর কি!!!!

১৭৯| ১৯ শে মে, ২০১২ রাত ১:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপু,

আমার কাছে একটা বই আছে, যার নাম 'মুখ দেখে যায় চেনা'। আমি এখন মানুষের চেহারা দেখে বুঝতে পারি। শুধু তাই না। কন্ঠস্বর ও অন্যতম একটা বিষয়। আমি এত খুতখুতে দেখেই বোধহ্য় এখনো .।.।

আপু ভালো লাগলো। এর অনেক কিছুই আগে থেকে জানতাম আর কিছু কিছু নতুন করে জানলাম।

১৯ শে মে, ২০১২ রাত ১:৩৫

শায়মা বলেছেন: পড়ার জন্য থ্যাংকস ভাইয়া।

১৮০| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শিরোনাম পড়েই প্রিয়তে । প্রিয় ব্লগার এর প্রিয় পোস্ট রাতে পড়ব । :)

১৫ ই জুন, ২০১২ দুপুর ২:৪৫

শায়মা বলেছেন: বিথি আপুনি!!!!
কেমন আছো???

১৮১| ১৫ ই জুন, ২০১২ দুপুর ২:২২

জামিল আহমেদ জামি বলেছেন: clean, self revealing, open, organized, outgoing, social, enjoys leadership and managing others, dominant, makes friends easily, does not like to be alone, assertive, hard working, finisher, optimistic, positive, likes to stand out, likes large parties, respects authority, practical, high self esteem, perfectionist, dislikes chaos, busy, not familiar with the dark side of life, controlling, high self control, traditional, tough, likes to fit in, conforming, brutally honest, takes precautions ... :-< |-) |-)

১৫ ই জুন, ২০১২ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: হা হা


এত ঘুম পাচ্ছে কেনো ভাইয়া??


সারারাত জেগে পড়ালেখা করেছো তাইনা????

১৮২| ৩০ শে জুন, ২০১২ সকাল ১১:৫৬

লিযেন বলেছেন: সোকেসে রাখলাম....পরে পরবো.............

৩০ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: Ok :)

১৮৩| ৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৯

আদম_ বলেছেন: এত বার 'ভাইয়া' পড়তে বিরক্ত লাগে।
পোস্টটি দারুন।
প্রিং র‌াং (প্রিয়তে রাখলাম)

৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১২

শায়মা বলেছেন: আদম .......

তোমাকে আর ভাইয়া বললাম না ভাইয়া। তুমি যদি আবার বিরক্ত হও।:(

তবে প্রিয়তে রাখলে জেনে অনেক অনেক খুশী হলাম!!:)

১৮৪| ৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৩

অদম্য১২৩৪ বলেছেন: জানার আছে অনেক কিছু ++++++

৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: ঠিক তাই


অনেক অনেক অনেক কিছু!!!!!!!!!!!:)

১৮৫| ৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৮

এটি এএমডি এর নতুন ফিউশন ট্রিনিটি প্রসেসর বলেছেন: সোজা প্রিয়তে :)

৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: :)


থ্যাংক ইউ ভাইয়া!

১৮৬| ৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাল আছি আপু । আপনি কেমন আছেন ?? :)

৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫১

শায়মা বলেছেন: আমিও ভালো আছি!!!:)

১৮৭| ৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০০

জেমস বন্ড বলেছেন: :|| :|| :|| হাছাই

এত কিছু বিচার করার পর ও মাঝে মাঝে মিসটেক হইয়া যায় মানুষের ব্যক্তিত্ব বাইর করার জইন্য , তয় উনারা ছিলেন জিনিয়াস আর আমি আমরা হইছি চিনিয়াস :(


পিলাচ + ;)

৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১২

শায়মা বলেছেন: হা হা হা


চিনিয়াসভাইয়া.......


চিনিয়াস নিয়ে কিছু বলো আমাদেরকে।:)

১৮৮| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩৪

নাইটফল বলেছেন: আমার পায়ের পাতার বুড়া আঙ্গুল আর তার পরের আঙ্গুল প্রায় সেম সাইজ।

আর অনেক দ্বিমত ছিল, কাউন্টার ব্যাখা ছিল। কিন্তু ইচ্ছা করতেছেনা। সব কিছু হিপনোটাইজের ফল /:) /:)

৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৩৫

শায়মা বলেছেন: হা হা


ভাইয়া!!!!!!!!!!!!!!!!!

:P

১৮৯| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অল্পের জন্য ১০০তম প্লাসটা মিস করলাম !! :(( :((
যাক, ১০০ এর পরে প্রথম প্লাসটা আমারই B-)) B-))
আমার পায়ের বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুলটা বড়। আমার বন্ধু ভাগ্যও ভালো। সারাদিন বন্ধুদের জ্বালায় আর একলা থাকতে পারি না :)
পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম। আরও বিশ্লেষণ করতে হবে।

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩১

শায়মা বলেছেন: হা হা ওকে ভাইয়া!


ভালো থেকো অনেক অনেক!

১৯০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

টুনটুনি সুখি বলেছেন: সায়মা আপু আপনার লেখা আমার সিরম ভাল লাগে

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!:)

১৯১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার :) ||

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১৯২| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

ইখতামিন বলেছেন:
১০৩তম ভালো লাগা.

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!:)

১৯৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:

চমৎকার পোস্ট। + ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!:)

১৯৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

একজন ঘূণপোকা বলেছেন: কনফিউজড

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

শায়মা বলেছেন: কেনো??? :( কি হয়েছে ভাইয়া ঘুনপোকা???

১৯৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

নীহারিক০০১ বলেছেন: পক্ষান্তরে স্থির শান্ত গভীর আয়তচোখের অধিকারী মানুষেরা হন আত্মসংযমী ও ঠোঁটকাটা। সত্য কথা বলতে দ্বিধা বোধ করেননা। লক্ষ্যে অবিচল ও জিদ্দি টাইপ। B:-) B:-)

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: হায়রে কবেকার কমেন্ট!

আর আজ দেখতে হলো!

তুমি আজ কোথায় জানিও না ভাইয়া! :(

১৯৬| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৬

খায়রুল আহসান বলেছেন: কিছু গুরুগম্ভীর কথা নিজের মত করে, নিজস্ব স্টাইলে বলে গেলেন, এজন্যই বোধহয় আপনার এ লেখাটাকে এত এত ভাল লাগলো!!!!
ভেবে অবাক হই, আট বছর আগেও আপনি কতটা সাবলীলভাবে আপনার পোস্টগুলো লিখে গেছেন! অপূর্ব, অসাধারণ, চমৎকার!!
এ পোস্টে আমি আপনার ৭০৫৮তম পাঠক (বাপরে বাপ!!), ১৯৬তম মন্তব্যকারী এবং ১০৫তম + দানকারী -- ঈর্ষণীয় পরিসংখ্যান!!
এবং এ পোস্টে আমাকে আরো অনেকবার আসতে হবে, আরও অনেক কিছু বলার জন্যে।

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: হা হা হুম আমি একটা সময় খুব মনোযোগী লেখক ছিলাম! আসলে যে কোনো কিছু শেখার সময় আমি যেই শ্রম এবং মনোযোগ দেই তা নিত্য নতুন শিক্ষনে হ্রাস পেতে থাকে। তবুও এই লেখালিখির শিক্ষন যেমনই অমূল্য তেমনি অমূল্য এই ব্লগটার সময়গুলোও !

আমি আট বছর আগের সেই দিনগুলো মিস করি। এই লেখাটা নিয়ে একজন আমার কাচের বন্ধু রাগ করে বলেছিলো- ছাই লিখেছো.. ফালতু লেখা..... হা হা হা যদিও ইনবক্সে তবুও সেই কথাটা আমার মনে পড়ে গেলো। তার কিছুদিন আগেই তার জন্মদিনে এক লেখা লিখে তাকে আপ্লুত করেছিলাম আমি! দুই সপ্তাহ না পেরুতেই আমার এই লেখা নিয়ে তার সেই মন্তব্যে আমি অনেক হেসেছিলাম! কারণ আমি তাকে দারুন রাগিয়ে দিয়েছিলাম সেদিন!

আমার মেমোরী অসাধারণ ভাইয়া! কত কিছু লেখা আছে এই হৃদয় কুঠুরীতে। মানুষ অনেকেই ভুলে যায় আমি ভুলি না! সব সযতনে তুলে রাখি।

তখনকার দিনে এমনই পাঠক সংখ্যা ছিলো। মন্তব্যকারীও ২০০/৩০০ ছিলো আর আমি তো সদা ও সর্বদা এই মন্তব্য প্রাপ্তি নিয়েই হিংসায় পড়ে গেলাম!

তুমি ঈর্ষা করছো!!! এটা খুব হাসির তবে সত্যিই সে এক ঈর্ষনীয় দিন ছিলো একদা!

সব কিছুই একদিন জৌলুস হারায় এ ব্লগটাও হারিয়েছে আমিও তাই হারাচ্ছি .....

১৯৭| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: তাহলে বলা যায়, মানুষের স্বকীয়তার অপর নাম ব্যক্তিত্ব(?)!
আমার ব্যক্তিগত অভিমত, মানুষের সব ক'টা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চোখ একাই তার অনেকটা ব্যক্তিত্ব প্রকাশ করে দেয়। অবশ্য আমি কোন মনোবিজ্ঞানী নই, এ কথা তো সবাই জানে! :)

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: হা যেমন ভালোবাসা ভালোবাসাময় প্রেম প্রেম চোখ, মায়া মায়া চোখ, খুশি ঝলকানো চোখ, খুনে চোখ, শয়তানের মত কুটিল চোখ।

আমার কিন্তু খুশি ঝলকানো চোখ হা হা হা মানে সবচেয়ে ভালোটা!!! :P

১৯৮| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনার যে জিনিসটা আমার সবচাইতে বেশী ভালো লাগে সেটি এই অচেনা অজানা মানুষগুলোকে এমন আপন করে নেওয়ার মুগ্ধ করা ক্ষমতা। ভালো লাগে আপনার কাব্যিক মনটাকে। রবিঠাকুরের প্রেমিকা বলেই হয়তো এই পক্ষপাতিত্ব - ১৬ নং মন্তব্যে মে ঘ দূ ত এর এ কথাগুলোর সাথে আমি পুরোপুরি একমত।

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আপন করে নেওয়া বলাতে একটা কথা মনে পড়লো। দীপংকরভাইয়া নাকি প্রথমদিন আমার তাকে তুমি বলা দেখে হার্ট এটাক খেয়েছিলো। তাকে কেউ তুমি করে বলে না আর ভাইয়া মনে হয় কোনো কলেজের টিচার কাজেই তাকে তুমি করে বলা!!!!!!!!!!!!!


হা হা হা হা হা :P

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন:

৪২. ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৮:০৬

যোগিনী বলেছেন: আমি যে কোন প্রজাতির তা নিয়ে আমার নিজের মাঝেই কনফিওসন আছে আর বিজ্ঞানীরা কি বলবে? =p~ =p~

২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: তুমি যোগিনী প্রজাতির।



আমার কোনো সন্দেহ নাই।


৭৪. ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৫

লেডি বার্ড বলেছেন: পোকার ব্যাক্তিত্ব পরিমাপ করেন দেহি! গায়ের রং লাল কালো। আর সব গোলগাল :-B

২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:২৩

লেখক বলেছেন: আরে এটা কি কোনো কঠিন ব্যপার হলো??





বড়ই সৌন্দর্য্য ব্যাক্তিত্ব!!!:)



৮৬. ৩০ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১০

আকাশটালাল বলেছেন: ওহে........... ঈদ মরাবক ;)

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৭

লেখক বলেছেন: ঈদ মুবারাক ইহে আকাশলালভাইয়া।:)


১৩২. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:

দারুণ একটা লেখা পড়লাম...?



আচ্ছা আপু আপ্নি এত খাটাখাটি কেমনে করেন?



এমন একটা লেখা আমি মনে হয় সারা জীবনেও লেখতে পারবনা...





১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: এইটা খাটাখাটনির কিছু নাই।



আমি তো আর মাথা খাটায় বের করিনাই। সব করেছে বৈজ্ঞানিকরা।:)





লেখারা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)


১৪১. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৮

কুন্তল_এ বলেছেন: এই ইন্টারেস্টিং পোষ্ট পড়ে আমি আশেপাশের সবাইকে মাপা শুরু করছি। B-)) কখন জানি ঝাড়ি-টারি খাই !



ব্যাপক গবেষণালব্ধ পোস্ট, তবে যতই গবেষণা হোক না কেন মানুষ হলো সবচেয়ে আনপ্রেডিকটেবল প্রাণী। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২২

লেখক বলেছেন: হা হা হা ভাইয়া।



তুমি এমনভাবে মাপামাপি করো যেন কেউ বুঝতেই না পারে।







নাইলে ঝাড়ি এর বদলে বাড়িও খেতে পারো কিছুই বলা যায়না।:P



ভাইয়া এসব পড়ে অনেক হাসলাম নিজে নিজেই! হা হা হা হা

১৯৯| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনার ঐ সময়ের পোস্ট ও মন্তব্যগুলো ছিল বেস্ট অভ দ্য বেস্ট!

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১১

শায়মা বলেছেন: হা হা হা হা ঠিক তাই!

এখন তো বুড়ি হয়ে যাচ্ছি!!!!!

তাই একটু গুরু গম্ভীর হয়েছি! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.