| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শায়মা
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
![]()
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবোনা!!
ঠিক এমনি এক সাগর আমি দেখেছি। ঠিক এমনি এক সাগরের ঠিকানা জানি আমি। রাজশাহী বিভাগের নাটোর জেলায় উত্তরবঙ্গ চিনিকল বা গোপালপুর স্যুগারমিল এর অফিসার্স কলোনির মাঝে বয়ে চলেছে সে লোহিত স্রোতধারা। নীল সাগরের স্বচ্ছ শীতল জলের বদলে প্রবাহমান সেথায় শহীদের লাল রক্ত স্রোতস্রিনী।।
যে রক্তধারায় প্রবাহিত এ সাগর, সে শত শহীদদের নাম গাঁথা রয়েছে সেথায় এক খন্ড প্রস্তর ফলকে। পাষান ফলক নীরবে সয়ে যায় সেই শত শহীদের বুকফাঁটা আর্তনাদ। পাষান চোখে চেয়ে চেয়ে দেখে প্রতি বছর ৫ই মে শহীদদের স্মরণে সেথায় আগত তাদের প্রিয়জন, স্বজনদের নীরব অশ্রুমোচন।![]()
গোপালপুর গণহত্যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা সংঘটিত অন্যতম এক গণহত্যা। এই গণহত্যার প্রাণ দিয়েছিলেন উত্তরবঙ্গ চিনিকলে কর্মচারীরা।
১৯৭১ এর ৫ই মে পাকিস্তানি সেনাবাহিনী নাটোর জেলার গোপালপুরে পৌছে দখল করে ফেলে গোপালপুর চিনিকল। চিনিকলের প্রায় ২০০ কর্মচারীদেরকে জড়ো করে সেথায়। মুক্তিযোদ্ধা নেতা অবসরপ্রাপ্ত লে. আনোয়ারুল আজিম যিনি ছিলেন সে সময়ের স্যুগারমিলের ব্যাবস্থাপক। সেনাবাহিনীর হাতে ধরা দেন তিনি এবং অনুরোধ করেন যেন নিরীহ লোকজনকে ছেড়ে দেয়া হয়। কিন্তু পাকী সেনারা লে. আজিমের কথায় কর্ণপাত করেনি। লে. আনোয়ারুল আজিমসহ বন্দী কর্মচারীদের চিনিকলের ভিতরে একটি পুকুরের সামনে লাইন করে দাঁড়া করানো হয় এবং তারপর.......... ![]()
পাকিস্তানী সৈন্যদের গগণবিদারী ব্রাশফায়ারে ধরায় লুটিয়ে পড়ে একের পর এক বাংলা মায়ের শান্তিপ্রিয় সন্তানেরা। গুলিবিদ্ধ হয়েও প্রায় ২০০ জন মানুষের মাঝে মাত্র কয়েকজন প্রাণে বেঁচে যান। তাদেরই একজন প্রত্যক্ষদর্শী খন্দকার জালাল আহমেদের সাক্ষাৎকার---
"১৯৭১ সালের ৫ মে সকাল সাড়ে ১০টায় দায়িত্ব পালন করছিলাম। দুজন পাকিস্তানি সেনা আমার দুই পাশে এসে দাঁড়াল। একজন পিঠে রাইফেল ঠেকিয়ে বলল, ‘ইয়ে বাঙালি, মিটিং মে চল’। এ সময় মাথায় সাদা রুমাল বাঁধা মঞ্জুর ইমান নামের একজন অবাঙালি কর্মচারী বাঙালিদের শনাক্ত করে দিচ্ছিল। এর মধ্যে মিলের কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমকেও ধরে আনা হয়। একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা আজিমকে বলে, ‘কিসনে মেজর আসলামকে মারা হায়’? তিনি বলেন, জানি না। আজিম এ সময় হানাদারদের সঙ্গে তর্ক শুরু করেন। পরে নরপশুরা আমাদের মিলের অফিসার্স কোয়ার্টারের পুকুরঘাটে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করায়। কয়েক মিনিটের মধ্যে ঘাতকদের ১৩টি স্বয়ংক্রিয় এলএমজি একসঙ্গে আমাদের ওপর গর্জে ওঠে। মুহূর্তের মধ্যে পুকুরঘাট লাশের স্তূপে পরিণত হয়। মৃত্যুর কোলে ঢলে পড়েন মিলে কর্মরত প্রায় ২০০ শ্রমিক কর্মকর্তা-কর্মচারী। মৃত্যু নিশ্চিত করতে আমাদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে পানির মধ্যে গড়িয়ে দেয় পাকিস্তানি সেনারা। একসময় জ্ঞান ফিরে পেয়ে দেখি, আমার মাথাটা ঘাটের ওপর এবং দেহের অর্ধেক অংশ পানির মধ্যে ডুবে আছে। লাশের স্তূপের মধ্যে উল্টে-পাল্টে জীবন্ত কাউকে খুঁজছিলেন আমার সহকর্মী মেহমান আলী। বুঝলাম, তিনিই আমাকে লাশের স্তূপ থেকে উদ্ধার করেছেন। বহু কষ্টে উঠে বসতেই দেখতে পেলাম, পাশে পড়ে আছে ছোট ভাই মান্নানের লাশ। হত্যার আগে ও আমাকে পালিয়ে যেতে বলেছিল।”
এ রিপোর্টে আরো বলা হয়,
"জালাল আহমেদ জানান, ব্রাশফায়ারের আগ মুহূর্তে মান্নান নামের মিলের এক হিসাব সহকারী শায়িত অবস্থায় মাথাটা সামান্য উঁচু করে পবিত্র কোরআন পাঠ করছিলেন। তাঁকে দেখে হানাদারেরা বলে, ‘তুম মৌলবি হু? ছোড় দাও।’ তখন তিনি বলেন, ‘আমি একা যাব না। সবাইকে ছাড়।’ হানাদারেরা তখন মান্নানকে পৈশাচিক নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করে। মিলের প্রশাসনিক কর্মকর্তা পুকুরে অর্ধেক ডুবন্ত অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলেন। পরে পাকিস্তানি সেনারা তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে।"
এই গণহত্যায় মহান শহীদদের কয়েকজন হলেন, লে. আনোয়ারুল আজিম (অবঃ), সহিদুল্লাহ, গোলজার হোসেন তালুকদার, সাইফুদ্দিন আহমদ, আবুল হোসেন, আবদুর রউফ, মান্নান ভূইয়া, গোলাম কিবরিয়া, নূরুল হক, আজহার আলী, মকবুল হোসেন, আবুল বাসার, মনসুর, রহমান, সাজেদুর রহমান, ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, মোসাদ্দারুল হক, মোকসেদুল আলম, আঃ রহমান আমিন, মোহাম্মদ আলী, মোজাম্মেল হক, আব্দুল মান্নান, ফিরোজ মিয়া, আক্তার উদ্দিন, সোহরাব আলী, আনোয়ারুল ইসলাম, পরেশ উল্লাহ, আঃ মান্নান, কামাল উদ্দিন, আবুল কাসেম, আব্দুর রব, শামসুল হক, আব্দুল মজিদ, আবুল কালাম, নজরুল ইসলাম, আয়েজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, তোফায়েল, মোসলেম উদ্দিন, জহির উদ্দিন, শহীদুল্লাহ, মোঃ আলী প্রমুখ। এছাড়া আরো শহীদদের নাম পাওয়া যায়নি।
সে দিন যারা সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন তারা হলেন, মেহমান আলী, নওসাদ আলী, খন্দকার ইমাদ উদ্দিন আহম্মেদ, আব্দুল জলিল সিকদার, তোফাজ্জল হোসেন, আজের আলী প্রমুখ। ![]()
আনোয়ারুল আজিম- শহীদ সাগরে সেই বিজয়ের কান্ডারী
লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম একজন দেশপ্রেমিক যোদ্ধার নাম। এই সাহসী মানুষটির জন্ম ১৯৩১ সালের ১৩ ডিসেম্বর, নওগাঁর রানীনগর গ্রামে। ম্যাট্রিক পাস করেছেন ১৯৪৯ সালে। এরপর রাজশাহী কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। তিনি ছিলেন একাধারে সুবক্তা, গায়ক ও নাট্যশিল্পী।
তাঁর কর্মজীবন শুরু হয় নারায়ণগঞ্জ এমপ্লয়মেন্ট এঙ্চেঞ্জে। এরপর ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলস ও গোপালপুর উত্তরবঙ্গ চিনিকলে কিছুদিন চাকরি করেন। ১৯৬৫ সালে ইন্টারন্যাশনাল লেবার ম্যানেজমেন্ট বিষয়ে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকার মিশিগানে চলে যান। দেশে ফিরে ইপিআইডিসির নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে সিনিয়র প্রশাসনিক অফিসার পদে যোগ দেন। ১৯৬৯ সালে নর্থবেঙ্গল সুগার মিলে প্রধান প্রশাসক হিসেবে নিয়োগ লাভ করেন। চাকরিকালীন তিনি নিযুক্ত ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর প্যাসরো বিভাগের অনারারি লেফটেন্যান্ট পদে।
অসহযোগ আন্দোলনের সময় উত্তরবঙ্গ সুগার মিলের চিনি উৎপাদন বন্ধ করে দিয়ে মিলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পাকিস্তানবিরোধী আন্দোলনে নিজেদের অবস্থান নেন। শুরু সেখান থেকেই।
২৫ মার্চের কালরাতে গণহত্যা শুরুর পর মিলের লোকজন আরো সচেতন হয়ে ওঠে। উত্তরবঙ্গ প্রতিরোধের শলাপরামর্শে এই শলাপরামর্শ হতো মিলের 'গেস্ট হাউসে'।
এপ্রিলের মাঝামাঝি। রাজশাহী থেকে পাকিস্তানি সেনার একটি বড় দল ঢাকা ফেরার পথে মুলাডুলী নামক জায়গায় বাধা পায়। সেখান থেকে সেনাদলটা মিলের দিকে আসতে শুরু করে। স্থানীয় লোকজন একত্রিত হয়ে মিলে আসার রাস্তার উপর ব্যারিকেড রেলগাড়ির ইঞ্জিন দিয়ে ব্যারিকেড দেয়। পাক আর্মি ব্যারিকেডের পিছনে থেমে ভারি গোলাবর্ষণ করতে থাকে। বিপরীত পাশ থেকে মুক্তিযোদ্ধারা বন্দুক থেকে গুলি ছোড়ে। সে সময়ের মত পাক বাহিনী কিছু আহত সৈনিক নিয়ে পিছু হটে। মিলে বেশ কিছু রাইফেল ছিল। সেগুলো বিলি করা হয় মিলের দারোয়ান আর শ্রমিকদের মধ্যে, লাঠিসোটা নিয়েই তৈরি হলেন বাকিরা। প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী সেদিন মিলে ঢুকতে পারেনি। কিন্তু পরে পাকিস্তানি বাহিনীর আরো সুসজ্জিত দল সেখানে প্রবেশ করে।
আনোয়ারুল আজিম সতর্কতা হিসেবে তার মিলের হিন্দু শ্রমিকদের মিল ছেড়ে চলে যেতে বলেন এবং নিজেরা মিল থেকে আধা-মাইল দুরবর্তী নরেন্দ্রপুর ফার্মে আসেন। সেখানে তারা ১০-১২ দিন থাকেন। সেখান থেকেই পাকিস্তানী বাহিনী আনোয়ারুল আজিমকে বন্দী করে মিল চালু করার হুকুম দেয়। আনোয়ারুল আজিম মিল চালু না করার সিদ্ধান্ত নেন। এ সময় মিলের বিহারী শ্রমিকরা বাঙালিদের বাড়িঘর হামলা করে ও সেখানে লুটপাট চালাচ্ছিলো। '৭১-এর ৫ মে আনোয়ারুল আজিম ও তার বাঙালি সহকর্মীদেরকে ৫ই মে সকালে মিল এলাকার পুকুর পাড়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর উদ্যত বন্দুকের সামনে তিনি অকুতোভয়ে জামার বোতাম খুলে বুক পেতে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, 'আমাকে গুলি না করে আমার একটি লোককেও গুলি করা যাবে না।'
শহীদ আজিমের এই আত্মত্যাগের জন্য ১৯৭৪ সালে গোপালপুর রেলস্টেশনের নামকরণ করা হয় আজিমনগর এবং ১৯৯৪ সালে তাঁর নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে বাংলাদেশ সরকার।
১৯৭৩ সালের ৫ই মে শহীদ সাগর চত্ত্বরে লেঃ আনোয়ারুল আজিমের স্ত্রী বেগম শামসুন্নাহার স্মৃতিসৌধ উদ্বোধন করেন। শহীদ আজিমের ছেলে প্রজন্ম একাত্তরের একজন সক্রিয় কর্মী। প্রতিবছর ৫ মে শহীদদের আত্নীয়-স্বজন, মিলের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন সমবেত হন শহীদ সাগরে।
আনোয়ারুল আজিমচাচাকে কখনও দেখিনি আমি । তিনি আমার আপন চাচাও নন। দূরসম্পর্কের বাঁধনে জড়িয়ে রইলেও তার কাহিনী আমি খুব ছোট থেকে বাবা মা ও অন্যান্য পরিজনদের কাছে শুনে এসেছি। আর তার বীরত্ব ও আত্মত্যাগে শিহরিত হয়েছি বারবার।
মহান বিজয় দিবসে আনোয়ারুল আজিমসহ সকল শহীদ আত্মার প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
আমরা তোমাদের ভুলবোনা!!!
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৯
শায়মা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
২|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ এক বীরের কাহিনী জানলাম। তার জন্যে বিনম্র শ্রদ্ধা।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামা।
৩|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৯
শূভ্র আকাশ বলেছেন: ![]()
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১
শায়মা বলেছেন: আসলেই মন খারাপ হবারই কথা।
৪|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৪
গিরিনদী বলেছেন: জানলাম আরও এক বীরের কথ।
ধন্যবাদ।
আমরা তোমাদের ভুলবোনা!
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৪
শায়মা বলেছেন: আনোয়ারুল আজিম ছিলেন এক অকুতোভয় বীর!!
৫|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৯
অণুজীব বলেছেন: ++++
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬
শায়মা বলেছেন: ধন্যবাদ অনুজীবভাইয়া।
৬|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২০
পাপতাড়ুয়া বলেছেন: শায়মা আপু, স্যালুট।
মুক্তিযুদ্ধের কত ইতিহাস এখনো অজানা আমাদের!
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস পাপতাড়ুয়া ভাইয়া।
৭|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২১
একটাই ধূমকেতু বলেছেন: অসাধারণ! প্রিয়তে।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২
শায়মা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৮|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২২
েরজা , বলেছেন:
রক্তিম অভিবাদন তোমাকে ।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৮
শায়মা বলেছেন: তোমাকেও অনেক নেক ধন্যবাদ রেজাভাইয়া।
৯|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২২
অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ বলেছেন: হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না ,
বড়ো বড়ো লোকেদের ভিড়ে ,
জ্ঞানী আর গুণী দের আসরে তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা ,
তোমাদের এই ঋন কোন দিন শোধ হবে না।
থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে ,
জীবনের দীনতা-হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারন মানুষের ভিড়ে,
মাঠে মাঠে কিষানের মুখে
ঘরে ঘরে কিষাণীর বুকে
স্মৃতি বেদনার আখি নীড়ে
তবু হে হে বিজয়ী বীর মুক্তি সেনা ,
তোমাদের এই ঋন কোন দিন শোধ হবে না।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: এই গানের প্রতিটি কথা অবাক করা সুন্দর!!!
১০|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৭
তিথির অনুভূতি বলেছেন: +
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!
১১|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৮
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এভাবে-ই মুক্তিযুদ্ধে অজানা ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে আমাদের-ই।
তাদের প্রতি আজীবন বিনম্র শ্রদ্ধা।
পোষ্টের জন্য ভাললাগা।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফয়সালভাইয়া।
১২|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
পটল বলেছেন: তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
শায়মা বলেছেন: ধন্যবাদ পটলভাইয়া।
১৩|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৯
সায়েম মুন বলেছেন: মহান বিজয় দিবসে আনোয়ারুল আজিমসহ সকল শহীদ আত্মার প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস পিচকাভাইয়া।
১৪|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৩
সালমাহ্যাপী বলেছেন: সায়েম মুন বলেছেন: মহান বিজয় দিবসে আনোয়ারুল আজিমসহ সকল শহীদ আত্মার প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা
পোস্টে অনেক অনেক ভালোলাগা
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: থ্যাংকস আপুনি।
১৫|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৬
মুনসী১৬১২ বলেছেন: এক সাগর রক্তের বিনিময়ে
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
শায়মা বলেছেন: আমরা তোমাদের ভুলবোনা।
১৬|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১০
দুরন্ত জেসি বলেছেন: এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
শায়মা বলেছেন: ঠিক তাই।
আমরা তোমাদের ভুলবোনা।
১৭|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২০
চর্যা পদ বলেছেন: শ্রদ্ধাঞ্জলী।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
শায়মা বলেছেন: ধন্যবাদ আপু।
১৮|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৯
রেজোওয়ানা বলেছেন: আমরা তোমাদের ভুলবো না বললেও বেশির ভাগ সময়েই ভুলে যাই....
চমৎকার পোস্ট শায়মা।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রেজুমনি।
১৯|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
শুভ্রতা বলেছেন: স্যালুট আপনাকে। অনেকে ভুলে গেলেও আমরা যারা ভুলিনি , তারা সবকিছু মনে করিয়ে দেব । এ চেষ্টা চলবে অবিরাম।
++
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
শায়মা বলেছেন: থ্যাংকস আপুনি!!!
২০|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫৪
মোঃ জুলকার নাঈন বলেছেন: আমরা তোমাদের ভুলবোনা!!!
আমরা যেন প্রজন্মে প্রজন্মে আমারদের দেশ ও হারানো রক্তের কথা স্বরণ করে দেশের জন্য কিছু করতে পারি।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫২
শায়মা বলেছেন: অবশ্যই পারবো।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
২১|
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৭
মাহী ফ্লোরা বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইলো শহীদদের জন্য।
আমরা তোমাদের ভুলবনা।
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৪
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ মাহীমনি।
২২|
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪২
বড় বিলাই বলেছেন: শ্রদ্ধা রইল এই অকুতোভয় বীর শহীদের জন্য।
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
শায়মা বলেছেন: শ্রদ্ধা বীর শহীদের জন্য।
২৩|
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৫
শশী হিমু বলেছেন: স্বাধীনতার অনেক ইতিহাস আমাদের অজানা। প্রতিদিন অনেক ইতিহাশ নতুন করে জনছি শ্রদ্ধায় নত হয়ে আসে মাথা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ শায়মা আপু
+
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৩
শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ অনেক অনেক শশীভাইয়া।
২৪|
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫০
অচেনা রাজ্যের রাজা বলেছেন: অনেক শ্রদ্ধা থাকলো এই বীরের প্রতি...
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৯
শায়মা বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা!!
২৫|
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: শ্রদ্ধা রইলো শহীদ আনোয়ারুল আজিমের জন্য, কুরআন পাঠরত সেই শহীদ মান্নানের জন্য। আর বাকী সব শহীদদের জন্য। এত বছর পর এসে আমরা তো এর বাইরে কিছুই করতে পারিনা।
ভুলবার কথা না থাকলেও আমরা ভুলে যাই, ভুলেই গেছি। আমরা নিজেরাই নিজেদের ছোট করছি।
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৯
শায়মা বলেছেন: না মনে হয় এখন মানুষ ভুলেনি।
ভোলা যায়না।
২৬|
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩২
জয় রাজ খান বলেছেন: মহান বিজয় দিবসে আনোয়ারুল আজিমসহ সকল শহীদ আত্মার প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ জয়ভাইয়া।
অনেকদিন পর এলে।
২৭|
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১২
মিরাজ is বলেছেন: শ্রদ্ধা সকল বীরদের। কাপুরুষ জারজ রাজাকারদের অবিলম্বে ফাঁসি চাই।
শিহরিত হই এইরকম লেখা পড়লে।
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৬
শায়মা বলেছেন: শ্রদ্ধা জানাই সকল বীরদের।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
২৮|
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৫
দস্যু রত্নাকর বলেছেন: শ্রদ্ধা রইলো এই মানুষটির প্রতি । পোস্টে ভাল লাগা রইলো
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
২৯|
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৯
ঘুমন্ত আমি বলেছেন: কি বলবো বলার কিছু নাই শুধু বলবো বীরদেরকে যেন আমরা তাদের প্রাপ্য সম্মান দিতে পারি । প্লাস ।
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৪
শায়মা বলেছেন: প্রাপ্য সন্মান পাবেই তারা।
৩০|
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৩
রু আদে বলেছেন: হ্যাটস অফ!!!
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৫
শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য থ্যাংকস অনেক অনেক ভাইয়া।
৩১|
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১২
অণুজীব বলেছেন: আবারো পড়লাম ।
খুব ভালো লাগলো অসাধারণ এক বীরের কাহিনী জেনে।
আমরা তোমাদের ভুলবোনা!!!
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৬
শায়মা বলেছেন: আনোয়ারুল আজিম ছিলেন নির্ভীক সাহসী এক যোদ্ধা।
৩২|
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪
একজন বাউন্ডুলে বলেছেন: আমরা তোমাদের ভুলবোনা!!!
১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫০
শায়মা বলেছেন: ভুলে যাওয়া তো সম্ভবও না।
৩৩|
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫০
শায়মা বলেছেন: সেই অবদান তো শেষ হবার নয়।
৩৪|
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৭
ছাইরাছ হেলাল বলেছেন:
এ বীরের জন্য অনেক অনেক শ্রদ্ধা ।
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
৩৫|
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:৪৪
ঘুমকাতুর বলেছেন: মহান বিজয় দিবসে আনোয়ারুল আজিমসহ সকল শহীদ আত্মার প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা
++++
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৪
শায়মা বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ভাইয়া।
৩৬|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪৫
জিসান শা ইকরাম বলেছেন:
শহীদ আজিম সহ ঐ দিন নিহত অন্যান্য সব শহীদের আত্মার মাগফেরত কামনা করি।
লেখককে ধন্যবাদ এই কাহিনী আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমরা অবশ্যই তাঁদেরকে ভুলবোনা। কেন ভুলবো এই রক্ত ঋণ !!
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৫
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৭|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৫১
মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ পোস্ট।
বিনম্র শ্রদ্ধা । আমরা তোমাদের ভুলবো না।
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ মাহবুভাইয়া।
৩৮|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৫১
সাকিন উল আলম ইভান বলেছেন: শদীদ আজিম এর কথা জাহানারা ইমামের বই তে পড়েছিলাম আপি ,আজকে আবার পড়ে মন টা খারাপ হয়ে গেল ।
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১১
শায়মা বলেছেন: শহীদ সাগর দেখে আসো ভাইয়া।
অবাক হয়ে যাবে সেখানে গেলে আর শত শহীদের নাম দেখেও অবাক লাগে কিভাবে এতগুলো মানুষকে লাইন করে দাঁড়া করিয়ে গুলি করা হয়েছিলো।
৩৯|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫২
বাবুনি সুপ্তি বলেছেন: মিলিটারিদের নির্মম হত্যার দৃশ্য গুলো শুনলে চোখে পানি থামিয়ে রাখা যায় না। এখনো আমার কাছে বিস্ময় লাগে কতটা সাহস, কতটা মনের শক্তি তাদের ছিল মৃত্যুর সামনে নিজেদের এগিয়ে নেয়ার জন্য। এখন খুঁজে ফিরি আমাদের সেই সাহস সেই শক্তি কোথায় গেল!
আপু জিশান ভাইয়ার ফেবুর স্টাটাস দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এখন কমেন্ট গুলো দেখে আরো অবাক!
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: আনোয়ারুল আজিম ছিলেন তেমনি এক সাহসী যোদ্ধা বাবুনিমনি।
জিশানভাইয়ার ফেবু স্টাটাস দেখে অবাক হয়েছিলে কেনো বুঝলাম নাতো।
যাইহোক ফেবু বলে কিছু যে আছে আমি এটা প্রায়ই ভুলে যাই। যাইহোক ফেবুর কথাটা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন দেখতে যাচ্ছি জিশানভাইয়ার ফেবু।
৪০|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৬
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: +++++++++++++
দেরীতে পড়ার জন্য স্যরি।
ইস্টিং ডিস্টিং প্লাস
পেক পেক পেক
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: ধন্যবাদ ঝিঝিভাইয়া।
৪১|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৭
আরজু পনি বলেছেন:
ভালো লাগলো অনেক...
কৃতজ্ঞতা জানাচ্ছি শেয়ার করার জন্য
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ আরজুভাইয়া।
৪২|
১৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৬
সুরঞ্জনা বলেছেন: আমরা তোমাদের ভুলবোনা!!!!
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: কোনোদিনই ভোলা হবেনা আপুনি।
৪৩|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৬
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: "পাষান ফলক নীরবে সয়ে যায় সেই শত শহীদের বুকফাঁটা আর্তনাদ"
শহীদ এবং জীবিত সকল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা রইল।
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০
শায়মা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৪৪|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১
ভাইস্তা বলেছেন: চমৎকার পোস্ট +++++
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইস্তা!!!
অনেকদিন পর দেখলাম।
৪৫|
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪
মাহমুদা সোনিয়া বলেছেন: এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবোনা!!
ঐসব বীরের কথা ভহুলে গেলেতো নিজের অস্তিত্ব ই ভুলে যাওয়া!! সুন্দর পোস্ট, আপু।
১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৬
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহমুদা আপুনি।
৪৬|
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৭
স্বদেশ৭১ বলেছেন: সোজা প্রিয়তে!!!!!
সাথে রইলো শ্রদ্ধা
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৬
শায়মা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৪৭|
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১২
রিয়েল ডেমোন বলেছেন: কত ইতিহাস যে এখনো জানি না।
ধন্যবাদ আপু একজন বীরের কথা জানানোর জন্যে।
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২১
শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া।
৪৮|
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৯
মেহবুবা বলেছেন: আমরা তোমাদের ভুলবোনা!!!
সে তোমার কথা শায়মা ।
আমরা সব ভুলে থাকতে চাই; এতদিনে তাই রপ্ত করেছি ।
কি জানি কি হয় সামনের দিনগুলোতে ।
এমন কতজনের আত্মত্যাগে জন্ম নেয়া এই দেশে তাদের কে ভুলে থাকবার অপচেষ্টায় আছি নিয়ত ।
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৯
শায়মা বলেছেন: তবুও কিছুতেই ভোলা যাবেনা আপু।
৪৯|
১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: বিনম্র শ্রদ্ধা, সুন্দর লিখেছেন আপুজি ++++++ এবং ভাল লাগা ![]()
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৫০|
১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৪
শোশমিতা বলেছেন: চমৎকার পোষ্ট!
এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা,
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না ....
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৮
শায়মা বলেছেন: আসলেই শোধ হবার নয় আপুনি।
৫১|
১৬ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:২৬
কাউন্সেলর বলেছেন:
শরীর অনেক খারাপ তারপরেও কিছুটা পড়ে গেলাম, পরে এস বিস্তারিত পড়বো।
আপনার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম এমন একটি অসাধারণ পোস্ট দেওয়ার জন্য।
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৫
শায়মা বলেছেন: তাড়াতাড়ি সুস্থ্য হও ভাইয়া।
বিজয়দিবসের শুভেচ্ছা!!
৫২|
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১১
হাসান যোবায়ের বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৭
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া।
৫৩|
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩১
রাফা বলেছেন: এক সাগরের রক্তের বিনিময়ে যারা আমাদেরকে উপহার দিয়েছে অমুল্য স্বাধীনতাটাকে কি করে ভুলবো তাদের।
বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৪
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া।
৫৪|
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৮
বলাকা মন বলেছেন: স্যালুট এ বীর সৈনিককে।
১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪১
শায়মা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫৫|
১৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
স্বদেশ৭১ বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা নিন
১৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: শুভেচ্ছা ভাইয়া
৫৬|
১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১২
হানিফ রাশেদীন বলেছেন: আমরা তোমাদের ভুলবোনা, ভুলতে পারি না।
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৪
শায়মা বলেছেন: তাদের কথা তো কখনই ভোলা সম্ভব না।
৫৭|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৭
ভাইস্তা বলেছেন: অনেক দিন পর এলাম যে তাই....
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫১
শায়মা বলেছেন: এতদিন কেউ লুকায় থাকে?
৫৮|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৭
সুপান্থ সুরাহী বলেছেন:
একজন বীরের কথা জানলাম...
সশ্রদ্ধ সারাম সেই বীরের প্রতি...
আর অশেষ কৃতজ্ঞতা আপুকে...এমন অজানা একটা ইতিহাসের বাঁক উন্মোচনের জন্য...
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫১
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৫৯|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সবকটা জানালা খুলে দাও না । ওরা আসবে চুপি চুপি ............
++++++++++++++++++সালাম জানাই বীর শহীদদের প্রতি ।
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪
শায়মা বলেছেন: সালাম বীর শহিদদেরকে।
৬০|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৩
ফেরারী... বলেছেন: ওরা আসবে চুপি চুপি ...........
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান...
সালাম জানাই বীর শহীদদের প্রতি ।
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪
শায়মা বলেছেন: সালাম বীর শহীদদের প্রতি ।
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
৬১|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:০৫
রোকন রাইয়ান বলেছেন: অসাধারণ সাক্ষাতকার...
মুক্তিযুদ্ধের অনেক লেখা পড়েছি, শহীদ সাগর প্রথম শুনলাম...
অনেক অনেক ধন্যবাদ//++
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১০
শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
এ শহীদ সাগর রয়েছে নাটোর জেলার গোপালপুর স্যুগারমিলে।
৬২|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১২
সুপান্থ সুরাহী বলেছেন:
শায়মার দুটি কবিতা
পোস্টটা দেখুন...
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১৮
শায়মা বলেছেন: দেখেছিতো ভাইয়া !!!![]()
৬৩|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: আমার একটি বাজে স্বভাব আছে।......আপনার কোন কমেন্টই আমি এখনো পাইনি
......ঠিক করেছিলাম যেদিন আপনার কমেন্ট পাবো সেদিন আপনার পোষ্টে কমেন্ট করবো।
কিন্তু পরে দেখলাম ক্ষতি আমারই। অসাধারণ লেখাগুলোর মাঝে ভালোলাগার অনুভূতি জানাতে পারছিলাম না।
কিন্তু আর পারলাম না। কালকে থেকে ২/৩বার হবে আপনার এই পোষ্টটি পড়েছি। অসাধারণ পোষ্ট। অসাধারণ লেখা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে। এক অজানা বীরের কাহিনী শুনলাম। অনেক ধন্যবাদ আপনাকে এই লেখাটির জন্য।
১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: হায় হায় কি বলো ভাইয়া!!!!
এইটা কেমন জেদ!!!![]()
আমি ১৬ই ডিসেম্বার নিয়ে একটু বিজি ছিলাম।
আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস।
তোমার লেখা পড়তে আর ভুল হবেনা আমার।
৬৪|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:২৯
সুপান্থ সুরাহী বলেছেন:
@= লেখক
আমি যখন সেই পোস্টটি পড়ি তখনো সেটি আপ্নার চোখে পরেনি তাই লিংক দিয়েছিলাম...
ভাবছিলাম একটা ক্রেডিট নিব
কিন্তু আপ্নি বড় বেরসিকের মত আগেই কমেন্ট করে ফেল্লেন...
আমার কষ্টটাই বৃথা গেল...
ওই পোস্টটেও দেখি আমার কমেন্টের আগেই আপ্নার কমেন্ট...
মোরে এত শরম দিলা কেনুুুুুুুুুুুুুু!!!
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫১
শায়মা বলেছেন: শরম দেবার জন্য স্যরি ভাইয়া!
আর এমন ভুল হবেনা।
৬৫|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫৬
ফারিয়া বলেছেন: আমরা তোমাদের ভুলবো না!
আপু, বিজয় দিবস কেমন কাটল?
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৬
শায়মা বলেছেন: অনেক ভালো কেটেছে বিজয় দিবস।
অনেক ভালো থেকো আপুনি।
৬৬|
১৭ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৩৩
কামরুল হাসান শািহ বলেছেন: আনোয়ারুল আজিম ও সকল শহীদদের লাখো সালাম
আপনার কবিতা নিয়ে হানিফ রাশেদীনের যে পোষ্ট আসছে সেটা কিন্তু আমি দেখি নাই
একটা আবৃতি পোষ্টের জন্য আর কতো বার বলতে হবে
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৮
শায়মা বলেছেন: আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
আনোয়ারুল আজিম আর শহীদ সাগর আমার জীবনের অনেক বড় এক স্মৃতি।
আর আবৃতি পোস্ট ইনশাল্লাহ আসবে।
৬৭|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩১
ইসরা০০৭ বলেছেন: অসাধারণ এক বীরের কাহিনী জানলাম আপু।
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবোনা!!
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি।
৬৮|
১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩২
অদৃশ্য বলেছেন:
দারুন একটা ঘটনা জানা হলো..... দেহের রোমগুলো সব দাড়িয়ে গেলো.....
তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা.....
ভালো থাকুন.....
১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৬
শায়মা বলেছেন: এমন শত সহস্র বীরদের প্রতি শ্রদ্ধা!!!
৬৯|
১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৯
টুইংকল বলেছেন: আমরা তাদেরকে কখনই ভুলবোনা।
১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৪
শায়মা বলেছেন: কখনই না।
৭০|
১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৫
বৃষ্টিধারা বলেছেন: ভুলা যাবে না কখনো ই .....
বিজয়ের শুভেচ্ছা আপ্পি । ![]()
১৮ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৭
শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস আপুনি।
৭১|
১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫
কালো হিমু বলেছেন: জটিল হইছে শায়মাপ্পু
++++++++
১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ হিমুভাইয়া!
৭২|
১৮ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১২
মনিরুল ইসলাম বাবু বলেছেন: 
১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
৭৩|
১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৮
অন্ধ দাঁড়কাক বলেছেন: এইরকম একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ। অনেক অজানা জিনিস জানা হলো। ফেসবুকে শেয়ারে দিব যাতে সবাই জানতে পারে।
১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ দাঁড়কাকভাইয়া।
৭৪|
১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৩
রেজওয়ান তানিম বলেছেন: বেশ লিখেছেন আপু ।
মুক্তিযুদ্ধের শত শত গল্প আমাদের ছড়িয়ে দিতে হবে বছর ভর ।
ধন্যবাদ এমন পোস্টের জন্য
১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৪
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ রেজোয়ানভাইয়া।
৭৫|
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:০৯
রোকন রাইয়ান বলেছেন: ব্লগ দিবসের অনুষ্ঠানে আসবেন ভাবছিলাম..
গুরুত্বপূর্ণ ব্লগিয়েংর জন্য পুরস্কৃত হয়েছেন, শুভকামান থাকলো আগামীর দিনগুলোতে...
২০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৭
শায়মা বলেছেন: হায় হায় তাই নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!
আরে জানিনাতো ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!![]()
কাল থেকে আমার নেট কানেকশান ছিলোনা আর তাছাড়া আমার অবস্থাও একটু খারাপ ছিলো।
যাইহোক তোমার কথা শুনে তো আমি আকাশে উড়ছি।
অনেক অনেক থ্যাংকস ভাইয়া এটা জানানোর জন্য আর আমার লেখাটা পড়ার জন্যও।
৭৬|
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:১৩
শাহেদ খান বলেছেন:
যুগেরই নিষ্ঠুর বন্ধন হতে,
মুক্তির এ বারতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলব না......
দারূণ পোস্ট শায়মা'পু। অনেক অনেক ভাল লাগা।
২০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ তোমাকেও অনেক অনেক শাহেদ ভাইয়া।
৭৭|
২০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৪২
ভিয়েনাস বলেছেন: এই কাহিনী কত বার যে বড়দের মুখে শুনেছি তার হিসেব নেই । শহীদ সাগরের কাছে দাঁড়ালে মনটাই অন্যরকম হয়ে যায়।
সেই সময় আজিম পরিবারের দুঃসময়ে আমার মামার পরিবার একাত্ম হয়েছিল ।
আপনাকে অভিনন্দন জানাতে এসে পোস্টটা দেখে থমকে গেলাম । কত চেনা জায়গাটা আমার ।
যাইহোক অভিনন্দন ও শুভকামনা আপনার জন্য
২০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৮
শায়মা বলেছেন: তোমার বাড়ি কি গোপালপুরে ভাইয়া!!!!
আমিও এখানে অনেক অনেকবার গেছি। শুস্ক শহীদ সাগরের পাড়ে দাঁড়ালেই শিউরে ওঠে মন ।
তোমাকে অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।
৭৮|
২০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২২
অন্ধ দাঁড়কাক বলেছেন: অভিনন্দন সেলিব্রটি ব্লগার ![]()
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০০
শায়মা বলেছেন: সেলিব্রটি ব্লগার আবার কি!!!
টেবিলের নীচে লুকাতে হবে।
৭৯|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৬
শ।মসীর বলেছেন: অভিনন্দন........প্রাপ্য ছিল আপনার।
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০০
শায়মা বলেছেন: ভাইয়ামনি
থ্যাংক ইউ অনেক অনেক(টেবিলের তলা থেকে
)
৮০|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪১
েরজা , বলেছেন:
Congratulations !!
( ইংরাজীতে-ই লিখলাম , বাংলা্য লিখলে ঠিক পোক্ত হয় না ![]()
এর পর দেখা হলে অটোগ্রাফ দেওয়া লাগবে কিন্তু ।
আর তুমি-তো খাওয়াবানা ( হাড় কিপ্টা আর কাকে বলে )
যাইহোক খাওয়াইও ( বিল আমি দিব আর সেটা কাউকে বলব না , ঠিক আছে ?)
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৬
শায়মা বলেছেন: আমি মোটেও কিপটা না ।
কি খাবে আর কোথায় খাবে বলো শুধু দেখবে কেউ বিল নিতেই আসবেনা।![]()
৮১|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৭
জিসান শা ইকরাম বলেছেন:
সেরা দশ ব্লগারের একজন নির্বাচিত হওয়ায় তোমাকে অভিনন্দন
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ( টেবিলের তলা থেকে
)
৮২|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৬
একাকী বালক বলেছেন: আপু অভিনন্দন।
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।![]()
৮৩|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৭
সুরঞ্জনা বলেছেন: অভিনন্দন!!!! অভিনন্দন!!!! অভিনন্দন!!!
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শায়মামনি।
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: টুকি আপুনি!!!!
আমি বেড এর নীচে।লুকোচুরি খেলছি !!!![]()
৮৪|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৭
সায়েম মুন বলেছেন: অভিনন্দন বিউটি আপি
(গাছের আড়াল থেকে উঁকি দিয়ে দেখার ইমো)
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৮
শায়মা বলেছেন: হি হি গুড গুড!
সেটাও ভালো নিজেই নিজেকে লুকাই রাখো যদি।
৮৫|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৩
সুরঞ্জনা বলেছেন: বেড এর নিচে কেনো গো সোনা পাখী?
" আআআআ গালে লাগ যাআআআআ!!!!
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৯
শায়মা বলেছেন: আপু লুইজ্জা পেলে আমি লুকোচুরি খেলি। সেই ছোটো থেকেই এই বদভ্যাস!!!
৮৬|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৩
সায়েম মুন বলেছেন:
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
শায়মা বলেছেন: হা হা এইটা তুমি নাকি পিচকা ভাইয়া!!!
৮৭|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৭
সায়েম মুন বলেছেন: :!> :#>
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৩
শায়মা বলেছেন: হা হা ![]()
৮৮|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৯
সায়েম মুন বলেছেন:
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৯
শায়মা বলেছেন: ভুই পাইসি!!!![]()
৮৯|
২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫
anisa বলেছেন:
যে দিন থেকে তোমার লেখা পরছি সে দিন থেকেই সেরা হিসেবে জানি
আমার চোখে আমার পরিচিত তুমি রেজাওয়না আর ইমন ভাই তো ছিলই
অভিনন্দন সায়মা তুমি এটা প্রাপ্প্য .
তুমি পরিশ্রমী তুমি এর যোগ্য তাই পেয়েছ
দু হাত ভরে নিয়ে নাও দোয়া, ভালো লাগা আর ভালবাসা
মানুষ বেঁচে থাকে তার কজে !
২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪
শায়মা বলেছেন: না আপুনি আমি এটার যোগ্য নই।
তবে আমি পরিশরমী এটা সত্যি আর আমি ক্রিয়েটিভিটি লাইক করি এটাও সত্যি তাই বলে সেরা রাইটার নহি মোটেও।
আর আমি তোমাদেরকে ভালোবাসি। অনেক অনেক!!!
৯০|
২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৭
শোশমিতা বলেছেন: অভিনন্দন আপু
২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ শোশিমনি!!!!!!!!!!!!!!!!!!!![]()
৯১|
২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭
জিকসেস বলেছেন: ভাল লাগল।
২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ জিকোভাইয়া।
তোমাকে আজকাল এত কম কম দেখা যায় কেনো???
৯২|
২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭
রেজোওয়ানা বলেছেন: মানুষের কথায় মন খারাপ করো না শায়মা, মানুষ অনেক কথাই বলে। কাজের কাজ ক'জন করতে পারে!
তোমার এই লেখাটা বা খনা কিংবা খোকা ভাই সিরিজের মতো ভাল লেখা কজনা লিখতে পারে।
আর শুধু ভাল লিখলেই যে সে আইডল ব্লগার হবে তাও তো না, ব্লগীয় ইন্টাএকশনটাও অনেক গুরুত্বপূর্ণ!
অনেক অনেক অভিনন্দন তোমাকে
২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৯
শায়মা বলেছেন: কিন্তু তোমার প্রিয় ভাই আকাশটালাল( আমার চোখের বিষ) তো দুঃখে মরে গেলো রেজুমনি।
আমি নিজেও জানিনা কিছুই যেখানে সেখানে সে কেনো আমার প্রাণপ্রিয় নীলুমনি আর কিনাদি আপুর সাথে আমাকে কমপেয়ার করবে? ![]()
আর আমি শায়মা নিকে কি রান্না বান্না পোস্ট দিয়েছি? কানা আকাশটালাল বলে কি???
নং ওয়ান আমাকে রান্না বান্না ক্যাটাগরী বলায় আমার মেজাজ খারাপ।
যদিও আমি একজন পাকা রাধুনী বলিয়া গর্বিত ও নীলুমনি বা বাবুনিমনি রান্না ক্যাটাগরীতে ফার্স্ট হলেও আমি খুশী্ত হইতাম কারন ওরে রান্না কে শিখাইলো ???আমি ছাড়া!!!!! ![]()
আর আকাশটালালকে খানা পিনা বন করাই মেরে ফেলতে হবে ভাবখানা দেখাচ্ছে যেন রাননা বাননা খুবই অচ্ছুত ব্যাপার। নাক শিটকাই ফেললাম এমন ভাব।
আমি আজই নতুন এক রেসিপি লিখবো যেই রেসিপির সাথে কোরিয়ান রেসিপির কিছু মিল আছে আর এমন রেসিপি ইহজনমে কেহই লিখিতে পারেনাই।
যাইহোক,
আর ব্লগীয় সৌহার্দ্যমূলক আচরণ বজায় রাখাটাকেও আমি অনেক বড় গুণাবলী মনে করি। যেটা আকাশটালাল ভাইজান ছোটমানুষ বুঝবেনা।
যাইহোক আকাশটালাল ভাইজানের কাঁটা ঘায়ে নুনের ছিটার স্থানে স্যাভলনক্রিম দিয়ে দেওয়ায় অনেক অনেক থ্যাংকস রেজুমনি।![]()
![]()
![]()
আমি যদি এইবার এই নিক থেকেও পালাই যাই আমার পলায়নের জন্য দায়ী থাকিবে আকাশটালাল।
৯৩|
২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩০
জিকসেস বলেছেন:
২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!
৯৪|
২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫০
জিকসেস বলেছেন: নেক কিছু নিয়ে ব্যস্ত থাকি। তবে ব্লগ তো লিখি। আগের মত অত নিয়মিত না কিন্তু লিখি। লিখালিখি আমার মধ্যে থেকে ইনশাল্লাহ চলে যাবেনা। আপনি ভাল আছেন?
২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
শায়মা বলেছেন: সারাদিন শত ব্যাস্ততার মাঝেও যখন ব্লগে আসি ব্লগ পড়ি আমি ভালোই থাকি বা থাকতাম। কিন্তু আজ থেকে আর থাকবোনা মনে হচ্ছে।
বাপরে এতদিন জানতাম সবাই আমার প্রিয় প্রিয় সব ভাইয়া আপুনিরা এইখানে আছেন। আজ তো মনে হলো সামনে থাকলে কারো কারোর জুতার বাড়ি খেতাম।![]()
৯৫|
২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
বাবুনি সুপ্তি বলেছেন: যত লিস্টেই আপুর নাম থাকুক বা না থাকুক, আপুর নাম আমার প্রিয় লিস্টে সব সময় আছে আর থাকবে
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৬
শায়মা বলেছেন:
কেমন আছো বাবুনিমনি!!!!
৯৬|
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:২০
জিকসেস বলেছেন: আপনাকে সেরা ব্লগার বলা হয়েছে এটা যদি দোষের হয়ে থাকে সেটাও আপনার দোষ না। এত কিছু চিন্তা করার দরকার নাই। শুধু শুধু মন খারাপ করতে হবেনা।
ব্লগ লেখার সাথে আনন্দ থাকবে মন খারাপ না। সবাই লিখতে পারেনা। কিন্তু যারা পারে তাদের লিখা ছাড়া অন্য কিছু চিন্তা করতে হয়না।
ভাল থাকবেন। আর বেশি মন খারাপ থাকলে আমার মজার কোন লেখা পড়ে নিয়েন। আর কিছু না পারি, মানুষ হাসানোর কাজে সাফল্য খারাপ না।
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: ![]()
সে কি আর বলতে রম্য বলতেই তুমি ফার্স্ট আর রাজিভাইয়া সেকেন্ড আমার কাছে।
আর ছিলো একজন আরিফভাইয়া।![]()
৯৭|
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৮
সায়েম মুন বলেছেন: এ্যা এ্যা এ্যা এ্যা ![]()
কেউ আমার কথা কয় না। সবাই খালি সেরা হৈতে চায়। আপি তোমার পুরস্কারটা আমারে দিয়া দাও
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১১
শায়মা বলেছেন: হইসে এমনিতেই মান সন্মান গেলো আবার পুরষ্কার নিতে গিয়ে মার খাই আর কি।![]()
৯৮|
২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৫
নিশাচর ভবঘুরে বলেছেন: অভিনন্দন শায়মাপু।
বইগুলা কি আমাকে পড়তে দেবেন?
(একটা পোষ্টে দেখলাম,আপনি রাগ করেছেন। আমিও অনেকের বিরোধী। তবে যাদের ভালো লেগেছে, তাদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি)
২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৪
শায়মা বলেছেন: কোন বই???
বুঝলাম নাতো ভাইয়া।
আর শুভেচ্ছা তো এখন কন্ট্ক শয্যার মত লাগছে।
বাপরে যেই হারে জবাবদিহি চাওয়া হচ্ছে আমি এখন কই পালাই ভেবেই পাচ্ছিনা।![]()
৯৯|
২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: একটা অনুরোধ তো করতেই পারি তাই না, ঘুমাতে যান
শুধু মেজাজ খারাপ করে লাভ কি, তাইনা!
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪৫
শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!
তারপর ঘুমায় গেলাম তো!!!!
স্কুল ছুটিতো সাত সকালে ওঠার ঝামেলা নাই।![]()
তাই এখন এই আট সকালে উঠলাম।![]()
![]()
১০০|
২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:২৬
তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার পোস্ট।
বিনম্র শ্রদ্ধা বীরদের প্রতি।
এবং সেই সাথে অভিনন্দন।
(আমার পোস্ট টা কেউ বুঝলো না। বরাবরি আমি অভিনন্দন জানিয়েছি সবাইকে। আমার পোস্টে এবং অন্যান্য পোস্টের মন্তব্যতেও। আমি আমার পোস্ট টা তে শুধু অন্যদের প্রশ্ন এবং সামুর পয়েন্ট অফ ভিউ তুলে ধরতে চেয়েছিলাম। এমনকি তুমিও রাগ করলা। কিভাবে বুঝাই এখন সবাইকে।)
ভাল থাকো আপু।
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৫২
শায়মা বলেছেন: কে বলেছে তোমার পোস্ট কেউ বুঝলোনা?
আর তুমি তো ঠিকই লিখেছো তোমার লেখায় তো রাগ করার কিছু নেই ভাইয়া।
তুমি তো কাউকে ছোট করে বা হেয়ো করে কিছু লেখার চেষ্টা করোনি বা কোনো রকম কম্পেয়ার করে কাউকেই কারো থেকে ছোট করোনি। তোমার উপর রাগ করার কিছু নেই ।
আমি অন্য এক ব্লগের ভিত্তিতে আর দুয়েকজন আমার প্রিয় ভাইয়াআপুনিদের মন্তব্যের রেশ ধরে তোমার ব্লগে ঐ মন্তব্য করেছিলাম।
তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া আর আমার এ লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!
১০১|
২১ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:১০
কামরুল হাসান শািহ বলেছেন:
তারপরও মন খারাপ করলে
মানুষের কথা শুনার কি দরকার। মুখ আছে বলবেই
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০২
শায়মা বলেছেন: বাপরে এত লম্ফঝম্ফ কংগ্রাটস দেখে তো আমি অবাক!!! তুমি এখনও এত হাই জ্যাম্প দিতে পারো!!!!!!!!!!!
১০২|
২১ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:১৯
ইসরা০০৭ বলেছেন: হিপ হিপ হুররেেেে
অভিনন্দন আপুরেেেে
অনেক অনেক ভালো থাকবেন আপু![]()
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১০
শায়মা বলেছেন: ইসরামনি!!!!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস!!!
১০৩|
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৫৭
েরজা , বলেছেন:
আমি মোটেও কিপটা না ।![]()
কি খাবে আর কোথায় খাবে বলো শুধু দেখবে কেউ বিল নিতেই আসবেনা।![]()
হা হা হা হা ....
Baton Rouge
Pink City (7th Floor)
Plot # 15, Block- CEN, Road # 103,
Gulshan – 2, Dhaka – 1212.
Buffet Style
আমাদের কোম্পানীর নামে বুকিংদিলে ১০% ডিসকাউন্ট ,
ইহা আমাদের কোম্পানীর জাতীয় ( কোম্পানী্য় ) রেসটুরেন্ট ।
ডরাইলা ..........
বিল আমি দিমু ![]()
![]()
তিন সত্যি ।
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০৯
শায়মা বলেছেন: হইসে!!!
আর বড়লোকি দেখানো লাগবেনা।
ঐটা আমার খালুর রেস্টুরেন্ট!!
১০% ডিসকাউন্ট দরকার নেই ১০০% ই ফ্রী!![]()
১০৪|
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৪
মে ঘ দূ ত বলেছেন: প্রণতি সকল শহীদদের স্মৃতির প্রতি। আমরা তোমাদের ভুলবো না।
দেরীতে বিজয়ের শুভেচ্ছা আর অভিনন্দন সেরা দশজনের একজন হওয়ার জন্য।
কিন্তু মন্তব্যে এ কি পড়লাম। এই নিক থেকেও পালাবার পায়তারা চলছে? স্বর্গলোক থেকে ধরণীতে এখন তাইলে কি পাতালে নামবেন?
মজা করছি। একজন কিছু বললো বলেই কি আপনার সব কৃতিত্ব নেই হয়ে গেল? আর দশজনে যে আপনার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে সেটি চোখে পড়ে না আপনার?
আগেও একবার বলেছি। আবার বলি। আমি সাইন ব্লগে যে এখনো নিয়মিত তার প্রধাণ কারণ ইমন জুবায়ের ভায়া আর আপনি। আপনাদের মত সহব্লগাররা এখনো আছে বলেই ব্লগে এখনো ফিরে ফিরে আসি।
ভালো থাকবেন।
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৭
শায়মা বলেছেন: এই ব্লগে সেরা জেন্টেল ব্লগার বলে যদি কিছু থাকতো তো তুমি হতে ফার্স্ট!!!অবশ্যই আমার মতে!!!![]()
আর তোমার রবিঠাকুরের ভালোবাসার কারনেই হয়তো আমার মেন্টালিটির সাথে এত মিল খুঁজে পাও মেঘদূত!!!
ইমন জুবায়ের ভাইয়ার ব্লগের অনেক আগে থেকেই তোমাকে আমার আরও দুইটা নিকে সবসময় পেয়েছি।একটা তো সবার জানা অন্যটাও নিশ্চয় গেস করতে পারো।![]()
হ্যা এই নিক থেকে শেষ মেষ পালানোর ইচ্ছে ছিলোনা কিন্তু ইচ্ছেটা কাল থেকে প্রকট হয়েছে। একজনের পোস্ট আর দু একজনের মন্তব্য দেখে।![]()
এইটা সত্যি যে দু একজনের কথায় কান দিয়ে দশজনের দিকে মুখ ফিরিয়ে নেওয়াটা বোকামী ও অভদ্রতা। বিশেষ করে যাদের আমি অনেক অনেক ভালোবাসি।
কিন্তু মাঝে মাঝে আমি এমন অনেক বোকামীই করেছি আর করবোও হয়তোবা। স্বভাব যায়না মরলে।
তবে প্রিয় মানুষরা কখনও হারায় না সে স্বর্গে গেলেও বা পাতালে নামলেও।
১০৫|
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৯
মে ঘ দূ ত বলেছেন: আগের দুইটা নিক!
বলেন কি! একটার কথা তো জানি একেবারে শেষে এসে তাও কেও কেও ফাঁস করে দেওয়াতে। (বোধহয় আপনি নিজেই ক্লু দিয়েছিলেন)। অন্যটার ব্যাপারে তো কিছুই মাথায় আসছে না।
কিছু হিন্টস দেন তো দেখি
আপনার আসলে কয়টা নিক? বাহ্বা! এত্তসব সামলান কি করে।
ফেবুতে আপনার প্রেমিকের উপর একটা পেইজ আছে আমার যাতে আর পাঁচজন যোগ দিলে ২ লাখ পার হবে। খুঁজে বের করে আপনিও যোগ দিয়ে ফেলুন তো দেখিনি
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৭
শায়মা বলেছেন:
মাথায় আসতে হবেনা। ওকে হিন্টস দেই। ইমনভাইয়া আর আমি ছাড়া আর তিন নং প্রিয় মানুষের কথা স্মরণ করো।
আর এতগুলা নিক সামলাই নাতো
তিনটার মধ্যে ঐ দুজন এখন মৃত বলতে গেলে।
খুঁজবো কেমনে???
আমার প্রেমিক কি একটা!!!!
তবে সবচেয়ে প্রিয়তম রবিঠাকুরের কথা বললে খুঁজে দেখতে পারি।
১০৬|
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২২
মে ঘ দূ ত বলেছেন: আমি কিন্তু আকাশেই থাকছি। ঠিকানাও জানা আছে আপনার। স্বর্গ মর্ত্য পাতাল যেখানেই থাকুন না কেন একটু জানান দিলেই চলে আসবো মেঘের বার্তা হাতে নিয়ে ![]()
তবে থাকুন বরাবরের মত ব্লগ মাতিয়ে। শুধু এইটুকুন অনুরোধ ![]()
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২১
শায়মা বলেছেন: মেঘদূত তো আকাশেই থাকে সেটা তো সবার জানা।![]()
ওকে আকাশের ঠিকানায় বার্তা পাঠানো হইবেক।
ব্লগ মাতানো আমার কাজ নহে।
তার জন্য আলাদা কোয়ালিটি লাগে। সেটা আমার নেই।![]()
১০৭|
২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৫
শাহেদ খান বলেছেন: ব্লগডে'র আড্ডায় বেশিক্ষণ ছিলাম না ! তোমার পুরষ্কারের কথা অনেক দেরীতে জানলাম আপু !!!
অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা !
সবসময়ের, সবসময়ের জন্য ! ![]()
অনেক অনেক ভাল থাক আর ভাল পোস্টে এভাবে সবাইকে মাতিয়ে রেখো, আপু !
Proud of you, আপু !
২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৮
শায়মা বলেছেন: তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়া!!!
১০৮|
২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৬
েরজা , বলেছেন:
Baton Rouge এর মালিক-তো চার জন ।
তোমার খলু কোন জন ?
মশিউর রহমান সাহেব না জাহিদ সাহেব ?
ওরা এখন একটা আবাসিক হোটেল বানাইতাছে , ঐ টাতেও কী তোমার খালুর শেয়ার আছে ?
এনিওয়ে আমি ফ্রি কিছু খাই না ।
ফ্রি কিছু খাইলে আমার প্যাট বিষ করে ,
বিল আমি দিমু ,
তোমার ভয় পাবার কিছু নাই বললাম না ..।
২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৩
শায়মা বলেছেন: মশিউর রাহমান মালিক নাকি!!!
হায় হায় আমি তো সেটাই জানতাম না।
আমি তো ভেবেছিলাম উনি ম্যানাজার ।
যাইহোক উনি কি তোমাকে এভরি অকেশনে মেইল করে???
বুঝছি তুমি বেশী বড়লোক হয়ে গেছো তাই ফ্রি তে খাইলে পেটে বিষ না???
তোমাকে পটকা মাছের ফ্রাই খাওয়াতে হবে। তাইলে পেটে ব্যাথা সব সেরে যাবে।![]()
১০৯|
২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৬
শিপু ভাই বলেছেন:
অভিনন্দন বইনা!!!
২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইজান!!!![]()
১১০|
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৯
অনবদ্য অনিন্দ্য বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ আপু । এই হত্যার বিচার চাই - এই একটা চাওয়াই আছে এখন । আমার কাছে মনে হয় আমরা এখনো দেশের জন্য যুদ্ধ করতে পারি আর আমাদের শত্রু হবে রাজাকার, আলবদর , স্বাধীনতাবিরোধী শক্তিরা ।
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
শায়মা বলেছেন: আনোয়ারুল আজিম এর ছেলেও প্রজন্ম একাত্তরের একজন সক্রিয় কর্মী।
বিচার অবশ্যই হবে।
১১১|
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
একটানে পড়ে পেললাম সায়মাপু
শুধু এতটুকুই বলব ''আমরা তোমাদের ভুলবোনা!!!
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রোমাস ভাইয়া।
১১২|
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৭
েরজা , বলেছেন:
আপুনি , আমি হইলাম পীর বংশের পোলা।
আমার দাদার- বাবা নামকরা পীর ছিলেন ।
আমাদের বংশে ফ্রি খাওয়া নিষেধ আছে ,
ফ্রি খাইলে আমাগো প্যাট বিষ করব ( স্বপ্নে পাওয়া আদেশ )।
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন: হা হা
পীর মোঃ রেজাভাইয়া
তোমার কানে কানে বলি আমার মহা মেজাজ খারাপ।
আমাকে পানিপড়া দিয়ে যাওতো।![]()
১১৩|
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৯
ভিয়েনাস বলেছেন: আমার মামা বাড়ি গোপালপুর ....
আমার বড় মামার সাথে আজিম সাহেবের খুব সখ্যতা ছিল ।
আপনাকে আবারো অভিনন্দন আপু
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪
শায়মা বলেছেন: ভিয়েনাসভাইয়া আমি কোনোদিন তাকে দেখিনি... শুধু ছবি দেখেছি।
গোপালপুরে অনেক অনেকবার গেছি।
১১৪|
২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২০
ময়নামতি বলেছেন: সেরা দশে সিসটার এর নাম দেখে অত্যন্ত খুশী হয়েছি,
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন......................................
ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৮
শায়মা বলেছেন: তোমাকে অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।
১১৫|
২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৬
তন্ময় ফেরদৌস বলেছেন: খালু জানের রেস্টুরেন্টে খাইতে চাই। ফাকি দিলে হবে না।
২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
শায়মা বলেছেন: খাও খাও।
ফাঁকি আবার কি???
গেলেই খেতে পাবে।![]()
১১৬|
২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১
েরজা , বলেছেন:
আমারও মেজাজ খারাপ , সেই বিকাল ৪ টায় মিটিং শুরু হইছিল আর এই মাত্র শেষ হলো ।
পানি পড়া রেডি আছে ।
সাভার এসে খেয়ে যাও ।
স্হান পরির্বতনে ইহা কর্মক্ষমতা হারায় ।
২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৩
শায়মা বলেছেন: ![]()
খাঁটি পীরজাদার মত কথা.......
স্হান পরির্বতনে ইহা কর্মক্ষমতা হারায় ।
১১৭|
২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪২
জামিনদার বলেছেন: আপু কেমন আছো?
এই পোস্ট প্রিয়তে রাখতে হলে কি করতে হবে?
২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১২
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া!!!![]()
হায় হায় কি করতে হয় এতদিনেও জানোনা!!!!!!!!!!!!!!!!
১১৮|
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০২
শুভ্রতা বলেছেন: সেরা দশের একজন ব্লগার হওয়ায় অভিনন্দন দিদি। আমরা সবাই জানি তুমি কত ভালো লেখ। তুমি সেরা দশের একজন না হলেও আমরা তোমার লেখা পড়তাম, পড়বো।
আস্থা রেখ নিজের উপর। কাউকে দেবতা বানাতে গিয়ে অন্যকে বানাবে দানব, এটা সমর্থনযোগ্য নয়। মিথ্যে কখনো প্রতিষ্ঠিত হয় না , কিছুটা চমক হয়ত থাকে। অনেক আগ হতে আমরা তোমার লেখা পড়ি , আর ভবিষ্যতেও পড়বো। শুভ ব্লগিং উইথ হাসি মাখা মুখ
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৩
শায়মা বলেছেন:
তোমার কথা শুনে হাসি আটকাতে পারলাম না।
এখন হাসিমাখা মুখ।![]()
১১৯|
২২ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৫৪
হানিফ রাশেদীন বলেছেন: আমি মেইল ও কমেন্টের রিপ্লাই দিয়েছি। (সেন্ড করে দেখি, আপনার মেইল)
আমার মেইলের রিপ্লাই পাওয়ার অপক্ষোয় রইলাম, আপু।
২২ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৩
শায়মা বলেছেন: ওকে ভাইয়া!!!![]()
১২০|
২২ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৩৩
অনন্ত দিগন্ত বলেছেন: অসাধারন পোষ্ট ...
অন্তুকে তাহলে খানাদানা ছাড়াও অন্য লেখা পড়ার জন্য তোমার বাড়ী আসতে হবে দেখা যাচ্ছে ... কিন্তু কিন্তু কিন্তু ....
২২ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৫
শায়মা বলেছেন: ওরে বাবা আবারও খানা দানার কথা বলো অন্তমনি!!!!!!!!!!!
খানাদানা পোস্ট দিলে কেউ কেউ কাজের বেটি রহিমা স্টাটাস দিতে চায় আজকাল।![]()
১২১|
২২ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৯
মাহী ফ্লোরা বলেছেন: আপু আমার পোস্ট টা সময় পেলে দেখবেন।
২২ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৯
শায়মা বলেছেন: কাঁদালে তুমি মোরে
ভালোবাসার ঘায়ে ..........
১২২|
২২ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
পটল বলেছেন: তুমি কি আছো! এখানে কি তোমাকে পাওয়া যাবে!
নির্বাসিত.......অন্তরে@
ভালো থাকো।
২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১১
শায়মা বলেছেন: ![]()
পটল ভাইয়া
পরবাসী চলে এসো ঘরে
অনুকুল সমীরণে ভরে
চলে এসো চলে এসো চলে এসো ঘরে .........।
মন তো দিলোনা সাড়া তাই আমি গৃহছাড়া
নির্বাসিত বাহিরে অন্তরে......
১২৩|
২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭
পটল বলেছেন: হুম (চিন্তিত ইমু)
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৪
শায়মা বলেছেন: ![]()
১২৪|
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৫
জামিনদার বলেছেন: আরে
না জানলে আমার প্রিয়তে পোস্ট গেছে ক্যামনে?
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৭
শায়মা বলেছেন: ও তার মানে এ্যাকটিং?
১২৫|
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৯
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি শ্রদ্ধা।
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪২
শায়মা বলেছেন: আমরা তোমাদের ভুলবোনা।
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
লেখাটা পড়ার জন্য।
১২৬|
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫২
রেজওয়ান তানিম বলেছেন: শায়মা জী কি আমার কমেন্টের রিপ্লাই টা পড়েছে ? মনে হয় না, তাই তাকে আমি এখানে দিয়ে গেলাম
sayma : ভাইয়া এই ব্লগ ডে তো মনে হচ্ছে আমার মহানন্দে লেখালিখি করার, টাইম পাস করার,কমেন্ট রিপলাই দেবার আর আমার যত আজগুবি কথা শেয়ার করা জীবনের ইতি ঘটাবে।![]()
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
লেখক বলেছেন: অসম্ভব, নির্মোহ শায়মা তার মত লিখে যাবে ।
শায়মার একটা পোস্ট অসাধারণ হবে, পরের টা অতি অখাদ্য, তার পরের টা সৃজনশীল তার পরের টা রান্নাবান্না, সব চলবে ।
শায়মা সবার ব্লগে যাবে কমেন্ট দেবে, ভালবাসা নেবে । অতীব জ্ঞানী গুনী আর আগ্রাসী ব্লগারদের শেখাবে কি করে বিনয়ী হতে হয় । শায়মা শেখাবে কি করে গায়ে পরে ঝগড়া করতে চাওয়া ব্লগারদেরকে এড়িয়ে না গিয়ে মোকাবেলা করা যায় ।
শায়মা বোঝাবে, ব্লগ শুধুমাত্র ছেলেদের গড়ের মাঠ নয় ।
আশা করি শায়মা তানিমকে বুঝতে পেরেছে ।
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০২
শায়মা বলেছেন: হ্যাঁ পড়েছে। কিনতু রাগ করে জবাব দেয়নি। অখাদ্যও লিখবে বললে কেনো?
আরে খাদ্য নিয়ে লিখলেও দোষ, অখাদ্য নিয়ে লিখলেও!!!!!!!!!!!!!!!!!!!!!
তাই তোমাদেরকে আর কিচ্ছু শেখাবোনা।
![]()
![]()
![]()
১২৭|
২৩ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৬
শাহ্রিয়ার খান বলেছেন:
অভিনন্দন শায়মা
কারো সফলতা মেনে নেওয়ার ক্ষমতা যদি আমাদের বাঙ্গালী রক্তে থাকতো তাহলে আমরা জাতি হিসেবে বিশ্বের অনেক সফল দেশের মধ্যে একটা দেশ থাকতাম,আমাদের জনসংখ্যাই আমাদের প্রধান সম্পদ।জনসংখ্যায় বেশি এমন কোন দেশে নেই যারা পিছিয়ে আছে শুধু মাত্র বাংলাদেশ ছাড়া।এমন মানুষ হাট বাজারে পাওয়া সত্যি দুষ্কর যে কারো কোন ভালো কাজে বা সফলতায় সমালোচনা না করে নিজের অজান্তেই একটা গর্বের শ্বাস নিয়ে বুক উচু করেছে।
এমন আছে কিন্তু খুঁজতে হবে।রাস্তা ঘাটে চলাফেরা করলে দেখা যায় কিছু মানুষ আছে সমালোচনা করবেই,মসজিদে আযান দিলেও তারা আযানের সুর নিয়ে একটা মন্তব্য করে বসে,আর কিছু মানুষ আছে যারা সব সময় নিরব ভুমিকা রাখে,চুপ করে শুনে আর কারো কোন ভালোর জন্য তাকে সাদুবাদ জানাতে ভুল করেনা।
শায়মা কথা গুলো কেন বলেছি জানো নিশ্চই,গত দুইদিনে সেরা দশ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক পোস্ট কথা চোখে পড়লো,সেখানে তোমাকে বলতে শুনেছি তুমি লেখার স্পৃহা হারিয়ে ফেলেছো।এমন নজির খুব কম যে নিন্দুকের ভয়ে কোন সফল মানুষ ভীতু হয়।
তুমি চেয়ে দেখো ব্লগে কাদের নিয়ে সমালোচনা হয় যারা ব্লগে নিজের অবস্থান করে নিয়েছে তাদের, হাজার হাজার ব্লগার পড়ে আছে যাদের নিয়ে আলোচনা সমালোচনা কিছুই হয়না।কারণ তাদেরকে নিয়ে কেউ হিংসায় জ্বলেনা।তাদেরকে নিয়ে হিংসা করার মত কিছু নেই ।
ব্লগ সবার জন্য উম্মুক্ত,ব্লগের সেফ হবার শর্তের মধ্যে কোথাও লেখা নেই সেফ হতে হলে আপনাকে ভদ্র ও মার্জিত হতে হবে,এক কথায় ব্লগে সেফ হতে হলে কোনরূপ মানবীয় গুনাবলীর শর্ত ব্লগ কর্তৃপক্ষ জুড়ে দেননি,তারা শুধু চেয়েছেন ভালো লেখা,ভালো মন্তব্য।ভালো লিখতে হলে ভদ্র হতে হবে এমন কথা নেই।ভদ্রতা, মানবতা,ব্যক্তিত্ব এগুলো মানুষের মধ্যে বিধাতা প্রদত্ত।এগুলো কেউ চাইলে একদিনে একযুগে এক জীবনে নিজের মধ্যে চাষ করতে পারবেনা যতক্ষন না তার শিরার মধ্যে প্রবাহীত না হয়।
আমাদের বঙ্গ জীবনে সব চেয়ে বড় বিষয় হলো বঙ্গ ললনাকে আমরা কোমল নরম ভালোবাসার প্রতিক হিসেবে দেখি কিন্তু এই ব্লগের এসে দেখে অবাক হলাম কিছু নারী ব্লগারের চিন্তাভাবনা কর্মকান্ড আমাদের দুই নেত্রীকে হার মানিয়ে দেয়,যা তোমার অজানা নয়।এদের সুবুদ্ধির উদয় হোক কামনা।
নিজের মান দন্ডের কথা মাথায় রেখে নিজেকে স্পষ্ট একটা জায়গায় দাড় করিয়ে ব্লগিং করে যাও।মনে রেখ বদ মানুষ বিদ্যান হলেও বদ।
তোমার সুন্দর ও আরও সফল জীবন প্রত্যাশায়....
২৩ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৫
শায়মা বলেছেন: বাব্বাহ শাহরিয়ার!!!!!!!!!!!!!!!!!!!!
আমি তো পুরাই আক্কেল গুড়ুম হয়ে গেছি।
আমি জানতাম তুমি শুধুই পুঁথি পাঠ আর কাব্য রচনা ছাড়া কিছুই লিখোনা।
আজকের এতগুলো কথা শুনে তো আমি থ!!!
অনেক অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা!!!!
অনেক অনেক ভালো থেকো।
১২৮|
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৬
রেজওয়ান তানিম বলেছেন:
দুষ্ট আপু ।
শুধু দুষ্টামি । এত দুষ্টামি ভাল না
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: আরে দুষ্টুমী হবে কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সত্যি কথাই লিখলাম তো।![]()
১২৯|
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৮
ডেলটা নাইন সেভেন বলেছেন: আপু আপনি নিজেই তো ডিস্করিমিনেট করলেন, কারণ আপনার প্রিয় রম্য লেখক রাজি আর জিকসেস সেই সাথে আহমেদ আরিফ !! সেখানে সেরা রম্যকার হল ডিসকো !! অথচ দূর্যোধন আপনার প্রিয় লিস্টে নেই!! কারণ কি? উনার রম্য কি আপনি বুঝতে পারেন না নাকি সেরাটাকে মন চায় না সীকৃতি দিতে !!
আহমেদ আরিফ নিয়ে না হয় কিছু নাই বললাম
রেজওয়ান তানিমটা তো পোষ্ট ভিজিয়ে ফেলল, ঢুকতেই স্লিপ করে পড়ে যেতে ধরেছিলাম ![]()
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩০
শায়মা বলেছেন: ভাইয়া এইবার তুমি সত্যিই আমার কাছে মাইর খাইবা এবং তাহা নেকামী মাইর না এককেবারেই লাঠি দিয়ে মাথা ভেঙ্গে দেবো তোমার।
এমন গাধা গাধা কথা তোমার মুখে কেনো?? তোমাকে এত বোকা ভাবিনি আমি। অনেক অনেক বুদ্ধিমানই ভাবছিলাম এতদিন।
আমার প্রিয় রম্য লেখক রাজি আর জিকসেস সেই সাথে আহমেদ আরিফ !! সেখানে সেরা রম্যকার হল ডিসকো !!
তো আমি কি করবো? আমি কি ডিসকো ভাইয়াকে সেরা বানিয়েছি??? কি বলো এইসব পাগল পাগল কথা? আমি সেরা বানালে তো তাদএর মধ্যে থেকেই বানাতাম। তোমার কথা শুনে মনে হচ্ছে ডিসকো ভাইয়াকে সেরা বানানোর জন্য আমি দায়ী। আহা কি আল্লাদ! আর আামার নিজেকে বানানোর জন্য তো আমি মহা অপরাধী তাইনা?
আর পৃথিবীর সবার নাম আমার প্রিয় লিস্টে থাকতে হবে এমন কোনো কথা আছে??? দূর্যোধনভাইয়ার প্রিয় লিস্টেই কি আমি আছি???সে প্রশ্ন কি তুমি তাকে করেছো???
আমাকে করতে এসেছো কেনো????????
আহমেদ আরিফ নিয়ে কিছু বলবাই বা কেনো? আমার প্রিয় কে আর কেনা সেটা তো পুরোই আমার ব্যাপার।
আর রেজোয়ান তানিম পোস্ট ভিজালেই তোমার কি??? তোমার কষ্ট কেনো এত কিছুতে বলোতো? এতদিন জানতাম মেয়েরাই সেরা ঝগড়াটে হয় এখন দেখছি তুমিই সেরা। আমাদের হবু ভাবীর কপালে কি যে আছে সেটা ভেবে কষ্ট পাচ্ছি।![]()
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৫
শায়মা বলেছেন: অথচ দূর্যোধন আপনার প্রিয় লিস্টে নেই!! কারণ কি? উনার রম্য কি আপনি বুঝতে পারেন না নাকি সেরাটাকে মন চায় না সীকৃতি দিতে !!
আরও একটা কথা
কার রম্য আমি কতটুকু বুঝতে পারি তার উত্তর কি আমার তোমাকে দিতে হবে?কেনো বলোতো? একটু বুঝিয়ে বলবে? তুমি কি আমার বিদ্যাবুদ্ধি পরীক্ষা করতে এসেছো এইখানে?তুমি কি টিচার ভাইয়া?
আর তুমি যাকে সেরা বলবে তাকেই আমার সেরা বলতে হবে এমন কথাই বা কোন বই এ লেখা আছে বলোতো???
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: আর সবচেয়ে বড় কথা কারো নাম নিয়ে এসব বলতে আসবেনা একদম।
দূর্যোধনভাইয়াকে নিয়ে টানাটানি আর এসব দেখে তার মনে এতটুকু কষ্ট লাগুক আমি এটা চাইনা।
আর আমি এটাও চাইনা তোমাকেও কষ্ট দিতে। তুমি সেটা চাইলে চাইতে পারো। তোমার শখটাই এমন মনে হচ্ছে আমার।
১৩০|
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৭
ডেলটা নাইন সেভেন বলেছেন: হা হা হা !! কি বললাম আর কি বুঝলেন !! আহমেদ আরিফ একটা নামকরা ছাগু সেজন্য বলেছি সেটা, আপনার প্রিয় নিয়ে কথা বলার রাইট তো আমার নাই, একমত। আর কাউকে নিয়ে টানাটানি করব না এখন থেকে
এত রাগ করেন কেন আপু !! লাঠি দিয়ে মারতে আসলে মার খাব, সমস্যা নেই!! ভার্সিটিতে এরকম অনেক মার খেতাম বান্ধবীদের কাছে, কারণ ওদের ন্যাকামো নিয়ে আমিও ওদের ক্রিটিসাইজ করতাম যদিও অভ্যাসটা খুব খারাপ!! এখনও কিছুটা রয়ে গেছে। তবে সেসময় মারগুলো মিস্টিই লাগত। এখন আর লাগে না
আপনিও একটু দিয়ে দেখেন, দেখি কেমন লাগে ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২২
শায়মা বলেছেন: বুঝবোনা???
কয়দিন যাবৎ তোমাদের কারো কারো রাতের ঘুম হারাম হবার সাথে সাথে আমার রাতের ঘুম দিনের ভাত হজম হওয়াও চলে গেছে। এমন অবাক আমি আমার জীবনে খুবই কম হয়েছি।
আমি কি সেরা হবার জন্য এতদিন এখানে লিখি? আমি কি জানতাম আমাকে সেরা করা হবে? আমি এখানে লিখি সম্পূর্ণ নিজের ভালোলাগায়। আমার লেখা জীবনে কেউ পড়তোনা যদি আমি এখানে না লিখতাম। আমি তো কোনো বড় রাইটার না। এখানে এসে লেখালিখি করে যে দুঃখ কষ্ট ব্যাথা বেদনা ভোলা যায় সেটা এই ব্লগ আর এই ব্লগের কিছু কিছু মানুষ আমাকে শিখিয়েছে। মরণ পর্যন্ত ভোলা হবেনা আমার এখানের কিছু কিছু অদেখা মানুষের ভালোবাসা।
এই সেরা দশ না হলে আমি হয়তো কখনও জানতাম না তোমার মত কিছু মানুষের যে এত চক্ষুশূল আমি। কে জামাতি ছাগু আর পাগু এসব দেখে বেড়ানোর কাজও আমি নেই নি। কার কি বোঝার ক্ষমতা বা অক্ষমতা সেটাও টেস্ট করে বেড়ানোর কাজ ও আমি নেইনি।আমি কখনও কোনো গরুপিং এ যাইনি অনেকের মতই। যার লেখা ভালো লেগেছে পড়েছি যাকে ভালো লেগেছে বলেছি। তোমার এত হাই থট মাথা হলে তুমি হাইথটই পড়বে। সবাই কি সব কিছু পড়বে নাকি? তাই বলে তুমি বলতে পারোনা ৮০% মানুষের তুমি সহ হাইথট পছন্দ তুই জরিনা বিবি তোর কেনো সেই ক্ষমতা নাই। যার যা ইচ্ছা পড়বে তাই বলে কি তার জন্য জবাবদিহি করতে হবে?
এটা কি ছোটবেলার পড়ালেকা ঠিক মত না করার বাবার লাঠি পেয়েছো?
তবুও ভালো তোমার ঝগড়াটে স্বভাব আর মোটা মাথায় যে ঢুকেছে আমার ভালোলাগা নিয়ে কথা বলার কোনো রাইট তোমার নেই। আর কারও নামও যে টানবেনা সেটা বুঝতে পারায় বা আমার অনুরোধটুকু রাখায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
শুনো ভাইয়া প্রিয় প্রিয় টানাটানি বাদ নিয়ে নিজে প্রিয় কিছু লেখো যেন সেটা আমি তুমি বা সে সবাই বুঝতে পারে বা সকলের প্রিয় হয়। এটাও আমার ফোপর দালালি না জাস্ট একটা পজিটিভ চিন্তা।
এর নাম কেনো প্রিয়তে নাই তার নাম কেনো নাই বাদ দিয়ে যেন বলতে পারো তোমার নাম কেনো আমার প্রিয়তে নাই বা আমি তোমার নাম প্রিয়তে রাখতে পারি।
নয়তো তোমার যদি এতই গন্ডোগোল করতে ভালো লাগে অন্য পোস্টে যাও যেখানে সেসবের সুযোগ পাবে। আমার পোস্টে আসলে নো গন্ডোগোল।কোনো ঝগড়াঝাটি চলবেনা।
১৩১|
২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৯
ডেলটা নাইন সেভেন বলেছেন: আর একটা কথা, সেটা হল কোন কিছু সিরিয়াসলি নিবেন না কারণ ব্লগে সবাই ফান করতে আসে! রিয়েল লাইফের সাথে ভার্চুয়াল লাইফ মিক্স আপ করলে লাইফ কমপ্লিকেটেড হয়ে যাবে, এটা উপদেশ নয় শুভকামনা!! ভুল বুঝে নিয়েন না আবার ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৮
শায়মা বলেছেন: ফান মানে এই না তুমি অযথা কাউকে হার্ট করে যাবে। ফান করা আর হার্ট করার মধ্যে বহৎ ফারাক আছে। এটা তুমি মাঝে মাঝে ভুলে যাও এমনই মনে হচ্ছে আমার।
যাই হোক এমন কত কিছুই তো মনে হয় আমাদের সেটাই ধ্রুবসত্য না। তোমার উপদেশ মনে রাখবো। তোমার শুভকামনার জন্যও অনেক অনেক থ্যান্কস!!!
আর একটা কথা তুমি কে বলোতো???
আমার মনে হচ্ছে তুমি কেউ চেনা মানুষ। তোমার মেইল আইডি দাওতো। দেখি তুমি আমার কোন বীর সাহসী ভাইয়া!!
১৩২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৬
সুপান্থ সুরাহী বলেছেন:
ব্লগ ডের পুরষ্কার নিয়া যা হইছে... তা নিন্দুকেরা চিরকালই করে গেছে...
আমাদের গ্রামে একটা কথা আছে... আকাইম্যার কাম আউলা লাগানো... আপ্নারে নিয়া যে মিথ্যাচার করা হয়েছে এতে সবাই বুঝতে পেরেছে... যে পোস্ট দাতার উদ্দেশ্য কী? আমি আমার মেমোরি হাতরেও আপ্নার কোন রেসিপি পোস্ট পাইনি... তবুও কেউ তা বলেছে...
আমার এই কমেন্টের উদ্দেশ্য হল আমরা আমি আপনার পাশেই আছি... চাই আপ্নার ব্লগিং হোক আপ্নার মনো-আনন্দে...
আর কারো কারো ঈর্ষাকে ঠেলে ফেলে দিননা ঘামের মত...! ঘাম যেমন আমরা চাইনা তবুও ওটা আসে... ঠিক তেমনি আজাইরা নিকগুলা ব্লগে আসবেই... ওদের গুরুত্বদিরে মাথায় উঠতে চায়... নইলে কতক্ষণ ঘেউ ঘেউ করে নেতিয়ে পড়ে...
ভাল থাকবেন সবসময়...
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০২
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা ভাইয়া!!!![]()
১৩৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৯
~মাইনাচ~ বলেছেন: অসাধারন একটা পোষ্ট
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৩
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!!!
১৩৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩০
নিমা বলেছেন:
আপু.......
লেখাটার প্রশংসা করার ভাষা নেই অসাধারন........
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১০
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা নিমামনি!!!!!
১৩৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩১
নিখিলেস প্যারিসে বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটা...
++++
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
১৩৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩১
সোমহেপি বলেছেন: কেমন আছেন আপু?
অজানামানুষের বীরগাথা জানলাম।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪০
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া!!!
অনেক অনেক থ্যাংকস!!
১৩৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৮
স্বদেশ হাসনাইন বলেছেন:
অভিনন্দন শায়মা
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ স্বদেশভাইয়া!!
১৩৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪২
ডেলটা নাইন সেভেন বলেছেন: একটা কথা, আহমেদ আরিফ একজন নামকরা ছাগু ওরফে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিদের যে সমর্থন দেয় !! ছোটবেলায় পড়েছিলাম দূর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, আজ একজন শিক্ষার কথা শুনে বুঝলাম দূর্জন বিদ্বান হলে শুধু গ্রহনযোগ্যই নয় বরং প্রিয়ও হতে পারে!! হায়রে দুনিয়া !!
শহীদ সাগর স্বাধীনতা নিয়ে লেখা পোস্টে এটা বলে আপনি শহীদদের প্রতি অমর্যাদাই প্রকাশ করলেন!!
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৯
শায়মা বলেছেন: আবার আসছো???
গন্ডোগোল লাগাতে?
বলেছিনা গন্ডোগোল লাগাতে আসবানা আমার পোস্টে।
যাইহোক আহমেদ আরিফ নাম করা ছাগু ওরফে কি করে না করে আমি সেসব দেখতে যাইনি।ছাগু খুঁজে বেড়াতেও আমি এইখানে আসিনা। আগেও বলছি আবারও বলছি।
দূর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ছোটবেলায় যেটা পড়েছো অতীব সত্য কথা মেনে নিচ্ছি সেটা। কিন্তু আমার কাছে কোনো প্রমান ছাড়াই আমি একজনকে দুর্জন বানাই দেবো?
আরিফ ছাগু না পাগু তোমার কাছে প্রমাণ থাকতে পারে তুমি অতি নিশ্চিৎ হতেও পারো এবং সেটা দেখে তুমি কাকে দুর্জন আর কাকে সুজন ভাববে ভেবে বেরও করতে পারো।আমি সেসব কোনো প্রমান ছাড়া তোমার কথাতেই মেনে নেবো? কেনো বলোতো?
শহীদ সাগর শুধু লেখার জন্য লেখা পোস্ট না আনোয়ারুল আজিম আমার পরিবারেরই একজন মানুষ। তোমার যদি মনে হয়ে থাকে অমর্যাদা প্রকাশ করলাম যা খুশী মনে করতে পারো।
কোথায় কি প্রকাশ করলাম , কোথায় ভালোবাসা দেখালাম তার কৈফিয়ৎ আমি তোমাকে দিতে যাবোনা ডেলটা ভাইয়া। আমি নিজের চরকায় তেল দিতেই বেশি পছন্দ করি আমি একটু স্বার্থপর মানুষ হয়তোবা। তোমার মত নিস্বার্থ মানুষ খুব কমই দেখা যায় ।
এই রকম নিস্বার্থ ভালোবাসা নিয়ে বেঁচে থাকো আজীবন।![]()
১৩৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪
ডেলটা নাইন সেভেন বলেছেন: শিক্ষায়> শিক্ষিকার* হবে
২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৮
শায়মা বলেছেন: ওকে বুঝেছি।![]()
১৪০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৩
েরজা , বলেছেন:
কী যে করি !!
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩১
শায়মা বলেছেন: কেনো ভাইয়া?? কি হলো আবার!!!
১৪১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১২
ডেলটা নাইন সেভেন বলেছেন: আমি কেউ না, আপনার চেনাও না। আমি একজন ব্লগার। ব্লগ পড়তেই বেশি ভালবাসি। পেশায় একজন তড়িৎ প্রকৌশলী।
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: তড়িৎ প্রকৌশলী !!!
এখন তো তোমাকে আমার দৃঢ় সন্দেহ হচ্ছে। শুধুই নিস্বার্থ ভালোবাসায় তুমি এই সব নিয়ে ঝাঁপিয়ে আসোনি। অবশ্য সন্দেহ মহাপাপ।
আর একটা কথা ব্লগ শুধু পড়তেই ভালোবাসো না। তোমার পার্ফরমেন্সে দেখা যাচ্ছে ব্লগারদের যেকোনো ঝাঁমেলায় পড়তে দেখলে বিশেষ করে তোমার প্রিয়জনদেরকে বাঁচাতে স্ র্বাগ্রে তুমি এগিয়ে আসো।
এবং ব্লগের বিভিনন মানুষের বিভিন্ন ক্যাটাগরী বিশ্লেষনেও তুমি দক্ষ।এমনি সবাইকে যে সব সদুপদেশ দাও সেটাও কম নয়।
তুমি হয়তো আমার চেনা কেউ না তবুও এসব দেখে তোমার কথা শুনে চেনা চেনা লাগছিলো।![]()
যাইহোক সবকিছুর জন্য থ্যাংকস!![]()
১৪২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩২
ডেলটা নাইন সেভেন বলেছেন: আহমেদ আরিফের প্রমাণ চান আপু? তার সবগুলো নিক তার ছাগুফাইটারদের বিরুদ্ধে উদ্ধত গালির জন্য ব্যান হয়েছে , এর থেকে বড় প্রমাণ আর কি দিব বলেন?
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন: ![]()
তাই তো বলি আমার প্রিয় রাইটারকে আর দেখা যায়না কেনো একদম!!!
কিন্তু তুমি এইটা কেমনে জানলে!!!
জানা যায় নাকি!!!!
১৪৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৮
ডেলটা নাইন সেভেন বলেছেন: যতটুকু পারি চেষ্ঠা করি, তবে প্রিয়জন নয় আমি ন্যায়ের পক্ষে। আপনাকে নিয়েও কেউ অন্যায় কিছু বললেও আমি এগিয়ে আসব। সেরা ব্লগার হয়েছেন বলে আমার কোন আক্ষেপ নেই। আমার আক্ষেপ যে এখানে মান বিবেচনা হয়নি। আপনার এখানে কোন দোষ নেই। অন্য যারা সেরা হয়েছে কাউকে কোন কিছু বলতে দেখলাম না শুধু আপনার ন্যাকামো দেখে আমার বিরক্ত লেগেছিল। সেটা বলতে এসেই অনেক কিছু বললাম। আপনার চক্ষুশূল হলাম। হয়ত এই ব্লজীবনে আমাকে আপনি কখনও স হ্য করতে পারবেন না। তবুও আমি ন্যায়ের পক্ষে কথা বলব। সেটা আপনি হলেও বলব।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: আমার ন্যাকামো মানে ? আর লিখার ইচ্ছাই চলে গেলো বলেছিলাম তাই!!!
সত্যি কথা বলতে কি ভাইয়া আমি একটু নেকীই বা ঢঙ্গী। আজীবন এ অপবাদ আমার ছাড়েনি। আরও একটা কথা সেদিন এই কথাটা তুমি বলায় আর শঙ্খচিল শালিখের কথা আইনভাইয়া বলায় তোমরা দুজন হয়তো আমার চোখে এখন সেরা বুদ্ধিমান।
আমি একটু ঢঙগী বা নেকি আছি সত্যি কথা এ কথা তুমিই একমাত্র বলোনি।আরও অনেকেই বলেছে এই জীবনে।
তবে যেকথাটা তোমার ঢং বা নেকামো মনে হলো কথাটা কিন্তু সত্যিকারের ফিলিংস থেকেই বলেছিলাম। আমি এখানে ১০০% সত্স্ফূর্ততায় লিখতাম ।কমেন্ট করতাম জবাব দিতাম।
ঝামেলাও এড়িয়ে যাবার একটা প্রবনতা আছে আমার। ছাগু ব্যান যে কোনো পলিটিকস থেকে গল্প সাহিত্য বা ফানপোস্টেই আমার আগ্রহ বেশী।অথবা তোমার ভাষায় কঠিন পোস্ট মাথায় ঢুকেনা।
সেরা হওয়া নিয়ে এমনিতেই একটা লজ্জা কাজ করছিলো । আসলেই লেখা নিয়ে সিরিয়াসলি আমি কখনও ভাবিনি। যা লিখেছি ভালোলাগায়। তার মাঝে শুধু মাত্র একটা পোস্টেই আমার মাথাটা গরম হয়ে গেলো। মাঝে মাঝে আমি খুবই শর্ট টেম্পার্ড হয়ে যাই।
সেদিনের কারণটা ছিলো, আমি যে ধরনের পোস্ট দেইনি সেই উদাহরন দেওয়া। জানিনা লেখক কোন ভাবনায় সেটা দিয়েছে কিন্তু লেখার স্টাইলে ইনসাল্টিং একটা ভাব ছিলো।শুধু তাও না সেখানে নিলু, কিনাদি, হামা বা নিমচাদ ভাইয়ার সাথে তুলনা করা হয়েছিলো খুব ফানিভাবে।
এসব দেখে আমার কি খারাপ লাগতে পারেনা?? সেসব দেখেও আমাকে হজম করে ফেলতে হবেই এমন কি কোনো কথা আছে? আর অন্য সেরারা কিছু বলছেনা আমি কেনো বললাম সেটাই বা কেমন কথা?
তোমার যেমন আমার রিয়্যাকশন ভালো লাগেনি, বিরক্ত হয়েছো আমারও তেমন সেই পোস্ট ভালো লাগেনি আমিও বিরক্ত হয়েছি।তোমার রি্য়্যাকশনও, নেগেটিব মন্তব্যগুলোও আমার ভালো লাগেনি বিরক্ত হয়েছি।আরও তো অনেক ব্লগার আছে কই তারা তো এসব করেনি তুমি যা করেছো।( তোমার যেমন মনে হচ্ছে আরও তো সেরারা আছে তারা তো করেনি আমি যা করেছি
) তার মানে কি তোমারটাও নেকামী অথবা হিংসামী আমার কাছে হবে??? ![]()
১৪৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪২
ডেলটা নাইন সেভেন বলেছেন: আপনি কি সত্যি জানেন না? আপনি তো আমার থেকেও রেগুলার ব্লগার এবং ব্লগারদের সাথেও আপনার ইন্টারএকশন ভালো অনেক। আমি কেচালে অভস্ত না। আহমেদ আরিফের সেসব গালির স্ক্রিনশট যারা তাকে ডিফেন্ড করেছিল টাদের কাছে আছে। তবে একজন বাংলাদেশি যদি এি সময়ে রাজাকারদের সপক্ষে কোন কথা বলে তার জন্য আমার লাথি মিস যাবে না। সে যতই বিদ্বান কিংবা গুনী হোক না কেন!
২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৮
শায়মা বলেছেন: তুমি কেচালে অভ্যসথ না!!!
মরে গেলেও মানতে পারছিনা ভাইয়ামনি!!!
লেখালিখির চাইতে তো কেচাকেচিই বেশী দেখলাম এ কদিনে।
যাইহোক আমি রেগুলার তোমার চাইতে বেশী কি কম জানিনা কারণ এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে তুমি বা তোমার এই একটাই নিক।জানিনা আরও আরও নিক আছে নাকি তোমার আর সেটাতে কতখানি রেগুলার তুমি।
ব্লগের বাইরে ইন্টারএকশন একটু কম । ইভেন ফেসবুকেই গত তিনদিনে যতখানি গেছি ৫ বছরের ব্লগ জীবনে ততবার যাইনি।
তবে যদি বলো সত্য জানিনা তবে কিছু মিথ্যে হবে। কি জন্য কে ব্যান হয়েছে এটা আমি জানিনা তবে আরিফ আহমেদকে ছাগু বলা হয় সেটা দেখেছি। যেহেতু এসব ব্যাপারে ইন্টারেস্ট কম তাই তেমন খেয়াল করিনি। এখন বলতে পারো ইন্টারেসট কেনো কম?
তার কারণ কাউকে যথার্থ প্রমান ছাড়া কোনো কিছু ট্যাগ করতে বা ভাবতে একটু ভয় পাই আমি।সন্দেহ করে অনেক কিছুই বলি সেটা সত্যি। তবে যেখানে ইন্টারেসট সেখানেই তো যাবো এসব করতে ।
যাইহোক আরিফ আহমেদ ব্যান হলো কি না হলো তার জন্য কিন্তু কান্না করতে বা বীরের মত লড়াই করে রাজিয়া সুলতানা হয়ে ক্যাচাল করতেও আমি যাইনি।
আমার যাদের লেখা মনে গেঁথে আছে আমি তাদের নাম বলবোই।যেমন হুমায়ুন আহমেদ অনেক অনেক খারাপ একটা মানুষ একথা অনেকেই বলবে। আমি নিজেও ভীষন কষ্ট পাই যখন গুলতেকীন টিচারের করুন মুখটা চোখের সামনে ভাসে।
তাই বলে তার লেখাও কি খারাপ বলবো আমি? এত কিছু ভয় টয় পেয়ে চলতে ইচ্ছা করেনা ভাইয়া।
কিন্তু আমি কি তুলনা করেছি আরিফের সা্থে ডিসকো ভাইয়া বা দুর্যোধন ভাইয়ার? তোমরাই সেটা বার বার করছো।
আর একটা কথা রেজোয়ানার পোস্টে আমি লিখেছিলাম রম্য মানেই জিকসেস আর আলিম আল রাজি আর তারপর আরিফ আহমেদ। সেই কথা তুমি টেনে আনলে এতদিন পর এখানে।
বাপরে!!!
তুমি তো কম কুচুটে ভাইয়া না!!!!
১৪৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩২
ফারজুল আরেফিন বলেছেন: সুন্দর পোস্ট, ভাললাগা জানিয়ে গেলাম।
+++
২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪০
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ফারজুলভাইয়া।
সেইফ হয়েছো দেখে ভালো লাগছে।
ভালো থেকো অনেক অনেক!!
১৪৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪০
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: টেবিলের তল থেকেই ভাল যুদ্ধ হচ্ছে দেখি
২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: না না টেবিলের তলা থেকে এখন একদম টেবিলের উপরে। পা ঝুলিয়ে বসে আছি।অকুতভয়!!!
কেমন আছো ভাইয়া??
১৪৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৮
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: টেবিলের তল থেকে নিশ্চয়ই তেলাপোকার ভয়ে বের হইস
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫০
শায়মা বলেছেন: আরে না !! এক্কেবারে তলোয়ার হাতে বের হয়েছি।![]()
১৪৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২২
ডেলটা নাইন সেভেন বলেছেন: আপনার পোস্টে এত কমেন্ট করলাম দেখে মানুষ আমাকে লুল বলে
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩১
শায়মা বলেছেন: একেই বলে পরের জন্য ফাঁদ পাতলে সে ফাঁদে নিজেই পড়তে হয়। তুমি কম মানুষকে লুল বলোনি এই পর্যন্ত।তানিমভাইয়াকে নিয়ে যা বলেছো এতে অন্য কেউ হলে তোমাকে আর ফিরতে হতোনা।
হানিফভাইয়াকে নিয়েও অহেতুক একই কথা বলেছো। আরও কাকে কাকে যেন বলেছো।তোমাকে এসব নিয়ে কিছু না বলায় অনেকেই আমাকে অনেক কথা বলেছে।
স্যরি ভাইয়া আর একটা কথাও বলবানা এভাবে কোনো মানুষকে অপমানজনক। এসব তোমার ন্যায় এর কথা না এসব মানুষকে ছোট করা টেনডেন্সি। ইউ স্যুড চেন্জ দিস হ্যাবিট।
১৪৯|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৬
মহাবিশ্ব বলেছেন:
এমন হৃদয়বিদারক ঘটনার বিবরণ পাঠ করা অত্যন্ত কষ্টকর। সত্যি ভাবা যায়না এমন একটা সময় গেছে, রক্ত সমুদ্রে স্নানের মধ্যে দিয়ে জন্ম এই প্রিয় ভূমির। এই দুঃস্বপ্ন যেনো আজীবন পিছু ছেড়ে যাবার নয় এবং ক্ষমার অযোগ্য। সেই সব শহীদদের জন্য শ্রদ্ধা রইল। কত কিছুর বিনিময়েই না একটি স্বাধীনতা আসে।
তোমার জন্য অভিনন্দন, শায়মা। বিশাল একটা কমপ্লিমেন্ট রইল।
ভালো থেকো দিবানিশি, আশিস জেনো।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৪
শায়মা বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো থেকো।
১৫০|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৯
নিখিলেস প্যারিসে বলেছেন: আপনার লেখা অনেক ভালো লাগলো আপি...
শুভেচ্ছা জানবেন...
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৭
শায়মা বলেছেন: তোমার নিকটা তো একদম প্রিয় মান্না দে কে মনে করাবে অহরহ ভাইয়া।
আর অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
১৫১|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৮
সায়েম মুন বলেছেন: এই ফুলটার নাম কি বিউটি আপি?
ফুলটার এক সাথে কয়েকটা গাছ দেখেছি। একেক গাছে একেক কালারের ফুল। প্রায় আটটা কালার। প্রতিগাছে দুইটা করে ফুল ফুটে। সাদা কালারেরও ছবি দিলাম।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৭
শায়মা বলেছেন: এই ফুল তুমি কই দেখেছো ভাইয়া???
লালটার থেকেও সাদাটা বেশী সুন্দর!!
ক্যাকটাস জাতীয় কোনো ফুল মনে হচ্ছে আর সম্ভবত আমি এই ফুল কোথাও দেখেছি।
ফুলের ছবিগুলোর জন্য থ্যাংকস বাট নাম জানিনা ফুলের।তাতে কি ?মনে থাকুক শুধু তার চেহারাটাই। যেমন অনেক কিছু জানা হয়না আমাদের শুধু সুন্দরটুকুই মনে থাকুক। একেক রঙে। রঙ বদলানোতেও।![]()
১৫২|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৪
ইউসুফ খান বলেছেন: অসাধারন পোস্ট। 'সুপারলাইক'।
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৫৩|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৯
সায়েম মুন বলেছেন: এই ফুলটা শীতকালীন। ছবি, বান্দরবানের বিজিবি ব্যাটালিয়ানের অফিসার্স মেসের সামনের বাগান থেকে তোলা। গত বছর তুলেছিলাম। বাকী কালার কয়টাও দিয়ে দিলাম। নামটা জানতে পারলে ভালো হতো। একজন বলতেছে জারবেলা। আমার জারবেলা বলে মনে হলো না।
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১১
শায়মা বলেছেন: চলো আমরাই ফুলটার একটা নাম দেই।![]()
১৫৪|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪১
রবিন মিলফোর্ড বলেছেন: ৭০ তম ভাললাগা ।
++++++++
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৬
শায়মা বলেছেন: Thank you!!!![]()
১৫৫|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৬
সায়েম মুন বলেছেন: কি নাম দেয়া যায় বলোতো?
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০২
শায়মা বলেছেন: চন্দ্রা ফুল বা মুন ফ্লাওয়ার।![]()
১৫৬|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৫
~মাইনাচ~ বলেছেন: আপনার রিপ্লাইয়ের ধরনটা দারুন
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!
১৫৭|
২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন:
২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৭
শায়মা বলেছেন: থ্যাংকস এ্যা লট ভাইয়া!!!!
অনেক অনেক খুশী হলাম।
এই ছবিটা আমি হারিয়ে ফেলেছিলাম।
মানে বড় ছবিটা। অনেক অনেক খুশী হলাম সত্যি।
ছবির মেয়েটা একটা দুখী এন্জেল!!! অনেক দুঃখ সুন্দর একটা গল্প আছে তাকে নিয়ে।
১৫৮|
২৬ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৫১
পটল বলেছেন:
বিজয়ের মাসে
তোমার জন্য একটি পূর্ণদৈর্ঘ্য ছবির লিংক
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৬
শায়মা বলেছেন: মাই গড!!!!!!!!!!!
অনেক অনেক অনেক থ্যাংকস প্রিয় ভাইয়া।![]()
১৫৯|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৯
জিসান শা ইকরাম বলেছেন:
আপনার পোষ্ট দেখে বিজয় দিবসকে নিয়ে আমারও পোষ্ট দিতে ইচ্ছে করছে ।
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৬
শায়মা বলেছেন: আপনি!!!!!!!!!!!!!!
হাহাহা
তুমি হঠাৎ আমাকে আপনি আজ্ঞে শুরু করলে কেনো ভাইয়া!!!!!
সেইটা আগে বলো তারপর পোস্ট দিও।
১৬০|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০১
আবু সালেহ বলেছেন: প্রথমেই অভিনন্দন.....কারন প্রিয় লেখক/ব্লগারদের মাঝে আপনিও একজন.....
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১১
শায়মা বলেছেন: তুমিও আমার প্রিয় মানুষ সালেহ ভাইয়া।
১৬১|
২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩০
সালমাহ্যাপী বলেছেন: আপু স্যরি স্যরি স্যরি তোমাকে অভিনন্দন জানাতে লেট হয়ে গেছে
অনেক অনেক শুভেচ্ছা তোমার তরে
ভেলো লেখো আর ভালো থেকো তোমার মত করে
আবারো শুভেচ্ছা আর ভালোবাসা
২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৬
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ভালোবাসা কিউটি মিউটি সালমামনি!!!
১৬২|
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৪
হোদল রাজা বলেছেন: চমৎকার পোস্ট !!
অ:ট: আপনার রাশিতে মনে হয় কুকুরের কামড় থাকে সবসময়। আগের বারও দেখলাম কোন কারন ছাড়া আপনার পায়ে কামড়ের চেস্ঠা এবারও দেখলাম তাই ! আসলেই মনে হয় রাশির দোষ...
কুকুরের ভয়ে পালাবেন না, আপুনী।
মনটা খুব খারাপ লাগছে! আমরা পড়াশুনা করা মানুষগুলাও মানুষ হতে পারিনি। জানোয়ার রয়ে গেছি।
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৪
শায়মা বলেছেন: আমার মন আজকে ভালো ভাইয়া!!!
এই মাত্র আরও ভালো হয়েছে।
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।
সব সময় সাথে থাকবার জন্য।![]()
১৬৩|
২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: সেরা সেরা করে মানুষ মুখে ফেনা তুলে ফেলল। আমি বলব শায়মাপুনি সবথেকে অসেরা একজন ব্লগার কিন্তু সবথেকে জনপ্রিয়, এই জনপ্রিয়তা অর্জনটাই কয়জন করতে পেরেছে বলেনতো?? শুধু মানুষের কথায় মন খারাপ করবেন না। শুভকামনা রইল !!
২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!![]()
আমিও এটাই মনে করি।
তবে সবথেকে অসেরা না মোটেও!!!!!
একটুখানি অসেরা বলতে পারো।
![]()
![]()
![]()
১৬৪|
২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১২
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: ধুর!!একটু মজা করতেও দিবেন না
লজ্জার মাথা খেয়ে বলেই দিলেন
আপনি একটুখানি অসেরা ![]()
২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৬
শায়মা বলেছেন: একটু খানিও না।
মানে একটুখানিও অসেরা না!!!!!!!!!!![]()
১৬৫|
২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৪
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: আপু আমি ভাবেছি যে একটা পোস্ট দিব, সেখানে সবাই কমেন্ট করে সব থেকে বেশি মন্তব্যের করে ফিফার সেই পোস্টে ঢুকতে চাই
আমি তো আর শায়মাপুর মত সেরা ব্লগার না, আমার পোস্টে কি কেউ কমেন্ট করবে?? তবে একজন প্রিয় আপুনি যে করবে এটা শিউর ![]()
২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: লাভ এ্যান্ড দোয়া ফর ইউ ভাইয়া।
১৬৬|
২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৩
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: আপুনি, আমি তো হিট হয়ে গেলাম :!>
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৮
শায়মা বলেছেন: গুড গুড!!!
দেখো হিট হতে হতে জ্বলে যেওনা আবার।![]()
১৬৭|
২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৫
জিসান শা ইকরাম বলেছেন:
আমি তোমার এই পোষ্ট টা নিয়ে গেলাম।
অনুমতি তো তুমি আগেই দিয়েছ........
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৯
শায়মা বলেছেন: ওকে ভাইয়া..........
নিয়ে যাও।![]()
১৬৮|
২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৯
নির্লিপ্ত বাঁধন বলেছেন: এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবোনা!
+++++++
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৯
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস পোস্টটা পড়ার জন্য ভাইয়া।
১৬৯|
২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিলের প্রশাসনিক কর্মকর্তা পুকুরে অর্ধেক ডুবন্ত অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলেন। পরে পাকিস্তানি সেনারা তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে।
কি নির্মম পৈশাচিকতা!!!
লেঃ আজিমের বীরত্বগাথা এবং অন্যান্য তথ্য মিলিয়ে ডিসেম্বরের এক অসাধারণ পোস্ট।
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩০
শায়মা বলেছেন: তোমাকে অনেক অনেক থ্যাংকস লেখাটা পড়ার জন্য ভাইয়ামনি।
১৭০|
২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: আপুনি, আইনউদদিন নামের এক লোক আমার পোস্র রিপোর্ট করেছে
আমি তো কাউকে গালি দেয়নি, খারাপ কথা বলিনি
কারও পোস্টে যেয়ে কিছু করিনিও, বারবার রিপোস্টও করিনি !! আমাকে কি মডু ভাইয়া কিছু বলবে !!?? ![]()
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩১
শায়মা বলেছেন: আমি কেমনে বলবো কিছু বলবে কিনা???
মডু ভাইয়া আপুদের ব্যাপার স্যাপার কিছুই বলা যায়না।
১৭১|
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৪
সুপান্থ সুরাহী বলেছেন:
ডেলটার সাথে কথোপথনে বুঝলাম আপ্নার ধৈর্যের সীমা...
নাহ্ আপ্নাকে স্যালুট না দিলে অন্যায় হয়ে গেনু...
তো ওরে এতটা বেইল দেয়াটা মনে হয় ঠিক হয়নাই...
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২০
শায়মা বলেছেন:
আমার ধৈর্যের সীমা অসীম জানতাম।
তবে ঠিকই বলেছো ভাইয়া এত বেইল , কাঁঠাল সবাইর জন্য না।। তবে শেষ পর্যন্ত আমার ধৈর্য্যের পরীক্ষায় আমি ফেইল করলাম মানে তার পরপরই।![]()
১৭২|
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫১
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: আপুনি !! তোমার অভুজ্ঞতা ভুল বলেছে
ফিফা বিশেষ বিবেচনার আমার পোস্ট ইতিহাসে ঢুকিয়ে দিবে বলেছে
:!> তোমাকেও অনেক ধন্যবাদ, কারণ শায়মাপুনির দোয়া আর ভালবাসা নিয়েই পার হলাম ![]()
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: হুম তোমার জন্য ফিফা ভাইয়ার সেই বিশেষ বিবেচনার নাম , যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে।![]()
১৭৩|
২৮ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৮
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: কি করব, মানুষকে আপু ভাইয়া বলে ডাকলে আসে না
আমি মেয়ে হলে হয়ত কিছু লুল আসত!! তবে আমি একাই ভাল আছি !!
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৩
শায়মা বলেছেন: লুল লুল করার কি হলো??
আপু ভাইয়া ডাকলে কেউ লুল হতে পারে সেখানে???
আর তুমি এত বছর পর হঠাৎ এত সক্রিয় হয়ে উঠলে!!
তুমি দেখছি এক নং সন্দেহজনক ব্যাক্তি!!!
১৭৪|
২৮ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৯
শাহ্রিয়ার খান বলেছেন: পুঁথি পাঠতো দূরের কথা পুঁথি বই কখনো নিজের চোখে দেখিনি,কিন্তু কিভাবে যেন সেই সময় পূঁথি লেখায় আমি খুব মজা পেয়েছিলাম ![]()
জয় তোমার হবে সেটা আমি জানতাম ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৪
শায়মা বলেছেন: হা হা
পুরানো সে দিনের কথা ভুলবি কিরে হায় ..........![]()
১৭৫|
৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭
অথৈ সাগর বলেছেন: কি ব্যাপার দুর্জনের কথায় লেখা ছেড়ে দিলেন নাকি ? অনেক দিন হল কোন পোস্ট নাই । আপনার লেখা মিস করছি ।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: দুর্জনে রে বাসি আমি সবার চেয়ে ভালো
................... আঁধার ঘরের আলো ![]()
ভুলে গেছি ছোটবেলায় পড়া কবিতাটা ভাইয়া।![]()
১৭৬|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৬
মে ঘ দূ ত বলেছেন: আপনি অনলাইনে কি করেন? সুরের ধারার আয়োজিত রবীন্দ্র অনুষ্ঠান দেখছেন না বা দেখতে যাননি?
আপনার তো অংশ নেওয়ার কথা এতে। এই এখনো হচ্ছে। অনলাইনে বসে দেখছি।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:০১
শায়মা বলেছেন: মেঘদূত!!
বসে বসে এতবড় পোস্ট লিখেছি যে কিছুতেই পোস্ট করতেই পারছিনা।![]()
আধা আসে.......নয় খেচড়া আসে!!!!!!!!!
ভ্যা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এখন কি হবে!!!
১৭৭|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২২
মে ঘ দূ ত বলেছেন: দুই পর্বে করে ফেলেন।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৮
শায়মা বলেছেন: মেঘদূত সে মহাকাব্য মনে হয় দুই কেনো দশ পর্বেও হবেনা।
এখন সামু বলে আপনি ৩০ মিনিটে অলরেডী দুইটা পোস্ট করে ফেলেছেন।
ভালো লাগে সামুর এই সব বেয়াদপী!!!![]()
১৭৮|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৭
মে ঘ দূ ত বলেছেন: হাহা। এই নতুন ফিচার এরা আবার কবে যোগ করলো ![]()
কি আর করা, অপেক্ষা করুন। অপেক্ষার প্রহরগুলোও অনেক সময় মধুর হয়।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪২
শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি মাঝে মাঝে বড়ই অধৈর্য্য ব্যাক্তি!!!!!!!!!!!!!!!!!
রাগে গা জ্বলে যাচ্ছে আমার!!!!!!!!!!!!!!!!!!!!![]()
১৭৯|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৩
পটল বলেছেন: আমার কমেন্ট খাইলু কে!
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: আরে তোমার কমেন্ট আবার কি????
আমি তো পুরা পোস্টই দিতে পারছিনা!!!!!!!!!!!!!!!!!!!
প্রথম পাতাই কি পোস্ট দেখেছিলে????
১৮০|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫০
পটল বলেছেন:
বিদায় মানেই .............................অচিনপাখি.................. কিছু প্রিয় মানুষ....মুকুট--------------------------------আরো অনেকে..............................চলে যাওয়া নয়.................. আরো কিছু....অনেক বড় পুস্ট...............................................!...............
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: পুরাই তো আসছিলো মনে হয়!!!!!!!!!!
ওকে ১১টায় আবার ট্রাই করবো ভাইয়া।
আধা ঘন্টা রেস্ট দেই সামুকে।![]()
১৮১|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:২২
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: ঈশ, সন্দেহ করেন কেন!! আর সব সময়ই একটু চুপ টাহকটে পছন্দ করি। মন চাইলে মাঝে মাঝে পোস্টও দেই কিংবা আবার ড্রাফটও করে ফেলি। আপনাদের মত এত বড় কেউ হটে পারলাম না, এভাবেই ভাল আছি আপুমণি ![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:২৭
শায়মা বলেছেন: চুপ থাকাগুলানই তো বেশী পাজী হয়!!:
তাই তো একটু সন্দেহ হইসিলো ভাইয়ামনি!!!
তবে চুপ থাকলে কিনতু বড় বড় কেউ হতে পারবানা ।![]()
১৮২|
১৬ ই মে, ২০১২ বিকাল ৫:১৫
তাসনোভা সাখাওয়াত বিথী বলেছেন: অতুলনীয়
১৬ ই মে, ২০১২ রাত ৯:১১
শায়মা বলেছেন: ![]()
১৮৩|
০৮ ই মে, ২০২১ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে একটি যথোপযুক্ত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, ভাবগম্ভীর, সম্মান ও মর্যাদাপূর্ণ আবহে। খুব ভাল লেগেছে আপনার এ নীরব অর্ঘ্য। আপনার সে সময়ের পোস্টগুলো সত্যিই ব্লগের সম্পদ (এ সময়েরগুলোও, তবে দুটোর ফ্লেভার আলাদা)। যে সমস্ত তথ্য উপাত্ত এ পোস্টে উল্লেখ করেছেন, জানিনা আর কিছুদিন পর সেগুলো কয়জনের মনে থাকবে। এই পৈশাচিক হত্যাকান্ডের জন্য হত্যাকারীদের প্রতি অভিসম্পাত এবং শহীদদের ও আহতদের জন্য দোয়া ও হার্দিক প্রার্থনা রইলো। এমন বীরোচিত আত্মত্যাগের জন্য শহীদ লেঃ আনোয়ারুল আজিমসহ গোপালপুর চিনিকল এর নিহত দুই শত কর্মকর্তা-কর্মচারীর নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
রাজশাহী অঞ্চলে বেশ কয়েকবার গিয়েছি, কোন কোন সময় প্রত্যন্ত অঞ্চলেও গিয়েছি। মনে পড়ছে, ট্রেনের জানালা দিয়ে 'আজিমনগর' স্টেশনটির নামও দেখেছি। নামটা পড়ে ভাবতাম, এটা নিশ্চই একটা 'পরিবর্তিত' নাম, আমাদের এলাকাতেও এরকম কয়েকটি স্টেশনের নাম পরিবর্তিত হয়েছে বিখ্যাত ব্যক্তিদের নামে। আজ আপনার এ পোস্ট পড়ে জানলাম, কোন বিখ্যাত ব্যক্তির নামে 'আজিমনগর স্টেশন'টির নামকরণ করা হয়েছে।
১৯৭৬তম পাঠক হিসেবে, ১৮৩ নং মন্তব্যে ৭৬তম ভাল লাগা রেখে গেলাম। + +
এ পরিসংখ্যান একটি বিরাট ব্লগীয় সাফল্য। এ ব্লগে লেখা আপনার প্রায় সব পোস্টই আপন প্রভায় উজ্জ্বল, কিন্তু এ পোস্টটি বিশেষ করে আমার মন ছুঁয়েছে, কারণ লেখার প্রতিটি অক্ষরের সাথে যেন আন্তরিকতা মিশে রয়েছে।
কিছু মন্তব্য প্রতিমন্তব্য নিয়ে খানিক পরে পুনরায় আসবো বলে আশা রাখি।
১২ ই মে, ২০২১ রাত ১০:৫২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
মানুষ বদলায় সময় বদলায় আমিও বদলেছি। সেই দিনগুলো আর নেই ব্লগে। কত মানুষ হারিয়ে গেলো। এখনকার ব্লগিং আর তখনকার ব্লগিং এ বিস্তর ফারাক।
সেটা ছিলো মন থেকে প্রাণ থেকে খোলা এক প্রান্তর থেকে । এই আমির সাথে সেই আমিরও দারুন প্রভেদ। এখন চেনা নিকে লিখতে গেলে ১০ বার ভাবি। কমফোর্ট পাইনা ...... মাঝে বয়ে গেছে যমুনায় কত জল..... ঘোলা জল ......
আজিম নগর আমার নিজের চোখে দেখা তো তাই আবেগটা বেশি........
১৮৪|
০৮ ই মে, ২০২১ দুপুর ১২:৫৩
খায়রুল আহসান বলেছেন: "পাষান ফলক নীরবে সয়ে যায় সেই শত শহীদের বুকফাঁটা আর্তনাদ" - আপনার পোস্টের এ লাইনটি অত্যন্ত মর্মস্পর্শী হয়েছে, হৃদয় ভেদ করে যায়।
সেই তখন, দশ বছু আগে, "সেরা দশ ব্লগারের একজন নির্বাচিত হওয়ায়" আপনাকে বিলম্বিত অভিনন্দন!
"তোমাকে পটকা মাছের ফ্রাই খাওয়াতে হবে। তাইলে পেটে ব্যাথা সব সেরে যাবে" (১০৮ নং প্রতিমন্তব্য) - এটা পড়ে সেই তখন থেকে শুধু হাসছি তো হাসছিই!
১২ ই মে, ২০২১ রাত ১০:৫৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমি নিজের মন্তব্য পড়ে আজকাল নিজেও হাসি। কাল বা পরশু সভ্যভাইয়ার পাগলা দাশু মারকা জবাবের কমেন্ট লিখতে লিখতে আমি হাসতে হাসতে মরেই যাচ্ছিলাম।
আর এই সেরা ১০ নিয়ে সে কি গন্ডোগোল বাবা। কত মানুষের কত মত কেনো তারা হলো না? কেনো সে না কেনো ও না ??? হা হা হা কেনো যদি জানতো তো আগে থেকেই টেরাই কররে করে মরতো আর কি। আর মরে গিয়ে ভূত হয়ে এসে গলা চেপে ধরতো আমি কেনো না ও কেনো সেরা!!!!!!!!! হা হা হা
১২ ই মে, ২০২১ রাত ১১:০৬
শায়মা বলেছেন: লাস্টের কিছু কমেন্ট পড়লাম ভাইয়া। নিজের জবাব দেখে মনে হলো আহারে এখনকার দিন হইলে এই ডেলটা মেলটারে মাইন বোমা দিয়ে তক্ষনাৎ কেলটা বানায় দিতাম।
তখনকার বোমাও কম হয়নি তবে এখনকার এই আমির কাছে ডেলটা আধা সেকেন্ডও দাঁড়ায় থাকতে পারতো না। আহারে আমি!!!!!! ![]()
১৮৫|
১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩৩
ইসিয়াক বলেছেন: আমরা তোমাদের ভুলবো না।
১৭ ই মে, ২০২৪ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: আবারও গিয়েছিলাম এইখানে এই কিছুদিন আগে ...... ![]()
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০১
আহমেদ চঞ্চল বলেছেন: এক নিমিষে পড়ে শেষ করলাম। অসাধারণ একটা পোষ্ট দিয়েছেন। ++++
শুভ কামনা রইলো ।।।
ফাষ্টু হলাম নাকি ????