নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

আকাশ ভরা সূর্য্য তারা, বিশ্ব ভরা প্রাণ,তাহারি মাঝ খানে আমি পেয়েছি মোর স্থান

১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৪০



আকাশ ভরা সূর্য্য তারা, বিশ্ব ভরা প্রাণ

তাহারি মাঝ খানে আমি পেয়েছি,

আমি পেয়েছি মোর স্থান

বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান!!!



আর তারি সাথে জাগে আমার প্রাণ। এ গান যতবার শুনি ততবারই বিস্ময়ে

বিস্ময়ে ভরে ওঠে মন। এক অজানা ভালোলাগা আবেশ ছড়ায় পুরোটা হৃদয় জুড়ে। সৃষ্টিকর্তার প্রতি জানাই অসীম কৃতজ্ঞতা। বিধাতার এ অপরুপ সৃষ্টির মাঝে তিনি দিয়েছেন আমার মত এ অতি ক্ষুদ্রের স্থান। কৃতজ্ঞতা জানাই প্রিয় কবিকে। যিনি এইভাবে উপলদ্ধি করতে শিখিয়েছেন আমাকে। যার অনুভুতিগুলি ছুঁয়ে পরিপূর্ণ হয়েছে আমার হৃদয়ের প্রতিটি কানা।



ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে

ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে

ছড়িয়ে আছে আনন্দের এ দান...........

বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান!!!



গাঁয়ের সবুজ শ্যামল পথে কখনও হাঁটা হয়নি আমার। তবুও এ গানের কথাগুলো নিয়ে যায় আমায় কোনো অজানা সবুজবনে, শিশির ভেজা ঘাসে পা ভিজিয়ে হাঁটি আমি, প্রাঙ্গনের এক চিলতে ছোট্ট সবুজ লনে হাঁটতে গিয়ে চোখ বুজে ঠিক ঠিক খুঁজে পাই সেই গন্ধরাজ বা দোঁলনচাপার ঘ্রান আর বুকের মাঝে গুনগুনিয়ে বাজে এই গান।



কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি....

জানার মাঝে অজানারে করেছি সন্ধান..........



এই অজানাকে জানার আজন্ম লিপ্সা বুঝি আর আমার গেলোনা। সেই কবে থেকে অজানাকে জানার পিছে ছুটেছি আমি। ক্লান্তিতে ভেঙে পড়িনি এক মুহুর্ত। বিফলে পিছু হটিনি এক কদম।ব্যার্থতায় বা সাফল্যে নিরলস চিত্তে হয়েছি ক্রম আগুয়ান। কোনো তাচ্ছিল্য, কারো হেয় দমাতে পারেনি কখনও আমায়। আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা। যেন আপনার মন আপনার প্রাণ, আপনারে সঁপিয়াছি। সুখে আছি ....সুখে আছি .......



এতক্ষন এতকিছু পেন পেন ঘেন ঘেন করার কারনটাই হলো আমার কিছু অতি প্রিয় সৃষ্টিশীল প্রতিভার নিদর্শন সকলের সাথে শেয়ার করবার ইচ্ছা।:)

এ যাবৎ আমার দুচোখে দেখা মাটি, কাঠ, কাগজ, পাথর, পাতা, ফুল,ফল, সব্জী, কাপড়- চোপড়, লোহা- লক্কড় কোনোকিছুই নিস্তার পায়নি আমার হাত থেকে। আমি এক টুকরো কয়লা কুড়িয়ে পেলেও সেই ছেলেবেলা থেকেই সেটা নিয়েই মেতেছি খেলায়।



যাইহোক আমার কৃত ইহজীবনে করা সকল শিল্পকর্মের মধ্যে এই টিস্যুবক্সটা আমার খুবই প্রিয়।:)



এটা আমি বানিয়েছি

১)পুরনো দুটো কাগজের টিস্যু বক্স জোড়ায় জোড়ায় খুলে আবার আঠা দিয়ে সেটে। ( মোটা বানানোর জন্য:)

২)উপরে দিয়েছি আইকা গুলানো পানি দিয়ে দিয়ে টিসু পেপারের প্রলেপ( মাছের তেলেই মাছ ভাঁজা টাইপ ব্যাপার)

৩) শুঁকিয়ে নিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি কক্সবাজার থেকে কুড়িয়ে আনা শামুক, ঝিঁনুক,কড়ি।

৪) আর দশ টাকায় কেনা মুক্তার মালা ছিড়ে ছড়িয়ে দিলাম ফাঁক ফোকরগুলোতে।:)

আহা আমার টিস্যু বক্সটা এখন পৃথিবীর সকল টিস্যুবক্স এর চাইতে দামী।:)



শামুক ঝিনুকের টিস্যুবক্সটা বানানোর পরদিনই হাত সুড় সুড় করতে লাগলো আরেকটা বানাবার জন্য। আর তো কড়ি, শামুক ঝিনুক নেই।:( কি করা যায়? কিনে আনলাম গুলশান ১ নং বাজার থেকে গ্লাস স্টোন। আর তাই দিয়ে একইভাবে বানিয়ে ফেললাম আরও একটা টিস্যুবক্স।:)



টুংটাং মাটির বেল। খুবই প্রিয় আমার। তাকে একদিন সাজিয়ে দিলাম রঙ পুঁতি আর ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে।:)



সাজিয়ে দিলাম আমার পরীপুতুলদের সাথে।:)



আংটি আমার খুবই পছন্দের। একঈদে বানিয়েছিলাম আমার আপুনিদের জন্য বাহারী বোতাম দিয়ে খুব সহজেই হরেক রকমের আংটিগুলি।



Click This Link



সুতা, কাঁঠ, কাঁচ পাথর কিছুই বাকী রাখিনি গয়না বানাতে।:P

Click This Link



ডিমপুতুল বা ডিমখোলস পুতুল বানিয়ে মজা পেয়েছি খুব খুব।:)

Click This Link



চামচ দিয়ে চামচপুতুল।:)

Click This Link



মধু আর চিজের খালি বোতলে পানি ভরে কি-রিং ভাসিয়ে দিয়েছি। দেখাচ্ছে ঠিক ঠিক যেন মৎস্যকন্যাদের মত।:)

Click This Link



এটা আমার ফিঙ্গার পাপেট। দেখো কেমন হাঁটতে জানে।:)

Click This Link





আমার জাপানিজ ম্যামেরা.......:)



আইসক্রিম ইয়াম্মী.......:)

Click This Link



পারফিউমের শিশিগুলো খালি হয়ে গিয়েছিলো। কি করা যায়? রাঙিয়ে দিলাম গ্লাস পেইন্টে।:) ডেকোরেশন পিস হয়ে গেলো একদম।:)

Click This Link



এইটা আমার বোতল র‌্যাপিং। আমি অবশ্য কোকের বোতল র‌্যাপ করেছি। :P

সুন্দর করে র‌্যাপিং করা সে আমার এক মহানন্দের কাজ অথবা নাই কাজ খই ভাঁজ।:)

Click This Link



Click This Link



সবাই সংকলন বানায়। ইহা আমার একটি বিশেষ কারিগরি বিদ্যা সংকলন পোস্ট বা টেকি সংকলন পোস্টও বলা যাইতে পারে।:) ভালোলাগা বা পাগলামী কিছু কর্মকান্ডগুলো একই সুতোয় বেঁধে রাখলাম।:)



আমার সব ভাইয়া আপুনিদের জন্য প্রিয় সেই গান......

আকাশ ভরা সূর্য্য তারা, বিশ্ব ভরা প্রাণ,তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান

মন্তব্য ৩৩৯ টি রেটিং +৭৪/-০

মন্তব্য (৩৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন: দারুণ

১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: :)


থ্যাংক ইউ!!!!


২| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৩

~মাইনাচ~ বলেছেন: মাইনাচ :D

১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: মাইনাচ!!!!!!!!!!!!!


X(

৩| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৭

তন্ময় ফেরদৌস বলেছেন: তুমি তো অনেক গুনের মানুষ আপু।

১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: হি হি

তোমার জন্য আর একটা টুনটুনির গল্প রেকর্ড করছি ভাইয়া।:)

৪| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫০

হাসান ফেরদৌস বলেছেন: অনেককিছু শিখলাম। :)

১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫২

শায়মা বলেছেন: আর কি কি শিখতে চাও বলো? :)

৫| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৩

সকাল রয় বলেছেন:
শৈল্পিক সৌন্দর্যে ভাসলাম।
আপনি তো দেখি রিতিমতো এক শিল্পী। আপনার দক্ষতায় মুগ্ধ না হয়ে উপায় নেই।
আসলে হাজর মানুষের মাঝে কিছু মানুষ হয় অন্যরকম যারা সৃষ্টি করে তারা বেচে থাকে তাদের সৃষ্টির মাঝে হাজার বছর। আমার মনে হচ্ছে আপনিও মানুষের মাঝে আপনার সৃষ্টি দিয়ে বেচে থাকবেন শত শত বছর।
এমন গুনী ব্যাক্তির সাথে ব্লগিং করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।


ভালো থাকুন মায়শা জ্বি

১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: আরে আবার মায়শা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



তোমাকে মাইর দেবো কবিভাইয়া...........


তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখাও........


আমি মায়শা!!!!!!!!!!!!!!!!!!!


ওহ বুঝেছি উল্টা করে!!!!!!!!!!!!!:)

:P

আমার টেকি সংকলন পোস্ট দেখার জন্য আর এমন করে প্রশংসার জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!:) :) :)

৬| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৪

ইকরাম উল্যাহ বলেছেন: আপনার গ্র্যাজুয়েশন কি হ্যান্ড ক্রাফট এর উপ্রে?

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:০০

শায়মা বলেছেন: আরে না ভাইয়া।


আমি নিজেই নিজেকে গ্রাজুয়েট বানিয়ে দিয়েছি। :P

৭| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৫

হাসান ফেরদৌস বলেছেন: শিখতে চাই অনেক কিছু,
তবুও
অশিক্ষা ছাড়েনা আমার পিছু।

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:০১

শায়মা বলেছেন: আরে কে বলে অশিক্ষা ছাড়েনা???


ঝেঁটিয়ে বিদায় দাও অশিক্ষাকে!!!!!!!!!!!!!!!!!:)

৮| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৫

সায়েম মুন বলেছেন: পৃথিবীর তাবৎ শৈল্পিক গুনে গুনান্বিতা বিউটি আপি :D

তোমার টিস্যু বক্সটা আমারে দিয়া দেও। ওটা একদম পচা। তোমার কাছে মানাচ্ছে না :-P

সবাই সংকলন বানায়। ইহা আমার একটি বিশেষ কারিগরি বিদ্যা সংকলন পোস্ট বা টেকি সংকলন পোস্টও বলা যাইতে পারে।:) ভালোলাগা বা পাগলামী কিছু কর্মকান্ডগুলো একই সুতোয় বেঁধে রাখলাম।:)
----------------------- B-))

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:০২

শায়মা বলেছেন: ওকে তোমাকে পাঠিয়ে দেবো!!!!!!!!!!!!



তুমি বান্দরবান সুন্দরবন আর কক্সেসবাজার থেকে আমার জন্য আরও আরও শামুক, ঝিনুক, মুক্তা এনে দিও ওকে???:)

৯| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:০৪

হাসান মাহবুব বলেছেন: সবগুলা কিনুম। একদাম কন।

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:০৮

শায়মা বলেছেন: আরে কিনতে হবে কেনো??

তোমার জন্য সব ফ্রি।:)


১০| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:০৭

শিপু ভাই বলেছেন:
ওরে কত্ত প্রতিভা!!!! মুগ্ধ হলাম!!!+++++++++++++

টিস্যু বক্সটা লুট করার প্লান কর্তাছি। মুহুহাহাহাহা B-)) B-)) B-))

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:০৯

শায়মা বলেছেন: লুট করা লাগবেনা।


বানানোটা অনেক সহজ !!!!!!!!!!!

নিজেই বানিয়ে নাও ভাইয়া।


নয়তো ঠিকানা দাও আমি পাঠিয়ে দেই একটা বানিয়ে।:)

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:১৪

শায়মা বলেছেন:



টিস্যুবক্সটা আসলেও বানিয়ে আমি নিজেই মহা খুশী।

১১| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:১০

ফারজুল আরেফিন বলেছেন: দারুণ..... :) :) :)

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:১৫

শায়মা বলেছেন: :)

থ্যাংক ইউ ভাইয়া।

১২| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:১৭

~মাইনাচ~ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সবগুলা কিনুম। একদাম কন।



আমিও লাইনে আছি ;)


যা বলবে তার থেকে ৪আনা বাড়তি ;)

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:২০

শায়মা বলেছেন: তোমার জন্য তো আরও বেশী ফ্রি।

তোমার সংকলন পোস্ট দেখে অনুপরানিত হয়েই তো এই পোস্ট লেখা আমার।:)

১৩| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:১৮

baganbilash বলেছেন: খুবই সুন্দর।সবাই কত কী পারে!!

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:২১

শায়মা বলেছেন: এহ সবাই পারে কে বললো???

এই যে তুমি পারোনা।



:P

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:২৩

শায়মা বলেছেন:



নো দুঃখ..........

তোমার জন্য গিফট।:)


এইবার হাসো।

১৪| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৩

baganbilash বলেছেন: থ্যাংকু থ্যাংকু..... :)


নিয়ে নিলাম একেবারে।আর কিন্তু দিবনা।


আপনি অ...নে...ক ভাল :)

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: হা হা দিয়েই দিলাম তো।:)

১৫| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৪০

মোঃমোজাম হক বলেছেন: হুম মানলাম তুমি গুনঅবতী কইন্না ;) :)

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৪১

শায়মা বলেছেন:


এতদিন পরে মানলে!!!!!!!!!!!!!!!!!!:(





:P

১৬| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৪২

আমি তানভীর বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম আপু :) আপনার কাজ কারবার দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই :)

(( আপনি আমার বোন না থাকার কষ্টটা বাড়িয়ে দিচ্ছেন :( :( ))

১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: আরে আমি তোমার বোন তো।


কষ্ট কেনো আবার???


X(

১৭| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৭

মেহবুবা বলেছেন: শায়মা'স শপ কোথায় অবস্থিত ? আমাদের কিছু মিছু লাগবে এমন যা কিছু দেখতে পাচ্ছি ।
আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে চালু না করলে ক্রেতাদের বিপদ ।

১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৪

শায়মা বলেছেন: জানোনা!!!!!!!!!!!!!!!!!!!!


সেই শপ তো পরীর দেশে!!!!!!!!!!!!!!!!:P


তোমাকে কালই পাঠিয়ে দেবো সবগুলাই আপুনি।:)

১৮| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫১

আমি তানভীর বলেছেন: ঠিকাছে, আপনি আমার বোন, এইবার একটা গিফট দ্যান :P

১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৮

শায়মা বলেছেন:


এই নাও তেলরঙ পাখি।:)

১৯| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৮

নীল-দর্পণ বলেছেন: আগেও বলেছি আবারো বলছি তোমাকে যে কি হিংসে হয় তা তো জানো না। কিভাবে পারো এতসব!!

তোমার টিস্যু বক্সগুলো ডাকাতী করবো B-))

কিন্তু বাসার ঠিকানাটাই যে জানিনা :( :(

১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৯

শায়মা বলেছেন: ইশ তুমি হিংসা করো আমাকে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


মরে গেলেও বিশ্বাস করিনা নীলুমনি।:)

২০| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৮

ইকরাম উল্যাহ বলেছেন: তানভীর চামে তুমি গিফট নিবার পিলান করছ! তোমারে মাইনাচ। আর মাইনাচের চাইতে ৪আনা বেশি বিড করলাম।

১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৫০

শায়মা বলেছেন: হায় হায় মারামরি করেনা ভাইয়ারা!!!!:(

২১| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:০২

নাজনীন১ বলেছেন: এই তো গুণী মেয়েটা আবার আগের ফর্মে এলো। তা, তোমার শ্বশুর আব্বাজান কেমন আছেন? তুমি তো সেই মেট্রিক পাশের পর আর পড়নি। কলেজে ভর্তি হয়েছ? :P

১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৫১

শায়মা বলেছেন: :P



কে বলে পড়িনি!!!!!!!!!!!!!!!!!!!


সেটা তো গল্প ছিলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


তোমরা গল্প না বুঝলে আমার কি দোষ বলো???:(

২২| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৩

বাজেকাম বলেছেন: আপনার পোস্ট বরাবরের মতই ব্যতিক্রমী।

ভাল লাগার কথা তো সবাই-ই বলে ফেলেছে!

তাই আমি একটি খারাপ লাগার কথা বলি:
বিস্ময়ে তায় জাগে> বিস্ময়ে তাই জাগে

অট: আপনার বাড়ি কি চট্টগ্রাম অঞ্চলে?

১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!!!!


আগে ঠিক করে আসলাম।:)


না আমার বাড়ি চট্টগ্রামে না।

২৩| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৬

স্বপ্নডানা বলেছেন: রবীন্দ্রনাথের গন্ধে গন্ধে চলে এলাম। অনেক ভালো লাগা রইল!

১৯ শে মার্চ, ২০১২ রাত ১১:৫১

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

২৪| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:০১

কবির চৌধুরী বলেছেন: গুণবতী কন্যা শায়মা। B-) B-)

টিস্যুবক্সটাকে গুপ্তধনের বাক্স মনে হচ্ছে।

২০ শে মার্চ, ২০১২ রাত ১২:১৫

শায়মা বলেছেন: এই টিস্যুবক্সটা যে আমি মনিমুক্তা দিয়ে বানিয়েছি ভাইয়া। তাই তো এমন মনে হচ্ছে তোমার।:)

২৫| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:১৮

সালমাহ্যাপী বলেছেন: ইসসসসসসসস কি যে সুন্দর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


শোন আমাকে বানানো শিখাও।উপযুক্ত পেমেন্ট করা হবে :P


পিলিজ শিখাও শিখাও শিখাও পিলিজজ্জজজজজ


২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১১

শায়মা বলেছেন: পেমেন্ট টেমেন্ট আবার কি???

সবই বিনামূল্যে শিখানো হয়েছে তো। লিন্কগুলো ক্লিক করো আপুনি।:)

২৬| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:১৯

হানিফ রাশেদীন বলেছেন: আরে! আপু!! আমিও অনেক প্রতিভাবান। এই যে দেখুন, আমার আঁকা আপনার ছবি :

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: আরে তাইতো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


এইটা তো তুমিই এঁকেছিলে!!!!!!!!!!!!!!!!!:)

২৭| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:২৭

রাতুল_শাহ বলেছেন: ১০ মিনিট ধরে ভাবছি, এই গুণের কি মন্তব্য দিব?

কিন্তু ১০ মিনিট ধরে লেখার জন্য কিছুই খুঁজে পেলাম না।

বরং আপনার গুণ দেখে আমার মনে হিংসাত্নক মনোভাব জাগ্রত হয়েছে।

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: ছি ছি ছি আমার মত একজন ভোলেভালা মানুষকে কেউ হিংসা করে!!!!!!!!!


হিংসারাজ রেগে যাবে তো তোমার কান্ড দেখলে।:(

২৮| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৩

যাযাব৮৪ বলেছেন: ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দের এ দান...........
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান!!



ভাললাগা রাইখা গেলাম.................জটিল সব ভাললাগা শেয়ার করছ তাই..।

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!!!!!

২৯| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৪

আমি তানভীর বলেছেন: শায়মাপু থেংকু পাখিটার জন্য :)

ইকরাম ভাই, মাইনাচ ভাই, গিফট পাইয়া গেছি B-)

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

৩০| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৫

যাযাব৮৪ বলেছেন:


এই ডিম্বুস টা গিফট দাও আমাকে

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৬

শায়মা বলেছেন: নিয়ে নাও নিয়ে নাও। দিয়ে দিলাম তোমাকেই ভাইয়া।:)

৩১| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



একদিন কাকে যেন বলেছিনু, 'কলাবরিষ্ঠা।'

:):):)



২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: :)


মনে আছে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


তোমার এই কথা আমি কি ভুলতে পারি!!!!!!!!!!!!!!!!:)

৩২| ২০ শে মার্চ, ২০১২ রাত ২:২০

গাধা মানব বলেছেন: চমৎকার!! :) :)

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

৩৩| ২০ শে মার্চ, ২০১২ ভোর ৪:৪৩

ফারিয়া বলেছেন: প্রিয়তে অবশ্যই গেছে!
খুব সুন্দর আপু!

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: সবগুলো এইবার ট্রাই করো আপুনি।:)

৩৪| ২০ শে মার্চ, ২০১২ সকাল ৭:২৮

পড়শী বলেছেন:
+++

অনেক খুঁজে খুঁজে একটা কবিতা পেলাম।

পুতুল রাণী

বিপাশা বেণু

"পুতুলের এক রানী আছে লম্বা মাথার চুল
পুতুল রানী বললে পরে হবে মস্ত ভুল।
কাগজ দিয়ে খেলনা বানায় নৌকা, ব্যাঙ, ঘর
সারাক্ষণই চিন্তা করে কোথায় পাবে বর।
বড়দের মতো কথা বলে আর মিষ্টি মিষ্টি হাসে
বই পেলে আর কথা নেই পড়তে ভালোবাসে।"





















২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: এমন একটা কবিতার জন্য অনেক অনেক থ্যাংকসভাইয়ামনি।

৩৫| ২০ শে মার্চ, ২০১২ সকাল ৯:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

আপুটির গুনে মুগ্ধ হচ্ছি।
টিস্যু বক্সটা থেকে পুতুল!
অপরুপ প্রতিটা ই।

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!!!!!!!!:)

৩৬| ২০ শে মার্চ, ২০১২ সকাল ১০:১৯

আহমেদ চঞ্চল বলেছেন: হৃদয় ছোয়া পোষ্ট।।।।।।।।।।।।।।।।।।

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

৩৭| ২০ শে মার্চ, ২০১২ সকাল ১০:২০

ঈষাম বলেছেন: নিজের বানানো কিছু গিফট করো আফু..সব কি নিজের কাছেই রাখবা?? ছোট ভাইদের কিসু দিবা না? X( :(

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: সবগুলাই তোমাকে দিয়ে দিলাম ভাইয়া।:)

৩৮| ২০ শে মার্চ, ২০১২ সকাল ১০:৩৬

জুল ভার্ন বলেছেন:

একেবারের ভিন্ন মাত্রার সুন্দরকে আরো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ১৯ নম্বর

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: হাহাহাহা

থ্যাংক ইউ ভাইয়া।:)

৩৯| ২০ শে মার্চ, ২০১২ সকাল ১১:৫৩

রাইসুল জুহালা বলেছেন: দারুন সব শোপিস।

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ !!!:)

৪০| ২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২০

আবু সালেহ বলেছেন: ১০/১০..........পুরাই পাঙ্ঘা.............এত চিন্তু নিয়া ঘুমাও কেমনে..........
;) ;) ;) ;)
আর ৫ দিলাম সুন্দর এর জন্য.........মেলা গুন আছে দেখা যাচ্ছে.... :P

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: আরে জানোনা আমি গুনবতী কইন্যা!!!!!!!!!!!!!!!!!!!!:P

৪১| ২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৯

কামরুল হাসান শািহ বলেছেন: তুমি কি অপ্সরা আপু :|| :|| B:-) :P



এইটা দেখতে তোমার মতো।
অনেক পোষ্টের সংকলন তাই প্রিয়তে /:)

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৭

শায়মা বলেছেন: হা হা হা এতদিনে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:P

৪২| ২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৪

জল ছাপ বলেছেন: কক্সবাজার থেকে শামুক-ঝিনুক কুড়িয়ে আনা ঠিক না। পরিবেশের ক্ষতি হয় :)

আপনার প্রতিভা থেকে একটুখানি ধার দিয়েন আপু। দেখি কিছু করতে পারি কি না :P :P

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: হায় হায় তাই নাকি!!!!!!!!!



এতগুলা অবশ্য আমি কুড়িয়ে কুড়িয়ে পাইনি। দোকান থেকে কিনে কিনেও পেয়েছিলাম আসলে।:)


তবে প্রতিভা লাগবে কেনো আপুনি। সবগুলোর টিউটোরিয়াল দেওয়া আছে তো। বানিয়ে ফেলো।:)

৪৩| ২০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৫৪

রোজেল০০৭ বলেছেন: এক কথায় অসাধারন।

ভালো লাগা সহ ++

২০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

৪৪| ২০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৫

ফয়সাল তূর্য বলেছেন: বাহ বাহ! :) :) :)

২০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: :P

৪৫| ২০ শে মার্চ, ২০১২ রাত ৮:০৮

কামরুল হাসান শািহ বলেছেন: তুমি এতো কিছু পারো, শুধু ফেসবুক আপডেট করতে পারো না X( X((

২০ শে মার্চ, ২০১২ রাত ১০:২৫

শায়মা বলেছেন: আরে পারবোনা কেনো???????????????


করিনা.......


ভাল্লাগেনা তাই।:(

৪৬| ২০ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৪

শিশিরের শব্দ বলেছেন: দারুণ,আপু......
ঘন্টা দুইটা কি আমাকে দেয়া যাবে(তোমার বাসায় গিয়ে নিয়ে আসতাম,আপু) :#> :#>

২০ শে মার্চ, ২০১২ রাত ১০:৪০

শায়মা বলেছেন: নিয়ে আসবে???????????????????
হা হা হা

তার থেকে ঠিকানা বলো আমিই দিয়ে আসি।

কি কি চাই তোমার???????????????:)

৪৭| ২০ শে মার্চ, ২০১২ রাত ১১:০১

শিশিরের শব্দ বলেছেন: খালি ঘন্টা দুইটা......
শিকদার মেডিকেলে আসো একদিন তাহলে :)

২০ শে মার্চ, ২০১২ রাত ১১:০৫

শায়মা বলেছেন: তুমি কি ওখানে জব করো??????????


তুমি ডক্টর!!!!!!!!!!

আমি ডক্টরদের ভয় পাই কিন্তু।

৪৮| ২০ শে মার্চ, ২০১২ রাত ১১:৩৫

শিশিরের শব্দ বলেছেন: আরে আপু...
আমি মাত্র ৩য় বর্ষে....

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: পিচকা!!!!!!!!!!!

:P

৪৯| ২১ শে মার্চ, ২০১২ রাত ২:২৮

মিরাজ is বলেছেন: ঈর্ষান্বিত প্লাস। /:)

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!!!!!!!!!!!!

আমাকে ঈর্ষা করতে হয়??? :(

৫০| ২১ শে মার্চ, ২০১২ রাত ২:৩০

তন্ময় ফেরদৌস বলেছেন: টুনটুনির গল্প কবে দিবা আপু ? :|

আমার যে কোন পোস্টে মিডিয়াফায়ার লিঙ্ক দিয়ে দিলেই হবে। আমি কিন্ত সিরিয়াস ফ্যান গল্পগুলার। পুরো ছোটবেলার কথা মনে করিয়ে দেয়।

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: টুনটুনির গল্প না তবে আরও আরও অনেক মজার একটা ব্যাপার। এক মাস সময় লাগবে।:)


তুমি এককেবারেই অবাক হয়ে যাবে ভাইয়া।:)

৫১| ২১ শে মার্চ, ২০১২ ভোর ৪:১২

অন্তরন্তর বলেছেন: বাহ! দস্যি আপুটা দেখি অনেক গুণে গুণান্নিতা।
অনেক ভাল লাগলো তোমার হাতে বানানো শিল্পকর্ম দেখে।
ভাল থেকো অনেক অনেক।

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন: আরে এতদিনে জানলে আমি যে গুনবতী কইন্যা????????




:P


:P

:P


অনেক অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!!:)

৫২| ২১ শে মার্চ, ২০১২ ভোর ৬:০০

ঘুমকাতুর বলেছেন: হুহ /:) আমিও এই সব পারি। তবে বানানো সময় পাইনা :-0


আচ্ছা সিলেটী রাজপুত্রের খবর কি? :#) :#) জানিবার মুনচায়।

ভালো লাগা :-P

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: হা হা হা


সিলেটি রাজপুত্র আবার কি??????????
তিনি তো স্বর্গের দেবদূত!!!!!!!!!!!!!!!!!


:P

:P

:P



অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!!!!!!!:)

৫৩| ২১ শে মার্চ, ২০১২ সকাল ৮:৪৩

জিসান শা ইকরাম বলেছেন:
তুমি এসব বানানোর সময় পাও কিভাবে !!
অবাক হলাম খুব , কি সুন্দর টিস্যু বক্স


সো-রুম বানাও , অনেক বিক্রি হবে
তবে ব্লগারদের জন্য ফ্রি :)

শুভকামনা .........

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৮

শায়মা বলেছেন: ভাইয়া আমি তো মাত্র ৭ ঘন্টা ঘুমাই আর বাকিটা সময় সারাক্ষনই ভাবি কি করি কি করি। না না বাকী সাড়ে আটঘন্টা ভাবি কি বানাই কি বানাই আর বাকি সাড়ে আট ঘন্টা বানাই বসে বসে।:)


দেখলে সব হিসাব দিয়ে দিলাম।:)


আর আমার তৈরী জিনিস বেচিবার জন্য নহে।

সব ফ্রি।:):) :)

৫৪| ২১ শে মার্চ, ২০১২ সকাল ১১:৩১

আবু সালেহ বলেছেন: হুমমম...তাহাই দেখছি.....

টিস্যু বক্স বহুত পছন্দ হইছে....গিফট করো..... ;) ;) ;)

নাহলে খবর আছে.... X( X( :P

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: গিফট করে দিলাম তো!!!!!!!!!!!!!!!!!!!!!:)

৫৫| ২১ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৮

রিমঝিম বর্ষা বলেছেন:

কি সুন্দর আপি!!


আচ্ছা......সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তোমার দিনলিপি নিয়ে একটা পোস্ট দাও প্লিজ। আমি জানতে চাই এত সময় কখন বের করো। :(

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: ওকে ওকে একদিন তোমার জন্য আমার রোজনামচা দেওয়া হইবেক। :) :) :)



:P

৫৬| ২১ শে মার্চ, ২০১২ দুপুর ১:৪৫

লেডি বার্ড বলেছেন: ওরে খাইছেরে ব্যপক প্রত্তিভা। :P

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: :P


কেমন আছো পোকা আপুনি??????????????????

৫৭| ২১ শে মার্চ, ২০১২ দুপুর ২:৩০

নস্টালজিক বলেছেন: খুব সুন্দর!

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!!!!!!!!!:)

৫৮| ২১ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৪৬

মাহফুজার রহমান বলেছেন: খুব মন খারাপ নিয়ে তোমার পোস্ট পড়লাম।
আরও মন খারাপ হলো নিজের ফেলা আসা দিনগুলোর কথা ভেবে।
তোমার নখ বড় দেখেও কিছুটা মন খারাপ হলো।
যদিও বিষয়টি তোমার একান্ত ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়, বড় রাখার শত কারনও থাকতে পারে। সেটা যাই হোক আমার ভালোলাগেনি।
আমি ইদানিং পোস্ট দিয়েও মুছে ফেরতে বাধ্য হচ্ছি। পরিবেশ ভালোনা।
তেলবাজি আমি কখনও করিনা তবে তোমার কাজ গুলো বেশ বুদ্ধিদীপ্ত ও চমৎকার হয়েছে। ভালো থেকো এই বিবর্ণ সময়ে। !:#P

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: যাও আজই সব নেইল কেটে ফেলবো সব!!!!!!!!!!!!!!:( :( :(



কিন্তু তোমার মন খারাপ কেনো????????????????????

কি হয়েছে ভাইয়ামনি???????????????????????????:(:(:(

৫৯| ২১ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫৫

রাহি বলেছেন: ভগ্নী, পিলাচ একখানা দিয়া গেলাম :D

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!:)

৬০| ২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৮

আবু সালেহ বলেছেন:

কোথায় খুজে পাই না তো!!!!!!!

এভাবে দিলে হবে না................ :P :P :P

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: আকাশে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আকাশে তাকিয়ে দেখো........


প্লেনে করে যাচ্ছে তো.........:)

৬১| ২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৩

মাহফুজার রহমান বলেছেন: সত্যি বলার সাহস আছে
সত্যি প্রকাশিত হয় না।

পেশা ছেড়ে দেবো ভাবছি
কিন্তু ভয়, তাতে আর লিখুবো কোথায়?

চাকরি চাই, চাকরগিরি নয়। :-/

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: :(


মন খারাপ করোনা ভাইয়া।


ছলে বলে কৌশলে যেমনে পারো তেমনেই ধরো।


হাল ছেড়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নহে।

৬২| ২১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:০৬

রিমঝিম বর্ষা বলেছেন:

আরে কোন একদিন দিবা? আমি কিনা হিমশিম খাইতেছি চাকরী, সংসার, বাচ্চা, পড়াশোনা এসব সামাল দিতে। প্রিয় ব্লগ থেকে পর্যন্ত ছিটকে পরেছি। আরো কত কি যে হারিয়ে যাওয়ার দশা আমার জীবন থেকে। কিছুতেই এসব মেইনটেইন করে বাকীগুলোর উপস্থিতি ঘটাতে পারছিনা। নেক্সট ইয়ার যখন কন্যাকে স্কুলে দিবো তখন কি হবে তাই ভাবছি। :( :(

তুমি আবার আমাকে রাত জাগতে বোলনা। রাত ১২টা বাজতেই আমি নিদ্রাপুরীতে। :( :(

২১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: হা হা হা


আমিও বলতে গেলে তাই ......রাত ১২টা বাজলেই ......:)


আমাকে যত ভোরে উঠতে বলো আমি রাজি কিন্তু রাত জাগতে বললে আমি নাই।:(

আর আমি আর্লি রাইজার।:)

সাড়ে পাঁচটাই উঠি রাত ১২টায় ঘুমাতে যাই।

এর মাঝে নো ঘুম।


যা মনে চায় তাই।:)

রিমঝিমমনি তোমার ফুল টাইম অফিস।


আমার টাইমটাও খুব মজার।

৮ টা থেকে ২টা ..........:)

তারপর যা ইচ্ছে তাই

উড়ে বেড়াও , ঘুরে বেড়াও, বা ধেই ধেই নাচো। নো চিন্তা।:) :) :)

৬৩| ২১ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২২

সায়েম মুন বলেছেন: শামুক ঝিনুক মুক্তা হিরা যা লাগবে এনে দিবো। তবু আমারে ঐ বক্সটা :#>

২১ শে মার্চ, ২০১২ রাত ৮:১১

শায়মা বলেছেন: ওকে ওকে তাহাই হইবেক।:) :) :)

৬৪| ২১ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৮

ঘুমন্ত আমি বলেছেন: কি কই কন তো আপনার পোষ্ট পড়ে চিন্তা করছি কি বলা যায় ? চিন্তা...

২১ শে মার্চ, ২০১২ রাত ৯:৫১

শায়মা বলেছেন: একটা গান গাও ভাইয়া।


আমার বলার কিছু ছিলোনা


সেই গানটা।:P

৬৫| ২১ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৪

রেজোওয়ানা বলেছেন: ঘন্টা দু'টো আমাকে দিয়ে দাও আর টিস্যু বক্সটা :-0

২১ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: দিয়ে দিলাম দুইটা ঘন্টাসহ দুইটাই টিস্যুবক্স।:)

৬৬| ২১ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৯

মাহফুজার রহমান বলেছেন: শুধু খারাপ খবর চারদিকে।
হঠাৎ ভালো লাগলো
সংসদে বিরোধী দল সরকারকে ধন্যবাদ দিয়েছে সমুদ্র জয়ে..
ইস এ চর্চাটা যদি চালু থাকত!!! :-B

২১ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: চর্চা করতে করতে একদিন অভ্যাস হবে ভাইয়া।:)

৬৭| ২১ শে মার্চ, ২০১২ রাত ১১:০৩

এম এম ওবায়দুর রহমান বলেছেন: অসাধারণ গুনবতি কন্যা তুমি! সত্যি খুব মজা পেলাম। প্রকৌশলী হওয়ায় আমাকে অনেক সময় হাতের কাজ করতে হয়। এখন যেহেতু বস হিসেবে আছি তাই হাতের কাজটা একটু কম করতে হয় দাপ্তরিক কর্ম বেড়েছে তারপরও নিজ হাতে কাজ করতে পারলে খুব ভাল লাগে। তোমাকে শুভেচ্ছা।

আমার লেখাটি পড়।
ফ্রি বই ছাপুন

২১ শে মার্চ, ২০১২ রাত ১১:০৬

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

৬৮| ২১ শে মার্চ, ২০১২ রাত ১১:২৩

হিবিজিবি বলেছেন: জাপানিজ পুতুলটা আমার চাই, একজনকে গিফট করবো!!! দেবেন?

২১ শে মার্চ, ২০১২ রাত ১১:২৮

শায়মা বলেছেন: দেবো তো।

যার যেটা চাই সব পাওয়া যাবে।:)


:)

৬৯| ২১ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৬

আকাশ০৭ বলেছেন: এগুলা বানানো কোন ব্যাপার হল!! হুদাই সময় নষ্ট করছ। B-)

যাই হোক আসল কথাটা বলি, আমরে তোমার ফিঙ্গার পাপেটটা দিওতো। খুব একটা সুন্দর হয় নাই তাও দিও।

২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: ওকে ওকে তাই হবে।


আরও একটা সুন্দর করে বানিয়ে তোমাকে দেবো আচ্ছা?:)

৭০| ২২ শে মার্চ, ২০১২ রাত ১:০১

রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন: ছি ছি ছি আমার মত একজন ভোলেভালা মানুষকে কেউ হিংসা করে!!!!!!!!!

এই রকম বহুমুখী গুণ থাকলে সবাই করবে।


যাহোক এখনো হিংসা করা শুরু করিনি, কেবল মনে জাগ্রত হয়েছে।

২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:০৮

শায়মা বলেছেন: জাগ্রত হিংসাকে আবার ঘুম পাড়িয়ে দাও।:)

৭১| ২২ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩৩

রিমঝিম বর্ষা বলেছেন:

হুম। ভীষণভাবে তোমার সুখে হিংসিত হয়ে আকুল প্রার্থনা করি ঈশ্বরের কাছে খুব তাড়াতাড়ি তিনি যেন তোমাকে ফুল টাইম বেঁধে ফেলার ব্যবস্থা করেন। ;) ;) ;) B-))

২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: হায় হায় ফুল টাইম তো বাঁধাই থাকি। তবে কাজটা হলো খই ভাজা।:)

৭২| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২০

আবু সালেহ বলেছেন: আমার বাড়িতে প্লেন লেন্ড করার জায়গা নাই....... :(( :((

আমার গিফট চাই চাই............


কেমনে দিবা তা জানি না.... :( :(

২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: ঠিকানা পাঠায় দাও। পরী উড়ে গিয়ে টুপ করে ফেলে দিয়ে আসবে।:)

৭৩| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৮

রোকন রাইয়ান বলেছেন: X(( X(( X(( X((
মন্তব্যের ভাষা হরিয়ে ফেললুম....

২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: হা হা হা

আমিও এমন মাঝে মাঝেই হারাই।:)

৭৪| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩০

রোকন রাইয়ান বলেছেন: যাক শুভেচ্চা যানাইলাম, এন্ড প্লাসাইলাম....

২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!:)

৭৫| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩১

রোকন রাইয়ান বলেছেন: ওহ মনে পড়ছে
আপনি আসলেই পরি................................

২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: তাইলে তুমি কি ভাবো আমি এমনি এমনি বলি !!!!!!





:P

থ্যাংক ইউ ভাইয়া।:)

৭৬| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৫:০৮

শাহেদ খান বলেছেন: দারুণ !!!

বিশেষ কারিগরি বিদ্যা সংকলন পোস্ট- এ অসংখ্য +++++++++

পোস্ট অবশ্যই প্রিয়তে আপু !!!

সত্যি দারুণ কাজ ! সবকটা'তে ভাল লাগা !!! :)

২২ শে মার্চ, ২০১২ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!!!!!!!!

:P

৭৭| ২২ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৮

একজন বাউন্ডুলে বলেছেন: +++++++++ :)

২৩ শে মার্চ, ২০১২ সকাল ১১:৫০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!:)

৭৮| ২৩ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৪৭

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: শায়মা মনি এতোকিছু কেমনে জানেন আপনি ? টুং টাং মাটির বেল দুইটা আমি নিয়ে গেলাম । রং পছন্দ হয়েছে তাই ।

২৩ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: আরও অনেককককককককককককক বানিয়েছিলাম। :)


তোমাকে এই দুইটার মত ঠিক ঠিক আরও দুইটা দিয়ে দিলাম। এটা আবার আর একজন আগেই নিয়ে গেলো তো!!!!!!!!!!!!!:(


তোমাকে ঠিক এমন দুইটার সাথে সাথে আরও দুইটা মোট চারটা দিলাম।:)

কেমন আছো আপুনি???

৭৯| ২৩ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১৯

রেজওয়ান তানিম বলেছেন: শায়মাজী আমাদের আর কত লুকিয়ে রাখা গুন যে দেখাবে ?

মাঝে মাঝে লজ্জায় পড়ে যাই

কবি, আপনার শিল্পী সত্ত্বা দেখে চমিকত হলাম।

প্রিয়তে গেল পোস্ট।

২৩ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: কবির শিল্পসত্বা!!!!!!!!!


তাহাকেই বলে জগাখিচুড়ি.........:)

৮০| ২৩ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫২

সমুদ্রপুত্র বলেছেন: বাহ!!

২৩ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সমুদ্রপুত্র!!!!!!!:)

৮১| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

জামিনদার বলেছেন: কি সুন্দর করে বানিয়েছো আপু।

২৩ শে মার্চ, ২০১২ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: এতদিন পর????


থ্যাংক ইউ ভাইয়া।:)

৮২| ২৩ শে মার্চ, ২০১২ রাত ১১:৩১

ইন্জিনিয়ার জনি বলেছেন: ভালো আছি আপু...
তোমার কি খবর? বাসার সবাই ভালো তো? :)

২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:১৫

শায়মা বলেছেন: আমি ভালো আছি।
সবাই ভালো আছে।

তবে একটা কাজ নিয়ে মহা ব্যাস্ত আছি।

৮৩| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:০৪

বড় বিলাই বলেছেন: মাঝে মাঝে ইচ্ছা হয় গ্লাস পেইন্ট করার চেষ্টা করি। কিন্তু সময়ও পাই না, আর সময় পেলে আলসেমী ধরে। আপনার প্রতিভা দেখে তো মুগ্ধ হই সব সময়, ধৈর্য্য দেখে হিংসাও লাগে।

২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:২০

শায়মা বলেছেন: গ্লাস পেইন্ট খুবই স হ জ আপুনি। শুধু দরকার একটু সময় আর ধৈর্য্য।:)

৮৪| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:২১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

আমি খুব ভালো চা কফি বানানো শিখেছি। ভাবছি একটা দোকান দেব :) ছেলেপেলে পড়িয়ে বিকাল পাঁচটা থেকে ৯টা কফি শপে বসবো। যারা কফি খাবে তাদের একটা করে স্যুভেনির দেয়া হবে। স্যুভেনির সরবরাহের দায়িত্ব শায়মার ;)

২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৯

শায়মা বলেছেন: ওহ কি কি চা বানাতে পারো?

নানা রকম চা নাকি শুধুই একরকম / দুই রকম ( দুধ চা র লেবু চা)চা বানিয়েই ভাবছো সব শিখে গেছো।



এক/ দুই রকম চায়ের জন্য কেউ দোকানেই আসবেনা।:P

৮৫| ২৪ শে মার্চ, ২০১২ রাত ২:৩২

মুনসী১৬১২ বলেছেন: শ্যাম্পু তুমি আসলেই জিনিয়াস......................


২৪ শে মার্চ, ২০১২ সকাল ৭:১১

শায়মা বলেছেন: :P

:P

:P

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জিনিয়াস বলার জন্য মুনসীভাইয়া।:)

৮৬| ২৪ শে মার্চ, ২০১২ সকাল ৭:৪১

এস এ মেহেদী বলেছেন: কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি....
জানার মাঝে অজানারে করেছি সন্ধান..........
--------------
এতোটা ভালো লেগেছে যে, ভাষায় প্রকাশ করার মতো নয়।


সবসময় ভালো থাকুন, শুভ কামনা আপনার জন্য।

২৪ শে মার্চ, ২০১২ সকাল ৭:৫৬

শায়মা বলেছেন: ভাইয়া

সেদিন এই গানটাই আমাকে এই পাগলামী পোস্টটা লিখয়েছিলো।

গানটা শুনো লিন্কটা থেকে।

অনেক ভালো লাগবে।

এই দুই শিল্পীর রবীন্দ্র সঙ্গীত আমার অনেক অনেক প্রিয়।

কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি....
জানার মাঝে অজানারে করেছি সন্ধান..........

এ তিন লাইন আমারই মনের কথা।:)


আকাশ ভরা সূর্য্য তারা, বিশ্ব ভরা প্রাণ
তাহারি মাঝ খানে আমি পেয়েছি,
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান!!!



আর এ কটা লাইনের মত আমি বিস্মিত!!!

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।

অনেক অনেক থ্যাংকস তোমাকে।

৮৭| ২৪ শে মার্চ, ২০১২ সকাল ৭:৪৬

নীলাঞ্জনানীলা বলেছেন: এতো গুণী ! আমি পারবোনা বানাতে এসব---আমাকে দেবে তো বোনদিদি ? :)

২৪ শে মার্চ, ২০১২ সকাল ৭:৫৭

শায়মা বলেছেন: পারবেনা এই কথা মানতে পারলাম না।:(

এইসব হাবিজাবি বাচ্চারাও পারবে।:P

তবুও তোমাকে সব দিয়ে দেবো এমনি এমনিই আপুনি।:)

৮৮| ২৪ শে মার্চ, ২০১২ সকাল ৯:৫৯

েরজা , বলেছেন:

বিরাট প্রতিভা ।
তুমি বড় হলে বিরাট কিছু একটা যে হবা এ বিযয়টা সন্দেহাতীত ।


আমাকে একটা বানর বানায়ে দিবা ?
বানর আমার ফেভারিট ।
আমার রুমে দুইটা বানর ( আমি ছাড়া )

আমার গাড়িতে দুইটা বানর ( আমি ছাড়া )


২৪ শে মার্চ, ২০১২ সকাল ১০:১২

শায়মা বলেছেন: আহা তুমি ছাড়া না???????????????????


তুমি সহ কয়টা ভাইয়া???:P


তোমাকে অবশ্যই একটা বানর বানায় দেবো।

মেইল করে এ্যাড্রেস দিয়ে দিও।

পহেলা বৈশাখের আগেই। :)

৮৯| ২৪ শে মার্চ, ২০১২ সকাল ১০:০৭

কান্টি টুটুল বলেছেন:

সব গুলাই সুন্দর,তবে টিস্যু বক্সটা অসাধারণ

২৪ শে মার্চ, ২০১২ সকাল ১০:১৩

শায়মা বলেছেন: আমিও অবাক ভাইয়া!!!


এত এত হাবিজাবি কাজগুলা দেখেই চিনতে পারি সেসব আমার করা।

টিস্যুবক্সটা দেখে আমি নিজেই অবাক!!


ইহা কি আমি বানাইছিলাম!!!!:P

৯০| ২৪ শে মার্চ, ২০১২ সকাল ১০:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব কটা আমার পেতে ইচ্ছে করছে,,,,,,,,,,,,উহ্ কি সুন্দর

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: সবগুলো তোমাকে দিয়ে দিলাম।:)

৯১| ২৪ শে মার্চ, ২০১২ সকাল ১০:৫২

নাফিজ মুনতাসির বলেছেন:
সবগুলো আমার লাগবে............ছোটবোনদের দিবো.........কোন দাম দিতে পারবো না....আগেই বলে দিলাম.......না দিলে কথা বন্ধ তোমার সাথে...............

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: সবগুলো তোমাকে আর ছোট আপুটাকে দিয়ে দিলাম ভাইয়া~!!!!!!!!!!!!!!!!!!!




না না দিয়ে দিলাম তো । নো কথা বন্ধ!!!!!:(

৯২| ২৪ শে মার্চ, ২০১২ দুপুর ২:৫২

মুনসী১৬১২ বলেছেন: আমিও বান্দল নিবোোোোোোোোোোোোোোোোোোোোোোোো

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: হায় হায় সব্বাই বান্দলেল এত্ত ফ্যান দানতাম নাতো।:(

৯৩| ২৪ শে মার্চ, ২০১২ দুপুর ২:৫৭

অপু তানভীর বলেছেন: আপু, আপনার কাজ কারবার যত দেখছি তত আপনার ভক্ত হয়ে উতছি।

গাঁয়ের সবুজ শ্যামল পথে কখনও হাঁটা হয়নি আমার। তবুও এ গানের কথাগুলো নিয়ে যায় আমায় কোনো অজানা সবুজবনে, শিশির ভেজা ঘাসে পা ভিজিয়ে হাঁটি আমি, প্রাঙ্গনের এক চিলতে ছোট্ট সবুজ লনে হাঁটতে গিয়ে চোখ বুজে ঠিক ঠিক খুঁজে পাই সেই গন্ধরাজ বা দোঁলনচাপার ঘ্রান আর বুকের মাঝে গুনগুনিয়ে বাজে এই গান।

আমার বাড়ি আপনার দাওয়াত রইল । আর কিছু না পারি এই ইচ্ছা টুকু আমি পুরন করতে পারবো ।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: তোমার বাড়ি যাইবো আমি বসতে দিও পিঁড়ে
জলপান যে করতে দিও শালিধানের চিঁড়ে
শালিধানের চিঁড়ে দিও বিন্নি ধানের খই
কালো গাই এর দুধ দিয়ে গামছা বাঁধা দই।:)


ওকে যাবো তোমার বাড়ি ভাইয়া।:)

৯৪| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫৪

রাজামশাই বলেছেন: এইগুলান দিয়া কি করে ?

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: এইগুলান দিয়ে তাকায় তাকায় দেখে।

জানো রাজামশাই ভাইয়া ।একদিন ৬ রিখটার স্কেলে ভুমিকম্প হোলোনা???? সেদিন আমি জাপানিজ পুতুলটা বানিয়ে সেটার দিকে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। একবার এইদিকে দেখি আরেকবার ঐ দিকে। একদম মেঝের উপর বসা ছিলাম তবুও কিছুই বুঝলাম না। এইদিকে বাসার সবাই ভয়ে দৌড়াদৌড়ি। আমি কিছুই বুঝিনি দেখে সবার বকাবকি।:(


আমি অবশ্য মনে মনে হাসছিলাম। যাক মরে গেলে অবাক হয়ে সুন্দর একটা পুতুল দেখতে দেখতে মরে যেতাম। ভয় পেয়ে মরার থেকে আনন্দের মাঝেই মরা ভালো তাইনা বলো?:)

৯৫| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৮

মোঃ মজিবুর রহমান (সাগর)্ বলেছেন: তুমি দিবে, দিবে মোরে একটা বানায়ে
যা নিয়ে হবো আমি ধন্য,
আমিতো নই তোমার মত গুণী
তুমি যে এক গুনবতি অনন্য।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া।


ওকে বানায় দেবো একটা পুতুল ....:)

৯৬| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৫৪

তামান্না তাম্মি বলেছেন: আপুতো দেখি অনেক কিছু করতে পারো :)
আমি ও পারি কিন্তু বলিনা ;) :P

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৩

শায়মা বলেছেন: বলো বলো শিঘ্রী বলো।

আর একটু দেখাও, আমাদেরকে শিখাও।

৯৭| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১২:২৭

নাঈম আহমেদ আকাশ বলেছেন: আপ্নে মনে হয় একটু বেশি ই কাজ করতে পছন্দ করেন । আমারে একটা বানায়া দেন না,পিলিজ লাগে ।

৫১ তম ভালোলাগা ।

২৫ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: ওকে ওকে কি বানায় দেবো???

কি চাও বলো???

৯৮| ২৬ শে মার্চ, ২০১২ রাত ১:০৯

মুনসী১৬১২ বলেছেন: শ্যাম্পু আপ্পি ক্যামন আছো...........

২৬ শে মার্চ, ২০১২ রাত ১:২০

শায়মা বলেছেন: ভালো আছি।:)


তুমিও ইনশাল্লাহ ভালো আছো।:)

৯৯| ২৬ শে মার্চ, ২০১২ রাত ২:০৭

মুনসী১৬১২ বলেছেন: ভাল --
তুমি এতো রাতে?

২৬ শে মার্চ, ২০১২ সকাল ৯:১৫

শায়মা বলেছেন: আজকে ছুটিনা???


তাই একটু রাত জেগেছিলাম কালকে??


কেনো আমার রাত জাগা কি মানা???:(

১০০| ২৬ শে মার্চ, ২০১২ ভোর ৬:৩৯

এস এ মেহেদী বলেছেন: গানটা শুনলাম। অসাধারণ!

ভালো থাকুন সবসময়।

২৬ শে মার্চ, ২০১২ সকাল ৯:১৬

শায়মা বলেছেন: এটা শোনো এইবার ভাইয়া।:)

http://www.youtube.com/watch?v=0p4NgPz3ir8

১০১| ২৬ শে মার্চ, ২০১২ সকাল ১১:৩৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: বাহ অসাধারণ।এক কথায় অসাধারণ।আমার পক্ষ থেকে এই ছোট্ট উপহার।

২৬ শে মার্চ, ২০১২ সকাল ১১:৪০

শায়মা বলেছেন: বাহ বাহ !!!


তোমার জন্য এই গানটা

Click This Link

১০২| ২৬ শে মার্চ, ২০১২ সকাল ১১:৩৭

মুনসী১৬১২ বলেছেন: না মানা কেনো .. তবে তুমিই তো বলো তুমি রাত জাগতে পার না........... গুড বয়, আরলি রাইজার............ :-B :-B

২৬ শে মার্চ, ২০১২ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: ওহ হ্যাঁ তবে ছুটি থাকলে জাগা যায়।:)

১০৩| ২৬ শে মার্চ, ২০১২ সকাল ১১:৪৫

মামুণ বলেছেন: চ্রম । +++++++++++++

২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!:)

১০৪| ২৬ শে মার্চ, ২০১২ সকাল ১১:৪৭

~মাইনাচ~ বলেছেন:

এটাকি আমাকে দেবেন? /:)

২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন: দেবোনা!!!!!!!!!!!

তাই কি হয়!!!!!!!!!!!!


তুমি না আমার কত্ত প্রিয় ভাইয়া!!!!!!!!!!!:)

১০৫| ২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:১৪

সািময়া রুপন্তি বলেছেন: ও আপু!!! বাসার ঠিকানা দাও জলদি করে!!! আমি শিখতে আসছি!!!

বাই দা ওয়ে, টিস্যু বক্সটা সবাই যা বলবে তা থেকে ১ তাকা বেশী দিব!! দিবে আমাকে???

২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: হা হা হা তোমাকে কোনো টাকাই দিতে হবেনা।


তোমাকে এমনি এমনি দিয়ে দেবো আপুনি।


তোমার বাসার ঠিকানাটাই বরং দাও।

আমি তো আকাশে থাকি আকাশের ঠিকানায় মানুষরা আসতেই পারেনা।

তাদের কি আর পাখা আছে বলো???:(

১০৬| ২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:২২

জেনারেশন সুপারস্টার বলেছেন: কেন আপনি ভূত নাকি?X(

২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: ভুতের মতই।

প্রায় কাছাকাছি গেছো ভাইয়া।


:P

১০৭| ২৬ শে মার্চ, ২০১২ দুপুর ২:৪৭

আবু সালেহ বলেছেন: পরী আসলে বিপদ আছে ...
গিফট নিয়া আসবে কিন্তু দেখা যাবে গিফট আর আমি দুজনকেই নিয়ে লাপাত্তা হয়ে যাবে :P :P :P :P ....পরে আম আর ছালা দুটোই যাবে............. ;) ;) ;) ;)

২৬ শে মার্চ, ২০১২ বিকাল ৩:০০

শায়মা বলেছেন: এত বুড়া ধাড়ি ছেলেকে বুঝি পরী নেয়!!!


আমি তো শুনেছি ছোট ছোট বাবুদেরকে পরী তুলে নিয়ে যায়।

তুমি নিশ্চয় আল্লাহর রহমটে ছোট্ট বাচ্চা না।:)

১০৮| ২৬ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১০

~মাইনাচ~ বলেছেন: আমি শুনেছি যে, সুন্দর বাচ্চাদের পরীরা এসে তুলে নিয়ে নেয়। সত্যি নাকি?? :|

২৬ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: ঠিক ই শুনেছো।

আমিও তেমনি শুনেছি।

তবে নিশ্চয়ই কেলেভুত টাইপ ছেলেদেরকে নেয়না।

কাজেই কেলেভুতদের কোনো ভয় নেই।:)

১০৯| ২৬ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৬

যুধিষ্ঠির বলেছেন: ব্যপুক হইসে! কিন্তু গ্রামের পথে হাঁটেন নাই ক্যান? :-* হাঁটা উচিত

২৬ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: ওকে এইবার হাঁটবো।:)

১১০| ২৬ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

ফাহিম আহমদ বলেছেন: না আর পারলাম না,, আপু তোমার কাছে লেখা লেখি শিখতে হবে,,

২৬ শে মার্চ, ২০১২ রাত ৯:১২

শায়মা বলেছেন: লেখালিখি!!!!

না কি পুতুল বানানো বানানি।:)

১১১| ২৬ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: বুঝেছি।পেত্নী:-&:-/:-*B:-)

২৬ শে মার্চ, ২০১২ রাত ৯:১২

শায়মা বলেছেন: মরার পর পেত্নী হয়ে গেছি।:(

১১২| ২৬ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

আমি ভাল আছি বলেছেন: কি লম্বা লম্বা নখ গুলো গজাইছ!!!!

২৬ শে মার্চ, ২০১২ রাত ৯:১৫

শায়মা বলেছেন: পেত্নীদের নখ লম্বা লম্বা হয় জানোনা???:P

১১৩| ২৭ শে মার্চ, ২০১২ ভোর ৫:৩৩

আমি ভাল আছি বলেছেন: তুমি পরী থেকে পেত্নী হলে কবে????

২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: এই তো বেশী দিন না।

কিছুদিন হলো হয়েছি।:)

১১৪| ২৭ শে মার্চ, ২০১২ ভোর ৬:৪২

এস এ মেহেদী বলেছেন: ওয়াও!
অসাধারণ!
কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রবাসের ব্যস্ততার জন্য অনেক প্রিয় গান শুনা হয় না। এখন দেখছি সময় পেলে আপনার ব্লগবাড়িতে আসতে হবে গানের টানে।

অনেক অনেক ভালো থাকুন।

২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৬

শায়মা বলেছেন: অবশ্যই কি গান শুনতে চাও বলেই দেখো একবার।


তবে রবীন্দ্র সঙ্গীত হতে হবে।:)

১১৫| ২৭ শে মার্চ, ২০১২ সকাল ১০:৩৫

রোকন রাইয়ান বলেছেন: আপনার নাম তাইলে শ্যাম্পু আপি..
যাক নতুন শুনলাম... B-) B-)

২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: আমি শুধু মুনসীভাইয়ার শ্যাম্পু আপি।

১১৬| ২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২২

হাসান যোবায়ের বলেছেন: খাইছে!! আপনার দেখি প্রতিভার ছড়াছড়ি :D :D
আমারে কিছু বানাই দিয়েন। শেভ করার কিছু খালি বোতল আছে /:) /:) /:)

২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: খালি বোতল দিয়ে কি করে গ্লাস পেইন্ট ডেকোরেশন পিস বানাতে হয় সেতো লিন্কে দেওয়াই আছে।:)

নিজেই বানিয়ে ফেলো।:)

তুমি না আমার জিনিয়াস ভাইয়া!!!!!!!!:)

১১৭| ২৭ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৭

কবি আফতাব হোসেন বলেছেন: হিপ্নস এর চবি বানাটে ফাড়ভেন?


হিপ্নোথেরাপি ৮৫ ভাগ মানুষকেই স্বাভাবিক করে তোলে...

২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: হিপ্নস এর ছবি এরপর বানাবো।

তারপর সেটা তোমাকে দিয়ে দেবো। যেন তুমি এরপর থেকে স্বাভাবিকভাবে বানান লিখতে পারো।:)

১১৮| ২৭ শে মার্চ, ২০১২ রাত ১১:৫৪

গানচিল বলেছেন: পুরোটা পড়লাম এবং শিল্পকর্ম দেখার পর মনে হল " তুমি কেমন করে কাজ কর হে গুনী"। আচ্ছা এগুলোর একেকটা তৈরী করতে কতটা সময় ব্যয় হয়েছে?
পোস্টে প্লাস। শিরোনাম সহ গানটা আমার ও খুবই প্রিয়। তবে সাগর সেনের কন্ঠে।

http://www.youtube.com/watch?v=pR4CgbT_WEE

২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: এইগুলা অবশ্য কাজ না ভাইয়া। এইগুলার নাম অকাজ!!!:P

এইগুলা বানাতে সময় নিয়ে ভাবলে আর বানানোই হতনা তাই বানানোর সময় ঘড়ির দিকে তাকায়নি।:(


তোমার গানটার জন্যও অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

১১৯| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫৩

মাহফুজার রহমান বলেছেন: তুমি ভালো আছ?

ইমদাদুল হক মিলনের একটা লেখায় পড়েছিলাম
একটা সুন্দর আপেলের ভেতর খেকে কীট বেরিয়ে আসতে দেখলে ভীষণ খারাপ লাগে।

তেমনি খারাপলাগা কাজ করছে।
ভালালাগার সময়গুলো কেন যে এত ক্ষণস্থায়ী?
যা হোক তুমি ভালো থেকো।

২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: আমি ভালো আছি ভাইয়া।

শুনো আপলের কীট নিয়ে এত ভেবোনাতো।

সবকিছু পজিটিভলী নেবে। খারাপ লাগাটা দূর করে দাও।

তুমিও ভালো থেকো অনেক অনেক।:)

১২০| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:০৩

খন্ডকাব্য বলেছেন: আমার জন্য কি রাখছেন মডু আন্টি ;) ;) :P :P

২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: আমার এই মডেল হবার গল্প আমি কখনও কাউকে বলিনি। তুমি ফাঁস করে দিতে আসছো কেনো???

যাও কিচ্ছু দেবোনা তোমাকে। X(

১২১| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৭

খন্ডকাব্য বলেছেন: আইচ্ছা ফাঁস করুমনা :) :D


এখন বল আমার জন্য কি রাখছ

২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১১

শায়মা বলেছেন: মাইর!!!!!!X(

১২২| ২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৪

খন্ডকাব্য বলেছেন: ভাল হচ্ছে না কিস্তু X( X((


একদম হাটে হাড়ি ভেঙ্গে দিব ;) ;) :P :P

২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: এহ

এহ

এহ!!!!!!!!!!!


তাইলে আমি আমার লাঠিয়াল ভুতগুলো পাঠায় দেবো।:)

১২৩| ২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৫

মাহফুজার রহমান বলেছেন: ঘটনা কি?
তুমি মডারেটর হয়েছ নাকি?
মডেল কিসের তাও তো বুঝছি না?

নখ কাটা হয়েছে তো দেখলাম না?
এখন আমি ওএসডি
কাজ নাই বেতন পাই, তবে ভালো লাগে না। X(

২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: ভাইয়া
খন্ডকাব্যের মাথায় গন্ডোগোল আছে।

তুমি ওর কথায় চোখ কান দিওনা।



নখ কেটে ছবি দিতে হবে নাকি!!!!!!!!!!!!!!!


মরেছি!!!!!!!!:((

ভাইয়া দুনিয়াই কি একটা কাজ???

কত কাজ আছে!!!!!!!!!!!


ওএসডি কিছুইনা।

আরাম করে সময় কাটঅ আর তারপর নতুন জব খুঁজে নাও।

পৃথিবীতে কোনো কিছুর অভাবেই কিছুই বন্ধ থাকেনা।:)

১২৪| ২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

মাহফুজার রহমান বলেছেন: মিথ্যে কেন বলো তবে
কেন করো শপথ
প্রতারণায় মজা লাগে
অন্যের হয় বিপদ

কামলা আমি
কাজও জানি, ভাবনা কিছু নাই।
তোমার কাছে চিরদিনই
সততাটুকুই চাই।

ছবি লাগবে না
সত্যি বললে, সত্যি মেনে নেবো।
আমি মিথ্যে এবং মিথ্যেবাদীকে উভয়কে ঘৃণাকরি।

২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: সত্যি কাটিনি কিন্তু!:(

এতদিনের অভ্যাস বদলাতে সময় লাগবেনা???:( :( :(

১২৫| ২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৩:২৭

মাহফুজার রহমান বলেছেন: ব্লগে আস যাও
মন্তব্য নাই? X(( X( |-)

২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: আমি লগ ইন করে আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম ভাইয়া।:(

১২৬| ২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৪৯

আমি কবি নই বলেছেন: ...টিস্যু বক্স চাই...

২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: ওকে ওকে


তাহাই হইবেক।:)

১২৭| ২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫৯

আবু সালেহ বলেছেন: আমি যতদূর জানি যখন নেয় তখন ছোট আর বড় বিচার করে না....... :P :P :P ;) ;)

২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৩

শায়মা বলেছেন: হায় হায় তাই নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


তাইলে তো তোমার মহা বিপদ!!!!!!!!:(

১২৮| ২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৪৭

নাদিয়া জামান বলেছেন: উফ এত্ত এত্ত ভালোলাগা এই পোস্টের জন্য

প্রিয়তে ই থাকুক

চেষ্টা নিতে হবে তবে
ডিম পুতুল ই বেশী ভাল লেগেছে

২৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: ডিমপুতুল অনেক অনেক সোজা আপুনিমনি।

রোলিং/মুভিং আই কিনতে পাওয়া যায় গাউসিয়ার রংবিতানে।

১২৯| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:২০

নাদিয়া জামান বলেছেন: :(( :(( :(( :((
আহা বাংলাদেশে থাকলে এক্ষুনি চলে যেতাম গাউসিয়ায় এগুলি কিনতে ...
এমন টুকটাক হাতের কাজ করতে খুব পছন্দ করি কিন্তু দেশের বাইরে থাকায় এখন আর তেমন করা হয়ে ওঠে না। তবু কিছুদিন আগে ইচ্ছে হল ফেব্রিকের একটা চাদর করবো। বাংলাদেশে যে রঙের দাম ২০টাকা সেই রং লন্ডন থেকে কিনলাম ৩০০টাকায় তারপর একটা চাদর করেও ফেললাম .
বিদেশে থেকে এমন সখ খুব একটা মেটানো যায় না তবু চেষ্টা করি

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:২৮

শায়মা বলেছেন: বাহ আপু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


অনেক সুন্দর হয়েছে!!!!!!!!!!!!!!


আসলেই.........................:)

১৩০| ৩০ শে মার্চ, ২০১২ ভোর ৫:১৬

রিয়েল ডেমোন বলেছেন: বাহ আপু তুমি তো দারুন গুণী!!!

তোমার মত তোমার ছোট কোন বোন আছে? :#>

অফটপিক: কাজিন হলেও চলবে :!>

৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১:১৭

শায়মা বলেছেন: আছে তবে তাহারা সবাই তোমার বড় আপুর বয়সী।


:(

:(

:(

১৩১| ৩০ শে মার্চ, ২০১২ সকাল ১০:২২

আরজু পনি বলেছেন:

এটাতো একটা দরুণ সংকলণ হলো :-B :-B :-B
আমি আপাতত প্রিয়তে নিয়ে রাখি এরপর আমার মেগা সংকলণে নিয়ে রাখবো।
অনেক ধন্যবাদ শায়মা এমন চমৎকার একটি পোস্টের জন্যে তবে.... তবে.... আমার গিফ্ট??!!

৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১:২১

শায়মা বলেছেন:



এই যে তোমার গিফট!!!!!!!!!!!!:)

১৩২| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:৫০

মুনসী১৬১২ বলেছেন: রিয়েল ডেমোন বলেছেন: বাহ আপু তুমি তো দারুন গুণী!!!

তোমার মত তোমার ছোট কোন বোন আছে? :``>>

অফটপিক: কাজিন হলেও চলবে :`>

লেখক বলেছেন: আছে তবে তাহারা সবাই তোমার বড় আপুর বয়সী।


=p~ =p~ =p~

৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: :P

১৩৩| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ২:৫১

মুনসী১৬১২ বলেছেন: মডেল গর্প শুনবোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোো

৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: সব গল্প শোনানো যাবেনা।:P

১৩৪| ৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৫

জেনারেশন সুপারস্টার বলেছেন: :-P :-P :-P

৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: কি হয়েছে ভাইয়া?



এমন বমি বমি চেহারা কেনো???:(

১৩৫| ৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২২

জেনারেশন সুপারস্টার বলেছেন: বুঝাইতারলামনা :((

৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৯

শায়মা বলেছেন: হা হা বুঝাইতারলে তো।


ইমো দেখেই বুঝতে পারছি তোমার বমি বমি লাগছে।:P

১৩৬| ৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩২

জেনারেশন সুপারস্টার বলেছেন: :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :!> :#> :|| :> :-< |-) /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~

এইবার?????

৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৬

শায়মা বলেছেন: এইটা তো সর্বকিছুর জগাখিঁচুড়ি।

আই মিন কনফিউসড।:)

১৩৭| ৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: হিহিB-))

৩০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া নো মোর হি হি হে হে

আমি বাইরে যাচ্ছি।:)

অতএব আপাতত টা টা বাই বাই ......:)

১৩৮| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৩৭

সাইফুলহাসানসিপাত বলেছেন: তোমার দেয়া অনেকগুলো লিংক দেখেছি । তুমি সত্যিই অনেক কষ্ট করেছ এগুলো বানাতে । টিস্যু বক্স আইডিয়াটা খুব সুন্দর লাগল ।

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৪২

শায়মা বলেছেন: বেশী কষ্ট করিনি।

এসব মজার কাজ।


কষ্ট হয়না।:P

অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

১৩৯| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :| :|

৩০ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৯

শায়মা বলেছেন: হায় হায় আবারও সেই মুখ!!!!!!!!

১৪০| ৩১ শে মার্চ, ২০১২ ভোর ৬:০৯

তিথির অনুভূতি বলেছেন: শায়মার জন্য অনেক ভালবাসা,
তুমি এমনিই মিষ্টি মিষ্টি আরো কাজ কর ;) ;)

৩১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ তিথিমনি।:)

১৪১| ৩১ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৬

এস এম ফারুক হোসেন বলেছেন: ;)

৩১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: :):)

১৪২| ৩১ শে মার্চ, ২০১২ রাত ১১:৫৯

দুর্বার বলেছেন: How are you saima apu? :)
Apne jeno kothai job koren?

০১ লা এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৪

শায়মা বলেছেন: কোথায় যেনো করি!!!:(


ভুলে গেছি তো ভাইয়া.........:(:(

তুমি জানো নাকি???:P

১৪৩| ০১ লা এপ্রিল, ২০১২ ভোর ৫:১৮

অন্ধ দাঁড়কাক বলেছেন: আমি শিওর এইগুলা সব কপি-পেস্ট X(( , বিভিন্ন ছবি দিয়ে নিজের নামে চালিয়ে দেয়া হচ্ছে X( । একজন মানুষের একসাথে এত প্রতিভা থাকতে পারেনা, থাকা উচিত না। সব প্রতিভাহীন মানুষের পক্ষ হয়ে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইরকম অসম প্রতিভা বন্টন মানিনা, মানবোনা। আমাদেরকে কিছু প্রতিভা এমনি এমনি দিতে হবে, শুধু শিখিয়ে দিলে হবেনা, আমাদের শিখতে কষ্ট হয়। নাহলে চরম আন্দোলন শুরু হবে। X(

০১ লা এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: এই কথা কিন্তু আরও কেউ কেউ বলেছিলো যে ইহা মোটেও একজন মানুষের ব্লগ না।


হি হি হি এই সব হাবিজাবি কাজ করাকে তোমরা যদি প্রতিভা বলো।


তাইলে আমার থেকে বড় অং বং আজগুবী, বাজগুবী কাজে প্রতিভাবান আর কেহো নাই।

কেমন আছো দাঁড়কাকভাইয়া???

তোমাকে অনেক কম কম দেখি।

১৪৪| ০১ লা এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৮

মাথা খারপ মানুষ বলেছেন: ইদানিং ব্লগে দেখিনা ক্যা X(

নতুন পোষ্ট কই?

০১ লা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: ইদানিং আমি মহা ব্যাস্ত আছি ভাইয়া।:)

নতুন পোস্ট আসিতেছে।:) :)

১৪৫| ০১ লা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

সোমহেপি বলেছেন: আপনি কোন জিনিস কিনলে ঠগবেন না।সেই চান্স নাই।আপনি যারে ইয়ে করবেন তার কপাল ভালা হইব।কোনকিছু আর কিনইন্যা দিতে হইব না।

০১ লা এপ্রিল, ২০১২ রাত ৮:০২

শায়মা বলেছেন: হা হা হা


ভাইয়া একদিন থাই স্টল থেকে একটা সিরামিকের দুল কিনলাম আমার পরিচিত জনেরা বললো, এটা কি তুমি বানিয়েছো?/ আরেকদিন অন্জনস থেকে একটা হাতে আঁকা জটিল চিত্রের শাড়ি কিনলাম সবাই জিগাসা করলো তুমি বানিয়েছও???


আমি মনে মনে ভাবলাম হায়রে এত যদি পারতাম তাইলে কি আর আমি এইখানে থাকতাম???:P

১৪৬| ০১ লা এপ্রিল, ২০১২ রাত ৯:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: মুগ্ধ হলাম :) :-B

০১ লা এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: মুগ্ধ হবার জন্য অনেক অনেক থ্যাংকস শোভনভাইয়া।:)

১৪৭| ০১ লা এপ্রিল, ২০১২ রাত ১০:৪৪

নিশাচর ভবঘুরে বলেছেন: খুব তাড়াতাড়ি ডাকাত দলে নাম লেখাচ্ছি, সাবধানে রাখবেন সব :)

০১ লা এপ্রিল, ২০১২ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: হায় হায় নিশাচর ভবঘুরে থেকে নিশাচর ডাকাত!!!!!!!!!!


গেছি।:(

১৪৮| ০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:১৭

যাযাব৮৪ বলেছেন: আপু আমার টা তো পেলুম না

০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:৫২

শায়মা বলেছেন: হায় হায় কি যেনো গিফট চাইছিলা!!!!!!!!!!!!!


ভুলে গেছি তো!!!!!!!!!!:(

১৪৯| ০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:২৪

যাযাব৮৪ বলেছেন: আমার গিফট দাও...........

০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:৫৩

শায়মা বলেছেন: আরে কি গিফট মনে নাই তো!!!!!!!!!!!!

১৫০| ০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:৩০

যাযাব৮৪ বলেছেন: না দিলে......।




০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:৫৪

শায়মা বলেছেন: এই খেলনাটা খুব সুন্দর!!

ছোটবেলায় আমার অনেক ছিলো।:)

১৫১| ০২ রা এপ্রিল, ২০১২ রাত ৩:০৩

নাদিয়া জামান বলেছেন: আমিও চেষ্টা করলাম :D





০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৬:২৯

শায়মা বলেছেন: বাহ!!!!!!!!!!!!!!!!!

অনেক সুন্দর হয়েছে তো!!!!!!!!!

দেখলে তো চেষ্টা করলে কি না হয়!!!!!!!!!!!!:)

১৫২| ০২ রা এপ্রিল, ২০১২ সকাল ৭:২৬

সমানুপাতিক বলেছেন: খুব সুন্দর আপু। অনেক ভাললাগা তোমার জন্যে।

০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

কিন্তু প্রপিকে তুমি ম্যাথস ভালোবাসো জেনে ভয় পাচ্ছি।:(

১৫৩| ০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:২৯

আবু সালেহ বলেছেন: জেনে শুনে আমারে বিপদে ফালাইলা...... :-* :-* :-* :| :|

এখন আমি কোথায় যাই?????? :(( :(( :(( :(( :(( :(( :((

০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৪

শায়মা বলেছেন: আকাশে উড়ে আসতে হবে।


পাখা লাগবে পাখা???????????:P

১৫৪| ০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

মাহফুজার রহমান বলেছেন: জাতীয় ইস্যু নিয়ে কথা বলো..
তোমার ব্লগের পাঠক অনেক।
আমি এখন দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা-সংস্কৃতির গতি প্রকৃতি সম্পর্কে তোমার লেখা চাই। :|

০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: গেছি!!!!!!!!!!!!!


ভাইয়া আমার সাধ্যের বাইরে লেখা দিতে বললে তো শেষে তোমাকেই লিখে দিতে হবে।:(




:P

১৫৫| ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৩

মাহফুজার রহমান বলেছেন: চোখ বন্ধ রেখে কি প্রলয় বন্ধ করা যায়?

স্বাধীনতা নিয়ে ব্লগে লিখছো আর সে স্বাধীনতার মূল্য দেবে না?

দেশটা আমাদের তাই দেশের স্বার্থে এখনই কলম ধরো।

তুমি সচেতন এবং স্বাধীনতা সম্পর্কে অন্যদের সচেতন করাও তোমার জাতীয় দায়িত্ব। নতুন প্রজন্মের হাতেই নিরাপদ স্বাধীনতা আর গণতন্ত্র। লিখবে আর এভাবেই এটা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বড় একটি আন্দোলন হয়ে উঠবে।
ওয়ালস্ট্রিট, মিশরে যা সম্ভব তা আমাদের স্বপ্নে দেশে নয় কেন?
ধ্বংস নয় চাই উন্নয়নের রাজনীতি, সংসদ হোক রাজনীতির প্রাণকেন্দ্র। বিচারকরা হোন নিরপেক্ষ এবং ছাত্ররা থাক প্রকৃত শিক্ষা অর্জনে প্রত্যয়ি।

০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: এত কঠিন সব ভাষা দেখে ভয় পাচ্ছি কিন্তু ভাইয়া।:(

১৫৬| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৫

বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: পোষ্ট পড়িনাই। তবে কন্টেন্ট উপস্থাপনের স্টাইলটা মারেয়াত্মক :| ;)

০৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:২১

শায়মা বলেছেন: :P

১৫৭| ১০ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৬

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: :-B

সবগুলো চাই আমারররররররররররররর.............সব চাইইইইইই

:((

১০ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: সবগুলাই তোমাকে দিয়ে দিলাম আপুনি!!!!!!!:)

১৫৮| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৭

আমি কবি নই বলেছেন: ...টিস্যু বক্স এখনো পাইনাই X( X( X( X( X( X(( X(( X(( X(( X(( X((

১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৭

শায়মা বলেছেন: নতুন করে বানাচ্ছিতো।:)

১৫৯| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৮

মঈনউদ্দিন বলেছেন: চমৎকার

১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১৬০| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৭

মাহী ফ্লোরা বলেছেন: উফ এত্ত দারুন কেন? ইয়াম্মি আইসক্রিম টা দেখে তো আমি শেষ! সত্যিকারের ইয়াম্মি। আমি কিন্তু এক্ষুনি কামড় বসিয়ে দেব। :D

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: :P

এই আইসক্রিম বানিয়ে নিয়ে আমার স্কুল থেকে বাচ্চারা সব যখন গেট দিয়ে বের হচ্ছিলো।


মায়েরা সব অবাক হয়ে তাকিয়ে ছিলো এই গলগলে আইসক্রিম ভর দুপুরে বাচ্চাদেরকে দিলো কে!!!!


আমার বাচ্চার টনসিল, আমার বাচ্চার ঠান্ডা, জ্বর সর্দি কাশি।:(


হা হা হা হা :P

১৬১| ১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:০৬

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: ভালো আছি আপুনি ,

আপনি জানেন না, আমার ঘরের মানুষ গুলো অনেকটা হুমায়ুন আহমেদ এর
উপন্যাসের চরিত্রের মতো ,
ঠিক আছে , আপনি চার টা বেল ই দেন, তারপর চার জন এক সাথে বেল রিং করে বাসা অস্থির করবো

১৩ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: হা হা হা


আশে পাশের মানুষজন তাড়া করবে তো.........:P

১৬২| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৯

টুকিঝা বলেছেন: আমাকে দাও সব! :((

তুমি কেমন করে এসব কর হে গুণী???

সত্যিই এত গুণ তোমার আপি! এত এত! আমি মুগ্ধ! আমার ভাইটা বড় হলে তোমাকে ঠিক ঠিক আমার বউমনি করে আনতাম! :(

১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: তোমাকে সব দিয়ে দিলাম টুকিঝামনি.....:)

১৬৩| ২৪ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫১

শেরজা তপন বলেছেন: প্রতিভার এমন দারুন সদ্ব্যাবহার দেখে আমোদিত হলাম।

২৪ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৭

শায়মা বলেছেন: ভাইয়া আমাকে চিনতে পেরেছো??

১৬৪| ২৪ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫১

শেরজা তপন বলেছেন: হুম তা পেরেছি বৈকি...

২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৮:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। চেনার জন্য।:)

১৬৫| ৩০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৩

টাইরানোটাইটান বলেছেন: +++

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!:)

১৬৬| ৩০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

আফসিন তৃষা বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু। বিশেষ করে প্রথম ট্যিসুবক্স টা। আমিও এরকম জিনিস বানাতে পছন্দ করি :)

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!:)

১৬৭| ০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩১

শ্রাবণ জল বলেছেন: ওরে কী সুন্দর রে! :-*

০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!:)

১৬৮| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ আপনার সৃজনীশক্তি, আর কল্পনাশক্তিও। সেই সাথে রবীন্দ্রসঙ্গীতের উপর দখল তো রয়েছেই!
পোস্ট পড়ে ও দেখে মুগ্ধ! টিস্যুবক্স দুটো এবং ঘণ্টাদুটো খুব সুন্দর!
পোস্টের ২০৪০তম পাঠক হিসেবে ১৬৮তম মন্তব্য এবং ৭৪তম প্লাস রেখে গেলাম।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।

লাভ ইউ! :)

১৬৯| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।

লাভ ইউ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.