নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
যখন আমার রাগ হলো -
ইচ্ছে হলো দুহাত দিয়ে
দেই টিপে তার গলা,
আজীবনের জন্য ভুলুক
সকল ছলা কলা ।
দুমুখো সাপ, এক টানে তোর
ছিড়বো জিবের গোড়া
দশ টুকরো করে দেবো
এক টুকরোয় জোড়া।
আচঁডে দেবো? কামড়ে দেবো?
নাকি তুলেই আছাড় দেবো?
গুন্ডা দশেক লেলিয়ে দেবো
পাগলা কুকুর খেলিয়ে দেবো?
জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো
ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দেবো।
দুই হাতে কান মুলিয়ে দেবো
টান দিয়ে চুল ছিড়েই দেবো।
মৌচাকে ঢিল ছুঁড়েও দেবো
বিষাক্ত হুল ফুঁটিয়ে দেবো।
বাঘের খাঁচায় আটকে দেবো
কেইস দিয়ে ফাটকে দেবো।
জ্যান্ত পুঁতে কবর দেবো
পেপারে তার খবর দেবো
তলোয়ারটা শানিয়ে নেবো।
কল্লাখানা নামিয়ে দেবো।
বিষ শরবৎ গুলিয়ে নেবো
নিজের হাতে গিলিয়ে দেবো
আত্মারামটা দুলিয়ে দেবো
ভুতেরগলি পাঠিয়ে দেবো।
সুঁই দিয়ে মুখ সেলাই দেবো
উপর থেকে ফেলাই দেবো
ছাল ছাড়িয়ে শুঁকাই নেবো
ছাদের তারে মেলাই দেবো।
চামড়া দিয়ে ডুগডুগাবো
সারে গামা পাধা গাবো
কাঁটাঘায়ে লবন দেবো
গরম তেলে ফোঁড়ন দেবো।
গ্রাইন্ড মেশিনে গুড়গুড়াবো
মুড়ির মত মুড়মুড়াবো
ধোঁপার বাড়ি পাঠিয়ে দেবো
ধোলাই করে ফিরিয়ে নেবো।
ধোলাইখালেই পাঠিয়ে দেবো?
পার্ট বাই পার্ট খুলেই নেবো
জন্মেও আর জুড়বো না তা
হিংসুক আর মিথ্যে যা তা।
সমুদ্দুরে ডুবিয়ে দেবো
পাথর বুকে চাপিয়ে দেবো
রেইললাইনে ধরবো গলা
ঘুচবে তখন ছলাকলা।
ল্যাঙ মেরে ঠ্যাং ভেঙে দেবো
গাছের আগায় টাঙিয়ে দেবো।
নখের ডগায় পিন ফুটাবো
কানের গোড়ায় টিন বাঁজাবো।
বুকের পাঁজর মাড়িয়ে দেবো
অচিনপাখি উড়িয়ে দেবো
চৌদ্দপুরুষ ভুলিয়ে দেবো
ফুলিয়ে বেলুন ফাটিয়ে দেবো।
হাঙর দিয়ে খাইয়ে দেবো
ভাটির টানে ভাসিয়ে দেবো
হাজার মাইল হাঁটিয়ে নেবো
একশো বছর খাঁটিয়ে নেবো।
শিলনোড়াতে থেতলে দেবো
চপার দিয়ে চপচপাবো
টুকরো করে আঁচার দেবো
ভাতের সাথে মিশিয়ে খাবো।
না না ওকে কাঁচাই খাবো
লবন মরিচ মাখিয়ে নেবো?
ওয়াক থু থু ছুড়েই ফেলি
ট্রাকের চাঁপায় মেরেই ফেলি।
কিংবা টম আর জেরীর মত
হাতুড়ীটা জায়গামত
তাক করে ঠিক মাথায় মাঝে
ধাই করে দেই ঘিলুর ভাঁজে।
দেখুক সরষে ফুলগুলো সব
চোখের তারায়, ভীষন আজব
ভনভন ওর ঘুরুক মাথা
ধরবো সেথা উলটো ছাতা।
চুন মাখিয়ে সারা মুখে
কালি দিয়ে আঁকবো সুখে
উলটো গাঁধায় চড়িয়ে দেবো
ঢাকা শহর ঘুরিয়ে নেবো।
কিল, চড় আর লাঠির বাড়ি
কোনটা আমি ভালো পারি???
তারচে বরং ভুলেই যাবো
রাগটা না হয় তুলেই নেবো।
না না না কখনও না
তাহার কাছে হার মানিনা
রাগটা থাকুক, ভীষন দামি
তাকেই ভুলে যাবো আমি।
ইরেজারের ঘসায় ঘসায়
ছাল চামড়া খোসায় খোসায়
পুরু করে তুলবো তারে
আমি ছাড়া আর কে পারে?
এটাই আমার পারতে হবে
তাকেও যে শিখতে হবে
কষ্ট পেয়ে দেখতে হবে
ভীষন কঠিন জগৎটাকে।
মানতে হবে জানতে হবে
একদিন ঠিক কাঁদতে হবে
ঠিক যেমনই তাহার তরে
আজ কেঁদেছি আমি !
সেদিন তাকে বুঝতে হবে
কাউকে তাহার খুঁজতে হবে
জয় পরাজয়, ক্ষোভ বিদ্বেষ
লাভ আর ক্ষতির হিসেব নিকেশ!
সব পেরিয়ে বুঝবে যেদিন
পৃথিবীতে একটি জিনিস সবচাইতে দামী!!!
উৎসর্গঃ একজন শত্রুকে ......
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রাজপুত্র ভাইয়া।
২| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৫
আমি রাইন বলেছেন: একজন শত্রুকে উৎসর্গ করলেন আপু? পড়ে তো মনে সবচেয়ে বেশি তাকেই ভালোবাসেন।
খুব ভাল লিখেছেন, একেবারে মনের কথা
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৬
শায়মা বলেছেন: মোটেই না !!!!
ভুল ভুল !!!
বড়ই ভুল!!!
কিছুদিন আগে রাগে গা জ্বলে গিয়েছিলো।
তখন এই কবিতা লিখে রাগ মিটালাম!!!
৩| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৬
পথিক অপু বলেছেন: আমি ভাগলাম রে আপু !!!
শত্রুতো ভয় পাইসেই ! আমরাও হৃদকম্পন অনুভব করতাসি !!
এবার শান্ত থুক্কু শান্তি হও আপি !!
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: হাহা হা
৪| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৮
অন্ধকারের রাজপুত্র বলেছেন: ওরে !
সূপার্ব ম্যারাথন প্রতিশোধমূলক ছড়া !
এইটার একটা Rap ভার্সন হইলে চরম হইবো !
প্রিয়তে..............
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৯
শায়মা বলেছেন: গাও গাও শিঘ্রী র্যাপ গাও ভাইয়া।
তারপর আমাকে রেকর্ড করে পাঠিয়ে দাও কুইক!!
শুনে জান জুড়াই।
৫| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৯
বিষাদ সজল বলেছেন: অসাধারন ।
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫০
শায়মা বলেছেন:
পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!
৬| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫১
পুরান ঢাকাইয়া বলেছেন: মাত্র ১১৬ লাইন !!! একটু ছোট হয়ে গেলো না শায়মাপু ?!
মিষ্টি কবিতা !!++
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: আরও আছে???
শুনবে???
পড়তে পড়তে সবাই ঘুমিয়ে যাবে। ঘুম থেকে উঠে আমাকে যদি লাঠি নিয়ে পিটাতে আসে তাই কেঁটে ছেটে দিলাম।
অনেক অনেক থ্যাংকস পড়ার জন্য ভাইয়া।
৭| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫৫
মোঃ কবির হোসেন বলেছেন: ভাই রাগ করে এত বড় একটা কবিতা লিখে ফেললেন-আমারও রাগ করতে মন চায়।
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫৭
শায়মা বলেছেন: হা হা রাগ করে তুমিও লিখে ফেলো ভাইয়া। তবে অল্প অল্প রাগ করো। আমি নাহয় রাগ করে কবিতা লিখেই রাগটা মিটিয়েছি । কবিতায় হাড্ডি গুড়া গুড়া করেছি তুমি আবার রেগে গিয়ে সত্যিকারে মাথাটাই গুড়িয়ে দিওনা কারো।
তবে সত্যি কিন্তু রাগে পাগল হয়ে গেছিলাম সেদিন।
৮| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫৬
লিন্কিন পার্ক বলেছেন:
শিরোনাম দেখে ভুই পাইছি
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫৮
শায়মা বলেছেন: হা হা হা
তুমি ভয় পেয়োনা ভাইয়া।
তুমি তো এত্তা গুড বয় তাইনা???
৯| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫৭
অবান্তর অন্ধকার বলেছেন: পরীদেরও শত্রু থাকে
২৬ শে জুন, ২০১২ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: থাকে থাকে।
প্রমানও দিতে পারবো।
কিন্তু প্রমান দিয়ে তাকে আর মূল্যবান করে তুলতে চাইনা।
১০| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:০০
রবি_জল বলেছেন: অনেক সুন্দর হয়ছে ।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:০২
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া।
১১| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:০৪
পানকৌড়ি বলেছেন: খাইছেরে আমি তো কবিতা পইড়া ডরাইছি,এতো দেখি পুরা মাফিয়া কবির কবিতা ।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:০৭
শায়মা বলেছেন: হা হা
পানকৌড়িভাইয়া এতদিন পর কই থেকে আসলে??
না না ভুই পায়না।
তুমি তো আমাল লক্ষী ভাইয়া।
১২| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:০৫
সায়েম মুন বলেছেন: এ যে দেখি হাবিয়া দোযখের শাস্তি। কোন সেই শত্রু। এতগুলা শাস্তি দিবা।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:১০
শায়মা বলেছেন: হি হি হি একদম হাবিয়ার চাইতেও বেশী শাস্তি দিয়ে দিতাম সেদিন পারলে।
আস্ত পেলে চিবিয়ে খেতাম
না না থু থু ছুঁড়েই দিতাম
বোন প্লেটের কাঁটার পাশে
ভাঙা টুকরা ফাটার পাশে।
১৩| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:০৭
মুনসী১৬১২ বলেছেন: :-& :-& :-& :-&
২৬ শে জুন, ২০১২ রাত ৯:১০
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া !!!
কি হলো তোমার আবার????
১৪| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:০৭
হাসান মাহবুব বলেছেন: এত ভায়োলেন্ট কবিতা আমার নরম মনে দীর্ঘ প্রভাব ফেলবে মনে হচ্ছে! তবে কবিতা বা রাগিতা ভালো লাগসে।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:১১
শায়মা বলেছেন: হায় হায় হামা বেবী তুমি দেখি দিন দিন ইনফ্যান্ট হয়ে যাচ্ছো!!!!!!!!!!!!
থাক থাক ভুই পায়না। ভুই পায়না।
১৫| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:১১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: মনে এত জ্বালা আর কত লুকিয়ে রাখবেন, এবার নামটা বলেই দিন না প্রিয় শ্যামাদি :!>
২৬ শে জুন, ২০১২ রাত ৯:১৩
শায়মা বলেছেন: প্রশ্নের উত্তর দেওয়া হবেনা।
১৬| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:১৪
হাসান মাহবুব বলেছেন: আমি জানি মনে হয়। বলে দিবো নাকি?
২৬ শে জুন, ২০১২ রাত ৯:১৭
শায়মা বলেছেন: হুহ!!
হাহ!!
হেহ!!
বাত্তা বেশী বাহাদূরী করোনা।
তুমি কাঁচকলা জানো!!!
২৬ শে জুন, ২০১২ রাত ৯:১৮
শায়মা বলেছেন: আমার রাগ কিন্তু আবার ফিরে আসতেছে।
১৭| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:১৪
শহিদুল ইসলাম বলেছেন: সব পেরিয়ে বুঝবে যেদিন
পৃথিবীতে একটি জিনিস সবচাইতে দামী!!!
শায়মা আপু কবিতা দেখে তো মনে হচ্ছে , রাগ না বরং তার প্রতি আপনার অনুরাগ রয়েছে
হা হা , কবিতা পইড়া হার্ট দুইটা বিট মিস করছে , সম্ভবত মারা যাচ্ছি
২৬ শে জুন, ২০১২ রাত ৯:২০
শায়মা বলেছেন: কবিদের এমনই হয় ভাইয়াজী!!!!!
রাগের মাঝেও দেখেন তারা ভীষন অনুরাগ
সাধারণে যখন বলে দুর হো যা ভাগ....
১৮| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:১৭
হাবীব কাইউম বলেছেন: ভুই পাইছি
Click This Link
২৬ শে জুন, ২০১২ রাত ৯:২২
শায়মা বলেছেন: অনেক অনেক মজার কাব্য ভাইয়া।
অনেক অনেক অনেক থ্যাংকস পড়তে দেবার জন্য।
১৯| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:১৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আপনি না বললেও আমি বলবো, আর সইছে না আমার!! পারমিশন দিন
২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৩
শায়মা বলেছেন: সুঁই দিয়ে মুখ সেলাই দেবো
উপর থেকে ফেলাই দেবো
ছাল ছাড়িয়ে শুঁকাই নেবো
ছাদের তারে মেলাই দেবো।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৮
শায়মা বলেছেন: সৎ সাহসের বড়ই অভাব এখন দুনিয়ায়
মাছের তেলেই মাছ ভেজে খায় তারাই রসনায়
মুখোশপরা যাদুর খেলা অনেক হলো দেখা
দূর হঠো সব বাচ্চালোগে থাকবো আমি একা
একাই আমি দুইশো হবো দুই দুগুনে চার
মরুক যত হিংসুটে দল দেখার নেই দরকার!!!
২০| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২০
সায়েম মুন বলেছেন: জাতির বিবেকের আকাশে আজ মেঘের ঘনঘটা। কে দিবে আশা কে দিবে ভরসা। এই কি ছিল পরিণতি। জাতি আজ ভীত সন্ত্রস্ত। কোন সেই অধম। কোন সেই পাপীষ্ঠ। জাতি জানতে চায়।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৩২
শায়মা বলেছেন: পাপীষ্ঠ অতিশয় ক্ষমা নেই তার
রাবণ রাজের মত দশমাথা তার
দশমাথা দশরথ দশমুখো সাপ
দূরে হঠো ভাইয়াজী চাও তার মাপ।
নইলে যে পস্তাবে ভালো মোর ভাই
দুনিয়াতে তার জুড়ি আর কেউ নাই
ভাবখানা এমনটি এমনই সে বোল
বুঝালেও বুঝে নাকি আপনি মোড়ল!!
২১| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২০
শহিদুল ইসলাম বলেছেন: আমারে গোপনে বইলা দেন @ হাসান মাহবুব
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৩৩
শায়মা বলেছেন: আরে হামাভাইয়াকে ডাকো কেনো??
কি বলবে সে????
:O
২২| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: রাগলেন তো হারলেন :!>
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৩৯
শায়মা বলেছেন: কোয়ান্টাম গোরুজীর কথা মত ভাষ্য
শুনেছি সে বহু আগে আজ করি হাস্য
রেগেছো কি হেরেছো যে ওহে বাছাধন
কাছিমের মত দাও কামড় মরণ।
গোরুজীর কথা আমি আজ নাহি মানি
জীবনের পথে পথে বহু কিছু জানি।
২৩| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৪
শহিদুল ইসলাম বলেছেন:
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪০
শায়মা বলেছেন: কি হয়েছে ভাইয়া???
২৪| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কাউন্টিং!! পরাজয়ে ডরে না বীর
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪৯
শায়মা বলেছেন: যুদ্ধের ডংকা...
নেই কোনো শংকা
সন্মুখ সমরে আজ নেই কোনো ছাড়
আগুয়ান হও তবে, জন্মিলে মরিতে হবে
বিনা যুদ্ধে নাহি দাও সুচ অধিকার!!!
২৫| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৭
শহিদুল ইসলাম বলেছেন: @ চয়নদা
২৬| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আপনার সুখের দিন , বুঝতে পারলাম @শহিদুল ব্রো
২৭| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৩০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: একা থাকতে চান ভালো কথা কিন্তু সেটা এভাবে হবে না, বুঝলেন শ্যামাদি!
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫১
শায়মা বলেছেন: তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম
সে এখন চাপাতি হাতে ফুলন দেবী অন্য কোনো গ্রাম!!!
২৮| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪২
ফয়সাল হুদা বলেছেন:
হায় হায় ইহা আমি কি পড়িলাম !!!!!
এখন থেকে আমি আস্থিক !
জাহান্নাম না থাকিয়া পারে না
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫২
শায়মা বলেছেন: হা হা হা
ভাইয়া হাসতে হাসতে মরলাম।
২৯| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪২
দিগন্ত নীল বলেছেন: ভুই পাইছি :-|
তাই পিলাচ দিচি ।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫২
শায়মা বলেছেন: হা হা
থ্যাংক ইউ ভাইয়া।
৩০| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: বয়সে মুরুব্বি, বেশি জানাটাই স্বাভাবিক! জেনে শুনেই আমাকে বলার সায় দিয়ে দিন তাহলে
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫৯
শায়মা বলেছেন: আহা আহা বাছা যেন অতি বড় লক্ষী
ভাঁজা মাছ সোজা খায় একেবারে উল্টি
গুরুজনে বহু মানে, মানে উপদেশ
আদেশের ভারে নত মাথাখানি বেশ।
মনে রেখো প্রবাদটি, ভুলে যাওয়া দায়
বেশী বাড় বাড়লে ঝড়ে পড়ে যায়।
৩১| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪৪
রিস্টার্ট রিফাত বলেছেন: দুমুখো সাপ, এক টানে তোর
ছিড়বো জিবের গোড়া
দশ টুকরো করে দেবো
এক টুকরোয় জোড়া।
বাপরে আপু এতো খেপলা কেন আপু ? আমারো এরকম করে একজনরে কইতে মন্চায়।বাট আমি মাফ কইরা দিছি
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: আমিও অনেক মাফ করছি।
বাট আর মাফ নাই।
সহ্যের একটা সীমা আছেনা???
৩২| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪৭
ওবায়েদুল আকবর বলেছেন: মারমারিতে মেয়েলি গন্ধ প্রকট ।
আমি লিখলে ফাইটেং সিকোয়েন্সটা আরো জমজমাট হইত।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫১
শায়মা বলেছেন: লেখো লেখো ভাইয়া।
শিঘ্রী লেখো।
আমি জুড়ে দেই আমার কবিতায়!!
৩৩| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫৪
অদম্য১২৩৪ বলেছেন: বেশ কৌতুকময় কোবতে
২৬ শে জুন, ২০১২ রাত ১০:০০
শায়মা বলেছেন: হা হা
লেখার সময় কৌতুক ছিলোনা।
৩৪| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:০০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার :!>
২৬ শে জুন, ২০১২ রাত ১০:০৭
শায়মা বলেছেন: স্বপনেই মারো হাতি, স্বপনেই ঘোড়া
নাক ডেকে খাও আম, পাতা জোড়া জোড়া
মাখো গোঁফে তেল আর মোঁচে দাও তা
গাছেতে কাঁঠাল দেখে দাও বাহবা।
পলাশীর প্রান্তরে জান দিয়ে লড়ো
সূচের অগ্রটি নিতে প্রাণ জরো জরো।
৩৫| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:০৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: এই পোস্ট টি লেখক শায়মা তার যে শত্রুটিকে উৎসর্গ করেছেন সে হল ইশতিয়াক আহমেদ চয়ন!!
২৬ শে জুন, ২০১২ রাত ১০:১০
শায়মা বলেছেন: নিজে যারে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়
নিজে নিজে নিজেকেই নাহি দাও মূল্য
আমার কাছেটে সে বোকারাম তুল্য।
৩৬| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:০৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কেন করেছেন, কি জন্য করেছেন তা ব্লগার শায়মাই বলতে পারবেন।
২৬ শে জুন, ২০১২ রাত ১০:১০
শায়মা বলেছেন: :-<
৩৭| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:০৭
রিস্টার্ট রিফাত বলেছেন: তইলে খালি নামটা বলো বাকিটা আমি দেখবো।দেখো আমি কি করি?আমারে ইনবক্সে বলো এইখানে প্রব্লেম হলে
২৬ শে জুন, ২০১২ রাত ১০:১১
শায়মা বলেছেন: তোমার ইনবক্স আবার কোথায় ভাইয়াজী????
৩৮| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:১০
বাঁধলেই বাঁধন বলেছেন: হেডিং দেখে মনের ভেতর
মারলো উঁকিঝুঁকি
দেখতে এলাম করছেটা কি
সায়মা নামের খুকি! ... :-)
.....এরপর ....
চুপিসারে পা টিপে
চোরের মতো এসে
ছড়াখানা পড়েই দিলাম
মিটমিটিয়ে হেসে!!
প্লাস ... কঠিন ছড়া লিখছেন ...
২৬ শে জুন, ২০১২ রাত ১০:১৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
খুকী বলে ডাকতো কবে কোন সে প্রিয় জনে
হঠাৎ তুমি আজকে ডেকে করালে তা মনে
মনের তারের টংকারেতে বাজলো অতীত বেলা
সেই যে কবে অনেকদিনের ফেলে আসার খেলা।
৩৯| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:১৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: বড় ছোট মনে করার ব্যাপার নয় কিংবা কার কল্পজগতে কার কি স্থান সেটা নিয়েও নই চিন্তিত। ঘুম পেলে ঘুমাতে যান দিদি।
২৬ শে জুন, ২০১২ রাত ১০:২৬
শায়মা বলেছেন: চিন্তিত নও!!!
ঠিক তোমাকেই লাগছে বেশী চিন্তিত
হচ্ছে মনে টেন্সড আছো একটুখানি কিন্চিত
আমার জগৎ কল্পখনি,নয়তো কিছু সত্যি তা
তোমায় আমার বলতে হবেই নইকো আমি বাধ্যিতা।
আমার মত লিখবো ছড়া, আমার মতই কল্পিতা
তুমি কেনো মধ্যে তাহার দিচ্ছো বাপু বাম হাতা?
কখন আমি নিদ্রা যাবো কখন আমি আহার খাবো
সেটাও তোমায় বলতে হবে?
আসছো তুমি কোন বিধাতা???
৪০| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:১৬
সুন্দর খাঁ বলেছেন: কবিতা পড়ে তো কবির প্রেমে পড়ে গেলাম
২৬ শে জুন, ২০১২ রাত ১০:২৭
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া
কবির প্রেমে পড়া চলিবেক না।
তব্বাই আমার ভাইয়ামনি।
মনে রাখবা এই কথাটা ওকে ভাইয়ামনি!!!
৪১| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:১৭
রাহি বলেছেন: হেডিং আর প্রথম অংশ পড়ে চোক্কে আইন্ধার দেখা শুরু করেছিলাম মজা পাইলাম এই ভাগ্যবান শত্রুটা কে ভগিনী?
২৬ শে জুন, ২০১২ রাত ১০:২৮
শায়মা বলেছেন: রাহিভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
দূর্ভাগ্যবান বলো।
৪২| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:২০
হিবিজিবি বলেছেন: রাগ নিয়েও কবিতা হয় তাহলে!! তবে সব কিছুর পিছনে ভালোবাসাই কাজ করে
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩০
শায়মা বলেছেন: ভুল ভুল !!!
এই পাপী অনেক বড় পাপ করিয়াছে।
এই দোষী অনেক বড় দোষ করিয়াছে যাহার ক্ষমা নাই ভাইয়া।
৪৩| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:২১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: হিবিজিবি বলেছেন: রাগ নিয়েও কবিতা হয় তাহলে!! তবে সব কিছুর পিছনে ভালোবাসাই কাজ করে!
সহমত জানালাম, এখানেও ভাইয়ের প্রতি দিদির গভীর ভালোবাসা কাজ করেছে :!>
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: :O
৪৪| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩০
রিস্টার্ট রিফাত বলেছেন: আমার ফেসবুকে আপু তার আগে বলো আমারে চিনেছো?
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩১
শায়মা বলেছেন: না তো!
বেঈমান আমি ভাইয়ার এমন প্রোপিক ছিলো।
বাট তুমি তো বেঈমান না। তুমি আবার রিফাত আবার রিস্টার্টও।
৪৫| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৩
সুন্দর খাঁ বলেছেন: সবাই তোমার ভাইয়া হলে তো ভাল, অনেক শ্যালক হবে তাহলে
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: ভাই্য়া ইভটিজিং এর মামলায় পড়বার আগেই দূর হঠো।
৪৬| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৬
আমার মন বলেছেন: চরম....
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৮
শায়মা বলেছেন:
পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
৪৭| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৮
নাঈম আহমেদ আকাশ বলেছেন: কেডা করছে এই কাম? নাম কইঞ্চেনদেহি !!
যাই হোক,আমার অনেক ভালো লাগছে । ১৬ তম প্লাস ।
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: কেডা আবার!!!
আমার একজন শত্রু বললাম না???
যাইহোক ভাইয়া কেমন আছো???
ইদানিং দেখাই যায়না কেনো তোমাকে???
৪৮| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৯
কামরুল হাসান শািহ বলেছেন: ধুর আপা
যাদের সরাসরি কিছু বলার সাহস নাই, যারা আড়ালে কুটনামী করে বেড়ায় তাদের শত্রু আখ্যা দিয়ে জাতে তোলার দক্কার কি???
কবিতায় কিন্তু মজা পাইছি
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪১
শায়মা বলেছেন: হা হা হা
ভাইয়া
তোমার কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ আমি!!!
হায়রে একটা কবিতা লিখলাম মজা করে !!!
আর ..........
হা হা হা
৪৯| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৯
নিমা বলেছেন:
পড়তে মজা লেগেছে
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪১
শায়মা বলেছেন: আমিও এখন মজা পাচ্ছি নিমামনি!!!
৫০| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪১
নাজনীন১ বলেছেন: তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম
সে এখন চাপাতি হাতে ফুলন দেবী অন্য কোনো গ্রাম!!
---- ওহ! মাই ডিয়ার পরী আপু দিনে দিনে তোমার আরো ভক্ত হয়ে যাচ্ছি!!
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪২
শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!!!!!!!
আই লাভ ইউ!!!
৫১| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪২
নাঈম আহমেদ আকাশ বলেছেন: আরে কুশল বিনিময় করতে ভুলেই গিয়েছিলাম । ইদানিং কেমন জানি অদ্ভুত লাগে সবকিছু ।দেখোনা এই ধরনের মাইরা ফালা,কাইটা ফালা টাইপের কবিতাটা পছন্দ হয়ে গেল!!
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪৪
শায়মা বলেছেন: হা হা হা
কি আর করবা ভাইয়া???
পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে......
৫২| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪২
শহিদুল ইসলাম বলেছেন: রাগ কি কমছে আপু ?
রবীন্দ্র সঙ্গীত শোন , তাহলে মন ঠিক হয়ে যাবে
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৫৫
শায়মা বলেছেন:
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো.....
ওগো দুখ জাগানিয়া .......
৫৩| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪৭
রিস্টার্ট রিফাত বলেছেন: আমি বেঈমান আমার কমেন্ট ব্যান তাই এই নিক ইউজ করতাছি।
২৬ শে জুন, ২০১২ রাত ১১:০১
শায়মা বলেছেন: হায় হায়
কি করেছিলে ভাইয়া???
কোন দোষে এমন নির্বাসনে দেওয়া হলো??
যাই হোক চিনলাম তো তোমাকে।
৫৪| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪৭
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: শত্রুকে নিয়ে লেখা কবিতা বন্ধুদের প্রশংসায় সিক্ত। ভাগ্যিস বন্ধুদের নিয়ে লেখেননি...
২৬ শে জুন, ২০১২ রাত ১১:০৩
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!!!!!!
কি বলো এইসব!!!
জীবনে এই প্রথম কোনো শত্রুকে নিয়ে লিখলাম।
আর আমার সব লেখাই তো বন্ধুদেরকে নিয়ে।
৫৫| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: হা হা, আপনি এই পোস্ট লিখবেন জানলে আসতামই না। কবিতা পড়ার পর এমন হাসি পেল কমেন্ট না করেই পারলাম না দিদি। যাক, আলুপোড়া না হলেও আলুভাজা ভালোই পারেন আপনি। গুডলাক।
২৬ শে জুন, ২০১২ রাত ১১:০৮
শায়মা বলেছেন:
৫৬| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:০২
দ্যা হিরো বলেছেন: রাগ কেন আপি?
আপনার হলুদ সন্ধ্যা আর রাজকুমারের দেশের ভ্রমনের পোস্ট পড়ে আসলাম, ভাল লাগছে। বেশি রাগ উঠলে আপনের রাজকুমারের দেশে আবার ঘুইরা আসেন, সবুজ দেখলে রাগ কমবো।
২৬ শে জুন, ২০১২ রাত ১১:১১
শায়মা বলেছেন:
আমাকে এত ভালো উপদেশ দেবার জন্য তোমাকেও দেওয়া হলো ভাইয়া।
৫৭| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:০৪
জামিল আহমেদ জামি বলেছেন: খাইসে রে!!!
২৬ শে জুন, ২০১২ রাত ১১:১১
শায়মা বলেছেন: কিসে!!!!!!!!
৫৮| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:১০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: pori keno daini
২৬ শে জুন, ২০১২ রাত ১১:১২
শায়মা বলেছেন: ঐ
৫৯| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:১৫
রিস্টার্ট রিফাত বলেছেন: সেই এক বিরাট ইতিহাস।এক শুশিলরে একটু আদর করছিলাম।তাই ব্লক খাইছি ব্যাপার না।আবার ফিরা আইতাছি
এখন আমার ইনবক্সে শত্রুর নামটা পাঠায়া দেও।বাকিটা আমি দেখতাছি।তোমার লগে ফাজলামি আমি থাকতে?
২৬ শে জুন, ২০১২ রাত ১১:১৭
শায়মা বলেছেন: হা হা হা
না পাঠাবোনা শত্রুর নাম।
এমনই থাকুক।
৬০| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:১৭
হাতির বাচ্চা বলেছেন: আপু, পুরাই জোশিলা তো.।.।.।.।.।.।.।.।.।।।
২৬ শে জুন, ২০১২ রাত ১১:৩৩
শায়মা বলেছেন: হা হা হা
৬১| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো
ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দেবো।
দুই হাতে কান মুলিয়ে দেবো
টান দিয়ে চুল ছিড়েই দেবো।
বিএনপি নাকি আওয়ামি লীগে নাম লেখাইলা আপু??
সেই শত্রুটা কে??
২৬ শে জুন, ২০১২ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: আমার লীগে আমি তো ভাইয়া!!
শত্রুর নাম আমি জানিনা।
৬২| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:২৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: pori keno petni, ,,
oi name ekta film banaite hoibo, tumi naika
২৬ শে জুন, ২০১২ রাত ১১:৩৮
শায়মা বলেছেন: এহ!!!
৬৩| ২৬ শে জুন, ২০১২ রাত ১১:৪৭
শোশমিতা বলেছেন: একি পরী আপু এতো রেগে আছে কেন? শায়মা আপু থাকবে সারাক্ষন হাসি ,খুশি, আনন্দ, ফুর্তির মাঝে আপু রাগ তোমাকে একটু ও মানায়না। আয়নায় একবার দেখ রাগলে তোমাকে কেমন দেখায়?
কবিতা সুন্দর হয়েছে।পড়তে অনেক মজা লেগেছে
২৬ শে জুন, ২০১২ রাত ১১:৫০
শায়মা বলেছেন:
হা হা হা কবিতা লেখার সময় রেগে ছিলাম।
এখন হাসিখুশী!!
৬৪| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:০১
rudlefuz বলেছেন: কি সর্বনাশ আপু, তোমাকে না দিয়া মুড়ি খাইছে কে???
২৭ শে জুন, ২০১২ রাত ১২:১৬
শায়মা বলেছেন: মুড়ি আমি খাইনা
গুড়িটুড়িও চাইনা.....
৬৫| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:০৬
হারানো ছায়া বলেছেন: আমার যে খুনির মত রাগ,
আমি যখন রাগি
তখন চেচিয়ে সবাইকে বলি,
ভাগ, ওরে ভাগ,
অস্তাদে খেপসে, তোরা সবাই ভাগ।
এত রাগ ভাল নয়,
কিন্তু এই রাগের কারনেই
যখন হল এই অসাধারন একটা সৃষ্টি,
তখন এই রাগকে জানাই সালাম,
হোক এই রাগের জয়
হও তুমি রেগে তুষ্টি। :প
২৭ শে জুন, ২০১২ রাত ১২:১৭
শায়মা বলেছেন: হা হা
হারানো ছায়া ভাইয়া/আপুনি
অনেক মজার কবিতা হয়েছে।
৬৬| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শায়মা আপি, ক্ষ্যাপছে ভীষণ
ক্যামতে করি ঠান্ডা?
খ্যাপলে আমি, আম্মা দিতো
গরম গরম আন্ডা।
শায়মা আপি, ক্ষ্যাপছে যখন
কারন তবে গুরু
ক্যামতে তারে ঠান্ডা করি,
কি দিয়ে করি শুরু?
ফুটলে কাটা লোকে বলে
কাটাই নাকি পথ্য
সত্য মিথ্যে জানিনে ভাই
এইতো আছে কথ্য।
কার পরেছে এমন ঠ্যাকা
বন্ধু হয় তোমার,
শত্রু হলেই যায়যে পাওয়া
পদ্য উপহার।
অনেক অনেক সুন্দর হয়েছে আপি। এতো রাগ!!! সেই রাগ ও বের হলো কবিতা রূপে!!! হায়, খুশি হলে সে না জানি কি হয়ে বের হয়???
২৭ শে জুন, ২০১২ রাত ১২:১৮
শায়মা বলেছেন: তোমার কবিতাটাও তো অনেক অনেক মজার হলো ভাইয়া।
৬৭| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:২৩
বড় বিলাই বলেছেন: বাপরে! এত্ত রাগ। শত্রু তো এই কবিতা পড়লে এমনেই চিড়ে-চ্যাপ্টা হয়ে যাবে। কষ্ট করে এতভাবে তাকে আক্রমণ করা লাগবে না।
২৭ শে জুন, ২০১২ রাত ১২:২৫
শায়মা বলেছেন: গুড গুড!!
হয়ে যাক চিড়ে চেপ্টা!
৬৮| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:৪২
হারানো ছায়া বলেছেন: আমি ভাইয়া। বেইজ্জতি করি দিল রে। :পি
২৭ শে জুন, ২০১২ রাত ১২:৪৫
শায়মা বলেছেন: হা হা
ওকে আর ভুল হবেনা ভাইয়া।
৬৯| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:৪৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রাগী কবিতা!
শত্রুটা কে আপু?
২৭ শে জুন, ২০১২ রাত ১২:৪৫
শায়মা বলেছেন: পড়ার জন্য থ্যাংকস ভাইয়া।
শত্রুর নাম শত্রু।
৭০| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক মজা লেগেছে কবিতাটা পড়ে।
২৭ শে জুন, ২০১২ রাত ১:৩৩
শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
৭১| ২৭ শে জুন, ২০১২ রাত ১:১১
নীলঞ্জন বলেছেন: হুম। বুঝলাম। কিন্তু কার ওপর তোমার এত রাগ, সেটা কিন্তু বুঝলাম না। আকারে ইঙিতে আবার ................বোঝাচ্ছো না তো!!! বাব্বা! এত রাগ। বেশী রাগ ভালো নয়।তবে কাব্যখানা যথারীতি হয়েছে।+++
২৭ শে জুন, ২০১২ রাত ১:৩৫
শায়মা বলেছেন: বললাম না ভাইয়া একজন শত্রুকে উৎসর্গিত এই কাব্যখানি!
৭২| ২৭ শে জুন, ২০১২ রাত ১:১৩
নীলঞ্জন বলেছেন: তবে, যে কোন দিক থেকে বিচার করলেই অহম্ কিন্তু একটা বড় রোগ। মানে কুষ্ঠ রোগের চেয়েও ভয়ংকর।
২৭ শে জুন, ২০১২ রাত ১:৩৬
শায়মা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া!
তো সেই শত্রুর আবার অহমের শেষ নেই!
৭৩| ২৭ শে জুন, ২০১২ রাত ১:২২
নীলঞ্জন বলেছেন: দ্য হিরোর ওপর রাগ ঝাড়লে না কি?????? না কি........???
২৭ শে জুন, ২০১২ রাত ১:৩৮
শায়মা বলেছেন: দ্য হীরো যদি সে শত্রুর মালটি হয়ে থাকে তবে তার উপরেই!
৭৪| ২৭ শে জুন, ২০১২ রাত ১:৩৮
রিস্টার্ট রিফাত বলেছেন: ধুর আপু তোমারে দিয়া যুদ্ধ হবে না তুমি ভীতু
২৭ শে জুন, ২০১২ রাত ১:৪১
শায়মা বলেছেন: কে বলে আমি ভীতু!
কি করলে বুঝবে আমি বেষম সাহসী?
৭৫| ২৭ শে জুন, ২০১২ রাত ১:৪২
রিস্টার্ট রিফাত বলেছেন: আমার ইনবক্সে ঐ শত্রুটার নাম পাঠাও তাহলে বুজবো তুমি সাহসী
২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৪
শায়মা বলেছেন: ইনবক্স কি দরকার ভাইয়া?
উপরে আপাতত একজন শত্রুকে দেখতে পাচ্ছি!
দ্যা হীরোভাইয়াকে! দেখোনা ভাইয়াটা জোর করে ধরে আমাকে বিয়ে দিয়ে দিতেই চাচ্ছে!
আমি এত বলছি আমি আর বিয়ে করতে চাইই না, চাইই না!
তবুও শুনছে না!
তাইলে আমি পরী হবো কেমনে তুমি বলো?
৭৬| ২৭ শে জুন, ২০১২ রাত ২:১৯
মাহবু১৫৪ বলেছেন: ২৫ তম ভাল লাগা
শত্রুকে নিয়ে এত বড় কবিতা!!
ভাল লেগেছে
+++++
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন:
৭৭| ২৭ শে জুন, ২০১২ রাত ২:২২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মনে ধরছে রে আপুনি !!!! মুখস্ত করবো । তারপর খালি কেউ ভেজাল করলে হয় ! এই কবিতা শুনলে সে সাইজ ! রাগ ভালু জিনিস ! দারুণ রাগী কবিতায় হাসিখুশি ++++++++++! :!>
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: হা হা হা
রাগ ভালো না তবে রাগ করে ধোলাই দিয়ে ,চোলাই বানিয়ে, দোলায় চাঁপিয়ে,পোলাও বানিয়ে কবিতা লিখলে সব রাগ চলে যায়!
৭৮| ২৭ শে জুন, ২০১২ রাত ২:৩৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ish ami jodi hotam shei sotro.
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩০
শায়মা বলেছেন: শত্রু হলে তো এতক্ষনে ধোলাইখালে পার্ট বাই পার্ট হয়ে থাকতে!
৭৯| ২৭ শে জুন, ২০১২ রাত ২:৪০
sumon3d বলেছেন:
আপুটা দিনদিন সন্ত্রাসী হইয়া যাইতেছে।
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৩
শায়মা বলেছেন: আরে রাগে পাগল হয়ে গেছিলাম তো!
৮০| ২৭ শে জুন, ২০১২ রাত ৩:৩০
ঘুমকাতুর বলেছেন: আমিত্বতে আক্রান্ত ব্লগার দেখলে রাগ উঠে
+++
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন: হায় হায় কি বললা?
বুঝলাম নাতো!
৮১| ২৭ শে জুন, ২০১২ রাত ৩:৪২
নিশাচর ভবঘুরে বলেছেন: মেজাজ খুব বেশি খারাপ হলে এক কাপ চা খান। মেজাজ ঠান্ডা হয়। পরীক্ষিত!
আর মেজাজ ঠান্ডা হয়ে ফায়দা নাই, মেজাজ খারাপ থাকলে যদি এমন কিছু দারুন লেখা যায় মন্দ কি?
মেজাজ থেকে যদি কবিতা হয়, তবে মেজাজই ভালো
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন: কি যে বলো ভাইয়া!
আমার আবার এমন কাব্য লিখতে গেলে পাগল রোগে ধরে!
দাঁত কিটমিট
চোখ পিটপিট
মেজাজ খিটখিট
মাথা মিটমিট
গা ঘিটঘিট
পা চিটচিট
এমন সব প্রবলেম দেখা দেয়!
৮২| ২৭ শে জুন, ২০১২ ভোর ৪:০২
জর্জিস বলেছেন:
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৪
শায়মা বলেছেন:
৮৩| ২৭ শে জুন, ২০১২ ভোর ৬:১০
বোহেমিয়ান বলেছেন:
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৫
শায়মা বলেছেন: কি হলো ভাইয়া?
৮৪| ২৭ শে জুন, ২০১২ সকাল ৯:১৪
আমি লিখতে চাই না বলেছেন: রাগ করে পোস্ট দিলেন পোস্ট সুপার ডুপার হিট
আর রাজপুত্রের পুত্তুম প্লাস, আমার শেষ প্লাস।
সখ করে একটা গল্প লিখলাম প্রথম পর্বে পড়ে আর তো এলেনই না আপি। রাগ করছি।
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৬
শায়মা বলেছেন: আরে রাগ করেনা!
পড়বো তো!
৮৫| ২৭ শে জুন, ২০১২ সকাল ১০:৫৮
ফয়সাল রকি বলেছেন: এত্তো কিছু করতে চাইলে তো শত্রু বেচারা ভয়েই মারা যাবে!!!
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:০৯
শায়মা বলেছেন:
৮৬| ২৭ শে জুন, ২০১২ সকাল ১১:৫৯
জল ছাপ বলেছেন: সে কি! আমাদের বাচ্চা বুড়িটার কি হল হঠাৎ করে?? এমন আক্রমণাত্মক কবিতা!
তা এই শত্রুটা আমাদের ভাইয়া নাকি?
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন: শত্রু তো শত্রুই!
ভাইয়া হবে কেনো?
আমার ভাইয়ারা কত্ত ভালো!
হা হা আপুনি অনেক অনেক থ্যাংকস!
৮৭| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:০৮
শহিদুল ইসলাম বলেছেন:
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:১৫
শায়মা বলেছেন: হি হি ভাইয়া!
৮৮| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:১০
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ইয়াল্লা, কি হইল আপনার? :-& :-& :-&
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:১৬
শায়মা বলেছেন: কি হবে আর?
রাগ হলো ভাইয়া!
৮৯| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১:২১
আমিভূত বলেছেন: +++++++++
মুগ্ধ
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
৯০| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:১৯
অগ্নি দগ্ধ বলেছেন: মনের ঝাল মিটাতে গিয়ে এত কিছু করবেন। ( এত কিছু করে শত্রুকে ঘায়েল করতে গেলে আমার মত অলস মানুষ নিজেই ঘায়েল হয়ে যাবে)। আপনার ঝাল কমছে তো নাকি? .......++++
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া!
কত কষ্ট যে করতে হয়েছে তাকে ঘায়েল করতে গিয়ে দেখলে!
ছাঁদের থেকে ফেলাই দিতে, আছাড় দিতে,কাটতে, কুটতে, ছুড়তে!
৯১| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:০২
যাযাবর৮১ বলেছেন: বাফুরে বাফু এ কি কোবতে.......!!!!!!!!!!!!!!!!!
আমি ভুই পাইছিগো.............পালাই..........
+++++++++++++++++++++++++++++++++++++++
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন: ভাইয়া পালাইও না!
আমি কেইস দিসি!
আই নিড ইওর হেল্পো!
৯২| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:১৫
জুন বলেছেন: আমি কি কালা জাহাংগীরের পোষ্টে ঢুকলাম নাকি :-&
+
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: আপু ইহা কালী জাহাংগীরির কাব্য!
৯৩| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:২৫
ডিসকো বান্দর বলেছেন: এই প্রথম কোনো কবিতা প্রিয়তে রাখলাম!
অসাধারন কাকে বলে বুঝলাম।
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:২৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়া এখন থেকে খেপে গেলেই একটা করে কবিতা লিখবো!
৯৪| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩০
অন্তি বলেছেন: রাগ উঠলে এই কবিতাটা পড়লে আর মনে মনে যার উপর রাগ উঠবে তার চেহারা কল্পনা করলে আশা রাখি রাগ ১০০% দমন হবে। অনেক উপকারী কবিতা। ৩৪তম ভালোলাগা।
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৬
শায়মা বলেছেন: হা হা ইহা একটি রাগ দমনকারী অব্যার্থ কবিরাজী কাব্য!
৯৫| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩০
অন্তি বলেছেন: রাগ উঠলে এই কবিতাটা পড়লে আর মনে মনে যার উপর রাগ উঠবে তার চেহারা কল্পনা করলে আশা রাখি রাগ ১০০% দমন হবে। অনেক উপকারী কবিতা। ৩৪তম ভালোলাগা।
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪১
শায়মা বলেছেন: না না শুধু পড়লেই হবেনা ,তাকেও পড়ানোর ব্যবস্থা করতে হবে!
যেমন আমি করলাম!
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৩
শায়মা বলেছেন: পড়াও তাকে সেই কবিতা মগজ ধোলাই দিয়ে
কেউ না জানুক, জানুক সে তা রাগটা তাকে নিয়েই!
৯৬| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৮
শহিদুল ইসলাম বলেছেন: রাগের বদলে তো আমার হাসি পাচ্ছে আপু
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৫
শায়মা বলেছেন: কেনো রে ভাইয়া?
এমন একখানা মারিং মারিং কাটিং কাটিং
মুন্ডুখানা ফাটিং ফাটিং, চটচটিতে চটিং চটিং
কাব্য পড়ে তুমি হাসিং হাসিং?
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৬
শায়মা বলেছেন: এমন করলে কিন্তু তোমাকে নিয়েই এবার কাব্য লেখা হবে!
রাগিং রাগিং কাব্য!
৯৭| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪০
অনন্যমানুষ বলেছেন: শত্রুর ডিটেইলস দাও আপু!!!
দেখে নিও ওকে ভাল মানুষ বানিয়ে তেমার কাছে ফেরৎ পাঠাব।
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৯
শায়মা বলেছেন: ও আর মানুষ হবেনা ভাইয়া!
একমুখে সে বলে শুধুই দশমুখো সাপকথা
যতই মারো, যতই কাটো লাগবেনা ওর ব্যথা!
৯৮| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:০৪
শহিদুল ইসলাম বলেছেন: শায়মা আপুর কোন সুনির্ধারিত বিষয়ে অভিমান থাকে না , তবুও গুচ্ছ গুচ্ছ বিষাদ ঝুলিয়ে রাখে তার অসম্ভব নির্লিপ্ত চোখে ! আর ঠোঁটের কোণে লেগে থাকে সমগ্র রাত্রির অবহেলিত অশ্রুর আওয়াজ । এইসব অবহেলিত অশ্রু-সমগ্র জমা হতে থাকে তার অভিমানী হৃদপিণ্ডের কোন এক গোপনীয় প্রকোষ্ঠে , যার খোঁজ কেউ কোনদিন রাখেনি অথবা রাখার প্রয়োজনীয়তাই হয়তো ছিল না ।
হা হা , আমার পোস্টের কিছু অংশ
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:১২
শায়মা বলেছেন: আরে আমিও তো সেটাই ভেবেছিলাম!
এ কবিতা আমার জন্য!
আগেই জানতাম, আই এ্যাম এ্য গুড গেইজার!
৯৯| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:১৭
ডেভিড বলেছেন: কাল দিন শেষ করেছিলাম এইটা দিয়ে আজকে আবার .....কবিরা খেপলো ক্যান
যাই হোক কবিতায় ++++¼++½++¾+++++
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:২২
শায়মা বলেছেন: সেইটা পড়েছিলাম!
কাব্য এক্সসেলেন্টো!
তোমার অংক মংক কংক হিসেব নিকেষে ভুই পাইতি ভাইয়ামনিমনি!
১০০| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:১৮
ডেভিড বলেছেন: কবিতা না থুক্কু ছড়া হইবো
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:২৭
শায়মা বলেছেন: এত এত শ্রমসাধ্য কাব্যখানিকে ছড়া বলিয়া অপমানিত করায় তোমাকে নির্বাসন দেওয়া হইলো!
তবে কঠিনকঠিন মার্কিং এর কারণে নির্বাসন দন্ড বিলম্বিত করা হইলো!
১০১| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:২০
শহিদুল ইসলাম বলেছেন: এইটা তোমার জন্য লিখি নাই আপু , বাট এখন তোমার জন্য কনভার্ট কইরা দিলাম
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯
শায়মা বলেছেন: আরে তুমি যার জন্যই লেখো আমি নিয়ে নিয়েছি আমার জন্যই সেই কবে!
১০২| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৩১
মাহমুদা সোনিয়া বলেছেন: এতো সুইট শাসন!!
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: সুইট!!!
মোটেও না!
কাভি নেহি!
রাগে কিন্তু আমার এখন হিন্দি বের হচ্ছে!
১০৩| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৫
আরজু পনি বলেছেন:
হা হা হা হা !
কাঠবিড়ালী বাদঁরীমুখি মারবো ছুড়েঁ কিল টাইপের ছড়া
আর শেষে কি!!!!
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: হা হা তবে ইহা মোটেই কাঠবিড়ালী টাইপ ভালোমানুষী রাগ নহে আপু!
ইহা অতি কঠিন সত্যসত্যি টাইপ গা জ্বলে যাওয়া রাগ!
১০৪| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৮
অগ্নিলা বলেছেন:
তোমার শত্রুটার জন্য মায়া লাগছে গো আপু সে তোমার এত ভালবাসা বুঝলো না?
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
শায়মা বলেছেন: কিসের মায়া!
তাকে যে জবাই দেওয়া হয়নি সেই বেশি!
তবে এইকাব্যের রচনাকাল ২২শে জুন হইতে ২৬শে জুন!
আরও কিছুদিন ওয়েট করিলে শাস্তি প্রদানের আরও কিছু পদ্ধতি আবিষ্কার করা যাইতো!
১০৫| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৫০
এইযেদুনিয়া বলেছেন: এযে আমার মনে কথা! আপনি জানলেন কী করে?
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
শায়মা বলেছেন: তোমারও মনের কথা নাকি ভাইয়া?
শিঘরী শিঘরী আরও কিছু শাস্তির কথা বলো!
জুড়ে দেই আরও কিছু!
শাস্তিটা কিছু কম হয়ে গেছে!
আরও শাস্তি চাই!
১০৬| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৫১
নিখিলেস প্যারিসে বলেছেন: বাপরে, এত ক্ষেপা কেন, ভায় পাইছি...
তয় এত কিছু লিখছেন এক বিষয়ে দারুন হইছে...
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
শায়মা বলেছেন: আরও শাস্তি চাই ভাইয়া!
বুদ্ধি দাও!
১০৭| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০২
আল-মামুন-কৌশিক বলেছেন:
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
শায়মা বলেছেন:
১০৮| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৮
ব্লুম্যাজিক বলেছেন: এত্ত ছোট্ট ছড়া বাপ্রে হাঁপাইয়া গেছি
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
শায়মা বলেছেন: আরও শাস্তি আইডিয়া চাই ভাইয়া!
শাস্তিটা কম হয়ে গেছে!
যেমন ধানেরকলে মাড়াই দেবো্
হস্তি দিয়ে পাড়াই দেবো
খেসারী ডাল খাইয়ে দেবো
লেথারিজম বানাই দেবো!
লেংড়া হয়ে বুঝুক মজা
খাক বসে সে ঝালের গজা!
১০৯| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১২
নীলঞ্জন বলেছেন: রাগ করো, আর যাই করো। অনেকে বলছে যা, সে তো কোমলতা; যা তোমার এ কবিতায় প্রকাশ পেয়েছে বাছা।
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
শায়মা বলেছেন: তাইলে তো একটা ভুল বুঝাবুঝি হয়ে গেলো!
১১০| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৪
শায়মা বলেছেন:
১১১| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
এস এম ফারুক হোসেন বলেছেন: রাগ,ক্ষোভ, অভিমান মিলিয়ে দারুন কবিতা।
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
শায়মা বলেছেন:
১১২| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫২
ইয়াশফিশামসইকবাল বলেছেন: কে এই ব্যাক্তি?? নাকি নিছকিই কল্পনার ফানুশ!!
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
শায়মা বলেছেন: ফানুশ নহে ফানুশ নহে
তিনি সাক্ষাৎ শয়তান এক মানুষ!
১১৩| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
মাইশাআক্তার বলেছেন: কি সাংঘাতিক :-&
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
শায়মা বলেছেন: একদম সাংঘাতিক শাস্তি চাই তার!
১১৪| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৫
নাইটফল বলেছেন: মাথা নষ্ট :-& :-& :-& :-& । পুরাই। লোকে এত কবিতা কিভাবে লেখে ???????????????
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: আরে রাগ হলে এমন কবিতা লেখা যায় ভাইয়া!
তবে হতে হবে পিত্তি জ্বলানো রাগ!
১১৫| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪২
রিমঝিম বর্ষা বলেছেন:
পুরাটা পড়িনাই। এখন বাসায় যাই। কালকে পড়বোনে।
২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
শায়মা বলেছেন:
১১৬| ২৭ শে জুন, ২০১২ রাত ৮:০৬
সুরঞ্জনা বলেছেন: ওরে! ওরে! এত্তো খেপলো কেনো পাগলীটা?
যাই বলো-- সুঁই দিয়ে মুখ সেলাই দেবো
উপর থেকে ফেলাই দেবো
ছাল ছাড়িয়ে শুঁকাই নেবো
ছাদের তারে মেলাই দেবো।
এই কথাগুলো বেশী পছন্দ হয়েছে!
২৭ শে জুন, ২০১২ রাত ৮:২৩
শায়মা বলেছেন:
তোমার সাথে আড়ি
যাবোনা বাপের বাড়ি
বাপের জমিনের ভাগা লেও মুই
কাউওখ না দেও ছাড়ি আরে
সেই বাদে বইন মোর গোসা হইসে না আইসে মোর বাড়ি
২৭ শে জুন, ২০১২ রাত ৮:২৮
শায়মা বলেছেন:
ঐগুলো তো আমার মনের কথা
একদম তিলে তিলে মারবো আমি তাকে,
আমার সাথে শত্রুতা তার বুঝুক কেমন লাগে!
কেমন আছো আপুনিমনি?
১১৭| ২৭ শে জুন, ২০১২ রাত ৮:১০
মোঃমোজাম হক বলেছেন: হাতের কব্জি কেটে নেবো
ব্লগিং করা শিখিয়ে দেবো
বোইনডা খ্যাপলা কার উপড়??????
২৭ শে জুন, ২০১২ রাত ৮:৩০
শায়মা বলেছেন: ইয়েস!!!!!!
ভেরী নাইস ! ভেরী নাইস ভাইয়াজী!
থ্্যাংকস এ্য লট!
২৭ শে জুন, ২০১২ রাত ৮:৩৩
শায়মা বলেছেন: হাতের কব্জী কেটে নেবো
ব্লগীং করা শিখিয়ে দেবো
বেয়াদপীর সাধ মেটাবো
আওয়াজ দিয়ে বাঁধ ভাংগাবো!
১১৮| ২৭ শে জুন, ২০১২ রাত ৮:৩২
সুরঞ্জনা বলেছেন: এই তো এলাম।
তোমার গোসার খবর শুনেই ছুটে এলাম।
২৭ শে জুন, ২০১২ রাত ৮:৩৪
শায়মা বলেছেন: হা হা এখন বলো আর কি করে মুন্ডপাৎ করা যায়!
১১৯| ২৭ শে জুন, ২০১২ রাত ৯:৪২
কালীদাস বলেছেন: স্টার্টিং-এর ছবিটা ভাল লাগছে
২৭ শে জুন, ২০১২ রাত ৯:৫৩
শায়মা বলেছেন: আর ধোলাই মেশিনের ছবিটা???
১২০| ২৭ শে জুন, ২০১২ রাত ১০:০৫
জামিনদার বলেছেন: পৃথিবীতে কোন জিনিষ সব চাইতে দামি?
২৭ শে জুন, ২০১২ রাত ১০:২২
শায়মা বলেছেন: ইহা তো মাইর ধোর খেয়ে তারপর অনুধাবন করিতে হয় ভাইয়াজী।
১২১| ২৭ শে জুন, ২০১২ রাত ১০:০৯
রিমন রনবীর বলেছেন: :-খাইছেরে
গায়ের জ্বালা মিটাইলা তুমি বলোগে আইসা
তেনার সামনে কইলে পরে চড় খাইবা কইষা
কবিতা সৌন্দর্য পাইলাম
২৭ শে জুন, ২০১২ রাত ১০:৩৪
শায়মা বলেছেন: করো তাহার চামচাবাজী, কম করাটা ভালা
ফকিরাপুল পাঠাই দেবো হাতে দিয়ে থালা
তোমার কবিতাও সৌন্দর্য্যই হইসে।
তবে বেশি না কম কম
১২২| ২৭ শে জুন, ২০১২ রাত ১০:১৫
কালীদাস বলেছেন: ডর দেখান কেন ?
২৭ শে জুন, ২০১২ রাত ১০:৩৪
শায়মা বলেছেন: তোমাকে ডর দেখাবো!!!!!!!!!!!!!!
জীবনেও না ভাইয়া।
১২৩| ২৭ শে জুন, ২০১২ রাত ১০:২০
ঘুমন্ত আমি বলেছেন: এ দেখি মাইরা ফাটাই ফেলার বিদ্রোহী কবিতা ।এই কবিতা পড়ে মনে হইলো সুকান্ত নজরুল সব ফেইল
২৭ শে জুন, ২০১২ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: সত্যিই!!!!!!!!!!!!!
থ্যাংকু
১২৪| ২৭ শে জুন, ২০১২ রাত ১০:৪১
কামরুল হাসান শািহ বলেছেন: হুম বুঝলাম
আগে দেখতাম পাড়ার ছেলেরা অন্যায়ের প্রতিবাদ করতে করতে এক সময় নিজেরাই অপরাধ জগতে জড়াই পড়তো।
এখন ব্লগেও এই নাটক দেখি।
যাহোক কথায় আছে বাড়ে বন পোড়ে
২৭ শে জুন, ২০১২ রাত ১০:৪৪
শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!!!
বাড়ে বন পোড়ে মানে কি???
বাড় মানে কি আগুন???
১২৫| ২৭ শে জুন, ২০১২ রাত ১০:৫৩
আমি তুমি আমরা বলেছেন: কার উপর এত খেপলেন???
ছবিটা জোশ।
২৭ শে জুন, ২০১২ রাত ১০:৫৫
শায়মা বলেছেন: কার উপরে আবার???
একজন শত্রুর উপরে!!!
ছবিটা তো দিয়েই দিলাম।
ধোলাই মেশিনে আটকে দিয়ে ছবি তুলেছি।
১২৬| ২৭ শে জুন, ২০১২ রাত ১১:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভয় পাইছি !!
২৭ শে জুন, ২০১২ রাত ১১:০৫
শায়মা বলেছেন: ভয় পায়না ভাইয়া।
তোমার কিসের এত ভয়??
১২৭| ২৭ শে জুন, ২০১২ রাত ১১:০৩
আমি কিন্তু সেইরকম! বলেছেন: ভাল লাগার বাটনটা দিলাম চেপে সাথে প্রিয়তে ও নিলাম । অনেক ভাল লাগল ,মজাও লাগল । কেমন একটা আহ্লাদি ভাব আছে কবিতায়
লাথি মেরে গুঁড়িয়ে দিব ( কি গুড়ামু জানি না )
দুমদুমাদুম কিলিয়ে দিব (ভর্তা বানাব )
গিলোটিনে চড়িয়ে দিব ( গিলোটিন নাই )
কম্বল দিয়ে মুড়িয়ে দিব ( মাইরা কম্বলে শুয়াই রাখব)
দূর কি লিখলেন ! এসবে ত ভয় পাইব না
আমার চাইর লাইন শুনাই দিবেন দেখবেন বাংলাদেশ ছাইরাই ভাগছে
২৭ শে জুন, ২০১২ রাত ১১:০৮
শায়মা বলেছেন: বাহ বাহ !!!
থ্যাংকস থ্যাংকস থ্যাংকস!!!
মোর এ্যান্ড মোর আইডিয়া দেবার জন্য।
কি আর গুড়াবা? স হ জ উত্তর মাথা.....
ভর্তা বানাবো?? মুন্ডু
কম্বলে মুড়াই আবার আগুন ধরাই দিলে কেমন হয়?
ওকে ওকে তোমার চার লাইন শুনাই দেবো।
১২৮| ২৭ শে জুন, ২০১২ রাত ১১:১০
ডিএন বলেছেন: ভাল লাগ্ল +++++++++++++++
মাগার কার উপর এত রাগ ......... তার খবর আছে ......
ভাল থাকবেন
২৮ শে জুন, ২০১২ বিকাল ৩:১৬
শায়মা বলেছেন: আরে শত্রুর উপর!!!
কি খবর আছে ভাইয়া???
তবে কাউকে লাগবেনা।
আমি একাই একশো।
দেখলে না? কতভাবে নাকানি চুবানি খাইয়ে মারলাম !!!
১২৯| ২৭ শে জুন, ২০১২ রাত ১১:৩৫
ভিয়েনাস বলেছেন: ভয় দেখানোর জন্য উৎকৃস্ট কবিতা তা শত্রু কি ভয় পেল ??
২৮ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৩
শায়মা বলেছেন: পাবে কি করে?
তাকে কি আর আস্ত রেখেছি?
টুকরা টুকরা করে কেটে, হাড্ডি গুড়া গুড়া করে,চামড়া ছিলে,রোদে শুকিয়ে, ডুগডুগি বানিয়ে নাই করে দিয়েছি!
১৩০| ২৮ শে জুন, ২০১২ রাত ২:৩২
মুনসী১৬১২ বলেছেন: :-&
২৮ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৪
শায়মা বলেছেন:
১৩১| ২৮ শে জুন, ২০১২ সকাল ৯:২৮
রিমঝিম বর্ষা বলেছেন:
শেষের দিকে এসে নরম হয়ে গেলা ক্যান???
২৮ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৮
শায়মা বলেছেন: আরে রিনঝিমনি!
সব গল্প কবিতা নাটকের শেষে একটা সুন্দর সমাপ্তি আছে না?
সেটাই করলাম কিন্তু আসল সমাপ্তি মেরে কেটে শেষ করে ফেলে দেবার পরই হয়ে গেছে!
১৩২| ২৮ শে জুন, ২০১২ সকাল ৯:৩৪
রিমঝিম বর্ষা বলেছেন:
শাস্তি কত প্রকার ও কি কি হতে পারে বেশ জানা হোল আপি। ব্যাক্তি বুঝে প্রয়োগ হবে। হিহিহিহিইহিহি।
২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:০১
শায়মা বলেছেন: একদম ঠিকঠিক!
১৩৩| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৩১
শিপন মোল্লা বলেছেন: মনে হচ্ছে এতো ক্ষণে পাজি শত্রুটা সরি বলছে।
২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:২২
শায়মা বলেছেন: আরে সে কি আর ইহজগতে আছে যে স্যরি বলবে?
তাকে তো মেরে কেটে, টুকরা করে ভবলীলা সাংগ করে দিয়েছি!
১৩৪| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৩:২৫
দুরন্ত সাহসী বলেছেন: সারা কবিতার এই মাথা ঐ মাথা ছুটা ছুটি করে এক ফোটা রাগ খুঁজে পাইনি।
বরং যাক নিয়ে লিখেছেন সে ভালোবাসায় হাবুডুবু খাবে।
রাগ এত সুন্দর হতে পারে জানলে আমার বউকে জীবনেও হাসতে দেবনা।
২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন: সাহসীভাইয়া
১৩৫| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:১৫
নস্টালজিক বলেছেন: রক্তারক্তি পোস্ট, শামা!
২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:২৭
শায়মা বলেছেন: মাথায় খুন চেপেছিলো তো!
যাইহোক
ফার্স্ট লাইন আইডিয়াটা ছিলো ,
যখন আমি স্বপ্ন দেখি আকাশটা হয় হাওয়াই মেঠাই রং
গুরুমারা বিদ্যা নস্টালজিক!
১৩৬| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৮
রেজোওয়ানা বলেছেন: এটা খুব পছন্দ হলো আমার।
আমারো এখন এমনই রাগ লাগছে, রাগে আমার মাথা ব্যাথা শুরু হয়ে গেছে শায়মামনি! মানুষের সাথে ঝগড়া করতে ইচ্ছা করছে।
২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:০৬
শায়মা বলেছেন: চলো ঝগড়া করি!
তবে তোমার সাথে না!
যারা ঝগড়া লাগায় তাদের সাথে!
দুজন মিলে ধরবো গলা
ঘুচবে তখন ছলাকলা
পটাং টানে ছিড়বো গোঁফ
কুল পাবেনা চেয়েও মাফ!
চুলগুলো সব এক এক করে
ছিড়বো ভীষন জোরেসোরে
কানটা কেটেও দিতে পারি
রমজান নাম দেবো তারই!
১৩৭| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:১০
শায়মা বলেছেন: আরও দুলাইন মনে পড়লো...
ঘুরবে তখন মতিগতী
তুমি ফুলন, আমি হুরমতী!
১৩৮| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:১৫
সুস্মিতা গুপ্তা বলেছেন: মজার তো আপু!!
২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: হা হা আপুনি এখন আমিও মজা পাচ্ছি!
১৩৯| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:২২
সান্তনু অাহেমদ বলেছেন: কার ওপর ক্ষেপেছো????????
আমার ওপরে নয়তো?????????
দেখো আবার এতগুলো মার খাওয়া যাবে না কিন্তু।
২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:২৭
শায়মা বলেছেন: আরে ভাইয়া কি যে বলো!
তোমার উপর আমি খেপতে পারি!
সে খেপেছিলাম একজনের উপর!
সে এখন আর ইহ জগতে নাই!
মরে ভুত হয়ে গেছে!
১৪০| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:২৩
আবু সালেহ বলেছেন: আজ বুঝি আর রক্ষে নেই
ক্ষেপেছেছ সে আজ বসে নেই...
আশেপাশে কিছু রাখতে নেই।
২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: হা হা রক্ষা নাই তো!
১৪১| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৩০
জেমস বন্ড বলেছেন: ৫৫ ভাল লাগা
২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন:
১৪২| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৩
আবু সালেহ বলেছেন: যা কিছু আছে আশেপাশে
বলি হবে তার ঘাড়ের মাঝে।
না পাই কিছু তাতে কি
হাত দুটি মোর নাই কি
২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: হাহা ভাইয়া
এই তো ভালো মারামারি শিখে যাচ্ছো!
১৪৩| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৪০
আবু সালেহ বলেছেন:
সব দোষ শায়মার....
আমি তো মারামারি করি না .........মারামারি খেলি.........
২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৪২
শায়মা বলেছেন: আমি অবশ্য সেদিন খেলাধুলা মারামারি করিনি সত্যিকারেই রাগে পাগল হয়েছিলাম!
১৪৪| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৮
আবু সালেহ বলেছেন:
সেটা ভালই টের পাইছি...... ক্ষোভর যে প্রকার বহি:প্রকাশ ......... লেখার মাঝেই যেন প্রতিচ্ছবি....
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: হি হি
১৪৫| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৮
ছিচকা চোর বলেছেন: বাপরে আপনার এত রাগ!!!
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৮
শায়মা বলেছেন: আমি যখন রাগী
রাত দুপুরে কাকরা তখন
ঘুমের থেকে জাগি
সাত সমুদ্দর তেরো নদীর
ওপারে যায় ভাগি!
চিল শকুনে থরথর
ভয়ে তখন বোবা
ধূর্ত শেয়াল পালাই পালাই
হয় যে তখন হাবা!
১৪৬| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২০
ফয়সাল তূর্য বলেছেন: কার উপরে এত রাগ!
২৮ শে জুন, ২০১২ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: শত্রুর উপরে ভাইয়া!
১৪৭| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:৫৯
রেজোওয়ানা বলেছেন: দুজন মিলে ধরবো গলা
ঘুচবে তখন ছলাকলা
পটাং টানে ছিড়বো গোঁফ
কুল পাবেনা চেয়েও মাফ!
চুলগুলো সব এক এক করে
ছিড়বো ভীষন জোরেসোরে
জাস্ট লাভ ইট! চিমটা দিয়ে একটা একটা করে টেনে টেনে গোঁফ ছিড়তে হবে
২৮ শে জুন, ২০১২ রাত ১০:১২
শায়মা বলেছেন: হা হা ভেবে বের করি কার কার গোফ আছে!
গোঁফ ওলারা পালাবে সব নাকে রুমাল দিয়ে
ভাববে সবাই নতুন জামাই ওদের বুঝি বিয়ে
১৪৮| ২৮ শে জুন, ২০১২ রাত ১০:১৮
নাজনীন১ বলেছেন: আপুনি আমার এখন ঠিক তোমার মতো রাগ হচ্ছে।
২৮ শে জুন, ২০১২ রাত ১০:২৯
শায়মা বলেছেন: কেনো কেনো কি হয়েছে
কাহার উপর রাগ?
একবার তার নামটা বলো
খাইয়ে দেবো বাঘ!
ভেবোনাকো বাঘের পেটে
চালান দেবো তাকে
তাকেই ধরে বাঘ খাওয়াবো
বুঝলে কেমন লাগে!
২৮ শে জুন, ২০১২ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: বুঝবে*
১৪৯| ২৮ শে জুন, ২০১২ রাত ১০:৩৭
রেজোওয়ানা বলেছেন: সকল যুবা পুরুষেরই গোফ থাকার সম্ভাবনা আছে, মাকুন্দা ছাড়া
২৮ শে জুন, ২০১২ রাত ১০:৪২
শায়মা বলেছেন: হা হা তবে তাহাই হৌক
পটাং পটাং টানে
মাকুন্দাদা বানিয়ে ছাড়ি
তোমার আমার দানে!
১৫০| ২৮ শে জুন, ২০১২ রাত ১০:৫৮
কান্টি টুটুল বলেছেন:
ওয়াও আপনার ইচ্ছার লিস্টি তো অনেক লম্বা,ব্লগে বিদ্রোহ ঘোষনার আলামত মনে হইতেছে
কবিতার ছন্দ খুব পছন্দ হয়েছে
২৮ শে জুন, ২০১২ রাত ১১:১০
শায়মা বলেছেন:
আরও কেমনে কেমনে তারে মারা যায় সেট বলো ভাইয়া!
১৫১| ২৮ শে জুন, ২০১২ রাত ১১:১০
রাতুল_শাহ বলেছেন: মোবাইলে পড়ছিলাম---
ভয় লাগছিল....যখন দেওয়ালে পিঠ ঠেকে গেল, তখন দেখলাম- এই ভয় আমাদের জন্য না, অন্য কোন বিশেষ মানুষের জন্য।
২৯ শে জুন, ২০১২ সকাল ৯:০৬
শায়মা বলেছেন: না না তুমি তো আমার অনেক অনেক প্রিয় লক্ষী একটা ভাইয়া!
তোমার উপর রাগ করতে পারি!
ইহা শুধু মহা শয়তান এক শত্রুর জন্য!
১৫২| ২৮ শে জুন, ২০১২ রাত ১১:৫৬
কান্টি টুটুল বলেছেন:
কি চাই?
চীন মৈত্রীর উপর থেকে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গার কালো জলে ফেলে দিতে চাই
কালো বিড়ালের রোস্ট জোড় করে গলা দিয়ে ঢুকিয়ে দিতে চাই,
লোহার চেয়ারে দড়ি দিয়ে বেঁধে ৩৩ হাজার ভোল্টের শক দিতে চাই
আর পাগলা কুকুরের ক্রসফায়ারে তুলে দিতে চাই
২৯ শে জুন, ২০১২ সকাল ৯:৫২
শায়মা বলেছেন: ইয়াক ইয়াক বেড়ালের রোস্ট কে বানাবে?
আমি পারবোনা, তবে শক দেওয়াটা ভুলে গেছিলাম !
মনে করায় দেওয়ায় অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
১৫৩| ২৯ শে জুন, ২০১২ রাত ১:১২
দুই দুয়ারী বলেছেন: ওরে পুড়ামুখো একবার এসে দেখে যা... পরী তুকে ভর্তা বানিয়ে ছেড়ে দেবে...
(গায়ের জোড়ে না পারলে কি হবে, কলম আছে না?.. )
দূর্জনেরা কত কথাই বলে পরী... রাগ পুষে রাখতে নাই, শরীর খারাপ করতে পারে...
২৯ শে জুন, ২০১২ সকাল ৯:৫৭
শায়মা বলেছেন: ঠিক বলেছো আপু!
রাগে আমি ঘুমাতেও পারিনা, লিখতে, পড়তে , খেতে পারিনা!
চোখ বুঝলে লাল নীল হলুদ সবুজ দেখি, লিখতে গেলে ভুল করে সেই নাম লিখে ফেলি, খেতে গেলেও আলু ভর্তা, বেগুন ভর্তার বদলে শত্রু ভর্তা খাচ্ছি ভেবে ফেলি!
আমি তো পাগল হয়ে যাবো আপুনি!
১৫৪| ২৯ শে জুন, ২০১২ সকাল ১১:২৭
টুকিঝা বলেছেন: হাহাহা!!! পাগলী আপি তুমি!!!
২৯ শে জুন, ২০১২ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: আমি এইখানে টুকিঝা!!!
১৫৫| ২৯ শে জুন, ২০১২ সকাল ১১:৫০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দেবযানী । ক্ষমা কোথা মনে মোর।
করেছ এ নারীচিত্ত কুলিশকঠোর....
..............................................................
...............................................................
...............................................................
কচ। আমি বর দিনু, দেবী, তুমি সুখী হবে।
ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে।
হয়তো আপনার শত্রু কচের মতই জবাব দেবে
২৯ শে জুন, ২০১২ দুপুর ১২:০২
শায়মা বলেছেন:
হা হা ভাইয়া আমার প্রিয় কবিতার কথা মনে করিয়ে দিলে....
১৫৬| ২৯ শে জুন, ২০১২ দুপুর ১:২২
নীলঞ্জন বলেছেন: http://www.somewhereinblog.net/blog/Nilanjonc
২৯ শে জুন, ২০১২ দুপুর ১:২৮
শায়মা বলেছেন:
ওকে দেখছি ভাইয়া।
১৫৭| ২৯ শে জুন, ২০১২ দুপুর ২:২৫
রেজওয়ান তানিম বলেছেন: সত্যি মারাত্মক। আপনি এত ভয়ঙ্কর
আগে তো জানতাম না
বুঝচি আগামীতে আর আপনাকে রাগানো যাবে না
কাকে উৎসর্গ করেছেন আমি কিন্তু বুঝেছি।
হি হি
২৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৫২
শায়মা বলেছেন: তোমাকে করিনি!
তুমি তো আমার লক্ষী কবি ভাইয়া!
করেছি এক শত্রুকে!
১৫৮| ২৯ শে জুন, ২০১২ দুপুর ২:২৯
চিন্তা ভাবনা করে শেয়াল বলেছেন: রাগই অনুরাগের জন্ম দেয় তবে কবিতা না বলে ছড়াই বলা উত্তম,যদিও খুব একটা মানসম্পন্ন হয় নাই লালসালুর কথা মনে পরে গেলু।
২৯ শে জুন, ২০১২ বিকাল ৫:০৪
শায়মা বলেছেন: কেনো সে কি তোমার শত্রু ছিলো নাকি তাকে কেনো মনে পড়লো ভাইয়া?
আর মান সন্মত লেখা নিয়ে তোমার মত আমি ভাবিনা!
সেসব ভাববে তোমার মত আমার পন্ডিৎ ভাইয়াগন!
আমি এখানে লিখবো আমার মনের আনন্দে, যতক্ষণ পর্যন্ত তা অশ্লীল বা অন্যের পিছে অকারণে না লাগা হয় ততক্ষণ আমার কাছে আমি রাইট!
তবুও তোমার উপদেশ বা ক্রিটিসাইজ যেটাই বল. মনে রাখবো আমি!
লার্নিং এর একটা উপকরণ ক্রিটিসিজম! যা আমাদেরকে আসলে উত্তরণ বেটার কিছু শিখায়!
ভালো থেকো শিয়ালভাইয়া আর আমার জন্য দোয়া করো আমি এখন গান গাইতে যাচ্ছি আর ভুই পাচ্ছি একটু একটু!
অনেক ভালো থেকো!
১৫৯| ২৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৫১
মাহী ফ্লোরা বলেছেন: ও আপু! আমি তো কবিতা পড়তে পড়তে উত্তেজিত হয়ে যাচ্ছিলাম! মেরেই ফেলবো টাইপ একটা অনুভূতি।
২৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৩
শায়মা বলেছেন: ঠিক তাই
তারে আমি মেরেই ফেলছি!
১৬০| ২৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৯
দুই দুয়ারী বলেছেন: রাগে আমি ঘুমাতেও পারিনা, লিখতে, পড়তে , খেতে পারিনা!
চোখ বুঝলে লাল নীল হলুদ সবুজ দেখি, লিখতে গেলে ভুল করে সেই নাম লিখে ফেলি, খেতে গেলেও আলু ভর্তা, বেগুন ভর্তার বদলে শত্রু ভর্তা খাচ্ছি ভেবে ফেলি!....
মানুষ রাগ ও যে এত মজা করে করতে পারে তা আগে জানতাম না... এই ধরনের কথা শোনলে তো যার উপর রাগ করেছেন সে হেসেই খুন হয়ে যাবে, তাকে আর মারতে হবেনা।
মাহী ফ্লোরা বলেছেন: ও আপু! আমি তো কবিতা পড়তে পড়তে উত্তেজিত হয়ে যাচ্ছিলাম! মেরেই ফেলবো টাইপ একটা অনুভূতি। .......... আমিও...
৩০ শে জুন, ২০১২ সকাল ১১:৪০
শায়মা বলেছেন: হুহ হাহ হেহ!!!
সে হেসে খুন হবে কি??
সে কি আর ইহ জগতে আছে??
হি ইজ নো মোর আপুনি!!!!!!!!!!!
১৬১| ২৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: উরে বা্পরে পুরাই ইটেন মি টাইপ কোবতে চ্রম হয়েছে।এই কবোতে খান আপনার উদ্দেশ্যে উৎসর্গ করলাম ( রাগ স্বরুপ )
পিলাচ
মায়শাপু আমার সিরিয়াল কবে আসবে
৩০ শে জুন, ২০১২ সকাল ১১:৫৬
শায়মা বলেছেন: হায় হায় আমার উপরই কেনো????
তোমার সিরিয়াল আসিবেক !!!
ডোন্ট ওয়ারী বাবা!!!
আল্লাহ ধৈর্য্যবানদিগকে পছন্দ করেন।
১৬২| ২৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
চিন্তা ভাবনা করে শেয়াল বলেছেন: আরি কি আজব শায়মাপ্পু!মানসম্মত লেখা নিয়ে আমি ভাবছি,তাই বা কে বল্লো তোমায়?ব্লগে মান খুজা এখন কষ্টদায়ক।তুমি অবশ্যই ভালো লেখো,তবে ছড়াটা দেখে লালসালুর কথা মনে পর্বেই।আর লালছাগুকে চিন্বোনা মানে?লালছাগু আমাকে কষ্ট দিলে তুমি খুশি হও?
কষ্ট পেলাম তোমার কথায়
৩০ শে জুন, ২০১২ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: চিন্তা ভাবনা করে শেয়াল বলেছেন: রাগই অনুরাগের জন্ম দেয় তবে কবিতা না বলে ছড়াই বলা উত্তম,যদিও খুব একটা মানসম্পন্ন হয় নাই লালসালুর কথা মনে পরে গেলু।
শেয়ালভাইয়া
উপরের কমেন্টটা কিন্তু তুমি করেছিলে!
তোমাকে আগে কখনও দেখেছি বলে মনে পড়েনা আমার। আর দেখলেও বড়জোর তা দু একবারের বেশি হবেনা তাইনা?
তবে তুমি যে মালটি নিক তাতো এই দুনিয়ার সবাই বুঝবে । মালটি নিক হও নো প্রবলেম কিন্তু মালটিনিক আমার চোখে তখনই খারাপ যখন তারা অন্যের পিছে লাগার জন্য মালটি নিক ইউজ করে।
তোমার এ মন্তব্যটা বা অন্যের ব্লগে করা তোমার কিছু মন্তব্য দেখে আমার মনে হলো তুমি শুধু অন্যকে হার্ট করবার জন্যই এই নিকটা ইউজ করছো।
অথবা তুমি ফান আর মানুষকে হার্ট করার মাঝে পার্থক্যটা ভুলে গেছো অথবা জানোনা। কারণ কোনো কথা নেই বার্তা নেই তুমি বলে বসলে যদিও লেখাটা মানসম্পন্ন হয়নাই। তুমি এত মান বিচার করবার কে হে শেয়ালভায়া? নিজে তুমি কয়টা মান সন্মান ওয়ালা লেখা লিখেছো বলোতো?
আচ্ছা নাহয় নাই লিখলে পড়েছো অনেক অনেক মানের লেখালিখি সেই সুবাদে বলতেই পারো তবে লালসালুকেও এইখানে টেনে এনে তুমি আমার সাথে জড়িয়ে তাকে ও আমাকে দুজনকেই হার্ট করবার ট্রাই করেছো।
শেয়ালভায়া বড় হও আবারও বলছি বড় হও অনেক অনেক। এমন অকারনে গায়ে পড়ে মানুষকে হার্ট করবার বদভ্যাস ছাড়ো। আমি জানি আমি যতই ভালো থাকতে চাই পৃথিবীতে হাজারও কর্মকান্ড ও নির্বোধ মানুষেরা আমাকে থাকতে দেবেনা। তারা গায়ে এসে পড়বেই আমি সেসব মানুষ জনকে এড়িয়ে চলি।এছাড়া কি আর করা বলো???
দেখো তুমি নিজেই মানসম্পন্ন লেখা হয়নি বললে আবার বললে ,
চিন্তা ভাবনা করে শেয়াল বলেছেন: আরি কি আজব শায়মাপ্পু!মানসম্মত লেখা নিয়ে আমি ভাবছি,তাই বা কে বল্লো তোমায়?ব্লগে মান খুজা এখন কষ্টদায়ক।
এবার বলতো, আবার কই মানসম্পন্ন লেখা নিয়ে ভাবছি বললে কেনো? তুমি তো ভাবছো বলেই আগের কমেন্টটা করেছো তাইনা? এত তাড়াতাড়ি ভুলে গেলে পরীক্ষায় তো ফেইল করবে।
আরেকটা কথা বলেছো,
তুমি অবশ্যই ভালো লেখো,তবে ছড়াটা দেখে লালসালুর কথা মনে পর্বেই।
দেখো জীবনে কতকিছু দেখে কতকিছুই মনে পড়ে। তার দায়ভার কি আমার? নাকি তোমারই? এই যে তোমার কথাবার্তা নিক এসব দেখে আমারও কিনতু একজনের কথা মনে পড়ছে যে গায়ে মানেনা আপনি মোড়লী করে, নিজেকে হিরো ভাবে, ধরাকে সরা গিয়ান করে বোকার মত এবং অকারনে অকারনে তার বশ্যতা যেই না স্বীকার করে তার পিছে লেগে যায়। এমন মানুষের ধ্বংস অনিবার্য্য। আমি কিন্তু তার নাম বলিনি। কারণ আমি শিখেছি যে যা কিছু মনে হয় তাই বলে ফেলাটা মস্তবড় বোকামী।
স্যরি ভাইয়া অনেক গুলো মনে হওয়া কথথা বলে ফেলতে বাধ্য হলাম।
তুমি বলেছো,
আর লালছাগুকে চিন্বোনা মানে?
সত্যি আমি এমন কোনো নিক এইখানে দেখিনি। তুমি সেই লালছাগু নিকের একটা লিংক দাওতো। যদি দেখাতে পারো লালছাগু নিক তাহলেই মেনে নেবো আমি এতটা সময় এইখানে থেকেও চিনতে পারিনি তাকে।
লালছাগু আমাকে কষ্ট দিলে তুমি খুশি হও? কষ্ট পেলাম তোমার কথায়
এ কথার কোনো যুক্তিই নেই । একজন চিন্তা ভাবনা করা শেয়ালের কাছে এমন বোকা বোকা কথা শোভা পায়না।
বড় হও। অনেক অনেক বড়। অনেক অনেক বড় হয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করো।
১৬৩| ২৯ শে জুন, ২০১২ রাত ১০:১৫
পুচকে ফড়িং বলেছেন:
আপু, যে আপনাকে রাগিয়ে দিয়েছে তাকে বলবেন যেন আরও বেশি বেশি রাগায় আপনাকে। এরকম আরও অনেক ছড়া পড়তে পারবো তাহলে
পোস্টে প্লাস।
৩০ শে জুন, ২০১২ দুপুর ১:০৯
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে বলতাম যদি সে বেঁচে থাকতো!
বাট হি ইজ নো মোর ইন মাই লাইফ!!!
টুকরা টুকরা করে গাঙ্গে ভাসায় দিয়েছি তো আপুনি।
১৬৪| ৩০ শে জুন, ২০১২ দুপুর ১:০৭
~মাইনাচ~ বলেছেন: ওরেরররররররররর আমার নানীকে কে জালাইলোরে তার চৌদ্দগুস্টিকে মাইনাচ
কবিতে সেরকম হয়েছে নানি।
৩০ শে জুন, ২০১২ দুপুর ১:১০
শায়মা বলেছেন: এতদিন পর কই থেকে আসলে নানাভাইয়া???
তুমি আগে আসলে জবাই করার জন্য তোমাকেও সাথে নিতাম পা দুইটা চেপে ধরতে। একা একা এত খুন খারাবী করতে এই বুড়া বয়সে কত কষ্ট হলোনা বলো?
১৬৫| ৩০ শে জুন, ২০১২ দুপুর ১:১৮
চিন্তা ভাবনা করে শেয়াল বলেছেন: এত বড় উত্তর দেখে খুব খুসি হয়েছি শায়মাপ্পু।আমি তোমার সাথে একটু দুষ্টুমি কর্ছি আর তুমি এমনভাবে বলছো যে তোমাকে হার্ট করছি।আমার দুস্টামি তোমার ভালো না লাগলে আর আসবো না।
ভালো থেকো শায়মাপ্পু।
৩০ শে জুন, ২০১২ দুপুর ১:২৮
শায়মা বলেছেন: শেয়ালভায়া
বাপরে!! তুমি কি ওৎ পেতে বসে ছিলে??? একদম কমেন্টের রিপ্লাই দেবার সাথে সাথেই চলে আসলে??
যাইহোক তোমাকে আরও একটা জিনিস শিখতে হবে কোন কোন দুষ্টামী ঠিক দুষ্টামীর মতই দেখতে আর কোন কোনটা হিংসাত্বক মনোভাবের বা অন্যকে হার্ট বা অপমান করার মত দেখতে। আমার কিন্তু মোড়লী করা স্বভাব একদম কম তবুও বললাম তোমার কান্ডগুলো দেখে। কিছু মনে করোনা ওকে?
আর একটা কথা আমার রিপলাই এর মানে কিছু প্রশ্ন ছিলো তুমি সেগুলরো কোনো সদুত্তর দিতে পারবেনা বলেই আমার মনে হয়। দেবার দরকারও নেই শেয়ালভায়া। যে যা এড়িয়ে যেতে চাই আমি তা জোর করে ঘাড়ে ধরে করাতে অপছন্দ করি।
আর একটা কথা শেয়াল খুব ধূর্ত প্রাণী আর মনুষ্যকূলে নাপিত। দুজনই কিন্তু আমাদের গল্পে বা জীবনে খুব একটা ইতিবাচক ধারণা ফেলেনা। শুনো তাই এই নিক বাদ দাও।যদিও আমি আমার স্াভাব বিরোধী কাজ করছি তুমি কোন নিক নেবে না নেবেনা তোমার ব্যাপার। তবে জানো তো নামও যে আমাদের জীবনে নানা কর্মকান্ডে বিস্তর প্রভাব ফেলে?
এই ভারচুয়াল লাইফে নিকটাও ঠিক সেরকমই।
আমার ধারণা হাজী মুহাম্মদ মুহসীন বা দাতা হাতেমতাই বা সত্যবাদী যুধীষ্ঠিরের মত নিক নিলে সে কিছুটা হলেও নিক দ্বারা প্রভাবিত হবে। আর তা না হয়ে এসবের বীপরিত নিকগুলো নেতিবাচল মনোভাবের প্রভাব ফেলবে জীবনে তারই অগোচরে।
উফ মহা মাতবরী করে ফেললাম।
ভালো থেকো ধূর্ত শেয়াল নিকের পিছে আমার ভালোমানুষ ভাইয়াটা।
১৬৬| ৩০ শে জুন, ২০১২ দুপুর ১:২৮
ফারজুল আরেফিন বলেছেন: ৬৬ তম ভাললাগা রইলো।
এত মন্তব্য পড়ে শেষ করা যাচ্ছে না।
৩০ শে জুন, ২০১২ দুপুর ১:৩০
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
মন্তব্য কে পড়ে তুমি আমার মারিং মারিং কাটিং কাটিং কবিতাটা পড়ো।
১৬৭| ৩০ শে জুন, ২০১২ দুপুর ১:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: আগে একবার কয়েক লাইন পড়েছিলাম। আজ পড়েছি।
সুকুমার রায় এই কবিতার কাছে হার মেনেছে। দারুণ হয়েছে; ছন্দময় কবিতাটি ব্লগের বাইরেও সাফল্যের মুখ দেখবে নিশ্চিত।
আমার তো নিজেরই ভয় লাগছে, তোমার শত্রু এটা পড়ার পর নির্ঘাৎ জ্ঞান হারাবে।
৩০ শে জুন, ২০১২ দুপুর ২:০৬
শায়মা বলেছেন: ব্লগের বাইরে সাফল্যের মুখ মানে কি ভাইয়া!!!!!!!!!
হায়হায় শুনে তো আমি এখুনি হার্ট ফেইল করে মরে গেছি।
ব্লগের বাইরে আমি কিন্তু কাউকে খুন টুন করতে পারবোনা!!!!!!!
১৬৮| ৩০ শে জুন, ২০১২ দুপুর ১:৪৯
~মাইনাচ~ বলেছেন: নানী আমার নেট ছিলোনা।
নো প্রবলেম, নানী এটা ধারাইলাম। চলবে?
৩০ শে জুন, ২০১২ দুপুর ২:০৭
শায়মা বলেছেন: না না এইটা তে চলবেনা নাতিবাবা।
আমার লাগবে কাবলীওয়ালার খন্জর!!
১৬৯| ৩০ শে জুন, ২০১২ দুপুর ১:৫৩
~মাইনাচ~ বলেছেন: নানী কথা হলো গিয়ে আপনি কল্লা এক কোপে নামাবেন? নাকি দুই কোপে। সেই মোতাবেক চাক্কু ধারাইতাম আরকি
এটা দেখেনতো, এটা এক কোপা
৩০ শে জুন, ২০১২ দুপুর ২:০৮
শায়মা বলেছেন: দুই কোপ দিতে বুঝি দুই দুইবার চাকু বদলাতে হয়???
ধ্যাৎ তুমি কোনো কাজের না।
১৭০| ৩০ শে জুন, ২০১২ দুপুর ১:৫৯
শিপু ভাই বলেছেন:
কবিতাটা পইড়া কারে যানি মারতে মঞ্চাইতাছে!!!
হাতের কাছে শিয়াল কুত্তা পাইলেও দুই চাইরটা দিতে পারতাম!!!
আগুন কবিতায়++++++++++++++++
৩০ শে জুন, ২০১২ দুপুর ২:১০
শায়মা বলেছেন: হায় হায়
এই কবিতা দেখি মানুষের মাঝে উত্তেজনা ছড়াচ্ছে!!!
নো রাগিং রাগিং , মারিং মারিং , কাটিং কাটিং ভাইয়াজী।
ইহা শুধু আমার শত্রুর সাথে আমার শত্রুতা।
কাউকে কার্ট করা চলবেনা।
১৭১| ৩০ শে জুন, ২০১২ দুপুর ২:১৪
ফারজুল আরেফিন বলেছেন: ব্লগের বাইরে মানে পাঠ্য বই বা শক্ত মোটা কোন বইয়ের মাঝে
শুভ কামনা।
শিপু ভাই কি মাইনাচের এত সুন্দর চাক্কু দিয়ে শিয়াল কুত্তা মেরে হাত নষ্ট করবে নাকি? পা ইউজ করেন ভাই।
৩০ শে জুন, ২০১২ দুপুর ২:১৭
শায়মা বলেছেন: ওহ তাই বলো.......
কিন্তু ভাইয়া পাঠ্যবই এ ছাপালে তো বাচ্চারা শুধু মারামারি খুনাখুনি শিখবে।
তবে কালা জাহাঙগীর যদি কোনো স্কুল দেয় তবে সেখানে এই পুস্তকখানি পাঠ্য হিসেবে বিশেষ বিবেচিত হইতে পার.
১৭২| ৩০ শে জুন, ২০১২ দুপুর ২:১৬
~মাইনাচ~ বলেছেন: আরে নানী সেম্পল দেখাইলাম ওগুলো। আপনার চয়েজ কোনটা বলেন, এক কোপা নাকি দুই কোপা। সে মতে খন্জর রেডি করমু
যার কল্লা নামাইবেন, সেকি পুরুষ না মহিলা, পুরুষ হলে বয়স্ক নাকি অল্প বয়স্ক। বিবাহিত না অবিবাহিত। বিবাহিত হলে কয় বছরের বিবাহিত? বউ কোন জিলার? বউকি ডাইনী টাইপ নাকি সরল মনা। সরল মনা হলে ...............................................................................................................................................................................................................................................................................................................................................
৩০ শে জুন, ২০১২ দুপুর ২:১৯
শায়মা বলেছেন: হা হা হা হা
না না না সেটা বলা যাবেনা.......
তোমার কাজ শুধু চাক্কু সাপ্লাই দেওয়া।
তারপর তোমার চক্ষু বাঁধিয়া তাহার পা চাপিয়া ধরা যেনো কোনোরুপ ট্যা ফো করিতে না পারে।
বাট শত্রুর নাম ধাম ঠিকানা বয়স সে সব আমি মরিলেও জন সন্মুখে প্রকাশ করিবোনা ।
ইহাও তাহার শাস্তির একটি অংশ!!!
১৭৩| ৩০ শে জুন, ২০১২ দুপুর ২:২৪
ফারজুল আরেফিন বলেছেন: বাচ্চারা মারামারি খুনাখুনি না শিখলে বড় হয়ে সামুতে এসে কি করবে? দেখনা সবাই কেমন পায়ে পাড়া দিয়ে ক্যাচালে ব্যস্ত।
ইদানিং এত সুন্দর ছন্দময় কবিতা চোখেই পড়ে না। তাই বলছিলাম আরকি!
৩০ শে জুন, ২০১২ দুপুর ২:৪৮
শায়মা বলেছেন:
মনটা খারাপ হয়ে গেলো ।
আসলেই এইভাবে মারামারি করলে অদূর ভবিষ্যতের বাচ্চাগুলার আর সামুর মুখ দেখা হবেনা।
তার আগেই আমাদের প্রিয় সামু খুন হয়ে যাবে খুনীদের হাতে।
১৭৪| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৬
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু
পাই নাতো তাই টেস্টু
৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২২
শায়মা বলেছেন: নতুন পোস্ট লিখিনিতো ভাইয়া!
রাগিং মু্যডে ছিলাম তো!
১৭৫| ৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৩
জেমস বন্ড বলেছেন: :-& :-& :-& :-& মাইনাচ ভাই এর কাছে এত্তত ছুড়ি চাক্কু খাইছে রে
৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৩
শায়মা বলেছেন: তার মনে হয় ছুরি চাক্কুর ব্যবসা!
১৭৬| ৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২১
তেইল্লাচোরা বলেছেন: খাইছে! আমার উপর রাগেন টাগেন নাই তো আফামনি?!
৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: ইয়া আল্লাহ!
তেলাপোকা!!!!!!!
ককরোচ স্প্রে!!!!!!!
১৭৭| ৩০ শে জুন, ২০১২ রাত ৮:৪১
জিয়াদ ইবনে হাফিজ বলেছেন: hell wonderful!!
৩০ শে জুন, ২০১২ রাত ৯:২৭
শায়মা বলেছেন:
১৭৮| ৩০ শে জুন, ২০১২ রাত ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়তে পড়তে মনে হচ্ছিল, জব্বর একটা ধোলাই দিচ্ছেন কাকে যেন, যার উপর আপনার ক্ষোভের অন্ত নেই! শেষমেষ তাই তো- একজন শত্রুকে
শত্রুটি নিশ্চয়ই তাঁর ভুল বুঝতে পারবেন। তবে এ শত্রুর বাসাবাড়ি এ ব্লগেই- তা আন্দাজ করলাম।
লেখা ভালো হয়েছে।
০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪১
শায়মা বলেছেন: মনে হয়না সে তার ভুল বুঝতে পারবে!
কিছু বেক্কল আছে না? গোঁয়ার গোবিন্দ! ভাবে নিজে ছাড়া পৃথিবীতে আর কেউ তার থেকে বড় পন্ডিৎ !
আল্লাহ তার হেদায়েৎ করুক!
১৭৯| ০১ লা জুলাই, ২০১২ দুপুর ১২:১২
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন:
মানতে হবে জানতে হবে
একদিন ঠিক কাঁদতে হবে
ঠিক যেমনই তাহার তরে
আজ কেঁদেছি আমি !
কেঁদেছে তো শত্রু?
ঠিকমত কাঁদিয়েছেন তো?
নাকি
তারচে বরং ভুলেই যাবো
রাগটা না হয় তুলেই নেবো।
০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৯
শায়মা বলেছেন: একদম ঠিকঠাক কাঁদিয়েছি বটে!
তবে চোরাই না মানে ধর্মের কাহিনী!
১৮০| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৩
বুমবুম বলেছেন: এত বড় পোস্ট আমি কোনদিন পড়তে পারি?
০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫০
শায়মা বলেছেন: না পারোনা! জানি তো তুমি আমার ফাকিবাজ ভাইয়া!
১৮১| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪১
প্রিন্সর বলেছেন: আপনার শত্রুকে কিচ্ছু করতে হবেনা । জাস্ট কথাগুলো শুনিয়ে দিন । বেচারা এমনিতেই মরে যাবে ।।
০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
শায়মা বলেছেন: কি যে বলো!
বেহাইয়ারা মরে আবার জনম নেয়!
একবার কানে ধরে যা আর করবেনা ভাবে আবার দুদিন পরে ভুলে গিয়ে তার চাইতেও খারাপ কিছু করে!
কবে যে শোধরাবে আল্লাহ জানে!
১৮২| ০১ লা জুলাই, ২০১২ রাত ৮:০২
সাজজ্াদ রানা বলেছেন: ইয়া আল্লাহ, এইটা শায়মা আপুর লেখা!
ভয় পেলাম তো..................
০১ লা জুলাই, ২০১২ রাত ৯:১৯
শায়মা বলেছেন: আমিও ভয় পেলাম!
১৮৩| ০১ লা জুলাই, ২০১২ রাত ৮:৪৫
মে ঘ দূ ত বলেছেন: বাপ্রে! টর্চারের আর কিছু তো মনে হয় বাকী রাখেন নি
এত রাগ!
আছেন কেমন?
০১ লা জুলাই, ২০১২ রাত ৯:২০
শায়মা বলেছেন: আরে!
এতদিন পর!
আমি ভালো আছি!
১৮৪| ০২ রা জুলাই, ২০১২ রাত ১১:২১
উজবুক ইশতি বলেছেন: এত হুমকি . .........। ................. ............... ভালো লাগল
০২ রা জুলাই, ২০১২ রাত ১১:৩৫
শায়মা বলেছেন: থ্যাংকস অনেক অনেক আমার লেখাটা পড়ার জন্য।
১৮৫| ০২ রা জুলাই, ২০১২ রাত ১১:৪২
নীল অ্যাপাচী বলেছেন: কবিতাটি খুব ভাল লেগেছে।।
রাগ থেকেও যে এত সুন্দর সৃষ্টিশীল কিছু হতে পারে, তা আপনি প্রমাণ করলেন।।
ঐ ত
০২ রা জুলাই, ২০১২ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: আরে ভাইয়া তখন কিন্তু সত্যি সত্যি এমনি রাগে পাগলী হয়ে গেছিলাম।
১৮৬| ০৩ রা জুলাই, ২০১২ দুপুর ২:১৭
হাসান যোবায়ের বলেছেন: এত কিছু করতে হবে কি জন্য? তাও এমন কবিতার ভাষায়?
যাই হোক সাপের মতো বিশাল লম্ভা কোবতে লেখার জন্য ধইন্না
০৩ রা জুলাই, ২০১২ দুপুর ২:১৯
শায়মা বলেছেন: আরে কবিতার ভাষা, গানের ভাষা, ঝগড়ার ভাষা, খুনাখুনির ভাষা সবই তো ভাষা।
আমার না হয় কবিতার ভাষাই হলো.....
১৮৭| ০৩ রা জুলাই, ২০১২ দুপুর ২:৩৫
দেখি তো পারি কিনা..... বলেছেন: কতিার মধ্যে তো দেখি টিপু সুলতানের তলোয়ারের ধার আছে । পড়তে পড়তে কলিজাটা শুকিয়ে গেল । ভাবতেছি এই কোন ড়াইনী আসলো ব্লগে। আর এই ভয়ে আমি আজকে দুপরে খাবোই না। (কানে কানে বলি দুপরের খাবার টা খেয়ে ফেলছি )।
০৩ রা জুলাই, ২০১২ দুপুর ২:৫০
শায়মা বলেছেন:
আগে ছিলাম পরী
রাগে পাগল হয়ে ডাইনী হয়ে গেছি।
১৮৮| ০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৩:১০
সায়েম মুন বলেছেন: যখন আমার রাগ হলো, ইচ্ছে হলো দুহাত দিয়ে দেই টিপে তার গলা
---------সামুর বর্তমান অবস্থা দেখে এই রাগ হলো নাকি তোমার!
০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৩:১৫
শায়মা বলেছেন: না অনেক আগে থেকেই রাগ হচ্ছে!!!
বাট এখন রাগটা আস্তে আস্তে সীমা অতিক্রম করছে দিনে দিনে!
১৮৯| ০৩ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫০
চতুষ্কোণ বলেছেন: আপ্নে বড় ডেয়ারিং :-& আপনার কাছ থিকা সাবধান থাকতে হৈব
০৩ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৬
শায়মা বলেছেন: আরে তুমি তো আমার একটা প্রিয় ভাইয়া।
তোমার কোনো ভয় নাই।
১৯০| ০৩ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫২
চতুষ্কোণ বলেছেন: ও আইচ্ছা কবিতা দূর্ধর্ষ সুন্দর হৈছে
০৩ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!! থ্যাংক ইউ!!! থ্যাংক ইউ !!!
১৯১| ০৫ ই জুলাই, ২০১২ ভোর ৪:২৫
যাযাব৮৪ বলেছেন: কবিতায়++++++
০৫ ই জুলাই, ২০১২ ভোর ৬:৩৬
শায়মা বলেছেন:
১৯২| ০৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:০০
আরিয়ানা বলেছেন: অসাধারন একটা কবিতা লিখেছ গো মেয়ে!!!
০৫ ই জুলাই, ২০১২ দুপুর ২:১১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!
১৯৩| ০৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:১৩
মুখ ও মুখোশ বলেছেন:
পৃথিবীতে একটি জিনিস সবচাইতে দামী!!! হুমমম সত্যিই তাই!!!??
এত রাগ ভাল না গো মেয়ে.................
রাগে যে রাগ বাড়ায়
ভালবাসা কাছে টানে
তোমার শেষ কথায়
আছে মানে।
খুব ভাল লেগেছে কবি রাণী শায়মা। ভাল থেকো, ভাল লেখো।
০৫ ই জুলাই, ২০১২ দুপুর ২:১১
শায়মা বলেছেন: হা হা মুখোশভাইয়া!
অনেক অনেক থ্যাংকস!
১৯৪| ০৫ ই জুলাই, ২০১২ রাত ১১:২১
০৬ ই জুলাই, ২০১২ সকাল ৭:১৪
শায়মা বলেছেন: তুমি এত এত লেখো রোজ রোজ যে মাঝে মাঝেই দু'একটা বাদ পড়ে যায়!
ওকে এখুনি পড়ছি!
১৯৫| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
হৃদছায়া বলেছেন: সুকুমার রিটার্নস! মাস্টারপিস হয়ে গেল একটা, শত্রুর কথা মনে হলে এটা পড়লে সবারই শান্তি লাগবে। শেষ প্যারায় দুই লাইনের মাঝখানে আরো এক/দুই লাইন হলে ছন্দ হয়ত বেশি মিলত শেষের তৃতীয় প্যারার সাথে। শেষের তৃতীয় প্যারায় হঠাৎ করে ছন্দ ভাঙছে, পুরোটা এক ছন্দে রাখলে পড়তে আরো ভালো লাগত। তবে সম্পূর্ণই আমার অভিমত। প্রিয়তে রেখে দিচ্ছি, যখনতখন এসে পড়ে যাব।
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
শায়মা বলেছেন: হাহা আপুনি
তখন আমি খুবই রেগে ছিলাম!
কুচি করে কেটে রান্না করে খেয়ে ফেললেও শান্তি হতনা!
১৯৬| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৩
রাতুল_শাহ বলেছেন: ইহা শুধু মহা শয়তান এক শত্রুর জন্য!
আপু শয়তান তো শয়তানই হয়, মহা শয়তানের ব্যাপার মাথায় আসেনা।
১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৪
শায়মা বলেছেন: মহা শয়তান হলো যে সামনে এক রকম পিছে আরেকরকম, একমুখে দশ কথা বলে,লোভ আর মোহে কানা হয়ে যায়,আস্ত ছোটলোক হয়ে নিজেকে সাধু ভাবে!
আমার কিন্তু আবার রাগ হয়ে যাচ্ছে!
১৯৭| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫১
রাতুল_শাহ বলেছেন: এটা তো মীরজাফরই চরিত্র। শয়তানও মনে হয় মীরজাফররে ভয় পায়।
যাহোক রাগলে কিন্তু ভালই হবে, সামুর ব্লগাররা আরও একটা চমৎকার কবিতা পাবে।
১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৯
শায়মা বলেছেন: না না আর রাগতে চাইনা!
মীরজাফরের চেহারা দেখারও কোনো দরকার নেই আমার!
১৯৮| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৬
সালমাহ্যাপী বলেছেন: বাপ্রে বাপ !!!!!!!!!!!!!!!
এত ক্ষেপসো কেন গো আপুনি?????????
মজা পেলাম কবিতাটা পড়ে
তার চেয়ে বেশি মজা পেলাম উতসর্গটা দেখে
কেমন আছো????
১০ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৯
শায়মা বলেছেন: আরে রাগের কথা মনে করাও কেনো!
আর খেপার কারণ বললে শত্রুর খবর হয়ে যাবে!
তার থেকে মরুক এমন করেই!
১৯৯| ১০ ই জুলাই, ২০১২ রাত ৯:২৩
মৃত্যুঞ্জয় বলেছেন: হাঁ হাঁ হাঁ
১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৪০
শায়মা বলেছেন:
২০০| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৫০
জামিল আহমেদ জামি বলেছেন: আপু আমি চলে এসেছি, এখন খুব জ্বালাব...
রিটেন দিলাম, দোয়া কইরেন যেন পাস করি...
১১ ই জুলাই, ২০১২ রাত ১২:৩১
শায়মা বলেছেন: অবশ্যই পাস করবে!!!!!!!!!!
অনেক অনেক দোয়া ভাইয়া।
২০১| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৫১
আলুমিয়া বলেছেন: এত ভাবে যায় করা খুন!
এখন দেখি ভেজা লাগে পাতলুন।
আমার আশেপাশের মানুষজনকে এই কবিতা থেকে দুরে রাখতে হবে।
১১ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৩
শায়মা বলেছেন: হা হা হা কেনো ভাইয়া!!!!!!!!!!!!
তারা কি সবাই তোমার উপর খেপে আছে নাকি????
২০২| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৪
সুমন সালেহী বলেছেন: যে শত্রুর উদ্দশ্যে লিখেছেন সে পড়লে এমনিতেই মারা যাবে... কিছু করা লাগবে না।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:১২
শায়মা বলেছেন: মরে যাক!
মরলে শান্তি পাই!
২০৩| ১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২০
সাইফ হাসনাত বলেছেন: বাপসরে...
খুব খুব খুব রাগী! শত্রুটাকে কে বাচাবে শেষে..?!
১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:০৭
শায়মা বলেছেন: কেহই বাঁচাতে পারবেনা!!!!!!!!
সে আমার বদনজরে পড়েছে .....
আর কি রক্ষা আছে তার???
কাভি নেহি!!!!!!!!!!!!
২০৪| ১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:১৮
রুচি বলেছেন: আমার ছেলে বড় হলে এই কবিতাটা শোনাব
১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:২৫
শায়মা বলেছেন: হায় হায় কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
পিত্তিবাবুতাকে এমন মারদাঙ্গা কবিতা শোনাবেনা আপু!!!!!!!!!!!!!
আমি ওর জন্য অনেক সুন্দর একটা কবিতা লিখে দেবো ওকে???
২০৫| ২১ শে জুলাই, ২০১২ রাত ১০:৫১
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার শত্তুর টার জন্য এখন মায়াই লাগছে আমার। হাহাহাহা
২১ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: মায়া করোনা ভাইয়া।
শত্রুটা একটা আস্ত শত্রু!!!
২০৬| ২২ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৯
সারেমল বলেছেন: মাম!!!!এসব কি লিখেছ??
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৭
শায়মা বলেছেন: এই সব শত্রুকে যেমন করে শায়েস্তা করতে চাই সেসব নিয়ে লেখা!!
২০৭| ২৩ শে জুলাই, ২০১২ রাত ১:৪৭
ফারাহ দিবা জামান বলেছেন: সব পেরিয়ে বুঝবে যেদিন
পৃথিবীতে একটি জিনিস সবচাইতে দামী!!!
বুঝতে তাকে হবেই -
না বুঝে যাবে কই ?
২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৩
শায়মা বলেছেন:
আপুনি আমার রাগ রাগ লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!
২০৮| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৫
আশিকুর রহমান টিংকু বলেছেন: মোসাড, র, স.আই.এ আর বাকি সবগুল সবথেকে নৃশংস ইন্টেলিজেন্স গুল যদি আপনার এই কবিতা পরে, তাইলে তাদের মাঝে আপনার জন্যে ছোটখাটো একটা যুদ্ধ লেগে যাবে । সেই যুদ্ধ পরে তৃতীয় বিশ্বযুদ্ধে রুপ নিয়ে নিতে পারে ।
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৪
শায়মা বলেছেন: বিশ্বযুদ্ধের চাইতেও বেশী কিছু আছে কিনা এ লেখায় তুমি কি তার কি আর জানো ভাইয়া????
তবে সত্যিই এই কবিতার জন্ম বড়ই দুঃখ জনক ইতিহাসে!
তবুও পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!
২০৯| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৯
আশিকুর রহমান টিংকু বলেছেন: অন্যকথন ।
সময় পেলে পড়ে আসবেন , যদিও গল্পের ব্যাপারটা যেকোন মেয়ের বুঝতে না পাবার কথা ।
০৫ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৯
শায়মা বলেছেন: পড়েছি ভাইয়া!
২১০| ০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪০
শ্রাবণ জল বলেছেন:
০৫ ই আগস্ট, ২০১২ রাত ৮:২০
শায়মা বলেছেন: হাসো কেনো আপুনি?
২১১| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৭
আশিকুর রহমান টিংকু বলেছেন: নিশ্চয়ই বুঝতে পারেন নাই !
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: পেরেছি!!!!!!!!!
২১২| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৩
জ্বীন কফিল বলেছেন: জ্বীন ডরাইলো
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪০
শায়মা বলেছেন: হা হা না না জ্বীনভাইয়া আমাকে ভয় পেয়োনা!
২১৩| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৯
টুকিঝা বলেছেন: কে যেন আমাকে ভুলে গেছে
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১৫
শায়মা বলেছেন: আমি তোমাকে ভুলতে পারি টুকিঝামনি??????
আই লাভ ইউ সো মাচ!!!!!!!!!
২১৪| ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:০৪
শ্রাবণ জল বলেছেন: ছন্দে ছন্দে রাগ আর ছবিটা দেখে খুব মজা পেলাম,তাই হাসলাম।
সুন্দর।
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: ওকে আপু।
২১৫| ০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৮
একটু স্বপ্ন বলেছেন: আমি কিন্তু শত্রুর প্রতি রাগের চেয়ে দরদটা বেশী পেয়েছি! অনন্য ছড়াটিতে বক্তার ভেতরটা পড়া যাচ্ছে.. অনেক শুভকামনা।
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৫
শায়মা বলেছেন: শত্রুর প্রতি দরদ দেখিয়ে লাভ নেই ভাইয়া।
কিছু শত্রুকে দেখে বিস্ময় জাগে।
২১৬| ০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন: পিলাচ দিলাম , দারুন কোবতে
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৫
শায়মা বলেছেন: পড়ার জন্য থ্যাংকস!
২১৭| ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০৯
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
বিনা অনুমতিতে কেউ এই কবিতার প্যারোডি লিখলে ---তাদের কে ধোলাই খালে পাঠিয়ে
দেওয়া হোক ----
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: ধোলাইখালে পৌছে গেছে
দলাই মলাই ঘৌচে গেছে
ডিমের মত পৌচে আছে
ফ্রাইংপ্যানের তাপের ভাজে!
২১৮| ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:১৯
সরদার বাড়ীর সরদার বলেছেন: ভুই পাইচি।
আপনাকে এরাষট করা হোক
সাহারা বিবি কুতায়?
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন: এ্যারেস্ট করে কোন বাপের বেটা!
কাহার ঘাড়ে কয়টা মাথা?
ইহা আমার তাহার মধ্য কথা
মাঝে আসবে কোন মাতবরজাদা?
আসেও যদি মোড়লী করে
দুজন মিলেই ধরবো তারে
কড়কড়াকড় কড়াৎ করে
ঘাড়টি তাহার ভাংবো জোরে!
২১৯| ১৩ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৩৩
একটু স্বপ্ন বলেছেন: সেতো জানি, কিন্তু আমার কাছেতো মনে হলো কবি নিজেই দরদটি দেখিয়েছে তাঁর এই বিশেষ শত্রুটির সাথে! নাকি ভুল মনে হলো? @শায়মা
১৩ ই আগস্ট, ২০১২ সকাল ১১:০৯
শায়মা বলেছেন: দরদ কোথা দেখলে তুমি
আসল জানে অন্তর্যামী।
দুধ-কলায় পোষা কালসাপেদের
যায়না মাপা কোনো মাপেতেই।
যতই তারে তোয়াজ করো
সোনা হীরেই মুড়িয়ে রাখো
সুযোগ পেলেই তুলবে ফণা
লিকলিকে ঘাড় সাপের ছানা।
অবাক হয়ে ভাবি আমি
সাহস দেখে টাসকি আমি
নিজের ওজন বুঝতে হবে
সে বুদ্ধি তার কবেই হবে!
ওরে আমার সাপের ছানা
বাহাদূরী করতে মানা
যতই নাচাস ছোট্ট মাথা
জীব দেখিয়ে বলিস যাতা
আমার আছে শক্ত লাঠি
পারবি কি তুই লিকলিকে কাঠি!
এক বাড়িতে সাঙ্গ হবে
জনম লীলা ইহ ভবের।
লক্ষী হয়ে থাকনা ওরে
আমার থেকে শত মাইল দূরে।
২২০| ১৩ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩২
জাতির বিবেক বলেছেন: যখন আমার রাগ হলো -
ইচ্ছে হলো দুহাত দিয়ে
দেই টিপে তার টুটি,
আজীবনের জন্য তার হোক
বদমাইশির ছুটি।
১৩ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: হুম
তাই তো.......
বদমাইশি ছুটবে কি আর
এতই কি তা সোজা?
লেজটা তাহার এতই বাঁকা
ডাকতে হবে ওঝা।
ওঝা দিয়ে বিষ ঝাড়াবো
বীন বাজাবো সুরে
বীনের টানে আসবে ছুটে
যতই থাকুক দূরে।
তখখুনি ঠিক লৌহ শলা
আগুন দিয়ে পুরে
জীবের ভেতর ছুইয়ে দেবো
মরুক তখন পুড়ে।
২২১| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:০৯
একটু স্বপ্ন বলেছেন: হা হা হা.. এতো দেখছি স্বভাব কবি!
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ৮:২৮
শায়মা বলেছেন: স্বভাব আমার বেজায় ভালো সর্বলোকে জানে
মেজাজখানা চটলে পরে সর্বলোকে মানে...
কি মানে?
তা দেখলে তুমি এ ছড়াটাই পড়ে
জবাই করি বস্তা পুরি
ছুটি- বুড়িগংগা পানে!
২২২| ১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৬
একটু স্বপ্ন বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
২২৩| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৭
একটু স্বপ্ন বলেছেন: প্রেয়সীকে টিঠি-১ কিন্তু পোষ্ট করা হয়েছে.. ভাব-ভালবাসার কথা কিন্তু নেই.. এই যে লিংক..
Click This Link
১৪ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪২
শায়মা বলেছেন: ওকে ভাইয়া!
২২৪| ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৪
ফালতু বালক বলেছেন: দেখুক সরষে ফুলগুলো সব
চোখের তারায়, ভীষন আজব
ভনভন ওর ঘুরুক মাথা
ধরবো সেথা উলটো ছাতা'
হে হে । চরম হইছে,আপু।
১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন:
পড়ার জন্য থ্যাংকস ভাইয়া।
২২৫| ২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৫
যুধিষ্ঠির বলেছেন: পুরাই পাংখা হইসে!
২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৬
শায়মা বলেছেন:
রাগ হইসিলো তাই ভাইয়া।
২২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৯
মাক্স বলেছেন: এই পোস্টে কি প্লাস দিব?
নাকি প্রিয়তে নিব?
ফেইসবুকে এক শেয়ার দিব?
আপাতত এক কমেন্ট দিব।
আপনার পোস্টে মন্তব্য দিতেও ডরাই।
০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া...
কেনো ভয় পাচ্ছো বলোতো?
এটা তো শুধুই সেই শত্রুটার জন্য!
তোমাকে তো আমি কিচ্ছু বলবোনা!
আই লাভ ইউ সো মাচ!
২২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৪
হাসি .. বলেছেন: হা হা হা
আপু কবিতাটি পড়ে আমি অনেক হাসছি
মানুষ রাগের কথাও অমন সুন্দর করে বলতে পারে? বাহ
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৯
শায়মা বলেছেন:
তখন কিন্তু রাগে পাগল হয়ে লিখেছিলাম!
২২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:২৮
hasin82 বলেছেন: ভয় পাইছি!!!
কার উপর এত রাগ, আপুনি?
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
শায়মা বলেছেন: না না ভয় পেয়োনা ভাইয়া।
তোমার উপর এই রাগ না।
২২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৪
জেনুইন শয়তান বলেছেন: এতদিনে নিশ্চই ঐ রাগ অনুরাগে পরিনত হয়েছে??... তবে তুমি কিন্তু তার চেয়েও ভাল লেখ, এবং জনপ্রিয় ব্লগার... তুমার সাথে তার তুলনাই হয়না।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৬
শায়মা বলেছেন: হা হা হা সে লিখতে জানে সেটাই বা কে বললো ভাইয়া??????????
সে ব্লগার বা রাইটার হতেই হবে এমন কোনো কথা আছে???????
২৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৮
সায়েদা সোহেলী বলেছেন: হা হা হা ।....... অনেক দিন পর কোন ছড়া পড়ে এতো মজা পেলাম
কাওকে শোনাতে ইচ্ছে করছে . :!> :!> :!> ।। রেগে গেলে তো আমরা এমন ই বলি .।।।তবে এতটা শুন্দর করে নয় .।।
+++++++++++++++++++++++++++++++++++++++++
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৪
শায়মা বলেছেন:
সেই সময়টায় অবশ্য আমার তেমনি রাগই হয়েছিলো ।
শুধু বলা না সত্যি সত্যিই খুন করে ফেলতে।
২৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৭
জেনুইন শয়তান বলেছেন: তাই নাকি!!!... আচ্ছা, তাহলে তাকে আরেকবার বলি ঢংগি পরীটাকে একটু রাগিয়ে দেয়ার জন্যে... তখন তো খুন করার ইচ্ছে হয়েছিল, এখন কি হবে তাইলে?... বুঝি বুঝি সবই বুঝি.. রাগ-ঘৃনা থেকেই ভালবাসার জন্ম হয়..
১২ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৫১
শায়মা বলেছেন:
না না এইকাজ করতে যেওনা!
শেষে খুন করে ফেললে আমার জেইল হবে তারপর ফাঁসি!
২৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫৪
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: দারুণ! খুব সুন্দর দুলুনিতে দুলে দুলে পড়ে ফেললাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: হা হা
রাগ করার ছড়া কি দুলুনীতে পড়া যায় আপু????
২৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩১
রোকসানা ইসমাইল বলেছেন: জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: দারুণ! খুব সুন্দর দুলুনিতে দুলে দুলে পড়ে ফেললাম।
ছোটবেলায় ঠিক এইভাবেই ছড়া পড়তাম দুলে দুলে.........
দুলুনীর ছড়া কিন্তু অসম্ভবরকম ভালো লেগেছে
২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৩
শায়মা বলেছেন: হা হা আপুনি
রাগে মাথা খারাপ করে লেখা!
২৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৬
রুমকিন বলেছেন:
উৎসর্গঃ একজন শত্রুকে ......
কিডা ???
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০
শায়মা বলেছেন: তোমাকে বলতে হবে?
কোন ...... এ শুনি?
২৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৬
রুমকিন বলেছেন:
না মানে . . . এমন কোন সে ব্যাক্তি যে আপনকে দিয়ে আপনার চুল ছিরার হাল করে ছেড়ে দিছে . . .
একটু কদমবুছি করে আসতাম আর কি . . . :#>
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২
শায়মা বলেছেন: সবাইকে কি ভাবো তুমি তোমার মত বোকা?
স্বপ্ন ছেড়ে এবার তুমি জেগেই ওঠো খোকা
কাজ হবেনা হাজারবারেও কদমবুছির পিছে
স্বপ্ন দেখা এবার ছাড়ো নইলে জীবন মিছে।
২৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯
রুমকিন বলেছেন:
বাই দা ওয়ে . . . এই কবিতাটা ভাল হইছে . . .
আপনার হাল চিন্তা করেই বার বার আমার সব দাঁত বের হয়ে যাচ্ছে . . . এই জন্যই বেশী ভাল লাগছে . . .
এই কবিতার জন্য আপনার শত্রুকে + টু দি পাওয়ার ইনফিনিটি . . .
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৬
শায়মা বলেছেন: আমার শত্রু তোমার মিত্র
সে কথা কি ভুলি?
তাহার সাথেই এবার তবে
আছাড় মারি তুলি.......
তোমার মত পটকাটাকে
হাতের কাছে পেলে
এক আছাড়েই ভাঙবো মাথা
চমকে যাবে পিলে।
নাকি তুমি লটপটা ব্যাঙ
চামচিকেদের মিতে
ফ্যানের সাথে লটকে দেবো
আনি চুলের ফিতে।
২৩৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৬
আজনবী বলেছেন: হুম!
সবচেয়ে বেশী ভালবাসার মানুষটাই তাহলে এই শত্রু!!!!!!!!!
অনেক সুন্দর হয়েছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৯
শায়মা বলেছেন:
কে যে কখন শত্রু হবে বোঝা বড়ই দায়
আজকে যে বন্ধু সে কাল শত্রু হয়ে যায়।
২৩৮| ২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৭
আহাদিল বলেছেন: কিচ্ছু করা বাকী নেই দেখছি...
২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: হা হা আপু
কোনো একদিনের কোনো এক প্রিয়মানুষের উপর এমনি রাগ আমার লেগেছিলো! তারপর
ক্রমে ক্রমে কালের পরিক্রমায় সে এখন আমার অপ্রিয় মানুষ!
আর তার কাছে আমিও !
২৩৯| ২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:২২
সারথী মন বলেছেন: ভাল লাগলো।
২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
আমার রাগের কবিতাটা পড়ার জন্য।
২৪০| ২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৮
জন্মদিন বলেছেন: ভাবছি দুলাভাইয়ের না জানি কি অবস্থা
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩৮
শায়মা বলেছেন: ভাবো ভাবো বেশি বেশি ভাবো। নো প্রবলেমো।
২৪১| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৪২
ফাহিম আহমদ বলেছেন: নাইস হ গলা টিইপ্পা মাইরা ফেলো বাঁচনের দরকার নাই তার,, সময় বুঝে আমিও বাইন মাছের মত লাফ দিলাম আর কি.
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: হায় হায় এতদিন পর লাফ দিলে চলবে????????????????
২৪২| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৪৮
ফাহিম আহমদ বলেছেন: শামাপ্পি কেমন আছো ঈদ মোবারক,,,,
লাফাই লাফাই আসি আর লাফাই লাফাই চলেও যাই,,, শান্তি নাই
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫১
শায়মা বলেছেন: আমি ভালো আছি কিন্তু তুমি এত লাফাই লাফাই কই চলে যাও যে দেখাই যায়না!
২৪৩| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫৬
ফাহিম আহমদ বলেছেন: ফেসবুকে পাগল করে রাখছে ছাড়তে ও পারিনা ,,, কি করি..?
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০২
শায়মা বলেছেন: ওহ তাই বলো!!!!!!!!!!!!
তুমি হইলা ফেসবুকপাগলা!!!
২৪৪| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১০:১২
ফাহিম আহমদ বলেছেন: হাহাহাহাহ,,, আপি আমি পাগলা না ভালা মানুষ
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১০:১৮
শায়মা বলেছেন:
ভালোমানুষ জানতাম তো!!!!!!!!!!
কিন্তু তুমি নিজেই বললে তোমাকে ফেসবুক পাগল করে রেখেছে।
২৪৫| ৩১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৭
তন্ময়০১৩ বলেছেন: ভয় পাইছি
৩১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪০
শায়মা বলেছেন: হা হা
ভুই নাই ভাইয়া!!!!!!!!!!!!!
এখন আমার রাগ জল হয়ে গেছে তো!!!!!!!!!!!!!!!!!
তাই বলে আবার যেন রাগিও না!!
২৪৬| ০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
েরজা , বলেছেন:
শায়মা আপুমনি - তুমি তো কখনও এত ভায়োলেন্ট ছিলে না !!!
হঠাৎ কী হল তোমার ?
তোমার শত্রুর সাথে কী আমার পরিচয় আছে ?
মানে , আমি কী তাকে চিনি ?
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৩
শায়মা বলেছেন: আরে আমি তো কত ভালো তুমি জানোই তবে মাঝে মাঝে আমার ঘাড়ে জ্বীন চাপে!
তখনও জ্বীন চেপেছিলো!
আমি এসব লিখিনি! জ্বীনটা আমাকে দিয়ে লিখিয়েছে!
তুমি তাকে চেনো কিনা আমি জানিনা!
২৪৭| ০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:১১
েরজা , বলেছেন:
Why don't you let us know the name ?
It's better to know , right ?
০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪
শায়মা বলেছেন: আরে বেটার কেনো????
তোমরা সবাই মিলে মারতে চাও নাকি !!!!!!!!!!!
না না তা হবেনা............
আমি একাই একশো তো!!!!!!!!!!!!!!!!!!
২৪৮| ০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭
েরজা , বলেছেন:
ঠেকাতেও-তো পারি !!!!
নামডা কইয়া ফালাও আপুমনি .....
০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫২
শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!!!!!!!!
মরে গেলেও আমি তার নাম বলতে পারবোনা ভাইয়া!!!!!!!
এত বড়শত্রুটাকে মেরে ধরে ধোলাই করে শুকাই টাঙ্গাই রাখবো আমি একাই
এই ক্রেডিট আমি কাউকে নিতে দেবোনা!!!!!!!!!
২৪৯| ০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৪
েরজা , বলেছেন:
এনিওয়ে , কবিতাটা কিন্তু বেশ ভাল হয়েছে , তোমার আগের যে কোন কবিতার চেয়ে অনেক অনেক উৎকৃস্ট ।
তুমি ছড়াকার হিসাবে অনেক উচু দরের সন্দেহ নাই ।
সুকুমার বড়ুয়ার পর এমন করে আর কেউ লেখতে পারছে বলে মনে হয় না ..
তোমাকে দাড়িয়ে সন্মান প্রর্দশন করা হল ।
০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: রেজাভাইয়া!!!!!!!!!!!!
যাই বলো শত্রুটাকে থ্যাংকস (মনে মনে) দিতেই হয়। হাজার হোক তার উপরে ওমন রাগটা না হলে আমার এমন উঁচুদরের ছড়া প্রতিভার কথা জানাই হতোনা।
আমার এই প্রতিভা নীরবেই থেকে যেতো।
তাই হাজার হাজার শত কোটি থ্যাংকস দিতেই হয় আমার শত্রুটাকে।
কি বলো!!!!
২৫০| ১০ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪৯
বহুব্রীহি বলেছেন: ৫০৩ নম্বর কমেন্ট
সেই শত্রু জীবিত আছে?
ছড়া ভাল লাগল।
১০ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহা
না ভাইয়া
মরে গেছে!
২৫১| ২২ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
অদ্বিতীয়া আমি বলেছেন: রাগের কবিতা হলে ও মজার কবিতা
আমার ভাল লাগলো, হাসছি কবিতা পরে
২২ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০০
শায়মা বলেছেন:
এখন পড়লে আমারও হাসি পায় যদিও তখন রাগে পাগল হয়ে লিখেছিলাম।
২৫২| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
হানিফ রাশেদীন বলেছেন: এতো বড় কেরো করলেন? আরেকটু ছোট করলে আরো ভালো হতো।
০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৬
শায়মা বলেছেন: হা হা
ভাইয়া রাগটা তো থামছিলোই না!!!!!!!!!!!
ইচ্ছা হইসিলো টুকরা টুকরা করে কেটে ঝাল মশলা দিয়ে রান্না করে ......... ....... .......... আবার গ্রাইন্ড মেশিনে দিয়ে গুড়া গুড়া করে আমার পানি দিয়ে গুলিয়ে আবার ....... .......
শেষ হচ্ছিলোনা তো ভাইয়া কি করবো???
তুমি কেমন আছো ভাইয়ামনি??????????
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
শায়মা বলেছেন: .
২৫৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
রাফা বলেছেন: ক্র্যাডিট গোজ টু শত্রুজ!
এই ছড়া'টা যদি আপনার সেই শত্রুকে পড়াতে পারেন, তাহোলে আপনাকে আর কিছু করতে হবেনা। পাউডার হোয়ে বাতাসের সাথে উড়ে যাবে সে।
শত্রুকে ধন্যবাদ।কারন তার জন্যই পাওয়া গেলো ছড়াটা।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
এই কবিতা মানুষ এখনও পড়ে!!!!!!!!!!!!!!!!!!!!
হা হা মনে হয় সে পড়েছিলো.......
না পড়ে কি আর উপায় আছে!!!
২৫৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৯
ইখতামিন বলেছেন:
বাপরে!
এত্তো বড় কবিতাতো আমি জিন্দেগীতেও পড়তে ভয় পেয়েছিলাম।
কিন্তু ১০০ দিনে হলেও এই কবিতাটি পড়তেই হবে। হুমমমম.
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:২৫
শায়মা বলেছেন: তাই নাকি!!!!!!!!!!!!
আগে পড়োনি বেবি????
২৫৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:২৯
ভুল উচ্ছাস বলেছেন: কবিতা ভালো হয়েছে তবে বাকি অর্ধেক আবার কালকে। কি বড় বড় কবিতা। তবে অনেক মজার মজার।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!
এই কবিতা তো আমার ব্লগে ঐতিহাসিক হয়ে যাবে।
২৫৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
অনীনদিতা বলেছেন: সুন্দর
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ অনিমনি!!!
২৫৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
ইখতামিন বলেছেন:
না আপু!
এই কবিতা তো আমার ব্লগ জন্মের অনেক আগে খৃষ্টপূর্ব ২০১২ সালের
তাহলে পড়বো কীভাবে.
তবে এখন পড়বো
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন: না মানে আমি ভেবেছিলাম তোমার পূর্বজনমে পড়েছিলে বুঝি!!!!!!!!!!!
২৫৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬
জাওয়াদ তাহমিদ বলেছেন:
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
শায়মা বলেছেন:
২৫৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:০১
মেমনন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৫
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া।
২৬০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৫
বুমবুম বলেছেন: আমি ভালো আছি, বুঝলে
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১
শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!
কোথায় যে হারিয়ে গেছো!!!!!!!!!!!!!!!!!!!!
মিস ইউ বুমবুমভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমিও তোমার মতই ভালোর দিকে যাচ্ছি!!!!!!!!!!!!
২৬১| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হি হি........................
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৭
শায়মা বলেছেন:
২৬২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১
অদ্ভুত_আমি বলেছেন: আপু এত রাগ তোমার ?
আমার তো ধারণা ছিল আমার আপুটা অনেক লক্ষ্মী আর শান্ত স্বভাবের
যাই হোক কবিতা অসাধারণ হয়েছে আপু।
১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
শায়মা বলেছেন: আমি তো আসলেই লক্ষী শান্ত আর শিষ্ঠ
শুধু শুধু আমাকে জ্বালালে তখনই আমি ধোলাই খালে পাঠায় দেই, জ্যান্ত পুঁতে কবর দেই, পেপারে তার খবর দেই।
২৬৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭
মাহমুদ০০৭ বলেছেন: খাইছে ! মাগো , বাবাগো , অনন্ত জলিল গো , শত্রুকে ছড়া - বোমার হাত হতে বাচাও ! বাচাও !
ডাইরেক্ট একশন । প্রিয়তে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহা
ভয় পেয়োনা ভয় পেয়োনা তোমায় আমি মারবো না
সত্যি বলছি লক্ষী ভাইয়া ছুষ্টুমী করলে ছাড়বোনা
মনটা আমার বেজায় নরম হাড়ে আমার রাগটি নেই
একটু খানি উল্টো গেলেই তোমার কোনো পল্টি নেই
(পল্টি মানে রক্ষা)
২৬৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
রহস্যময়ী কন্যা বলেছেন: খাইসে!!!!!!!কি কবিতা! ভয় পাইসি পড়ে আপু
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
শায়মা বলেছেন:
ভয় পায়না আপুনি!!!!!
তুমি তোত্ত মানুষ। তোমাকে আমি কিচ্ছু বলবোনা তো!!!!!!!!!
২৬৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সামির সাকির বলেছেন: বা বা বাহ !
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
শায়মা বলেছেন:
২৬৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সামির সাকির বলেছেন: http://www.bdreports24.com is the first 24/7 bilingual news provider on Development and Economy Update of Bangladesh in any medium opened its content free to public.
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
শায়মা বলেছেন:
২৬৭| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৯
শতদ্রু একটি নদী... বলেছেন: পড়িনি। মুড অফ। পরে পড়বো।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫২
শায়মা বলেছেন: ম্যুড অফ!!!!!!!!
ওকে ওকে পরেই পড়ো ভাইয়ু!!!!!
২৬৮| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৭
শতদ্রু একটি নদী... বলেছেন: অসাধারন উপাধী দিলাম আপা!!
এই দুনিয়ার একজনলে হিংসা করতেছি, যে জানে এভাবে যাই লিখেন, যতটাই নিষ্ঠুর ভাবই নেননা কেনো, কেউ একজন তার জন্য জানু পেতে বসে আছে। ভালোবাসা নাকি প্রেম নাকি অন্যকিছু এটা বোঝার দরকার নেই। কিন্তু কিছু একটা তো আছেই, আরো অন্যকিছু। অদ্ভুত সুন্দর কোন অনুভুতির সম্পর্ক।
দীর্ঘ্য, কিন্তু পইড়া জড়ায় ধরবো না সালাম দিবো এইটা নিয়া কনফিউসড...
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৩
শায়মা বলেছেন: এহ রে জানু পেতে বসে আছে!!!!!!!!!!!!!
হা হা হা যার জন্য লেখা সে যদি দেখতো তো এখুনি হার্ট ফেইল করতো!
কারণ তার জানটা শুধু শেষ করতে পারিনি কিন্তু সামনে পেলে সেটাই কবচ করে নিতাম সে সেটা জানে ।
যা ভাবিতেছো তাহা নহে ভাইয়াজি!!!!!!!!! হি হি
যাইহোক সে ইতিহাস চাপাই থাকুক।
এত দীর্ঘ কবিতা পড়ে সালাম দেওয়াই দরকার তোমার। কারণ এই ক্রোধান্বিত কবিতা থেকে রক্ষা পাবার জন্য পায়ে ধরে সালাম করে সাবধান থাকাটাই শ্রেয় আমার বাচ্চু ভাইয়া।
২৬৯| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: সন্ত্রাসীরাও আজকাল কবিতা লেখে নাকি? কবি হইতে সাবধান ।
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৪
শায়মা বলেছেন: ডান হাতে খগড় জ্বলে বা হাত করে শঙ্কা হরণ
দরকার পড়লেই ...... হি হি
২৭০| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬
খায়রুল আহসান বলেছেন: বাপরে বাপ! একি মারাত্মক ব্যাপার!
এত্ত রাগতে পারেন?
তবে কবিতাটা অতিশয় দীর্ঘ হইয়াছে। মাঝে মাঝে মনে হইয়াছে, অনাবশ্যকভাবে।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২
শায়মা বলেছেন: হা হা আসলেই রাগ লেগেছিলো ভাইয়া!
তবে কবিতা লেখার পর রাগ চলে গেছে।
এই কবিতা সবার কাছেই দীর্ঘ লাগবে কিন্তু আমার কাছে অতিশয় ক্ষুদ্র কারণ আমি তো আরও আরও ভাবে তাকে মারতে চাইছিলাম। দুনিয়ায় যত প্রকারভাবে তাকে মারা যায়!!!!!!!!!! আকাশ থেকে ফেলে, পাতালে চুবিয়ে, বাতাসে উড়িয়ে.....
কিন্তু এত শত মারার প্রচেষ্টার পরও সে হাসিমুখে বাঁচিয়া আছে তবে কবিতায় এই মারামারির ব্যার্থ চেষ্টা দেখে হাসতে হাসতে মারা গেছে।
সেও অনেক ! যে কোনো ভাবেই হোক মরেছে তো!!!!!!
২৭১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬
পিকাচু বলেছেন:
ইয়ন!
১১ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৩
শায়মা বলেছেন: কিয়ন!!!!!!!!
২৭২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: ওহ! আমি তাহলে এ কবিতাটা আগেও পড়েছিলাম, মন্তব্যও করেছিলাম (২৭০)!
তবে আজ চুপিচুপি বলি, দারুণ ভয় পাইছিলাম তখনও, এখনো পাইছি।
ধোঁপার বাড়ি পাঠিয়ে দেবো
ধোলাই করে ফিরিয়ে নেবো - ছবিটা দারুণ হয়েছে!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: হা হা হা হা
আমি অবশ্য মহা রাগে লিখেছিলাম পরে নিজেই হাসতে হাসতে মারা গেছি!!!!!!!!
জানোই ভাইয়া আমি সব সময় হ্যাপী লাইফ লিড করতে লাইক করি আর তাই ঝামেলার ধারে কাছেও যেতে চাইনা তবুও কেউ কেউ অকারনেই গায়ে এসে পড়ে!!!!!!
আর যদি পড়েই!!!!!!!!!!!!!!
আর রক্ষা নাই!!!!!!!!!!
২৭৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৩০
ডঃ এম এ আলী বলেছেন:
এই ব্লগে আমার জন্মের আগে লেখা বলে এই ছড়াটি দেখা হয়নি ।
অন্য একটি পোষ্টে ধর্যকের বিরোদ্ধে প্রতিবাদী মনোভাবের কথামালায় গাথা এই ছড়াটির
লিংক দেখে এটা দেখতে এলাম । গুরুতর অন্যায়ের বিরোদ্ধে প্রতিবাদের
স্বরূপ প্রকাশের অপুর্ব কলাকৌশল দারুন হয়েছে । ছড়াটি প্রিয়তে গেল মহুর্তেই ।
সে সময়ে ছড়াটির পাঠক সংখ্যা, লাইক ও প্রিয়তে নেয়ার পরিসংখ্যান দেখে অভিভুত।
ব্লগে আবার সে দিন কবে ফিরে আসবে সে কথাই কেবল ভাবছি এখন ।
উল্লেখ্য কবিতা একাডেমি আয়োজিত একতারা মুক্তমঞ্চে মার্চ ২০২০ এ ভারতের বৃহত্তম কবিতা উৎসবে
পুরস্কার প্রাপ্ত শাওতাল মেয়ে মেধা বন্দোপধ্যায়ের এর কন্ঠে কবি বিকাশ দাস রচিত সিন্ধু কবিতার
আবৃ্ত্তি শুনছিলাম ইউটিইবে । আবৃত্তিটি আমার কাছে খুব ভাল লেগেছে ।
লিংক দিলাম শুনে নিতে পার ইচ্ছে হলে ।
সিনধু
তোমার সুন্দর ছড়াটি পাঠে খুবই ইচ্ছে করছে তোমার নীজ কন্ঠে তোমার ছড়াটির আবৃত্তি শুনতে।
সম্ভব হলে বর্তমান সময়ে ধর্ষকসহ সকল প্রকারের নারী নির্যাতনের বিপক্ষে প্রতিবাদী ভাষা হিসাবে
গর্জে উঠা এই রাগের ছড়াটিকে তোমার নীজ কন্ঠের আবৃত্তির ভিডিও লিংক দিয়ে রিপোষ্ট দাও ।
এটা সময়ের দাবী । আমরা সকলেই জানি তুমি খুবই ভাল কবিতা আবৃত্তিকার , কথাটি মনে রেখো।
তোমার ছড়াটি পাঠে অভিভুত হয়ে ব্লগের অসংখ্য পাঠক , কবি আর শিল্পীর কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে আমারো
বলতে ইচ্ছে করছে -
শায়মা শুধু এক ব্লগারই নয়
নয় কোন নিছক ছড়াকার
এ যে এক প্রতিবাদী নারী কন্ঠ
এক অদম্য লড়াকুর নাম শায়মা ।
যার প্রতিটি শিরায় ফুটে উঠেছে তেজ
যার চোখে মুখে ফেটে পড়ছে -
আত্ম মর্যাদার গরিমা ; লড়াইয়ের প্রত্যয় ;
শায়মা শুধু কোন এক ব্লগারের নাম নয় ।
কয়েক লাখ ব্লগারের পাদপিঠ সামুর
প্রত্যেকে আজ তোমার পাশে দাঁড়িয়েছে
তোমার রাগের ত্যাজ দেখে
বলছে " সাব্বাশ শায়মা সাব্বাশ। "
শায়মা কোন এক ব্লগারের নাম নয়
এক নবীন প্রত্যয় আর আবেগের নাম ।
অসহায় নারীকে জোড় করে বা প্রতারনার ফাদে ফেলে
অত্যাচারীর পোষাক গায়ে চাপিয়ে নির্যাতক সেজেছে যারা ;
শায়মার ছড়ার এক-একটা ছত্র তেলমাখা বেত্রাঘাতের মত
তাদের গালে সপাটে থাপ্পড় হয়ে আছড়ে পড়ছে।
এ যে নির্যাতিত সকল নারীত্বের জয়
মেয়ে হয়ে জন্মানোর পাপ স্খলনের দৃঢ়প্রত্যয়
রাগের প্রকোপে শত্রুর বিপক্ষে জয়ী শুধু নও
এ জয় নারী জাতির জয় - নারীত্বের জয়।
ব্লগের সব প্রান্তের পাঠক আজ সমস্বরে বলছে -
' সাব্বাশ শায়মা ; সাব্বাশ '
হিন্দু নয় - বৌদ্ধ নয় ; মুসলিম বা খ্রীষ্টান নয়
এক প্রতিবাদী নারী বিবেকের নাম শায়মা।
কোন বাধন মানছনা তুমি দাওনি বাদ কোন কৌশল
সমস্ত বাধা ফুৎকারে উড়িয়ে দিচ্ছ তুমি
দিচ্ছনা পাত্তা শত্রুর কোন প্রতিরোধকে
চাপিয়ে দিচ্ছ বিচারের সব কৌশল অনায়াসে।
দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছ প্রতিকূলতার বিরুদ্ধে
এ লড়াই নারীত্বের লাঞ্ছনা আর অপমানের বিরুদ্ধে লড়াই
এ সংগ্রাম ত্যাগ ও তিতিক্ষার সংগ্রাম , কামনা করি
জয় হোক জগতের সকল নির্যাতিতের ।
উৎসর্গ যতার্থ হয়েছে
শুভেচ্ছা রইল
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৯
শায়মা বলেছেন: ভাইয়া
তথাস্থ
তাহাই হইবেক......
আবৃত্তি করবো এই কবিতা। তবে মানুষ তো এই কবিতা পড়ে হাসতে হাসতে মরেছিলো...
আমি কিন্তু একজনের উপর রেগে গিয়েই এটা লিখেছিলাম......
সত্যিকারের রাগ লেগেছিলো।
তখন আমার খুবই রাগ লাগতো যখন তখন .....
যাইহোক
অনেক অনেক ভালোবাসা ভাইয়া .....
দেখি কি করা যায় এই কবিতা নিয়ে .........
আই উইল ট্রাই মাই বেস্ট.....
২৭৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এতদিন পরে ইহা ফিরিয়া আসিল
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪
শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!
সেই রাগও আর নেই সেই রাগের লোকও নেই.....
কোথায় ভেসে গেছে সে জানিও না........
আসলে এমন অনেক ভেসে ওঠা মানুষেরা অকূলে ভেসে গেছে...... আর তাদের হদিস কেউ জানে না ......
২৭৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০১
ঢুকিচেপা বলেছেন: রাগলে মাথা থেকে গুলি বের হওয়ার কথা, আর আপনার মাথায় এল ছড়া, তাও ১০৭ লাইন !!!!!!?
এই রকম বকাঝকা পড়ার ধর্য্যও তো থাকতে হবে নাকি ?
২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯
শায়মা বলেছেন: সে তো পড়েই যাবে পড়েই যাবে মানে তাকে কি কি করে মারা হলো সে না পড়লে কে পড়বে ঢুকি আপুনি!!!!!!!
ওপস ভাইয়ানি!!!!!!!!!!!
২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯
শায়মা বলেছেন: সে তো পড়েই যাবে পড়েই যাবে মানে তাকে কি কি করে মারা হলো সে না পড়লে কে পড়বে ঢুকি আপুনি!!!!!!!
ওপস ভাইয়ানি!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১২ রাত ৮:৪৩
অন্ধকারের রাজপুত্র বলেছেন: পুত্তুম প্লাস