নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

কনিষ্ঠ প্রেমিক!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

ক্রমশ ভুলছি তার স্মৃতি ; তার হাস্য বিমুগ্ধস্বর , তবু –
কোন এক দূরবর্তী ফাল্গুনে , জানি পড়বে মনে –
এক নবীন কিশোরের চোখ , আজন্ম ব্যথিত সেই কবি !
অনাবিল স্বচ্ছ এ আঁখি দর্পণে ;
যে রেখেছিলো একদিন, দৃষ্টি দ্বিধাহীন –

আজও জ্বাজল্যমান, সেই পূর্ণ যুবতীর জলছবি ঘর !
হেলে পড়া রৌদ্র চিলেকোঠায়, নবীন কিশোরের মুখ -
গোপন আকুলতা , ব্যকুল নিবেদন
অধীর গভীর প্রজ্বলিত অনল ভস্মে
ঘুমন্ত তৃষ্ণার অঙ্গার - দগ্ধীভূত অন্তর !
আকন্ঠ পান গরল অমৃতসুধা, প্রত্যাখ্যাত আবেদন!

হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল
ভুলে যাবে সবই একদিন বিস্মৃতির অতল কারাগারে
তবুও ব্যথিত সে কবি
আজ অনড় অচল, ভাষ্য অবিচল !


হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!

মন্তব্য ৩৭৮ টি রেটিং +৭৩/-০

মন্তব্য (৩৭৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ :#) :) ||

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

শায়মা বলেছেন: :P


ভাইয়া এই কবিতা লিখে আমি নিজেই হাসতে হাসতে শেষ!!!!:P:P:P

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

অথৈ সাগর বলেছেন: শায়মাময় কবিতা । পুরা পুরি বুঝতে কয়েক বার পরতে হবে। তবে প্রথম প্লাসটা কন্তু আমার।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

শায়মা বলেছেন: আরে ভাইয়া কয়েকবার পড়া লাগবেনা !


মাত্র দুইবার পড়লেই বুঝে যাবে আর তারপর হাসতে হাসতে মারা গেলে আমি দায়ী না।:(


:P

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দূর্দান্ত!
এত সব সুন্দর মিশেল, মুগ্ধ হতে হয়।

অনেকদিন আপনাকে নিখোজ মনে হলো।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

শায়মা বলেছেন: ভাইয়া বেশ কিছুদিন যাবৎ অনেক অনেক ঝামেলায় আছি।:(

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

কালো ঘোড়ার আরোহী বলেছেন: অসাধারণ!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!


:)

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

মাহমুদ০০৭ বলেছেন: ইয়েস । আমি মুগ্ধ ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!


মুগ্ধ হবার জন্য!!!

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!:)

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

জয় হোক কনিষ্ঠ প্রেমিকের :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

শায়মা বলেছেন: হা হা জয় হোক তার আপুনি!!!!!!!!!!!!!


:P


দিগ্বিজয়ী হোক সে বালক!!!!!!!

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

সাজিদ এহসান বলেছেন: দূর্দান্ত!
এত সব সুন্দর মিশেল, মুগ্ধ হতে হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সাজিদভাইয়া!!!!!!!!:)

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: কবি যে কোন চুলোয় যাবে কেউ জানেনা ... :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

শায়মা বলেছেন: হা হা আমি খড়ির চুলায় যাবোনা!!!!!!!!!!!!!!!

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
+++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

মামুন রশিদ বলেছেন: হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!


যাক বালকের আকুতি দেবীর চোখ এড়ায়নি ;)

ছয় নাম্বার ভালোলাগা রইলো আপু :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

শায়মা বলেছেন: দেবীমাতা না!!!!!!!!!!!!!!!


তাই কি চোখ এড়ায় ভাইয়া!!!!!!!!!!:P


থ্যাংক ইউ অনেক অনেক ভাইয়ামনি!!!!!!!!!!!!

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম শায়মাপু!!!!!!! এককথায় মুগ্ধপাঠ্য। ইশরে এরকম একটা কবিতা যদি আমি লিখতে পারতাম :( :( :(

++++++++++++++++++++++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

শায়মা বলেছেন: লিখে ফেলো লিখে ফেলো ভাইয়া!!!!!!!!


অং বং এমন কবিতা যে কেউ লিখতে পারে!!!!!!!:)

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ৭নং ভালোলাগা সহ পোস্ট কিন্তু প্রিয়তে B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!:)

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: জয় হো , জয় হো কনিষ্ঠ প্রেমিকের । :#)

কনিষ্ঠ প্রেমিক হইতাম মঞ্চায় :P :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া জয় হোক তার!!!


কিন্তু ভাইয়ামনি শেষে আবার কি বললে পিচ্চুভাইয়া!!!


হাসতে হাসতে শেষ আমি!!!!!!!!!!!

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

নিষিদ্ধ আমি বলেছেন: ৯ম ভালোলাগা আপু।


নিক খুলার আগে অফ্লাইনে আপনার সব গুলো লেখা পড়তাম, অসাধারণ!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!


আমার লেখা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!:)

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন: থিমটা মারাত্মক। কনিষ্ঠ প্রেমিক!!! নামটাও জটিল!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!:)

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

তামিম ইবনে আমান বলেছেন: ++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!:)

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

তামিম ইবনে আমান বলেছেন: ++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!:) :)

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

বটবৃক্ষ~ বলেছেন: +++ :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!:)

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি, এই প্রথম আপনার মুক্ত গদ্য কোনো কবিতা পড়লাম। এক কথায় চমৎকার!

আজও জ্বাজল্যমান, সেই পূর্ণ যুবতীর জলছবি ঘর !
হেলে পড়া রৌদ্র চিলেকোঠায়, নবীন কিশোরের মুখ -
গোপন আকুলতা , ব্যকুল নিবেদন
অধীর গভীর প্রজ্বলিত অনল ভস্মে
ঘুমন্ত তৃষ্ণার অঙ্গার - দগ্ধীভূত অন্তর !
আকন্ঠ পান গরল অমৃতসুধা, প্রত্যাখ্যাত আবেদন!


এই কথা গুলোতো আমার, আর কবিতায় ধারণ করলে আপনি? কিন্তু সত্যি বলছি, এতো সুন্দর করে বলার ক্ষমতা বিধাতা আমায় দেন নাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!



তুমিও অনেক অনেক সুন্দর লেখা লিখো!!!!!!!!!!!

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

সায়েম মুন বলেছেন: ভালই লিখেছো শায়মাবি (শায়মা + কবি) :P

আচ্ছা কোন সেই হতভাগা! যার জন্য এই কবিতা লিখলে? আমি নই তো আবার। /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

শায়মা বলেছেন: পিচকা ভাইয়া!!!!!!!!


না না তুমি হবে কেনো???

সে এক অবার্চীন বালকের কথা লিখেছি প্রাচীন জগতের কোনো এক রাজকুমারীর আমলের।:)

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

নিমা বলেছেন: বিষাদে জোছনায় ভেজা একটি ক্লান্ত দুপুর
এক হাতে ধুঁয়া উঠা কফির মগ
অন্য হাতে জীবনের কিছু আলসে সময়
চোঁখের চারপাশে খুজে ফেরা আঘাত
আর মন জুরে নিঃশব্দ মেঘের গর্জন....


০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

শায়মা বলেছেন: নিমা আপুনি!!

কত্তদিন পর!!


কেমন আছো আপুনি???

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল আপু।
++++++++++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

শায়মা বলেছেন: তোমাকে তো মনে রাখি ভাইয়ামনি!!!


অনেক অনেক থ্যাংকস লেখাটা পড়ার জন্য!:)

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!


বাহ ! লাইনটা খুব ভালু লাগলো ।

পেলাচ দিলাম মায়শা আপু । +++++++

:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

শায়মা বলেছেন: হা হা

হুম

দূর দেশী সেই রাখাল ছেলে

আমার বাটে বটের ছায়া সারা বেলা খেলে........


সেই গানটার মত!!!

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

লোনলিফাইটার বলেছেন: আহারে কপিরে নিয়া কি কবিতা লিখলা ?আমি হাসতে হাসতে পড়ে গেলাম। ;) B-)) :P

হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!


গুড মেসেজ টু লুল পিপল B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

শায়মা বলেছেন: কপি!!!

সেইটা কি!!

তুমি কি ফুলকপি ভাবো নাকি!!!!!!!!!

হায় হায় !!!


আর লুল পিপল বললা কেনো???


তোমাকে ব্লক করা হইবেক।

আমার কবিতা দেখে হাসি!!!!!!!!!!!!!!!!

X(

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

অর্ণব আর্ক বলেছেন: জি হাঁ ব্লগে আসছিলাম।
তার চিহ্ন রাইখ্যা গেলাম গা।
ভালু কোবতে। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

শায়মা বলেছেন: হা হা


ওকে অর্নবভাইয়া।

থ্যাংকস ফর কামিং!:)

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কনিষ্ঠ প্রেমিক! শিরোনামটাতে চমৎকারিত্ব আছে। :D

ভালো লাগলো খুব।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

ফালতু বালক বলেছেন: হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!

হেব্বি, যান +++++++ দিলাম। ;) ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!:)

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

স্বপনবাজ বলেছেন: ছন্দময় লাগলো ! খুব ভালো লাগলো !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

মুনসী১৬১২ বলেছেন: শেষ পর্যন্ত কিশোর প্রেমিক...বুড়িকালে ভীমরতি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

শায়মা বলেছেন: হায় হায় কাকে বলো!!!!

এটা কিন্তু রাজকুমারী আর কিশোর বালকের কথা।

রাজকুমারী জানলে তোমার গর্দাম নেবে ভাইয়া।:(


:P

৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

আমিনুর রহমান বলেছেন: অসাধারণ। ভালো লাগা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!:)

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

মুনসী১৬১২ বলেছেন: এহ রাজকুমারীরে আমি ভয় পাইনি......... :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

শায়মা বলেছেন: গর্দান নিলে আর ভয় কি ভাইয়া!!!


তখন তো তুমি ভয় দুঃখের উর্ধে থাকবে।:P

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

মুনসী১৬১২ বলেছেন: নিতেতো পারবে না......সাহস না্ তো..... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

শায়মা বলেছেন: রাজকুমারীরা কি না পারে ভাইয়া???


দিনকে রাত রাতকে দিন সকালকে সন্ধ্যা সব পারে সব পারে সব পারে!!!!!!!!!:)

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

শিপন মোল্লা বলেছেন: চারবার পড়ে একবার মন্তব্য করলাম না। শুধু প্লাস দিয়া জাম এখন। শায়মা আপু ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

শায়মা বলেছেন: কেনো কেনো কেনো ভাইয়া????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কেনো পারলে না!!!!!!!!!!!!!!!


আমার এক সহজসাধ্য রাজকুমারী ও রাখাল বালকের কাব্য না বুঝলে কেমনে হবে ভাইয়া?????

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১

মাক্স বলেছেন: লেখাটি ভালো লাগলো :) :) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!:)

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো হয়েছে। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!:)

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬

কামরুল হাসান শািহ বলেছেন: কনিষ্ঠ প্রেমিক কি জানে আপনার একখান সোলেমানি তলোয়ার আছে?
জানলে তো প্রেমিক হইবার সাহস করতো না :P

প্লাস দিসি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: হা হা


না না না না না না তাকে এটা জানানো যাবেনা.......

তাইলে সে ভুই পাবেনা বুঝি ভাইয়া????????????:(


অলরেডি সে কিন্তু খুব রাগ করেছে তাকে নিয়ে এই হাসাহাসির জন্য!!!!!!!!!:( :( :(


কাজেই আমি সাবধান হয়ে গেলাম নো মোর হাসাহাসি ..........:(



:P

৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৮

তানিয়া হাসান খান বলেছেন: সুন্দর হয়েছে। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!:)

৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!:)

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

চারকল বলেছেন: n-তম ভাল লাগা রেখে গেলাম। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!:)


কিন্তু n-তম মানে কি ভাইয়ামনি???

৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

*অ্যাকিলিস* বলেছেন: পড়ে মজা পেলাম। :)

আবার শেষে বুকের মাঝে কেন যেন এক োজানা ভয় ও পেয়ে বসলো ! :||

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: কেনো কেনো কেনো ভাইয়া????


ভয় পেয়োনা কবিতা যদি জীবন হত তাহলে কত কিছুই না বদলে যেত!!!!!!!!!!!!!!!


আকাশে কার বুকের মাঝে
ব্যাথা বাজে.......
দিগন্তে কার কালো আঁখি
আঁখিজলে যায় ভাসি ........:(


:)

ভালো থেকো অনেক অনেক ভাইয়ামনি!!:)

৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

অন্ধকারের রাজপুত্র বলেছেন: হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল
ভুলে যাবে সবই একদিন বিস্মৃতির অতল কারাগারে

এক্কেবারে সত্যি কথা ! :| :| :|

(নিজেকে কল্পনা করে কবিতাটা পড়েছি... )

ভালো লাগা দিলাম আপু ! :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি!!!!!!!!!!!

তোমারও কি এমন কোনো গল্প ছিলো নাকি?????????

শিঘরী বলো বলো বলো আর একটা কাব্য লিখে ফেলি তাড়াতাড়ি!!!!!!!!!!!!!!!!!!:)

৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো.... !:#P !:#P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

তোমার লেখাগুলো পড়েও মজা পাচ্ছি!!

কিন্তু মাঝে মাজেহ বয়ে কমেন্ট করিনা ।:(

৪৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

লিঙ্কনহুসাইন বলেছেন:



হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল
ভুলে যাবে সবই একদিন বিস্মৃতির অতল কারাগারে
তবুও ব্যথিত সে কবি
আজ অনড় অচল, ভাষ্য অবিচল !


ওয়্যাও ;) আমার কাছে মনে হলো কবিতার সেরা কয়টি লাইন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: হা হা


তাই নাকি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!


:P

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!:)

৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: মোটামোটি লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

শায়মা বলেছেন: মোটামুটি কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!:( :( :(



হা হা হা যাক বাবা তবুও মোটামুটি লেগেছে নইলে আমার এত সাধের কনিষ্ঠ প্রেমিক নিয়ে রচিত কাব্য বিফলে যেত যদি বলতে একদম অং বং লেগেছে।:(



:)

৪৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন: স্কুল লাইফে আমিও এমন মুগ্ধ বালকের মতো প্রেমে পড়েছিলাম.....

(গোপন কথা বইলা দিলাম... তোমার ভাবি যেন না যানে, খবরদার!!)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: হা হা হা

না না ভাবীকে কিছুতেই বলে দেবোনা ভাইয়া।


তুমি নিশ্চিন্তে থাকো ভাইয়ামনি!!!!!!!!!:P

৪৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

অনন্যমানুষ বলেছেন: কনিষ্ঠ প্রেমিরাই সবচেয়ে ভাল প্রেমিক হয়

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: তাই নাকি ভাইয়া!!!!!!!!!!!!


তুমি কেমনে জানলে!!!!!!!!!!!!!!!!!!


:P

৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

যুবায়ের বলেছেন: সুন্দর লিখেছেন আপু...
ভালোলাগা রইলো+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!:)

৪৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

ইনকগনিটো বলেছেন: হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!



সেই মুগ্ধবালক হতে ইচ্ছা করছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!!

হাসতে হাসতে মরলাম!!!!!!!!!!!!!


পিচ্চি কবি অবশ্য রেগে যাচ্ছে তাকে নিয়ে হাসাহাসি দেখে রেগে যাচ্ছে ভীষন!!!!!!!!!:(

:P

৫০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

জেমস বন্ড বলেছেন: :)


+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!:)

৫১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

পেন্সিল চোর বলেছেন: আমার কমেন্ট দিয়ে আপনার হাফ সেঞ্চুরি পূর্ণ হল।
যদিও কবিতাটি বুঝতে এখনো সমস্যা হচ্ছে।আশা করি কএকবার পড়লে বুঝতে পারবো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

শায়মা বলেছেন: আর একবার পড়লেই বুঝে যাবে ভাইয়া।:)

৫২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

শহিদুল ইসলাম বলেছেন: বাহ ! কবিতা পড়ে আমি শেষ !


কে সে কনিষ্ঠ প্রেমিক ?


যার জন্য এত সুন্দর কবিতা করেছ রচনা ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: হা হা হা পিচ্চু কবিভাইয়া!!!!!!!!!!!!!!!!!!


আমিও হাসতে হাসতে শেষ!!!!!!!!!!!!!


কে সে বলবো নাকি!!!!!!!!!!!!!:P


না বাবা তাইলে সে অনেক রাগ করবে।:(


:P

৫৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

শহিদুল ইসলাম বলেছেন: কনিষ্ঠ প্রেমিক তো আরো প্রেমে পড়ে যাবে এত সুন্দর কবিতা পড়ে !

হা হা

আর ছাড়তেই চাইবে না

সো সাবধানে থেকো ...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন: পিচ্চু কবিভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!

হাসতে হাসতে মরলাম!!!!!!!!!!!!!!!!:P

৫৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

রাইসুল সাগর বলেছেন: হা হা। হাসতেই আছি লাস্ট লাইন দুইটা পড়ে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

তয় আমি কিন্তু এক নম্বর আছিলাম!!!! :P :P :P :P

তবে আপু এই লাইন গুলো সিরিয়াস লাইন হিসেবে ভালো হইছে।

ক্রমশ ভুলছি তার স্মৃতি ; তার হাস্য বিমুগ্ধস্বর , তবু –
কোন এক দূরবর্তী ফাল্গুনে , জানি পড়বে মনে –
এক নবীন কিশোরের চোখ , আজন্ম ব্যথিত সেই কবি !
অনাবিল স্বচ্ছ এ আঁখি দর্পণে ;
যে রেখেছিলো একদিন, দৃষ্টি দ্বিধাহীন –

কাব্যে +

শুভকামনা সব সময়। ভালো থেকো আপু তুমি আমার প্রতিটি হৃদ-স্পন্দনে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: হা হা হা


আমিও হাসছি!!!!!!!!!!! অনেক অনেক!!!!!!!!!!!


থ্যাংক ইউ পড়ার জন্য ভাইয়া!!!!!!!!!!!:)

৫৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

সোমহেপি বলেছেন: যাক যুবতীর যৌবন স্বার্থক।
যৌবন বোঝে কিশোরেরা।যুবকরা অবুঝ।পৌঢ়রা তাই ,বৃদ্ধরাও তাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: তাই নাকি ভাইয়া??????????


হা হা হা


আমার কাব্যখানি পড়ার জন্য অনেক অনেক অনেক থ্যাংকস!!!!!!!:)

৫৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

দলছুট শুভ বলেছেন: হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক


লেখা অসাধারণ।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক কবিতাখানির জন্য ++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!!!!!!!

অনেক হাসছি আমি।

অনেক অনেক থ্যাংকস পড়তে আসার জন্য!:)

৫৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

জুন বলেছেন: রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যের ছেলেটার নাম যেন কি উত্তীয় না কি যেন মনে পরছে না সেইরকম লাগলো শায়মা ;)
নামটা ইনবক্স করে দিও :P
দারুন কবিতায় ভালোলাগা :)
+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: ইয়েস !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আপুনি আসলেই তার নাম উত্তীয়!!!!!!!!!!!!


ইনবক্স করা লাগবেনা সেটাই তার নাম আপুনি!!!!!!!:)


থ্যাংকস অনেক অনেক পড়ার জন্য!!!!!:)

৫৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক তোমার এই কবিতা আপু সেই বালকটি অন্তত কিছুটা সান্তনা পাইবে! কি কথা বলিলাম, আস্ত একটি সুন্দর কবিতা লিখিয়া ফালাইছে!!

বেচারা!!! :P :P :P B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!


তাকে নিয়ে হাসাহাসি করলে আবার ক্ষেপে যাবে তো!!!!!!!!!!!:(

৫৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

রাতুল_শাহ বলেছেন: আজ সবার মাঝে একটাই প্রশ্ন কে এই কনিষ্ঠ প্রেমিক?
কে এই দুর্ভাগা না মানে কে সে ভাগ্যবান?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

শায়মা বলেছেন: হা হা হা

না না এখন আর বলা যাবেনা।:(

কিছুতেই না!!!!!!!:(


:P

৬০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ভালোলেগেছে আপু। :)
নিচের কথাগুলো খুব বাস্তব। ;)

হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

শায়মা বলেছেন: হা হা বালিকা!!!!!!!!!!


তোমার কথা শুনে হাসছি!!!!!!!


অনেক অনেক থ্যাংকস বালিকা!:)

৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

যাযাব৮৪ বলেছেন: আমি কবিতা বুঝিনা ...................কিন্তু তোমার কনিষ্ঠ প্রেমিককে বুঝছি...... :P :P :P :P :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!!


কেমনে!!!!!!!!!!!!!!!!!!!!


কিপ সেক্রেট ভাইয়া!!!!!!!!


নাইলে রাজকুমারী খেপে যাবে তো বালকের সাথে সাথে!!!!!!!!:(


:P

৬২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

কয়েস সামী বলেছেন: আপনার কবিতা বরাবরই ভাল্লাগে! লিখতে থাকুন অবিরত!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!


থ্যাংকস আ লট!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

৬৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

ত্রিশোনকু বলেছেন: "হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!"

-ইয়াল্লা!

তোমার হাজারটা প্রেমিক?

সে জন্যেই আড়ালে থাকো যাতে নতুন প্রেমিক না জুটে যায়?

আমি এখনো এমন কাউকে দেখিনি যার হাজারটা প্রেমিক।

বড় জোর দশ কি বারোটা দেখেছি এবং দেখেই টাস্কি খেয়েছি।

তা কনিষ্ঠ প্রেমিক তোমার চেয়ে কয় বছরের ছোট ছিল?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: হা হা হা হা ভাইয়া!!!!!!!!!!!!


আমার হবে কেনো????????????


আরে হাহাহাহহাহা



আসল রহস্য আমি এখুনি বলবোনা!!!!!!!!!


আমি কি লিখেছি তার জবাব দেবো আরও আরও পরে!!!!
আগে বেশি বেশি হেসে নেই!!!!!!!!!!!!!!!!

হাহাহাহাহাহাহাহা :P


আর সে আমার হবে কেনো!!!!!!!!!!!!!


হা হা হা

জুন আপুনি ঠিকই বুঝেছে।


সি ইজ দ্যা অনলি ইনটেলিজেন্ট লেডি হিয়ার!:)

৬৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

চারকল বলেছেন: উপরের ৬ষ্ঠ, ৭ম, ৯ম ভাল লাগা গুনতে গুনতে হাপায় গেছি। ১+২+২+-------+n সূত্র প্রয়োগে n-তম ভাল লাগা। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

শায়মা বলেছেন: হা হা ওহ তাই বলো!!!!!!!!!!!!!

আমি ভাবছিলাম টাইপো!!!!!!!!!!!!


থ্যাংকস ওয়ান্স এগেইন ভাইয়া।

তোমার n-তম ভাল লাগার জন্য!!!!!!!!:)

৬৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বাপরে, ১০০১ শোনেইতো চোখ বড় বড় হয়ে যাচ্ছে :| তবে শুনতে বেশ ভালই লাগছে হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!!!

আবার চিন্তাও লাগছে বাকি ১০০০ এর কি হবে....!!! 8-|

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া বাকিগুলা সব মরুক আমার কি !!!!!!!!!!!:P

৬৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

হুলো_বেড়াল বলেছেন: হুম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: কি ভাইয়া!!!!!!!!!!


৬৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

লোনলিফাইটার বলেছেন: বলদ লুল কপিটার নাম জাতি জানতে চায় ;) B-)) :P :P :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!!!!!!!!!!!!!!
বলদ হবে কেনো???????????

ভীষন রাগ করলাম আমার কনিষ্ঠ প্রেমিক কবিকে নিয়ে এমন বলার জন্য!

৬৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

রুদ্র মানব বলেছেন: কবিতা ভাল লাগলো , কিন্তু কনিষ্ঠ প্রেমিকটা কে , তা জানতে পারলে আরো ভাল লাগতো =p~ =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: হা হা হা

জানাবো জানাবো ফেব্রুয়ারী মাসের ১০ তারিখে জানানো হইবেক।:)


আই মিন দশদিন পর জানানো হইবেক!!!!!!!!!!!!!:)

৬৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

হাসান যোবায়ের বলেছেন: কবিতার নামটা দেখে আকর্ষিত হইলাম। :D

কবিতা গল্প নিয়া ভালই সুখে আছেন দেখছি। :P :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: আমি তো সদা ও সর্বদা সুখেই ছিলাম পিচ্চি ভাইয়া!!!!!!!!!!!!!!!:)


কেমন আছো তুমি!!!!!!!!!!!

৭০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

নীলফরিং বলেছেন:


হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!


প্রেমে পড়া দোষের কিছু না। একজন বালক কোন যুবতীর প্রেমে পড়তেই পারে। কিন্তু একজন যুবতীর এক হাজার একতম প্রেমিক সংখ্যা নিশ্চই সেই যুবতীর মানসিক সুস্থতার পরিচয় দেয় না, শায়মাপু।

রম্যরসের চাইতে সারকাজমের গন্ধই যেন বেশী পেলাম কবিতার সব শব্দের বুকজুড়ে।

চেতনায় বোধ জাগ্রত হোক যুবতীর বা আত্মস্বীকৃত ১০০১ জন প্রেমিক হজমকারীর।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

শায়মা বলেছেন: ঠিক ঠিক চেতনা জাগ্রত হোক তার!!!!!!!!!!!


আমিও তাই দোয়া করছি ভাইয়া!!!!!!!!!!!!!!!!


আর কবিতাটা তো রম্যের নহে ইহা একটি নিখাদ প্রেমের কাব্য।

আর কবিতার প্রেমিকদ্বয়ের পরিচয় প্রকাশ করিতেও কবি বাধ্য নহে ভাইয়ামনি!!!!!!!!!!!!!!:P


তবুও আমি সকলের মনে কবিতা পাঠের রস্বাদনের চাইতে ইহা আমার প্রেমিক কিনা সে সন্দেহ ও প্রশ্নের গন্ধ পাচ্ছি!!!!!!!!!!!!!!! তাই দশদিন পরে প্রেমিকদ্বয়ের পরিচয় প্রকাশ করিবার মনোবাসনা পোষন করছি।:) :)


ওয়েট ফর দশদিন ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!:)



হাহাহাহহাহা ভাইয়া সমস্যা হইলো আমি যাহা লিখি তাহাই মানুষ আমার জীবনী বা জীবনের অংশ ধরিয়া লয় আর ইহা আসলেই বড়ই মজার অভিজ্ঞতা!!!!!!!!!!!!!!!:P

৭১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

নীলফরিং বলেছেন:


আর কবিতার প্রেমিকদ্বয়ের পরিচয় প্রকাশ করিতেও কবি বাধ্য নহে ভাইয়ামনি!!!!!!!!!!!!!!


অবশ্যই নয় আপু। আমি কোথাও সে পরিচয় জানতে চেয়েছি বলেও মনে হয় না।

তবুও আমি সকলের মনে কবিতা পাঠের রস্বাদনের চাইতে ইহা আমার প্রেমিক কিনা সে সন্দেহ ও প্রশ্নের গন্ধ পাচ্ছি!!!!!!!!!!!!!!! তাই দশদিন পরে প্রেমিকদ্বয়ের পরিচয় প্রকাশ করিবার মনোবাসনা পোষন করছি।

হা হা হা । দশ দিন পর!! এই দশদিনের মাহাত্ম কবি না বোঝালে কারো পক্ষে বোঝা কোন কালেই বোঝা সম্ভব নয়। কবিতার বিষয়বস্তু ব্যতীত ব্যক্তি পরিচয়ে তেমন একটা আগ্রহবোধ করছি না আপু।

হাহাহাহহাহা ভাইয়া সমস্যা হইলো আমি যাহা লিখি তাহাই মানুষ আমার জীবনী বা জীবনের অংশ ধরিয়া লয় আর ইহা আসলেই বড়ই মজার অভিজ্ঞতা!!!!!!!!!!!!!!!

হয়ত কোথাও ভুল হচ্ছে আপু। আর কে কি ভাবছেন জানি না; তবে আমার ভাবনায় - চেতনায় বোধ জাগ্রত হোক যুবতীর বা আত্মস্বীকৃত ১০০১ জন প্রেমিক হজমকারীর। কবিতার ন্যারেটরের বা বর্ণনাকারীর কথাই বলেছি। কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহবোধ কবিতার বালকের মত কারও থাকতে পারে; এর অর্থ কিন্তু এই নয় যে, সবার থাকবে আপু।

নিজের ভাবনায় কখনও কখনও ভুল থেকেই যায়। সেটা কেউ মানে, কেউ মানে না আপু।

চেতনায় বোধ জাগ্রত হোক সবার। সবার মানে সবার, আপু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: আর কবিতার প্রেমিকদ্বয়ের পরিচয় প্রকাশ করিতেও কবি বাধ্য নহে ভাইয়ামনি!!!!!!!!!!!!!!


অবশ্যই নয় আপু। আমি কোথাও সে পরিচয় জানতে চেয়েছি বলেও মনে হয় না।


ভাইয়া উপরের কথা আমি বলেছিলাম তোমার এ কথার পরিপ্রেক্ষিতে
কারন আমি কোন উদ্দেশ্যে এবং কি নিয়ে কাকে নিয়ে, কোনো কবিতা পড়ে নাকি উপন্যাস পড়ে নাকি নিজের জীবনী থেকেই লিখেছি সেটা কোথায় প্রকাশ করিনি।
যেমন ধরো তুমি বলেছো (প্রেমে পড়া দোষের কিছু না। একজন বালক কোন যুবতীর প্রেমে পড়তেই পারে। কিন্তু একজন যুবতীর এক হাজার একতম প্রেমিক সংখ্যা নিশ্চই সেই যুবতীর মানসিক সুস্থতার পরিচয় দেয় না, শায়মাপু।)

একজন যুবতী সে যদি রবি ঠাকুরের শ্যামার মত একজন হয় বা আমাদের বিশ্বখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া হয় তার হাজারও প্রেমিক থাকতে পারে তার মানেই এই নয় যে ঐশ্বরিয়া বা শ্যামাকেও তাদের মানে ঐ সকল প্রেমিকদের প্রেমিকা হতেই হবে আর এই ক্ষেত্রে আমি শ্যামা বা ঐশ্বরিয়াকে কোনোভাবেই মানষিকভাবে অসুস্থ বলতে পারছিনা। কাজেই আপুনি তোমার ধারনায় হয়তো তুমি ঠিক আছো তবে আমার যে ধারনা থেকে আমি লেখাটা লিখেছি সে দিক থেকে তুমি ১০০% ভুল.........

রম্যরসের চাইতে সারকাজমের গন্ধই যেন বেশী পেলাম কবিতার সব শব্দের বুকজুড়ে।

আবারও বলছি এ কবিতার একটা শব্দেও কোনোরকম রম্য বা বিদ্রুপতা দেখছিনা আমি। এখানেও তোমার আর আমার দৃষ্টিভঙ্গীর পার্থক্য আছে ভাইয়া। ইহা আসলেই আমার কাছে একজন সরল বালকের নিস্পাপ প্রেম নিবেদন কাব্যই। কেউ আমার কাব্যকে কাব্য বলুক না বলুক আমি ইহাকে কাব্যই বলিবো ভাইয়া।:P


আর ইহা কিছুতেই তাহাকে ছোট করা হয়নাই বা রম্য বানাবার চেষ্টাও করা হয়নাই। আমার দূর্ভাগ্য তুমি আমার প্রেমকাব্যকে রম্য বা বিদ্রুপাত্মক সারকাজম বানাই দিলে।:((

চেতনায় বোধ জাগ্রত হোক যুবতীর বা আত্মস্বীকৃত ১০০১ জন প্রেমিক হজমকারীর। কবিতার ন্যারেটরের বা বর্ণনাকারীর কথাই বলেছি। কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহবোধ কবিতার বালকের মত কারও থাকতে পারে; এর অর্থ কিন্তু এই নয় যে, সবার থাকবে আপু।

কবিতার ন্যারাটর বা বর্ণনাকারীকে লক্ষ্য করে বললে সেতো কবির দিকেই চলে আসলো ভাইয়া। তাতে তো এখন কবিতার বালকের মত তোমাকেও নিয়েই আমার কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে।:)

নিজের ভাবনায় কখনও কখনও ভুল থেকেই যায়। সেটা কেউ মানে, কেউ মানে না আপু।

হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এখন দেখলে তো তোমার ভাবনায় কত ভুল ছিলো !!!!!!!!!!!! আমি সব কি রকম পরিষ্কার করে দিলাম!!!!! এখন শিঘরী শিঘরী মেনে নাও ভাইয়া!!!!!!!!!!!!!:):):):):P

চেতনায় বোধ জাগ্রত হোক সবার। সবার মানে সবার, আপু।

কি কি চেতনা একটু এক্সপ্লেইন করে ক্লিয়ার করে দিলে বেশি ভালো হতো ভাইয়া!!!!!!!
না হলে চেতনার বোধ জাগ্রত হতে তো দেরী হবে। তুমি একটু ভালোভাবে বুঝিয়ে বললে ভালো হতো । ভালো কাজ যত তাড়াতাড়ি করা যায় তাই ভালোনা??

যাইহোক আসলে কবিতা যে উদ্দেশ্যেই লিখিনা কেনো লিখে খুব মজা পাচ্ছিলাম । বিশেষকরে কমেন্টগুলো রিপলাই দিয়ে। :P

কিন্তু আমার কাব্যে তুমি বিরক্ত হয়েছো বুঝতেই পারছি আর তার জন্য আমি অনেক অনেক স্যরি।/:)


ভালো থেকো ভাইয়া।


চেতনায় বোধ জাগ্রত হোক সবার। সবার মানে সবার, আপু।

কি কি চেতনা একটু এক্সপ্লেইন করে ক্লিয়ার করে দিলে বেশি ভালো হতো ভাইয়া!!!!!!!
না হলে চেতনার বোধ জাগ্রত হতে তো দেরী হবে। তুমি একটু ভালোভাবে বুঝিয়ে বললে ভালো হতো ভাইয়া। ভালো কাজ যত তাড়াতাড়ি করা যায় তাই ভালোনা??

যাইহোক আসলে কবিতা যে উদ্দেশ্যেই লিখিনা কেনো লিখে খুব মজা পাচ্ছিলাম । বিশেষকরে কমেন্টগুলো রিপলাই দিয়ে।

কিন্তু আমার কাব্যে তুমি বিরক্ত হয়েছো বুঝতেই পারছি আর তার জন্য আমি অনেক অনেক স্যরি।


ভালো থেকো ভাইয়া।

৭২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

ধীবর বলেছেন: কবিতা? শুনছি যারা কবিতা লিখে ওরা এক নম্বরের ইনকাম ট্যাক্স ফাকি দেনেওয়ালা। তোমার যা শান শওকত আর কবিতা লেখার বাতিক দেখছি, তাতে জ্জরুরি ভিত্তিতে ট্যাক্স অফিসে খবর দিতে হবে। ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!!!!!!!!!!!!!!!!

তুমি সারাদিন আমার ইনকাম ট্যাক্স এর পিছে লেগে থাকো কেনো!!!!!!!!!!!!!



রবিঠাকুরের মৃত আত্মার পিছে লাগো!!!!!!!!!!!!!!!!!

৭৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

অদ্বিতীয়া আমি বলেছেন: কবিতা টা খুব সুন্দর :)

কনিষ্ঠ প্রেমিক! তার নাম উত্তীয়! তাহলে তো দুঃখ আছে মনে হচ্ছে কনিষ্ঠ প্রেমিকের

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

শায়মা বলেছেন: না না তার কোনো দুঃখ না থাকুক!!!!!!!!!!!


:( :( :(

সুখী হোক বাছা!!!!!!!!!!!!

৭৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ভিয়েনাস বলেছেন: সেই কনিষ্ঠ প্রেমিক কি এই কবিতার ভর সইতে পারবে?? নাকি উলটায়া পড়ে যাবে B-) :P

কবিতা সুন্দর হয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

শায়মা বলেছেন: হা হা হা সেই কনিষ্ঠ প্রেমিক কি আর এই কবিতা এই জীবনে পড়বে!!!:(



থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!:)

৭৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

নীলফরিং বলেছেন:


কবিতার ন্যারাটর বা বর্ণনাকারীকে লক্ষ্য করে বললে সেতো কবির দিকেই চলে আসলো ভাইয়া।


কবিতার ন্যারেটর বা বর্ণনাকারী মানে কবিই হবে এটা ঠিক না শায়মাপু। ভুল করছেন আপনি।

তাতে তো এখন কবিতার বালকের মত তোমাকেও নিয়েই আমার কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে।

কাকে নিয়ে কে কবিতা লিখবে না লিখবে এটা কবির একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো - আমার মন্তব্য তোমাকে আমাকে নিয়ে কবিতা লিখতে ইচ্ছে জাগালো কেন - সেটা ভেবে কুল পাচ্ছি না। অবশ্যই কবিতার বিষয়বস্তু কবিকর্তৃক সংরক্ষিত। সেখানে কারো কোন হাত নেই বা থাকতে পারে না।

নিজের ভাবনায় কখনও কখনও ভুল থেকেই যায়। সেটা কেউ মানে, কেউ মানে না আপু।


আমি অবশ্যই নিজেকে কখনও ১০০% সঠিক মনে করি না আপু। আর কেউ যদি নিজেকে তা মনে করে, তাকে বুদ্ধিমান বা বাস্তবিকও মনে করি না। এটা ভাবার স্বাধীনতা যে কারোরই থাকে।

চেতনায় বোধ জাগ্রত হোক সবার। সবার মানে সবার, আপু।

হা হা হা। সবার মানে সবার। আমার, আপনার, সবার - এটাই বুঝিয়েছি আপু।

কিন্তু আমার কাব্যে তুমি বিরক্ত হয়েছো বুঝতেই পারছি

এখানে আপনার কোথাও ভুল হচ্ছে আপু। আমি কবিতার বিষয়বস্তু নিয়েই মনে হয় কথা বলেছিলাম। অতঃপর বিরক্তির কারণ হলে, আমি দুঃখিত আপু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

শায়মা বলেছেন: ওকে ওকে সব বুঝেছি এইবার ভাইয়া।

এত সুন্দর করে আর কষ্ট করে সব বুঝিয়ে দেবার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!!!!!!

না না বিরক্তির না একটু শুধু চিন্তার কারণ হয়েছিলে । নয়তো কোনো কমেন্ট ও রিপলাই দিতে আমি তেমন কোনো চিন্তা করিনা । তোমার কমেন্টের কথাগুলো শুনে একটু ভাবতে ও চিন্তা করতে হলো এই যা।:)



যাইহোক থ্যাংকস ওয়ান্স এগেইন ফর গিভিং সো মেনি থটফুল আইডিয়াস এ্যান্ড এক্সপ্লেনেশন।:)

৭৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

চয়নিকা আহমেদ বলেছেন:
কমেন্টের ভীরে তো কবিতাই হারিয়ে গেলো আপি।

অনেক খুঁজে বের করলাম,
আর এক রাশ ভালো লাগা দিলাম।

কমেন্ট দেখে তো মনে হচ্ছে,
কেঁচো খুড়তে সাপ বের হবে।

এটা কোন সত্য গল্প নাকি আপি?
ঠিক বুঝলাম না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!

প্রায়শই তাহা ঘটে

কমেন্ট আর রিপলাই এ হাসতে হাসতে মরে যাই আর তারপর ভুলেই যাই কি লিখছিলাম মেইন লেখাটাতে।:P


আর কেঁচো খুড়তে শুধু সাপ!!!!!!!!!! দেখো আমি ডাইনোসর বের করে আনবো যখন তখন বুঝবে!!!!!!!!!!


হা হা হা

হ্যাঁ সত্য গল্প তো!!!!!!!!!!!!


বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো আপুনিমনি!!!!!!!!!!!!!!!:P

৭৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯

ফারিয়া বলেছেন: কথায় বলে না, যা ছোট, তার সমৃদ্ধিই বিশাল! তাদের স্মৃতি বিস্মৃত হয়নি আজো, তাই হয়ত মনে কষ্টের ঢেউ উঠবে, তবে ভয় পেওনা, সে আসবে আবার ফিরে, কিন্তু গোপনে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

শায়মা বলেছেন: হা হা হা

কোথায় আসবে আপুনি!!!!!!!!!!!!!!!!!! :P


যাইহোক আমার কাব্য পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!!!!!:)

৭৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

চাচামিঞা বলেছেন: কবিতা টি খুব ভালো লাগলো....স্টিকি করা হোক!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: ঐ চাচামিয়াভাইয়া

দাঁড়াও এখুনি ভাবীজিকে ফোন দিচ্ছি আমার কাব্য নিয়ে ব্যাঙ্গ করো না!!!!!!!!!!!!!!!!!!!!!!:X(




:P

:P

:P

এতদিন পর হঠাৎ আমার কাব্য দেখে কই থেকে আসলে চাচামিয়া ভাইয়াজী!!!!!!!!!!!!!!:)

৭৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

শাহজাহান মুনির বলেছেন:
হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!


লাইন দু'টো অনেক ভাল লাগল।

কবিতার উপরের দিকটাই বুঝতে কষ্ট হয়েছে আপু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: হা হা হা

এই দুইটা লাইনকে আনতে উপরের অত অং বং লিখেছি ভাইয়া!!!!!!!!!!!:P

৮০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

hasin82 বলেছেন: অনাবিল স্বচ্ছ এ আঁখি দর্পণে ;
যে রেখেছিলো একদিন, দৃষ্টি দ্বিধাহীন –


'চোখে চোখ রাখা' ব্যপারটা এত সুন্দর করে বলা যায় তোমার এই লাইন দুটি না পড়লে বুঝতেই পারতামনা, আপু।

প্লাস।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া


পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!:)

৮১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

শ্রাবণ জল বলেছেন: কবিতা ভাল লাগল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!:)

৮২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

লেখোয়াড় বলেছেন:
অবিরাম, অবিরল, অসীম!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: এইব কি ভাইয়া???


লেখোয়াড় বলেছেন:
অবিরাম, অবিরল, অসীম! মানে কি ?


:)

৮৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

আমিভূত বলেছেন: কবিতায় বিমোহিত হয়ে গেলাম , আধো আধো ছন্দ আধো আধো অনুভূতি ,ভালো লাগা কবিতায় শায়মাপু :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভুত আপুনি!!!!!!!!!!!!!:)

৮৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: আহা !!! যেন মধু !!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: হা হা

থ্যাংক ইউ জাওয়াদভাইয়া!!!!:)

৮৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

শার্লক বলেছেন: ভাল লাগা দিয়ে গেলাম। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!:)

৮৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সামী ..... বলেছেন: :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

শায়মা বলেছেন: সামীভাইয়া!!!


:P

৮৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: কবিতায় ভালো লাগা ...

ভালো থাকবেন আপু

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!!!!!!!!!!!!:)

৮৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আমি সাজিদ বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে আপ্পি :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!:)

৮৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

তাসজিদ বলেছেন: আপুনি,
কেমন আছ।???

ভালবাসার কি রঙ,

কি তার রূপ,

কি তার আবেদন,

কি তার অনুভূতি,

কি তার যন্ত্রণা,

কি তার সৃতি কিংবা বিসৃতি???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: :P


জানিনা জানিনা জানিনা ভাইয়া!!!!!!!!!!!!!!

৯০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

সালমাহ্যাপী বলেছেন: হা হা হা আপুনি শিরোনামটা পড়ে হাসতেই আছি =p~

শুনো আমারও এক জন কনিষ্ঠ ভালোবাসা আছিলো তারে আমি প্রায়ই ফান করে বলতাম আমার ছুডু হইতে মুঞ্চায় :(( :((

সে বলতো তুমি তো আমার বেশি বড় না মাত্র ৩ বছরের বড় :#>

অনেক মজা করতাম। এখন সে কোথায় যেন হারায় গেছে :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!!!

আমিও অনেক হেসেছি এই কবিতা লিখে বিশেষ করে কমেন্টগুলো পড়ে আর তার জবাব দিতে গিয়ে।:P

৯১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

একজন আরমান বলেছেন:
কি শিরোনাম !
হা হা হা।
+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

শায়মা বলেছেন: আরে শিরোনাম এ কি!!!!!!!!!!!!!!!!!!!!

ঠিকই তো শিরোনাম ভাইয়া!!!

একদম যথার্থ!:)

৯২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

হাসান যোবায়ের বলেছেন: জ্বি অনেক ভাল।
আশা করি আপনিও অনেক ভাল আছেন। :p

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো আছি ভাইয়া!!!!!!!!!!!!!!:) :) :)


আর জানি তুমি লিটল জিনিয়াসও অনেক ভালো থাকবেই।:)

৯৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: একবার মনে হচ্ছে কনিষ্ঠ কবি কোন মানুষ নয়, ভিন্ন কিছু বুঝাতে চাইছ। কে জানে, আসলে কি? তবে এই লাইন দুটোর সাথে একমত,

কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!

স্কুল লাইফ পর্যন্ত একজন জ্যেষ্ঠ প্রেমিকার প্রেমে কম বেশী সব ছেলেই পড়ে, বিশেষ করে রুপবানের মত কেয়ারিং এট্যিচুড হলে তো আরও বেশী ভালো লাগে। কিন্তু সময়ের সাথে সাথে প্রেমিকার জ্যেষ্ঠতা যখন বার্ধক্যে পরিণত হয়, ভালোবাসাও কর্পূরের মত উড়ে যায়। :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

শায়মা বলেছেন: হা হা ঠিক বলেছো ভাইয়া।


তবে আমার কবিতার নায়িকা বার্ধক্যে পৌছানোর আগেই শেষ!!!!:P



৯৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

নীরব 009 বলেছেন: কনিষ্ঠ প্রেমিক :)


আপু কেমন আছেন। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। লাস্ট মনে হয় পিঠা নিয়ে পোস্টটা পড়া হয়েছিল।

আজকের পোস্টে ৪৬ তম ভাললাগা রইলো :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া!!!!!!!!!!


তোমাকেও তো আর তেমন দেখিনা ভাইয়া মনি!


বলেছিলে নিয়মিত হবে।

থ্যাংক ইউ লেখাটা পড়ার জন্য!:)

৯৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

অপু তানভীর বলেছেন: কবিতা !!

মন ভাল নাই আপুনি !!
আমি তার একমাত্র প্রেমিক হতে চাই । কেউ যদি আসে প্রেমিক হতে আসে X( X( ....


অফটপিক: একজন কবিতা বিশারদ দেখলাম !! /:) /:) /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

শায়মা বলেছেন: ভাইয়া মন ভালো না কেনো ???


কি হয়েছে????


তাড়াতাড়ি মন ভালো করে ফেলো!!!!!!!!!!!!!!!!


কবিতা বিশারদ কে?????????????


আমি?????????????????:)


থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!

৯৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

রাফা বলেছেন: কে সেই কনিস্ঠতম এক হাজার একতম প্রেমিক।
যার কথা মনে পড়বে কোন এক ফাল্গুনে।

ভয় পাইলেন!জাস্ট কিডিং।


খুব ভালো হইছে কোবতে!!!

ধন্যবাদ,শায়মা দিদি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

শায়মা বলেছেন: বলবো না ভাইয়া!!!!!!!!!!!!!



:P


পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!

৯৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

লিন্‌কিন পার্ক বলেছেন:

অ নে ক সু ন্দ র হ ই সে :#> :#>

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!:)

৯৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

স্পাইসিস্পাই001 বলেছেন: আপু এইটা কি বললেন..."কিন্তু মাঝে মাজেহ বয়ে কমেন্ট করিনা ।:("

কিন্তু কেন???????? :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

শায়মা বলেছেন: জানিনা ভাইয়া!:P
তবে এখন থেকে করবো!:)


নো ভয়!:)

৯৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

অদৃশ্য বলেছেন:



হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল

________________________ এই মায়া কি কাটানো সম্ভব কখনো... এ যে মহামায়া... আজন্মের ক্ষুধা.... সময়ের সাথে সাথে শুধু নিজের সুরত বদলায়...

সুন্দরের পূজারী অগনিত..... কবির সেটা কি গুনতে যাওয়া ঠিক হবে...

আগুন কবিতা....

শুভকামনা.....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

শায়মা বলেছেন: হা হা ভাইয়া হাসতে হাসতে মরলাম!



ভালো থেকো ভাইয়ামনি!:P

১০০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

কান্টি টুটুল বলেছেন:

সমস্যা একটাই,
খাঁটি সোনায় যেমন গয়না হয়না তেমনি এইসব নিষ্পাপ,খাঁটি প্রেমময় বেহেস্তি ভালোবাসাও পৃথিবীতে টেকে না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

শায়মা বলেছেন: হায় হায় কোনটা আবার নিস্পাপ বেহেস্তি ভালোবাসা ভাইয়া????



আছে নাকি এই দুনিয়ায় সত্যিই তেমন কিছু!!!!!!!!!!!!:P

১০১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

ইখতামিন বলেছেন: একান্নতম ভালো লাগা.




রহস্যময়!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

শায়মা বলেছেন: হা হা হা


থ্যাংক ইউ ভালোলাগার জন্য ভাইয়া!!


জগতে কত কিছুই তো রহস্যময়!!!!!!!!!!


কি আর করা বলো!!!!!!!!!!!!


:P

১০২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মৃন্ময় বলেছেন: kemne liken........?amare ettu sekaien.....broi valo lagiace
sobdo coyon asadaron

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

শায়মা বলেছেন: :P

ভাইয়া আমি শেখানোর কেউ না।

আমি নিজেই শিখছি।


তবে অনেকেই আছে শিখিয়ে দেবার মত।


তাদের কাছে যেতে হবে তোমাকে ভাইয়ামনি!!!!!!:)


অনেক অনেক থ্যাংকস আমার লেখাটা পড়ার জন্য!:)

১০৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

ইখতামিন বলেছেন:

বালকটা কে?
আমি কি জানতে পারি? B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

শায়মা বলেছেন: না না


পারোনা!!!!!!!!!



তবে সবাই যদি জানতে চায় তাইলে আগামী দশ দিনের মাঝে নাম প্রকাশ করা হইবেক। :)

১০৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

শোশমিতা বলেছেন: কবিতা অনেক ভলো লাগলো আপু + +

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!


কেমন আছো তুমি??? :)

১০৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: যার ছবি এঁকে কোন একদিন
মন হারাবার এসেছিল বেলা
আজ কেন রঙ মেখে
সেই ছবি থাকে বুকে
পুরুবেনা জানি তার শেষ সুখ জ্বালা
এই কি প্রেম না ছলাকলা ।

সুন্দর কবিতা আবিস্কার করে
আর বসে রই কেন লিখলাম
পংতিমালা খুব সুন্দর
ভাললাগা +

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!:)


তোমারটাও অনেক সুন্দর!!!!!!!!!!:)

১০৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

শান্তা273 বলেছেন: দেরিতে হলে ও ভালোলাগা জানিয়ে গেলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!:)

১০৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

ইখতামিন বলেছেন:

সবাই জানতে চায়।
তবে কেউ না চাইলেও আমি চাই.
কিন্তু ১০ তারিখে কেনো?
৯ তারিখে কেনো নয়?
১১ তারিখেও নয় কেনো?


কতোগুলো প্রশ্ন! :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে তাহাই হইবেক ভাইয়া।:)


১০ তারিখের কোনো কারন নাই।

জাস্ট দশদিন পর জানাবো ভেবেছিলাম ভাইয়া।:)

১০৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

নীল-দর্পণ বলেছেন: খটমটে কটকটে......তআর চেয়ে আমাকে কটকটি দাওতো একটুকরো, খাই 8-| 8-|




ভাল লেগেছে কিন্তু ;)

:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: হা হা হা নীলুমনি!!!!!!!!!!!!!!!!!!!!!



তোমার জন্য স্পেশান কটকটি আনাটে মহাস্থান গড়ে অর্ডার দিলাম ফোনে।:)

১০৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

এ.ডি.এম শাফী বলেছেন: অ সা ধা র ণ কবিতা! অ সা ধা র ণ! অনেক অনেক ভাল লেগেছে!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!:)

১১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

রেইন ম্যান বলেছেন: অনেক কঠিন । পুরাপুরি বুঝিনাই ।আর কয়েকবার পরতে হবে ।আপনি সবসময় এত কঠিন কঠিন লিখেন কেন ?মাঝে মাঝে আমাদের মত ভাষায় দুর্বলদের জন্য সহজ কিছু লিখতে পারেন না?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!! কঠিন!!!!!!!!!!!!!


আমি কঠিন কঠিন লিখি!!!!!!!!!!!!!



এত বড় অপবাদ!!!!!!!!!!:( :( :(


তোমাকে শাস্তি দেওয়া হবে। আমার সহজ ভাষ্য কঠিন বলার জন্য ভাইয়া!!!:(

১১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

প্রিন্স হেক্টর বলেছেন: হাই খালা :#) :#) :#)


নীরবে +

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বড় আপার বেবি।:)

১১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!

প্রেমে না পড়ার উপায় কি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

শায়মা বলেছেন: হা হা


কোনো উপায় নেই স্বর্ণামনি!!!!!!!!!!:P

১১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

ইখতামিন বলেছেন: ইয়ে... মানে..

১০ দিনের কাউন্টডাউন কবে থেকে শুরু হবে?
ইতোমধ্যেই শুরু হয়েছে কি?

ভালো থাকবেন.

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

শায়মা বলেছেন: আরে শুরু হয়ে গেছে তো অলরেডি ভাইয়া!:)

১১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

ইখতামিন বলেছেন: তাইতো বলি.

১০০১ বার পঠিত.

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: হা হা



:P

১১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

chokhayrpani বলেছেন: ভালো লাগলো..।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!:)

১১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

শোশমিতা বলেছেন: আমি মুটামুটি ভালো আছি আপু। তুমি কেমন আছো?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

শায়মা বলেছেন: আমি ভালো আছি আপুনি!!!:)

১১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!





কবিতা অনেক ভালো লেগেছে আপু.........

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

১১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

অনীনদিতা বলেছেন: প্রেমে না পড়ার উপায় বলো গুরু............

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: ওকে ওকে বলবো বলবো!!!!!!!!


একদম চিন্তা করোনা আপুনি!!!!!!!!!!


সেটাও বলা হবে।

১১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

রাফা বলেছেন: "অনীনদিতার চিঠি" এই নামে নাটক হবে কিভাবে।যদি সে প্রেমেই না পরলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: নাটক কবিতায় প্রেমে পড়বে নো প্রবলেম!!!!!!!!!

সত্যিকারে!!!!!!!!

ভুলেও না!!!!!!!!!!!!!!


:P

১২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

এসএমফারুক৮৮ বলেছেন: হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল
ভুলে যাবে সবই একদিন বিস্মৃতির অতল কারাগারে
তবুও ব্যথিত সে কবি
আজ অনড় অচল, ভাষ্য অবিচল !

+++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!:)

১২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

অনীনদিতা বলেছেন: @রাফাজী,,,,
অনীনদিতার চিঠি পুড়ে গেছে :P
তাই নাটকও হবেনা:)


না না করবোনা প্রেম কখনও.... :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড ডিসিশন!!!:)

১২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

তন্দ্রা বিলাস বলেছেন: আমি কেমন করে যে আপনার লেখা মিস করে যাই। নিজের উপর খুব রাগ হচ্ছে।


কনিষ্ঠ প্রেমিক!!! দারুন!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: পড়ার জন্য থ্যাংকস আপুনি!


কেমন আছো???:)

১২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

সুপান্থ সুরাহী বলেছেন:


ঘুমন্ত তৃষ্ণার অঙ্গার - দগ্ধীভূত অন্তর !
আকন্ঠ পান গরল অমৃতসুধা, প্রত্যাখ্যাত আবেদন!


একেবারে অসাম...

ইদানিং আপনি চমৎকার লিখছেন...
শুভকামনা নিরন্তর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!:)

১২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

সবুজ মহান বলেছেন: আপনার কবিতাটা পড়ে আমারও একটা কবিতা লিখতে ইচ্ছে করছে !

কত দিন কবিতা লেখা হয় না ! ! :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: লিখে ফেলো ভাইয়া।:)

১২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

সৈয়দ নাসের বলেছেন: পড়ে প্রীত হলাম । চমৎকার পঙতিমালা । অনেক শুভেচ্ছা তোমার জন্য । ভালো থেকো কবি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: থ্যাংকস অনেক অনেক ভাইয়া।

১২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আজকে ৭ তারিখ, আর ২ দিন পরেই সবাই জেনে যাবে কে সেই কনিষ্ঠ প্রেমিক!! হাটে হাড়ি না ভাংলেই কি নয়?? আমিত সারা জীবন নীরবেই থাকতে চেয়েছি!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!

তুমি নীরব কেনো??:(

যাইহোক তোমার নিকের এ কি অবস্থা!


নাম পড়তে গিয়ে আমার গলা বসে গেলো!

এখন গলা দিয়ে ফিসফাস বের হচ্ছে শুধু।:(

১২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

ইয়াশফিশামসইকবাল বলেছেন: কেন? নাম পড়তে কষ্ট হলে আদর করে ইয়াপি বললেই তো হয় :D :D

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

শায়মা বলেছেন: আরে তুমি আপি জানতাম নাতো!!!!!

নাম দেখে ভেবেছিলাম ভাইয়া।:(

স্যরি!!!!!!!!!!!!!!!!!:(

১২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আমিই জিনিয়া বলেছেন: Click This Link
এসো কিন্তু আপুনি!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

শায়মা বলেছেন: দেখে এলাম আপুনি!:)

আর মুগ্ধ হলাম!!:)

১২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

ইখতামিন বলেছেন: আর একদিন বাকী.

আমি কিন্তু হাল ছাড়িনি...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

শায়মা বলেছেন: :P

১৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

ইখতামিন বলেছেন: আর একদিন বাকী.

আমি কিন্তু হাল ছাড়িনি...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

শায়মা বলেছেন: :P


:P

১৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
বাহ্‌..........অনেকদিন পর শায়মার কবিতা পড়লাম।
একদম আলাদারকম।

ভালো এবং অনেকই ভালো।
আমার খুব কিশোর রবীন্দ্রনাথকে মনে পড়ছিলো।

ভালো থেকো। ভালোবাসায় থেকো।
শুভকামনা।

(শাহবাগ কেমন দেখলে ,দেখছো,
তোমার চোখ দিয়ে দেখাও লেখায় ,ছবিতে।
অপেক্ষায় থাকলাম।)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

শায়মা বলেছেন: আপুনি তুমি আর জুন আপুনিকেই আমার সবচাইতে বুদ্ধিমতী মনে হচ্ছে এখন। :P


অনেকেই জানতে চাচ্ছে কে সে? কে সে? কে সেই কিশোর প্রেমিক।

একমাত্র না না দুইমাত্র তুমি আর জুন আপুনি ধরে ফেল্লে প্রায় প্রায়!!!!:P

যাইহোক আপুনি

তোমার মত কি আমি আর দেখতে পাই বলো?

তবুও তোমার কথা আমি রাখবো

আজকেই তোমাকে লিখবো

কেমন দেখেছি, কেমন বুঝেছি শাহবাগ। তবে ছবিগুলো ভীষন খারাপ তুলেছি নিশ্চয় কারণ আজকাল সবাই যা ভালো ছবি তুলে আর সেখানে আমি রাতের বেলা এত আলো দেখে ফ্লাশ অন করতেই ভুলে গেছিলাম তবে পরদিন সন্ধ্যায় মানুষ আর মানুষ!!! শুধুই মানুষের মাথা। তবে লাকী আক্তারের ফ্যান হয়ে গেছি আপুনি। অবাক হয়েছি পুচ্চি অতটুকু মেয়েটার দীপ্ত কন্ঠস্বরে!

১৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

টাইটা বলেছেন: আপু তুমি তো ভালো লিখো। খুব ভালো লাগল। চালিয়ে যাও। আমি কবিতা খুব সিলেক্টিভ পড়ি। আর আমাদের এই প্রজন্মের বেশির ভাগ নবীন কবির লেখা আমার কাছে trash মনে হয়। কেননা, কবির কবিতা আসে স্বতঃস্ফূর্ত ভাবে। লিখতে হবে এই তাড়না থেকে যারা লিখে তাদের লেখা পড়লেই বোঝা যায়।

এই কারনে এখনও বই মেলাই গেলে লিটল ম্যাগ চত্বর টা সজতনে এড়িয়ে যাই । :)

but, তোমার লেখার হাত ভালই। চর্চা অব্যাহত থাকুক এই কামনায় :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: ভাইয়া এইগুলা কি কবিতা বলে!!!!:P


আসলেই জানিনা। তবে আমার মতে আমার যা মনে চায় তাই লিখে ফেলা এসব কবিতা স্টাইল লেখাগুলোর নাম দিয়েছি আমি অং বং কাব্য।


যাইহোক টাইটাভাইয়া তোমার নাম দেখলেই আমার মনে পড়ে আমার প্রিয় সেই টাইটাকে।

১৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

অন্ধ দাঁড়কাক বলেছেন: ইয়াক!!! এক হাজার একটা প্রেমিক!!!

(কবিতা খুবি চমৎকার হয়েছে, ইতিমধ্যে দুইশ বত্রিশজন প্রশংসা করেছে, তাই বাড়তি প্রশংসা করলামনা। কবিতা পড়ার কারো একজনের লেখার ধারা মনে পড়িয়ে দিচ্ছে! কার প্রভাব? রবি ঠাকুরের? নাকি অন্য কারোর? )

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: হা হা

ইয়াক ইয়াক করো কেনো দাঁড়কাক ভাইয়া!!!!!!!!!!!!:P


আর রবিঠাকুরের প্রভাব কি কাটানো যায়!!!

আর গেলেও আমি ইচ্ছে করেই কাটাবোনা।:)

১৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

ইখতামিন বলেছেন:

উত্তরঃ দূরদেশী সেই রাখাল ছেলে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: হা হা


উত্তর তাহলে নিজেই পেয়ে গেছো ভাইয়া!!!!!!

আমিও অবশ্য ভাবছিলাম ইখতামিনভাইয়া তো আর প্রশ্নের উত্তর জানতে আসলোনা!!!:P

দূর দেশী সেই রাখালছেলে
আমার বটের বাটের ছায়ায় সারাবেলা গেলো খেলো..........

গাইলো কি গান!
সেই তা জানে !!
সূর বাজে তার আমার প্রাণে!!!
বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে!!!

আমি তারে সুধাই যবে কি তোমারে দেবো আনি?
সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালাখানি!!!!


দেই যদি তো!!!!!!!!!!!!
কি দাম দেবে!!!!!!!!!!!!!
যায় বেলা সেই ভাবনা ভেবে,
ফিরে এসে দেখি ধুলায় বাঁশীটি তার গেছে ফেলে!:(

১৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

ইয়াশফিশামসইকবাল বলেছেন: এই তোমার আক্কল!! ইয়াপি মানে আপুনি!!!! X( X( হে কবি, আমি আপুনি নই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

শায়মা বলেছেন: হা হা জানিতো ভাইয়া তুমি মোটেও আপুনি নও!



এমনিতেই বেশী দুষ্টামী করছিলে তাই আপুনি বানিয়ে দিলাম।:P

১৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

বিষাদ সজল বলেছেন: আপনার মত কেন লিখা আসেনা ।
আপনাকে ঈর্ষা করতে ইচ্ছে হয় ।
খুবই ভাল লাগল ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

শায়মা বলেছেন: আমাকে ঈর্ষা করতে হয়না ভাইয়া!!!


এইসব আমার অং বং লেখা!:P

অনেক অনেক থ্যাংকস আমার লেখাটা পড়বার জন্য!:)

১৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

ইখতামিন বলেছেন: :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

শায়মা বলেছেন: আরে ভাইয়া কি হলো!!!!

মন খারাপ কেনো আবার!!!:(

১৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছা:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: তোমাকেও শুভেচ্ছা আপুনি।

১৩৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

ইখতামিন বলেছেন: মনে চাইলে একবার দেখে আসবেন.

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

শায়মা বলেছেন: ওকে ভাইয়া!:)

১৪০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সর্ব শেষ পাঠক ভালোলাগা জানিয়ে গেলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

অনেকদিন পর দেখলাম তোমাকে।

১৪১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

আশিক মাসুম বলেছেন: আমি এক হাজার দুই :P :P =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

শায়মা বলেছেন: না না দুই এর পদ খালি নাই !


এতদইনে পূরণ হয়ে গেছে!!!






:P

:P

:P

কেমন আছো ভাইয়া???

১৪২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

আশিক মাসুম বলেছেন: :( B:-) তাইলে আমি কত?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: আরে তুমি তো আমার ছোট্ট একটাই পিচকি লক্ষী ভাইয়া।


এক ও অদ্বিতীয়!:)

১৪৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা খুসি হইয়া গেলাম :P :P :P =p~ B-) :D

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: :)


গুড গুড গুড!!!

১৪৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

বলাকা মন বলেছেন: কবিতায় ভালো লাগা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!

১৪৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

টুইংকল বলেছেন: দারুন +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ !:)

১৪৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

সকাল রয় বলেছেন:

কবিতায় ভাষার ব্যবহার মাঝামাঝি সাধারণ পাঠকের আওতার মধ্যে

লক্ষনীয় যা আছে তা হলে আতলামী নাই।

কষ্ট যারা দিতে জানে তারা নিতে জানেনা, যখন পায় তখন ...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: আরে নিজে কষ্ট পেলে কি আর দেওয়া যায়!!!!


দেখোনা যারা হাসায় তারা কি নিজে হাসে???:P

১৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

রোকন রাইয়ান বলেছেন: হাসিমুখে লাইক দিয়া গেলাম... ;) ;) ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: হা হা হাসি মুখে ছাড়া কি অন্য সময় দুঃখী মুখে দিতা ভাইয়া??????:P

১৪৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

যুবায়ের বলেছেন: হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল
ভুলে যাবে সবই একদিন বিস্মৃতির অতল কারাগারে
তবুও ব্যথিত সে কবি
আজ অনড় অচল, ভাষ্য অবিচল !

চমৎকার চিত্রায়ন বয়সন্ধিকালের....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

শায়মা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া!!:)

১৪৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

যুবায়ের বলেছেন: কবিতায় ভালোলাগা++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ অনেক অনেক!!!!

১৫০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

হিতৈষী বলেছেন: ওরে হিট রে হিট! নারী ব্লগ সুপার হিট!!!! বুঝেছি, ব্লগ হিট হবার জন্য মেয়ে নামে আমার একখানা নিক বানাইতে হইপে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: আরে তুমি ভাইয়া নাকি!!!


আমি তো তোমাকে আপু মানে নারীই ভেবেছিলাম ভাইয়া!!!:P


মিনিংটা যদিও আপু আপু না তবে নিকটা দেখতে আপু আপু!


হা হা হা


ভালো থেকো ভাইয়ামনি!


শুভকামনা।

১৫১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

টানিম বলেছেন: বাপরে বাপ । X(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

শায়মা বলেছেন: কি হলো ভাইয়া?

১৫২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

হিতৈষী বলেছেন: হায় হায়, আমি একি করলাম? নিজের পরিচয় দিয়ে দিলাম! আপনি আমাকে আপু মনে করেছেন সেটা আগে বলবেননা? আপনি একবার আমাকে আপু সম্বোধন করলেই তো কেল্লাহ ফতে হয়ে যেতো।ব্লগ হিট হবার জন্য আর কিছু লাগতোনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

শায়মা বলেছেন: ওকে আজ থেকে তোমাকে আমি আপুই ডাকবো ভাইয়া!


তুমি আর চিন্তা করোনা!


তোমার হিট ঠেকায় কে???


এখুনি যাও একটা কবিতা লিখে ফেলো আর লেখা হলেই আমাকে বলবা।


আপু ডাকের বন্যায়
ভেসে যাবে আমার হিতৈষীভাইয়া!:) :) :)



:P

১৫৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

হিতৈষী বলেছেন: আমিতো কবিতা লিখতে জানিনা। এখন আমার কি হপে? :(( :(( :(( :((

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: তাইলে তুমি একটা কপি পেস্ট কাব্য লিখো ভাইয়ামনি!:)


নাইলে ছবি ব্লগ দাও নাইলে রম্য!:)



না লিখতে জানলে একটু কেমন হবে বলো? :(



শুধু কথাই কি চিড়া ভিজে ভাইয়ামনিটা?

১৫৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

শাহ্‌রিয়ার খান বলেছেন:

হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!


কে? :)


১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

শায়মা বলেছেন: আরে এতদিন পর কই থেকে আসলে ???????????



কে তাহার উত্তর দিয়ে দিলে কেমনে কবিতা হবে?

১৫৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

শাহ্‌রিয়ার খান বলেছেন: ওহমাইগড !!!!!!!!!!!!!!

এই পিক সেই ঐতিহাসিক প্রোপিক,আমার সেই পুঁথি পাঠের কথা মনে পড়ে গেল।

খোকা নামের বোকা পোলা জন্মাবে যে কবে.....।


শুরু করবো নাকি আবার সেই পুঁথি পাঠ সায়মা?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

শায়মা বলেছেন: মাফ চাই।


তোমার আর পুঁথিপাঠ শুরুর দরকার নেই !


আগেই ভুই পাইসি!!:( :( :(


:P

১৫৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

স্বদেশ হাসনাইন বলেছেন: কনিষ্ঠ প্রেমিকের জন্য পূর্ণযুবতী প্রেমিকের স্মৃতিকাতর হয়ে যাওয়া বেশ পরিণত ভাবেই এসেছে। বিষয়টা বৈচিত্র্যময়। শেষে এসে হাজার প্রেমিকর ভিতর কনিষ্ঠটিকে বেছে নেয়া ...ইত্যাদি ভাল লেগেছে।


আমি তো পুরোটা সাধু করে পড়তে চাইলাম - আরো ভাল লাগছিল।

ক্রমশ ভুলিতেছি তার স্মৃতি ; তার হাস্য বিমুগ্ধস্বর , তবু –
কোন এক দূরবর্তী ফাল্গুনে , জানি পড়িবে মনে –
এক নবীন কিশোরের চোখ , আজন্ম ব্যথিত সেই কবি !
অনাবিল স্বচ্ছ এ আঁখি দর্পণে ;
যে রেখেছিলো একদিন, দৃষ্টি দ্বিধাহীন –

১৫৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

শায়মা বলেছেন: আমারও তো এখন সেটাই মনে হচ্ছে! সাধুভাষাতে লিখলেই বেশী ভালো হত ভাইয়া!:)

১৫৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮

সাজিদ এহসান বলেছেন: পুলাডার নাম কি আফা ? :D

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

শায়মা বলেছেন: তার নাম কনিষ্ঠ প্রেমিক!:)

১৫৯| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

রহস্যময়ী কন্যা বলেছেন: হাজার প্রেমিকের ভীড়ে সে হতে চায়
এক হাজার একতম কনিষ্ঠ প্রেমিক!
ভালো লাগলো আপুনি...... :)

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

শায়মা বলেছেন: :P



থ্যাংক ইউ আপুনি!:)

১৬০| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০১

এম হুসাইন বলেছেন: এই কবিতাটা কি করে মিস করলাম......


অসাধারন আপু !
+++++++

শুভেচ্ছা নিবেন, ভালো থাকুন।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: তুমিও ভালো থেকো ভাইয়া।


অনেক অনেক শুভেচ্ছা!:)

১৬১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

জলপরী১৮ বলেছেন: প্রিয়তে নিলাম আপুনি.......

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ জলপরী আপু।

১৬২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

এবার তোরা মানুষ হ বলেছেন: কবিতাটি আমিও মিস করে গেসি , নাইস আপু

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

১৬৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বোকামন বলেছেন:
ঘুমন্ত তৃষ্ণার অঙ্গার - দগ্ধীভূত অন্তর !
আকন্ঠ পান গরল অমৃতসুধা, প্রত্যাখ্যাত আবেদন!


অতীব সুন্দর একটি কবিতা !

খুব ভালো লাগলো।।

“+”

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

১৬৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শেষটা পড়ে মনে হল, ইস এমন যদি হতো !!!! ভাবনাটা খুবই ভালো লেগেছে ! :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৫

শায়মা বলেছেন: কোথায় হারালে ভাইয়া!!!!!!!!:(

১৬৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শেষটা পড়ে মনে হল, ইস এমন যদি হতো !!!! ভাবনাটা খুবই ভালো লেগেছে ! :)

১৬৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

শায়মা বলেছেন: হা হা হা


ইহা শুধু ভাবনাই ছিলোনা ভাইয়া।


এর পিছে এক কাহিনী তো আছেই।:P

১৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হু তা মনে হয় আন্দাজ করতে পেরেছি । :) কে বলতে পারে আমার দীর্ঘশ্বাসের পিছেও কোনও কাহিনি আছে কিনা !!! B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

শায়মা বলেছেন: সে কি আর বলতে!!!

ভাইয়া একটু একটু সত্যি ছাড়া কি সবকিছুই বানোয়াট লেখা যায় নাকি!!!!!!!!


কখনও না!!!!!!!!!

১৬৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। পরে আবার পড়তে হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

১৬৯| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:৪৩

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: Just osadharon..... I m speechless....... Apu ato sundor vab ,onekdin mone thakbe,

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: হা হা


থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!:)


১৭০| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ১০০১ তম । এখন বোধ হয় আরও কিছু এড হয়েছে। কবিতা মন্দ হয়নি ।

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: হুম এখন লাখ, কোটি ছাড়িয়েছে.......


কিন্তু সেই লাখ কোটি গুলোর উপাধি এখন শত্রু!!!!!!!!!!!:(

১৭১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

জেন রসি বলেছেন: হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল
ভুলে যাবে সবই একদিন বিস্মৃতির অতল কারাগারে
তবুও ব্যথিত সে কবি
আজ অনড় অচল, ভাষ্য অবিচল !

কবিতার মধ্যে মনো বিশ্লেষণ চমৎকার হইছে!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭

শায়মা বলেছেন: :)


কি আর করা !!!!!! কষ্ট করে একটু মনো বিশ্লেষন করলাম আর কি!!!! :P

১৭২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

দর্পণ বলেছেন: ১৭১. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯ ০
জেন রসি বলেছেন: হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল
ভুলে যাবে সবই একদিন বিস্মৃতির অতল কারাগারে
তবুও ব্যথিত সে কবি
আজ অনড় অচল, ভাষ্য অবিচল !

কবিতার মধ্যে মনো বিশ্লেষণ চমৎকার হইছে!!


রসিভাই এবং সে বালকের ভ্রম মায়াও এতদিনে গেছে গা। ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৮

শায়মা বলেছেন: না কেটে কি আর পারে? কবিতাতেই তো বলে দিয়েছি ভবিষ্যৎবাণী!:)

১৭৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

জেন রসি বলেছেন: দর্পণ বলেছেন: ১৭১. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯ ০
জেন রসি বলেছেন: হে মুগ্ধবালক ! –
কি করে বুঝাই তোকে এ যে মোহমায়া ?
বয়ঃসন্ধির ক্ষণকাল ছুয়ে এক ঐন্দ্রজালিক ঘোর!
জানি , কেটে যাবে মায়াজাল
ভুলে যাবে সবই একদিন বিস্মৃতির অতল কারাগারে
তবুও ব্যথিত সে কবি
আজ অনড় অচল, ভাষ্য অবিচল !

কবিতার মধ্যে মনো বিশ্লেষণ চমৎকার হইছে!!


রসিভাই এবং সে বালকের ভ্রম মায়াও এতদিনে গেছে গা। ;


কেন খালু? আপনার কি এখনো বয়ঃসন্ধি কাল চলতেছে নাকি?? ;) :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯

শায়মা বলেছেন: উনি হলেন বালক বৃ্দ্ধ!:)

১৭৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

দর্পণ বলেছেন: হা হা কিতা কন?

আপনে কি মনে করেন আপনার খালুর বাল্য বিবাহ হইসিলো?

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯

শায়মা বলেছেন: দর্পন তোমার বয়স কত ?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

শায়মা বলেছেন: :)

১৭৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭

জেন রসি বলেছেন: দর্পণ বলেছেন: হা হা কিতা কন?

আপনে কি মনে করেন আপনার খালুর বাল্য বিবাহ হইসিলো?

আমার মনে হয় খালু বিবাহ কইরা বালক হইয়া গেছেন!!! :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪০

শায়মা বলেছেন: কিভাবে যে তোমার তাকে বালক মনে হচ্ছে!!!!!!!!

আল্লাই জানে!!!!!

১৭৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬

রাফা বলেছেন: অং-বং বলে পাড় পাবেনা....আর ভাইয়া বলেও কাটানো যাবেনা।আমি যে তোমার এক হাজার একতম কনিষ্ঠজন কাউকে কিন্তু বলোনা-হা,হা,হা,হি,হি,হি.....

তোমার অনেক লেখা আমি হঠাৎ হঠাৎ পড়ি,কিন্তু কমেন্ট করা হয়না-আজকে আর কনিষ্ঠতম হওয়ার সুযোগ ছাড়লামনা।

অনেকককককককক সুন্দর হইছে কবিতা। :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০০

শায়মা বলেছেন: হা হা

ভাইয়া কেমন আছো??

এটা তো অনেক আগের কবিতা ভাইয়ু!!!

আর এই কবিতা নিয়ে দুই পাগলের সাথে আমার সে কি ঝগড়া!!


যে সে ঝগড়া না সিরিয়াস ঝগড়া!!! আর পরে জেনেছিলাম তিনি নাকি আমার ভাইয়া না আপু!!!!!!! ও মাই গড!!!


:( :( :(


যাই হোক ভালো থেকো অনেক অনেক !!!!!!!!

১৭৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৫

রাফা বলেছেন: হুমম..জানিতো সেই উত্তাল দিন গুলোতে পড়েছিলাম,কমেন্ট করা হয়নি।

আমি তোমার সব লেখাই পড়ি আপুনি-হয়তো কমেন্ট করিনা বলে বুঝতে পারোনা।

ধন্যবাদ,শুভ কামনার জন্য।তুমি কেমন আছো?

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

শায়মা বলেছেন: আমি ভাবছিলাম এখন আর পড়োনা , আগে পড়তে এখন বুঝি অনেক বিজি হয়ে গেছো।

একটা সময় তুমি দুঃখে বা একটু কষ্টে ছিলে ভাইয়া!!! নিশ্চয় সেই দুঃখ কেটেছে। সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। সবই একদিন না একদিন হারিয়ে যায় শুধু একটা খুব হাল্কা ক্ষত রেখে যায় !!!


আমি ভালো আছি। সুখে দুখে আনন্দ বেদনায় , আনন্দে আর মজায়!!!!:)

১৭৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

রাফা বলেছেন: হ্যা ব্যাস্ততা একটু বেশিই এখন।
না আমার সময়টা এখনও ভালো যাচ্ছেনা।
forget it,I'm not feeling comfortable to talk about personal problems.

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

শায়মা বলেছেন: এখনও ভালো যাচ্ছেনা??


ব্যাপার কি তোমাকে তো আমার এখন দুঃখবিলাসী মনে হচ্ছে আমার!!!


আসলে পারসোনাল বলো আর যাই বলো সুখ, দুঃখ সবই প্রতিটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ!!! কাজেই সময়টাকে খারাপ না ভেবে উড়িয়ে দাও ভাইয়া


মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শূচী হোক ধরা !!!!!!!


অনেক অনেক ভালো থাকো সব সময়!!!!!!!!:)

১৭৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: কিভাবে যে তোমার তাকে বালক মনে হচ্ছে!!!!!!!!

আল্লাই জানে!!!!!

এই কবিতার বালকের জন্য শুভকামনা রইলো!! দর্পণ খালুর খুব বালক হওয়ার ইচ্ছা!!!মনে হচ্ছে খালু বয়ঃসন্ধিকালের সেই সময়টা খুব মিস করতেছেন!!!!! :P

রসিভাই এবং সে বালকের ভ্রম মায়াও এতদিনে গেছে গা। ;)

আমি সেই কালেও মহাকাল নিয়াই চিন্তিত ছিলাম!!! এই কালেও আছি!!!!! ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

শায়মা বলেছেন: এই কবিতার বালকের জন্য শুভকামনা রইলো!! দর্পণ খালুর খুব বালক হওয়ার ইচ্ছা!!!মনে হচ্ছে খালু বয়ঃসন্ধিকালের সেই সময়টা খুব মিস করতেছেন!!!!! :P


ঠিক ঠিক বুইড়া হলে মানুষের নাকি এমনই হয়!!!!!!!:) :) :)

১৮০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

এস কাজী বলেছেন: সায়মাপু, আমি বালক। মাত্র ১৮+ হইছে। আর বাসায় কনিষ্ঠ। বুঝতে পেরেছ? B-)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

শায়মা বলেছেন: ওকে বাচ্চু তোমার জন্য আমার কন্যাকে দিয়া কবিতা লিখাইবো!:)

১৮১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

এস কাজী বলেছেন: অহ নো আমি অত ছোট বাচ্চু না :( আমি বড় বাচ্চু :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা আমার কন্যা অত ছোট সেটাই বা তোমাকে কে বললো আমাদেল বল বাচ্চু পিচ্চু!!!!!!!

১৮২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

এস কাজী বলেছেন: রিস্ক হইয়া গেল। কোনটা রাখি কোনটা ছাড়ি! :( তোমাকে তো আমার ২০ বছরের বৃদ্ধা মনে হয়। তাইলে তোমার কন্যা আর কত হবে ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

শায়মা বলেছেন: ঐ

X((

মানে তুমি এত গাধ্ধু জানতাম না ভাইয়াজান!!!!!!!! :)


এই কারণেই বলি ----- হুমমমমম ও তাই বলো !!!!!!!!!!!!!!


এখন থেকে আমাকে শ্বাশুড়ি বলে ডাকবা!!! বুঝছো!!!!!!!!!


তারপর চিন্তা করে দেখি তোমার হাতে কন্যাদান করা সম্ভব কিনা!!!!!!!

১৮৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

এস কাজী বলেছেন: হায় হায় ঠিক আছে শ্বাশুরী আম্মাজান। তবে তাই হোক B-)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

শায়মা বলেছেন: কদমবুচি করতে ভুলবানা রোজ সকাল এবং বিকাল ওকে!!!!!!!!!!!!!!!

১৮৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

এস কাজী বলেছেন: মাত্র দুবার? আমি তো ভাবলাম যখন দেখব তখনি কদমবুচি করব। যাক কষ্ট কমায়া দিলা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

শায়মা বলেছেন: হায় হায় !!!

একি ভুল করলাম!!!!!!!!!:( :( :((

১৮৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার কবিতাটি মন্ত্রমুগ্ধের মতো এক নিঃশ্বাসে পড়লাম-ভীষণ চমৎকৃত হলাম,আরও অনেকবার পড়বো...নীরোগদেহে দীর্ঘায়ু প্রত্যাশায়-অভিবাদন প্রিয়কবিকে ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া কবিতাটাই পড়ো । কমেন্ট গুলো পড়ো না তাহলে প্রিয় কবিকে আবার পাগলীও ভেবে বসতে পারো!!!!!!!:(



:P


যাইহোক অনেক অনেক থ্যাংকস খুঁজে খুঁজে পুরোন কবিতা পড়ার জন্য!:)

১৮৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

দর্পণ বলেছেন: কি হে শায়মা! তোমার আন্টি দেখতেছি আজকে মাস্ক খুইলা আংকেল রুপে চইলা আসছেন। =p~

১৮৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

আবু শাকিল বলেছেন: কবিতা পড়তে আসলাম ।

১৮৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!:)

১৮৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

শহিদুল ইসলাম বলেছেন: :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: কতদিন পর!!!

কোথায় আছো???
কেমন আছো???

আবার রেগুলার হয়ে যাও!!!!

আবার কবিতা লেখো!!!!!!!!

১৯০| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




দুর্দান্ত!

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৯

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া।

এই কবিতা নিয়ে কত কিছু!!!!!!!!!!

১৯১| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

এ.এস বাশার বলেছেন: আহাঃ কবিতা। আপুনি তোমার কবিতা পড়ে ফিদা .......

আরও আগে আমি কেন এলাম না..... ;)


দুঃখ যে অনেক পরে পড়তে হল!

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: হা হা

কমেন্টো পড়িয়া হাসছি ভাইয়ু!!! :P

১৯২| ০২ রা জুন, ২০১৯ সকাল ১০:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: জোশ !!

কনিষ্ঠ প্রেমিকাও কিন্তু মন্দ নয় ;)


তোমার বয়স আজও বাড়লো না। সেই ষোড়শীই রয়ে গেলে :P

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

শায়মা বলেছেন: আমি তেড়োশী :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.