নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

!!!কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল, চড় দে সপাট সব রাজাকারগুলোর গালে!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

১.
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, চড় দে সপাট
সব রাজাকারগুলোর গালে।

ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
উড়ুক নিশান, নে প্রতিশোধ, ডংকা বাজুক তালে তালে।

গাজনের বাজনা বাজা,
তোরাই মালিক, তোরাই রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা হাসবি হাসি, রাজাকার পরবে ফাঁসি,
সর্বনাশী এতদিনের পোষ্যপাপের শিক্ষা দে রে!

ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
দে কাঁপিয়ে অন্যায় বিচারের
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক ওদের তরে।

নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দে রে দেখি রাজাকারীর ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে কোমর,
ভাঙ্গুক আজ ওদের গুমোর, কর চুরমার
চিরকালের ভয়ের শেকল ফেল উপাড়ি।।



২.
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে হবেই এবারে,তরুণেরা হুঁশিয়ার।।
দুলিতেছে দেশ, দেখিবেই শেষ, ফুলিতেছে জনগণ,
ছিঁড়িয়াছে পাল তারা ধরিবেই হাল, আছে তার হিম্মত।
আছে তো জোয়ান, হয়ে আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত,
এ তুফান ভারী, দেবেই যে পাড়ি, নেবেই তো তরী পার।।

ঘনিয়েছে আজ সময় ওদের খুনে রাজাকার সাবধান-
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
উঠেছে ফেনিয়ে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের সাজা নিতে হবে সাথে, এ নরকের উপহার!!
অসহায় জাতি মরেছে কাঁদিয়া, করেছে জীবন দান-
তরুণেরা আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ।

নাস্তিক না আস্তিক ওরা- জিজ্ঞাসে কোন্ রাজাকার?
শত শত প্রাণ বলি দিলো যারা, কে করিবে তার বিচার?
কে দিয়েছে তাদের নির্বিচারের খুনের অধিকার?
তারাই কি তবে জগৎ বিধাতা, মান্যে কি তারা খোদার?

গিরি-সংকট, ওরে তরুণেরা, গরজায় গুরু বাজ-
পশ্চাৎ পথ কভু চলিবেনা সন্দেহ নাই আজ।
তরুণেরা মোটে ভুলিবে না পথ, ত্যজিবে না পথ মাঝ
ফাঁসির কাষ্ঠে চড়াতেই হবে-নিয়েছ যে মহাভার।।

কাঁপিছে গারদে মহা মহা ত্রাসে ওরা রাজাকার ভীরুপ্রাণ-
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে যম দিতে হবে আজ প্রাণ!
আজি পরীক্ষা জাতির স্ক্রন্ধে, তাই তরুণেরা হুঁশিয়ার,
ছাড়িবেনা কোনো মতেই এবারে পাইবেনা ওরা পার।।



৩.
ধর শীর
ঐ কুত্তা অধমদের
শীর নহে ও মৃত কেঁচো ঐ নোংরা রাজাকারীর!!

বল ব্লগের পাতা ও শাহবাগ ফাড়ি
ঢাকা, রাজশাহী রংপুর ছাড়ি
সিলেট, চাঁটগা, যশোর ভেদিয়া
নাটোর,খুলনা, পাবনা ছেদিয়া
চিৎকার করি ছুড়ে দাও আজ বিষ মাখা যত তীর!

ধর শীর
না না শীর নহে ও মৃত কেঁচো ঐ নোংরা রাজাকারীর!!

ওরা শ্বাপদ, ওরা নির্মম নৃশংস
ওরা একাত্তরের ঘাতক, ওরা দানব, করে দে ওদের ধ্বংস!

ওরা অভিশাপ, ওরা নরকের কীট এই পৃথ্বীর
ওরা দাঁতাল,ওরা ক্ষুরধার
হাতুড়ীর ঘায়ে ভেঙ্গে দে দন্ত, গুড়ো করে কর চুরমার।


৪.
তোমরা শক্তি তোমরা বল
তোমরা তরুণদল।
যাদের পায়ের তলায় মুর্সে রাজাকার
উর্ধ্বে যাদের দেশ মাটি জল।
তোমরা তরুণদল।।

যারা আঁধার রাতে বাধার পথে
শ্লোগানের গান গায়,
যারা শক্ত মাটি আঁকড়ে ধরে
মাতৃভূমি রক্ষায়!
যুগে-যুগে ছাড়েনি তারা
দেশ ও মাটি ধরার তল!
তোমরা তরুণদল।।

তোমরা আজি দেশ ও দশের
আশার ভবিষ্যৎ
রাজাকারের ফাসি দিয়ে দেখাও
ওদের দোযখের পথ!
এই তরুণ চোখে বিশ্ববাসীর
স্বপ্ন দেখা হোক সফল।
তোমরা তরুণদল।।


৫.
চল চল চল
চল চল চল
শাহবাগ তোদের ডাকছে চল
মাটির ধরণী টালমাটাল
দু হাজার তেরোর ব্লগারদল
চল রে চল রে চল!!!

পদাঘাতে আজ কর আঘাত
বুকের পাঁজর কড়কড়াৎ
ফাঁসীর দড়িতে ঝুলাবি আজ
দেশদ্রোহীর গল!
প্রতিবাদের আজ গাহিয়া গান
কাপিয়ে দে আজ মহা শ্বসান
মুছিয়ে দে আজ নতুন করে মায়ের চোখের জল।

শুনুক খুনীর প্রাণ শুনুক পাতিয়া কান
মৃত্যু তোরণ তাদের দুয়ারে গড়েছে তরুণদল।
রক্ষা নাহিরে আর, গর্জে বাংলা ছাড়
রক্ষা নাহিরে আর,জীবনের আশা ছাড়
ক্ষেপেছে জনতা অলি ও গলিতে, আকাশে জলস্থল!!!!



উৎসর্গ- ইখতামিন ভাইয়াকে। তার পোস্টে কমেন্ট করতে গিয়েই বিদ্রোহী কবির কবিতাগুলোর প্যারোডী করার এই আইডিয়াটা পাওয়া।
আর ছবি কৃতজ্ঞতা- জেমসবন্ড।

মন্তব্য ৪২৭ টি রেটিং +৭২/-০

মন্তব্য (৪২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
শক্তিশালী :) ||

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: শুনুক খুনীর প্রাণ শুনুক পাতিয়া কান
মৃত্যু তোরণ তাদের দুয়ারে গড়েছে তরুণদল।
রক্ষা নাহিরে আর, গর্জে বাংলা ছাড়
রক্ষা নাহিরে আর,জীবনের আশা ছাড়
ক্ষেপেছে জনতা অলি ও গলিতে, আকাশে জলস্থল!!!!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

সাইদুল ইসলাম ডুয়েট বলেছেন:

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শায়মা বলেছেন: ওকে ওকে কোনো অপপ্রচারেই বিভ্রান্ত হবোনা।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

লিঙ্কনহুসাইন বলেছেন: ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
উড়ুক নিশান, নে প্রতিশোধ, ডংকা বাজুক তালে তালে।

+++++++++++্
রাজাকারের ঠাই নাই আমার এই সোনার বাংলায় । ঝুলানো হবে সব কয়টাকে X(( X((

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

শায়মা বলেছেন: গাজনের বাজনা বাজা,
তোরাই মালিক, তোরাই রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা হাসবি হাসি, রাজাকার পরবে ফাঁসি,
সর্বনাশী এতদিনের পোষ্যপাপের শিক্ষা দে রে!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

তরুন সৈনিক বলেছেন: ধর শীর
ঐ কুত্তা অধমদের
শীর নহে ও মৃত কেঁচো ঐ নোংরা রাজাকারী

পুরাই চরম , ফাটাইস ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

শায়মা বলেছেন: বল ব্লগের পাতা ও শাহবাগ ফাড়ি
ঢাকা, রাজশাহী রংপুর ছাড়ি
সিলেট, চাঁটগা, যশোর ভেদিয়া
নাটোর,খুলনা, পাবনা ছেদিয়া
চিৎকার করি ছুড়ে দাও আজ বিষ মাখা যত তীর!

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

সৈয়দ নাসের বলেছেন: বাহ । অসাধারণ । অনেক ভালো লাগা সায়মা ।



রাজাকার মানে বন্য শুয়োর / রাজাকার মানে ইতর / লক্ষ ইতর বসবাস করে একেক জনের ভিতর ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

শায়মা বলেছেন: ওরা অভিশাপ, ওরা নরকের কীট এই পৃথ্বীর
ওরা দাঁতাল,ওরা ক্ষুরধার
হাতুড়ীর ঘায়ে ভেঙ্গে দে দন্ত, গুড়ো করে কর চুরমার।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

নাজির বলেছেন: +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

শায়মা বলেছেন: :)

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপুনি, সময়োপযোগী ও দারুন...........

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

নীল-দর্পণ বলেছেন: বাহ! আপু

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

শায়মা বলেছেন: :) নীলুমনি

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

শিপন মোল্লা বলেছেন: খুব চমৎকার সময়ের দাবি ছিল এই পোস্ট। ধন্যবাদ আপু ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: শুনুক খুনীর প্রাণ শুনুক পাতিয়া কান
মৃত্যু তোরণ তাদের দুয়ারে গড়েছে তরুণদল।
রক্ষা নাহিরে আর, গর্জে বাংলা ছাড়
রক্ষা নাহিরে আর,জীবনের আশা ছাড়
ক্ষেপেছে জনতা অলি ও গলিতে, আকাশে জলস্থল!!!!

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

নেকড়ে বলেছেন: অসাধারণ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

িনহাজ রিমন বলেছেন: দারুন!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

আমি রিয়াদ বলেছেন: অসাধার। ++++++++++++++++++++++++++++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শান্তা273 বলেছেন: অসাধারন!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

শায়মা বলেছেন: :)

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

মাহবু১৫৪ বলেছেন: +++++++++

ভাল লাগলো আপু

কেমন আছেন? বহুদিন পর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।


তোমাকেও অনেক দিন পর দেখছি।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

তুমি আমার সারাবেলা বলেছেন: বাহ বাহ কত প্রতিভারে?এইবার দেখি parody ও লিখে ফেলছো ;) B-)) :P

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

শায়মা বলেছেন: :)

ইখতামিনভাইয়ার পোস্টে কমেন্ট লিখতে গিয়ে এই প্রতিভা সৃ্ষ্টি হলো।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
যুদ্ধ দেখিনি তবু শুনেছি মুখে
বিপ্লব শিখিনি তবু যে রক্ত জলে


লাল বিপ্লব হবে, জনতার বিচার হবে
মিথ্যে জিহাদি হবে কালেরি কালিমা;
অবাক পৃথিবী রবে তাকিয়ে তোদেরি দিকে
ঘৃণায় ফেরাবে মুখ বলবে, 'রাজাকার'
||

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

শায়মা বলেছেন: খুব ভালো হয়েছে ভাইয়া!!!!

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে
এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,
উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই।

ইখতামিনকে উতসর্গ করায় ধন্যবাদ :!> :#>

ভাল লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

শায়মা বলেছেন: হা হা তোমার কমেন্ট পড়ে হাসছি স্বর্নামনি!!!!

মানে প্রথমটুকু না শেষটুকু পড়ে। :P


লাভ ইউ সো মাচ আপুনিমনি!:)

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ।
প্যারোডীতে +++++




সকল পাকিস্তানি রাজাকার এর ফাঁসি চাই । সে যেই দলের হোক না কেন।পাকিস্তানি রাজাকার মুক্ত বাংলা চাই।



জয় বাংলা।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: কাঁপিছে গারদে মহা মহা ত্রাসে ওরা রাজাকার ভীরুপ্রাণ-
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে যম দিতে হবে আজ প্রাণ!
আজি পরীক্ষা জাতির স্ক্রন্ধে, তাই তরুণেরা হুঁশিয়ার,
ছাড়িবেনা কোনো মতেই এবারে পাইবেনা ওরা পার।।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

এখনও গল্প লিখি বলেছেন: ওই রাজাকারের বাচ্চা সাইদুল ইসলাম ছাগু

কচি পোলাপানের মগজ ধোলাইয়ের সময় খুব তো বলিস...... ঈমানটারে শক্ত করো!! .তাইলেই ডাইরেক্ট বেহেশ্ত।সেইখানে ১৮+ সব হুরপরী..(স্যাম্পল হিসেবে দক্ষিণী নায়িকাদের স্থুল ছবি দিয়ে ফেসবুক গান্ধা করে ফেলিস) ইত্যাদি ইত্যাদি। তারপর সিনা টানটান করে নবী আর সাহাবাগণের রেফারেন্স টেনে জিহাদের ডাক দিয়ে বলিস- ইসলা্‌মের জন্য তাঁদের মত প্রয়োজনে জীবন দিতে হবে.-
আর সামান্য টিয়ার সেল(তোর মত ছাগু মতে) সহ্য না করতে পেরে মসজিদে আগুন ধরায়ে দিলি!!
মাথায় পিস্তল ধরলে তো তাইলে আল কুরআন ও পোড়াতে পারবি!
,এমনকি বুকে ছুরি ধরলে নিজের মাকেও বেচে দিতে পারিস!!
কি বালের তোর ঈমান এর জোর আর কি বালের তুই ইসলামের রক্ষক!!
আমরা কিন্তু শত আঘাতেও আমাদের মায়ের অসম্মান সহ্য করি না। এমনকি তার আঁচল(পতাকা) ধরে কেউ টান দিলেও বরদাস্ত করি না
৭১ প্রমাণ!!
দেশপ্রেম যে ঈমানের অঙ্গ কেবল পড়েই গেলি.. মগজে নিতে পারিল না।
পারবি কেমনে? তুই যে ছাগু। মগজ তো খোয়ার মালিকের(বিপথগামী, ভন্ড, মুনাফিক নেতা )কাছে জমা রেখে ল্যাদাইতে বের হস!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

শায়মা বলেছেন: কাঁপিছে গারদে মহা মহা ত্রাসে ওরা রাজাকার ভীরুপ্রাণ-
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে যম দিতে হবে আজ প্রাণ!
আজি পরীক্ষা জাতির স্ক্রন্ধে, তাই তরুণেরা হুঁশিয়ার,
ছাড়িবেনা কোনো মতেই এবারে পাইবেনা ওরা পার।।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

মাক্স বলেছেন: কিছুই বলার ভাষা নাই!
আসাধারণ হয়েছে আপু!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

লিন্‌কিন পার্ক বলেছেন:
দুর্দান্ত B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

স্বপনবাজ বলেছেন:
ওরা শ্বাপদ, ওরা নির্মম নৃশংস
ওরা একাত্তরের ঘাতক, ওরা দানব, করে দে ওদের ধ্বংস!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: ওরা অভিশাপ, ওরা নরকের কীট এই পৃথ্বীর
ওরা দাঁতাল,ওরা ক্ষুরধার
হাতুড়ীর ঘায়ে ভেঙ্গে দে দন্ত, গুড়ো করে কর চুরমার।

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

তুমি আমার সারাবেলা বলেছেন: সাইদুল ইসলাম ডুয়েট @একটা ছাগু ।খেয়াল কইরা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

শায়মা বলেছেন: ওকে

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার !
১০ এ ১০ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!:)

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

পীরসাহেব বলেছেন: :((

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: পীরভাইয়া!!!!!!!!!!!!!!



এতদিন পর আসলে!!!


তাও আবার কান্না করো কেনো?

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

শাহ্‌রিয়ার খান বলেছেন: আজ রম্যরাও হয়ে উঠুক প্রতিবাদি


জয় বাংলা
জয় মানবতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

শায়মা বলেছেন: মানে কি???


কি বললা শাহরিয়ার???


কোন রম্য প্রতিবাদী হলো!!!!!!!!!!!!!!!!

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন আপু!!!!!!! :) চমৎকার :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

শায়মা বলেছেন: :)

ঘনিয়েছে আজ সময় ওদের খুনে রাজাকার সাবধান-
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
উঠেছে ফেনিয়ে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের সাজা নিতে হবে সাথে, এ নরকের উপহার!!

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

শাহ্‌রিয়ার খান বলেছেন: তুমি টিউব লাইট হইলা কবে,?

বেশি বুঝতে হবেনা।:)


সময় উপযোগী প্যারডি,ভালা হইসে।


খোকা ভাইর খরব কি?


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

শায়মা বলেছেন: খোকাভাই, বোকাভাই, সিলেটি ভাই সব জাহান্নাম গেছে।


এখন টিউবলাইট নিয়ে আছি।:)



:P

২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

জাকারিয়া মুবিন বলেছেন: প‍্যারোডিক প্রতিবাদে প্লাস। পি.পি.পি. :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

শাহ্‌রিয়ার খান বলেছেন: সিলেটি ভাই!!!!!!!!? তার মানে ভাইজান সিলোডি পোলা,?:)




২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

শায়মা বলেছেন: হা হা সিলেটিভাইজানকে ভুলে গেলা এত তাড়াতাড়ি?

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

শাহ্‌রিয়ার খান বলেছেন: ভুলিনাইরে আমি ভুলিনাই,খোকা ভাইরে ভুলি কেম্নে?তয় বাছাধন যে সিলোডি পোলা আসিল হেইয়া মুই কইতারুমনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

শায়মা বলেছেন: ধ্যাৎ তুমি আমার প্রাইভেট সেক্রেটারী হয়েও কিচ্ছু জানোনা!x(



:P

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর হইছে।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

সালাউদ্দিন আহমেদ বলেছেন: আপু আগে হাসতে দেন। তারপর মন্তব্য করব। আগেই বলে রাখি অসাধারন লিখছেন,

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

শায়মা বলেছেন: :P

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

জেমস বন্ড বলেছেন: :D. অনেক জালাময়ী পেরোডি যা থেকে যুদ্ধ করার শক্তি উঠে আসে .দধন্যবাদ আপুনি .

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করে ছবি খুঁজে দেবার জন্য!:)

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: খাইছে!!!! ছাগুরা কাইলকাই প্রোপাগান্ডা ছড়াইবো শায়মা আপুর এ কবিতা পইড়া কাজী নজরুলের বেহেশতে যাওন আটকাইয়া গেছে।

অতপরঃ খুঁজে পাওয়া গেল আরো একজন নাস্তিক ব্লগার। =p~ =p~ ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!

নাউজুবিল্লাহ! নাউজুবিল্লাহ!:(

৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: খুব ভাল লাগল। রাজাকারদের মেরুদন্ড ভেঙ্গে দিতে হবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

শায়মা বলেছেন: :)

একদম ঠিক ঠিক!

৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

স্বদেশ হাসনাইন বলেছেন:
প্রতিবাদ হোক
প্রতিরোধ হোক
ঘৃণা হোক
উপহাস হোক
যুদ্ধাপরাধী রাজাকারদের বিরুদ্ধে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া!

৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

রাফা বলেছেন: তাইলে আমার টাইটেল ঠিক যায়গা মতই হোয়েছে।

মহিলা কাজি নজরুল ইসলাম(শায়মা-আপু)। =p~ =p~

দাবী কিন্তু একটাই।

দড়ি লাগলে দড়ি নে,

রাজাকারদের ফাসি দে।

জয় বাংলা।

এই প্যারোডি-গুলো শাহাবাগে পড়তে পারলে মানুষকে উজ্জিবীত করা যেতো।চেস্টা করে দেখেন শায়মা আপু।

ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

শায়মা বলেছেন: ওকে ওকে পড়বার ব্যবস্থা করছি!


আর তুমিও পড়তে বা গাইতে পারো ভাইয়া!:)

৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: রাজাকারের ফাসি এবার কে ঠেকাবে !

+++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: কেউ পারবেনা!

৪০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

তাসজিদ বলেছেন: কোন ভয় নেই। সত্যের জয় হবেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: নাই নাই ভয় হবে হবে জয়
নাই নাই আর কোনো ভয়!!!

৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

হাঁড় = ঘাঁড় বলেছেন: একটা বিষয় কিন্তু স্পষ্ট।
রাজাকার রাজাকারই রয়ে গেছে।

রাজাকারের কথা গত বিশদিনে খালি বদলে গেছে।
আমাদের কথা বদলায়নি।

রাজাকার শুধু রাজাকারই রয়ে গেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: ঘনিয়েছে আজ সময় ওদের খুনে রাজাকার সাবধান-
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
উঠেছে ফেনিয়ে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের সাজা নিতে হবে সাথে, এ নরকের উপহার!!

৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

একজন আরমান বলেছেন:
হা হা।
আপু কাব্য পড়ে হাসতে হাসতে শেষ।

কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, চড় দে সপাট
সব রাজাকারগুলোর গালে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

শায়মা বলেছেন: :P


আমিও হাসছি ভাইয়া!

৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

এসএমফারুক৮৮ বলেছেন:
যেখানেই রাজাকার সেখানেই প্রতিরোধ,
যে যার অবস্থান থেকেই তা করতে হবে।
বিভস্য এ সকল রাজাকাদের ফাঁসি না হওয়া পর্যন্ত
আমাদের এ সংগ্রাম চলবেই চলবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: আজি পরীক্ষা জাতির স্ক্রন্ধে, তাই তরুণেরা হুঁশিয়ার,
ছাড়িবেনা কোনো মতেই এবারে পাইবেনা ওরা পার।।

৪৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপু অসাধারন!!!! ++++++++ কয়েকবার পড়লাম!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!

৪৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

রবিন.হুড বলেছেন: সুন্দর লিখেছেন।নজরুলের কবিতার প্যারোডি হলেও বলব যে নজরুলের অলিখিত অপ্রকাশিত কবিতা। নজরুল জীবিত থাকলে শাহবাগ আন্দোলন নিয়ে তরুনদের স্বাগত জানিয়ে এরকম জ্বালাময়ী কবিতা লিখতেন। আবারও আপনাকে ধন্যবাদ নজরুলের পক্ষ থেকে সকলকে জাগিয়ে তোলার জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ রবিনভাইয়া!


তুমি কাল আমার ঐ লেখাটা পোস্ট না করলে হয়তো মাথায় আসতোই না এতগুলো লেখার কথাটা।

৪৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

স্পাইসিস্পাই001 বলেছেন: অসাধারন আপু......।

জাগরণীমূলক পোষ্টে প্লাস+++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

৪৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

মেহেরুন বলেছেন: ++++++++ কেমন আছো আপুনি????

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: ভালো আছি আপুনি!


থ্যাংক ইউ অনেক অনেক!

৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

অনীনদিতা বলেছেন: জয় বাংলা বাংলার জয়
হবে হবে নিশ্চয়
একদিন আমাদের জয়:)
+++++++++++++

মাশাল্লাহ্:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: নাই নাই ভয়

হবে হবে জয়!!!!!!!!!!

৪৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

মঈনউদ্দিন বলেছেন:
শুনুক খুনীর প্রাণ শুনুক পাতিয়া কান
মৃত্যু তোরণ তাদের দুয়ারে গড়েছে তরুণদল।
রক্ষা নাহিরে আর, গর্জে বাংলা ছাড়
রক্ষা নাহিরে আর,জীবনের আশা ছাড়
ক্ষেপেছে জনতা অলি ও গলিতে, আকাশে জলস্থল!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: রক্ষা নাহিরে আর, গর্জে বাংলা ছাড়
রক্ষা নাহিরে আর,জীবনের আশা ছাড়
ক্ষেপেছে জনতা অলি ও গলিতে, আকাশে জলস্থল!!!!




+ এর জন্য থ্যাংকস ভাইয়া!!!!!:)

৫০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

সায়েম মুন বলেছেন: একদম বিদ্রোহীনি শায়মা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

শায়মা বলেছেন: :)

:)

:)


:P

৫১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

ইনকগনিটো বলেছেন: ভালো হইছে প্যারোডি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

৫২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর হইছে প্যারোডী গুলো !

নতুন বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ুক চারপাশে, পুড়িয়ে দেক অসত্যের বালিয়াড়ি ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: সে আগুন ছড়িয়ে পড়ুক সবখানে সবখানে সবখানে!!!!!!!!!

৫৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

রাফা বলেছেন: আমি যদি দেশে থাকতাম তাহোলে অবশ্যই শাহাবাগ চত্বরে ছড়িয়ে দিতাম এই কবিতাগুলো।
আমার দুর্ভাগ্য দেশের ক্রান্তিলগ্নে দেশ থেকে হাজার হাজার মাইল দুরে।

তবে সর্বশক্তি দিয়ে প্রবাসে লড়ে যাচ্ছি হায়েনাদের বিরুদ্ধে।

জয় বাংলা।

অ.ট.এখানে পড়তে পারি আগামি যে কোন আয়োজনে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

শায়মা বলেছেন: পড়ো পড়ো ভাইয়া।


তোমাকে দিয়ে দিলাম।


মানে সবাইকেই।

যার ইচ্ছা পড়তে পারে।:)

৫৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

ফয়েজুলইসলাম বলেছেন: অসাধারণ হয়েছে আপু ...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৫৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

ইখতামিন বলেছেন:
২৫তম ভালো লাগা.
আমাকেই উৎসর্গ করলেন? :#> :!>
নাস্তিক ট্যাগ পেতে পারেন। :(

গতরাতের পোস্ট।
অথচ আজ দেখলাম। দুর্ভাগ্য...

কাজী নজরুল ইসলামের আত্মা. :P
চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে।



কোনও ছাড় নয়, রাজাকার যত, উহাদের ফাঁসি চাই.
আসিয়াছি মোরা, কোথা যাস তোরা, তোদের নিস্তার নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

শায়মা বলেছেন: সেইতো গড় রাত থেকে কই ছিলে তুমি ভাইয়া???



যাইহোক আত্মা যখন চেপেইছে আর রক্ষা নাই।:)

৫৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ইখতামিন বলেছেন:
বাংলাদেশে ছিলাম. :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

শায়মা বলেছেন: বাংলাদেশে থেকেই এত সময় লাগলো!!!!


নাহ তুমি আলসে হয়ে যাচ্ছো ভাইয়া।

৫৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

ইউসুফ খান বলেছেন: ওয়াও :)
ব্লগে এখন কম আসা হয় বলে চমৎকার এই পোষ্টটা মিস হয়ে গেছে।
এক্সিলেন্ট ক্রিয়েটিভিটি +++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

শায়মা বলেছেন: :P


থ্যাংক ইউ!!!:)

৫৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

শিপু ভাই বলেছেন:
গাজনের বাজনা বাজা,
তোরাই মালিক, তোরাই রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা হাসবি হাসি, রাজাকার পরবে ফাঁসি,
সর্বনাশী এতদিনের পোষ্যপাপের শিক্ষা দে রে!

+++++++++++++++++

চখাম!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!


থ্যাংক ইউ !!!


থ্যাংক ইউ !!!

৫৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ফারজুল আরেফিন বলেছেন: খুব ভালো লাগলো......++++

তুমি বিদ্রোহী রণক্লান্ত, তুমি হয়োনা আর শান্ত!! :P B-)

ধন্যবাদ আপু। :)


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

শায়মা বলেছেন: না না কিছুতেই আর শান্ত হবোনা ভাইয়া।


অনেক অনেক ধন্যবাদ তোমাকে পড়তে আসার জন্য।

৬০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাহ কি চমৎকার ... :) :) :) :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: :)


মন্ত্রীভাইয়া!!!


থ্যাংকস!!:)

৬১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

একাকী আমি বলেছেন: +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!

৬২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

হোদল রাজা বলেছেন: সুপারভ প্যারোডি হইছে !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!


অনেক অনেকদিন পর !!!:)

৬৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

সারেমল বলেছেন: হোদল রাজা বলেছেন: সুপারভ প্যারোডি হইছে !


ট্রিপল সুপারভ হইছে!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!:)

৬৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

ইখতামিন বলেছেন: ৫১তম ভালো লাগা.
+++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

শায়মা বলেছেন: ঐ কানাভাইয়া!!!


৪১ কে ৫১ পড়ো!!!!!!!!!!!!!!!!


আজকে রাতেই চক্ষু বিশেষজ্ঞ দেখাও!!!!!!!!!!!!!!!!!!

৬৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

অরুদ্ধ সকাল বলেছেন:
দুর্দান্ত পারোডি কাব্য হইয়াছে।

শুভেচ্ছা রহিল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ !!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

৬৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

শের শায়রী বলেছেন: আপনার এই প্যারোডীগুলো একন এখন ও শাহবাগে যায়নি। আমি শিওর আন্দোলন বেগবান করতে এগুলো কাজে দিত।
ভাললাগা জানিয়ে গেলাম

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

শায়মা বলেছেন: যাবে ভাইয়া!!!


আগামী বৃহস্পতিবার!


তার আগে কারো দরকার পড়লে নিয়ে নিতে পারে নিসংকোচে!

৬৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: সায়মা সময়ের জবাব
বিদ্রোহের আওয়াজ
আরও উচ্ছাসে ধরবে নব সাজ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

শায়মা বলেছেন: অসহায় জাতি মরেছে কাঁদিয়া, করেছে জীবন দান-
তরুণেরা আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ।

৬৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

রাতুল_শাহ বলেছেন: বলার জন্য মুখ খুলেছি,
নীরবতা ভেঙে আওয়াজ তুলেছি

দুনিয়া দেখবে আজ সাহস
....................

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

শায়মা বলেছেন: আজি পরীক্ষা জাতির স্ক্রন্ধে, তাই তরুণেরা হুঁশিয়ার,
ছাড়িবেনা কোনো মতেই এবারে পাইবেনা ওরা পার।।

৬৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

ভুল উচ্ছাস বলেছেন: দুর্দান্ত লিখেছেন তো আপু। রক্স। :) :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

শায়মা বলেছেন: :P


থ্যাংক ইউ ভাইয়া!

৭০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

কান্টি টুটুল বলেছেন:

বল ব্লগের পাতা ও শাহবাগ ফাড়ি
ঢাকা, রাজশাহী রংপুর ছাড়ি.....

দারুণ লিখেছেন,এখন থেকে আপনি হলেন সামু ব্লগের লাকি আক্তার :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!!!!!!!!!!!!!


আমি জীবনেও পারবোনা তার মত!!!!!!!!!!!!


কিন্তু আমি তার মহা ফ্যান!:)

৭১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: প্যারোডি দিয়ে যদি দারুণ কিছু হয়, তবে চলুক না ! B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

শায়মা বলেছেন: ভাইয়া একটা ভুতের গান বানাতে হবে।:)

৭২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

মোঃ জুম্মা বলেছেন: শুভ কামনা রইল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!

৭৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

অথৈ সাগর বলেছেন:
প্যারোডি সুপার ডুপার হয়েছে । তবে তুমি শেষ পর্যন্ত প্যারোডিকেও ছারলা না। আফসুস -------------------- ;) ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

শায়মা বলেছেন: :P


না আমি তো কিছুই ছেড়ে দেইনা ভাইয়া!:)

৭৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
ভূতরা শুধু ভয় দেখায়
কে বলেছে ভাই?
এই শোননা নিজেই নিজের
খবর বলে যাই।

ব্লগারদের সাথে রাত্রী জাগে
আমার সাথেও শাহবাগে
সদলবলে সবাই আসে
আসে বুড়ো ভূত
তাই না দেখে কণ্ঠ মেলায়
অলসটাও নিখুঁত
এতো উচ্ছ্বাস দেখেও যারা ঘাড় বেঁকিয়ে রয়
তাদের দেখে গলা মটকাতে খুব ইচ্ছে হয় ! B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: ঘাড় মটকে দাও .........


গলা টিপে দাও ভূতভাইয়া।:)

৭৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

পীরসাহেব বলেছেন: ডাবল কান্দোনের ইমু :((

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

শায়মা বলেছেন: কেনো!!!!!!!!!!!!!!!!!


পীরসাহেবভাইয়া এত কান্নাকাঁটি কেনো?



গানবাজনা ছেড়ে হঠাৎ কান্না শুরু করলো কেনো???


৭৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

সফদার ডাকটার বলেছেন: Click This Link

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: ওকে সফদার ডাকটারভাইয়া পড়তে যাই তোমার লিন্ক!

৭৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

আমি+তুমি=আমরা বলেছেন: চরম

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!

৭৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

লেখোয়াড় বলেছেন:
শায়মা.............
অধমের ধন্যবাদ নিবেন।
আপনাদের পান্ডিত্য অসাধারণ।

একটা অনুরোধ পরবর্তী প্রজন্মকে রাজাকার- জামাত বিষয়ে সচেতন করে যাবেন।
কারণ বাংলাদেশ থেকে হয়তো আমরা সব রাজাকারদের শেষ করে যেতে পারবো না,
তাদেরকে এই দায়িত্ব দিয়ে যেতে হবে। এই যুদ্ধ চলতে থাকবে।

বেঁচে থাকেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!

৭৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

নেক্সাস বলেছেন: বেশ সুন্দর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!:)

৮০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

জাওয়াদ তাহমিদ বলেছেন: অছাম ! অছাম !! অছাম !!!

কিচ্ছু বলার নাই। এই রকম প্যারোডি লাইফে প্রথম পড়লাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

শায়মা বলেছেন: :P


থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!


কালরাতে শাহবাগে গাওয়া হবে!:)

৮১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

ভুং ভাং বলেছেন: খেলুম না :-B কবিটা পড়তে চাইলাম খালি গান গান লাগে কেন ।১ম টার জন্য । বাকীগুলোও জটিল।
B-)) B-))
লাথি মার ভাঙ্গরে কোমর,
ভাঙ্গুক আজ ওদের গুমোর, কর চুরমার
চিরকালের ভয়ের শেকল ফেল উপাড়ি।। B-)) B-)) B-))

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

শায়মা বলেছেন: আরে ভাইয়া এই গুলা গানই তো!!!



গানগুলো গাওয়ার জন্যই তৈরী হয়েছে তো!:)

৮২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

*কুনোব্যাঙ* বলেছেন: ৪৮ তম ++++++++++++++ :) :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

শায়মা বলেছেন: :)


থ্যাংক ইউ ব্যাঙভাইয়া!:)

৮৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

জুন বলেছেন: বিদ্রোহী শায়মা কে অর্ধ শতক পুর্ন করে দিলাম :)
খুবই সুন্দর ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!:)

৮৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

জাওয়াদ তাহমিদ বলেছেন: শায়মাপু, কালকে তুমি শাহবাগে এই গান গুলা নিজে গেও।

;) ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

শায়মা বলেছেন: ওকে ভাইয়া!

তবে গণসংগীত হবে শুনেছি!:(

৮৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

অপু তানভীর বলেছেন: :(( :(( :(( :((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

শায়মা বলেছেন: কান্না করো কেনো!!!!


কি হয়েছে?

৮৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

সুপান্থ সুরাহী বলেছেন:
জটিলস...

নজরুলের অভাব একটু ময়ের জন্য হলেও অনুভুত হয়নি...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

শায়মা বলেছেন: :P

পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!

৮৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

ইখতামিন বলেছেন:

৫১ তম ভালো লাগা.
নতুন চশমা নিয়েছি. :P :P :P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

শায়মা বলেছেন: এতদিন আগে দেখতা এখন দেখছি চমশা নিয়ে পরে দেখা শুরু করলা ভাইয়া!:P

৮৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

ইখতামিন বলেছেন:
হাহাহা.

কি করবো বলেন?
মডুরা কি করেছে, জানিনা.
আমার লেখায় যত লিংক ছিল
সব ভেঙ্গে চুরে একাকার হয়ে গেছে :( :((

আমি খোঁজ নিয়ে দেখেছি,
আরজুপনি আপু, বর্ণালী পাল সহ আরও অনেকেরই এই সমস্যাটা হয়েছে।

কিন্তু মডুদের বা ডেভলপারদের কোনও খবর নেই।
এতো কষ্ট করে সাজানো লেখাগুলো সব নষ্ট হয়ে গেল! :((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

শায়মা বলেছেন: মানে?

লিংক ভেংগেচুরে এক হওয়া কি?


সামুর জনমে এমন কথা শুনিনি তো!

তোমার লেখায় কোথায় কোন লিংক ছিলো? কি ভেংগেছে?

খুলে বলোতো?

সেই সংকলন পোস্ট নাকি?

৮৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

ইখতামিন বলেছেন:
সবগুলো পোস্টে একই ঘটনা,
আরজুপনি আপুর সবগুলো সংকলন পোস্টেও তাই.
অর্থাৎ যেখানেই লিংক দেয়া ছিল, সেখানেই ভেঙ্গে ড্রাফটের লেখার মতো হয়ে গেছে।

আরজুপনি আপুর ♣আশা জাগানিয়া-সেপ্টেম্বর সংকলন ২০১২♣ পোস্টটা দেখুন. নিচের চিত্রের মতো।


আমার বর্তমান পোস্টটা দেখুন. ভেঙ্গে যাওয়ার আগ মূহুর্তে গত কাল রাতেও নিচের চিত্রের মতো ছিল...



২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

শায়মা বলেছেন: হায় হায় !

এ দেখছি ভাংগাচুরা ভুত!


কই থেকে আসলো!

৯০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

ইখতামিন বলেছেন:
আপু! ঠিক হয়ে গেছে...
মডুদের অনেক অনেক ধন্যবাদ দিলাম


অঃটঃ
আপনি কি মডু নাকি? : :#> !>

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন: ঠিক হয়ে গেছে!!!


গুড গুড!


অনেক খুশী হলাম!

তাইতো তাইতো!

নিজেকে মডু মডু লাগছে লাগছে !:)


তাও আবার লাগ ভেলকি ইন্জীনিয়ার মডু!:)


৯১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: যাই আরজুআপুরটা ঠিক হয়েছে কিনা দেখে আসি!:)


হাজারহোক আমার পদার্পনে যদি ভাংগাচুরা জোড়া লেগে যায়!:)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

শায়মা বলেছেন: :):):)

দেখে এলাম !:)

সব ঠিকঠাক!:):)

৯২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

ইখতামিন বলেছেন:
আরজু আপুরটাও ঠিক হয়ে গেছে.
বাহ! আপনিতো অনেক ক্ষমতাবান? B-) :) :P

৫০০১/১৩৩

৬৪ তম ভালো লাগা.+++++অসম্ভব ভালো লেগেছে.

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: বাহ বাহ!

নিজেকে বাহবা দিলাম ভাইয়ামনি!:P




প্রবাদের গুনাবলী- ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে!:)

৯৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ShusthoChinta বলেছেন: ওরে বাপরে পরি আপু যে মানুষ আপু হয়ে গেছে,এতো আক্রোশ তো পরিদের থাকার কথা না! দারুন সব জ্বালাময়ী প্যারোডি! আসলেই দারুন হৈছে!!!
তা আপু আছো কেমন? সক্রিয়ভাবে রাজপথে নেমেছো নাকি?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আজকে রাতে রাজপথে আমাদের গান গাইবার কথা!!


জানোতো পরীরা আবার কবিতা, গান টান ছাড়া তেমন কিছুই পারেনাতো!

৯৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

পটল বলেছেন:
রাজাকারমুক্ত দেশ চাই।
এদেশে কুলাঙ্গারদের ঠাঁই নাই।


জয় বাংলা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন: ঠিক তাই ঠিক তাই!!


পটলভাইয়া কেমন আছো?

৯৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

ShusthoChinta বলেছেন: কোথায় গাইবা,শাহবাগে না অন্য কোথাও?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: অন্য কোথাও না ভাইয়া।

শাহবাগেই!!!


১১টার পর........


৯৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:০২

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: মনে পড়ে শাহবাগে ৫ তারিখে প্রথম যখন জমায়েত হলাম তখন দেখলাম খুব বেশী হলে ৫০ জন। একজন বললো গোল হয়ে বসতে। হঠাৎ কিছুক্ষন পর ব্যানার নিয়ে ছোট একটা গ্রুপ আসলো। তারা এই গানটা গাচ্ছিলো। আমিও সুর মেলালাম। রাত ১১ টায় যখন ক্ষুধার্ত পেটে বার্গার খেতে আজিজের ওখানে গেলাম তখন ওটা ছোটোখাটো একটা জমায়েত। তারপরের দিন অফিসে গিয়ে গোসল করি। কিন্তু বিকেলে এসে আর চত্বরের কাছে যেতে পারিনি। ফুটপাতে বসে নিজের গায়ে লিখেছিলাম

ফাঁসি চাই
নইলে মুক্তি
বাকিটা আমরা দেখবো।


এই গান এখনো বুকে বাজে

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

শায়মা বলেছেন: কারার ঐ লৌহ কপাট?

নাকি

চল চল চল?

কোনটা ভাইয়া?


যেটাই হোক! তোমার নিজ চোখে দেখা ঘটনাগুলো জেনে ভালো লাগলো! আমিও দেখেছিলাম এখান থেকেই যাত্রা হলো শুরু! আর মধ্যরাত গড়াতেই হাজার মানুষ!পরদিন গভীররাতে নিজেই গেলাম সেখানে! মনে হলো সেখানে রাতের কোনো চিহ্নই নেই! বিনিদ্র রজনী আর অনিদ্র জনতা!

৯৭| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: জীবন থেকে নেয়া ছবিতে কারার ঐ লৌহ কপাট শুনেছিলাম। তখন থেকেই এই গানটা যেখানেই শুনি, রক্ত গরম হবেই। এই গানে যেনো নজরুল আগুনের মন্ত্র পড়ে লিখেছিলেন

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪

শায়মা বলেছেন: ভাইয়া আরও আছে...

এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল
এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল...


আরেকটা আছে

মোরা ঝন্ঝার মত উদ্দাম, মোর. ঝর্ণার মত চন্চল


এসব গানে কবি নজরুলের তুলনা একমাত্র তিনি নিজেই!

৯৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

তুমি আমার সারাবেলা বলেছেন: গুড মর্নিং বেবি :((

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: আমার এখানে তো রাত দুপুর!:)

৯৯| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

তুমি আমার সারাবেলা বলেছেন: আমি জ্বালবোনা মোর বাতায়নে প্রদীপ আনি!
আমি শুনবো বসে আঁধার ভরা গভীর বাণী!




X( X( X( X( X( X( X( X(

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: এটা একটা রবীন্দ্রসঙ্গীত!


আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত! আমার লেখা নহে!:(

১০০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০০

গোলাপ বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর হয়েছে আপু :)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৩

শায়মা বলেছেন: কিন্তু তুমি আপু না ভাইয়া???

তবে তোমার প্রোপিক আমাকে ভয় পাইয়ে দিচ্ছে।:(



বাট ক্রিয়েটিভ!!!!:)

১০১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২৯

গোলাপ বলেছেন: আমি আপু :)

ভয়ের কিছু নেই। এটা হচ্ছে একদম লেটেস্ট চোখ ;) :P

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪০

শায়মা বলেছেন: হা হা আপুনি যাই বলো মজা পেয়েছি তোমার চোখ দেখে।:)

১০২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

ইখতামিন বলেছেন:




Click on the Picture below... :P

১০৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০২

শায়মা বলেছেন: এটা কি ভুত বাবাজির ছবি নাকি তোমার ছবি?



কিছুই তো দেখা যায়না!

১০৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০২

রাসেল ভাই বলেছেন: নজরুলের বিদ্রোহি গান গুলো শুনলে টগবগিয়ে উঠে তারুণ্য । মনে হয় এখন আমার দ্বার সবকিছু সম্ভব ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০৭

শায়মা বলেছেন: আসলেই ভাইয়া!!!


উনার মত জাগরণী গান আর কে কবে লিখতে পেরেছে বা পারবে!

১০৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৩

ইখতামিন বলেছেন:
হাহাহ
জীনের ছবি.
ধরিয়া আনিয়াছি. :) B-)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৬

শায়মা বলেছেন: ফুহ ফুহ ফুহ!!!



লা হাওলা কুয়াতা ইল্লাবিল্লাহেল আলিউল আযীম!!!


আমার কাছে সুরা, পানিপড়া ফু ফা সব রেডী আছে বৎস।:)

১০৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৭

তুমি আমার সারাবেলা বলেছেন: আগের টা চেন্জ করলা কেনো? X(( X(( X(( X(( X((



:( :( :( :( :(

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৩

শায়মা বলেছেন: আরে চেন্জ করা যাবেনা নাকি!!!!!!!!!


এটা কোন দেশী কথা!!!

১০৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২১

ইখতামিন বলেছেন:
নাহ!
এই প্রো-পিকটা অনেক সুন্দর।
আপু! আর চেঞ্জ করবেন না. প্লিজ! :||

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৪

শায়মা বলেছেন: হা হা



ওকে ওকে প্রোপিক চেন্জ করবোনা!:)


এই প্রোপিকে মাথার উপর ভুতের সাইন ঘুরে।:)

১০৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩১

তুমি আমার সারাবেলা বলেছেন: ইটস টু মাচ :( এইটা কোনো শাস্তি হলো? X(

১০৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

নস্টালজিক বলেছেন: কারার ঐ লৌহ কপাট!

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: ভেঙ্গে ফেল, চড় দে সপাট
সব রাজাকারগুলোর গালে।



নতুন নেক্সট লাইন.......

১১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

রেজোওয়ানা বলেছেন: বাহ, সুন্দর হয়েছে!

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ রেজুমনি!

১১১| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

শব্দহীন জোছনা বলেছেন: দুঃখ লাগে !একটাই যখন দেখি এই মাটির সন্তান হয়েও কেউ ঐ পশুর চেয়েও অধম রাজাকার গুলার পক্ষ নিয়ে কথা বলে। কেউ বা ঘুরিয়ে বলে সঠিক বিচার চাই। হায়রে সেলুকাস! এরা নির্ঘাত মীরজাফরের বংশধর আর নব্য রাজাকার। দুঃখ এটাই এরা এই বাংলা মায়ের সন্তান। এদের জ্ঞান দাও প্রভু।


আর ! কবিতা দুর্দান্ত হয়েছে। আজকের দিনে নজরুল থাকলে তিনি হয়ত এভাবেই তার মনের ভাব প্রকাশ করতেন। কিন্তু আজকের দিনের তথাকথিত বড় কবিরা কি করছে। কই তারা তো তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ করছে না। নজরুল প্রতিবাদ করে জেল খেটেছেন, রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছেন । আর আজকের ব্যান্ড কবিরা ! তাদের প্রতিবাদের মূল্য সাধারণ মানুষের কাছে যে অনেক মূল্যবান সেটা কি তারা বুঝতে পারছেন না?, :| নাকি তাদের প্রতিবাদের ভাষা নেই বলেই, এত বছরেরও নতুন নজরুলের জন্ম হচ্ছে না ?


প্রশ্ন দুটি আপনার কাছে রেখে গেলাম। ভালো থাকবেন আর লিখায় এইরকম আগুন ঝরাতে থাকেন। শুভ কামনা।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: কে বলেছে নতুন নজরুল, রবীন্দ্রনাথ নেই ভাইয়া?

প্রীতম তো লিখছে!!!!


এত অসাধারণ সেই গান!!! চোখে পানি এসে যায়।


আরও সুমনের গান !!!!





আরও আরও কত নাম জানা অজানারা লিখছে শ্লোগান!!!!

কালকেই দেখেছিলাম এমন কিছু গান নিয়ে একটা পোস্ট।

অবাক হতে হয় সেসব দেখে। একদম মুগ্ধ করা!


আমি সত্যিই অবাক হয়েছি মানুষ এত কিছু ভাবনায় আনে কি করে আর কি করে লিখে ফেলে।


নজরুল রবিঠাকুরের মত বড় কবি এখন কারা জানিনা। কিন্তু যাদের অন্তরে রয়েছে তারা। মানে অতি সাধারণ জন গনের অন্তরে তারাই তো লিখছে।


অনেক অনেক থ্যাংকস ভাইয়া।





১১২| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

শাহজাহান মুনির বলেছেন: বল ব্লগের পাতা ও শাহবাগ ফাড়ি
ঢাকা, রাজশাহী রংপুর ছাড়ি
সিলেট, চাঁটগা, যশোর ভেদিয়া
নাটোর,খুলনা, পাবনা ছেদিয়া
চিৎকার করি ছুড়ে দাও আজ বিষ মাখা যত তীর!

ধর শীর
না না শীর নহে ও মৃত কেঁচো ঐ নোংরা রাজাকারীর!!



প্যরোডী সুন্দর হয়েছর আপু। সময় উপযোগী লেখা, ভাল লাগল। ++++++++

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: :P


থ্যাংক ইউ ভাইয়া!

১১৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

আমি-টর্নেডো বলেছেন: :( :( :( X(

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: আমি টর্নেডো আমি সাইক্লোন
আমি ভলকানো আমি আর্থকোয়েক
আমি ভেঙ্গে করি সব চুরমার
আমি ভাঙ্গি ঘাড় যার তার দুয়েক!



:):):)

১১৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০২

আমি-টর্নেডো বলেছেন: ওকে এটাকে আমার ব্লগে লাগায় দিচ্ছি।শুনো প্লিজ রাগ রাগ কমাও :(

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৪

শায়মা বলেছেন: আমার কবিতা পড়ে তোমার রাগ রাগ মনে হলো!!!


আরে এটা আমার রাজাকারের উপর রাগের কবিতা।


কমাবো কেনো?X(

১১৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৪

অনীনদিতা বলেছেন: হেলো আপু, কেমন আছো?:)

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৭

শায়মা বলেছেন: ভালো আছি আপুনি!!!!:)

১১৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১০

আমি-টর্নেডো বলেছেন: অনীনদিতা @মিথ্যা কথা শায়মা ভালো নেই।চাপাবাজি করছে।

ঐ কথা ঘুরাবা না X( X( X( X(

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৩

শায়মা বলেছেন: আমি ভালো নেই!!!!!!!!!


আমি চাপাবাজি করছি!!!!!!!!!!!!


টর্নেডোভাইয়া কি বলছো এইসব!!!:(

কিছুই তো বুঝলাম না!!!

১১৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৪

অনীনদিতা বলেছেন: ভালো থাকো আপু সবসময়:)
তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো:)
বুঝছো পরী আপু?:)

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৭

শায়মা বলেছেন: অনিন্দিতামনি পরীরা কি খারাপ থাকে বলো!!!


জীবনে দেখেছো তাদেরকে খারাপ থাকতে???:P


কিন্তু তুমিও ভালো থাকো অনেক অনেক!!!

১১৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৪

এম হুসাইন বলেছেন: কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, চড় দে সপাট
সব রাজাকারগুলোর গালে।


চমৎকার পোস্ট আপু।
++++++++

ভালো থাকবেন।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!


তুমিও ভালো থেকো।

১১৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

আমি-টর্নেডো বলেছেন: টর্নেডোভাইয়া কি বলছো এইসব!!!

কিছুই তো বুঝলাম না!!!


একদম ঢং করবানা X( X( X( X( X( X( X( X(

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২১

শায়মা বলেছেন: ঢং করবোনা!!!


এটা কেমন কথা!!!!


দুনিয়া শুদ্ধ সব্বাই জানে আমি ১ নং এর ঢঙ্গী!!!


আমি ঢং না করলে চলবে!!!!:(


তুমি কিন্তু আমার সাথে মিসবিহেব করছো.......


সাবধান........

আমার সাথে মিসবিহেব করলে ........

১২০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৫

আমি-টর্নেডো বলেছেন: ওলেলেলেলেলেলেলেললেলে আমাকে থ্রেট দিতে আসছেন উনি?যা বলসি করো দ্যাটস অল।আমি মনে হয় কবে কারে ভয় পাইছি?

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩১

শায়মা বলেছেন: আমিও যেনো ........

১২১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৯

এম হুসাইন বলেছেন: আমি-টর্নেডো এর সাতে আমি পুরোপুরি এখন একমত, আপুর মন ভালো নেই, মনে ভালো নেই, মনে ভালো নেই :( :((

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩২

শায়মা বলেছেন: আরে তোমরা হঠাৎ আমার মনের পিছে লাগলে কেনো!!!!!!!!:X(

১২২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

আমি-টর্নেডো বলেছেন: সবাই তোমার রিপ্লাই দেখ বুজে গেছে তোমার মন ভালো নেই।


আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস.
আমি তোমার জন্য এনে দেব..
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া.
সে হাওয়ায় ভেসে যাবে তুমি.....।


তোমার প্রিয় গান ;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: হা হা


:P

১২৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

জেমস বন্ড বলেছেন: :( কি সমস্যা ?? এসবের কুনো মানে নেই ।


:| :| । কি জানি বলার ছিলো , থেত্যুরী ভুলেই গেছি ছাই ...............



অহ !! মনে পড়ছে কার মনে জানি হাহাকার চলছে , কবিতার মতন ই করে ঝড় বইছে আর বলছে - তাঁরা হৈ লৌহকপাট ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪০

শায়মা বলেছেন: আমি নতুন গান প্রাকটিস করছি।


কি করবো হরতালে কিছু করার নেই। কিছু না......:(


আর ভাইয়া তোমার প্যারোডিও ভালো হইসে।


তাঁরা হৈ লৌহকপাট!!!


হা হা হা হা :P

১২৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

কালীদাস বলেছেন: ভালই হইছে:) তয়, নজরুল বাঁইচ্চা থাকলে এতক্ষণে একাউন্ট খুইল্ল্যা রিপোর্ট কইরা যাইত জানার কাছে :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪১

শায়মা বলেছেন: এহ রিপোর্ট কেনো ভাইয়া!!!!!!!!!


জানো আমার এই প্যারোডিগুলি শাহবাগে মাঝরাতে গাওয়া হইসে!!!!!!!!!

১২৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪০

এম হুসাইন বলেছেন: জেমস বন্ড বলেছেন: কি সমস্যা ?? এসবের কুনো মানে নেই ।


। কি জানি বলার ছিলো , থেত্যুরী ভুলেই গেছি ছাই ...............



অহ !! মনে পড়ছে কার মনে জানি হাহাকার চলছে , কবিতার মতন ই করে ঝড় বইছে আর বলছে - তাঁরা হৈ লৌহকপাট ।
:P :-/

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: হা হা

জেমসভাইয়ারও নিউ প্যারোডি বানানোর সাধ জেগেছে

সে অবশ্য এক লাইন বানাইসেন


তাঁরা হৈ লৌহকপাট!!!


হা হা হা


এই এক লাইনের মর্মার্থ বুঝতে গেলে অবশ্য আমাকে পূর্ণজন্ম নিতে হবে। যাই পূর্ণজনম নিতে।:P

১২৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

আমি-টর্নেডো বলেছেন: হাসবা না।হাসলে তোমার দাত বের হয়ে যায় ;) B-)) :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: আমার দাদী বলছিলো আমার দাঁত মুক্তার মত সুন্দর!!!


আর একটু বড় হবার পর ক্লোজ আপ টুথপেস্টের বিজ্ঞাপনের প্রস্তাব পাইসিলাম।


আর একটু বড় হবার পর পেপসোডেন্টের


আর একটু বড় হবার পর ডক্টরের ( আক্কেল দাঁত তুলে দেবার:()


তোমাকেও ডক্টর আক্কেল দাঁত তুলে দিক।:)

১২৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

অপু তানভীর বলেছেন: হুম !! জেমস ভাইয়ের সাথে একমত !! কার মনে যেন হাহাকার চলতাছে ! আমি তো আমার আগের কমান্টেই সেইটা কইতে চাইছি !!
তুমি তো বুঝলে না !!

কিছু একটা কর আপু !!!!!

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫০

শায়মা বলেছেন: আমার কাব্য দেখে তোমার হাহাকার মনে হলো!!!!!!!!!!!!!!!!!!!!!!


আজকে তোমার একদিন কি আমার একদিন!!!!!!!!!!!!!!


বেশী বাড় বাড়ছে না!!!!!!!!!!!!!!!!



দাঁড়াও তোমার সব প্রেমস্টোরী ড্রাফটে পাঠায় দেবো।:):) :)

১২৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

আমি-টর্নেডো বলেছেন: আক্কেল দাঁত আছে নাকি তোমার? ;) B-)) :P শুনো লাভ নাই।ফাইটে আমি জিতবোই জিতবো।হার মেনে নাও।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

শায়মা বলেছেন:

তুমি মেয়েদের সাথে ফাইট করো জানতাম না!!!


ছি ছি


ছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১২৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

আমি-টর্নেডো বলেছেন: তুমি কি মেয়ে?জানতাম নাতো?তুমি না পরী?????????????মাথা তো দেখি আসলেই গেছে তোমার। ;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৫

শায়মা বলেছেন: আরে আমার সাথে ফাইট করতে চাইসিলা নাকি!!!!!!!!!!!!!!!



কি সর্বনাশ!!!


সেটা তো বুঝিনি । আমি শুনছিলাম কোন আপুর সাথে তোমার ফাইট!!!!!!


:( :( :(

১৩০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১১

ইখতামিন বলেছেন:
রাখাল বালক:
কী ব্যাপার !!!
পরী: কিছু না...... :( মন খারাপ. :(

রাখাল বালক:
কেনো? :||
পরী: ''আমি জ্বালবোনা মোর বাতায়নে প্রদীপ আনি!
         আমি শুনবো বসে আঁধার ভরা গভীর বাণী!''

হুমম. আমি বোধহয় ধরতে পেরেছি।
আপনার সেই রাখাল বালক কোথায়? :!>
মন খারাপ করে লাভ নেই।
অনলঋতুতে এমনটা হবেই...

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৪

শায়মা বলেছেন: বাপরে !!!


গেছি !!!

এ আবার কোন ধাঁধা!!!


নাহ তোমাদের ধাঁধা পাজেল এর জ্বালায় তো আজ আমি শেষ!!!!!

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৫

শায়মা বলেছেন: ওহ আর একটা কথা অনলঋতু কাহাকে বলে!!!


আগুন জ্বলে নাকি সেই ঋতুতে!!!!!!!!!!!!


সর্বনাশ!!

নাহ আর থাকা যাবেনা দেখছি!!!!

১৩১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৩

আমি-টর্নেডো বলেছেন: ইখতামিন@রাখাল বালক এখনো চিনো নাই? ;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৮

শায়মা বলেছেন: রাখাল বালক!!


ইয়াক থু থু!!!


দরকার নাই........


সে গরু চরায়........ গরুর গোবর পরিষ্কার করে !!!!


১৩২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৩

ঘুড্ডির-পাইলট বলেছেন: আহা ! কবিতা পড়ে মনে হচ্ছে কারও মন খারাপ । আর মনে অনেক রাগ বিষয় কি ?

অবশ্য কবিতা ভালো হইছে ! :)

রাগটাগ করা ভালো না , তাতে মন খারাপ হয় !

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৬

শায়মা বলেছেন: আরে রাগটা কিসের উপর কবিতা পড়েও বুঝোনা ভাইয়া!!!!!!!!!!!!!


হায় হায় তোমাকে দেখি আমার বাংলা ক্লাসে ভর্তি করতে হবে!




:P

১৩৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৭

অপু তানভীর বলেছেন: আপু আমি তো বলি নাই যে আমার মনে হাহাকার চলতাছে ! বললাম কারো মনে যেন হাহাহাহাকার চলতাছে !! :P :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২০

শায়মা বলেছেন: তবুও তোমার সকল লাভস্টোরী ড্রাফটে পাঠানো হইবেক!!!!


আমার ছোটভাই হয়ে আমার বিরুদ্ধে যে কোনো কথা বলিবার জন্য তোমাকে দন্ড দেওয়া হইবেক!:)

১৩৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২২

ঘুড্ডির-পাইলট বলেছেন:
@ আমি - ছিডর

আকাশেতে লক্ষ তারা চান্দ কিন্তু একটারে
নিক আছে হাজার হাজার চিনছি নিকের মালিকরে ;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৪

শায়মা বলেছেন: বাহ ভাইয়া !!!!!!!!!


তোমার প্যারোডি দেখেও আমি মুগ্ধ!!!!



:) :) :)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৫

শায়মা বলেছেন: কিন্তু সিডর আবার কই দেখলে!!!!

আমি তো দেখতে পাইনা!:(

১৩৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৪

ঘুড্ডির-পাইলট বলেছেন: আর ছবি কৃতজ্ঞতা- জেমসবন্ড।

B:-) B:-) B:-)

কোথাও ভুল হচ্ছে আপু !!! এটা ওর ছবি না, ওর তো দাড়ি নাই
এটা ওর দাদু বা নানুর ছবি হইতারে B-)) B-))

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৭

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


হা হা হা হা হা হা


জেমসবন্ড তোমার এই কমেন্ট দেখলে তোমাকে গুলি করতে চলে আসবে বৈদেশ থেকে!!!!!!!!


হা হা হা

তুমি বুঝি শিংওয়ালা নানু দাদু দেখলে???


এইটা তো রাজাকার রাক্ষস খোক্ষসদের ছবি!!!!!!!!!!!!!!


হা হা হা আর কৃতজ্ঞতা জানিয়েছি কারণ সে আমাকে ছবিটা খুঁজে দিয়েছে তাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪

শায়মা বলেছেন: হা হা এই কমেন্টের রিপ্লাই পড়ে আবারো হাসলাম!

১৩৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৬

অনীনদিতা বলেছেন: নো রাগা রাগি;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৮

শায়মা বলেছেন: আরে এই কাব্যগুলি খেপে গিয়েই লিখতে হয় তো!!!!

১৩৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৭

ইখতামিন বলেছেন: @ আমি-টর্নেডো,
আমি এখনও চিনতে পারি নাই. :(
চিনিবার চাহিতেছি. :#> :P :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১

শায়মা বলেছেন: ওহ তুমি গরু চরানো রাখালবালক চিনতে চাও নাকি রবিঠাকুরের রাখালবালক???

রবিঠাকুরের হলে আমি চিনিয়ে দিচ্ছি।:)


দূর দেশী সেই রাখাল ছেলে
আমার বাটে বটের ছায়ায় সারাবেলা খেলে!!!

গাইলো কি গান, সেই তা জানে
সূর বাজে তার আমার প্রাণে
বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে?

আমি তারে শুধাই যবে, কি তোমারে দেবো আনি
সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালাখানি।

দেই যদি তো.......
কি দাম দেবে?????

যায় বেলা সেই ভাবনা ভেবে .......
ফিরে এসে দেখি ধুলায় বাঁশীটি তার গেছে ফেলে!!!:( :( :(

১৩৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩০

জেমস বন্ড বলেছেন: B-) B-)

এত করে যখন বলছে সবাই ,
মনটা না হয় একটু খারাপ করলেই আজ ,
হোক না ব্রস্টি আজ এই শুষ্ক মরুপ্রান্তরে
আমরা পথিক ভ্রস্ট আজ তোমার ও দ্বারে
মরিচকার পিছনে ছুটেছে ঐ যে ভ্রান্ত সৈনিক ;)
কি বা কাহার ও লাগি , লক্ষ্য তাহার আমরা ও না জানি
এত করে যখন বলছে সবাই , হোক না মনটা খারাপ আজি ।



( গরম সলিড কবিতা অনলি ফর এঞ্জেল :P )

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: এহ রে কি আল্লাদ!!!


উনার জন্য মন খারাপ করতে হবে না!!!


খেয়ে কি কাজ কম পড়েছে দুইটা???


:X(X(X(

:P

১৩৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১

জেমস বন্ড বলেছেন: মরিচকা = মরিচিকা হবে :(

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: আরও আছে


ব্রস্টি= বৃষ্টি


:P :P :P

১৪০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১

ইখতামিন বলেছেন:
নিক আছে হাজার হাজার চিনছি নিকের মালিকরে ;)
হাহাহপ
আমি কিন্তু চিনি. এই নিকের মালিকরে
কারো লাগলে আমাকে পাকিয়ে খাওয়াবেন.
আমি বলে দেবো ;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: কি পাকিয়ে?


কাঁঠাল পাকিয়ে নাকি ভাইয়া?????????



:P

১৪১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

ইখতামিন বলেছেন:
হি ইস একাকী সৈনিক.
**িা**ার

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: বাপরে!!!


কি সাংঘাতিক সাংকেতিক বর্ণমালা সমষ্টি!!!

১৪২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

ইখতামিন বলেছেন:
কী! কে গরু চরানো রাখাল বালক X(( X((



হুমম.
ফিরে এসে দেখি ধুলায় বাঁশীটি তার গেছে ফেলে!!! :( :( :(
এতোক্ষণে বুঝলাম. পরীর কেনো মন খারাপ!
কেউ পারেনি.
আমি কিন্তু রহস্যের উন্মোচন করেছি।
আমার পুরষ্কার চাই? :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪০

শায়মা বলেছেন: আমার মন খারাপ না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আরে কতবার বলবো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আরে কই থেকে তোমরা মন খারাপ আনলে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


মন খারাপ না হইলেও দেখি বানিয়েই ছাড়বে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


দাঁড়াও তোমার লিন্কগুলা ভাঙ্গার ব্যাবস্থা করতেসি আবার!!!!X(


:P

:P

:P

১৪৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

ইখতামিন বলেছেন:
পাকিয়ে নয়,
রান্না করে

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪১

শায়মা বলেছেন: সেটা তো অনিন্দিতা খাওয়াবে!!!!!!!!!!!!



জানোনা আজকাল সে রান্না বান্না শিখছে!!!!!


নতুন নতুন রান্না করে আমাদেরকে দাওয়াৎ দিয়ে খাওয়ানোর জন্য!:)

১৪৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪১

ইখতামিন বলেছেন:
কবি কি গভীর নিদ্রায় তলাইয়া গিয়াছে?
B-)) :|| |-) !:#P :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: না না এখনও নিদ্রা যাইনি।:)


তবে যাবো যাবো ভাব!

১৪৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

অনীনদিতা বলেছেন: আপু আমি তো রান্না শিখছি নিজে খাওয়ার জন্য;)
আর তোমাকে একটু;)দিব:)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: খবরদার!!!


নো মিছা কথা!


তুমি সেদিন নিজে বলেছো কাকে যেনো দাওয়াৎ দিবে তাই রান্না শিখছো!!!!!!!!!!!!!!!!


এখন বললেই হবে????

শিঘরী ইখতামিনকে দাওয়াৎ দাও।

১৪৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫০

অনীনদিতা বলেছেন: আই হাছা কথা কচ্ছি;)
আই মিছা কথা নো বলি;)

এক কাজ করো তুমি সবাইকে রান্না করে দাওয়াত করো:)

আমিতো রান্নাও পারিনা গানও পারিনা:(
আমার দাওয়াতে কে আসবে বলো:(

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫২

শায়মা বলেছেন: আমি দাওয়াৎ করলে তো তার আগে সবার জন্য একজোড়া করে পাখা অর্ডার দিতে হবে।


ওকে ওকে যাই পাখা অর্ডার দেই।:)

১৪৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫১

ইখতামিন বলেছেন:
না না না :( :(( :(( :((
অন্বীর রান্না ভালো নয়,
লবন বেশি, ঝাল অধিক, বাদ যায়না গোল মরিচের কণাও

আমি এইসব খাবো, পরী আপুর হাতে রান্না করা, আশা করি ফ্রিজে আছে। :P


জীন- ভুত কিন্তু ইলিশ মাছ খেতে পছন্দ করে থাকে B-)


আপনি কিন্তু সেদিন কিচেনে গিয়ে আর ফেরেন নি! :(
আমি মহাকাশে অনেক মিষ্টি খেতাম B-)) B-)) B-)) B-)) B-))
তাই আজ মিষ্টিও খাবো :) B-)) :P

আরও খাবো :P

আরও অনেক অনেক খাবো

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: খাও খাও এগুলো এখুনি তোমাকে পাঠায় দিচ্ছি রকেটে করে!:)



১৪৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

অনীনদিতা বলেছেন: @ইখতামিন X( X( X(
আপনিতো প্রেত আত্মা তাই লবন বেশি মনে হইছে;)


আপু তুমি কিছু বলো ইখতামিনকে:)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: ঐ ইখতামিনভাইয়া

অনিমনি তো লবনই দেয়না একফোঁটাও জানোনা???

১৪৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

ইখতামিন বলেছেন:
নো ফুরুত ফারুত.
আমার কিন্তু পাখনা রেডি আছে 8-| 8-| :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: ওকে ওকে তাইলে এখুনি চলে আসো পরীর দেশে!:)

১৫০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

অনীনদিতা বলেছেন: পাখা অর্ডার করতে হবে কেন?????
আমরা ঝাল খাইতে পারি:)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: পাখা অর্ডারের সাথে ঝালের কি সম্পর্ক!!!

আরে পাখা ছাড়া তো আকাশে উড়তে গেলে ১০০ তলা দালানের উপর থেকেও আকাশের দিকে লাফ দিলে পড়ে গিয়ে ভবলীলা সাঙ্গ হবে আপুনি!!!!!!!!!!!!:(


তার থেকে পাখা পাঠাই আগে।:)

১৫১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

ইখতামিন বলেছেন:
জিনা, আমি কিন্তু এখন মানুষ রূপে রয়েছি,
আর তাতো পরী আপুই ভালো জানে.
তাই না আপু?
অন্বীকে কিছু বলেন!

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: আমি কেমনে জানবো!!!

না না আমি অনিকে কিছু বলবোনা ।


আমি ওর দল!

১৫২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

ইখতামিন বলেছেন:
ওহ,. হোহাহাাহহহহাহাহহহাািুহহিাহহিহিহিি
হিহিহিহিহিহিহিহিহিহিহিহিিিিিিহিহিহিহিহিহিহিহিি
অন্বী তো লবনই দেয় না, তাই তো :P

রকেটের খাবার খাবো না.
রকেট ধরতে গেলে আমার পাখনা ভেঙ্গে যাবে :(

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০১

শায়মা বলেছেন: :P

১৫৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

অনীনদিতা বলেছেন: আমিতো ভাবলাম তুমি ঝাল বেশি দিবা:)
তখন পাখা দিয়ে আমাদের বাতাস দিবা;)
ভুলেই গিয়েছিলাম যে,আমি একটা এন্জেলের সাথে কথা বলছি;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০২

শায়মা বলেছেন: পাখা( ফর উড়াউড়ি)= পাখা (ফর বাতাস)!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


হাসতে হাসতে মরে গেছি!!!!!!


আমি আর নাই।


গুডনাইট!!! বাই বাই!!!!

১৫৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৪

জেমস বন্ড বলেছেন: আমার অভ্র আর ফন্ট নিয়ে ঝামেলার কারন ব্লগে ও অনেক বেগ পোহাতে হচ্ছে :( , সেটাপ যে দিমু অফিসের ঝামেলায় পারছি না । তার উপর উপদেস্টা মন্ডলি একজন মন খারাপ করে গাল ফুলিয়ে আছেন , আছে এর কোন মানে ধুত্তত্ত । X( X( X(
আসেন , দেখেন কত্ত কি পেন্ডিং এ জমে আছে :(

( অফটপিক এপুলাইজ - সামু ব্লগ ) ।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২৫

শায়মা বলেছেন: আহা ! ঝামেলা না?


বলো তুমি এক মহা ফাঁকিবাজ!


আজকেই সেটাপ দিয়ে সব ফন্ট টন্ট ঠিক করবা!

১৫৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৬

ইখতামিন বলেছেন:
কষ্ট পেলাম.
আমার দলে কেউ নেই. :( :( :(( :((

থাকবো না তোমাদের পৃথ্বীতে
চলে যাবো ওই দূর আকাশের তেপান্তরে
এঞ্জেলিকার নগরীর সীমানায়
আমার জন্য সে রান্না করে রেখেছে
খাবোনা তোমাদের নামের খাবার

আমায় ডাকছে.... ডাকছে সে...
অতলের অতলান্তে...

ওগো! আমি আসছি...
নিষ্ঠুর এই পৃথিবী ছেড়ে
যেথায় পরী নামের হাড়কিপটে মানুষ
আর আছে লাবন্যহীনা

আমি আসছি... আসছি...

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

শায়মা বলেছেন: পরীকে হাড়কিপটে বলা!!!
অনিন্দিতা সুন্দরীতমাকে লাবন্যহীনা বলা!!!!!!


ওয়েট এ্যন্ড সি!


তোমাকে নরকে নির্বাসন দেওয়া হইবেক!

১৫৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৮

অনীনদিতা বলেছেন: @ইখতামিন
লাবন্যহীনা নামটা চমতকার;)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩১

শায়মা বলেছেন: ওগো লাবন্যহীনা
লাবন্যও হার মেনেছে আজ
তোমার কাছে!

ঐ ইলতুৎমিশের তরোবারীতেও
ধরেছে জং
শুধু তোমার মুখপানে চেয়ে
কর্মহীন বসে থাকতে থাকতে!

:P

১৫৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১০

ইখতামিন বলেছেন:
থাক...
আর লাগবেনা... :(

আই এম ফ্লাইং

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

শায়মা বলেছেন: উইথ হুম!


ডানা ছাড়া উড়েই দেখো না

আধা সেকেন্ডেই ইনশাল্লাহ পপাৎ ধরনীতল!


:P

১৫৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৭

আমি-টর্নেডো বলেছেন: হায় হায় সবাই দেখি মজা করছে?আর আমার বস আমারে জালাচ্ছে।বস কালকে আমেরিকা যাবে সো কালকে থেকে আমি নিজেই বস।খেয়াল কইরা ;) B-)) :P

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

শায়মা বলেছেন: অফিসে বসে ফাঁকিবাজি!


ছি ছি


ফাঁকিবাজগুলোকে নিয়ে আর পারা গেলোনা!:(

১৫৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৯

তামিম ইবনে আমান বলেছেন: টর্নেডোর বস তো আমি! হেই টর্নেডো, ঠিক ভাবে কাজ করো ;)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৭

শায়মা বলেছেন: গুড গুড!

বস ইজ হাজির!

নো মোর ফাঁকিবাজি!:)

১৬০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যদিও এই পোস্ট এর অনেকদিন পর মন্তব্য করছি, তবু, ভালো লাগলো। খুব খুব ভালো লাগলো আপি।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!


কেমন আছো তুমি?

১৬১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১৮

তন্ময়০১৩ বলেছেন: আপু কোথায় হারালেন ?!

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১০

শায়মা বলেছেন: হায় হায় !

হারালাম আবার কোথায়?

আমি তো রেগুলার!


হারিয়েছো বরং তুমি!:(

১৬২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

অনীনদিতা বলেছেন: ধন্যবাদ পরী আপু:)
ইখতামিনকে জম্পেশ একটা ঘুষি মারার জন্য;)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

শায়মা বলেছেন: ঘুষি!!!


কই? কই? কই?


নাতো ! নাতো! নাতো!

১৬৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

ইখতামিন বলেছেন:
আবার এসেছি ফিরে
কাঁদাতে নতুন করে :P
গগণপক্ষী হয়ে

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: আমাকে কে কাঁদাবে!!!!


আমারে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন!

তখন দেখবে লোকে!:)

১৬৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

মাহবু১৫৪ বলেছেন: আপু, ফেবুতে মেসেজের উত্তর দিয়েন সময় করে

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: ভাইয়া গত দুদিন ধরে আমার ফেসবুক লগ ইন হয়না!:(

১৬৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

ইখতামিন বলেছেন:
আপনাকে কাঁদাতে আসিনি,
কী যে বলেন না!
আপনাকে কাঁদালে তো আমার পাখনাই ভেঙ্গে যাবে :P

আপু! ফেসবুক লগইন হয়না?
ফেলে দিন... :P

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: হি হি গুড গুড!

তাই বলে লাবন্যহীনাকেও কাঁদাবেনা!

ও আমার দল!:)

১৬৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

অদৃশ্য বলেছেন:





স্বাভাবিক চিন্তা করতে পারাটাই কঠিন হয়ে গেলো.... সময় প্রায়শই মানুষকে অনেক প্রশ্নের সম্মুখিন করে...

কারো আনন্দ.... কারো দু:খ... কারো হতাশা...

শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: কি বললে ভাইয়া?

বুঝলাম নাতো!:(

১৬৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

ইখতামিন বলেছেন:
বাহ! সবাই দেখি এক দল.
কোন দল?
জাতীয়তাবাদী নারী ব্লগার দল? :P
হেহেহেহেেহেে
হাহাহাাহা
হিিহিহিহিহিহিহিি

কাঁদাবো না আমি, কাঁদাবো না আর একা একা রাত জেগে.
করবো না আর অন্যকে নিশ্বেষ, মিথ্যে কথায় মিথ্যে ভয় দেখিয়ে...
গায়ক: আসিফ আকবর :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: নাইস গানা!!

থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!


তোমার গান শুনিয়া মুগ্ধ হইলাম ইখতামিনভাইয়া।:)

১৬৮| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭

ইখতামিন বলেছেন:
আপু! নিঃশেষ বাননটা ভুল হয়েছে :(
স্যরি.

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

শায়মা বলেছেন: ওকে ওকে সেটাও বুঝেছি তুমি বানানটা জানো।:)

১৬৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪২

ইখতামিন বলেছেন:
কী যে বলেন না আপু!
এইভাবে বোল্ড আউট করে কেউ কাউকে? :-<

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: আমি তোমাকে বোল্ড আউট করতে পারি!!!!!!!!!!!!!!!!!!!!


কি বলো এই সব!!!!!!!!!!!!


আই লাভ ইউ সো মাচ ভাইয়ামনিটা!!!!!!!!!!!!!!!:)

১৭০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

যোগী বলেছেন: লক্ষ শহীদের ডাক এসেছে সব সাথীদের খবর দে,
সারা বাংলা ঘেরাও করে রাজাকারদের জ্বালিয়ে দে।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৭

শায়মা বলেছেন: যোগীভাইয়া


তোমার শ্লোগান ভালো লাগলো!!!


তবে লাকী আক্তারের শ্লোগান আমার যে কোনো প্রিয় সঙ্গীতের চাইতেও অনেক অনেক বেশী ভালো লাগে।


অনেক অনেক থ্যাংকস তোমাকে।

১৭১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:০২

বদমায়েশ বলেছেন: বাপরে আপনার লেখার যা দার :#) :#)




লেখা অতি মাত্রায় ভালো হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১৭২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৪

অনীনদিতা বলেছেন: আপু আগেই বলছি, মানা করতে পারবানা:)





একটা গান শুনাও না:)
লিরিক্স লিখে দিলে হবেনা,;)তোমার নিজের গলার গান শুনাতে হবে:)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

শায়মা বলেছেন: ও এই কথা!!!!!!!!!!!


এ একটা ব্যাপার হলো!!!!!!!!!!! এখুনি শুনাচ্ছি!!!


একটু ওয়েট করো। ৫ মিনিটস!:)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২২

শায়মা বলেছেন: http://www.mediafire.com/?1gy72vel88ud0y8


দেখো তো শোনা যায় কিনা অনিমনি!!!!!!!!!!!!!:)

১৭৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২০

মাহবু১৫৪ বলেছেন: কেন, লগ ইন হচ্ছে না? :-* চেষ্টা করুন আবার

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৩

শায়মা বলেছেন: চেষ্টা করেই যাচ্ছি!!! হচ্ছেনা ভাইয়া!:(

১৭৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৫

যোগী বলেছেন: আই নেভার হার্ড হার ভয়েস, বাট আই লাভ হার।
বেস্ট উইশ ফর দ্যাট ব্রেভ লেডি।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৭

শায়মা বলেছেন: কেনো ভাইয়া???

টিভিতে বাংলাদেশ দেখা যায়না তোমার দেশে?

১৭৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যোগী সাহেব, আমার পোষ্টে এসে তাড়াতাড়ি লাকীর স্লোগান শুনেন, সারাদিন কানে লাকীর স্লোগানই ভাসবে।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৮

শায়মা বলেছেন: গুড জব স্বর্নামনি!!!:)


আমার গানটাও শোনো!!!!!!!!!!


http://www.mediafire.com/?1gy72vel88ud0y8

১৭৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা তো আগে শুনেছি মনে হচ্ছে, এখন আবার শুনছি। আমার প্রিয় গান। অনেক সুন্দর।

রাজীবকে নিয়ে আমাদের ব্লগার অচিন্ত্যের একটা অসাধারণ গান (মাস্ট লিসেন)

রাজিবকে নিয়ে করা সর্বপ্রথম গান, ব্লগার অচিন্ত্যের যে গল্পের শেষ নেই

শাহবাগ নিয়ে ব্লগার অচিন্ত্যের অসাধারণ আরেকটা গান জয় বাংলা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: ওকে ওকে এখুনি শুনছি!!!!


আমিও একটা গাইবো ভাবছি শাহবাগ নিয়ে!!!


কালকে স্টুডিও যাবো।

১৭৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

যোগী বলেছেন: হেয় এ্যলিয়েন সরি নাও, হ্যাভ টু স্লিপ। |-)
ইটস সানডে নাইট, /:)

@শায়মা আমার টিভি নাই, কাল স্টিকি পোষ্ট থেকে শুনবো, আমি লজ্জিত এখনো শোনা হয়নি বলে।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: মিছা কথা বলতে হয়না ভাইয়া।


তাইলে জিব পড়ে যায় জানোনা?


টিভি নাই না!!!!!!!!!!!!!!!



একদম মিথ্যা!!!

যাইহোক আমিও তেমন টিভি দেখিনা কিন্তু ইদানিং ২৪ ঘন্টা টিভি অন থাকে।


যাইহোক কালকে স্টিকি পোস্ট থেকে আমার প্রিয় লাকী আপুনিকে শুনে নিও। আর তাকে আমার দেখতেও অনেক অনেক ভালো লাগে।

যদি সে প্রধানমন্ত্রী পোস্টে দাঁড়ায় সবার আগে তাকে ভোট দেবো আমি।:)

এটা একদম মিথ্যা না।:)

১৭৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা। লিঙ্কে ক্লিক করে ব্ল্যাক যেই জিনিসটা আছে ওটায় ক্লিক করেন অথবা গানের নামের বাম পাশে যে অ্যারো সাইন আছে ওটায় ক্লিক করেন।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: ওকে স্বর্ণামনি!!!!!!!!!!!!!!!!
থ্যাংকস!!!!!!!!!!!:)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: কিলোমিটারে বারো হাজার আর মাইলে হাজার সাত............


অগ্নি গর্ভ বাংলার আজ নাহি কোনো ভয়.......

আরে আমি শুনেছি তো!!!!!!!!!!!!!!!!!!!!




অচিন্তভাইয়ার ফ্যান হয়ে গেলাম!!!!!!!!!


আসলে ভাইয়া রবীন্দ্রসঙ্গীত গায় তাই তার প্রতিটা কথা এত পরিষ্কার!!


ভাইয়াটার জন্য অনেক অনেক অনেক দোয়া আর শুভকামনা!

১৭৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি, আপনার প্রতিটি গানই আমার প্রিয়ো। আমি খুব মনযোগ দিয়ে আপনার গান গুলো শুনি। এখন শুনলাম, ভেঙ্গে মোর ঘরে চাবি গানটা। শুনতে শুনতে একটু খটকা লাগলো। খটকা কাটানোর জন্য লোপামুদ্রা মিত্র আর রেজওয়ানা চৌধুরী বন্যার কন্ঠে আবার শুনলাম। না আমার খটকা অমূলক না।

আমার মনে হচ্ছিলো আপনি "নিয়ে যাবি'র" 'নিয়ে' শব্দটার উপর জোর দিচ্ছেন। কিন্তু অন্যরা এখানে তেমন জোর দেন নাই। প্রত্যেকের গান গাওয়ার স্টাইল আলাদা। প্রত্যেকেই অনবদ্য। আপনিও। আমাদের কানতো আবার কিছু কিছু জিনিসে অভ্যস্ত নয়। যেমন, আমেরিকানরা পিজাতে প্রচুর চীজ খেতে পছন্দ করে, ইউরোপীয়ানরাও। কিন্তু আমরা কী চীজের স্বাদে অভ্যস্ত? বিশেষ করে আমিতো একদমই নয়। এই রকম আরকি। তবে অভ্যাসে ঠিক হয়ে যাবে।

গান

এই গানটা অনেক আগে লেখা। দেখেন তো আপি, এইটাকে কিছু করা যায় নাকি? আমার খুব ভালো লাগবে।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: ঠিক ভাইয়া।

আমি লোপামুদ্রা শুনে শিখেছি যদিও তবুও ঐ নিয়ে নিয়ে একটু কেরামতী করেছিলাম! কেনো জানিনা!:P

ওরা গেয়েছে ও স্বরলিপিতেও নিয়ে আছে একটু আলাদা! কিনতু আমার ঐ নিইয়ে করে গাইতেই বেশী মজা লাগছিলো!


রবিঠাকুরকে ভালোবাসি তো কাজেই আমি একটু নিইয়ে করে গাইলে কিচ্ছু হবেনা তাইনা?:P

১৮০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তো আপনাকে " যে গল্পের শেষ নেই" আর "জয় বাংলা" শুনতে বললাম। কিলোমিটারেরটা কার আমি জানি না, কিন্তু ভয়েস একদম অচিন্ত্যের মত।

@যোগী সাহেব, লাকীর স্লোগান আমার লাস্ট পোষ্টের নিচের দিকে আছে /:)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: জয় বাংলা শুনেছি!!!!!!!!!!!!!!!

এখন রবীন্দ্রটা শুনছি

আমি হৃদয়েতে পথ কেঁটেছি সেথায় চরণ পড়ে তোমার সেথায় চরণ পড়ে!!!:)

১৮১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০২

ইখতামিন বলেছেন:
হুমম.
ভেঙ্গে মোর ঘরের চাবি নিইয়ে যাবি কে আমারে.........
শুনতেই আছি. :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৫

শায়মা বলেছেন: ঐ তুমিও নিইয়ে বলো কেনো!!!!!!!!!!!!!!!!!!!!


সেটা একমাত্র আমি বলবো!!!!! :)


কিন্তু বেশী শুনোনা!!!

কান ভেঙ্গে যেতে পারে আবার!:P

১৮২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৯

শহিদুল ইসলাম বলেছেন: প্যারোডী চমৎকার !

কেমন আছ ?

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:১১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পিচকি!!!


আমি ভালো আছি!:)

১৮৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৬

ইখতামিন বলেছেন:
ইস্্্্্্্্্্্্্্

ভয় দেখাচ্ছেন!!!!!!!

আমি ভয় পাইনা.

ডানা ভাঙ্গার ভয় থাকলেও কান ভাঙ্গার ভয় নেই. B-) :)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৯

শায়মা বলেছেন: ঠিক ঠিক কান তো ভাঙ্গার ভয় থাকেনা কান টানার ভয় থাকে!!!!!!!!!!!!

:P


কিন্তু আমি কি আমার পিচ্চিভাইয়াটার কান টানতে পারি!!!!!!!!!!!!:)

১৮৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৬

জামিনদার বলেছেন: সিরিয়াস জায়গায় আড্ডা :)

প‌্যারডি দারুন হইছে

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২০

শায়মা বলেছেন: ভাইয়া প্যারোডী মানেই তো সিরিয়াস সিরিয়াস ফান!!!!!!:P


দেখলেনা আড্ডার মাঝে কত মানুষ প্যারোডী লিখলো!!!!!!!!!!

১৮৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৫

ইখতামিন বলেছেন:
প্যারোডী মানেই তো সিরিয়াস ফান
মানুষ টানিতে চাহে ভুতদের কান
আড্ডার বিরিয়ানি বার বার খায়
শায়মা আপুর ব্লগ আবার জিগায়।।

–স্টয়িক ব্লিস

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩০

শায়মা বলেছেন: ভুতেদের কান নাকি নাই নাই দৃশ্য
যায়নাকো টানা তাই নয় তো সে অস্প্বশ্য

বিরিয়ানি খায়নাতো খায় তারা চ্যাং ব্যাং শুটকি
আইসক্রিম দিলে তারা লাফ দেয় ঝটকি!:P

১৮৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৯

ইখতামিন বলেছেন:
সাঈদী ফাঁসি খায় আবার জিগায়
আমরা সবাই যাই শাহবাগ তায়
রাত দিন চব্বিশ মাহিনা পেরোয়
সব ক'টা রাজাকার কল্লা কাটায়
–স্টয়িক ব্লিস নাকি আবার জিগায়।।। :) :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: সাইদীর মুখ নাকি বড় চাঁদপানা
চন্দ্রের বুড়ি তাই দিল কান টানা
দড়ি বেঁধে উপরে সে নিয়ে গেলো তারে
দাড়ি ধরে টানাটানি ওরে বাবা মারে।

খোঁচা দিয়ে বলে বুড়ি বেটা বেক্কল
এত বুড়া ধাড়ি হলি কোথা আক্কল?
আজ তোর ছুটাবো যে সব জারিঝুরি
শুনি তাহা সাইদীর মাথা গেলো ঘুরি।


মাথা ঘুরে ধপ্পাস পপ্পাস তল
ডুবে ম'লো বেক্কল সাগরে অতল!!!

১৮৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

ইখতামিন বলেছেন:
আপু!
আসল ছবিটাতো এখনও দেখেন নাই।
চাঁদে আসলে এক রক্ত পিপাসু ভ্যাম্পায়ারকে দেখা গেছে ;)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: মাইগড!!!


চাঁদের বুড়ি তো এইবার হার্টফেইল করবে!!!!!!!!!!

১৮৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪১

ইখতামিন বলেছেন:
আইসক্রিম দিলে তারা লাফ দেয় ঝটকি!!!!!!
আইসক্রিম খাবো :( :(( :((

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: Click This Link


এই নাও বানায় বানায় খাও!:)

১৮৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫০

ইখতামিন বলেছেন:
এত্তো লম্বা লম্বা পোস্ট পড়ে
রেসিপি উদ্ধার করে
প্র্যাকটিস করে
তার পর আইসক্রিম বানিয়ে
খাওয়ার আর টাইম পাবো না. :(

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

শায়মা বলেছেন: ওকে পরীর দেশে আইসক্রিম খাওয়ার দাওয়াৎ রইলো!:)

১৯০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:১০

আমি-টর্নেডো বলেছেন: ঐ X( X( X( X(

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২১

শায়মা বলেছেন: আরে তুমি কে!!!!

প্লাস্টিক সার্জারী করছো নাকি কাল রাতে???

১৯১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩০

আমি সাজিদ বলেছেন: ভালো লেগেছে পোস্ট।

কেমন আছো আপ্পি? :)

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!


ভালো আছি।

১৯২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

sumon3d বলেছেন:
হা হা হা। শেষ পর্যন্ত নজরুলের ভুমিকাই!!!!!!!!!

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

শায়মা বলেছেন: :P

নজরুল বেঁচে থাকলে তো আরও আরও লিখতেন!!


তার উত্তরসুরীরা বুঝি একটু প্যারোডীও বানাতে পারবেনা?

১৯৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি আমার মুখ দেখি নাই চাঁদে
গতরাতও গিয়েছিলাম ছাদে
হতাশ হয়েই ফিরতে হলো ঘন্টা খানেক বাদে
হঠাৎ করে মাথায় এল নিজের মুখ দেখবো কেন চাঁদে
ফাসির কাষ্ঠে ঝুলবে যে জন যুদ্ধ অপরাধে
তারাই হবে চন্দ্র বাসী কয়েকটা দিন বাদে
চাইনা মোর অবয়ব ভেসে ওঠুক চাঁদে
যুদ্ধাপরাধী নয়কো আমি সৈনিক শাহবাগে
এই ধরাতেই সুখে আছি স্বাধীন আমি আনন্দে আহলাদে।

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!!!!!

খুব খুব ভালো হয়েছে!!!!!!!:)

১৯৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: সময়ের সাথে উস্কানি মুলক বক্তব্য নয়
মানুষ সবাই
রাস্ট ব্যক্তি এবং স্বাধীনতা সব মিলে সভ্যতার পরিচয়
দূর হোক সহিংস মনোভাব
কেটে যাক আধার , অন্যায় ভ্রান্তি
দেশ ও জাতীয় এক্য এস পরিবেশ গড়ি
ফিরে চাই সমাজের শান্তি ।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

শায়মা বলেছেন: কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, চড় দে সপাট
সব রাজাকারগুলোর গালে।



ভাইয়া রোজ রোজ হরতাল, আগুন, পোড়াপুড়ি, মারামারি, খুনাখুনি রাজাকারদের বাঁচানোর জন্য!!!!


সংহিসতা দূর হোক ওদের মন থেকে। অপরাধীকে অপরাধী ভাবতে শিখুক তারা।

১৯৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: এ গুলো কে প্যারডি বলা ঠিক হোল না !! বরং বলা যায় প্রতিবাদী রিমিক্স !!

অসংখ্য +।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: সেটাই প্যারোডী হবেনা ভাইয়া।


প্রতিবাদী রিমিক্স হবে।

১৯৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

মাহবু১৫৪ বলেছেন: এখনো মনে হয় লগ ইন করতে পারেন নাই আপু। যাই হোক, দেশে আসবো এপ্রিলে। মনে আছে তো, কি বলেছিলাম কয়েক মাস আগে আপনাকে?

:)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: না ভাইয়া।


পারিনি।:(


মনে আছে মনে আছে মনে আছে ভাইয়ামনি!!!:)

১৯৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২০

যোগী বলেছেন: হায় ! এই মেয়েটাকে এখন কেমনে বিশ্বাষ করাই, যে আমার সত্যিই কোন টিভি নাই ! :( :(

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

শায়মা বলেছেন: তারমানে তুমি কি সত্যিই পাহাড়ে থাকো যোগীভাইয়া!!!!!!!!!


আই মিন রিয়েল যোগী!:)

১৯৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

আমি-টর্নেডো বলেছেন: ব্লগ লিখেছেন: ৩ বছর ১ দিন


পোস্ট দাও বর্ষপুর্তির।কুইক X(

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৩

শায়মা বলেছেন: বর্ষপূর্তি লিখিনি!!!! :(


তবে থ্রেটিং কাব্য লিখেছি!

১৯৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

অদ্বিতীয়া আমি বলেছেন: বিদ্রোহী কবিতার বিদ্রোহী প্যারোডী । চল চল টা পড়তে বেশি ভাল লাগছে




আপু আপনার গানটাও শুনলাম , ভাল লাগল :)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!


কবিতাটা পড়ার জন্য আর গানটাও শোনার জন্য!

২০০| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

যোগী বলেছেন: না পাহাড়ে না,
থাকি জংঙ্গলে, তবে এটা একটা ভয়ংকর কংক্রিটের জংঙ্গল।
এটা এমন এক দুর্গম জংঙ্গল যে এখানে কেও একবার হারিয়ে গেলে আর তাকে খুঁজে পাওয়া যায় না।
আমি নিজেই এখানে হারানোর পর যোগী হয়ে নিজেকে খুজে ফিরছি নিরন্তর।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৫

শায়মা বলেছেন: সেই তো বুঝাই যাচ্ছে তুমি একজন রিয়েল যোগী হয়ে গেছো।

২০১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

যোগী বলেছেন: লাকীর স্লোগান ! কোন ভাষা খুজে পাচ্ছি না ডিফাইন করার জন্য।
আই কেন জাস্ট সে ইটস সামথিং স্পিরিচুয়াল #:-S #:-S #:-S

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

শায়মা বলেছেন: লাকী আক্তারের ফ্যান কি আর এমনিতেই এতগুলো মানুষ!!!

২০২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

অনীনদিতা বলেছেন: আপু তোমার গান শুনছি:)
অপুর্ব:)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!

২০৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১২

মাহবু১৫৪ বলেছেন: :) :)

ওই বিষয় নিয়েই কথা বলতাম।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৪

শায়মা বলেছেন: ওকে ভাইয়া ফেসবুকে লগ হলে বলবো!

২০৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২২

জুল ভার্ন বলেছেন: একদিন জয় হবেই , ভাংবেই সব বাঁধার শৃংখল .......

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২৫

শায়মা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া

নাই নাই ভয় হবে হবে জয়!!!


কেমন আছো ভাইয়া?

২০৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

আরজু পনি বলেছেন:

৬৫ তম ভালো লাগা রইল।

বেশ লাগলো পড়তে...যদিও কিছুটা আগেই পড়া ছিল।।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!:)

২০৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

কামরুল হাসান শািহ বলেছেন: ৬৬ তম ভালো লাগা :)
আইচ্ছা ৬ নাকি শয়তানের নাম্বার?জানেন নাকি?

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

শায়মা বলেছেন: উহু

শুধু ৬ না


৬ এবং ৯


অথবা

৯ এবং ৬


মানে নয়ছয় এটাই সকল শয়তানির মূলে।:)

২০৭| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

ইখতামিন বলেছেন:
ধূর...
লাইক বাটনে কাজ করে না :(

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: তাই নাকি!


তাইলে তো আবার ইন্জিনীয়ারিং দেখাতে হবে!:)

২০৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

অণুষ বলেছেন: পুরা


আমার ব্লগে স্বাগতম।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)



ওকে যাচ্ছি!:)

২০৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সত্য আর সুন্দর উভয়ই ফিরে আসবে আবার বার বার........শুভকামনা সবসময়ের জন্য.,..

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

শায়মা বলেছেন: তোমার জন্যও রইলো শুভকামনা!:)

২১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

উপপাদ্য বলেছেন: বহুদিন পর প্যারোডি কবিতার স্বাদ পেলাম।

৬৯ ভালো লাগা দিলাম।

৬ ও ৯ শয়তানের নাম্বার। ললজ।

তবে দোআ করি আপনার এই পোস্টে ৩৬৮ টা লাইক পড়ুক। তাহলে আমি ৩৬৯ তম লাইক দিতাম। এক্কেবারে জ্যাকপট।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!
লাইক নিয়ে এত চিন্তা ভাবনা!!!!!!!!!!!!!!!


:P


অনেক অনেক ভালো থেকো আর থ্যাংকস অনেক অনেক!!!

২১১| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

প্রত্যাবর্তন@ বলেছেন: সুপার হইসে ।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!:)

২১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ওরে বাপরে ! ভয় পাইছি । বিদ্রোহী কবির কবিতায় নিজস্ব রূপ অংকন অসাধারণ হয়েছে । বিদ্রোহী স্যার যদি দেখতেন নিশ্চিত পিঠে বাহবাহ দিয়ে বলতেন এগিয়ে যাও ওহে আগুয়ান তরুণী ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

শায়মা বলেছেন: হা হা এটা ইখুবেবির প্যারোডি দেখে লেখা!:)

২১৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

নুর পাগলা বলেছেন: জবর হইসে। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.