নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
একটি পারিবারিক ইফতারপার্টিও টেবিল- ইচ্ছা করিলে যে কেউ যোগ দিতে পারিবেক।
ইহা ইফতার টেবিলটির খন্ডচিত্র
ইহা মোটামুটি পূর্নাঙ্গ চিত্র- তবে আশে পাশে ছোটখাটো টেবিলে শরবৎ,হালিম ইত্যাদি ই্ত্যাদি ও ইত্যাদি রহিয়াছে।
প্রথমেই পরিচয় করাই আমার প্রিয় রাশান সালাড ডিশটার সাথে
এটা বেঙ্গলমিটের মেরিনেট করা অংবং খেয়ে নিজে নিজেই ট্রাই করে নাম দিলাম স্যুইট এ্যান্ড সাওয়ার চিকেন কুলকুল
এবার সিপি প্যাকেট চিকেন বল ফ্রাইপ্যানে হাল্কা ভেজে শাসলিক স্টাইলে কাঁঠি গেঁথে গেঁথে কাঁঠি কাবাব
চিকেন কেশ্যুনাট সালাদ ইয়াম্মী ইয়াম্মী
বিফ ভাজা ভাজা কাবাব আসল নাম কি আমি নিজেও জানিনা বাট আমার ইনভেনশন তো কাজেই রেসিপি জিগাসা করলেই বলে দেবো..
নুডুলস চিরাচরিত তবে চপস্যিস্টাইলে চেপ্টা চেপ্টা দেখতে....
ঘিয়ে ভাঁজা শাহিটুকরা ......হুমমমমমমমমম ইয়াম্মী......
দই বুন্দিয়া-
আলুচপ - ভেতরে কিমার পুর.....
পেঁয়াজে মরিচে পেঁয়াজু
টেম্পুরা ফ্লাওয়ারে চুবানো ও ডুবো তেলে ডুবানো বেগুনি
পেঁয়াজে, মরিচে লেবুতে ও বিটলবনে মাখা মাখা বুট
জিলাপী- আমি কিন্তু বানাইনি, এত কালচে জিলাপীটা - এটা গিফ্ট- কালি জিলাপী
স্পন্জ রসগোল্লা - রস মিষ্টি দোকানের
ফ্রেস ফ্রুটটসসসসসসসসস
শরবৎ, ম্যাঙ্গো জ্যুস আর সুপেয় পানি
সৌদি এ্যারাবিয়ান খেঁজুর
ফ্রুট ককটেল উইথ আইসক্রিম- মালাই ( অবশ্যই আমার ইনভেনশন)
আইসক্রিম উইথ জেলো এ্যান্ড ফ্রুটসসসসসসসস ( এটাও আমার কারিকুরি)
সবশেষে আবারও ইফতার টেবিল.......
অনেক অনেক ছবি দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গেছি। কেউ রেসিপি চাইলে দিয়ে দেবো অবশ্য অবশ্য। সবাইকে রমজানের আর অগ্রীম ঈদ মুবারাক!!!!!!!!!
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯
শায়মা বলেছেন: আমরা সব এখনও খেয়ে ফেলিনি ভাইয়া।
তুমি চাইলে তোমার জন্য কিছুমিছু সেহরীতে পাঠায় দিতে পারি!!
২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: রাত দশটার পর ইফতারি। এর কিছুক্ষণ পরতো সেহরী খাওয়ার সময়। এত ইফতারি। সত্যিকারের হলে ভাল হতো। পোস্ট ভাল হয়েছে। ২য় +
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০
শায়মা বলেছেন: আরে ভাইয়া
ইফতারের পর টিফতারী, তারপর নিকটাত্মীয়দের গফতারী( গল্পস্বল্প)
আর তারপর ছবি আপলোড করতে করতে ১০টা বেঁজে গেলো কখন জানতেই পাইনি।
৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৩
লিন্কিন পার্ক বলেছেন:
এইভাবে ছবি দিয়ে জিভে জল আনার মানে কি আপু ??
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১
শায়মা বলেছেন: আরে জিভে জল আনা কি বললাম না আমার বাসায় সব্বার দাওয়াৎ!!!!
তুমিও চলে আসো পরীর দেশে.......
৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টে মাইনাচ !
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!
না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অভি ভাইয়া আমি কিন্তু বদদোয়া দিয়ে দেবো...........
মনে রেখো পরীর বদদোয়া, নট বিফলে গোয়িং....... হি হি হি
৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ ডেকোরেশন এ্যান্ড ফুডস।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬
ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছবি, দেখে খুব লোভ লাগল। সব আপনি বানিয়েছেন, আর সব আইটেম খাবেন? সারছে। ভাল সুন্দর পোষ্ট!
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
শায়মা বলেছেন: খাওয়া দাওয়া শেষ তো ভাইয়া। তবে এখনও কিছু অবশিষ্ঠাংশ আছে। বলতে গেলে সবই আমি বানিয়েছি তবে হেল্পিং হ্যান্ডদের অভাব ছিলোনা।
থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!!
৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬
মোঃমোজাম হক বলেছেন: এই রকম একটি ইফতারে যেতে মন চাইছে।তারাতারি ঠিকানাটা দাও চলে আসি
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: ভাইয়া ঠিকানা তো তোমার জানাই আছে
পরীরাণী
C/O পরীর দেশ....
আকাশপুর
৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭
মোঃ ইসহাক খান বলেছেন: অনেক খাবারের সমাহার। ভাল লাগলো দেখে।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!
৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
লিন্কিন পার্ক বলেছেন:
আসতে বললেন কিন্তু আসার পথ ত বলে দিলেন না ! :#>
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪২
শায়মা বলেছেন: বলে দিলাম তো!!!!!!!!!!!!!!
পরীরাণী
C/O পরীর দেশ....
আকাশপুর
কাল সন্ধ্যার আগেই চলে আসো চলে আসো!!!!!!!!!!
১০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: চিকেন ফ্রাই নাই ?
খেলব না !
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: আরে চিকেন ফ্রাই নাই বাট তার চাইতেও মজাদার ইয়াম্মী চিকেন স্যুইট এ্যান্ড সাওয়ার আছে চিকেন বলস আছে তো ভাইয়া!!!!!
লাগ কলেনা!!!!!!!!!!
১১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
একজন ঘূণপোকা বলেছেন: জিভে জল চলে আসলো আপুনি, কবে আপনার বাসায় কালকে আমার দাওয়াত মনে থাকে যেন!!!!!!!
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৬
শায়মা বলেছেন: কালকেই তোমার দাওয়াৎ ভাইয়া!!!!!!!!!!
১২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
শাহ্রিয়ার খান বলেছেন: নাউজুবিল্লাহ
এটা নাকি সংযমের মাস!!!!!!!!!!!!!!
ঝাঝাকাল্লাহ খায়ের
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: ঐ শাহরিয়ার!!!!!!!!!!!!
সেটা পারিবারিক দাওয়াৎ মাহফিল ছিলো বুঝলে না!!!!!!!!!!!
১৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪০
অনেকের মধ্যে একজন বলেছেন: আমার যেটা জানতে ইচ্ছা করছে আপনার ওয়েট কত আপু ?
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
অ নেককককককককককককককককককককককককককককক
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তুমি বলো নিউ নিউ রান্না এক্সপেরিমেন্ট করলে বুঝি চেখে দেখতে হয়না!!!!!!!
আর চাখতে চাখতে কি হয় বুঝো!!!!!!!!!!!!!!
১৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
টানিম বলেছেন: বইন বুঝাই যায় . . . ভালো থাকুন ।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২
শায়মা বলেছেন: হা হা হা
কি বুঝা যায়!!!!!!!!!!!!!!!!
হা হা হা হা হা হা
ভাইয়া আমি হাসতে হাসতে মরলাম!!!!!!!!!!!
১৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২
তন্দ্রা বিলাস বলেছেন: কত্তো আয়োজন! কয় জনে খাবেন?
কেমন আছেন আপু?
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: ভালো আছি আপুনি!!!!!!!!!!!
বেশ কয়েকজনই খেয়েছি ...........
১৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
মাহবু১৫৪ বলেছেন:
নাহ! এইসব দেখা বন্ধ
এত কিছু খেলে ২ দিনেই পেট ড্রাম হয়ে যাবে।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!
রোজ রোজ না তো!!!!!!!!!!!!!!!
দু একদিন খাওয়া যায়!!!!!!!!!!!!
১৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০১
আরজু পনি বলেছেন:
বাসায় খেতে দা্ওয়াত না দিলে কিন্তু হবে না বলে দিলাম ...
আহা...এভাবে খাবারের ছবি দিতে হয় না কি...দেখেই তো খেতে ইচ্ছে করে
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮
শায়মা বলেছেন: আমার পরীর দেশে তোমার দাওয়াৎ আপুনি!!!!!!!!!!!!!!!!
১৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০২
অগ্নি সারথি বলেছেন: রমজান আসলে আপনাদের মত অসংযমীদের জন্য নয় সায়মা আপা।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!
রাগ করেনা!!!!!!!!!!!
আমি একটু অসংযমী আছি!!!!!!!!!!!!!
তাই বলে রাগ করবা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮
ইমরাজ কবির মুন বলেছেন:
ক্যান আই প্লিজ হ্যাভ দ্যা স্যুইট এ্যান্ড সাওয়ার চিকেন কুলকুল এন্ড আইসক্রিম উইথ জেলো এ্যান্ড ফ্রুটসসসসসসসস ??
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০
শায়মা বলেছেন: অফকোর্স ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!
এই নাও তোমার জন্য এখুনি বানায় আনলাম
২০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৪
লেখোয়াড় বলেছেন:
আমি বেশি খেতে পারি না, কিন্তু এখানে এত এত সুন্দর খাবার যে লোভ সামলানো দায়, ইফ...... উফ....... অফ...... ওফ........ কি যে করি!
ডাক্তারের পরামর্শ নিতে হবে বোধহয়।
না শায়মা এত রসনা জাগানো ভাল নয়, এসব বাদ দেন।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: হা হা হা
না ভাইয়া!!!!!!!!!!!!
আমার কিন্তু নিজে খাবার থেকেও খাবারগুলো বানাতে, সাজাতে আর অন্যকে খাওয়াতেই বেশি মজা লাগে!!!!!!!!!
২১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬
পেন্সিল চোর বলেছেন: কেউ যদি জিলাপিগুলাতে হাত দেয় তাইলে কিন্তু খবর আছে ওর।এইগুলা আমার!আপু সাহস কইরা একদিন আমাগোরে দাওয়াত দিয়া ফেলেন।আর মাত্র ১২-১৩ টা রোজা আছে
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: আরে সাহসের কি!!!!!!!!!!!!
কালকেই তোমার দাওয়াৎ আমার বাসায় ভাইয়া!!!!!!!!!!
যাই পেন্সিলগুলা সব লুকাই রেখে আসি।
২২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯
অগ্নি সারথি বলেছেন: রাগ করি নাই তো সায়মা আপা। বিশ্বাস কর রাগ করি নাই। ঢাকা শহরে গতকাল ইফতারীর সময় কল্যানপুরে ফুটপাতের পাশে বাইক স্ট্যান্ড করে, বাইকের উপরে বসে ইফতার করেছিলাম। দুটো শিশুর সামান্য কটা বুট, মুড়ি আর দুটো আলুর চপ (দোকান হতে চেয়ে নেয়া) ভাগাভাগী করে খেতে দেখেছি তো, তাই বলেছি। এসব বিষয় আমাকে অনেক ভাবায় জানেন। জানি, আপনি বলবেন, তাতে আমার কি আসে যায়? বাস্তবিক আপনাদের কিছু আসে যায় না। স্যরি হ্যাঁ। এভাবে বলার জন্য। আমি যদি জানতাম যে আপনাদের কিছু আসে যায় না, আপনি অসংযমী আছেন, তাহলে বিশ্বাস করেন কোন মন্তব্য না করে চলে যেতাম।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১
শায়মা বলেছেন:
জানি ভাইয়া তুমি রাগ করোনি। তুমি কষ্ট থেকে বলেছো।কিন্তু তুমি যেটা বল্লে তেমনটা কি আমি দেখিনি? বা জানিনা? তুমি কি সেটা বিশ্বাস করো?
আমিও দেখেছি পিচ্চি দুটো বাচ্চা কে কতটা ইফতারী জমালো এ দোকান ও দোকান থেকে সেটা নিয়ে দুজনের ইফতারের পলিব্যাগ গুলো মাপামাপি করছে। খুশীতে ঝিলমিল করছে দুজন । যেন এক মজার খেলা।
ভাইয়া আমি ওদের মজাটা দেখেছি। মনটা অবশ্যই খারাপ হয়েছে। ওদেরকে ডেকে কিছু টাকাও দিয়েছি। এমনকি আমরা অনেকেই কি এতিমখানা বা গরীবদেরকে ইফতারী খাওয়াই না??? তুমি কি ভাবছো শুধু নিজেরাই খাচ্ছি ? এক ফোটাও ওদের কথা ভাবছিনা???
আমি অসংযমী হই আর বেসংযমী হই আমি কিন্তু এতটা বিবেকহীন না মনে হয়। কাজেই তাদের কথাও আমরা ভাবি আর কিছু না কিছু করি। তবে সেসব ফলাও করে বলে বেড়ানোটাকে একটু লজ্জারই মনে হয়।কারণ কতটুকুই বা করতে পারি বলো? আর আমি নিশ্চিৎভাবে জানি আমার চাইতেও আরও আরও মহৎপ্রান মানুষ আজও বাংলাদেশে আছেন আর তাই মানুষের মানুষের ভালোবাসা আজও মরে যায়নি।
তবুও কি আমরা আমাদের আর্থ সামাজিক অবস্থার ভিত্তিতে খাচ্ছিনা? পরছিনা? একে অন্যকে দাওয়াৎ করছি না? ঠিক যেমনি এতিম, আতুর দুঃখীদের কথা আমরা ভুলিনি ঠিক তেমনি আত্মীয় স্বজন বন্ধুদেরকেও ভুলবোনা।
যাইহোক ভাইয়া ভালো লাগলো তুমি আমার পোস্টটা দেখে সাথে সাথেই যে তেমন কিছু মানুষের কথা ভেবেছো যাদের দুমুঠো মুড়ি আর বুটে আত্মতৃ্প্তি করে ইফতার জোটে।
এটাই তো মনুষত্ব! ভালো থেকো ভাইয়ামনি!!! মানুষ মানুষের জন্য। যতটুকু পারি অবশ্যই করবো ওদেরও জন্য।
বাট আমি নিশ্চিৎ আমি সেসব নিয়ে পোস্ট দিলে কিছু মানুষ আবার তাচ্ছিল্য করে বলবে .....ঢং আসছেন উনি মানব অবতার!!!!
ভালো থেকো অনেক অনেক ভাইয়া।
শুভ কামনা তোমার জন্য।
২৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৫
মো: আতিকুর রহমান বলেছেন: আমার পেটে আর কোন জাইগা অবশিষ্ট নাই তাই ডেকেও লাভ নাই খেতে পারব না।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩
শায়মা বলেছেন: ওকে ভাইয়া
কালকে তোমার দাওয়াৎ!!!!!!!!!
পেট খালি হয়ে যাবে ততক্ষনে ইনশাল্লাহ!!!!!!!!!!!
২৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
চটপট ক বলেছেন: খাবো।
অফটপিকঃ আপু কি ফেবু ডিএকটিভেট করে দিয়েছেন??
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০
শায়মা বলেছেন: খাও খাও যত ইচ্ছা খেয়ে ফেলো ভাইয়া।
হ্যাঁ ভাইয়া রোজ কারা যেন আমার ফেবু হ্যাক করার ট্রাই করে.....
এমনিতেই আমার ফেবুতে কোনো এক্টিভিটি নেই তবুও কেনো যে ......
২৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১
রাজু মাষ্টার বলেছেন: খাইসে আমারে, এইসব কি
এইসব দেইখা তো পেটের ভেতর ইদুর ডন মারতে লাগসে
ইফতারি বলে যে কিসু একটা করসি আজকে ,মেমোরিতে খুইজা পাইতেসিনা :-&
এত ইয়াম্মি ইফতারি দেইখা মনে হয় ব্রেইন হাং খাইসে
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!
তোমার দাওয়াৎ পরীর দেশে!!!
২৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: চেহরি খাইয়া ঘুমাইছিলাম এই মাত্র উঠলাম। এখন বাজে মাত্র দুপুর ২ টা। আল্লাহ শায়মা আপুর ইফতার দেইখা যদি আমার রোজা হালকা হইয়া যায় তবে আমারে কিন্তু কোন দোশ দিবার পারবা না
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬
শায়মা বলেছেন: হায় হায় তাইলে তো সব দোষ আমার ঘাড়ে পড়বে!!!!!!!!!!
গেছি!!!!!!!!!!!
তাড়াতাড়ি পোস্ট মুছতে যাই বাবা।
২৭| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১
স্পেলবাইন্ডার বলেছেন: খাইতে মুঞ্চায়....
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০০
শায়মা বলেছেন: খেয়ে ফেলো খেয়ে ফেলো ভাইয়া তবে অবশ্যই ইফতারের সময় খেও।
২৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬
খাটাস বলেছেন: আপু বেরোজদার এলাউড???? :#> :#>
একটা প্রশ্ন ছিল, এত ইফতার বানাইতে কয় দিন লাগছে? আর খেয়ে শেষ করতে কয় দিন লাগছে? :!>
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৭
শায়মা বলেছেন: হ্যাঁ বেরোজদার পিচ্চিরাও এ্যলাউড!!!!!!!
আর এইগুলা বানাতে মাত্র একদিন লেগেছে ।
১২টা থেকে প্রিপারেশান শুরু আর ৩ জন হেল্পিং হ্যান্ডস ভাইয়া।
২৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
ফারিয়া বলেছেন: আমি দেশে থাকলে অবশ্যই তোমার বাসায় হানা দিতাম, দাড়াও, দেশে একবার এসে নেই আপু!
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
শায়মা বলেছেন: আরে আজকেই চলে আসো আপুনি!!!!!!!!!
পরীর দেশে যে কোনো দেশ থেকেই চলে আসা যায় তো!!!!!!!!!!!!!
দাঁড়াও তোমার ঠিকানায় এক জোড়া পাখা পাঠায় দেই।
৩০| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আচ্ছা আপু,
ইফতারী আর সাহরী কি একসাথে হচ্ছে?
আর হলে কয়দিনের জন্য
আর হ্যাঁ, মাইনাচ!
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩
শায়মা বলেছেন: হা হা হা
ঠিক তাই ভাইয়া!!!!!!!!!!
ইহা তিরিশ দিনের ইফতারী ও সেহরী একসাথেই!!!!!!!!!!!!
আর মাইনাচ কেনো!!!!!!!!!!!!!!!!
না না চলবেনা!!!!!!!!!!!!
৩১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
একজন আরমান বলেছেন:
আপু এইটা কি ঠিক হল?
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪১
শায়মা বলেছেন: আরে তোমারও দাওয়াৎ তো আমার পরীর দেশে ভাইয়া।
৩২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:২২
পেঁচালি বলেছেন: লোভনিয় পোস্ট
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬
শায়মা বলেছেন:
কেমন আছো পেঁচালিভাইয়া???
৩৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৩
অপু তানভীর বলেছেন: উরি খাইছে রে !!!!!
দাওয়াত দিবা কবে আগে কও ???
তা না হলে কিন্তু খেলুম না !!
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭
শায়মা বলেছেন: আজকেই.......
মানে তোমার দাওয়াৎ তো সবসময় আমার বাড়িতে ভাইয়ামনি!
৩৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৮
মামুন রশিদ বলেছেন: আমি ভোজন বেরসিক ।
অল্প লেবুশরবত-খেজুর-পেঁয়াজো-বেগুনী-জিলেপী আর সাথে নরম খিচুরী । ব্যস, সেহরীর আগে আর কিছুই না ।
তবে ইয়াম্মী খাবারের ছবি আর পরিবেশনার স্টাইল দেখতে ভালো লাগে
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯
শায়মা বলেছেন: আমারও!!!!!!!!
ইয়াম্মী খাবার দাবার, ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট সবকিছুর সাজুগুজুটাই আমার বেশি পছন্দের।
৩৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৭
নস্টালজিক বলেছেন: ডাওয়াট ডিবা কবে?
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
শায়মা বলেছেন: আজকেই.......
আজকেই চলে আসো পরীর দেশে..........
দুজনেরই দাওয়াৎ আমার পরীর দেশে!!!!!!!!!!!!!
৩৬| ২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০০
আমি সাজিদ বলেছেন: আমার চিকেন কুলকুল, চিকেন বল, দই বুন্দিয়া, শাহি টুকরা আর ফ্রুট ককটেল চাই।দাও দাও দাও দাও দাও
অগ্নি সারথিকে দেওয়া তোমার রিপ্লাই কমেন্ট অনেক ভালো লাগলো।এই না হলে আমার পরী আপ্পি
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
শায়মা বলেছেন: সব তোমার জন্য ভাইয়ামনি!!!!
আমি জানি রোজা আসলেই বিভিন্ন খাবারের দোকানে, হোটেলে সাজানো সারি সারি খাবার বা নানা ম্যাগাজিনে নানারকম খাবারের ছবি বা নানা অনুষঠানে নানাপদের খাবার দেখলে আমাদের মনে সাথে সাথেই কিছু করুন মুখের দৃশ্য ভেসে ওঠে।
কিন্তু তাই বলে এই নয় যে আমাদের মনুষত্ব বিলুপ্ত হয়েছে। আমি দেখেছি ইফতারের দোকানগুলোর দোকানীরাও যেমন ফেরায় না ছোট ছোট শিশুদেরকে তেমনি বুড়ো মানুষগুলোকেও তারা যথা সম্ভব সাহায্য করে। শুধু তাই নয় প্রায় প্রতিদিনই আমি দেখেছি ধনী মানুষদের বাড়ির সামনে আর্ত মানুষদের ভীড়।
আমাদের সমাজব্যাবস্থাটাই এমন বটে। আর্থ সামাজিক বিভেদপূর্ন তাই বলে সমাজ থেকে মানবতা বা মনুষত্ব একেবারেই উঠে গেছে এ কথাটাও ঠিক নয়।
আমাদের বাড়িতে অন্ন সংস্থানের জন্য যেসব দরিদ্র মানুষগুলো এসেছে ছোট থেকেই আমি দেখেছি আমাদের পরিবারের প্রতিটা মানুষকে তাদের সাথে শুধু ইফতারী নয় সবচেয়ে যেটা জরুরী মিষ্টি ব্যাবহার সেটার চর্চা করতে। কাজেই আমার মনে হয় মানুষ হিসাবে যে সন্মানটুকু দেবার কথা, মানুষের মানুষের যথা সম্ভব যে সাহায্যটুকু করার কথা তা আসলেই ফুরিয়ে যায়নি। আর্থ সামাজিক অবস্থানে মানুষে মানুষে বিভেদ থাকতে পারে তাই বলে মানুষ হিসাবে যোগ্য সন্মানটুকু পাবার অধিকার যেমনি তাদের আছে তেমনি আমাদেরও উচিত সেটা দেবারই চেষ্টা করা। যথা সম্ভব তাদেরকে সাহায্য করা।
যাইহোক ভালো থেকো পিচকি ভাইয়া।
৩৭| ২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০০
মাসরুর আহমেদ বলেছেন: ভাজা ভাজা বিফ এর রেসিপিটা চাই । বানিয়ে দেখবো।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০
শায়মা বলেছেন: বিফস্টেকের স্লাইস মাংস সয়াসস, একটু আদাবাটা, রসুন বাটা কাঁচামরিচ বাটা টেস্টিং সল্ট, নরমাল সল্ট আর গোল মরিচে ভিজিয়ে রাখতে হবে।
তারপর দুই ঘন্টা পর অল্প তেল ফ্রাইপ্যানে দিয়ে ফ্রাই করতে হবে। আমার ওখানে দুরকম আছে। কিছু ডাইরেক্ট ভাজা আর কিছু টেম্পুরা ফ্লাওয়ারে চুবিয়ে ভাঁজা।
ওহ স্লাইস মাংসগুলো ভেঁজানোর আগে একটু পাটায় থেঁতলে নিতে হবে।
৩৮| ২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৬
মাসরুর আহমেদ বলেছেন: ভাজা ভাজা বিফ এর রেসিপিটা চাই । বানিয়ে দেখবো।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৬
শায়মা বলেছেন: দিয়েছি ভাইয়া।
৩৯| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১১
আর.হক বলেছেন: ইফতারের সময় এই পোস্ট দেখমু
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৭
শায়মা বলেছেন: ওকে ওকে ওকে ভাইয়া।
৪০| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আর পার্তাছি না ভাই, পেট যে ফেটে যাওয়ার উপক্রম
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
শায়মা বলেছেন: হায় হায় কেনো কেনো???
আজকেই পরীর দেশে তোমার দাওয়াৎ ভাইয়া।
৪১| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দিনের বেলায় রোজা ভাঙার উপক্রম। ধন্যবাদ শায়মা
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৯
শায়মা বলেছেন: হায় হায় না না ভাইয়া
এতে রোজা আরও পোক্ত হবে।
৪২| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৫
সোহানী বলেছেন: এর কোনো মানে হয়...রোজা রমজানের দিনে..............
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
শায়মা বলেছেন: কেনো কেনো কেনো????
পরীর দেশে দাওয়াৎ তো তোমার আপুনি........
৪৩| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪
ইখতামিন বলেছেন:
খুব খেতে মন চাইছে
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭
শায়মা বলেছেন: চলে আসো পরীর দেশে!!!!!!!!!!
৪৪| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০১
মেহেদী হাসান মানিক বলেছেন: বড়ই অসময়ে আইসা পড়লাম
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪০
শায়মা বলেছেন: ইফতারের সময় এসো ভাইয়া।
৪৫| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এত খাবারের ছবি দেখে দেখে তো রোজা হাল্কা হৈয়া যাইবার লাগছে
আমার এখানে বেশি পছন্দের আইটেম হচ্ছে সিপি চিকেন বল।, আমার অফিসের কাছে সিপির আউটলেট সময় পেলেই ঢু মেরে এটা খেয়ে আসি
আমার ভাগটা যেন বাসায় বসেই পেয়ে যাই ...হুমমম ।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪১
শায়মা বলেছেন: না না রোজা হাল্কা হবেনা।
জানোনা খাবার সামনে রেখেও যে না খায় সেই প্রকৃত রোজাদার।
তোমাকে আজকে পরীর দেশ হতে চিকেন পারসেল পাঠানো হবে।
৪৬| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
বৃতি বলেছেন: ফ্রেস ফ্রুটটসসসসসসসসস, সৌদি এ্যারাবিয়ান খেঁজুর, সুপেয় পানি, জিলাপী, স্পন্জ রসগোল্লা তুমি রান্না করোনি শায়মা আপু । চিকেনও কার যেন মেরিনেট করা ফাঁকিবাজ রাঁধুনি তুমি
পোস্টে +++
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০১
শায়মা বলেছেন: ফ্রেস ফ্রুটটসসসসসসসসস, সৌদি এ্যারাবিয়ান খেঁজুর, সুপেয় পানি, জিলাপী, স্পন্জ রসগোল্লা এসব করিনি বটে...........
তবে চিকেন কেই মেরিনেট করেনি.........
মানে আগের দিন খেয়ে খেয়ে বুঝেছি বেটা কি করেছে তাই নিজেই করেছি...... ফার্স্ট ইটিং, দেন টেস্টিং দেন কুকিং.......
ওকে বিশ্বাস না হয় রেসিপি বলি তুমি নিজেই করে দেখেো তারপর ইয়াম্মী ইয়াম্মী চিকেন খেয়ে পাগল হয়ে গেলে আমি কিন্ত জানিনা।
মাংসগুলো যথারীতি একটু আদা, রসুন, কাঁচামরিচবাটা লবন, গোলমরিচ, টেস্টিং সল্টে মাখাও....... তারপর আসল রহস্য, এক কাপ টোমাট্যো কেচাপ, আধা কাপ সয়াসস আর একটু চিনি...... হি হি মেরিনেট করো এক ঘন্টা।
আর তারপর একটু তেল ফ্রাইপ্যানে দিয়ে তাতে কিছু পেঁয়াজকুচি আড় রসুনকুচি ছেড়ে লাল লাল করে নিয়েই এই মেরিনেট করা মাংসটা সব কিছু সহ ছেড়ে দিতে হবে।
মাখা মাখা হলেই হয়ে গেলো চিকেন স্যুইট এ্যান সাওয়ার কুলকুল। (নামটা আমার দেওয়া )
আর আমি রাঁধিনি এত বড় অপবাদে আর থাকতে না পেরে সবার উত্তর ছেড়ে আগে তোমারটা দিতে দৌড়ে আসলাম।
৪৭| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
দূর দ্বীপবাসীণি বলেছেন: আপু, এত কিছু!!!দেখেই তো খিদে লেগে গেলো!
দই বুন্দিয়ার রেসিপিটা দিবেন প্লিজ,ট্রাই করে দেখব।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
শায়মা বলেছেন: একটু পর আসছি আপু।
এসে রেসিপি দিচ্ছি।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯
শায়মা বলেছেন: বুন্দিয়া কিনতে হবে অলিম্পিয়া থেকে।
বা বাসাতেও বানানো যায়.....
বেসন ১ কাপ, খাবার সোডা হাফ চা চামচ, পানি পরিমাণমত, তেল ভাজার জন্য, দই ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ভাজা মসলা হাফ চা চামচ, বিট লবণ চারভাগের এক চা চামচ।
বেসন+ সোডা+ পানি একত্রে গুলে ঢেলে বুন্দিয়া ভাজতে হবে। তারপর একটি পাত্রে দই, চিনি বিট লবণ, মিক্সড করে বুন্দিয়া দিয়ে মিশাতে হবে। এরপর ভাজা মসলা উপরে ছিটিয়ে দিলেই হয়ে গেলো দই বুন্দিয়া।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
শায়মা বলেছেন: আরেকটা রেসিপি পেলাম.....
জিরা ও মরিচ টেলে গুঁড়া কর। একটা গামলায় ৩ কাপ পানি ও লবন মিশাও।
১-১ ১/৪ কাপ পানি দিয়ে বেসন গুলে নাও। খুব ভালভাবে ফেট। কড়াইয়েতেল গরম কর। ঝাঁঝারিতে অথবা মোটা কাপড়ে ছোট ছিদ্র করে তাতে বেসন নাও। তেলের উপর বুন্দিয়া ছাড়। বুন্দিয়া ভাজা হলে তেল থেকে তুলে লবন পানিতে ছাড়। অল্পক্ষন পানিতে রেখে বুন্দিয়া ছেঁকে তোল। বেসনে বুন্দিয়া কিনতেও পাওয়া যায়। কেনা বুন্দিয়া পানিতে ভেজাতে হবে না।
লবন ও চিনি দিয়ে দই ফেট। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে ফেট যেন ঘন দুধের মতো হয়। অর্ধেক মসলার গুঁড়া মিশাও।
একটা বাটিতে বুন্দিয়া নাও। বুন্দিয়ার উপর দই ঢাল। উপরে বাকি মসলার গুঁড়া ছিটিয়ে দাও। পুদিনাপাতার কুচিও দেয়া যায়।
৪৮| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৫
বৃতি বলেছেন: আপু, তোমাকে এক্সারসাইজ করাতে পেরে আমি খুশি রেসিপি পেয়ে বিশ্বাস করলাম তুমি রেঁধেছ । জাস্ট দুস্টামি আপু । আমি আগেও তোমার রান্নার ব্লগ দেখেছি । রেসিপি দেখে দেখে রাঁধার চেষ্টা করব ।
ভালো থেক ।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
শায়মা বলেছেন:
জানি জানি তুমি জানো আমই পাঁকা রাঁধুনি......
পাকা রাঁধুনি আমি পাকা রাঁধুনি
যত রকম রান্না আছে সব আমাকে শিখিয়েছে
আমার মামনি..........
৪৯| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
আম্মানসুরা বলেছেন: ছবি দিলেন অথচ রেসিপি দিলেন না, অমার্জনীয় অপরাধ
রাশান সালাদের রেসিপিটা দেন
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: দেবো দেবো সব দেবো।
পোস্টে বলাই আছে ভাইয়া যে যা চাবে সব রেসিপি দেওয়া হইবেক।
ওয়েট একটু পর আসছি ভাইয়ামনি।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
শায়মা বলেছেন: ভাইয়া এই রাশান সালাদ হলো আমার নিজস্ব পদ্ধতিতে আবিষ্কৃত।
কিন্তু আমি শিওর এই সালাদ খাবার পরে দুনিয়ার কোনো সালাদ আর মজা লাগবেনা।
শশা, টমেটো, গাঁজর, পেয়াজ কিউব করে কাটা,বাঁধাকপি কুচি একটু,একটু কাঁচামরিচ মিহি কুচি, সিদ্ধ চিকেন কিউব করে কাটা আর আপেলও দুরকম লাল আর সবুজ কিউব করে কাটতে হবে।
ইচ্ছা করলে চিংড়ি সিদ্ধ আর আলু সিদ্ধ টুকরা বা ডিম সিদ্ধ টুকরাও কিউব করে নেওয়া যাবে।
সব কিছু একটা বড় বোলের মধ্যে রেখে
সালাদ ড্রেসিং বা মেয়োনেজ বড় চামচের কয়েক চামচ যেন মাখা মাখা হয় দিতে হবে।
লবন, টেস্টিং সল্ট, গোলমরিচ গুরা , পার্সলেপাতা, বাসিললিফ এসব গুড়া ডিপার্টমেন্ট স্টোরে পাওয়া যায় মানে বাসায় যা কিছু আছে সব ঢেলে দিতে হবে।
ইচ্ছা হলে একটু চিনি ও সিরকা বা লেবুর রস দেওয়া যেতে পারে তবে তাহা ঐচ্ছিক।
সব মিলিয়ে এক সাথে তারপর সুন্দর একটা আমার মত আঙ্গুর আঙ্গুর সালাদ ডিশে ঢেলে দিতে হবে।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
শায়মা বলেছেন:
সালাদ ড্রেসিং এইটা কিনবে ভাইয়া।
৫০| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪২
সায়েম মুন বলেছেন: খাবারগুলো দেখতে সুন্দর লাগছে। ভাজাপোড়া বাদে সব খেয়ে গেলাম।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
শায়মা বলেছেন: ভাজাপোড়া খাওনা নাকি বেবিভাইয়া!!!!!!!!!
সেসবই তো সবচাইতে মজা!!!!!!!
৫১| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
আমি বন্য বলেছেন: এত খাবার দেখলে ভালোই লাগে .।
কিন্তু আপু জানেন কি, মায়ের হাতের বানানো এক্তু সেমাই, একটু, আর এক গ্লাস শরবতে মত খাবারে যে মজা তা আর কোথাও নেই।।
ভালো থাকবেন আপু।।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩
শায়মা বলেছেন: একদম ঠিক তাই ভাইয়া।
তবে সেটা কি সবার কপালে জোটে???
অনেক অনেক শুভকামনা তোমার জন্য ভাইয়ামনি।
৫২| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
ইসপাত কঠিন বলেছেন: পরিপূর্ণ টেবিল। শুধুমাত্র একটা আইটেম মিসিং। বলেন তো সেটা কি? সংযম।
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮
শায়মা বলেছেন: ঐ ভাইয়া রোজ রোজ খাই নাকি???
তাহলে তো আর পাওয়াই যাবেনা।
এটা তো একটা পারিবারিক ঘরোয়া ইফতার পার্টি ছিলো। বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিলো তাই একটু সাধ করে রান্না বান্না সাজুগুজু। নয়তো আজকে শুধু ছোলা আর মুড়ি আর শরবৎ খাবো।
মানে একদিন বড়লোকি খানা পিনা করে ১০ দিন সংযম। ঠিক আছে না বলো???
একদিনও কি একটু মনের সাধ মিটিয়ে খাবোনা ??? সেটা কি হয় নাকি???
৫৩| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১২
আজনবী বলেছেন: অসাধারন আয়োজন।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া তুমিও বেসংযমী বলে বকা না দেবার জন্য।
৫৪| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
নীল-দর্পণ বলেছেন: নুডুলসের চপস্যিস্টাইল টা বুঝলাম নাতো !
বিফ ভাজা ভাজ কাবাব টাতো দেখতে আলুর চপের মতন লাগছে রেসিপিটা দিয়ে দাও দেখি লক্ষী মেয়ে
তোমার পোষ্ট দেখে খুশীতে একটা লাফ দিয়েছি
কত্ত কি যে কর তুমি! তোমার বাসার অ্যাড্রেসটা খালি পেলেই হয় একদিন। তোমার সাথে বসে বসে দেখবো কি করে কর এতসব !
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
শায়মা বলেছেন: হা হা নীলুমনি
ম্যান পাওয়ার লাগবে আমার বাসায় আর যারা আছে তারাও সব আমার পাগলামীর যোগ্য সাগরেদ আজ যদি বলি চলো আজকে চাইনিজ ডে তো খানা পিনা থেকে শুরু করে ঘরবাড়ি সব চাইনিজ বানায় ফেলতে লেগে যাবে তারা সহোৎসাহে। আমি অনেক অনেক ভাগ্যবান যে তাদের মত কিছু লোকজন পেয়েছি আমার আশে পাশে। নইলে একা একা !!!! জন্মেও করা হত নাকি!!!!!!!!!!! নাকি যেতই!!!!!!!!!
শুনো চপস্যি বানায় না!!!!!!!! ঐ যে নুডুলস দিয়ে। সিদ্ধ করে ভাজে আর কি সেই নুডুলটা দিয়েও চাওমিন বানিয়েছি। নুডুলগুলো দেখতে একটু চেপ্টা এই আর কি। ওকে তোমাকে একটু পরে ফোটো তুলে এনে দেখাবো।
আর ভালো করে দেখো আলু চপটা গোল গোল ঠিক আলুচপের মতনই আর বিফ ভাজা ভাজা কেবাব ইজ ডিফরেন্ট!!! তেড়া বেকা......
আর রেসিপি তো একটু আগে কাকে যেন দিলাম দাঁড়াও তোমার জন্যও আনছি সেটাই কপি করে।
৫৫| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: মাইনাচ মাইনাচ ৩৪ নাম্বার মাইনাচ । রোজার দিনে এই সব কি? শুনেন আফা এতো এতো মজার খাবার দেখে এখনো তো জিবে জল এসে গেলো আর এখনো ইফতার করতে অনেক বাকি ভালা বুদ্ধি দিনের বেলায় পোষ্ট ড্রাফ করে রাখবেন , ইফতারের পর আবার পোষ্ট দিবেন , আর নাইলে এতো খানা দেখে জিবে জল এসে রোজা হালকা হয়ে গেলে সব দোষ আপনার !!!
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া .......
উড়ে আসো পরীর দেশে.........
এখুনি রওয়ানা দিলে ঠিক ঠিক ইফতারের আগে পৌছে যাবে।
৫৬| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
নীল-দর্পণ বলেছেন: রেসিপি পেয়ে গেছে। তোমাকে আর কষ্ট করে দিতে হবে না। আমি কমেন্ট করে সবার কমেন্ট পড়তে গিয়েই পেয়েছি
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: হা হা তাহলে তো হয়েই গেলো!
৫৭| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার সবচে প্রিয় বেগুনি। এর সাথে যোগ করুন বুট ভুনা ও পেঁয়াজো, সাথে মুড়ি, ব্যস।
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
শায়মা বলেছেন: আমারও ভাইয়া তবে সালাদ যে কোনো আইটেম বেশি প্রিয়!
৫৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০
সুপান্থ সুরাহী বলেছেন:
এই পোস্ট মেডামরে লইয়া পাঠ করিলাম। কিন্তু ফলাফল হইল রিপরীত।
মেডাম আমারে আরড় চোখে দেখে আর বলে এইসব দেখো আর ঘরে আইসা কও কিচ্ছু ভালা লাগেনা।
আচ্ছা শহরে গেলে এর পর থিকা তোমারে খরচের বাইরে টাকা নিতে দিমুনা।
তাইলেই আর ব্লগের খাওন লইয়া পেচাল পারবনা।
আপু আমি শেষ! এখন খাওন লইয়া কিচ্ছু কইতে পারুমনা। কইলেউ কইবে। যাও শায়মাপুর ব্লগ থিকা খায়া আও।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৪
শায়মা বলেছেন: ভাইয়া ভাবীজি আর তোমার পরীর দেশে দাওয়াৎ!
৫৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সেইরকম ইফতার...
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
শায়মা বলেছেন:
কেমন আছো ভাইয়া???
৬০| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:২২
সুপান্থ সুরাহী বলেছেন:
ঠিকানা কই...?
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০
শায়মা বলেছেন: ঠিকানা আবার কি পরীর দেশ ভাইয়া.....
জানোনা!!!!!!!!!!!!
৬১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯
শাহজাহান মুনির বলেছেন: আমিতো পুরাই খাদক । এত্তগুলা আইটেম এক সাথে দেখলে কি কারো মাথা ঠিক থাকে বলেন ?
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
শায়মা বলেছেন:
পরীর দেশে দাওয়াৎ ভাইয়া!!!!
৬২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩১
শাহজাহান মুনির বলেছেন: শাহজাহান মুনির বলেছেন: আমিতো পুরাই খাদক । এত্তগুলা আইটেম এক সাথে দেখলে কি কারো মাথা ঠিক থাকে বলেন ? আমি ইফতারিজজজজ খামু ।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: ওকে ওকে পরীর দেশে দাওয়াৎ দিলাম তো ভাইয়ামনি!!!!!!!
কালকেই উড়ে চলে এসো.......
৬৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০
অনন্যমানুষ বলেছেন: তোমার বাসায় আমার ইফতারের দাওয়াত। দিন তারিখ ফিক্স করে মেইল করে জানিয়ে দিও।
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪২
শায়মা বলেছেন: ওকে ওকে ওকে ভাইয়া!!!!!!!!!!
দিন তারিখ লাগবেনা .......
আজই চলে আসো ................
৬৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতো কিছু একবেলায় খামু কেমনে! তাকায়া তাকায়া গেলাম! একটু নুন চেখে দেখলে খারাপ লাগতো না
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮
শায়মা বলেছেন: একটু একটু খাবে ভাইয়া..........
সবাই একটু একটু খেলেই শেষ হয়ে যাবে।
৬৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০১
অদৃশ্য বলেছেন:
এই সময় আপনার এখানে আসাটা ঠিক হলো না... ইফতারির সময় বা পর এলেই বুঝি ভালো হতো...
শুভকামনা...
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫
শায়মা বলেছেন: ইফতারের সময় পরীর দেখে চলে এসো ভাইয়া!!!!!!!!!!!!!
৬৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০০
অনাহূত বলেছেন:
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: মন খারাপ কেনো ভাইয়ামনি????
মন খারাপ করেনা একদম!!!!!!!!!!
৬৭| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
ভুং ভাং বলেছেন: চিকেন কেশ্যুনাট সালাদ খাইতে মন চায় । পোস্টে ভয়ানক সাইজের মাইনাচ ।রোজার দিনে ক্ষুধাকে নাড়াচাড়া দেওয়া কারি পোস্টে আশা করি এডমিন যথা উপযুক্ত ব্যাবস্তা নিবে
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৮
শায়মা বলেছেন: চিকেন কেশ্যুনাট সালাডটা আসলেও অনেক মজার ভাইয়া।
ওকে আজকেই তোমার দাওয়াৎ পরীর দেশে।
৬৮| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯
পারভীন রহমান বলেছেন: শুধু ছবি দেখালে চলবেনাআআআআআ.------- কবে খাওয়াবে বলোওওওওওও নাহ'লে কিন্তু :
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৯
শায়মা বলেছেন: আজকেই আপুনিমনি!!!!!!!!!!!!!!!
আজকেই চলে আসো পরীর দেশে.........
৬৯| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩
নোবিতা রিফু বলেছেন: কাচ্চা খাইয়া ফালামু...
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!!
কাকে !!!!!!!!!!!!
আমাকে নাতো আবার !!!!!!!!!
ভুই পাইসি ভাইয়া......
৭০| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ঠান্ডি পানি আর খুরমা নাই ওগুলো দিয়ে ইফতার শুরু করতে হয়। ইফতার শুরু করা যায় নাই।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩২
শায়মা বলেছেন: আছে তো ভাইয়া!!!!!!
ছবিতে দেখোনি!!!!!!
হায় হায়
আর এখন আবার ইফতার শুরু করে দিওনা।
ইফতারের অনেক দেরী আছে।
৭১| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১১
রোমেন রুমি বলেছেন: শুধু শুধু মানুষকে খাবারের ছবি দেখিয়ে লোভ লাগানো !!
আমার বুঝি খেতে ইচ্ছে করে না !
জিবে তো জলে নদী বয়ে গেল ; আচ্ছা আমি না হয় রোজা রাখি না অন্যরা তো রাখে !
তাদের কি রোজাটার ভর কমে যাচ্ছে না ! মানে রোজা হালকা হয়ে যাচ্ছে না !
আর এই জন্য কিন্তু তুমিই দায়ী ; হুম মনে রেখো
তোমার খাদ্য বিষয়ক এই ছবি দেখে আমার ভীষণ ক্ষুধা লেগেছে ; আমি এখন খেতে যাই
শুভ দুপুর ।
৭২| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
রোমেন রুমি বলেছেন: শুধু শুধু মানুষকে খাবারের ছবি দেখিয়ে লোভ লাগানো !!
আমার বুঝি খেতে ইচ্ছে করে না !
জিবে তো জলে নদী বয়ে গেল ; আচ্ছা আমি না হয় রোজা রাখি না অন্যরা তো রাখে !
তাদের কি রোজাটার ভর কমে যাচ্ছে না ! মানে রোজা হালকা হয়ে যাচ্ছে না !
আর এই জন্য কিন্তু তুমিই দায়ী ; হুম মনে রেখো
তোমার খাদ্য বিষয়ক এই ছবি দেখে আমার ভীষণ ক্ষুধা লেগেছে ; আমি এখন খেতে যাই
শুভ দুপুর ।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: আরে ভাইয়া কই যাও!!!!!!!!
খেতে !!!!!!!!!!!
হায় হায় হায় !!!!!!!!!!!! তওবা তওবা তওবা!!!!!!!!!!!!!!
৭৩| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪
তিতা করোলা বলেছেন: চিকেন কেশ্যুনাট সালাদ এর রেসিপিটা চাই
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: Click This Link
এই ব্লগটা দেখতে পারো করোলা ভাইয়া
আর তোমার জন্য এখানেও রেসিপিটা দিয়ে দিচ্ছি
শশা- ২টি
টম্যাটো-২টি
ক্যাপসিক্যাম-২টি
পেয়াজ- ২টি গোল চাকা করে কাঁটা
কাঁচা মরিচ ধনেপাতা কুঁচি করে কাঁটা- আন্দাজমত
চিকেন কিউব-২ কাপ
রসুন কুচি -২ কাপ
টম্যাটো সস-২ কাপ
সয়াসস- আধা কাপ
চিনি-আধা কাপ
কেশুনাট-৫০০ গ্রাম
চিকেন কিউবগুলো টেম্পুরা ফ্লাওয়ারে মাখিয়ে মুচমুচে করে ভেজে উঠিয়ে রাখতে হবে।
ফ্রাইপ্যানে রসুন কুচি লালচে করে ভেজে তাতে টম্যাটো সস, সয়াসস আর চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে। ।সসটা হয়ে গেলে তাতে কেশুনাট, চিকেন কিউব আর শশা টম্যাটো পেয়াজ মরিচ ধনেপাতা সব একসাথে মাখিয়ে নিতে হবে।
৭৪| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮
আমি সাজিদ বলেছেন: এহ !
খালি বলে সব খাবার তোমার সব খাবার তোমার
কিন্তু খেতে দেওয়ার নাম নেই
খালি বলে পরী রাজ্যে দাওয়াত, চলে এসো
আমার ফ্রুট কক্টেল চাই
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩
শায়মা বলেছেন: আরে কি বলে পিচকাটা!!!!!!
এই নাও ফ্রুট ককটেল
আর সাথে চিকেন কেশ্যুনাট সালাদ এক বাটি
এইবার খুশী!!!!!!!!!!!!!!!
৭৫| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন:
গ্রহন করলাম, আনন্দের সাথে। পরীর দেশে যাব না। মানুষের মাঝেই থাকতে চাই। এই পৃথিবীতে অনেক পরী আছে।
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬
শায়মা বলেছেন: হা হা হা
সেই ভালো ভাইয়া..........
পৃথিবীর পরীরা মায়াবতী
আর পরীর দেশের পরীদের কোনো বিশ্বাস নাই, যদি আমার আকাশে নিয়ে গিয়ে উপর থেকে ফেলে দেয়।
৭৬| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন:
গ্রহন করলাম, আনন্দের সাথে। পরীর দেশে যাব না। মানুষের মাঝেই থাকতে চাই। এই পৃথিবীতে অনেক পরী আছে।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫২
শায়মা বলেছেন:
এই নাও একখানা মর্ত্যের পরী!!!
৭৭| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মুনলাইট বলেছেন: আপু ইফতারে এসকল খাবার খাওয়া মোটেও স্বাস্থ্যকর না........
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৩
শায়মা বলেছেন: মাঝে মাঝে খাওয়া যায় তাইনা বলো আপুনি????
৭৮| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
চুক্কা বাঙ্গী বলেছেন: বড়ই সুস্বাদু খানাখাদ্য কিন্তু গুরুজনেরা একটা কথাই বারবার বলে। খাওয়া কোন কঠিন ব্যাপারই না। হজম করাটাই কঠিন।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: আরে কম কম খেলে হজম হয়ে যাবে তো ভাইয়া।
৭৯| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
চুক্কা বাঙ্গী বলেছেন: বড়ই সুস্বাদু খানাখাদ্য কিন্তু গুরুজনেরা একটা কথাই বারবার বলে। খাওয়া কোন কঠিন ব্যাপারই না। হজম করাটাই কঠিন।
৮০| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
চুক্কা বাঙ্গী বলেছেন: দু:খিত এক কমেন্ট দুইবার এসে পড়েছে।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০
শায়মা বলেছেন: মুছে দিলাম ভাইয়া।
৮১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: এক সাথে খাবারের ছবি দেখতে সমস্যা হয় নাই। কিন্তু আলাদা আলাদা ছবি দেখে তো ইচ্ছা করতাছে আপনার বাসায় চলে আসি , ইফতারিতে যোগ দেই।
ঘিয়ে ভাঁজা শাহিটুকরা আর দৈ বুন্দিয়ার রেসিপি দিয়েন আপু !
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫২
শায়মা বলেছেন: চলে আসো আপু পরীর দেশে!!!!!!!!!!!
আর এই নাও আমার দই বুন্দিয়া রেসিপি
বুন্দিয়া কিনতে হবে অলিম্পিয়া থেকে।
বা বাসাতেও বানানো যায়.....
বেসন ১ কাপ, খাবার সোডা হাফ চা চামচ, পানি পরিমাণমত, তেল ভাজার জন্য, দই ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ভাজা মসলা হাফ চা চামচ, বিট লবণ চারভাগের এক চা চামচ।
বেসন+ সোডা+ পানি একসাথে গুলে ঢেলে বুন্দিয়া ভাজতে হবে। তারপর একটি পাত্রে দই, চিনি বিট লবণ, মিক্সড করে বুন্দিয়া দিয়ে মিশাতে হবে। এরপর ভাজা মসলা উপরে ছিটিয়ে দিলেই হয়ে গেলো দই বুন্দিয়া।
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯
শায়মা বলেছেন: শাহী টুকরা
পাউরুটি স্লাইসগুলি টোস্টার বা তাওয়ায় টোস্ট করে নিতে হবে। তারপর ধার কেঁটে চৌকো বা তিনকোনা করে কেঁটে নিতে হবে। এর পরে ফ্রাই প্যানে অল্প ঘি দিয়ে হালকা ভাজা করতে হবে।
দুধ ঘন করে নিয়ে একটু চিনি দেওয়া যেতে পারে। সেটা পাউরুটি স্লাইসগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। আর জাফরান ছড়িয়ে এরপর পরিবেশন!!!
৮২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৭
আত্নভোলা বলেছেন: খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু ............
৮৩| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১
আত্নভোলা বলেছেন: খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু ............
৮৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩
আত্নভোলা বলেছেন: খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু খামু ..............................
৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪০
শায়মা বলেছেন: বাপরে গেছি!!!
সব তোমার জন্য!!!!!
থামো ভাইয়া!!!!!!!
৮৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:২২
আহসান২২ বলেছেন: রমজান মাস সংযমের মাস। পার্ট নেওয়ার জায়গা না। যে শুধু ১ গ্লাস পানি খেয়ে রোজা ভাঙ্গে তার রোজা আল্লাহর শত-শত গুন দামি।
৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩০
শায়মা বলেছেন: হায় হায় তাই নাকি ভাইয়া???
কাল থেকে শুধু পানি খাবো.......
৮৬| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: খাবারের ছবি দেখতে দেখতে পেট ভরে গেল।
পোষ্টে নয় খাবারে একটা প্লাস দিতে নিদ্রিষ্ট পয়েন্টে ক্লিক করলাম। কাজ হলো কিনা বলতে পারিনা।
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৫
শায়মা বলেছেন: তুমি তো খাবারে ক্লিক দিলে আর আমি তোমার পোস্টে ক্লিক দিয়ে দিয়ে দিয়ে দিয়ে .........
থাক রোজার মাসে আর হাসতে চাইনা।
৮৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৬
আহসান২২ বলেছেন: রমজান মাস সংযমের মাস। পার্ট নেওয়ার জায়গা না। যে ব্যাক্তি শুধু এক গ্লাস পানি খেয়ে রোজা ভাঙ্গে তার রোজা আল্লাহর কাছে অনেক অনেক বেশী দামি।
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১০
শায়মা বলেছেন: এখন থেকে ভাবছি শুধু এক গ্লাস পানি ছাড়া ইফতারে কিছুই খাবোনা।
কিন্তু আমার ফুপি তোমার ফোন নাম্বার চেয়েছে ভাইয়া তিনি জানতে চান কোন হুজুর এই ফতোয়া দিয়েছেন যে শুধু এক গ্লাস পানি খেলে রোজা বেশি দামী ?
৮৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৭
অনাহূত বলেছেন: ওকে মন ভালো হয়ে যাবে, কবে এই সকল আইটেমের পার্সেল পাবো বলেন?
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১২
শায়মা বলেছেন: যেদিন চাও সেদিনই ভাইয়া.........
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
শায়মা বলেছেন: হুম !!!!!!!!!!!
ভাইয়ু!!!!!!!!!!!!!!!
৮৯| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৬
আমি সাজিদ বলেছেন: থ্যাংকস আপ্পি আমাকে ফ্রুট ককটেল আর চিকেন টা দেওয়ার জন্য
খুব ভালো হইসে
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১২
শায়মা বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু...........সাজিদবেবি।
৯০| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪২
শিশির সিন্ধু বলেছেন: ইফতারের আইটেম দেইখা লাগতাছে বিয়ার লইগ্যা আপনেরে কেউ দেখতে আইছিলো.....তা যাওনের সময় কয় টেকা দিছে
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৬
শায়মা বলেছেন: হায় হায় ইফতারী খাইয়ে বিয়ের দেখাদেখি!!!!!!!!!!!
তাও আবার রোজার মাসে!!!!!!!!!!!
তাও আবার এই বুড়িকালে!!!!!!!!!!!!!!!
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমাকে আগ ভাবতাম তুমি বুঝি আমার একটা আপুনি কারন যেভাবে খানাপিনার পোস্ট দাও!!!!!!!!!!!!!!আজ বুঝলাম তুমিও তোমাকে দেখতে আসলে খানাপিনা বানাও হবু শ্বসুর শ্বাসুড়ীকে খুশি করার জন্য!!!!!!!!
৯১| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৩
শিশির সিন্ধু বলেছেন: ইফতারের আইটেম দেইখা লাগতাছে বিয়ার লইগ্যা আপনেরে কেউ দেখতে আইছিলো.....তা যাওনের সময় কয় টেকা দিছে
৯২| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৯
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমাকে না দিয়ে আপনি খেতে পারলেন??? আই হেট ইয়ু
খিদা লাগছে, খামু
৯৩| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০০
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমাকে না দিয়ে আপনি খেতে পারলেন??? আই হেট ইয়ু
খিদা লাগছে, খামু
৯৪| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০০
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমাকে না দিয়ে আপনি খেতে পারলেন??? আই হেট ইয়ু
খিদা লাগছে, খামু
৯৫| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০১
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমাকে না দিয়ে আপনি খেতে পারলেন??? আই হেট ইয়ু
খিদা লাগছে, খামু
৯৬| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৩
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমাকে না দিয়ে আপনি খেতে পারলেন??? আই হেট ইয়ু
খিদা লাগছে, খামু
৯৭| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৪
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমাকে না দিয়ে আপনি খেতে পারলেন??? আই হেট ইয়ু
খিদা লাগছে, খামু
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: এতবার হেট!!!!!!!!!!!!!!:
তোমাকে জীবনেও পরীর দেশে দাওয়াৎ দেবোনা!!!
৯৮| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
তোমোদাচি বলেছেন: ইন্ডিয়ান রেস্টুরেন্টের শুকনা নান চাবাইতে চাবাইতে ইফতারী করলাম;
আইস্যা দেখলাম ইফাতারীর এই মহোৎসব!!!
এইডা কিছু হইল!!!
৯৯| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
তোমোদাচি বলেছেন: ইন্ডিয়ান রেস্টুরেন্টের শুকনা নান চাবাইতে চাবাইতে ইফতারী করলাম;
আইস্যা দেখলাম ইফাতারীর এই মহোৎসব!!!
এইডা কিছু হইল!!!
১০০| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
তোমোদাচি বলেছেন: ইন্ডিয়ান রেস্টুরেন্টের শুকনা নান চাবাইতে চাবাইতে ইফতারী করলাম;
আইস্যা দেখলাম ইফাতারীর এই মহোৎসব!!!
এইডা কিছু হইল!!!
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২১
শায়মা বলেছেন: ভাইয়া রাগ করেনা!!!!!!!
তোমাকে আজকে পরীর দেশ হতে একখানা ইফতারী দাওয়াৎ কার্ড পাঠানো হবে।
১০১| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪
অপর্ণা মম্ময় বলেছেন: আপু , ঘিয়ে ভাঁজা শাহিটুকরার রেসিপি দিয়েন। প্রিয়তে রেখে দিলাম পোস্ট রেসিপির জন্য
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫
শায়মা বলেছেন: দিয়েছি তো আপুনি।
১০২| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সবগুলো ই সুস্বাদু। নিশ্চিতভাবেই।কিন্তু বেশিরভাগই তো সুস্বাস্থ্যকর নয়।তেলেভাজা খাবার খেলে আরো মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা উকিঝুকি মারছে।সেরকমটি হলে মানবস্বাস্থ্য ঝুকিতে ফেলার দায়ে তোমার শাস্তি হওয়া উচিৎ
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯
শায়মা বলেছেন: হায় হায় রোজ রোজ খাবেনাতো ভাইয়া।
মাঝে মাঝে খাওয়া যায় তবে বেশিভাগ তেলে ভাজা না তো। ভালো করে দেখো। অনেক পুষ্টিকর খানা পিনাও আছে।
১০৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২
আমি সাজিদ বলেছেন: পাকা রাঁধুনী আপ্পি তুমি,পাকা রাঁধুনী…এতো মজার রান্না শিখিয়েছেন কি তোমার মা মণি ?
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০
শায়মা বলেছেন: মামনি, কুকিং কোর্স, টিভি আর ইন্টারনেট
১০৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৪২
শিশির সিন্ধু বলেছেন: হবু শ্বশুর শ্বাশুড়ি!!!!!!!! আই অলরেডি হ্যাভ অ্যা পেয়ার অব পারেনটস অফ ল'
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬
শায়মা বলেছেন: হা হা তাই বলো। বাহ তোমার মত এমন একজন রাঁধুনী জামাই পেয়েছেন তারা । বড়ই ভাগ্যবান দ্যাট পেয়ার অব পারেনটস অফ ল' ।
১০৫| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: একি কান্ড ! এত্ত কিছু !!
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭
শায়মা বলেছেন:
কত্তকিছু!!!
টাও টো ডইবড়াটা বানাই ই নি ভাইয়া।
১০৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খেলমুই না!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪
শায়মা বলেছেন: কেনো!!!!!!!!!!!!
লাগ কলেনা ভাইয়ামনিটা......
আজকেই তোমাকে একখানা পরীর দেশের ইফতারীও দাওয়াৎ কার্ড পাঠিয়ে দেওয়া হবে।
১০৭| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬
কয়েস সামী বলেছেন: রামান সালাডটাই মনে আমার পক্ষে সবচে সহজ হবে তৈরী করা। রেসিপিটা বিনামূল্যে দেয়া যাবে আপি?
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২
শায়মা বলেছেন: যাবে..........
আসলেই সেটা শুধু সহজ তাই নয় অনেক অনেক মজাদার ভাইয়া। এই সালাদ খেলে আর কোনো ইফতারই লাগেনা।
ওকে রেসিপি বলি
শশা, টমেটো, গাজর, আপেল, চিকেন সিদ্ধ, কিউব করে কাটতে হবে।
পেয়াজ কিউব আর মরিচও টুকরা করে দেওয়া যায় মানে আমার নিজস্ব রেসিপিতে।
একটু লেবুর রস, লবন আর টেস্টিং সল্ট, পার্সলে পাতা, ব্যাসিল লিফ এসব ড্রাই পাওয়া যায় আর গোলমরিচ গুড়া আর এমনিতেই ধনেপাতা কুচিও দিতে পারো।
সব কিছু একসাথে নিয়ে সালাদ ড্রেসিং ঢেলে দিতে হবে আর ২/৩ টেবিল চামচ মেয়োনেজ। এরপর চামচ বা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে।
হয়ে গেলো মজাদার রাশান সালাদ।
চিংড়ি সিদ্ধও দেওয়া যেতে পারে। অথবা সিদ্ধ ডিম কিউব করে ।
১০৮| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১
কাজী মামুনহোসেন বলেছেন: জিলাপী ছাড়া বাকি সবগোলা আপনার হাতে বানানো ?
নুডুলস চিরাচরিত তবে চপস্যিস্টাইলে চেপ্টা চেপ্টা দেখতে....
নুডুলস প্রতিদিন কয়েকবার খাওয়া হয়, তবে এটা সম্ভবত আজকেই প্রথম দেখলাম।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন: ভাইয়া এমন চপস্যিস্টাইল নুডুলস নিউমার্কেটের স্টোর গুলাতেও পাবে। এটা পাওয়া তেমন কঠিন না।
আর সব আমার হাতে ঠিক না তবে মাতবরীতে বানানো । আমি কুকিং কোর্স করেছি না???
এখন বাসায় মেহমান দাওয়াতে একটু মাতবরী না দেখালে চলবে বলো???
১০৯| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
কয়েস সামী বলেছেন: থ্যাংক ইউ আপি। কাল নিজ হাতে তৈরী করে পরিবেশন করে জানাবো সবাই কি বলল। তবে কিছু কিছু জিনিস আমাদের এখানে নাও পাওয়া যেতে পারে।
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
শায়মা বলেছেন: না পাওয়া গেলে না পাওয়া যাবে। শুধু মেয়োনেজ আর গোলমরিচ লবনে বানাবে ভাইয়া। তবে আরো সহজ করে দিতে পারি। মেয়োনেজও না পেলে টকদই দিয়ে মাখাবে।
১১০| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
কয়েস সামী বলেছেন: থ্যাংক ইউ আপি। কাল নিজ হাতে তৈরী করে পরিবেশন করে জানাবো সবাই কি বলল। তবে কিছু কিছু জিনিস আমাদের এখানে নাও পাওয়া যেতে পারে।
১১১| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
জুন বলেছেন: ইশ এখন এই পোষ্ট দেখলাম ইফতারীর পর
ভালোই হলো, আগে দেখলে কি আর ঐ সাধারন ইফতার ভালোলাগতো
মাইনাস
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৩
শায়মা বলেছেন: ইশ আপুনি!!!!!!!!
সাধারন ইফতারী বললেই হলো!!!!!!!!!!
তোমার সাধারণ ইফতারীটাই দেখি একটু তারপর বুঝবো!!!
আপুনি কেমন আছো???
১১২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপু, আপনার মতোই আমার অবস্থা!
এতো দিনপর দেখলাম! আপি ঈদ এর নতুন একটা রেসিপি দেন এই কথা বলতে এসে দেখি ইফতারির বাহার! ওরে আমাকে কেউ ধররে, নয়তো আপির বাসার সামনে কালকে আমাকে দেখা যাবে।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
শায়মা বলেছেন: আসো আসো কালকেই চলে আসো!!!
আমার বাসায় দাওয়াৎ পরীর দেশে!!!
১১৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপু, আপনার মতোই আমার অবস্থা!
এতো দিনপর দেখলাম! আপি ঈদ এর নতুন একটা রেসিপি দেন এই কথা বলতে এসে দেখি ইফতারির বাহার! ওরে আমাকে কেউ ধররে, নয়তো আপির বাসার সামনে কালকে আমাকে দেখা যাবে।
১১৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপু, আপনার মতোই আমার অবস্থা!
এতো দিনপর দেখলাম! আপি ঈদ এর নতুন একটা রেসিপি দেন এই কথা বলতে এসে দেখি ইফতারির বাহার! ওরে আমাকে কেউ ধররে, নয়তো আপির বাসার সামনে কালকে আমাকে দেখা যাবে।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২২
শায়মা বলেছেন: উফ সামু এর জ্বালায় আর পারলাম না!!!!!!!!!!!
একটা কমেন্ট দিলে দেখি যায়না। পরে দেখি একশোবার গেছে। একটা রিপ্লাই দিলেও নট নড়ন চড়ন তারপর দেখি উনি একশোবার দৌড়াদৌড়ি করেছেন।
সামুকে মাইর দিতে হবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি কিন্তু রেগে যাচ্ছি এইবার!!!!
যাইহোক শুনো ঈদের আগে রেসিপি দিলে ছবি তুলবো কেমনে আবার ঈদ টেবিলের!!!!!!!!!
না না ঈদের পরে দেবো ওকে ভাইয়া!!!!!!!!!!!
নীচের আর উপরেরগুলো মুছে দিয়ে আবার বলতে এলাম। এটা তোমার নেট সমস্যা না এটা সামু এর সমস্যা। জ্বালায় মারলো কয়দিন ধরে।
১১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭
কয়েস সামী বলেছেন: আপু, দই বুন্দিয়াটা প্লিজ। রেসিপি!
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
শায়মা বলেছেন: দই বুন্দিয়া রেসিপি
বুন্দিয়া কিনতে হবে অলিম্পিয়া থেকে।
বা বাসাতেও বানানো যায়.....
বেসন ১ কাপ, খাবার সোডা হাফ চা চামচ, পানি পরিমাণমত, তেল ভাজার জন্য, দই ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ভাজা মসলা হাফ চা চামচ, বিট লবণ চারভাগের এক চা চামচ।
বেসন+ সোডা+ পানি একসাথে গুলে ঢেলে বুন্দিয়া ভাজতে হবে। তারপর একটি পাত্রে দই, চিনি বিট লবণ, মিক্সড করে বুন্দিয়া দিয়ে মিশাতে হবে। এরপর ভাজা মসলা উপরে ছিটিয়ে দিলেই হয়ে গেলো দই বুন্দিয়া।
১১৬| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩
অদ্ভুত_আমি বলেছেন:
আপু এত এত ইফতারিইইই..........
সব গুলি কি এক দিনে বানিয়েছেন আপু :O
দেখেই মন ভালো হয়ে গেছে আপু
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩
শায়মা বলেছেন: হা হা
ভাইয়া এখন কি গ্লাস পেইন্টিং এর মত আমার ইফতারগুলিও বানিয়ে আমাকে দেখাবে নাকি!!!!!!!
হ্যাঁ একদিনেই বানিয়েছিলাম তবে হেল্পিং হ্যান্ড ছিলো ৩জন।
১১৭| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫
অদ্ভুত_আমি বলেছেন: এই দুই টা খেতে চাই ... .. .
ফ্রুট ককটেল উইথ আইসক্রিম-মালাই
আইসক্রিম উইথ জেলো এ্যান্ড ফ্রুটসসসসসসসস
বানানোও মনে হয় সহজ হবে এই দুইটা
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
শায়মা বলেছেন: একদম সহজ!!!!!!!!!!!
ফ্রুটসগুলি কেটে ছেটে গোলমরিচ, একটু বিটলবন আর একটু লেবুর রস।
আইসক্রিম দিলে শুধু ফ্রুটসগুলিতে চিনি আর লেবুর রস।
১১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা তেসো
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
শায়মা বলেছেন: তোমাকেও শুভেচ্ছা ভাইয়া।
তবে তেসো আবার কি জিনিস!!!!
১১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: তোমার নাম।
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮
শায়মা বলেছেন: তেসো!!!!
হায় হায় এইটা কি রুশদেশের নাম নাকি!!!
আমার এই নাম আমি জানতাম না ...... আজই জানলাম।
১২০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: তুমি ঠিকই জানো তেসো তোমার নাম
এভূবনে তেসোর মূল্য অমূল্যসমান।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন: গুগল সার্চ দিয়ে তেসো ভাষা তেসো তথ্য পেলাম ভাইয়া।
এইটা আমার নাম !!! হায় হায় !!!
১২১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মুনসী১৬১২ বলেছেন: চিকেন কেশ্যুনাট সালাদ --
ইহা কি?
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১২
শায়মা বলেছেন: ইহা একটি সালাদ ভাইয়া।
চিকেন কিউব আর কেশ্যুনাট দিয়ে বানায়!
১২২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
কেএসরথি বলেছেন: কয়েকটা আইটেম অনেক মজার দেখতে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪
শায়মা বলেছেন: খেতেও ভাইয়া।
১২৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২
দুঃস্বপ্০০৭ বলেছেন: আপু ভাল আছৈন ? ইফতারী লোভনীয় । পোস্টে + ।
আমার ব্লগে আপনার দাওয়াত ।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪
শায়মা বলেছেন: হা হা ....
হুম ............
ভালো আছি ভাইয়া।
কি রান্না করেছো যে দাওয়াৎ দিলে???
১২৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২
রাতুল_শাহ বলেছেন: আজকে তাহলে সকল জনতা নিয়ে আপনার বাসায় হাজির হচ্ছি।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: আরে রাতুলভাইয়া!!!!!!!!!!
তোমার দাওয়াৎ আমার পরীর দেশে।
১২৫| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
ফয়সল নোই বলেছেন: ইফতারিতে ৬/৮ জন উপস্থিত ছিলেন । সঠিক ? বাচ্চারা কেউ ছিল না মনে হয়। পানির গ্লাস গুনে অনুমান করলাম। সঠিক হয়নি,তাই না ? কোন টিভির ইফতারির অনুষ্ঠানের সময় বানানো হলে ভিন্ন কথা।
যাই হোক,রমজান শেষের দিকে,তারাবি,তাহাজ্জুত,সেহেরির কথা মনে নেই মনে হচ্ছে।
...
অ.ট: মিডিয়াফায়ারে নতুন কোন আপলোড করলে লিংক দিবেন প্লিজ।
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১
শায়মা বলেছেন: ঠিক তাই গেস্ট বলতে ৬/৭ জনই ছিলো। কিন্তু এছাড়াও অনেক বড় টেবিলে ছাঁদে টেবিল দিয়ে খাবার অনেক অনেক মানুষ ছিলো প্রায় ৪০/৫০ ওদের খাবার বা টেবিলের ছবি দেওয়া হয়নি ভাইয়া।
তারা কারা ছিলো?
এই ৬/৮ জনের বাসার যত মানুষজন আমাদের জীবনের সাথে অতঃপ্রোত ভাবে জড়িয়ে আছে। যাদেরকে ছাড়া আমাদের রান্না হয়না, খাওয়া হয়না, গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়া হয়না আমাদের বাড়ি ঘর পরম মমতায় যারা সামলে রাখে, পাহারায় রাখে তারা। তারাই ছিলো মেইন গেস্টস।
ওকে ভাইয়া আরও লিন্ক দেবো। অলরেডী অনেক লিন্ক আছেই। পরে দেবো ভাইয়ামনি।:০
১২৬| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯
মুহিব বলেছেন: fruit salad টা মিস মনে হচ্ছে।
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১
শায়মা বলেছেন:
না ভাইয়া মিস না তো!!!!!!!!!!!
ঐ যে আইস্ক্রিম দেওয়া।
১২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
ভিয়েনাস বলেছেন: রাশান সালাডের আদলে আমি একটা সালাদ বানিয়েছিলাম কিন্তু কি নাম দিব বুঝতেছিনা। সালাদের ছবিটা সংযুক্ত করতে পারলাম না
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০২
শায়মা বলেছেন: ভাইয়া আমার রাশান সালাদটাও আমার স্টাইলেই বানানো।
তোমার স্টাইলটাও জানতে চাই।
১২৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০
আশফাক সুমন বলেছেন: Hats off to you sis shaima !
Great post .
+++++++++++
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
তোমাকে দেখে আশফাক সজল ভাইয়াকে মনে পড়লো। কোথায় যে হারিয়ে গেলো ভাইয়াটা!!
১২৯| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১
দুঃস্বপ্০০৭ বলেছেন: আপু আপনাকে আমি ফেবুতে খুজেঁ পাচ্ছিনা কেন ? এখানে একটা রিকুয়েস্ট দিয়েন যদি ইচ্ছে হয় ।
Click This Link
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫
শায়মা বলেছেন: ওহ আমাকে ফেবুতে পাওা কঠিন কার্য্য। আমি মাঝে মাঝে পরীর দেশে থাকি তো তাই পাওয়া যায়না।
বাট তোমার তো পাওয়ার কথা!!!
১৩০| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
আমি ব্লগার হইছি! বলেছেন: আজকাল আর খাওয়াদাওয়ার প্রতি আগের মত আগ্রহ নেই।আমি দেখেই খুশি।
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬
শায়মা বলেছেন: হা হা হা সেই ভালো ভাইয়া।
বেশি বেশি খাওয়া ভালো নাতো।
সুস্থ্য থাকার জন্য পরিমিত খাবারই দরকার।
১৩১| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬
মুহিব বলেছেন: এই পোস্ট পড়ে কাল বাসায় গেলাম। ইফতার ছিল সাধারন মানের আর আমার মেজাজটাই খারাপ হয়ে গেল।
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: আহারে ভাইয়াটা!!!!!!!!!
পরীর দেশে উড়ে আসতে .......
মানে আমাদের বাসায়............
ভাইয়া তুমি কি এখনও বাঁশী বাঁজাও?
১৩২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪
রাকিবুল৯০ বলেছেন: এখন বাজে দুপুর দেড়টা। ইফতারের আরো ৫ ঘন্টা ১৩ মিনিট বাকি।
কি দিলেন, শায়মাপু?
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
শায়মা বলেছেন: ভাইয়া পোস্টটাতো এখন দেইনি। সেই ইফতারের পরে দিয়েছিলাম।
তুমি তো এতদিন পর ইফতারের আগে দেখে ফেললে। তাও আবার ৫ ঘন্টা আগে।
১৩৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬
রাতুল_শাহ বলেছেন: আপু আপনার পরীর দেশে যেতে হলে একেক জনকে থীফ অব বাগদাদ হতে হবে।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪
শায়মা বলেছেন: তুমি হবে নাকি!!!!!!!!!
না না লক্ষী ভাইয়া শেষে চোর ছেচড় হয়ে যেওনা।
তুমি তো গুড বয় ভাইয়া।
১৩৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
রাতুল_শাহ বলেছেন: আজকে একটা নতুন পোষ্ট আশা করছি।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
শায়মা বলেছেন: আজকের বিশেষত্ব কি !!!
বুঝলাম নাতো!!!!!!!!!
১৩৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ভিন্ন রকমের মজা
থাকল ঈদ আনন্দ
অসাধারন লেখা
নহে মন্দ
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৩৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫২
খইকাঁটা বলেছেন: এটা ইফতারী না বলে বিয়েবাড়ী বলেন, কিছুটা সংগত হবে।
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪
শায়মা বলেছেন: আহা কি যে বলো ভাইয়া!!!!!!!!!!!
বিয়েবাড়িতে কি কেউ খেঁজুর, ছোলাভুনা এই সব খায়!!!!
সেটাই তো অসংগত!!!!!!!!!
১৩৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২০
মুহিব বলেছেন: আমার কমেন্টে আপনার রিপ্লাই দেখে অবাক হলাম। আপনার মনে হয় ভুল হচ্ছে। আমি কোন কালেই বাশী বাজাতে পারতাম না।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২১
শায়মা বলেছেন: ভাইয়া আসলেই আমি ভুল করেছিলাম অন্য একজন বংশীবাদককে তুমি ভেবেছিলাম।
১৩৮| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
আরুশা বলেছেন: রোজা হাল্কা হয়ে গেল আপা
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৮
শায়মা বলেছেন: রোজা শেষে রিপ্লাই দিতে পারলাম ভাইয়া।
আমি লগ করতে পারছিলাম না।
১৩৯| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬
কাঠফুল বলেছেন: ...ঈদ মোবারক।।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৬
শায়মা বলেছেন: ঈদ মুবারাক!!!
১৪০| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন:
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।
১৪১| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮
অদ্ভুত_আমি বলেছেন: ঈদ মোবারক আপু
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১১
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।
১৪২| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
আমিনুর রহমান বলেছেন:
ঈদ মোবারক শায়মা !
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: ঈদ মুবারাক!!!!!
১৪৩| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪
অন্তরন্তর বলেছেন:
ঈদ মোবারক।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।
১৪৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:
শায়মা,
অনেক অনেক শুভেচ্ছা রইল-
♥ ঈদ মোবারক ♥
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
শায়মা বলেছেন: ঈদ মুবারাক আপুনিমনি!!!!!!!
ভালো থেকো অনেক অনেক!!!!!!!!!!!!
১৪৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ঈদ মোবারক আপি, দেরী হয়ে গেল। একটু বেশিই দেরী। তাতে কী। কথায় আছে না, Later is better than never.
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!
আমার তো উত্তর দিতে আরও আরও দেরী হলো!!!!!
আমি কিছুতেই লগ করতে পারছিলাম না। এখন প্রক্সি দিয়ে আসলাম একজনের সাজেশনে।
ঈদ মুবারাক টু ইউ টু!!!!!!!!!!!!!!
অনেক ভালো থেকো ভাইয়ামনি!!
১৪৬| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ঈদ মোবারক আফা । এখন যত পারেন খানার পোষ্ট দেন দেকমু আর লুল ফালামু
১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।
তবে আমার লাইন বন্ধ ছিলো। ঈদের সব খানা দানা শেষ!
১৪৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় ! আমি কই আছিলাম ? রোজাদার হয়েও মজাদার ইফতারির পোস্ট টি মিস করলাম !!
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১
শায়মা বলেছেন: এখন বেরোজাদার হয়ে খেয়ে ফেলো সব গপাগপ ভাইয়া!
১৪৮| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫
মাক্স বলেছেন: নেক্সট ইয়ার ছাড়া গতি নাই
১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১
শায়মা বলেছেন: সেই তো আবার একটা বছর!!!!!!!!!
রমজান আসতে..........
১৪৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদের পোস্ট কয় ?
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
শায়মা বলেছেন: ঈদের আগের দিন হতে আমার নেট কানেকশান খারাপ ছিলো।
তাই মন খারাপ ছিলো আমারও...........
আর তাই বেশী ছবি টবি তুলিও নি........
তোমার ঈদ পোস্ট দাও।
সাজুগুজু, খানাপিনা
১৫০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯
প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ লোভনীয় সব খাবার দাবার
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩
শায়মা বলেছেন: ভাইয়া কোথায় ছিলে এতদিন???
রোজাও শেষ .....
ঈদও শেষ..............
খানাপিনাও শেষ........
১৫১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩
টুইংকল বলেছেন: ইফতারীর টাইম শেষ। এখন নিউ পোস্ট দেন।
১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬
শায়মা বলেছেন: নিউ পোস্ট!!!!
নিউ নিউ রান্না করতে হবে তো তাইলে!!!!
১৫২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এত খাবার .. জানিনা রোজা কেন মানুষে রাখে.. .. সারা দিন না খেয়ে বছরের খাওয়া উশুল করার জন্য কি না >? বাই দা ওয়ে ভালো থাকুন নতুন পোষ্টের অপেক্ষায়........
১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭
শায়মা বলেছেন: এইটা তো দাওয়াৎ খানাপিনা ছিলো ভাইয়া.......
রোজ রোজ এত খেলে তো এক মাসে সারাবছরের তিন গুন মোটু হয়ে যেতে হবে!!! আমি কি এত বোকা নাকি!!!!!!!!!
১৫৩| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩০
যাযাব৮৪ বলেছেন: টমই মিয়া ফেইল মারল .।.।।।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯
শায়মা বলেছেন: হা হা টমি কমি সব ফেইল ভাইা
পাকা রাঁধুনি আমি পাকা রাঁধুনি
যত রকম রান্না আছে
সব আমাকে শিখিয়েছে আমার মামনি....
১৫৪| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
নীলনীলপরী বলেছেন: রোজার দিনে এত খাওয়া খাইলে রোজা নষ্ট হয়।
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮
শায়মা বলেছেন: আরে এত খাওয়া খাইনি তো!!!!!!!!!!!!!
মানে রোজ রোজ খাইনি।
মাঝে মাঝে দু একদিন খেয়েছিলাম।
১৫৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
ShusthoChinta বলেছেন: কি খবর আপু,কেমন আছো?
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।
অনেক অনেক ভালো !!!!!!!!!!
১৫৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
ShusthoChinta বলেছেন: ওরে বাপ্রে,তো ভাল? বেশ বেশ!
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮
শায়মা বলেছেন:
হা হা হা হা আসলেই অনেক ভালো আছি ভাইয়া.......
১৫৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৫
যাযাব৮৪ বলেছেন: অন লাইনে তো খাইলাম .।.।.। এইবার রিয়েল দাওয়াত চাই .।.।।
শুভ জন্ম দিন
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩
শায়মা বলেছেন: ওকে ওকে রিয়েল দাওয়াৎ কার্ড পাঠিয়ে দেবো এইবার ভাইয়া।
অনেক অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়ামনি!!!
১৫৮| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৮
নস্টালজিক বলেছেন: শুভ জন্মদিন, শায়মা!
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ নস্টালজিক!!!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস তোমাকে।
১৫৯| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ জন্মদিন আপু । সাথে অনেক শুভ কামনা ।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস তোমাকে বিথিমনি!!!!!!!!!!
১৬০| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮
রেজোওয়ানা বলেছেন: শুভ জন্মদিন শায়মা
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস রেজুমনি!!!!!!!!!
১৬১| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪
আরজু পনি বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা রইল শায়মা
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭
শায়মা বলেছেন: অনেকককককককককককককককক থ্যাংকস আপুনিমনি!!!!!!!!!
১৬২| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুভ জন্মদিন, আপি। অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনে................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................ক শুভেচ্ছা।
সামুটা বড়ই বেয়ারা হয়েছে, অনেক চেষ্টা করেও একটা বার্থডে কেক এর ছবি সংযুক্ত করতে পারলাম না। সব চেয়ে সুন্দর কেকটা কিন্তু আমি উপহার দিলাম।
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৮
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
লাভ ইউ অলওয়েজ!
১৬৩| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন:
হ্যাপি বার্থ ডে শায়মা...তোমার জন্য জন্মদিনের গিফট .....এই ডল। শুভকামনা থাকলো.....ভালো থেকো হাসি গানে ভালবাসায় কবিতায়...আনন্দভরা জীবন লাভ কর।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৮
শায়মা বলেছেন: নাইস ডল!!!!!!!
থ্যাংক ইউ ভাইয়া।
১৬৪| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩
রোমেন রুমি বলেছেন: শুভ জন্মদিন।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি।
১৬৫| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: তুমি এসেছিলে এইদিনে
ক্ষণিকের বসুন্ধরায়
কোন এক শুভক্ষণে
কেদেছিলে তুমি হেসেছিল ধরণী
তোমার দরশনে অপার বিস্ময়ে
মুগ্ধ জননী
হে অভিমানীনি স্বপন চারিণী
করি আনন্দগানে কলতানে
বিষাদে তুমি সুধা ঢালো
হটিয়েছো অন্ধকার
করেছো আলোয় আলো
তোমার আলোয় আলোকিত যেন বিশ্ব
তোমার ঐ বদন খানি এ ধরণীর সেরা দৃশ্য!
সিন্গ্ধ করো ,পবিত্র করো ,মুগ্ধ করো
আমারে আমাদেরে হে অপরূপা বহ্নি তুমি আপন করো ।
তুমি এসেছিলে এইদিনে
ক্ষণিকের বসুন্ধরায়
কোন এক শুভক্ষণে
ধরনী চেয়েছিল বুঝি মুগ্ধ মনে ।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৬৬| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮
সপ্নাতুর আহসান বলেছেন: শুভ জন্মদিন আপু।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৬৭| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
কয়েস সামী বলেছেন: আপু, চিকেন বল খাব! রেসিপি!
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৪
শায়মা বলেছেন: ভাইয়া চিকেন বল তো আমি বানাইনি।
সিপি চিকেন বলস ফ্রোজেন প্যাক কিনেছিলাম তো।
১৬৮| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪
বড় বিলাই বলেছেন: ঈদের পর ঈদ যত না মিস করি, তারচে বেশি মিস করি ইফতার। আর আপনার এমন শাহী ইফতারের মত খানাপিনা তো ঈদেও হয়না।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০
শায়মা বলেছেন: হাহাহা
আপুনি কই থাকো তুমি আজকাল???
১৬৯| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭
বড় বিলাই বলেছেন: আমার ব্লগবাড়ি একটু ঘুরে আসলেই বুঝবেন আমি আজকাল কই থাকি।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩
শায়মা বলেছেন: ওকে ওকে আপুনি। এখুনি যাচ্ছি!
১৭০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
রিমঝিম বর্ষা বলেছেন:
রেসিপি লাগবেনা আপু। দাওয়াত করো.........তোমার হাতের রান্না খাবো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
শায়মা বলেছেন: আরে ইফতারীর দাওয়াৎ দিলে তো আরও একবছর অপেক্ষা করতে হবে রিমঝিমনি!!!!!!!
১৭১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
রিমঝিম বর্ষা বলেছেন:
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন: হায় হায় রাগ করো কেনো আপুনি!!!!!!!!!!!!
আই লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!
১৭২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
লেজকাটা বান্দর বলেছেন: পরের ইফতারির জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি আপুনি!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
শায়মা বলেছেন: হা হা আমার বাসা কিন্তু পরীর দেশে!
তাহলে আজকেই এক জোড়া পাখা অর্ডার দেই তোমার জন্য ভাইয়ামনি।
১৭৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
কালীদাস বলেছেন: এই হইল ইরেগুলার হওয়ার প্রবলেম, এত খাওন দেইখ্যা তো মাথা এখনই আউলায়া যাইতাছে.........
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
শায়মা বলেছেন: এখন তো মাথা আউলানোর কথা না ভাইয়া!!!!!
এখন তো আর রোজার মাস নাই।
১৭৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
ফ্রুট ককটেল উইথ আইসক্রিম, awesome!
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
শায়মা বলেছেন: আসলেই রোজার পর এটা তো অমৃত লাগে!
১৭৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন: আপুনি তোমার হাতের রান্না খুবি ভাল দেখেই বুঝা যাচ্ছে। ছোট ভাইরে একটা দাওয়াত দিলে ভাল হত না ?
শুধু রেসিপি দেখলাম খেয়ে দেখলে কেমন লাগে তাও বলতে পারতাম
১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
শায়মা বলেছেন: ওকে ওকে দাওয়াৎ আমার বাড়িতে!!!
পরীর দেশে!!!!!
উড়ে উড়ে চলে আসো ভাইয়া আজকেই!!!!
১৭৬| ১২ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০১
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
দেশে গেলে আমিও এই সব বানিয়ে পোস্ট দিব।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: আজকে বানিয়েছি ভ্যানিলা-চকো- ফ্রুটোস্ক্রিম
সাথে স্প্রাইটো লেমন।
পরে ছবি দিয়ে যাবো।
১৭৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কেন বিদেশে থাকা বাচ্চা গুলোকে এত্ত কষ্ট দেন। পরে কিন্তু খুঁজে খুঁজে আপনার বাসায় চলে যাব এই সব খেতে। হুম! বলে দিলাম কিন্তু।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:২২
শায়মা বলেছেন: চলে আসো আপুনি!!!!!!!!!!
বিদেশে থাকতে হয়না.............
সবার উপরে নিজের দেশ!!!!!!!! নিজের দেশে বাস করার মত এই ঈদ, রোজা, বৈশাখ ফাল্গুনী আনন্দ আর কোথাও নেই।
১৭৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২
সওগাত উল আলম বলেছেন: পোষ্ট, মন্তব্য ও তার জবাবগুলো পড়লাম। অনেক ভালো লাগল ইফতারির আয়োজন টি, লোভনীয় বটে। খারাপ লাগল কিছু অদ্ভুত মন্তব্য দেখে। আত্মীয়-স্বজন আসলে আমরা প্রত্যেকেই কি সেরাটা চেষ্টা করিনা? তাই কি উচিৎ নয়?
আপনার ধৈর্যের তারিফ না করে পারিনা; সবকিছু তৈরিকরণ, পরিবেশন, পোষ্টকরণ সর্বপরি এত এত মন্তব্যের জবাব তাও আবার এত ঠান্ডা মাথায়! ওফফফ.... ইউ আর রিয়ালি.... সরাসরি বেশি প্রশংসা ঠিক না।
ভালো থাকুন অনন্তকাল.....
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭
শায়মা বলেছেন: ভাইয়া এতদিন পরে কে আমার এই পোস্ট পড়লো দেখতে এসে তোমার মন্তব্য দেখা হাসছি। তুমি বুঝি বসে বসে সব মন্তব্যের রিপলাই পড়লে???
তার মানে তুমিও কম ধৈর্য্যবান না। তুমিও আমার এক ধৈর্য্যশীল ভাইয়া ।
১৭৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪
ভ্রমরের ডানা বলেছেন: অনেক খাবার।
এই রমজানে কিন্তু মেগাপোষ্ট চাই আপু।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
শায়মা বলেছেন: রমজান তো অনেক দূর!!!!
তার আগে পহেলা বৈশাখের খানা এনে ফেলবো!
১৮০| ২৪ শে মে, ২০২০ রাত ১২:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: এ-ই রাতের বেলা এলাম ইফতারিজজজ খেতে। ভুল সময়ে পোস্টটা ওপেন হয়ে গেছে
খাবারগুলো কিন্তু তাই বলে আস্ত থাকিবেক না
২৪ শে মে, ২০২০ রাত ১২:৩৫
শায়মা বলেছেন: হাহাহা খাও ভূত খানা খাও ভূত হয়ে......
১৮১| ২৪ শে মে, ২০২০ রাত ১২:৫৫
ডার্ক ম্যান বলেছেন: ১৭৭ নাম্বার কমেন্ট দেখ ।
অঘটন পটীয়সী । সে তার সব পোস্ট সরিয়ে ফেলেছে।
এত কিছু কিভাবে কর ??
২৪ শে মে, ২০২০ রাত ১২:৫৮
শায়মা বলেছেন: কেনো সরিয়েছে।
সে তো মজার একটা আপু ছিলো
কি হয়েছিলো বলোতো?
আর এটা অনেক আগের পোস্ট সেই ২০১৩ এর
তাহলেই বুঝো কিভাবে করি? মানে সেই আদিযুগ থেকে করতে করতে অভ্যাস হয়ে গেছে.....
২৪ শে মে, ২০২০ রাত ১:০৪
শায়মা বলেছেন: আমি মনে হয় তাকে চিনেছি। এই আপুটা কি চশমা পরে?
আমাকে আর একটু কনফার্ম হতে হবে...... যদি সেই হয় সে কোথায় আছে আমি জানি...
১৮২| ২৪ শে মে, ২০২০ রাত ১:০৪
ডার্ক ম্যান বলেছেন: কিছুক্ষণ আগে ফেসবুকে খুঁজে পেলাম । তার সাথে কথা হয় নি । একটা বাচ্চা আছে ।
তার হয়তো আমাদের কথা মনে নাই ।
২৪ শে মে, ২০২০ রাত ১:০৬
শায়মা বলেছেন: ওহ খুঁজে পেয়েছো???
মনে আছে অবশ্যই মনে আছে.....
তার বাচ্চা আছে এটা জানিনা.....
ফেসবুকে কেমনে পেলে তুমি কি তার সত্যি নাম জানতে?
নিকটা দারুন!!
আমার অনেক পছন্দের।
অঘটন ঘটায় যারা তারাও আমার বিশেষ প্রিয়.....
১৮৩| ২৪ শে মে, ২০২০ রাত ১:১১
ডার্ক ম্যান বলেছেন: কিভাবে যেন তার নামটা বের করে ফেলেছিলাম । সে পরে স্বীকার করেছে ।
কখনো ঢাকায় গেলে তার সামনে হাজির হব
২৪ শে মে, ২০২০ রাত ১:১৮
শায়মা বলেছেন: কেনো???
তার সামনে হাজির হবে কেনো??
কি ব্যাপার বলো তো!!!
বুঝেছি তাকে দেখার অনেক ইচ্ছে তোমার!!!
এমন ইচ্ছে আগে আমার হয়েছিলো কাউকে কাউকে দেখার জন্য!
এখন তো ফেসবুক সব ঝকঝকা করে দিয়েছে.....
তবে শুধু নাম জানলে হবে না ঠিকানাই জানতে হবে.....
১৮৪| ২৪ শে মে, ২০২০ রাত ১:২৬
ডার্ক ম্যান বলেছেন: তাকে চমক দেওয়ার জন্য ।
তোমাকেও দেখার বড় সাধ ।
মনে হয় কঠিন হলেও পারবো ।
২৪ শে মে, ২০২০ রাত ১:৩৩
শায়মা বলেছেন: আমাকে তো অনেকখানিই দেখা যায় আজকাল.....
বইগুলো বের হবার পর আর সেখানে ছবি দেবার পর আলো আঁধারীতে মাঝে মাঝে আসি!
আমি আবার লজ্জাবতী লতা নিকাব ছাড়া মুখ দেখাতে লজ্জা লাগে ব্লগ আর ফেসবুকে......
এত মানুষকে দেখার সাধ তোমাকে কেউ দেখেছে ভাইয়ু??
নিজেকে দেখাও আগে....
২৪ শে মে, ২০২০ রাত ১:৩৪
শায়মা বলেছেন: ওহ আরেকটা কথা.....
কঠিন হলেও পারবে না
যদি না আমি সহজ হই!!!
২৪ শে মে, ২০২০ রাত ১:৩৫
শায়মা বলেছেন: আর একটা কথা অঘটনঘটন পরিয়সী আপুর নাম কি র দিয়ে শুরু?
১৮৫| ২৪ শে মে, ২০২০ রাত ১:৪১
ডার্ক ম্যান বলেছেন: আমাকে অনেকে দেখেছে । র দিয়ে শুরু না
২৪ শে মে, ২০২০ রাত ১:৪৬
শায়মা বলেছেন: স দিয়ে আসল নামটা???
আমি প্রায় নিশ্চিৎ। র দিয়ে নিক নেম তার.....
যাইহোক তোমাকে অনেকে দেখেছে এটা জানতামনা।
তোমাকে তো আমি চিনতেই পারি না....
ফেসবুকে কোন নামে আছো বুঝি না
১৮৬| ২৪ শে মে, ২০২০ রাত ১:৫১
ডার্ক ম্যান বলেছেন: পারবে না । সে ব্লগে কোথাও ক্লু রাখে নাই ।
ফেসবুকে একটিভ না ।
২৪ শে মে, ২০২০ রাত ১:৫৮
শায়মা বলেছেন: আমি কিন্তু ভালোই গোয়েন্দা। তাহা অনেকেই জানে...... তুমি জানোনা...... ব্লগে কোনো ক্লু না রাখলেও অনলাইন দুনিয়ায় ক্লু ছাড়া থাকা যায় না .....এটা আমি আমার বেলাতেও জানি.... যদিও সহজে না কঠিনে ......
২৪ শে মে, ২০২০ রাত ২:০০
শায়মা বলেছেন: ভাইয়া মেইল চেক করো..... মেইল আইডি খুজে বের করলাম তোমার.....
১৮৭| ২৪ শে মে, ২০২০ রাত ২:০১
ডার্ক ম্যান বলেছেন: ফেসবুকে আমাকে খুঁজে বের কর । দেখি কেমন গোয়েন্দা ।
সে এখন সুখে আছে । এটা দেখে বেশ ভাল লাগছে
২৪ শে মে, ২০২০ রাত ২:১০
শায়মা বলেছেন: ওকে দেখছি খুঁজে পাই কিনা তোমাকে......
আর আমার ধারনা আমিই ঠিক..... তুমি না .....
১৮৮| ২৪ শে মে, ২০২০ রাত ২:৫৮
উম্মে সায়মা বলেছেন: ওয়াও! এত্ত ইয়ামি ইফটারিজ......
২৪ শে মে, ২০২০ রাত ৩:০৭
শায়মা বলেছেন: সে অনেক দিন আগে কথা!!!!!!!!
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯
একাকী বালক বলেছেন: খাইসে রে।