নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

রমজান, ইফতার, সংযম, আনন্দ, খানাপিনা, সাজুগুজু ও মন খারাপের একটি কাঁটা নিয়ে ঈদ-২০১৬

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৭


এক দুই করে অবশেষে শেষ হয়ে এলো রমজান ২০১৬ এর দিনগুলো। প্রতি বছর যখন রোজা আসে, আমার ছেলেবেলার কথা মনে পড়বেই। একটা রোজা, দুইটা রোজা, কে কয়টা রোজা করতে পেরেছে বন্ধুদের মাঝে তাই নিয়ে গর্ব করা। সেই ছেলেবেলায় রোজা করতে না পারলে বা বাড়ির বড়রা করতে না দিলে মন খারাপ করা। আর দিনশেষে ইফতার টেবিলের রঙ্গিন পারিবারিক ছবিগুলি। আমার মনের আকাশে ভেসে ভেসে যায়।

ছোট্ট বাটিতে ভেজানো ছোলা, সাথে ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনী, চপ, ভাজাভুজির এই কয়েকটি আইটেমের সাথে ফলমূল সুস্বাদু পানীয়ে সাজানো থাকতো সে সময়ের ইফতারের টেবিলগুলো। এখনকার মত এত রকম লক্ষ্য কোটী আইটেমের বাহার তখন ছিলোনা বললেই চলে। আজকালকার বাচ্চারা পিঁয়াজু, বেগুনী, ছোলার বদলে পছন্দ করে বার্গার, হটডগ, ওয়াফেল বা ফ্রায়েড চিকেন, মিল্ক শেক ইত্যাদি, ইত্যাদি। হয়তো তারা যখন বড় হবে তাদের ছেলেবেলার রোজার স্মৃতিতে রয়ে যাবে এসব আইটেম গুলো আর তাদের বাচ্চাদের জন্য তখন আসবে কোনো নতুন অজানা ফুড আইটেম।

সে যাইহোক, প্রতিবছরের মত এবারেও আমার করা নানা রকম আইটেমগুলো নিয়ে ইফতার পোস্ট দেবার ইচ্ছা ছিলো। কিন্তু এবারে পনেরো রোজা পর্যন্ত স্কুল বন্ধ না হওয়ায় সে ইচ্ছেয় একটু ভাটা পড়েছিলো। তারপর অবশ্য স্কুল ছুটি হতেই আমি পূর্নদ্যমে মেতে উঠি। আর সেসব ছবিও কালেক্ট করতে থাকি। প্রতি বছর রোজা বা ঈদ আসলেই দোকানীরা যেমন সাজিয়ে বসে ঈদ কালেকশন। ঠিক তেমনি এটাও আমার একরকম সামু কালেকশন হয়ে পড়েছে। দেখা যাক এবারে আমার সামু ইফতার কালেকশনে কি কি ছিলো পুরো মাস জুড়ে।


কাটাকুটি বার্গার- অন্যান্য ইফতারের আইটেম বেশি থাকায় এই বার্গার হাফ হয়ে গেছে!:)

নিজেই বানাই, নিজেই সাজাই হটগড- :) :) :)


মনের মত নাগেট পিজ্জা, বেবিদের জন্য বেশি স্যুইটেবল :) :) :)


এইবার সসেজ পিজা :) :)


ইয়াম্মী ইয়াম্মী তান্দুর চিকেন :)


রেশমী কাবাব, একটু পনিরের সাথে মিলিয়ে দিয়েছি।


মুঠি কাবাব ভাঁজার সময় একটু গড়বড় হয়ে গেছিলো।


চিকেন ললিপপ


নাগেটস এ্যান্ড মিটবল


কে এফ সি চিকেন ফ্রাইজ


শাসলিক


বাটার নান ......


চিকেন টিক্কা


হান্ডি কাবাব র‌্যাপ


চিকেন পাসান্দ :) :) :) ( ঔন মেড নেম :) )


অনথুন এ্যান্ড চিকেন স্যাটে


চাইনিজ মিক্সড ভেজিটেবল

চিকেন স্যুপ


কাচ্চি বিরিয়ানী


সুজি আর জিলাপী একসাথেই পরিবেশন করলাম।


প্রন মমো :)


ফ্রেঞ্চ ফ্রাইজ


ওয়াফেল


আমেরিকান চপস্যি


দইবড়া


পিঁয়াজু উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ


শুধুই পিঁয়াজু


টেমপুরা ফ্লাওয়ারে ডুবিয়ে ভাজা মুচমুচে বেগুনী


ছোলাভুনা


সসেজরোল আর কেক


জ্যামরোল এ্যান্ড জিলাপী


শায়মা'স ডোনাটস :)


ফ্রুট সালাদ, এটা আমার বিশেষ প্রিয়।:)


রাশান সালাদ, এটাও কম প্রিয় নয়।:)


আম্র :)


জাম্র :)


পেয়ারা- আপেল :)


সাব স্যান্ডুইচ উইথ কোল্ড বিফ


আলু চপ


একদিন আমি মুচমুচে দোসা বানাবার ট্রাই করিয়াছিলাম এবং ফেল করিয়াছিলাম।:(


শেষে দোসা বাদ দিয়ে পেঁয়াজ, মরিচ আর ডিম দিয়ে বানিয়ে ফেললাম দোসার ভাই টোসা:)


এইবার হালিম....:)


চিরায়ত মুড়ি, নাহলে কি চলবে!!!!!! B:-)

সবশেষে হোম মেড বার্গারের একটা ছবি রেসিপি দিয়ে দেই-:)


এই যে সেই বার্গার, মানে বানাবার পরে।:)


এইটা আমার হোম মেড বার্গার চিপস ফর কিডস :)


স্যান্ডুইচ উইথ চিকেন নাগেটস এ্যান্ড চিজ :)


একটা মজাদার রিং এ্যান্ড বল চিপস পিজ্জা!:) এটাও বেবিরাই বেশি পছন্দ করবে বলে ফ্যামিলী দাওয়াতে বানানো।


ওহ ফুড দিয়েও ফুড টেরারিয়াম বানাবারও ট্রাই করেছিলাম একদিন:)


একদিনের পূর্নাঙ্গ দুই সাইড টেবিল চিত্র-




যদিও পনেরো রোজা পর্যন্ত স্কুল খোলা ছিলো তবুও বন্ধের পর মেতে উঠেছিলাম ঈদ, ইফতার, শপিং এসব নিয়ে তবে আমার সব আনন্দ, উৎসাহ বা উদ্দিপনায় মাটি হয়ে গেলো গত শুক্রবার। বাড়ির পাশেই বর্বরোচিত হত্যাযজ্ঞ দেখে। এই দুঃখজনক ইতিহাসের সাক্ষী হবার পর ঈদের আনন্দ কয় জনের জন্য কতটুকু উপভোগ্য হবে জানা নেই।

যে ছেলেমেয়েরা মারা গেলো আমার খুব কাছেরই মানুষ তারা। আমার চারপাশেই তাদের বিচরণ ছিলো। ছোট্ট ফারাজের গুল্লু গাল্লু শান্ত মুখটা আমার চোখে ভাসে। বাচ্চারা সাধারনত দুষ্টু হয় তবে ছোট থেকেই ফারাজকে মনে হয় না কেউ কখনও দুষ্টু বলেছে। সেই শান্ত শিষ্ট লক্ষী ছেলেটাকেই প্রাণ দিতে হলো বড় অসময়ে, বড় অবিবেচনায় ভুল পথের দিশারীদের হাতে।

সেই ছেলেটা যে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলো বিপথের পথে এই ছেলেটাও তো খুব চুপচাপ আর শান্ত ছিলো। গানের ক্লাসে গান গাইতো না কখনও। গাইতে বললে শুধু নিস্পাপ চোখে হাসতো! এই নিস্পাপ মুখগুলো কিভাবে কোন কঠিন দুষ্ট চক্রে পড়ে হারিয়ে যায় পৃথিবী থেকে!

এ প্রশ্নের জবাব কখনও পাওয়া হবে কি?

বিশ্বজগতের সকলের জন্য প্রার্থনা রইলো, ভালো থাকুক সবাই ......
মেধা, মনন, জ্ঞানে গরিমায় উদ্ভাষিত হয়ে উঠুক সকলের জীবন........
আর একটি প্রাণও যেন এই রকম অসময়ে অকাতরে না ঝরে যায়.....
আমাদের ভালোবাসার প্রানের নিধিদেরকে যেন এইভাবে হারাতে হয়না আর কোনোদিন...
অন্তর থেকে আমার এই প্রার্থনা......

সকলের জন্য প্রাণঢালা ঈদের শুভেচ্ছা......

ঈদ মোবারাক......



এবার ঈদ


ঈদের সেমাই


ঈদের ফিরনী


গরুর মাংস


চিংড়িভুনা আর সালাদ


মুঠা কাবাব আর আলুচপ





ঈদের পরদিন সকাল....


গরু, চিকেন আর কাওনের চালের পায়েশের সাথে পরোটা।

মন্তব্য ২৪৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (২৪৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিবছরের মত এবারেও আমার করা নানা রকম আইটেমগুলো নিয়ে ইফতার পোস্ট দেবার ইচ্ছা ছিলো। কিন্তু এবারে পনেরো রোজা পর্যন্ত স্কুল বন্ধ না হওয়ায় সে ইচ্ছেয় একটু ভাটা পড়েছিলো। তারপর অবশ্য স্কুল ছুটি হতেই আমি পূর্নদ্যমে মেতে উঠি।

সকলে ভাববে তুমি পিচ্ছি , স্কুলে পড় :) :) :)

আল্লাহ আগামী রমজান পর্যন্ত সবাইকে সহি সালামতে রাখুন ।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৪

শায়মা বলেছেন: ভাবলে ভাববে!

আমি তো আসলেই পিচ্চি তুমি তো জানোই!


যাইহোক আসলেই মানুষ আনন্দ করতে গিয়েও পিছুটান ফিল করছে!!!!!!!

এমন দিনও দেখতে হবে আমাদের জানা ছিলো না!!!!

তুমি ভালো থেকো ভাইয়া!!!!!!

বাবুদের জন্য রইলো অনেক ভালোবাসা!

২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১২

জেন রসি বলেছেন: স্মার্ট পোস্ট।

শেষটা বিষাদের। তবু শোক শক্তিতে পরিনত হোক।

আমি বরাবরের মতই ইঁদুরের গর্তে আছি। ;) আপনার পোস্ট দেখে একটু গলাবাজি করতে আসলাম। :P

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০

শায়মা বলেছেন: তুমি আবার ইঁদুরের গর্তে থাকো !!!!!!!!

এই কথাও আমাদেরকে বিশ্বাস করতে হবে!!!!!!!!! B:-)


যাইহোক ঠিকই বলেছো এই শোক শক্তিতেই পরিনত হবে।

প্রতিটা পরিবারের বাবা মা আত্মীয় স্বজন, সমাজ সংসারের যে যেখানে আছে রুখে দেবেই এই বিপথের পথ।


৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৪

কল্লোল পথিক বলেছেন:







শায়মা আপু ঈদের শুভেচ্ছা রইল,ঈদ মোবারক।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২২

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!


অনেক ভালো থেকো!

৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৫

রেজওয়ান তানিম বলেছেন: ঈদ মুবারাক ছড়াবাদী ঢংরানী শায়মামনি।

কি কি হয় এই পোস্ট নিয়ে দেখার অপেক্ষায় আছি।

আমার নিজের ও অনেক মন খারাপ যাচ্ছে।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৫

শায়মা বলেছেন: কি আর হবে ভাইয়া?


দেখলে না জিনিভাইয়া বলে দিলো... এই শোকই হোক শক্তি।

শক্তি হারালে চলবেনা। সর্ব শক্তি দিয়ে হলেও রুখে দিতে হবে এই কুৎসিৎ মানুষগুলোকে।

৫| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮

সুলতানা রহমান বলেছেন: দুঃখিত



আমি বোধ হয় ভুল করে কোন খাবারের দোকানে ঢুকে পড়ছি। কিন্তু পকেটের অবস্থা ভালো নয় :(

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: না আপুনি!!!!!!!!!!!!!

খাবারের দোকান হবে কেনো!!!!!!!!!!

এটা যে আমার ডাইনিং টেবিল এত তাড়াতাড়ি ভুলে গেলে!!!!!!!!!!


B:-)


সেদিনই না আমাদের ড্রইং রুমে হাঁটাহাঁটি করে অর্ধ নগ্নবক্ষার ছবি দেখার পর ডাইনিং টেবিলে শুটকীমাছের ভর্তা আর মাসকলাই ডাল দিয়ে ভাত খেলে!!!!!!!!!!!!

৬| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩২

কাবিল বলেছেন: আমি কোনটা খামু ?

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: তুমিই বলো!!!!!!!!


ভাইয়া অনেক অনেক শুভেচ্ছা!


ঈদ মুবারক!


অনেক ভালো থেকো!

৭| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৭

সুমন কর বলেছেন: সুলতানা রহমান বলেছেন: দুঃখিত, আমি বোধ হয় ভুল করে কোন খাবারের দোকানে ঢুকে পড়ছি।....

আমারও তাই মনে হচ্ছে ! এতো বিশাল আয়োজন দেখে রাতে আর খাওয়া লাগবে না !! পচাপু... ;)

শেষটা আসলেই বিষাদ।

অগ্রীম ঈদের শুভেচ্ছা.... !:#P

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: হায় হায় পঁচা কেনো!!!!!!!!!!!!!!!!!! :( :(


তোমারই না ঈদ পোস্ট দেবার কথা!!!!!!!!!


প্রতি বছরের অলিখিত শর্ত মনে নেই!!!!!!!!!!! :( :( :(


তোমাকেও ঈদের শুভেচ্ছা ভাইয়া।

অনেক ভালো থেকো।

নিরাপদে থেকো!

৮| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সারা মাস েরাজার পর ঈদের সময় এই ভাবে ছবি দিয়ে আমােদর রসনার উপর অনাচার... :((
সব েঢাক একবাের গিলে ;)

ঈদ মোবারক :):):)

হুমম.. সকল বিদেহী আত্মার শান্তি ও মুক্তি কামনা করছি।

আর যারা পথ হারােনার পেথ এখেনা আেছ আল্লাহর কােছ তাদের হেদােয়েতর জন্য-সুপথ প্রাপ্তির দোয়া রইল!

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: আরে ভাইয়া সারা মাসে এই জন্যই তো খানা পিনা পোস্ট করিনি!!!

আজ শেষ বলেই তো করলাম ভাইয়ামনি!!!!


ঈদের শুভেচ্ছা। অনেক ভালো থেকো আর নিরাপদে থেকো ভাইয়া।

এই রকম পরিস্থিতির শিকার আর যেন কোনো বাড়ির সন্তান না হতে পারে সেদিকে আমাদেরকেই খেয়াল রাখতে হবে!

৯| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪২

সুলতানা রহমান বলেছেন: ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। শুটকি মাছের ভর্তা আর মাসকলাই এর ডাল … সব ভুলে গেছি :D :D দুঃখে দুঃখে সব ভুলে যাই


শায়মা 'স ডোনাট এইটা খালি তোমার বাড়িতেই পাওয়া যায়, তাইনা আপু?

অনেক অনেক খাবার। দেখতে দেখতে ভাবছি তোমার ওজন দিনে কয় কেজি বাড়ে আপু? :P


ঈদ মোবারক :)

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: নো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আমার ওজন কমেছে ৪ কেজি!!!!!!!!!!!!!

আমি শুকাই দড়ি দড়ি হয়ে গেছি তো!!!!!!!!!:(


কাল ঈদের গলাকাটা পিক দেখলেই বুঝবা!!!!!!!!!!:)


শুনো শুধু ইফতারে মজা করে খেতে হবে বলে আমি সেহরী, ডিনার কিচ্ছু খাইনি!!!!!!!!:( :( :(


সত্যি!!!!!!!! একদম তিন সত্যি!!!!!!!! :( :( :((

১০| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শায়মা বোন, তোমার এই পোস্টের খাবারগুলো দেখে জিভে জল এসে গেল। ভাগ্যিস ইফতারের পরে দেখলাম। নইলে রোজা হালকা হয়ে যেতো।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৩

শায়মা বলেছেন: হা হা

ভাইয়া!!!!!!!!!

সেই ভয়ে তো ইফতারের পর শুধু না, একদম রোজা শেষেই শেয়ার করলাম আমার আনন্দের একটা অংশ কুকিং এ্যান্ড ডেকোরেটিং!!!!!!!

অনেক ভালো থেকো ভাইয়ামনি!

অনেক অনেক ঈদের শুভেচ্ছা!

১১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

বিপ্লব06 বলেছেন: আলুচপ, বেগুনি আর কাচ্চিটা বেশি ভালা পাইছি!!!

ঈদ মোবারক!!!

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

শায়মা বলেছেন: ভাইয়া তোমার জন্য এইমাত্র ভেঁজে আনলাম!!!!!!!!

গরম গরম মাছভাঁজা

আর



সালাদ!!!!!!!!:)

১২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৬

জনৈক অচম ভুত বলেছেন: ভুড়িভোজ সেরে একটা সুখনিদ্রা দেব ভাবছিলাম, কিন্তু শেষে এসে মনটা খারাপ হয়ে গেল। :|
যাই হোক, মহাভোজের আয়োজন করার জন্য ধন্যবাদ। B-))

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১০

শায়মা বলেছেন: ভুতভাইয়া

কি দিয়ে ভুড়িভোজ হলো???

গরুর ভুড়ি আর চ্যাং ব্যাং শুটকিমাছে নাকি!!!!!!!!!!!!!


ভুতেরা নাকি সেসব খুব পছন্দ করে!!!!!!!


হাহাহাহাহা


তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আর ঈদের শুভেচ্ছা!

আর মন খারাপের কথা যতই বলো ভুলে যাবো!

আসলে কালকের সকল আনন্দের মাঝে কাঁটা হয়ে থাকবে এই ব্যাপারটাই।

কিছু তো করার নেই ভাইয়া।:(

১৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৯

কালনী নদী বলেছেন: ঈদের অগ্রিম শুভেচ্ছা । বোন।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১১

শায়মা বলেছেন: তোমাকেও ঈদের শুভেচ্ছা নদীভাইয়া!


ভালো থেকো, নিরাপদে থেকো !:)

১৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাথায় খেলেনা ছড়া
স্টপ তাই বকবক;
নিরবে জানিয়ে গেনু
তোমায় ঈদ মোবারক।

ওহহো ভালো কথা
ভুলে গেছি বলিতে;
সততই হৃদে বাজে
রোডে ঘাটে গলিতে।

কথাখানি সিম্পল
ভালোবাসি ভালোবাসি;
জানিনে সে কতখানি
শুধু জানি রাশি রাশি।

খানার বহর দেখে
জীভে লোল টসটস;
আইটেমে মাথা ঘুরে
পুরো দিনু দশে দশ।

শরীরটা ম্যাজম্যাজে
আজ দ্যাও ক্ষেমা;
নেক্সট-এ ই দিমু ডলা
ক'বে ছেড়ে দে মা। :-B :D =p~

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: বাঁশ ডলা, কান মলা
মলা ঢেলা পুঁটিমাছ
খোলা, মেলা, চলা, বলা
আম, জাম কলা গাছ!

কিছুই পাইনা ভয়
ওহে মোর ভাইয়া
লাভ ইউ ভেরী মাচ
ঈদে যেও খাইয়া।

ঘোস্টের রোস্ট আর
চিংড়ির কাটলেট
সক্কালে এসো চলে
করো নাকো মোটে লেট!

অনেক হয়েছে রাত
নো মোর বক বক
তোমাকে জানিয়ে দেই
লাভ ইউ, ঈদ মুবারাক!!!!!!! :)


১৫| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪২

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ আকর্ষনীয় আর জিভে জল আনা খাবারের পোস্ট। খুব মজা পেলুম দেখেই, খেতে পারবনা তো। তবে দর্শনে অর্ধ ভোজন হয় নাকি! হতে পারে। সাথে জানার সৌভাগ্য হল আপনার রান্না করার অপুর্ব প্রতিভার খবর। ধন্যবাদ আর শুভেচ্ছা।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: শুধু কি রান্নার!!!!!!!!

সেসব আবার সুন্দর করে সাজানোরও আছে তো ভাইয়া!!!!!!!!

আমার তো নতুন নতুন এক্সপেরিমেন্টে মাঝে মাঝে ফেইলও হয়ে যায়। যেমন দোসা বানাতে গিয়ে হলো!:(

অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।

ভালো থেকো। নিরাপদে থেকো!

১৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

জে.এস. সাব্বির বলেছেন: এতএত খাবার আমাদের জন্য জমিয়ে রেখেছেন... এগুলা সব তো এখন বাসী-পঁচা হয়ে গেছে!!!!!!!

আমরা বাসী খাবারের স্বাদ নেব কেন?!!!!

হা হা হা.... সমশেরিকা আপুমনি সব তো দিলেন ইফতারের খাবার ।ঈদেরটা কৈ??? আমাকে গরম গরম দিতে হবে :) তানা হলে ঈদের দাওয়াত দিলেও গ্রহণ করছি না ;)

আপনাকে ঈদের শুভেচ্ছা ।।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫১

শায়মা বলেছেন: আরে বাসী কেনো দেবো!!!!!!!!!!!

এসব তো ইফতারের কথা বললাম!!!!

ঈদের খানা কালকে দেওয়া হবে!:)

আপাতত কালকের জন্য রাঁধা কুনাফা খাও.....

১৭| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্রগ্রামের বারকুড ক্যাফের ফুচকা প্ল্যটার :) অনেক টেস্ট। আপনাকে নিমন্ত্রণ

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ ঈদের পরদিন যাবো।

ঠিকানা বলে দিও!:)

১৮| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৪

মানসী বলেছেন: এইজন্যে ভাবি আমার সাথে তোমার এতো মেলে কি করে ! আমার মতো তুমিও স্কুলে!


তুমি এতো রান্না জানো! দেখেই পেট ভরে গেল।


ভালো থেকো। ঈদ ভালো কাটুক সকলের।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৮

শায়মা বলেছেন: হাহাহাহা

হুম আপুনি!!!!!!!!!

আমি রান্না জানি মানে চোখের সামনে যা ইচ্ছা হবে তাই এক্সপেরিমেন্ট করা লাগবেই আমার!!!!!
এইভাবেই সকল জানাজানি আর কি!!!!!!!!!!


তুমিও অনেক ভালো থেকো ঈদ মুবাটাক আপুনি!:)

১৯| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৩১

সচেতনহ্যাপী বলেছেন: হার্টের অপারেশনের পর এবারই রোজা রাখলাম।। ( যদিও ৫টা রাখি নি)।। তারপরও পিয়াজু,বেগুনি, চপ আর ঘুগনীর উপস্থিতি ছিলো বরাবরের মতই।। প্রথমে ফলমূল তারপরই এগুলি।। একদিন তেহারী করেও ওই তৃপ্তি আর পাই নি।। আসলে অভ্যেস রক্তে মিশে থাকে।।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪০

শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া!!!!!

এখনকার ছেলেমেয়েরা যাই পছন্দ করুক না কেনো !

আমাদের জন্য সেই ছোট্টবেলার বেগুনী পেঁটাজু লাগবেই লাগবে।

তোমার ঈদ কেমন কাঁটলো ভাইয়ামনি! নিশ্চয় ভাবীজী খানা পিনা সব রেসট্রিক্টেড করে দিয়েছে!:(

যাইহোক ঈদ মুবারাক!

ভালো থেকো অনেক অনেক !!!!!!

২০| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৬

অগ্নিবেশ বলেছেন: শুধুই অপচয়, দুই তিনটে আইটেমই যথেষ্ট।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৩

শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়ামনি!

আসলেই দু'তিন আইটেমই যথেষ্ট। তবে আমার বেলায় দু'তিনটার জায়গায় ৫/৬ টা করা হয়েছিলো রোজ! আমি তো পাঁকা রাঁধুনী তাই একটু রান্না বান্না এক্সপেরিমেন্ট পছন্দ করি। আর সেটা নিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশনটাও। সারাদিন শুধু সাজাই চারপাশ! এটাই আমার ভালোলাগা!

আমার বাড়িতে কেউ আমার সাথে পারেনা মানে অপচয় অপচয় বললে আমি ..........:(

যাইহোক ঈদ মুবারাক ভাইয়ামনি!!!!!!:)

অনেক অনেক ভালো থেকো আর নিরাপদে থেকো!!!!!!!


২১| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ঈদ মোবারক আপু :D

ভাবছিলাম কবে খানাপিনার পোস্ট পাব। এখন পোস্ট দেখে মনে হচ্ছে না দিলেই ভালো হত! কত্ত কিসুরে বাবা!! :-& মুখে অটোমেটিক পানি চলে এসেছে!

ঈদের সেমাইয়ের দাওয়াত রইল।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৪

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!!!!


খানাপিনা পোস্ট মানে এটা ছিলো শুধুই ইফতার ভাইয়া।


তোমারও দাওয়াৎ রইলো পরীর দেশে ভাইয়ামনি!!!!!

২২| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

নুর পাগলা বলেছেন: এতো রান্না আপনি পারেন? ওয়াও, কে শেখালও?

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮

শায়মা বলেছেন: হুম পারি তো।


চোখের সামনে যা ভালো লাগে এক্সপেরিমেন্ট ইচ্ছা থাকলেই আসলে করা যায়। ইন্টারনেট আছে, টিভি আছে, রান্নার বই আছে কত কিছু!


আর ছোটবেলায় একটা নাচ শিখেছিলাম....

পাঁকা রাঁধুনী আমি পাঁকা রাঁধুনী
যত রকম রান্না আছে, সব আমাকে শিখিয়েছে
আমার মামনি!


:P

আসলেই নানী থেকে শুরু করে আমাদের সবারই একটু খানাপিনা প্রীতি আছে ভাইয়া।

২৩| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৭

অগ্নিবেশ বলেছেন: নিন্দুকেরা না পাইলে একটু নিন্দা করে, এটাই রেওয়াজ।
একে বলা হয় আঙ্গুর ফল টক।
আপনাকেও ঈদ মুবারক।

আমিও মাঝে মাঝে ডালে জ্বাল দেই,
জ্বাল দিতে দিতে গায়ে জ্বালা ধরে যায়,
কিন্ত ডাল গলে কখনও গু গু হয় না।

:)

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

শায়মা বলেছেন: এ ছি !!!!!!!!!!!!!

ছি ছি ছি !!!!!!!!!!!!!!


ওয়াক থু থু!!!!!!!!!!!


তোমার ডাল কি হয় বুঝাই যাচ্ছে! :-P

২৪| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪০

বিজন রয় বলেছেন: কলিযুগে মানুষ অখাদ্য খাবে, এগুলো তারই প্রমাণ।

চালিয়ে যান।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪১

শায়মা বলেছেন: ঐ ভাইয়া!!!!!!!!

অখাদ্য কে বলছে!!!!!!!!!!!!!! X((

২৫| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩

বিজন রয় বলেছেন: মানুষ আজাকাল এত বড় বড় অসুখে আক্রান্ত হচ্ছে কেন?
এই সব অখাদ্য খাবার খেয়ে খেয়ে।

কই আগে তো মানুষ, ডায়াবেটিস, হৃদরোগ, লিভারব্যাধিসহ অন্যান্য রোগে আক্রান্ত হতো না!!!

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: আমার আর আমাদের বাসার কারো ডায়াবেটিস, লিভার, হৃদরোগ নেই!!!!!!!!!


তোমার বাসায় আছে !!!!!!!!!!

বুঝা গেলো ভাবিজী কি রাঁধে!!!!!!!!!!!


ইয়া আল্লাহ তুমি আমার বিজন ভাইয়াকে এইসব রোগ থেকে উদ্ধার করো।

ভাবিজীকে সুমতী দাও ভালো রান্না শেখার!:)

২৬| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ইফতারী পাইছি ঈদের আগের দিন রাতে। খাচ্ছি ঈদের দিন। মজাই মজা .............
খেতে খেতে পেট ফুলে গেছে আপু।
!
!
!
চুপিচুপি গালে -কানে একটা কথা বলি আপুনি!!
আমি কিন্তু মারাত্মক পেটুক।
!!!!ঈদ মোবারক!!!!

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮

শায়মা বলেছেন: না না এসব খেতে হবেনা!!!!!!

তোমার জন্য ঈদের রান্না করেছি তো!!!!!!!!!

উড়ে আসো পরীর দেশে !!!!!!!!!!!!!!!!:)

২৭| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আজ ঈদের দিনে শেষের দিকে এসে এই ধাক্কাটা না দিলে কি হতোনা আপুনি???

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

শায়মা বলেছেন: শেষে দিক কি !!!!!!


কেবল তো ঈদের শুরু......

দুপুর আছে, বিকেল আছে, সন্ধ্যা আছে .....

চলে আসো চলে আসো .......

মানে উড়ে .......


ভাইয়ামনি!!!!!!!!!!:)

২৮| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমি তোমার পোস্টের শেষের দিকের কথা বলছিলাম। ওটা পড়ে মন খারাপ হয়ে গেছেতো আপুনি!!!

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩

শায়মা বলেছেন: ওহ তাই বলো!


ভাইয়া ওরা তো আমার আশেপাশেই ছিলো । আমার বাসা থেকে ঐ হোলি আর্টিসন শুধুই একটা লেকের এ পার ওপার। কি করে সহ্য করা যায় ভাইয়া বলো। যে বাচ্চাগুলোর নিস্পাপমুখ চোখের সামনে বড় হতে দেখেছি তাদেরই মৃত্যু দেখতে হচ্ছে আজ। আর ঘাতকও সেই একই নিস্পাপ চেহারার বাচ্চাগুলোই যাদেরকে পরম মমতায় বড় হয়ে উঠতে দেখেছি।

২৯| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আসলেই দুঃখজনক। সবাইতো আমাদেরই সন্তান। তোমার জন্য শুভকামনা আপুনি!!

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া ওদের ছোটবেলার চেহারাগুলোই মনে রাখতে চাই ।

যদিও আমি খুব ছোটদেরকে পড়াই তবে একটু বড় বাচ্চাদের নানা রকম এক্সট্রা কারিকুলার একটিভিটিস ক্লাব নেই। ডিসিশন নিয়েছি এখন থেকে ছোট থেকেই ওদেরকে সঠিক পথ্বে চলবার মানে যে মানবতা হারাতে বসেছে সেই মানবতার ব্যাপারে কিছু মস্তিস্ক ধোলাই করবো।


ওরা যদি বিপথে নিয়ে যাবার মস্তিস্ক ধোলাই করতে পারে আমরা সুপথের জন্য পারবোনা কেনো?

৩০| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩১

নীলপরি বলেছেন: ব্যপক পোষ্ট ।

আনন্দের মাঝেও বিষাদ মিশে আছে । আপনার ঈদ ভালো কাটুক ।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: নীলপরি আপুনি!

ঈদ মুবারাক!


গুলশান -৭৯ দিয়েই আজ ঈদ শুরু করলাম! মানে ওখানে সবার আগে গিয়েছিলাম! চারিদিকে যেন ওদেরই নিশ্বাস ঘুরে বেড়াচ্ছিলো! :(

৩১| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

এত্ত খাবার দেখে মাথা ঘুরাইতেসে।

একটু ঘুমাইয়া আসি...................। :)

আইটেমে ওমিপ্রাজল রাখা দরকার ছিল। :#)

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:০০

শায়মা বলেছেন: ঘুম ভেঙ্গেছে ভাইয়ামনি!!!!!!!!!!!


:P

৩২| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এখন থেকে ছোট থেকেই ওদেরকে সঠিক পথ্বে চলবার মানে যে মানবতা হারাতে বসেছে সেই মানবতার ব্যাপারে কিছু মস্তিস্ক ধোলাই করবো।


ওরা যদি বিপথে নিয়ে যাবার মস্তিস্ক ধোলাই করতে পারে আমরা সুপথের জন্য পারবোনা কেনো?


পারিবারিক মুল্যবোধ এবং প্রাথমিক শিক্ষা একটি শিশু মনকে যা দেয় অধিকাংশ ক্ষেত্রেই বড় হয়ে তার আচার আচরণে তা ফুটে উঠে। তোমার উপরোক্ত কথাগুলোর সাথে আমি চরম ভাবে সহমত। বিস্বাস করো, ইসলাম কোথাও নিরপরাধ এবং নিরস্ত্রকে আঘাতের অনুমতি দেয়নি। ওরা যেটা করছে সেটা ইসলাম নয়। আমার আব্বু ইসলামী হিস্ট্রির প্রফেসর ছিলেন। কিছুদিন আগে রিটায়েড করেছেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, কেউ যদি অন্যায় ভাবে তোমাকে আঘাত করে তাহলে তুমিও তাকে ততটুকু আঘাত করো ঠিক যতটুকু তুমি পেয়েছ। এটা করতে পারলে তুমি পুরুষ। আর যদি প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তাকে ক্ষমা করে দাও তাহলে তুমি মহাপুরুষ। এখন তুমিই ঠিক করে নাও তুমি কি হতে চাও, সাধারণ না অসাধারণ!
তোমার কথাগুলো শুনে আব্বুর সেই কথাটা আজ মনে পড়ে গেলো।
তোমার মহান আশা পূর্ণ হউক।
শিশুরা সত্যিকারের মানুষ হয়ে উঠুক। পারিবারিক মুল্যবোধ এবং প্রাথমিক শিক্ষা একটি শিশু মনকে যা দেয় অধিকাংশ ক্ষেত্রেই বড় হয়ে তার আচার আচরণে তা ফুটে উঠে। তোমার উপরোক্ত কথাগুলোর সাথে আমি চরম ভাবে সহমত। বিস্বাস করো, ইসলাম কোথাও নিরপরাধ এবং নিরস্ত্রকে আঘাতের অনুমতি দেয়নি। ওরা যেটা করছে সেটা ইসলাম নয়। আমার আব্বু ইসলামী হিস্ট্রির প্রফেসর ছিলেন। কিছুদিন আগে রিটায়েড করেছেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, কেউ যদি অন্যায় ভাবে তোমাকে আঘাত করে তাহলে তুমিও তাকে ততটুকু আঘাত করো ঠিক যতটুকু তুমি পেয়েছ। এটা করতে পারলে তুমি পুরুষ। আর যদি প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তাকে ক্ষমা করে দাও তাহলে তুমি মহাপুরুষ। এখন তুমিই ঠিক করে নাও তুমি কি হতে চাও, সাধারণ না অসাধারণ!
তোমার কথাগুলো শুনে আব্বুর সেই কথাটা আজ মনে পড়ে গেলো।
তোমার মহান আশা পূর্ণ হউক।
শিশুরা সত্যিকারের মানুষ হয়ে উঠুক।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!

আমি আমার মত চেষ্টা করবো!!!!!!!

অনেক ভালো থাকো!!!!!!!!

৩৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: আমার মনের আকাশে ভেসে ভেসে যায়[/si - সুন্দর অভিব্যক্তি, কথাগুলোও যেন চোখের সামনে দিয়েই ভেসে ভেসে গেল, পাঠকের মনে তাদের নিজস্ব কিছু স্মৃতি জাগিয়ে দিয়ে।
হয়তো তারা যখন বড় হবে তাদের ছেলেবেলার রোজার স্মৃতিতে রয়ে যাবে এসব আইটেম গুলো আর তাদের বাচ্চাদের জন্য তখন আসবে কোনো নতুন অজানা ফুড আইটেম - খুব সহজেই এরকম ভাবনাটাই মাথায় আসে।
কাটাকুটি বার্গার - কথাটা ভালো লেগেছে। বাসাবাড়ীর ইফতারের টেবিলে মনে হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, আইটেমের আধিক্যের কারণে।
নিজেই বানাই, নিজেই সাজাই হটগড - হটগড কথাটা ইচ্ছাকৃত ভুল? :)
ফ্রেঞ্চ ফ্রাইজ এর সাইজটা কি একটুখানি ছোট হয়ে গেছে?
সবশেষে বেস্ট ফাইভ পিক করার জন্য পাঠককূলকে একটা আহ্বান জানাতে পারতেন। খেয়ে চেখে নয়, শুধু ছবি দেখে একটা ভোটাভুটির রেজাল্ট পেলে মন্দ হতোনা।
সবশেষে যে কথাগুলো বলেছেন, তা মন ছোঁয়া, অনেকের ভাবনাই সেখানে প্রতিফলিত হয়েছে বলে আমার বিশ্বাস।
একটা অসাধারণ রসনা উদ্দীপক পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ, আর আজকের এই পবিত্র দিনে জানাচ্ছি ঈদ মুবারক!

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬

শায়মা বলেছেন: ভাইয়া আসলেই রোজা আসলে ছোটবেলাই মনে পড়ে।

কাটাকুটি বার্গার নামটা বানিয়েছি। আর হটগডটাও আমারই বানানো!!!!!!! :) :) :)


ফ্রেঞ্চ ফ্রাইজ বাসায় বটি দিয়ে কেঁটেছে তো তাই এই সাইজ। ফ্রাইজ কাটারে কাটতে চায়না উনারা!:(

বেস্ট ফাইভ পিক করার জন্য সবাইকে পরীর দেশে কবেই দাওয়াৎ দিয়েছি ভাইয়া!!!!!! বাট কেউ আসেনা!:(


আর শেষের কথাগুলো যেখানে যাই সবাই একই আলোচনা ! আর যেন কখনও এমন দিন না দেখতে হয় !


ঈদ মুবারাক ভাইয়া।


৩৪| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: শুধু আপনার আর আমার পরিবার দিয়ে বোঝালে তো হবে না।
হাসপাতালে খোঁজ নিয়ে দেখবেন, তাহলে দেশের সার্বিক অবস্থা বুঝতে পারবেন। :( :(

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:২২

শায়মা বলেছেন: এই রে এখন আবার হাসপাতাল যেতে হবে!!!!!!!!!! :( :( :(


৩৫| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সুলতানা রহমান বলেছেন: দুঃখিত
আমি বোধ হয় ভুল করে কোন খাবারের দোকানে ঢুকে পড়ছি। কিন্তু পকেটের অবস্থা ভালো নয় ।"
অাহ্লাদি আপুর খাবারের দোকানে যেহেতু ঢুকেই পড়েছি, চপ, হালিম আর জাম খেয়ে যাই । টাকা পয়সার কথা পরে হবে ।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

শায়মা বলেছেন: খাও ভাইয়ু!!!!!

থাক থাক টাকা নিয়ে ভাবার দরকার নেই!!!!!!!!!!! :)

৩৬| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: কোনটা ছেড়ে কোনটা খাব
ভাবছি বসে তাই
আপু আপনার ডাইনিং এর
কোনই জুড়ি নাই

ঈদ মোবারক
অনেক অনেক শুভ কামনা রইল
ভাল থাকুন, নিরাপদে থাকুন সবসময়

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: হা হা হা


ভাইয়া ছড়া দেখে মজা পেলাম!!!!!!!


অনেক অনেক ভালো থেকো


ঈদ মুবারাক!!!!!!!!:)

৩৭| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০

বাকরখানি বলেছেন: জিব্বার পানিতে ঘরে বান ডাকলরে :P

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: একটা নৌকা পাঠিয়ে দিচ্ছি!:)

৩৮| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৪

মুদ্‌দাকির বলেছেন: ঈদ মুবারাক !!

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ু!!!!!!!!!:)

৩৯| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

গাজী বুরহান বলেছেন: বাব্বাহ!! এত্ত?



এগুলো তৈরি করবার জন্য খাওয়া হয়?
না
খাওয়ার জন্য তৈরি করা হয়?
যদি খাওয়ার জন্য হয় তবে আমি কি ধরে নেব বাসায় কোন এলিয়েন টেলিয়েন এসে ইফতার করত? :||

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: আসলে ঠিকই ধরেছো ভাইয়া।


খুবই গোপন তথ্য!!!!!!!!


আমাদের বাসায় এক ভীনদেশী এলিয়েন আসতো তার জন্য এত ইফতারের আয়োজন!:)

হাজার হোক অতিথী মানুষ! তাও দেশী বিদেশীও না এক্কেবারে ভীনগ্রহী তাকে কি যা তা খাওয়ানো যায় বলো!!!!!!!!

৪০| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যারা সারাজীবন শুধু মাত্র খাবারের ছবি দেখাইয়া গেলো, তাগো ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিসে, তাগো পোস্ট আর পাবলিশ হইতে দিবো না। পাবলিশ করতে গেলে কয়েকটা আইটেমের স্যাম্পল লাগবো!

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৭

শায়মা বলেছেন:



এই নাও দু একটা স্যাম্পল দিলাম!!!!!:)

৪১| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯

বৃতি বলেছেন: খাবারময় পোস্টে প্লাস :)

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ বৃতিমনি!:) :) :)

৪২| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪

গেম চেঞ্জার বলেছেন: এই ঈদ ছিল নিরানন্দের ঈদ! ট্রিপ ক্যানসেল করেছি, জাফলং এ যাবার প্লান ছিল। :( মন খারাপ হয়ে আছে এখনো!!

যাক আরো কয়েকদিন। এরপর স্বাভাবিক হবো।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: সেটাই এই বিষাদ কখনও যাবেনা !:(

৪৩| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হু!! ঘুম ভাঙ্গছে..............।

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যারা সারাজীবন শুধু মাত্র খাবারের ছবি দেখাইয়া গেলো, তাগো ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিসে, তাগো পোস্ট আর পাবলিশ হইতে দিবো না। পাবলিশ করতে গেলে কয়েকটা আইটেমের স্যাম্পল লাগবো! সঠিক সিদ্ধান্ত। আমিও একমত।

এভাবে ছবি দেখে আর কত লোল ফেলব......। সবাইকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। :P

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: কালকেই তোমার দাওয়াৎ পরীর দেশে ভাইয়ু!!!!!!!!!!!!:)

৪৪| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

কিরমানী লিটন বলেছেন: শায়মা আপুকে ঈদের বকেয়া শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক...

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫১

শায়মা বলেছেন: ঈষ মুবারাক ভাইয়া!

৪৫| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৩

অদ্ভুত_আমি বলেছেন: ঈদ মোবারক আপু !:#P !:#P !:#P

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!


নতুন কোনো ক্রিয়েশনের খবর আছে?

৪৬| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩

ডঃ এম এ আলী বলেছেন: খাবার ভর্তী
থালা দেখতে
দেখতে এখন আমি
হয়ে গেছি রাক্ষস,
শুরু করে দিয়েছি
সেগুলির জন্য করা
ভিষন হাপিত্যেস।
যখন যেটা পাব
সেটা গিলে খাব
সেটা যদি না পাই
ইচ্ছে হবে তোমাকে
তা জানাই ।
জানান দিও ঈদ
কেমন কাটালে ।

ভাল থাকার শুভ
কামনা রইল ।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:০১

শায়মা বলেছেন: ঈদটা ছিলো ভালোই
লাল নীল আর হলুদ সবুজ
সাদা কিংবা কালোয়।

খানাপিনা নতুন জামা
ঘুরাঘুরি গেস্ট
আপ, ডাউন নর্থ এ্যান্ড সাউথ
ই্স্ট এবং ওয়েস্ট!:)

৪৭| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন: ইয়ে মানে

কবে আসব আপু....??

সারা জীবন কি ছবি দেখিয়ে পার করে দিবেন । এইবার তো রহম করেন ।

ঈদ মোবারক

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:০৬

শায়মা বলেছেন: আমি তো আসতেই বলি !!:(


কেউ তো আসেনা পরীর দেশে!:(

৪৮| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সর্বনাশ। অভাব সৃষ্টিকারী পোষ্ট।
ঈদের শুভেচ্ছা আপু।

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: অভাব কেনো রাজপুত্র ভাইয়া!!!!!!!!!!


অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!!!

৪৯| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

তামান্না তাবাসসুম বলেছেন: ঈদ মোবারক আপুনি.....

এত্ত ইফতারের ছবি দেখে ঈদের মধ্যেও ইফতারি খেতে ইচ্ছা করছে...

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: ঈদ মুবারাক আপুনি!!!!!!!!!!!!!!!

না না ইফতারী কেনো ঈদের খানাই আছে তো!!!!!!!!

৫০| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
শায়মা আপুকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক..

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: ঈদ মুবারাক আপুনিমনি!!!!!!!!!!!!!!

৫১| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫০

শেয়াল বলেছেন: খেকজ :-P

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: শেয়াল মামা শেয়াল মামা খেক শিয়ালের নানা
তাই বুঝি তার খেকজ ছাড়া কিচ্ছু বলতে মানা!!!!!!!





:P

৫২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

সোহানী বলেছেন: আহারে এ বিদেশ বিভুঁয়ে তোমারেই দরকার ছিল.... জীবন-ভর মা-শাশুড়ির উপর কাটিয়েছি এবার বুঝছি ঠেলার নাম বাবাজি......

চমৎকার পোস্টে ++++++

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৩

শায়মা বলেছেন: হা হা হা


আপুনি যেই রেসিপি লাগবে বলে দিও !


একদম ভিডিও টিউটোরিয়াল পাঠায় দেবো!:)

৫৩| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

কালনী ছাগু বলেছেন: অনেক সুন্দর পড়িবেসনা। ঈদের শুবেচ্ছা জানবেন বোনটি আমার।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৯

শায়মা বলেছেন: হায় হায় মারামারি করতে করতে নিকও বানায় ফেলছো ভাইয়া!!!!!!! B:-)


যাইহোক ঈদের শুভেচ্ছা তুমিও নিও ভাইয়ামনিটি আমার!!!!!!!!!!!!!! :)

৫৪| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৯

কাশফুল মন (আহমদ) বলেছেন: এতো খাবার দেখে সব কিছু ভুলে গেছি,
একদিন এই ছোট ভাইকে ইনভাইট করে সখ মিটায় দিন,,,,,

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২০

শায়মা বলেছেন: আজকেই ইনভাইট করলাম!!!!
চলে আসো ভাইয়া!!!!!!!!!:)

৫৫| ১০ ই জুলাই, ২০১৬ রাত ২:৩০

নিনজা টার্টল বলেছেন: আপনার রান্না ইনোভেটিভ!
দোয়া কইরেন যাতে আপনার মতো গুনের অধিকারি কারো দেখা পাই :P

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২২

শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া গুনবতী রুপবতী কারো শুধু দেখা না আজীবনের সঙ্গী পাও ভাইয়া।












তবে গুনে একটু কম হতে হবে! :P

৫৬| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৭

স্পর্শহীন কিছুদিন বলেছেন: ভাগ্যিস রমজানে এই পোষ্ট দেখেনি। বরবাবরের মতই সুন্দর।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:২০

শায়মা বলেছেন: ভাইয়া!


কেমন আছো???

আমাদেরকে ভুলে গেলে কেমনে!!!!!!!!! :(

যাইহোক তবুও অবশেষে এলে......


এসব রমজানের খানা। তোমার জন্য ঈদের খানা প্রস্তুত আছে! :)

৫৭| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৪

স্পর্শহীন কিছুদিন বলেছেন: কবে পাবো ঈদের খানা?



এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি। পোষ্টও দিচ্ছি।

আর অনেকেই তো ভুলতেই পারবো না কোনদিন।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: আজকেই পাবে !!!!!!!!!!

দাঁড়াও নিয়ে আসি!!!!!!!!!!!!:)

১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৫

শায়মা বলেছেন:


ক্যান্ডেল লাইট ডিনার আনছি ভাইয়া!

চিকেন, বিফ, কাওনের চালের পায়েশ আছে...... এখন সাথে পোলাও না পোরোটা কোনটা চাও ভাইয়া?:)

৫৮| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০

অশ্রুকারিগর বলেছেন: ইকটু দেরি হয়ে গেলো। খাবার দাবার সব কি সাবাড় ? ইয়ে, ন্যুডলসের পায়েস, ন্যুডলসের আচার এইগুলোর ছবি দেখতাছিনা কেন ? এগুলো বানাতে পারেন না ?
বুঝছি, এইবার বেশি বিজি ছিলেন তাই সব শর্টকাট, ফাস্ট ফুড আইটেম বেশি।

ঈদ মোবারক।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: না না আছে তো!!!!!!!!


প্রথমেই নাও ঈদের সেমাই....

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: এবার ঈদের ফিরনী

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫১

শায়মা বলেছেন:
মুঠা কাবাব আর আলুচপ

৫৯| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৭

শায়মা বলেছেন:

এবার গরুর মাংস

৬০| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৯

শায়মা বলেছেন:
চিংড়িভুনা আর সালাদ

৬১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭

অশ্রুকারিগর বলেছেন: খাবারের ছবি দেখিয়ে পেঠ ভরানো পুরস্কার-২০১৬ তে আপনাকেই চ্যাম্পিয়ন ঘোষণা করিলাম!

১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪১

শায়মা বলেছেন: রিয়েলী!!!!!!!!!!!!!!!!!!!!!


তোমার মুখে ফুল চন্দন পড়ুক ভাইয়া!!!!!!!!!!!!

:) :) :)


তবে পুরষ্কার কে দেবে!!!!!!!!!!!

৬২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪

সায়ান তানভি বলেছেন: নট ফেয়ার ,আই হাইলি কনডেম :(

১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪২

শায়মা বলেছেন: কেনো !!!!!!!!!!!!!!!!!!!!

ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!


তুমি কি খেতে চাও!!!!!!!!!!


শুধু বলো একবার !

দেখবে খানা হাজির!!!!!!!! :)

৬৩| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৪

মাদিহা মৌ বলেছেন: ইসসস! জিভে জল চলে এলো …

১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০১

শায়মা বলেছেন: মাদিহামনি

ঈদ মুবারাক।

কেমন আছো আপুনিমনি?

তোমার জন্য কি আনবো বলো?

১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৮

শায়মা বলেছেন:

তোমার জন্য সকালের ব্রেকফাস্ট- চিজ ব্রাউনী কেক!:)

৬৪| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



খাবারের ছবি তাই খুবই স্বাভাবিক , মানুষজন খাবারের দিকেই চোখ রাখবেন ।
আমি কিন্তু খাবার নয় , খাবার পরিবেশনার দিকে চোখ রেখেছি । আপনার এ জাতীয় পোস্টগুলোতে আপনার পরিবেশনার কথা কিন্তু কেউই তেমন করে বলেননি সম্ভবত ।
সুস্বাদু খাবার বানানোর চেয়েও খাবার পরিবেশনা একটি আলাদা শিল্প । এ্যান আর্ট । সার্ভিং ডিসগুলো বেশীর ভাগই সাদা ( হোয়াইট ) যা খাবারকে আলাদা সৌন্দর্য্য দিয়েছে । ডাইনিংয়ে সাদা ক্রোকারীজ আমার প্রথম পছন্দের । আপনার টেবল-টপ ও সাদা । এটুকু আমার দৃষ্টি এড়ায়নি । তাই এটা নিয়েই লিখলুম ।
তবে কয়েকটি পরিবেশনা আরো সমৃদ্ধ হতে পারতো । সম্ভবত গা ছেড়ে দিয়েছিলেন ।

শুভেচ্ছান্তে ।

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আসলেও রান্নার চাইতে এই খাবারগুলোকে সাজিয়ে দেওয়াতেই আমি বেশি মজা পাই। এটাকে তুমি শিল্প বলেছো আর আসলেও এটা এক শিল্প আরও জানোই তো আমি যে একজন নিজে নিজেই নিজেকে উপাধি দেওয়া শিল্পী। :P

ভাইয়া ক্রোকারিজের ব্যাপারে বলতে গেলে আগে মা খালা ফুপিদের দেখতাম মহোৎসবে হাড়ি কুড়ি থালা বাসন ডিনার সেট কিনছে। তখন ভাবতাম দূর এইসব কি দরকার! মানুষ কিনবে জামা কাপড় ঘর দুয়ার সাজানোর জিনিস! হাড়ি পাতিল থালাবাটি কিনে কেউ মজা পায় নাকি!
তবে কুকিং কোর্স করতে গিয়ে বুঝলাম এক এক থালায় একেক খাবার কেমনে বদলে দেওয়া যায়। তখনই শুরু হলো ক্রোকারিজের দিকে নজর পড়া। আর সবার আগে সবচাইতে ভালো লেগে গেলো সাদা রঙ। টেবিল টপ ঠিক সাদা নয় একটু সাদাটে গোলাপী কাটওয়ার্ক করা অনেক আগে এনেছিলো ফুপি কোনো এক বানিজ্য মেলা থেকে এখন এটা হোমটেক্সেই পাওয়া যায়। আর একটা ক্রিম কালার আর এছাড়াও আমি যখন তখনই টেবল টপ কেনার উপলক্ষ্য খুঁজি আজকাল। নেক্সট মিশন আছে ক্রসস্টিচের একটা টেবিল ক্লথ। এবারেই আনতাম কিন্তু আশে পাশের এত মৃত্যু আর পাথরচাপা নিশ্বাসে সব ইচ্ছেটাই চলে গেলো।

আর কিছু পরিবেশনা যেসব ইয়েলো চেক টেবিলে আছে সেসব আসলে রোজার প্রথমদিককার স্কুল খোলা টাইমে ছিলো তাই শুধু রান্নার দিকেই সময় ছিলো বেশি অন্য দিকে একটু কম খেয়াল ছিলো।

ভাইয়া তোমারও দেখছি গোয়েন্দা চোখ। তোমার রিয়েল লাইফের জব মানে প্রফেশনটাই এখন জানতে ইচ্ছে হচ্ছে!

অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া। অনেক ভালো থেকো!:)

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: ঈদের দিনের টেবিল চিত্র। কমেন্ট লিখতে গিয়ে পোস্টের পিকচারেও এ্যাড করে দিলাম।



৬৫| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

শায়মা বলেছেন:


এখানে ক্যান্ডেল শুধু সৌন্দর্য্য বর্ধকই ছিলো না। হঠাৎ কই থেকে যেন মাছি আসছিলো। কিচেনের জানালা দিয়েই হবে হয়তো আর তাই শিঘ্রী তাড়াতেই এই ক্যান্ডেল সৌন্দর্য্য। অনেকেই হয়তো মাছি তাড়াবার এই ট্রিক্স জানেন না!:)

৬৬| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

সায়ান তানভি বলেছেন: একা একা খাবেন আমাদের দেখিয়ে দেখিয়ে এটা ঠিক না ,আমাদেরও হক আছে ।

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: আছে তো!!!!!!!

আমি কি বলেছি যে নাই!!!!!!!!!!! B:-)

এত দাওয়াৎ দেই ! না আসলে কি করবো????:(


ওকে এইবার পাইক পেয়াদা পাঠিয়ে দেবো দাওয়াৎ খেতে ধরে আনতে!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহা

:P

৬৭| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫

জেন রসি বলেছেন: ক্ষুধা লাগলে খাওয়াটাই আসল, বাকি সব গৌণ ব্যাপার! :P

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: হায় হায় হায় হায় তোমার কাছে দেখি সৌন্দর্য্যের কোনো দামই নেই!!!!!!!!! B:-)

৬৮| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

স্পর্শহীন কিছুদিন বলেছেন: ঈদ তো শেষ । এবার কিছু শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, শুটকীর তরকারী, মুশুরের ডাল, গরম ভাত হলে ভালো হতো।

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: ওকে ঠিক আছে! তাই হবে ভাইয়ু!!!!!


তবে সে সব বানিয়ে আনতে সময় লাগবে একটু!!!:)

৬৯| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩১

জুন বলেছেন: ঈদ মুবারক শায়মা :)

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

শায়মা বলেছেন: ঈদ মুবারাক আপুনিমনি! :) :) :)

টেরারিয়াম বানানো কতদূর?

৭০| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

আমি ইহতিব বলেছেন: মেগা পোস্টের অপর নাম শায়মা আপু নাকি শায়মা আপুর অপর নাম মেগা পোস্ট :)

এত এত খাবার B:-) নিজে রান্না পারিনা আর রান্নার সময় ও পাইনা :(

ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপু।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১১

শায়মা বলেছেন: ইহতিবমনি!!!!!!!!!!!

কেমন আছো????

অনেক অনেক অনেক ভালোবাসা! :)

৭১| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৪

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,




আমার আগের মন্তব্যের জবাবে অনেক খেটেছেন । ধন্যবাদ ।

৬৫ নং কমেন্টে আলাদা করে যে ছবিটি দিয়েছেন তা ফটোগ্রাফিক এ্যাঙ্গলের কারনে অনবদ্য । এটাই যদি টপ এ্যাঙ্গেল থেকে না তুলে , হরাইজন্টালি তুলতেন তবে হতো সাদামাটা । একই ছবি দিয়েছেন ৫৭ নং কমেন্টের জবাবে । কিন্তু সেটারই চুল চারপাশ থেকে একটু ছেঁটে ৬৫ নং কমেন্টে দিয়েছেন। সে কারনেই এটা অনেক সুন্দর মুখের হয়েছে । মানছেন তো ?
এটাই হলো ফটোগ্রাফিক সাজুগুজু ।

মন খারাপের একটি কাঁটা নিয়ে ঈদের পোষ্ট দিয়েছেন , কাঁটার আঘাত বড় বেশী দমবন্ধ করে দেয় বলে সে প্রসঙ্গে যাইনি আগেও , যাচ্ছিনে এখনও । শুধু লেখিকার এমন অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: হায় হায় ছবি তোলার সময় তো আমি অং বং যেখান থেকেই পারি তুলে ফেলি এতকিছু জানি নাকি!!!!!!!!

আর মন খারাপের কাঁটা ! এই কাঁটা একবার বিঁধেছে আর কখনও উঠানো যাবেনা ভাইয়া।

আড় মন্তব্য বা জবাব নিয়ে এই খাঁটাখাঁটির কারণ আমার এখন ছুটি। কোনো কাজ নেই তেমন আর তাছাড়াও আমি একজন হার্ড ওয়ার্কিং!:)


:P

অনেক অনেক থ্যাংকস ভাইয়া!

৭২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,


ওমমা...............এতোগুলি এলো কোত্থেকে ? :(
মুছে দিন ।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!

ওকে মুছে দিচ্ছি। :P

৭৩| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯

***উড়নচণ্ডী*** বলেছেন: খুব খারাপ, দিন কাল খারাপ যাইতাছে বইলা এইভাবে খাবারের ছবি পোস্ট করতে হবে? ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছি। মিচ কইরা ফেলছি। সত্যি অনেক সুন্দর হইছে আপু তবে একটা কথা খাওয়া গ্যাছে তো? ;) ;)

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪১

শায়মা বলেছেন: চন্ডীভাইয়া এতদিন পর আসলে!!!!!! খাওয়া যাবে না কেনো??? একশোবার খাওয়া গেছে!!!!!!! উড়নচন্ডি নাম আমার অনেক পছন্দের কারণ আমিও আবার একটু উড়নচন্ডি কিনা!!!!!!!! :P

৭৪| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পরীর দেশের ঠিকানাটা বলা যাবে?

কি দিয়ে বা কিভাবে আসতে হবে সেটাও বলতে হবে কিন্তু................। :P

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: বলা যাবে বলা যাবে!!!!!!

আমি তোমাকেই বলে দেবো ভাইয়া!!!!!!

কানে কানে !:)

৭৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫২

গেম চেঞ্জার বলেছেন: এইসব খাবার দাবাড় দেখলে মুড অফ আরো বেড়ে যায়!!!!!! 8-|

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: আহালে আহালে কেনো কেনো কেনো!!!!!!!!!!!!

প্রিয় ভাইয়ু!!!!!!!!!!!!!!!


কালকেই সকাল বেলা ব্রেকফাস্ট করতে চলে আসো!

৭৬| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৮

বিলিওনার বলেছেন: এতো খাবার দাবার, মনে হয় মহাভোজের আয়োজন চলছে। জিভে জল এসে গেলো খাওয়ার জন্যে।

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৩

শায়মা বলেছেন: তাই তো তোমাকেও দাওয়াৎ দিয়ে আনলাম ভাইয়া!!!!!!!:)

৭৭| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: হায় হায় হায় হায় তোমার কাছে দেখি সৌন্দর্য্যের কোনো দামই নেই!!!!!!!!! B:-)


এই যে ক্ষুধা লাগলে চাবাই, গিলে ফেলি, পান করি- এইটার চেয়ে বড় সৌন্দর্য্যে আর কি আছে???? ;)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: হ্যাঁ ঠিক ঠিক পাগল সৌন্দর্য্য আছে!!!!!!!!!!! :) :) :)

৭৮| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ ঠিক ঠিক পাগল সৌন্দর্য্য আছে!!!!!!!!!!! :) :) :)

পাগল সৌন্দর্য্য হবে কেন?

মৌলিক সৌন্দর্য্য বললে কি প্রোব? ;)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৬

শায়মা বলেছেন: মৌলিক সৌন্দর্য্য, যৌগিফ সৌন্দর্য্য, আপেক্ষিক, সাপেক্ষিক গেছি এইবার!!!!!!!!!!!!!! B:-/

ঠিক ঠিক ভাইয়ু!!!!!!!!!!!!! জগতে প্রতিটি ভিন্ন ভিন্ন বস্তুর নিজস্ব সৌন্দর্য্য রয়েছে তাই জগত এত সৌন্দর্য্যন এত বৈচিত্রময়!!!!!!!!!!। :) :) :)

সৌন্দর্যবোধের নিজস্ব কোন মডেল নেই, চিরায়ত কোন রূপও নেই ! সৌন্দর্য্যকে আমরা তাই নিজেদের মতো করে সাজাবো তাই এই খাওয়া দাওয়া সৌন্দর্য্যের না দিলাম জিনিভাইয়ু খানাপিনা মৌলিক, যৌগিক বিশুদ্ধ সৌন্দর্য্য!!!!!!!!!:)

৭৯| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কুরবানির ঈদের দিন তোমার বাড়িতে আমার দাওয়াত :p

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৩

শায়মা বলেছেন: এতদিন পর? ঈদ ছাড়াও দাওয়াৎ দিতে পারি ভাইয়া।:)

৮০| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০

ইমরান আশফাক বলেছেন: উফফ্ , দিলেন তো পেটের বারোটা বাজিয়ে! :((

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: এত রাতেও ক্ষিধা ভাইয়ামনি!!!!!!!!!!!! B:-)

৮১| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ঈদ মোবারাক......

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

শায়মা বলেছেন: ঈদ মোবারক ভাইয়া!!!!!!

অনেকদিন পর দেখলাম!!!!!!:)

৮২| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

অদৃশ্য বলেছেন:



আরিব্বাস... আপনার বাসায় আমার দাওয়াত থাকলো... এতোসব দেখে চুপচাপ থাকাটা খুবই কঠিন... আপনি পারেনও... সেই কবে থেকে... আমি একটি রোড সাইড থ্রি-ষ্টার ওপেন করলে আপনাকে তার '' দি শেফ, দি একশন ডিরেক্টর ওব ব্লকবাস্টার কুক '' পদের জন্য অফার করবো...

এমন সব খাবার দেখিয়ে খেতে না দেওয়াটা বড়ই বেদনাদায়ক...

তবুও শুভকামনা...

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৬

শায়মা বলেছেন: রোড সাইডে হলে হবেনা!!!!!!!!!!!! মেঘের দেশে দিও!!!!!!!!!!!

তাইলেই সব অপার্থীব খানা খাদ্যের রন্ধন পরিবেশন হইবেক।

অবশ্য সেই দেশে আসার পর আর পার্থীব জগতে ফিরিয়া যাওয়া যায় কিনা আমার জানা নেই!!


তবে তোমার দাওয়াৎ ঠিক ঠিক পরীর দেশে!!!!!! আজকেই।:)

৮৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

অদৃশ্য বলেছেন:



মেঘের দেশে দিলেতো আর থ্রি-ষ্টার দিবোনা... সেটা অবশ্যই সেভেন-ষ্টার... আর আপনিই তার '' দি শেফ, দি একশন ডিরেক্টর অব ব্লকবাস্টার কুক/কুকিং ''... যেহেতু কেউ আপনাকে এখনো অফার করে নাই তাই আপনিই আমার মেঘের দেশের সেভেন-ষ্টারের দি শেফ-দি হেড কুক-দি প্রফিট পার্টনার...

দাওয়াতটুকু আনন্দের সাথে গ্রহোন করলাম তবে দুঃখের বিষয় হলো পরীর দেশে যাবার মতো পাখা আমার এখনো গজায় নি... তাই অপেক্ষায় থাকলাম...

শুভকামনা...

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!

পাখা অর্ডার দিয়ে দিলাম।

রেডি হয়ে গেলেই তোমাকে জানানো হবে!!!!!!!:)

৮৪| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: খাবারের আইটেম দেখে টাসকি লেগে গেলাম। ঈদ মোবারক

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

শায়মা বলেছেন: ঈদ মোবারাক ভাইয়া। ভালো থেকো অনেক অনেক সব সময়!

৮৫| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯

বিলিওনার বলেছেন: আচ্ছা আমার ঐ স্টিকের পোষ্টা মডারেটর ডিলিট মেরে আমাকে ব্যান করেছে ১ সপ্তাহের জন্যে ফ্রন্ট পেজে। এটা কেনো করলো, আমার ভুলটা কি হতে পারে আপু?

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩২

শায়মা বলেছেন: হা হা হা

যদিও তোমার দুঃখের কাহিনী কিন্তু তোমার কথার স্টাইলে না হেসে পারলাম না ভাইয়া। :P

শুনো তোমার ঐ পোস্ট মানে শুধু একটা ছবি দিয়ে কি ব্লগ হয়? এটা তুমি ফেসবুকে দিতে পারো কিন্তু ব্লগে না। ব্লগে দিলে তোমার স্টেক রেসিপি বা তার ইতিহাস বা তুমি কোথায় খেয়েছো বা তোমার অনুভুতি এই সব দিয়ে বর্ণনামূলক কিছু লিখতে হবে। তাই হয়তো ডিলিট করে দিয়েছে।


নোটিসে বা মেইলে অবশ্য আসল কারণটা নিশ্চয়ই বলা হয়েছে। তুমি দেখো সেটা কি তোমার দোষ ছিলো।

আর এরপর থেকে গুড লাক মানে কিভাবে লিখতে হবে চ্যালেঞ্জ হিসাবে নাও!

:) :) :)

৮৬| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩

বিলিওনার বলেছেন: নোটিসে বলেছে আমার লেখা নাকি দূর্ভেদ্য, মডারেটর বুঝেনা আমি কি লিখলাম। একটা ছবি সাথে দুই তিন লাইন লিখলে ঠিক হবে কিনা?

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৯

শায়মা বলেছেন: হা হা হা হা

যাইহোক শুনো
হুম এক একটা ছবির সাথে কয়েক লাইন তো লিখতে হবে কি বুঝাতে চেয়েছো। শুধু একটা ছবির মানে কি বলো? কি দরকার আছে তার ব্লগে?

৮৭| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৯

বিলিওনার বলেছেন: কয়েকটা লাইন মানে excerpt আরকি। ধনী লোকদের লাইফ স্টাইল, ধনী লোকদের ঘাড়ি, বাড়ি, রসনা স্টাইল, বইয়ের excerpt, ধনীদের যেভাবে গরীবরা বা মিডল ক্লাস ভুল বোঝে, ধনী হওয়া খারাপ না, ধনী মানেই অসৎ নয়, ধনী এবং মিডল ক্লাসদের চিন্তা চেতনার পার্থক্যগুলো, ইত্যাদি ইত্যাদি B-) B-)

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: হা হা ঐ ভাইয়া। কি বলো এই সব?


হা হা হা লেখো দেখি কি লিখতে চাও দেখি। এইখানে আগে কিছু নমুনা দিয়ে যাও। উলটা পালটা লিখে আবার মাইর খেওনা তখন আমার দোষ দিওনা আমি শিখাইছি।

৮৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২১

বিলিওনার বলেছেন: হাহাহাহা আচ্ছা ঠিক আছে। অল্প একটু লিখি। ফর্বস ম্যাগাজিনের মতে কারো আয় বছরে ২৫০০০ ডলারের বেশী হলে সে মিডল ক্লাস ধনী আর তার নিচে হলে সে গরীব। আর মিলিওনার, বিলিওনারেরা হলো সুপার রিচ। মিডলক্লাস/গরীবরা মনে করে মানি ইস দ্যা রুট কজ অফ অল এভিল। কিন্তু সুপার রিচরা মনে করে গরীবত্ব ইস দ্যা রুট কজ অফ অল দ্যা এভিল।

মিডলক্লাস/গরীবরা সারাক্ষন টাকা নিয়ে চিন্তা করে। আর সুপার রিচরা টাকা নিয়ে স্বপ্ন দেখে।

মিডলক্লাস/গরীবরা মনে করে কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, কিন্তু সুপার রিচরা মনে করে ক্রিয়েটিভ চিন্তা করে টাকা উপার্জন করতে হয়।

মিডলক্লাস/গরীবরা তাদের ছেলেদের বলে টাকা কি গাছে ধরে? সুপার রিচরা তাদের ছেলেদের বলে টাকা ব্রেইন খেঁটে উপার্জন করতে হয়।

মিডলক্লাস/গরীবরা টিভি দেখে বেশী এবং বিজনেস রিলেটেড বই পড়ে কম, কিন্তু সুপার রিচরা টিভি দেখে কম এবং বিজনেস রিলেটেড বই পড়ে বেশী, নতুন নতুন জিনিস শেখে।

তাছাড়া ধনীদের লাইফস্টাইল, ডিসিপ্লিন জীবন যাপন, ডেইলী রুটিন কি কি ইত্যাদি ইত্যাদি (যেমন ধনীরা খুব ভোরে ঘুম হতে উঠে)

আশা করি বুঝাতে পারলাম, নইলে পরে আমার পোষ্ট দেখন :) :) :)

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৯

শায়মা বলেছেন: হা হা হা

ভালোই হবে মনে হচ্ছে ভাইয়া!!!!!!!!


শুধু একটু অরগানাইজড হতে হবে। লেখাটা একটু এলোমেলো আছে আর কি।:)

৮৯| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:




চোখে ছবির মরীচিকা, পেট খালি

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩২

শায়মা বলেছেন: আরে চাঁদগাজীভাইয়া!!!!!!!

সালাম সালাম!!!!!!!!!

কমেন্টে তো দেখছি একেবারে কবি হয়ে গেছো!!!!!!! B:-)

চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে.......একেবারে রবিঠাকুরের এই গানটির মত প্রায় সৌন্দর্য্যমন্ডিত কাব্য লাইন হয়ে গেছে কমেন্টখানা ভাইয়া!!!!!!!!! :) :) :)

গুড গুড গুড প্রাকটিস!!!!

একখানা কবিতা দেখতে চাই এইবার!!!!!!!!:)

৯০| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২

এডওয়ার্ড মায়া বলেছেন: বাসী খাবার দাবার শুধু দেখেই গেলাম !
কোনদিন চেটে দেখলাম না =p~

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:২৪

শায়মা বলেছেন: কেনো কেনো কেনো!!!!!!!!!!!!

কেমন আছো মায়াবন বিহারিনীভাইয়ু!!!!!!!!!!!!!!

কোথায় ছিলে এতদিন!!!!!!!!!!

৯১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৩

আবুল হায়াত রকি বলেছেন: কালনী ছাগু-কে আপনি মনে হয় কারণীর মাল্টি বলে সম্বোধন করেছেন।

হুমম আপনি ভালো রাধুনী, একটি কথা জানিয়ে যাই। আমিও রাঁধতে পারি আপু।

আচ্ছা পুরুষরা কেন বরাবর সেরা রাধুনীর তকমাটা জিতে নেন, আজ আমার বোঝে আসল না।


আমি নিরাপদে আছি, আপনি নিজের খেয়াল রাখবেন।

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: হা হা না সেটা আমি মাল্টি ঠিকই বুঝেছি। আর তোমার শত্রু পক্ষীয় মালটি সেটা না বুঝলে আর কিসের আমি হলাম বলো!!!!!!

আর তুমি রিয়েল কালনীনদী ভাইয়ার রিয়েল মাল্টি সেটাও বুঝেছি। :P

আর আমি ভালো রাঁধুনীর চাইতে ভালো সাঁজুনি আর কি। মানে রাঁধাবাড়া সাজাতে বেশি বেশি লাইক করি। :)

পুরুষেরা ভালো মশলা বাটতে পারে, কাটাকাটি করতে পারে। আর নারীরা অবলা দূর্বল শক্তিতে পারেনা তো তাই মনে হয় পারলো না। :(

সেরা রাঁধুনীর হবার দরকার নেই। দুনিয়ার সব বাবুর্চি, সেরা পুরুষ রাঁধুনিরা মসলা বেটে আর কুটনা কেটে মরুক। আমি রান্নার সাজুগুজু নিয়েই থাকবো। হা হা হা


:P

৯২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৬

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাইয়ু ট্রেডমার্ক টাই ঠিক ছিল ! আমি আবার কবে থাইক্কা মায়াবন বিহারিনী হইলাম !!!
যাইউকগা -
আপ্নের ভাইয়ু-আপামনি ট্রেডমার্ক গুলা মিছড করছিলাম -সেগুলোর খোঁজ নিতে আসলাম =p~ :)
ঈদ কেমন কাটালেন ??

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: যবে থেকে তুমি ভীতুর ডিম্ব হয়ে গেছো তবে থেকে মায়াবন বিহারিনী হরিণীভাইয়ু হইসো ভাইয়া!!!!!!!!!!!! হাহাহাহাহাহাাহাহাহাহাহাহাহা

:P

আহা মিছড এতদিন পর হলো!!!!!!!!

কই ছিলে এতদিন আত্মগোপনে ভাইয়ুমনি?

ঈদ তো যেমন কাটে তেমনি কাঁটলো তবে মনটা একটু বেশি খারাপ ছিলো এবারে। অন্যবারের মত নিরবিছিন্ন আনন্দ ছিলো না।

:(

৯৩| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৬

আবুল হায়াত রকি বলেছেন: এই ব্যাপারটাও 'প্রোপাগান্ডার' মতন, কোন একটা কিছু বলে আসল বিষয় থেকে সটকে পড়া। আপনি অনেক বুদ্ধিমতি, প্রশংসনীয়।

এতকিছু বোঝেন, তাহলে কেন এতটা ইমু ব্যবহার করছেন। আপুনি ক্লাসে সেভেনে পড়তে সময় তিনবার শার্লক হোমস পড়ে শেষ করেছি তাই সবকিছুই একটু খতিয়ে দেখার দরকার। আমি আগেই বলেছিলাম একজন বন্ধ হলে আরেকজন শুরু হয়।

দায়িত্বশীলতা কোন নাগরীক এড়াতে পারেন না, আমার ভাবতেই অবাক লাগে আপনারা সবাই এত অন্ধ হলেন কি করে!

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: আরে কি বলো!!!!!!!!

আমি অন্ধ হবো কেনো ??? আর কিসের দায়িত্বশীলতার কথা বলছো ভাইয়া? একজন বন্ধ হলে আরেকজন শুরু হয় সেটার মানে কি ? তুমি কি তোমার নিক নকলের মাল্টিগুলার কথা বলছো? এত অল্পে ভেঙ্গে পড়লে চলবে?? চাঁদগাজী ভাইয়াকে দেখেও শিখলে না। যে সহে সে রহে......
এখন একটা কথা বলি,
শার্লক হোমস পড়েছো যখন তুমিই গোয়েন্দা গিরি করে সব ফাঁস করে দাও তাহলেই তো হোলো। তবে উপযুক্ত তথ্য প্রমানাদি প্রয়োজন । নইলে সবই বিফলে যাবে। তোমার কথায় কিছুই হবে না।

জানোই শুধু কথায় তো চিঁড়া ভিজে না ......পানি লাগে, উপযুক্ত পাত্র লাগে। কাজেই চিঁড়া, পানি, পাত্র আনো হোমসভাইয়া। তারপর দেখা যাবে অন্য কিছু.....

তোমার পড়ালেখা বা প্রফেশন কি জানতে পারি?
কোথায় থাকো তুমি বলবে?

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১২

শায়মা বলেছেন: ওহ ইমো ইজ মাই ফেভারেট ওয়েপন!!!!!!!!!! :) :) :)

আই লাইক ইট টু মাচ!!!!!!!!!!!!!!

কান্ট কন্ট্রোল ইট ভাইয়া!!!!!!!!!:(

তবুও উপরের মন্তব্যে ট্রাই করেছি তোমার গা জ্বলে যাওয়া ইমো না দিতে!:)

৯৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৭

আবুল হায়াত রকি বলেছেন: সতত সত কথা বলি সততার সাথে জীবন গড়ি। বোন আমার যা যা ধ্বংস করতে চান করেন, কোন সমস্যা নেই। যার কিছুই নেই তার সততাই একমাত্র সম্ভল। আর বলছেন প্রমানাদির কথা। আপনি টাকাওয়ালা পয়সা দিয়ে জর্জ কোর্ট কিনেছেন তাই বলে ভাববেন না কাউকে মানসিক ক্ষতীগ্রস্থ করে ছাড় পেয়ে যাবেন। এখন আমার মনে হচ্ছে আপনিই সমস্যাগ্রস্থ তাই যাদেরকে উদ্দেশ্য করে বলেছি তারা বিবেক দিয়ে চিন্তা করে বোঝলেই হয়েছে।

আমি এখন থেকে এই নামেই একটিভ আছি। আমার সহব্লগারদের সাক্ষ্যি রেখে। এসব খেলা দড়তে শার্লক হোমস হতে হয় না একটা নির্বোধ শিশুও মাথা খাটিয়ে জিন্তা করলে দুই মিনিটে, দুধ থেকে পানি আলাদা করে ফেলতে পারবে।

ইমো ব্যবহার করছেন না, আপনার সচেতনতা প্রশংসনীয়। দড়ে রাখেন। আর আমার ছবি দেখে হয়ত তুমি করে বলেছেন সেটাতে রাগ করি নি। চাইলে তুইতে নেমে আসতে পারেন, সেটা অবশ্য সময়ের ব্যাপার আপনি নেমে আসবেন।

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: হা হা হা

ভাইয়ু ও মাই গড!!!!!!!!!!

শেষে তো মনে হচ্ছে সকল কেচালের শেষ কেচাল আমার পোস্টেই পরিসমাপ্ত হইবেক। অতীতেও এমন অনেক প্রমানই পেয়েছি!!!!!!! B:-)


এখন বলো ? হ্যোয়াট ডু ইউ মিন বাই দিস?
আবুল হায়াত রকি বলেছেন: সতত সত কথা বলি সততার সাথে জীবন গড়ি। বোন আমার যা যা ধ্বংস করতে চান করেন, কোন সমস্যা নেই। যার কিছুই নেই তার সততাই একমাত্র সম্ভল। আর বলছেন প্রমানাদির কথা। আপনি টাকাওয়ালা পয়সা দিয়ে জর্জ কোর্ট কিনেছেন তাই বলে ভাববেন না কাউকে মানসিক ক্ষতীগ্রস্থ করে ছাড় পেয়ে যাবেন। এখন আমার মনে হচ্ছে আপনিই সমস্যাগ্রস্থ তাই যাদেরকে উদ্দেশ্য করে বলেছি তারা বিবেক দিয়ে চিন্তা করে বোঝলেই হয়েছে।

তোমার ধ্বংস!!!!!!!! কি ধ্বংস করবো ভাইয়ু!!!!!!!! এত মানুষ থেকে এখন তোমার মনে হলো আমি তোমাকে ধ্বংস করতে চাচ্ছি!!!! গেছি !!!!!!! আমি টাকা পয়সা দিয়ে জজ হাইকোর্ট কিনি!!!!!! তোমার জন্য এত টাকা পয়সা খরচ করে আমার কি হবে ভাইয়া????

নাহ মাথা যেটুকু সমস্যাহীন ছিলো সেটুকু তো তোমার কথাবার্তা শুনে সেটুকুও যাবে মনে হচ্ছে.....
এখন আমার মনে হচ্ছে আপনিই সমস্যাগ্রস্থ তাই যাদেরকে উদ্দেশ্য করে বলেছি তারা বিবেক দিয়ে চিন্তা করে বোঝলেই হয়েছে।


ও বুঝলাম তুমি ঝিকে মেরে বৌকে শিক্ষা দিতে এইসব বললে!!!!!!!!!! তো যাদেরকে উদ্দেশ্য করে বলেছো তাদের ব্লগেই যাও না কেনো আমার বাড়িতে কি!!!!!!!!!!! B:-)

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৫

শায়মা বলেছেন: আমি এখন থেকে এই নামেই একটিভ আছি। আমার সহব্লগারদের সাক্ষ্যি রেখে। এসব খেলা দড়তে শার্লক হোমস হতে হয় না একটা নির্বোধ শিশুও মাথা খাটিয়ে জিন্তা করলে দুই মিনিটে, দুধ থেকে পানি আলাদা করে ফেলতে পারবে।

ইমো ব্যবহার করছেন না, আপনার সচেতনতা প্রশংসনীয়। দড়ে রাখেন। আর আমার ছবি দেখে হয়ত তুমি করে বলেছেন সেটাতে রাগ করি নি। চাইলে তুইতে নেমে আসতে পারেন, সেটা অবশ্য সময়ের ব্যাপার আপনি নেমে আসবেন।



ওহ তুমি বলা সে তো আমার পুরান অভ্যাস তুমিও এত বুদ্ধিমান শার্লক হোমস হয়ে এতদিনে চোখে পড়ালে!!!!!!!! এই তোমার শার্লক হোমস আর ক্লাস সেভেনে তিনবার পড়া!!!


না ভাইয়া এই বয়সেও আবার কয়েকবার পড়তে হবে মনে হচ্ছে কারণ আমি তো শুধু তোমাকেই না সবাইকেই তুমি বলি ভাইয়ামনি বলি ভাইয়ু বলি। তবে হ্যাঁ তুইও আমার প্রিয় শব্দ আমার আদরের মানুষদের জন্য!:)

তোমাকে তুই বলবো না !

তুমি আমাকে আবল তাবল কি যে বলছো না বলছো শেষে দেখা যাবে তোমার মাথার সকল সমস্যা আমার মাথায় ট্রান্সফার হয়ে গেছে।

:(

পাগল হইতে চাহিনা আমি আজকের সুন্দর দিনে। প্রেমকাব্য ম্যুডে আছি। সকল ঝামেলা আলাই বালাই কালাই .. ঝাড় ফুক, বুকে থু থু ..........

৯৫| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৮

জেন রসি বলেছেন: খানাপিনা দিয়ে এক ঘুমও দেয়া হয়ে গেছে!

এবার নতুন পোস্ট দেন! :)

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩০

শায়মা বলেছেন: হা হা নতুন পোস্টের জন্য রেসিপি রেডি।

এখনও রান্না চুলায় আছে।

শেষ হলেই টেবিলে দেওয়া হবে ভাইয়ু!!!!!!!!!! :) :) :)

৯৬| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৮

জেন রসি বলেছেন: রকি ভাইয়ের কমেন্ট পড়ে নব্বইয়ের দশকের বাংলা সিনেমার কথা মনে পরে যাচ্ছে! =p~

তবে সেভেনে থাকতে তার হোমস পড়া পুরাই বৃথা মনে হইতেছে! ;)

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪০

শায়মা বলেছেন: একদম ঠিক ঠিক ভাইয়ার আরও পড়তে হবে কয়েকশোবার !!!!!!!!

আর বাংলা সিনেমার কথা আমারও মনে হয়েছে ভাইয়া।

ভাইয়াকে দেখলেই আমার সেই সিনেমার গানটা মনে পড়ে।

ভাইয়াও নিশ্চয় এ গানের ভক্ত

rocky amar nam

৯৭| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪১

আবুল হায়াত রকি বলেছেন: রসিয়া বন্ধরে পা চাটিতে বড় মজা!


ঠিক আছে বোন, আপনি মহারানী, জগতের অপ্সরী, এবার খাবার দেন পেটে খুদা লাগছে।।।


আমার কাছে কবিতা আবার আসমানের জলসানু রুঠি।


যা বলার ফাঁস করে দিছি।।

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫

শায়মা বলেছেন: হায়রে ভাইয়া!!!!!!!!!!
হাসতে হাসতে মরলাম এইবার!!!!!!!!! কোনো সন্দেহ নাই তুমি কি খেয়ে আসছো এইখানে । হয় এমনি হয় ভাইয়ু। মনের দুঃখ, হতাশা, ব্যার্থ আক্রোশে মানুষ দারু পিয়ে!!!!!!
নইলে এমন আক্রমনাত্বক ম্যুডে কথা নাই বার্তা নাই আমার নামে মিথ্যা অপবাদ!!!!!!!!!!!! X((

আমি তোমার শার্লক হোমিও স্টাইলে ফাঁসীও তথ্য ঠিক বুঝিলাম না শুধু বুঝিলাম তুমি কোনো এক ব্যার্থ আক্রোশে ফুসিতেছো।
দারু নেশা কাটুক তারপর তোমার জন্য ঝলসানো(তোমার ভাষায় জলসানু) তন্দুর নান রোটি উইথ কাবাব আনিবোক!:)

রসিয়া বন্ধ কি জিনিস ভাই্য়ু। রসি দিয়া বান্ধা বান্ধি নাকি!!!!!!!!

চিন্তায় পড়লাম আসল সমস্যাটা কোথায়? তোমার ভাষায়? নাকি কি বোর্ডে নাকি মাথায়!!!!!!!!!

যাইহোক গুড উইশ ফর এভরিথিং!!!!!!!!:)
আপনার মন্তব্য লিখুন

৯৮| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২২

আবুল হায়াত রকি বলেছেন: নতুন একটা পোস্ট দিছি, শুভ ভক্ষণ। আপুনি।

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: বাপরে আমি নাই তোমার ঐ দিকে। তোমার দারু নেশা কাটুক!!!!!!!

তুমিও দূরে থাকো ।

কাব্যপ্রেম ম্যুড নষ্ট করার ইচ্ছা নাই !!!!!!!!

৯৯| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

গেম চেঞ্জার বলেছেন: ছাগল পালন ব্লগে লাভজনক নয় আপুনী!!!!!! জাস্ট ব্লক এন্ড ইগনোর দিস।

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: মনে হয় লাভ জনক!!!!!!!

অনেক তো দেখি !!!!!!!!!!!!

১০০| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২

আবুল হায়াত রকি বলেছেন: গেমু ভাই কে পাগল আর কে ছাগল সেটা তুমি আমি নির্বাচন করার কেউ নই। সেজন্য মডারেটর এখন কথা হইছে এই পাগলামির 'প্রোপাগান্ডা' -টা কে শুরু করেছেন?

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: কে করছে কে করছে না বলে এতই যখন গিয়ানী ফার্স্ট লেভেলের তো বলে যান ভাইয়াজান!

কে সেই বীর সাহসী ? :)

১০১| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০

আবুল হায়াত রকি বলেছেন: আপনাদের নিকৃষ্ট নর্দমায় আমারও মন্তব্য করার ইচ্ছা নাই। নতুন পোস্ট-টি আপনার উদ্দেশ্যে করা সেটা শুধারাতে আবার না আপনাকে শিক্ষাগত যোগ্যতা সামলাতে হয়। বিদায় হলেম আপনার আবর্জনা থেকে। পারলে আমার ওইখানে আলোচনায় আসেন, জানি আরেক নারী বিদ্বেষি আপনার পা চাটা, ওরে ভালো কইরা শিখাইয়া দিয়েন জ্ঞানির সাথে কিভাবে আচরণ করতে হয়।


You guys are so far behind kalni's first level for that you have to reborn another life. the game is now change!

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: হা হা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় টাইপ কমেন্ট হয়ে গেলো ভাইয়ু!!!!!!! :P

সত্যিই হাসতে হাসতে মারা গেছি!!!!!!!! B-))

মনে হচ্ছে ক্লাস সেভেন না তোমার ফার্স্ট লেভেল শিক্ষা দীক্ষা ফার্স্ট স্টেজেই আছে। গিয়ানী ভাইয়াজান । :)

তোমার দারু পিনা নতুন পোস্ট দেখতে ভুই পাচ্ছি!!!!! শেষে আমার বৃষ্টিমুখর কাব্যপ্রেম ম্যুড নষ্ট হয়ে যায়। তোমার নেশা কাটলে নতুন পোস্ট লিখলে দেখতে যেতে পারি!!!!!!!! :)

তোমার ওখানে আলোচনায় যাবো!!!!!!!!!! ওরে!!!!!!!!! B:-)

জানোনা পাগলের সাথে আলোচনায় নো লাভ!!!!!! :(
আর মাতালের সাথেও !!!!!!!!!! তোমার কথা বার্তা অযথা অপবাদ শুনে আমি তো কনফিউজড হে যাচ্ছি তুমি ঠিক কোন অবস্থায় আছো!!!!!!!! :( পাগল না মাতাল!!!!!!! সো মাচ কনফিউজড!:( :(

নারী বিদ্বেষী কে!!!!!!!!!! তুমি এত সাহসী আর গিয়ানী তো নামটাও পরিষ্কার করে বলো না। আমি তো আর মহিলা শার্লক হোমস নহি যে তোমার দারু পিনা ধাঁন্দার জবাব খুঁজে পাবো এত সহজে!!!!!! :||


আর আমাদের যদিও এটা আমার পোস্ট তাও আবার সুস্বাদু সুসজ্জিত খানাপিনা পোস্ট ( তুমি আন্ধা আর যার চোখে( মনে) যা লাফ দিয়ে ওঠে তা বলে) নিকৃষ্ট নর্দমা দেখতে পাচ্ছো। আবার নর্দমা ভেবে বার বার চলে আসছো !!!!!! আর আমাদের তোমাদের মডারেটর প্রোপাগান্ডা কি সে সব বলছো!!!!!!! উফ আসলেই ........ নাহ পাগল, ছাগল, গাধা , গরুর মাংস কই যে যাই!!!!!!

একটা ঘুম দিয়ে ওঠো ভাইয়ু!!!!! মস্তিস্ক উত্তপ্ত হইয়াছে।

১০২| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

জেন রসি বলেছেন: কালনী ভাই এসব কি বলে। এখানে চাটার জন্য কেএফসির ঠ্যাং কই পাবো? ;)

তবে বুঝেছি বেশী বেশী কাঠাল পাতা খাওয়ার জন্য তার মাথায় গ্রে ম্যাটার অনেক কমে গেছে। তাকে চাটার জন্য বেশ কিছু মুরগির ঠ্যাং দেওয়া হোক। ;)

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২২

শায়মা বলেছেন: মুরগীর ঠ্যাং!!!!!!!!

মিটলেস বোন নাকি বোন উইথ মিট!!!!!


ওকে ভাইয়া আসলে আবার জেনে নেবো কোন রেসিপি চাই তার।

তবে আমার এই সব নর্দমা পোস্টে উনি কি আর আসবেন? :(

১০৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৭

মহা সমন্বয় বলেছেন: উফফফফ কি যে করি!! এত খানাপিনা.. কোনটা রেখে কোনটা খাই?? :|
অনেক খেলাম, পেটে আর বিন্দু পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। তবে পায়েসটা দরুণ হইছে :D আমাকে আর এক চামচ দিলেই চলবে :>

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৪

শায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়ু!!!!!!

তোমার জন্য আরও দুই চামচ লুকিয়ে রাখছি!!!!!!!:)

১০৪| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৪

পথহারা মানব বলেছেন: আপু তুমি একটা ফুড শপ খোল ঢাকা শহরের যে কোন জায়গায় প্লিজ.....যেখানে থাকবে দারুন সব খাবার আর ব্যাকগ্রাউন্ড থাকবে তোমার আবৃতি করা অসাধারন সব কবিতাগুলো.

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১

শায়মা বলেছেন: আরে !!!!!!!!!!!!!


খুবই ভালো আইডিয়া!!!!!!!!!:) :) :)


গান থাকবেনা আমার!!!:(

থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!! এত সুন্দর আইডিয়ার জন্য!!!!!!!!:) :) :)

১০৫| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

পথহারা মানব বলেছেন:
তুমি কে গো অনন্যা....
এত গুনে গুনান্বিতা... :)

থাক আর গাইলাম না, কারন তোমার গানের পাশে আমারগুলো নিশ্চয়ই বেসুরো লাগবে #:-S
বাই দা ওয়ে আইডিয়া বাস্তবায়ন হলে আমাকে কিন্তুু রয়্যলটি দিতে হবে আপু :D :D :D

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

শায়মা বলেছেন: তোমাকে কই পাবো ভাই্য়ু???


কোন দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা
কোন গানের সুরের পারে
তার পথের নাই নিশানা......

আমিও আরেকটা গান শোনালাম ভাইয়ু!!!!!

১০৬| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১

পিকাচু বলেছেন:
Eid Mubarak :P

০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: ঈদ মুবারাক পিকাচু পিচ্চু!:)

১০৭| ০৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৯

সম্রাট৯০ বলেছেন: যে খাবার গুলোতে আমার চোখ পড়েছে- মুঠি কাবাব,নাগেটস আর ফলের মধ্যে জাম, সব রকম গুন আছে দেখছি আপনার মধ্যে, আমার এসব খেতে ইচ্ছে করছে এখন, আপনার আরো পোষ্ট দেখলাম, ব্লগারদের জন্য কি কোন সু-ব্যবস্থা আছে? :)


গান- :)

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

শায়মা বলেছেন: আছে তো!!!!!!!!!!

আজকেই চলে আসো পরীর দেশে।:)

১০৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

পথহারা মানব বলেছেন: শায়মাপু ঈদ মুবারক
গরুর গোস্তের দুইটা রেসিপি দাওতো আপু, সহজে করা যায় কিন্তু একটু ডিফারেণ্ট

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

শায়মা বলেছেন: ওকে ওকে

কি রেসিপি চাও ভাইয়ু!!!!!!!!!!!!!! :)
ঝাল ঝাল, নাকি মিষ্টি মিষ্টি? টকটক নাকি টকমিষ্টি, নোনতা নোনতা নাকি টক মিষ্টি ঝাল????


বলো বলো বলো এখুনি হাজির করছি সেই রেসিপিই!!!!!!

( মনে মনে- আজ পেয়েছি এমন রেসিপি দেবো যে সেই রেসিপি খেয়ে বাড়ির বাইরে গিয়ে শুধু পথ হারাবে না, বাড়ির পথ অন্যকেও ভুলায় দেবে। :) )


বলো বলো বলো ভাইয়ু সোনামনি!!!!!!!!!!! :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: আরে বলো না কেনো????

মাংসের কালিয়া, কোপ্তা, কোরমা, টিকিয়া, তন্দুর, শিক, রেজালা মেজবানী, কড়াই গোস্ত, গার্লিক বিফ, বিফ উইথ অনিয়ন, কালিভুনা, মাথার মাংস, ভুড়ি রান্না পায়ের পায়া, লেজের স্টু, মগজের কাবাব কি চাও বলো? বলেই দেখো একবার!!:) :)


১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: মাংসের ঝুরি
কিমাপুরি,
স্যান্ডুইচ, বিফরোল,
ফ্রায়েড বিফ, ভেজি বিফ
মাসলা চাপ
বিফ স্যুপ, বিফ উইথ মাশরুম
বিফ পাই
বাটার বিফ
গ্রেভি বিফ
সিজলিং বিফ


উফ আর কত বলবো!!!!!!!!!! :(

১০৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

পথহারা মানব বলেছেন: আপু একটা ঝাল, একটা মিষ্টি।...সহজে যেন করতে পারি..।তুমি তোমার পছন্দ অনুসারেই দেও তোমার চয়েস নিশ্চয় খারাপ হবে না

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

শায়মা বলেছেন: বিফ কড়াই গোস্ত
গরুর কড়াই গোস্ত মনে হয় তোমার জন্য সবচেয়ে মজার আর সহজ হবে তাই এটাই বলি- :)
গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ ও গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, মাংসের মসলা ১ চা চামচ (শান বা রাধুনি যদি পাও, নাইলে নাই, নো প্রবলেমো :) ) দারচিনি ও এলাচ ৩/৪ টুকরো,জয়ফল জয়ত্রী বাটা ১ চা চামচ,( না দিলেও চলবে। টক দই ১ কাপ,( দিতেই হবে) টমেটো কিউব ১ কাপ, ( দিলে বেশি মজা লাগে আমার) তেজপাতা ২/৩ টা, তেল ১ কাপ, .রসুন ২/৩ কোয়া, ( চেখে দেখে দেখে দিবা)

গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর মাংস, টক দই, লবণ সহ সব মসলা একসঙ্গে ভালো করে মেখে ২০/২৫ মিনিট রাখতে হবে। হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা হালকা বাদামী করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। অল্পপানি দিয়ে হালকা আঁচে রান্না করতে হবে।

মাংস সিদ্ধ হলে তেলে পেঁয়াজ কুচি, রসুন, টমেটো কুচি হালকা বাদামী করে ভেজে মাংস বাগাড় দিয়ে ২/৩ মিনিট দমে রেখে দিলেই হয়ে যাবে গরুর মাংসের কড়াই গোস্ত। :) :) :)

আরেকটা বিফ উইথ মাশরুম খাবে নাকি মাংসে কোরমা ?

১১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

পথহারা মানব বলেছেন: আরেকটা ফ্রায়েড বিফ দাও, মাংসের কোরমা। ধন্যবাদ দিলাম না, বাচ্চুমনিদেরকে আবার কিসের থ্যাংকস ;)
দোয়া করো যেন তোমার মত রান্না না হয় ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: ঐ আমার মত না হয় মানে কি !!!!!!!!!!!!!!!!!!! X((


তবে হ্যাঁ ঠিক ঠিক তোমার মতই হোক আর সবাই খেয়ে পালাক মানে তোমার বাড়ির পথ চিরতরে ভুলে যাক !:)


ওহ পালানোর আগে ঢিল দিয়ে তোমার বাড়ির চাল ফুটো করে দিক! :) :) =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

শায়মা বলেছেন:




আজ সকালের টেবিলচিত্র ভাইয়া! :)

১১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

পথহারা মানব বলেছেন: চাইলাম ফ্রায়েড বিফের রেসিপি সেটাতো দিলেইনা ঊল্টো নিজের ঢোল নিজেই পিটিয়ে নিলা....হা হা।
কি আর করার যখন অন্য কেঊ ঢোল না পিটায় তখনতো নিজেরটা নিজেরই পিটাতে হয়। ইটস ওকে!!
জলদি রেসেপিটা দাও!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

শায়মা বলেছেন:


এই মোমবাতিগুলাও আমি রাঁধছি!!!!!!!! মানে বানাইসি!!!!!!!!!! এইটার রেসিপি নিবানা!!!!!!!!!!! :)


আর ফ্রায়েড চিকেন আর ফ্রায়েড বিফ একই শুধু বিফগুলি পাতলা করে কাঁটবা। টেমপুরা ব্রেডক্রাম্ব ছাড়াও ভাজা যায় ইহা। :)

১১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: এবারের ঈদের পোস্ট কোথায়? ঈদ মুবারক শায়মা ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

শায়মা বলেছেন: ঈদ মুবারাক সেলিমভাইয়ু!!!!!!!!!!!! :)

ঈদের পোস্ট তুমি দাও ভাইয়ু!!!!!!!! আমাদের নিউ ভাবীজির খানা পিনা নিয়ে!!!!!!!!! :)

১১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫

পথহারা মানব বলেছেন: হা হা হা.....এই মোমবাতিগুলা তুমি বানাইছ!!! এইগুলা!! তোমাকে আমি শুধু শুধু বাচ্চুমনি বলি!! এগুলোতো আমার বাসার পিচ্চিগুলো প্রায় প্রতিদিনইই বানায়, বানায় আর ভাংঙে,!!
যাকগে জ্ঞানীরা বলে ছোটরা যখন কিছু করে তখন তাকে ভাল বলতে হয়।
তোমার মোমবাতিগুলো খুব সুন্দর হইছে শামা বাচ্চুমনি!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

শায়মা বলেছেন: এহ আনো দেখি ছবি তুলে তোমার বাসার বাত্তুপিত্তিদেল সেই মোমগুলা!!!!!!!!! |-)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯

শায়মা বলেছেন: তো ভাইয়ু তুমি যেন কোন দেশে থাকো কুয়েত না সৌদি আরাব!!!!!!!!! :)

১১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

পথহারা মানব বলেছেন: আমি তোমাকে শুধু আমার দেশ না, বাসার ঠিকানাও দিয়ে দিচ্ছি।
তোমার বাসা থেকে ঊত্তর দিকে তিনটা বাসা পরে, পুরবো দিকে চারটা বাড়ি তার পাশের ছায়াঘেরা অসাধারন সুন্দর মনোরম একটা নিলয় তার ৩য় তলার দক্ষিণ দিকের ফ্লাট।
ও তোমাকে বলা হয় নি, আমার রান্নার হাত দেখি অসাধারণ!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

শায়মা বলেছেন: ওওওওওওওওওও তাইতো তাইতো!!!!!!!!!:)


দেখতে পাচ্ছি একটা ভাঙ্গাচোরা পলিথিনের ঘর আর সামনে একটা গরুর গাড়ি !!!!!! :P

তুমি গান গাচ্ছো আর গাড়িতে একটা মেয়ে বসা!!!!!!!! ওহ মেয়েটাও গাচ্ছে তো

শুনতে পাচ্ছি ............

তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবোনা সেই গান টা!!!!!!!!!! :)

বাহ বাহ গুড গুড!!!!!!!!!!!!! :)



আর বিশেষ দ্রষ্টব্য তোমার রান্নার হাত ভালো না আমই রেসিপি বলে দিয়েছি তাই রান্না ভালো হয়েছে!:)

১১৫| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৪

কালীদাস বলেছেন: রমজান পার করছি অনেক দিন হয়, তবুও খাদ্যগুলার ছবি দেইখা আরেকটু হইলে হাউমাউখাউ কইরা কাইন্দা দিছিলাম :((

এইবার রমজানে অনেক কষ্ট পেয়েছি গরমের মধ্যে কাজের চাপের জন্য, এরপরও কিছু এক্সপেরিমেন্ট করেছি ইফতারি নিয়ে। একটা রেসিপি পোস্ট হয়ত লিখতে পারি সুদূর ভবিষ্যতে :P আপনার জন্য আমার বানানো Quesadilla-এর ছবি রেখে গেলাম, টরটিলা দিয়ে বানিয়েছিলাম। খেতে সেরকম হয়েছিল :)



১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: Quesadilla !!!!!!!

ওকে ওকে আমিও বানাইবক!!!!!!!

তোমার রেসিপি আসার আগেই আমার রেসিপি দিয়ে দেবো কিন্তউ ভাইয়া!!!!!!!!!!! :P

১১৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৯

কালীদাস বলেছেন: আপনার বাসার পাশে মারা যাওয়া বদমাশগুলা সারা দুনিয়ার লোকদের ধাধায় ফেলে দিয়েছে বলেই আমার ধারণা। গত তিনমাসে এটলিস্ট ২০টা দেশের লোকজনের সেইম প্রশ্ন শুনতে হয়েছে "বাংলাদেশ তো শান্তিপ্রিয় দেশ, কোন যু্দ্ধ-টুদ্ধ নেই, আইসিসও নেই তোমাদের দেশে আবার মারদাঙা টাইপের মুসলিম দেশও তোমরা না। এদের কি মানসিক রোগ ছিল?"

১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: :(


:(

:(

অবশ্যই মানষিক রোগ ছিলো বা মানষিক রোগে আক্রান্ত হয়েছিলো তারা, যারা অবলীলায় অন্ধের মত ব্রেইন ওয়াশড হয়ে একের পর এক খুন করতে পারে। কোনো সুস্থ্য মানুষ তো আরেক মানুষকে খুন করতে পারবেনা !

১১৭| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

বাকরখানি বলেছেন: খিদা লাইগা গেল। এক বাটি পায়েস দেন তো :``>>

১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন: এতদিন পর পায়েস!!!!!!

ওকে ওকে আবার রান্না করতে যাই তাইলে!!!!!!!

১১৮| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৫৬

ডা. সুরাইয়া বীথি বলেছেন: বাহ বাহ অমায়িক,, এত্ত সুন্দর রান্নার উপস্থাপন যা মন ও হৃদয় ছুঁয়ে গেল

০৩ রা জুন, ২০১৭ রাত ১২:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!:)

১১৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ওরে বাপরে!
আরেকটু হইলে এখানেও মাথা ঘুরিয়া যাইবার উপক্রম হইয়াছিল।
তবে অনেক নামই নতুন শুনলাম, যেমন- হটগড.........!! হা হা হা.......................!!

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

শায়মা বলেছেন: হা হা হা

গড হট হলে তো প্রবলেম ভাইয়া!!!!!!!!!!

ডোন্ট সে দ্যাট!!!!!!! প্লিজ!!!!!!!!!! :((



:P

১২০| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: গড খুব কুল কিনা তাও অবশ্য কোথাও উল্লেখ নেই!
হা হা হা..............................!!

তবে এখানে কিছু আইটেম এখনো আমার প্রিয়।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: হা হা হা হুম!!!!!!

গড ইজ অলওয়েজ কুল!!! :)

:) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.