নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
অনেকেই বলে ছোটবেলায় ঈদে আনন্দ ছিলো বড়বেলায় সেই আনন্দের এক কনাও আর খুঁজে পাইনা। আবার অনেকেই বলে সারাদিন ঘুমিয়ে কাঁটালাম বা টিভি আর ফেসবুকেই কেটে গেলো ঈদ কিন্তু আমার মনে হয় আমার সেই ছোট্টবেলার ঈদ অনেকখানি বদলে গেলেও সেই আনন্দ আমি মনে মনে এবং আমার নানা একটিভিতে তা ধরে রাখতে পেরেছি অনেকখানিই। বরং তখন নিজের মনের মত ফুলফুল ঢোল কাভার টাইপ ছাপা জামাটা কিনতে পারতাম না মায়ের রক্তচক্ষু উপেক্ষা করে তার পছন্দের অতি সুক্ষ রুচীর জামাটাই কিনতে হত এখন সেটা নেই। যা মন চাই তাই করে ফেলাটাই আমার এখন হবি!
আর তাই এবারে মাথায় জুটলো গোল্ডেন থিমে সাজানো হবে আমার ঈদ খানাপিনার টেবিলটা। যেই ভাবা সেই কাজ! ঈদের দিনে তাই আমার সোনার প্লেটে সাজিয়ে দিলাম আস্ত মুরগীর রোস্ট!
এই যে এখানে হটডিশে আমার গরুর মাংসের কালাভুনা আর আরেকটায় মেজবানী মাংস দেখা যাচ্ছে। যারা ঈদের আগের দিন আমার কালাভুনার লাল রং দেখে সন্দেহ প্রকাশ করেছিলেন যে সেটা কালাভুনা না হয়ে লালাভুনা, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি শেষমেষ বৃতিমনি আর সুরঞ্জনা আপুর পরামর্শে আমার লালাভুনা কালা না হয়ে যাবে কই আর!
এই সাইডে ওভাল ডিশগুলোতে আছে ভাপা ইলিশ আর চিংড়ির মালাইকারী।
এবার এক এক করে- আস্ত মুরগীর রোস্ট-
সাদাপোলাও-
আরও রোস্ট
শশা, গাঁজর, টমেটো আর পেঁয়াজ মরিচের সালাদ
ভাঁপা ইলিশ
চিংড়ির মালাইকারী
এটা শুধু শুধু খানাপিনাহীন টেবিলচিত্র!
ঈদের ডেজার্ট - সেমাই
দইবড়া
চা চক্র-১
চা চক্র-২
চা চক্র-৩
আমার প্রিয় সোনার টি সেট আর সাথে ক্রিস্টাল মিল্কপট আর স্যুগারপট
ঈদের পরের দিনের সকাল- ১
ঈদে মটু মটু খানাপিনা খেয়ে খেয়ে টায়ার্ড হয়ে রুটি, ভাঁজি,সালাদই অমৃত তখন
সকাল-২
সকাল-৩
রঙ্গিন সকালে লাল টকটকে রং প্লেটে ধবধবে সাদা হাতে বানানো রুটি
কালো কুচকুচে প্লেটে হলুদ হলুদ মচমচে আলুভাঁজি
বেগুন ভাঁজি
সবুজ সালাদ
ওহ এতক্ষন ঈদ নিয়ে এত কিছু এবারের ইফতার পোস্ট দেওয়া হলোনা আমার তাই এখানে আমার ঈদ-২০১৭ তে আমার এ বছরের ইফতার স্মৃতিটাকেও সংক্ষিপ্তভাবে হলেও ধরে রাখতে চাই-
বাসায় বানানো ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন স্যান্ডুইচ উইথ গারলিক সালাদ
মাই হোম মেইড অপ্সরীয়া স্পেশাল পিজ্জা
চিজি জারা পাস্তা বাস্তা
সালাদ এবং সালাদ উইথ ওয়াসাভি সস!
চিজি পাস্তা
কালারফুল সালাদ উইথ কালারফুল সালাদ ড্রেসিং
কোলস্লো
দহি ফুচকা
অপ্সরীয়া স্পেশাল জীলাপি!!!!! এবারের স্পেশাল ইনভেনশন!
ইফতার- ২০১৭
ঈদে আমার আশেপাশের মানুষগুলোর বাসার খানাপিনা-
নাদিয়ামনির বাসায়....
রমা আপুর বাসা
তিতির মনির বাসা
তারার বাসায়-
শামিনআপুর রাজকীয় খানা টেবিল-
এই নিয়ে এসব নিয়েই গেলো আমার ইদ ২০১৭। আমি এই ব্লগে যত বছর ধরেই আছি প্রতিটা ঈদের স্মৃতি ধরে রেখেছি ব্লগের পাতায়। যখন এসব নিজেই ফিরে গিয়ে দেখি মুগ্ধ হই দেখে পুরানো দিনের স্মৃতি। কত কথা কত গান কত মানুষের সাথে আলাপন। এই নিয়ে অনেক সমালোচনা হয় সে হোক আমার আপত্তি নেই। তবে আপত্তি অন্যখানে সেটা এই আনন্দের পোস্টে আর আনতে চাইনা!
আগের পোস্টগুলোতে খানাপিনার সাথে সাথে নিজের ঈদের পোষাক, গয়নাগাটি গৃহসজ্জা প্রায় সবই তুলে দিতাম। এখন মনে হচ্ছে সেসব দেওয়া নিরাপদ না। আমার আস্ত টেবিল চুরি করে নিয়ে যাচ্ছে কেউ কেউ আর গয়না গাঁটিও চুরি করলে কি সহ্য হবে!
যাই হোক তাই হোক......
আমি এমন করেই কাঁটাতে চাই আমার ব্লগবেলার সকল ঈদের স্মৃতিগুলি নিয়ে সকলের সাথেই।
সবাইকে ঈদ ২০১৭ এর শুভেচ্ছা!!!!!!!!!!! অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আর সাফল্যে ভরে উঠুক সকলের জীবন.......
২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: কিন্তু ভাইয়া টেবিল থালা প্লেট আবার নিয়ে যাবে নাতো!!!!!!!!
অভয় দিলে ঈদের জামা, সাজুগুজু সবই নিয়ে আসবো!
সবাই কিন্তু সাক্ষী থাকবে তুমি অভয় দিলে চোর ডাকাত সবই সামলাতে হবে!!!!!
নইলে আমার এত সাধের ঈদের জামা, গয়নাগাঁটি....
না না ঠিক ঠাক অভয় দিও!!!!!
২| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
ঈদের আনন্দ পরিবারের অর্থনৈতিক অবস্হার সামানুপাতিক
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৭
শায়মা বলেছেন: ভাইয়া আমি তো পরীর দেশে থাকি
এখানে মন্দ হতে কেউ পারেনা এখানে অসৎ পথে কেউ চলেনা
ওহো হো হো হো হো হো
নেই কোনো দুঃখ অপমান
ছোট বড় সবাই সমান......
অনেক অনেক ঈদের শুভেচ্ছা ভাইয়ামনি!
৩| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: সব দেখি বড়লোকদের খানাপিনা !!
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৯
শায়মা বলেছেন: কোনগুলা ঈদে তুমি খাওনি বলো!!!!!!!!!!
ঢং করো কেনো!!!!!!!!!!!!!
৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:০১
শাহরিয়ার কবীর বলেছেন: অপ্সরীয়া স্পেশাল জীলাপি!!!!!
এতো খাবার আমার চাইনে; আমারে এক টুকরো জিলাপি বিকাশ করে দাও ...তাতেই আমি খুশি !!
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৯
শায়মা বলেছেন: ওকে ওকে নাম্বার দাও বিকাশ আকাশ যে কোনো নাম্বারেই জিপালী পৌছে যাবে !!!!!!!!
৫| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৬
জেন রসি বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহা
আপনার সেন্স অব হিউমার আসলেই উপভোগ্য।
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১০
শায়মা বলেছেন: আমার না !!!
এই প্রশংসার জন্য কালকেই তোমার দাওয়াৎ পরীদের দেশে!
৬| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৯
সোহানী বলেছেন: মাইনাস..... আমারে দাওয়াত দেও নাই তাই!!!!
তোমার কাছে রান্নার কোর্স করতে হবে.... আমার পোলাপান আমার রান্না খাওয়ার ভয়ে ফ্রিজ থেকে নিজেরা নাগেট ভেজে খায়......... .........
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১২
শায়মা বলেছেন: কে বলছে দেইনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
বললেই হলো!!!!!!!!!!!!
সেই কবে দাওয়াৎ দিয়ে রেখেছি তুমিই তো আসোনা !
আর এটা কি বললে!!!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাাহাহহাহাাহহাহাহাহা
তোমার কাছে রান্নার কোর্স করতে হবে.... আমার পোলাপান আমার রান্না খাওয়ার ভয়ে ফ্রিজ থেকে নিজেরা নাগেট ভেজে খায়......... ) .........
হা হা হা হা হা
পোলাপাইনদেরকে পরীর দেশে পাঠায় দাও!!!!!!!!! আমার কাছে আপুনিমনি!!!!!!!!
৭| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১০
পরিব্রাজক২০১৫ বলেছেন: এই সাইডে ওভাল ডিশগুলোতে আছে ভাপা ইলিশ আর চিংড়ির মালাইকারী।
এবার এক এক করে- আস্ত মুরগীর রোস্ট- ----- খেতে ইচ্ছে করছে খুব।
ছবি গুলো দেখতে দেখতে মনে হোল আপনি সুনিপুনা সুগ্রিহীনি । আপনার হাতের ছোঁয়ায় খাবার টেবিল সুসজ্জিত হয়ে আছে ।
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২০
শায়মা বলেছেন: ভাইয়ামনি!
রাঁধা মানে মজাদার খানা খেতেই আমি লাইক করি তার থেকেও বেশি সেসব সাজাতে!
সাজানোর পরে আনন্দে তাকিয়ে থাকি সেসবের দিকে !
অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
অনেক অনেক শুভেচ্ছা রইলো
৮| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: টেবিলের অইপাড়ে বসা আছে অপসরা
আহা দেখতে যদি পেতাম
সুন্দর আয়োজন আপি
ভালবাসা নিয়ো
আর পাশেই থেকো
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২৩
শায়মা বলেছেন: আশে আছি পাশে আছি
অদৃশ্যে কাছে আছি
ডোন্ট ওয়ারী আপুনি
ভয় ডর ছাড়ো এবা
ছাড়ো সব কাঁপুনি!
লাভ ইউ অনেক অনেক!!!!!!!!!!!!!!!!!
৯| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১২
কাছের-মানুষ বলেছেন: আস্ত মুরগীর যেই আইটেমটা দেখা যাচ্ছে সেটা কি রোষ্ট করা হয়েছে!
দেখতে লোভনীয় লাগছে সবগুলো খাবার!
ঈদের শুভেচ্ছা রইল।
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৩১
শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি!!! রোস্ট করেছি সোনার থালায় সাজিয়ে দিয়েছি!!!
মজাও হয়েছিলো অনেক!!!
অনেক অনেক ভালোবাসা আপু!!!!!
১০| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায়...
চলবে না। শুধূ ছবি দেখায়া! রসনায় জল ঝড়াইয়া পোষ্টে প্লাস নিয়া যাইবেক!
চলবে না চলবে না!
আগে চাই পেট পূর্তি ভোজন
তবেই না জমবে ঈদের স্মৃতি রোমন্থন
আপনার প্রতিবেশীর হক আদায় করেছেন তো! (আপনার গায়ের পড়শি, যারা হকদার সেই পড়শী)
নজরুলের কাঠবেড়ালীর শাপান্ত দিয়ে বিদায়
একলাই খেলে ডুবিয়ে নুলো
পেটে তোমার পীড়ে হবে-কুড়ো কুষ্টি মূখে
হেই ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে
+++
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৪১
শায়মা বলেছেন: হায় হায় পোকা!!!!!
এমনিতেই তেলাপোকাদের জ্বালায় বাঁচিনা তুমি আবার পেটের ভেতরে পোকার অভিশাপ!!!!!!!!!!!!
না না আজকেই আমার বাসায় দাওয়াৎ তোমার ভাইয়ামনি!!!!!!!!!!
কি কি খেতে চাও বলো!!!!
এখুনি রান্না করছি!!!!!!!!
১১| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শায়মা বোন, তোমার ঈদ আর ইফতারি আয়োজন দেখে ভাবছি সামনের বছর রোজার আগেই সপরিবারে তোমার বাসায় চলে যাবো কী না।
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫০
শায়মা বলেছেন: একদম চলে আসো ভাইয়ামনি!!!!!!!!
অনেক মজা করে আমরা ইফতার খাবো!
আর ঈদের দিনে ঈদের খানা!
অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা!!!!!
১২| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: মিথ্যা কথা বলিয়া আমল নামা ভারী করতে রাজী না ; সত্য কথা এই যে তুমি আমাকে দাওয়াত দেও নাই, ।।
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫৬
শায়মা বলেছেন: কে বলছে!!!!!!!!!!!!!!
প্রমান আছে আমার আগের পোস্টে!!!!
মিছা কথা বলে লাভ নাই!!!!!!!!!!!
১৩| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২০
পুলহ বলেছেন: ঈদের বিলম্বিত শুভেচ্ছা শায়মা আপু। ভালো আছেন আশা রাখি।
শুভকামনা সব সময়ের জন্য।
২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫৭
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!!
অনেক ভালো আছি!!!!!!!
১৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২১
শাহরিয়ার কবীর বলেছেন: আমি পিচ্ছি মানুষ ; আমার কোন ভোটার আইডি নাই , একারনে বিকাশ আইডিও নাই !! এখন কি উপায় বলো !! আমার এক টুকরো জিলাপি চাই !!!
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:০১
শায়মা বলেছেন: নো প্রবলেমো পিত্তি!
রাত ৩ টায় সোজা নিশির ডাকে ছাদে যাবে! তারপর চোখ বুঁজে আকাশের দিকে হা করে দাঁড়াবে!
মনে মনে আমাদের দেশটা স্বপ্নপূরির প্রথম ৪ লাইন গাবে।
ব্যাস তারপরই দেখো কারিশমা!!!!!!!
১৫| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২৫
সুমন কর বলেছেন: এমনিতেই খাওয়ার উপর আছি তারপর আবার এতো খাবার !!!!!! উফফ......
একবার কিন্তু চলে আসবো, টেস্ট করতে
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আর সাফল্যে ভরে উঠুক সকলের জীবন.......
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:০২
শায়মা বলেছেন: হা হা চলে আসো ভাইয়ামনি!!!!!!!!
তোমার জীবনও ভরে উঠুক সাফল্যে!!!!!
১৬| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২৫
অর্ক বলেছেন: ওহ দারুণ পোস্ট! বিশেষ করে চিংড়ির মালাইকারিটা মনে হচ্ছে খুব মানসম্মত, অন্যগুলোও বটে। চিংড়ির মালাইকারি, মানে চিংড়ি আনার খুব প্রিয়। সত্যি পরিপূর্ণ পোস্ট! অনেক ভাল লাগলো।
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:০৩
শায়মা বলেছেন: অর্কভাইয়া!
কেমন আছো!!!!!!!
চিংড়ির দোপেঁয়াজা, মালাইকারী, ফ্রাই, ভর্তা আসলে সবই মজা!
অনেক অনেক শুভকামনা ভাইয়া!
১৭| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২৭
স্পর্শ বিন্দু বলেছেন: খাওয়ার পোস্টে ভ্যাট নাই?
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:০৬
শায়মা বলেছেন: ভ্যাট আবার কি!!!!!!!!
ভেটকিমাছের কাটলেট বানাবো এরপরে ওকে ভাইয়া!!!!!!!
১৮| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২৮
ডঃ এম এ আলী বলেছেন: এক কথায় দারুন ।
জীলাপী আমার বেশী পছন্দ ।
আশির দশকের গুলিস্থান সিনেমা হলের পাশে
পুর্ণিমার জীলাপী আজো মনে পড়ে ।
খাবারগুলি কোনটা রেখে কোনটা খাই ভেবে না পাই
তাই যাবার বেলায় সবগুলিই সাথে নিয়ে গেলাম ।
ঈদ পরবর্তী শুভেচ্ছা রইল ।
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:০৯
শায়মা বলেছেন: ভাইয়া আশির দশকের পরে আর জিলাপী খাওনি নাকি!!!!!!
কি বলো ভাইয়ামনি!!!!!
যাই হোক !
দেশে আসলেই পরীর দেশে জিলাপী খাবার দাওয়াৎ!
ওকে ওকে আপাতত এইগুলিই নিয়ে যাও!!!!!!
১৯| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৩৬
জেন রসি বলেছেন: আমি পরীর দেশে যাই না। পরীদের সাথে আড্ডা দিয়া মজা নাই। আড্ডার জন্য মানব মানবী(ব্লগার মানবী আপু না ) এবং এলিয়েন উত্তম।
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১১
শায়মা বলেছেন: পরীদের সাথে আড্ডা দিয়ে মজা নাই!!!!!!!!!!
এই কথা বললে কেউ বিশ্বাস করবে!!!!!!!!!
অন্তত তুমি বললে!!!!!!!!
কাভি নেহি!!!!!!!!
এই ব্লগে আসার পর থেকেই তো পরীর সাথেই আড্ডা দিয়ে যাচ্ছো!!!!!!!!
এত বড় মিছা কথা!!!!!!!!!!!
আলাই বালাই কালাই! ফুহ ফুহ ঝাঁড়ফুক!
২০| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এইরকম স্মৃতি ধরে রাখাতে শ্রদ্ধা রইল
ইদ যদি ঈদ হয়, ইদে নয় কেন!
খাবারের পরিবেশন মুগ্ধতা পেল।
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১২
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া! অনেক ভালো থেকো!
২১| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৯
স্পর্শ বিন্দু বলেছেন:
ভেটকি মাছের কাটলেট কোন থিমে হবে?
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:২২
শায়মা বলেছেন: সে না হয় আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড থিমে আনা যাবে!
অতল জলের নীল সমুদ্রের মাঝে কয়েকটা ভেটকী মাছের কাটলেট!
এক কাজ করা যায়!!! পুরা ডাইনিংটাকেই এ্যকুরিয়াম বানিয়ে সাঁতার কেটে কেটে খানা পিনা পরিবেশন ও খাওয়ানো হলে কেমন হয়!
২২| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:২০
ব্লগ সার্চম্যান বলেছেন: দারুন সব সুস্বাদু খানাপিনার আয়োজন । ভালো লাগল।
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:২৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা!
২৩| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৬
ক্ষুদ্র_খাদেম বলেছেন: খাবার-দাবার দেখলেই মনটা ভাল হয়ে যায়
কি আর করার এইবারের মত দেখলাম, পরেরবার নিজে নিজেই চলে আসব কিনা সেই চিন্তাটা মাথায় নিতেই হচ্ছে
+++ না দিয়ে তো এগোনো যাচ্ছে না...
২৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪১
শায়মা বলেছেন: চলে আসো ভাইয়া!!!!!!
আজকেই পাখার অর্ডার দিয়ে রাখছি!!!
২৪| ৩০ শে জুন, ২০১৭ রাত ১২:১৬
জেন রসি বলেছেন: আমি ব্লগে কোন পরীর সাথে আড্ডা দেইনা। ভূত, প্রেত, পরীতে আমার বিশ্বাস নাই।
৩০ শে জুন, ২০১৭ রাত ১২:২৭
শায়মা বলেছেন: আরে তুমি জানোই না পরীরা রুপ বদলে থাকে তুমি তাই বুঝো নাই!
২৫| ৩০ শে জুন, ২০১৭ রাত ১:১১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই ছবি দিয়ে বিরক্ত কর কেনো বলতো আপুমনি ? ভার্চুয়াল খানপিনা নয়, একবার সত্যি করে দাওয়াত চাই ...... সিরিয়াসলী বলছি কিন্তু.......হ্যাঁ
৩০ শে জুন, ২০১৭ রাত ১:২১
শায়মা বলেছেন: দাওয়াৎ আবার চাওয়া লাগে নাকি!!!!!!!! এমনিতেই দাওয়াৎ তোমার ভাইয়া!
চলে আসো!!!!!!!
তবে তোমার পোস্টে দুইদুইবার গিয়েও উত্তর না খুঁজে পেয়ে চলে আসলাম!~(
২৬| ৩০ শে জুন, ২০১৭ রাত ১:২০
সচেতনহ্যাপী বলেছেন: বিনা দাওয়াতেই খেয়ে গেলাম মানে দেখে গেলাম, রাজকীয় সব খাবারের আয়োজন।।
সাথে কেউ ছিল না একাই করেছেন!!
৩০ শে জুন, ২০১৭ রাত ১:২২
শায়মা বলেছেন: বিনা দাওয়াৎ হবে কেনো!!!!!! তোমার তো দাওয়াৎই ভাইয়া!
না না একা করিনি। মানে একজন না কয়েকজনই ছিলো বরং বলতে পারো আমিই তাদের সাথে ছিলাম!
২৭| ৩০ শে জুন, ২০১৭ রাত ১:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: তোমার সবগুলি কমেন্টেরতো উত্তর দিয়েছি আপুমনি... । তোমার ঠিকানা ছাড়া ক্যামনে তোমার বাসায় আসবো? আমার বাচ্চাকাচ্চা নিয়ে আসবো কিন্তু.............
৩০ শে জুন, ২০১৭ রাত ১:৩৯
শায়মা বলেছেন: আরে না ভাইয়ামনি!
সেসব কমেন্টের উত্তর না!
বেবীরা ওভার ব্রীজে শুয়ে আছে এটার!
ঠিকানা তো দিয়ে দেওয়া হবে!!!!
পরীর দেশে তো অবশ্যই পরীদেরকে নিয়েই আসতে হবে কাজেই বাচ্চাদেরকে স্বাগতম!!!!!!!!!
২৮| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:০২
কাছের-মানুষ বলেছেন: হ্যাঁ আপুনি!!! রোস্ট করেছি সোনার থালায় সাজিয়ে দিয়েছি!!!
আপনার ইমিডিয়েট আগের পোষ্টাতে আমার মন্তব্য ছিল(কন্ট্রোল ইওর ইমোশন বাট ডোন্ট লেট ইট কন্ট্রোল ইউ)! সেটাতে আপনার উত্তর ছিল ! নিচের!
হা হা হা দারুন বলেছো ভাইয়া!!!!! একদম ১০০তে ২০০।
হা হা হা আর পুলার গল্প পড়ে তো আমি হাসতে হাসতে শেষ!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
এক পোষ্ট আগে ভাইয়া ডেকে এখন হঠাত আপু! আপনি একজন হেভিওয়েট এবং শক্তিশালি ব্লগার!
একজন শক্তিশালি ব্লগারের মেমরি হবে শক্তিশালি !
বাঙালি জাতি আজ হতাস!
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:০৩
শায়মা বলেছেন: স্যরি স্যরি স্যরি!!!!!!!!!!!!!!!
হতাশ হইওনা ভাইয়া!!!!!!!!
অনেক বড় ভুল হয়ে গেছে!!!!!!
এখুনি ঠিক করে দিচ্ছি!!!!
আমার কিন্তু অনেক মেমোরী কিচ্ছু ভুলিনা!!!!!
বিশেষ করে এমন কিছু শুনলে তো জীবনেও না!!!!!
এই যে বললে আমার মেমোরী নাই আর জীবনেও ভুলবোনা তুমি যে ভাইয়া এটা!!!!!
যাই হোক অনেক অনেক ভালো থেকো ! আর হতাশ হতে হবে না !
২৯| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:২৯
ওমেরা বলেছেন: আপু আমি সকাল ৭ - রাত ৯ টা পর্যন্ত কাজ করে মাত্র বাসায় ফিরে গোসল করে খেয়ে আসলাম এখন কিছু খেতে পারব না । এত বেশী ক্লান্ত চোখ বন্ধ হয়ে আসছে । সুন্দর উপস্থাপনা ও মজার মজার খাবারের জন্য অনেক ধন্যবাদ আপু ।
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:০৩
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে তোমার জন্য আবার রান্না করা হবে আপুনি!
৩০| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:৪২
স্বতু সাঁই বলেছেন: তাই তো কই, দ্যাশের আশিভাগ মানুষ অভূক্ত ক্যান!!
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:১৩
শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!!!!!!!!
আশিভাগ মানুষ মোটেও অভুক্ত না!!!!
আমাদের দেশ এতই অভাবী নাকি!!!!!!!!
৩১| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দাওয়াত তো দিবা না! ছবি দেখেই পেট ভরাইলাম!!!
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৪
শায়মা বলেছেন: দাওয়াৎ তো দিয়েছি তো ভাইয়া!!!!!!!
আজকেই চলে আসো!!!!!!!
৩২| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১০
অদ্ভুত মুগ্ধতা বলেছেন: ভালোই,, সবগুলোই বড়লোকের খাবার।।
এগুলো কোনো দিন খাই নি।
যা হোক খেতে না পারলে ও একটু দেখতে পারলাম।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৩
শায়মা বলেছেন: ইশ বললেই হলো!!!!!
কোনোদিন খাওনি না!!!!!
পোলাও খাওনি? রোস্ট? গরুর মাংস!!!!!!! ইলিশ? চিংড়ি? সেমাই!!!!!!
মিছা কথা বলো কেনো ভাইয়া!!!!!!!
সবাই যা খায় ঈদের দিনে তাই আছে শুধু একটু সুন্দর করে সাজিয়েছি!!!!!
পরীর দেশে থাকি তো তাই এত সাজুগুজু!
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়ামনি!
অনেক ভালো থেকো।
৩৩| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৮
অদ্ভুত মুগ্ধতা বলেছেন: আপুমনি আপনার রান্না যেমন সুন্দর তেমনি আপনার কথা ও মিষ্টি।
ইলিশ, চিংড়ি, সেমাই, রোস্ট এগুলো খেয়েছি।
কিন্তু আসল কথা টা হলো আপনার রান্না তো খাই নি।।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৬
শায়মা বলেছেন: হা হা তাই বলো!!!!
শুধু শুধু খানাপিনার দোষ দিচ্ছিলে !!!!!!!
পরীর দেশে চলে এসো! আমার বাড়ি!
একজোড়া পাখার অর্ডার দিয়ে রাখছি!
৩৪| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৫
স্বতু সাঁই বলেছেন: পুষ্টিহীনতাও এক ধরণের অভূক্ত মানুষের প্রতিকৃতি!! ফলে আমাদের মানুষগুলোর মধ্যে মেধাহীনতার সংখ্যা অনেক বেশী। মেধাহীন মানুষের সমাজ আর গোয়ালঘরে পশুপালন একই বিষয়। যা ঘটছে আমাদের দেশে।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ২:১৩
শায়মা বলেছেন: ওহ তাই বলো!
বাট অভুক্ত থাকছে না নিশ্চয় !
আমাদের দেশে এখন এত দারিদ্র নেই!
মেধা বাড়লেই পুষ্টিগিয়ানও বাড়বে ভাইয়া!
বেশিভাগ পুষ্টিহীনটা দারিদ্রতার সাথে সম্পর্কের চাইতে আমার মতে মেধা বা জ্ঞানহীনতারও কারন! পুষ্টির জন্য শুধু দামী দামী খাবারই প্রয়োজন না জ্ঞানেরও অভাব আছে! আমার এটাই মনে হয়!
৩৫| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৭
অদ্ভুত মুগ্ধতা বলেছেন: ওহহহহ পরির দেশ।।।।।।
ছোট্র বেলায় পরির দেশের স্বপ্ন দেখতাম।।।
পরির দেশে একবার যেতে পারলে ভালো হতো।।
তাড়াতাড়ি পাখা পাঠাও।।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৩:২২
শায়মা বলেছেন: ওকে ওকে এই মাত্র অর্ডার দিয়ে আসলাম!
৩৬| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ২:১৫
আমিই মিসির আলী বলেছেন: বছর বছর আপনার এই সুদর্শন খানাপিনার ছবি দেখিয়া দেখিয়া কলিজাখানা জলিয়া পুড়িয়া ছারখার হইয়া যাইতাছে।
তবুও এখনো দেখে যাই কভু যদি দাওয়াতটা পাই...
মনে ভরে থুক্কু পেট ভরে খাইতে চাই।
কিন্তু শায়মাপ্পু কি আর ভার্চুয়াল দাওয়াতের গন্ডি পেরুতে পারবে??
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৩
শায়মা বলেছেন: না!!!!!!!! কলিজা পুড়ানো যাবেনা ভাইয়া! এত কষ্ট করে কত সুন্দর করে সাজালাম খানাপিনা গুলো!!
আর দাওয়াৎ তো দেওয়াই আছে! অটো দাওয়াৎ যখন ইচ্ছা তখন আসো!!!!!
অনেক অনেক ভালো থাকো ভাইয়া!!!!!!!
৩৭| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভাইয়া মনি, আপু মনি, আর বিস্ময় চিহ্ন কারা যেন চুরি করে সব পোষ্টে বিতরন করছে। আমাকেও বিতরন করেছিল। চোরাই মাল মনে করে আমি মুছে দিয়ে ছিলাম। তবে আপনার এ পোষ্ট যথেষ্ট ভাল লেগেছে।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৮
শায়মা বলেছেন: তারা সব চোরা কাক অতিশয় তুচ্ছ
মনে সাধ ময়ুর হতে লাগিয়েছে পুচ্ছ।
কেকা রবে ডাকে যবে বের হয় কা কা
তবু নাচে তাল হারা পরে ময়ুরের পাখা।
সারাদিন আমাদের বাসাটার ছাদে
আড়ি পাতে, চোখ রাখে নাকিস্বরে কাঁদে।
ওর কেনো এত এত মোর কেনো নেই নেই!
সেই দুখে দিনরাত প্রানপাত ধেই ধেই।
আছাড়ি বিছাড়ি খেয়ে এ দুয়ার ও দ্বারে
কেঁদে কেঁদে বলে ডাকো ময়ুর যে আমারে!
এই দেখো পরেছি না ময়ুরের পুচ্ছ
রং মেখে সং সাজ তবু করো তুচ্ছ!
বুঝেনা সে নিজেকে যে জানেও না সে যে কাক
অযথা ময়ুর হতে হাঁক ছাড়ে গাক গাক!
৩৮| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৩
গেম চেঞ্জার বলেছেন: ইয়ামি ইয়ামি-ইইইইইইইইই
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮
শায়মা বলেছেন: গেমু!!!!!!!!!!
তোমার জন্য নতুন করে নান্না বান্না হইসে!
তবে কাল থেকে একটা গান গেঁয়ে গেঁয়ে আমার রান্না নত্ত হয়ে গেছে! গানটা শুনবে!!!!!!!
৩৯| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৭
আলভী রহমান শোভন বলেছেন: মোমগুলা সুন্দর অনেক। কই থেকে কিনছো? আর কাপগুলাও অনেক পছন্দ হইছে। চিজি জারা পাস্তা বাস্তার রেসিপিটা দিও।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০
শায়মা বলেছেন: মোম এবং স্ট্যান্ড সবই আড়ং এর!!!
আর কাপগুলা মন্নু সিরামিকেও পাবে সাতোরীতেও পাবে!!
আর রেসিপি দিচ্ছি একটু ওয়েট করো।
৪০| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০
গেম চেঞ্জার বলেছেন: গান তো অবশ্যই শুনবেক!!!!!!!!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: একটা অগ্নির ময়না পাখি গান শুনাতে এসেছিলো তো তাকে দেখে না আমার সোনার ময়নাকে মনে পরে গেলো!
কি যে দুঃখ হলো!
তখন আমি গাচ্ছিলাম---
আমার সোনার ময়না পাখি....
কোন বা দ্যাশে গেলা ছাড়ি রে
অগ্নির ময়নারে রাখি!!!!!!
আমার সোনার ময়না পাখি!!!!!
তাই শুনে আবার অগ্নির ময়না পক্ষীর ভাই মক্ষীরাজ এসে গেলো!!!!!
তাকেও আরেকটা গান শুনাইছি !
৪১| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১২
আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা ! থেঙ্কু !
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: দিচ্ছি!!!!!!!!!
ওয়েট!!!!!!!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৯
শায়মা বলেছেন: কিমা এক কাপ
বাটার দেড় টে চা
আদা ও রসুন বাটা ১ চা চা করে
লবন
গোল মরিচ ১/৪ চা চা
সয়া সস ১ চা চা
সবুজ ক্যাপসিকাম ১/৪ কাপ
মাসরুম হাফ কাপ
সস তৈরি:
বাটার ১ টে চা
রসন ১ টে চা
ময়দা ১ টে চা
দুধ ১ কাপ
গোল মরিচ ১/৪ চা চা
লবন
অরিগানো ১/৪ চা চা
মেয়নিজ ৩ টে চা
বেকিং অর জন্য মোজারেলা চিজ ৩/৪ কাপ
এই যে আমার উম্মে আপুর ইউটিউব রেসিপি
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন:
এই যে সাতোরী!!!!!
৪২| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
গানে ভুল ছিল- "অগ্নির ময়নারে রাখি!!!!!!"
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: আরে ভুল কিসের!!!!!
অগ্নির ময়নারেই তো রাখি গেলো!!!!!
তাই তো আমার এই গান!
৪৩| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: খাবারের গুণগত পরিবর্তন হয়নি তো; আবার খেতে আসলাম শুধুমাত্র জিলাপী !!!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬
শায়মা বলেছেন: না না পরীর দেশের খানা খমর মানে অমরের ভাই খমর!
৪৪| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
এদের- এইসব অগ্নিমগ্নি করে কি লাভ হইলো!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪০
শায়মা বলেছেন: লাভ নাই বলো কি হে! ময়ুরের পুচ্ছ-
পরে যে দেখালো নাচ তাহা কি হে তুচ্ছ!
নইলে কে দেখতো তা চিনতো কে তাহারে
সং সেজে নেচে নেচে আহা কি সে বাহারে!
কেউ কেউ দিলো তাল কেউ দিলো তালিয়া
বোকা কাক বলে মনে দিলো কেউ গালিয়া।
তবু বোকা বুঝবে কি সে ময়ুরের পুচ্ছ
টেকে না টেকে না তাহা গ্লু খসে গুচ্ছো! ( মানে গেলে শব্দের নতুন প্রতিশব্দ)
৪৫| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪২
গেম চেঞ্জার বলেছেন: বোকা না!
বোকারাম, বোকিরাম
ওরা সবাই!!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: বোকারাম বোকিরাম খোকারাম খোকি
নাচ দেখে ধিন ধিন গেলো গেলো চোখই
কাক কি কখনও পারে ময়ুর হয়ে নাচতে!
অন্যের রূপ ধরে আজীবন বাঁচতে!
৪৬| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
কেন মুগ্ধ জানিনা!!!!!!!!
খমর................. ?????
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৪
শায়মা বলেছেন: ইয়া আল্লাহ!!!!!!!!!!!!
লা হাওলা কুয়াতা ইল্লাবিল্লাহেল আলীউল আজীম!!!!!!!!!!!!
তোরেও ঐ ময়ুরের লেজ পরা কাকের ভুত ধরছে!!!!!!!!!!!
আলাই বালাই ঝাঁড় ফুক !!!!!! এইদিকে আসো ফু দিয়ে দেই!!!!!!!!
ভুতের আসর কম কথা না!!!
খমর হলো অমরের ভাই......
মানুষ কখনও না মরলে হয় অমর আর খাবার কখনও না পঁচলে হয় খমর!
৪৭| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫২
জেন রসি বলেছেন: আমি পরীর সাথে আড্ডা দেই নাই। আমি কার সাথে আড্ডা দেই তা আমি জানি! তবে অনেকের কাজকারবার দেখে বুঝা যাচ্ছে ব্লগেও পরীর আছর বলে একটা ব্যাপার আছে। এরা এখন পাগল প্রায়!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৮
শায়মা বলেছেন: হুম!!!!!!!!
বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে!
পাড়া পড়শী কহে জ্বীনে( জেন রসি) ভুতে ধরেছে !!!!
এখন আসর করে এই গানা গাওয়াবো ওদেরকে দিয়ে!!!!
৪৮| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:০১
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
কেন মুগ্ধ জানিনা!!!!!!!!
তোমার বান্ধবীর.......... কই গেল !!
আর এটা সামু ব্লগের জাতীয় সঙ্গীত করার দাবী জানালে কেমন হয় !!!!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৩
শায়মা বলেছেন: আমার বান্ধবীদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে!!!!!!!
তবে তাহারা তমর!!!!!!!!
আবার জন্মাইবেক!
তমর মানে কি আমারে জিগাসা করিও না!!!!!
বুদ্ধি খাঁটাও!
আর শোনো এইটা জাতীয় সঙ্গীত হলে আমি সত্যিই আনন্দিত !!!!!!
রবিঠাকুর লিখেছেন দেশের জন্য আমি ব্লগের জন্য লিখে হবো বমর!!!
৪৯| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৯
জেন রসি বলেছেন: ওঝাদেরও সিজনাল বিজনেস বলে একটা ব্যাপার আছে। এরা তাই পরী ঘোরে আক্রান্ত মানুষদের নিয়ে একটু খেলা খেলে। ওঝাদের ঢোলের বাড়িতে এরা নেচে ভাবে পরী তারাচ্ছে। একেই বলে পাগলের সুখ মনে মনে আর ওঝাদের সুখ পাগল নাচিয়ে। হাহাহাহাহহা
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: হা হা হা
জ্বীন, পরী ওঝা ভুত প্রেত!!!!!!!
কই যাই!!!!!!!
তবে তোমার জন্য দিলাম এই আলাদিনস ল্যাম্প!!!
৫০| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:২২
শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা ঠিক আছে ....... গেমু বলে একটা এ নিয়ে রম্য পোষ্ট দিয়ে সবাইকে জানোর ব্যবস্থা করা লাগবো ।। ব্লগে শাকিল ভাইকেও দেখছি না , তাকে দিয়েও এ পোষ্ট দেওয়া যেত।।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩১
শায়মা বলেছেন: হা হা তাই নাকি!!!!!!!
গেমু কখন বললো!!!!!!!!
গেমু বলেছে বলুক আবার সবাইকে ডাকতে গিয়ে শেষে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে!
তখন তারা নিজেরাই বোতলবন্দী ভুত হয়ে সাগরে নিমজ্জিত হবে!
৫১| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩১
জোববোর কাশু বলেছেন: কি হেরিলুম।হৃদয় বিদীর্ণ হইয়া ভূপাতিত হইলুম।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৯
শায়মা বলেছেন: এইটা কি নাম ভাইয়া!
নাম দেখে তো ভীমরি খেয়েছিলাম!
হৃদয় বিদীর্ন করো না ! ভুপাতিতও হইওনা বরং পরীর দেশে চলে আসো!
৫২| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৩
স্বতু সাঁই বলেছেন: সারা জীবন গায়ে ব্যথা, মনোযোগ সেখানেই শেষ, জ্ঞান অর্জন করবে কখন?
৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: গায়ে ব্যাথা কেনো!
কি বলো ভাইয়া!
বুঝলাম না !
৫৩| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০
শূন্যনীড় বলেছেন: চমৎকার পদক্ষেপ,
ভালো লাগলো
৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
৫৪| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
স্বতু সাঁই বলেছেন: এটা তো উদাহরণ দিলাম। পুষ্টিহীনতার এরূপ কতো যে রোগ আছে তার কি আমরা হিসেব রাখি?
৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
শায়মা বলেছেন: সেই তো!
পুষ্টিহীনতা দূর হোক!
সবাই আনন্দে থাকুক এই হোক চাওয়া!
৫৫| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এত খানাপিনা কিন্তু আপসোস খাওয়ার মানুষ নাই।
থাকলে অন্তত দু একজনের খোমা-টোমা দেখতে পাইতাম।
৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
শায়মা বলেছেন: এটা তো পরীর দেশ ভাইয়া!
খোমা দেখবে কেমনে!!!!!
সব্বাই তো অদৃশ্য!
৫৬| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: '
পরীরা মনুষ্যরূপ ধারণ করলে দেখা যেত। পরীরা কি এসব খাবার খায় নাকি?
আমিতো জানি পরীরা বাতাস খেয়ে থাকে
৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
শায়মা বলেছেন: ঠিক ঠিক ভাইয়ামনি!
এসব খানাপিনা সবই ভোজবাজী আর অলীক ধাঁধা। শুন্যে আসে আর শূন্যে মিলিয়ে যায়!!!!!!!
আর তখনি পরীরা সেসব শুন্য থেকে ধরে ধরে বাতাস হতে বাতাসা বানিয়ে খায়!
বাপরে তুমি এত জানো কেমনে পরীর দেশ সম্পর্কে!!!!!!
৫৭| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
ইয়েমানে দইবড়াটা জমেছে বেশ
সব কি ভাই খেয়েই শেষ?
আমার জন্যে একটু যে চাই-
মিষ্টি মন্ডা কিংবা মিঠাই!
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:১৪
শায়মা বলেছেন: শেষ হয়েছে তাতেই বা কি
বেশ হয়েছে হোক।
তোমার জন্য বানাচ্ছি ফের
জবরদস্ত ভোগ!
দইটা দিয়ে দই নুডুলস আর
মন্ডা দিয়ে চা!
এসব আমায় শিখিয়েছেন
প্রিয় কেকা,পা!
৫৮| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫১
নীলপরি বলেছেন: দারুন ।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:১৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ নীলপরিমনি!!!!!!!
৫৯| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪
চানাচুর বলেছেন: দেরী করে ফেললাম। এখন তো সব শেষ করে ফেলল সবাই
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:১৭
শায়মা বলেছেন: শেষ হলে কি তোমার জন্য আবার বানানো হবে চানাচুরমনি!!!!!!
আম্মু কেমন আছেন???
৬০| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:০৬
জাহিদ হাসান বলেছেন: ঈদ মোবারক জানাতে দেরী করে ফেললাম ।
ভালো লাগল।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:১৮
শায়মা বলেছেন: কিচ্ছু হবেনা এখনও জানালে চলবে!!!!!!!
ঈদ মুবারাক ভাইয়া!!!!!!!!
অনেক ভালো থেকো!
৬১| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৩৫
উম্মে সায়মা বলেছেন: পরের ঈদে আপনার বাসায় আমাদের সবব ব্লগারের দাওয়াত এত ইয়াম্মি খাবার কিছুতেই মিস করা যায়না.......
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯
শায়মা বলেছেন: ওকে ওকে ওকে তাই হবে আম্মিমনি ওপস স্যরি উম্মেমনি!
কি যে করি ভাইয়া তো তোমাকে আমার আম্মি বানিয়ে দিয়েছিলো...... হাহাহাহাহাহা
যাইহোক পরের ঈদে দাওয়াৎ পরীর দেশে!!!!!
৬২| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অপ্সরীয় পিজ্জাটি কোনদিন অবসরে খাওয়াবার প্রস্তাব করলে হয়তো মানা করতে পারবো না!
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩
শায়মা বলেছেন: তুমি আবার আসবে অপ্সরীয়া পিজ্জা খেতে!
তবুও কমেন্টে এই ইচ্ছা পোষনের জন্য অনেক অনেক থ্যাংকস!!!
যাইহোক আই লাভ ইউ অল ভাইয়া! Greatness as U, smallest as me,You show me what is deep as sea,A little love, little hug, little gift, all of little somethings, these are our memories,you make me cry………..
৬৩| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:৪২
কামরুন নাহার বীথি বলেছেন:
আপু, উম্মম্মম্মম্ম------ কী যে স্বাদের খাবার সব।
লগইন করতে না পারায় কিছুই খেতে পারিনি!!
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫
শায়মা বলেছেন: হায় হায় লগ ইন পারোনি কেনো!!!!!
ওকে নো প্রবলেম!
আবার বানাচ্ছি!
তোমার চিকেনফ্রাইগুলোও এক্সসেলেন্টো ছিলো!!!!!!!!
৬৪| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:০৮
ধ্রুবক আলো বলেছেন:
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩
শায়মা বলেছেন: হা হা হা দেখিয়াছি
সবই আমি চুপচাপ
এক্ষুনি কোপ দিতে
যাইতেছি দিতে লাফ!
ভৃগু গেমু নাকি সবে
আধবুড়া হলো!
আমার দাওয়াৎ আশে
প্রান নাকি গেলো!!
আসিতেছে ঢাকা গেমু
যাবো ওয়েসটিন
কফি খাবো দাওয়াতেও
নেবো একদিন।
ভৃগুভায়া রেডিসনে
খাওয়াবে যে মোরে
তোমাকেও সাথে নেবো
সেই সে আসরে!
কি করি ভাইয়াটা
হিংসামো করে
চুরি করে নিলো
সব বস্তাতে ভরে!
আজ বলে আমি নাকি
রান্নাও পারিনা
সব নাকি করে বুয়া
আমাদের জরিনা!!!
৬৫| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
চানাচুর বলেছেন: ওই যে কাজি দ্বীন মোহাম্মদ স্যারের ইস্কাটনের হসপিটাল বন্ধ অনির্দিষ্টকালের জন্য। আর আআগারগাওতে উউনি বসেন না। আজকে এপোলোতে নিয়ে গেছিল, এম.আর.আই এর রিপোর্ট দেখে সেখানকার ডাক্তার বলছে কোন ব্রেইন স্ট্রোক হয়নি। আরো কিছু টেস্ট দিয়েছে, ওগুলোর রিপোর্ট কাল দিবে। সেগুলোর উপর ওষুধ হবে। এখন সব মিলিয়ে যা বুঝছি ভালই বলছে কিন্তু আম্মুর যেই কষ্টগুলো হয়, সেগুলো যেন ওষুধে ভাল হয়। ওষুধ যেন কাজ করে সেই দোয়া করে যাচ্ছি। এই হল অবস্থা। এপোলোর সাথে ভাল অভিজ্ঞতা নাই
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৪৭
শায়মা বলেছেন: নিশ্চয়ই অষুধেই ভালো হয়ে যাবে দেখো। মন খারাপ করোনা একটু ধৈর্য্য ধরো! ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
৬৬| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৫৪
জুন বলেছেন: শায়মা আজ সাত বছর ধরে তোমার অপ্সরিয়া ঈদ স্পেশাল দেখে আসছি । সত্যি জিভে জল আসার মত সব খাবার দাবার সাথে তেমনি রঙ বাহারী থালা বাসনের সমাহার কিন্ত চিংড়ীর মালাইকারি আমারটা সাদা হয়
তোমার মত এত সুন্দর হয় না কেন
খুবই ভালোলাগলো কিন্ত পরীর দেশে উড়ে গিয়ে খেতে হবে ভেবে থমকে গেলাম । পাখা বানাতে হবে দেখছি
তা অন্যান্য বারের মত তোমার সাজুগুজু ছবি কই যা দেখে আমরা মুগ্ধ হই সবাই । জলদি সাজুগুজু পিক দাও । আমরা অপেক্ষা করছি
+
০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:০১
শায়মা বলেছেন: আপুনি!
চিংড়ীর মালাইকারী তোমারটা যে সাদা হয় সেটাই ঠিক! সেটাই আসল রং! আমারটা বেশি জ্বাল হয়ে গেছে তাই একটু কালচে দেখাচ্ছে এটা ঠিকঠাক রং না! আমার তো রান্না আর খাানার চেয়েও সাজুগুজুটাই পছন্দের! আর তাই তো থালাবাসন খানা পিনার চাইতেও সুন্দর! যদিও সেসব আমি কিনিনা কেনে আরেক জন! আমার ফুপীজান!
আর সাজুগুজুর গলাকাটা পিক আমি প্রতি বছর দিয়ে থাকি কিন্তু এবারে আমার টেবিল শুদ্ধ কয়েকটা কাক চুরি করে উড়ায় নিয়ে যাওয়ায় আর দেইনি ভয়ে! যদি গয়নাগাঁটি গুলোও নিয়ে যায়!
ওকে তোমার জন্য চুপিচুপি আনছি !
৬৭| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: টক ।
০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৩১
শায়মা বলেছেন: আঙ্গুর ফল টক???
৬৮| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০০
বাকরখানি বলেছেন: কচুর লতি দিয়া শুটকি নাই?
০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯
শায়মা বলেছেন: ঈদের দিনে শুটকি খেতে হয় না। গোনাহ হয় জানোনা!
৬৯| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চ্যাপা শুঁটকির ভর্ত নাই?
০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:১২
শায়মা বলেছেন: না না সেটা পহেলা বৈশাখে রাঁধা হবে।
৭০| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
উম্মে সায়মা বলেছেন: কি বিপদে পড়লাম নিক নিয়ে বলেনতো কি যে করি ভাইয়াকে দেখছি
০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
শায়মা বলেছেন: হা হা বিপদের কি দেখলে! আমরাও তাকে ছড়িতার বড়িতার উপরে রাখবো!
৭১| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
উম্মে সায়মা বলেছেন: এই যে আমাকে আম্মু বানিয়ে দিচ্ছে! বিপদইতো
ছড়িতার বড়িতার উপরে রাখবো!
হুম তাকে ছড়িতার ছড়ি দিয়ে জখম করতে হবে
০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:০৪
শায়মা বলেছেন: না না আম্মু বানালেই হবে নাকি!!!!!!!
ছড়িতার বড়িতা দিয়ে ভূত ছুটায় দেবো না !!!!
৭২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৮
মেটাফেজ বলেছেন: এই সব কিছু আপ্নে রানছেন? আপনের হাত কয়টা?
০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: আমার নিজের হাত দুইটা কিন্তু আরও হেল্পিং হ্যান্ড ১০/১২টা আছে!
রান্নার কথা যদি বলো তো নিজের হাতে রাঁধিনি বরং মাথা আর চোখটাই সেখানে বেশি ইউজ হয়েছিলো। তবে আমার সবচেয়ে আনন্দের ব্যাপারটাই সাজুগুজু! সে নিজের সাজ হোক আর আশে পাশে টেবিল চেয়ার ঘর বাড়ি যেটাইহোক!
কোনো মাছ সে ছোট হোক বড় হোক জীবনে কাঁটিনি মশলাও বাঁটিনি! কিন্তু কুকিং কোর্স করেছি না! আর এখন তো সেসবও দরকার নেই ইউটিউব আছেই !
কেমন আছো ভাইয়া??
তুমি আমার কাছে একটু একটু রহস্য। তোমার নাম কি?
৭৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫০
মেটাফেজ বলেছেন: আমি আপনের ছুটু ভাই।
০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: কোন ভাইয়া যেন!
সেটাই তো চিনতে পারিনা !
৭৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫২
মেটাফেজ বলেছেন: ঈমু দিতে ভুলে গেসিলাম।
০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০৪
শায়মা বলেছেন: এই ইমুটা কেমন লাগে বললে তো আবার ......
৭৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: গরুর কালোভুনা খেতে পারলাম না । আগামীবার লবন একটু কম দিও ।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৩২
শায়মা বলেছেন: উফফ কি বলো এইসব!!!!!!!!!
৭৬| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন:
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৩৩
শায়মা বলেছেন: আমার কিন্তু সকালে উঠেই মেজাজ খারাপ!
একদম সাবধান ! হুশিয়ার!
৭৭| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: পৃথিবীর বুকে উল্টা পথে, উল্টা নিয়মে,
উল্টা রথে মানুষেরা ঘুরছে
হতাশার ঘুনিপাকে;
আজ এবং আগামীর এই জরাজীর্ণ পৃথিবীর
ভাগ্যার লিখন কে আর লিখবেন !
আজ মানবতার সংজ্ঞা উল্টে গিয়ে
পশুর নাম মানুষ হয়ে,
পৃথিবীর বুকটা কুড়ে কুড়ে খেতে চাচ্ছে
কিছু হায়না আর জন্তু জনায়ারে ,
এভাবে আর কতকাল মানবতার
সংজ্ঞার নাম উল্টা লেখাতে থাকবে?
নীতি কথায় আছে মানুষের বিনাশ কালে বুদ্ধির বিনাশ
তবুও, কি পারবে ওরা হতে মানুষ ?
আমি র্দূবল তাই সবলের কাছে
সবদা প্রশ্ন জাগে মনে,
একদিন এই জরাজীর্ণ পৃথিবীর বা কি হবে ?
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: ভাগ্যার লিখন কে আর লিখবেন !
ভাগ্যের লিখন কে আর লিখবেন !
সবদা প্রশ্ন জাগে মনে,
সর্বদা প্রশ্ন জাগে মনে,
৭৮| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: এটা কি কবিতা হিসাবে মুক্তি পায় কিনা ???
একটু বানান ঠিক করে দাও বুবু ।।। আমার কিবোড ইংরেজী .....
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০৮
শায়মা বলেছেন: ঘুনিপাকে --- ঘূর্ণিপাক
জনায়ারে - জানোয়ারে
৭৯| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
পৃথিবীর বুকে উল্টা পথে, উল্টা নিয়মে,
উল্টা রথে মানুষেরা ঘুরছে
হতাশার ঘূর্ণিপাকে;
আজ এবং আগামীর এই জরাজীর্ণ পৃথিবীর
ভাগ্যের লিখন কে আর লিখবেন?
আজ মানবতার সংজ্ঞা উল্টে গিয়ে,
পশুর নাম মানুষ হয়ে,
পৃথিবীর বুকটা কুঁড়ে কুঁড়ে খেতে চাচ্ছে,
কিছু হায়না আর জন্তুু জানোয়ারে,
আর কতকাল এভাবে মানবতার
সংজ্ঞার নাম উল্টা লেখাতে লেখাতে থাকবে?
যদি মানুষে বিনাশ কালে বুদ্ধিরও নাশ হয়,
তবুও, কি পারবে না ওরা মানুষ হতে ?
আমি দুর্বল তাই সবলের কাছে,
সর্বদা প্রশ্ন জাগে মনে,
এই জরাজীর্ণ পৃথিবীর বা একদিন কি হবে ?
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:১০
শায়মা বলেছেন: মনে হয় ঠিকই আছে এখন!
৮০| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
শিরোনাম কি দেওয়া যায় মাথা কিছু আসছে না .............
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:১১
শায়মা বলেছেন: মানুষ, পশু ও মানবতা !!!!!!!
হা হা হা
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: অথবা ভূপেন হাজারিকার গান-
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে
একটু সহানুভুতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু...
এটাও দেওয়া যায় !
৮১| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্ট দিয়েছি ঠিক আছে কিনা ?????
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: ওকে দেখছি!!!
৮২| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:০১
কাবিল বলেছেন: সবই তো বাসি হয়ে গেছে
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২৮
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!
এতদিন পরে আসলে তো বাসী হবেই!
কেমন আছো তুমি?
৮৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৩১
কাবিল বলেছেন: অতশত বুঝি না গরম গরম টাটকা খাবার চাই।
আলহামদুলিল্লাহ্
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭
শায়মা বলেছেন: দেখি তাইলে গরম খাবার বানায় আনি!
এই নাও একটা ডিমপোচ বানায় আনলাম গরম গরম!
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮
শায়মা বলেছেন:
নাকি সানি সাইড আপ এগ পোচ লাইক করো!
৮৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৫৮
কাবিল বলেছেন: ডিমপোচ আর নরম রুটি আমার খুব প্রিয়,
আর কিছুই লাগবে না শুধু রুটি হলেই চলবে।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:১৫
শায়মা বলেছেন: এখন আবার রুটিও বানাতে হবে! ওকে দেখি সেটাই বানায় আনি !
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪
শায়মা বলেছেন:
রুটির বদলে পরোটা এনেছি ভাইয়া!
৮৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫
কাবিল বলেছেন: পরোটার সঙ্গে কি!! গরুর কিছু হলে আমি খয়না।
আমার ডিম চাই।
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩৩
শায়মা বলেছেন: ওকে কাল সকালে নাস্তা বানায় দেবো!!!!!!
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন: ভাইয়া!
আজ হাতে বানানো রুটি করা হয়নি!
তাই ব্রেড টোস্ট উইথ ইওর ফেভারেট এগ পোচ!
আর হ্যাঁ সাথে এক মাগ চাও আনলাম!!!!!
৮৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: দহিফুসকা ?
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৪৬
শায়মা বলেছেন: দহি ফুচকাও বানাতে পারি তালমাখনা দিয়ে !
৮৭| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ঈদ মুবারাক
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০১
শায়মা বলেছেন: পিচ্চু!!!!!!!
ঈদ মুবারাক!
ঈদ শেষ!
তবে ঈদের রেশ এখনও কাটেনি বটে!
তবে তোমার জন্য ব্রেড টোস্ট আর সানি সাইড আপ এগ পোচ!
৮৮| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: টেবিলের ডেকোরেশনগুলো বেশ হয়েছে।
ঈদ গেছে চলে,
সবাই তাই বলে।
হাপুশ-হুপুশ খাওয়া,
থাকবে তবু চাওয়া।
রেডিসনে গেলে?
আমাদের ফেলে !!!
ওয়েস্টিনেও যাওয়া !?!
করবো পিছু ধাওয়া?
ঈদের বিনম্র শুভেচ্ছা।
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০২
শায়মা বলেছেন: হা হা
ঈদ গেছে তাতে কি আর খানা পিনা বন্ধ!
কি চাও বলে দাও নো মোর দ্বন্দ!
রেডিসন ওয়েস্টিনে কি আছে বা বলো!
যাহা চাই পেতে হলে অপ্সরীয়া কিচেন চলো!
৮৯| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কি চাই যদি বলি,
বাঁচবে টাইমগুলি!
খুজছি ছন্দের গুরু,
কাব্যে যার শুরু।
যদি শেখাও ছন্দ,
লাগবে না আর দন্দ!
বার্গারের সাথে কোক,
দিবো তাতে ঢোক!
গ্লোরিয়া জিন্সে তাই,
আসবো একলাই।
যদিবা আসো এথায়,
ছন্দ শিখবো সেথায়!
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩
শায়মা বলেছেন: কোথায় লাগে গ্লোরিয়া জিন্স
পিজ্জা হাট অর ইন !
আমার কিচেন সবার সেরা
নিট নিট এ্যান্ড ক্লিন!
ফ্রিজে আছে বাটার চিজ আর
সস, চকোলেট ভরা
বানাই বানাই খানাপিনা
সাথে ছন্দ পড়া।
ছন্দ দিয়ে একলেয়ার
আর ছড়ায় ছড়ায় বড়া!
তাল মিলিয়ে গুলিয়ে খাবো
চা বা কফি কড়া!
৯০| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২
রানা সাহেব বলেছেন: আহার এত খাবার এক সাথে পেলে :!!!!
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮
শায়মা বলেছেন: আসো আসো পরীর দেশে চলে আসো ভাইয়া!
৯১| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২
শাহরিয়ার কবীর বলেছেন: ও ফরী বুবু তোমার খবর কি!!!
বৃষ্টি দিন যায় খিচুড়ি খেতে মন চায়.......
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: ওকে ওকে রাঁধিবো সে খিঁচুড়ির আহা স্বাদ!
তার আগে খাও কিছু রঙ্গিন সালাদ!
৯২| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: হা, হা, হা !!!
এতো তাহলে বেশ হলো,
হবে না খরচ টাকা,
শায়মা'পির কিচেনই ভালো,
হবে না পকেট ফাঁকা!
কবে থেকে ছন্দ শিখাবে,
জলদি ডেইটটা বলো।
কাব্য লেখায় হাত পাকাবো,
জীবনটা হবে আলো!
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০
শায়মা বলেছেন: নো মোর দেরী ভাইয়া
দিয়ে দিসি অর্ডার!
এক জোড়া পাংখার
তাড়াতাড়ি দরকার!
আসিবেন তাতে চড়ে
মেরা ভাই শাই্য়্যান!
সেই খুশিতেই আমি
এক্ষুনি গাই গান!
৯৩| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১
শাহরিয়ার কবীর বলেছেন: মটরশুটি দিয়ে খিচুড়ী কখনো খাইনি ,, আজ জুন আপার পোষ্টে দেখলাম লিখেছেন ।
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
শায়মা বলেছেন: আমিও না!
সেটা মনে হয় জুন আপুই ভালো পারে!!!!!!!
৯৪| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: তথাস্তু! তবে তা-ই হোক!
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
শায়মা বলেছেন: তাই হোক তবে তাই হোক
পরীর দেশে আসলেই আমি
রঙ দিয়ে বানাবো কোক!
কোকগুলো হবে লাল
হলুদ আর নীল
পরীর দেশে সবই ফ্রী
দিতে হবে না কোনোই বিল!!!
৯৫| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: লাল-হলদে আর নীল কোক
খেতে লাগবে ভালো !!!
পরীর হাতের গিনিপিগ হয়ে
বলবো তাঁকে হ্যালো।
ছন্দ শিখতে জীবন ত্যাগ,
কোন বিষয় নয়।
ব্লগে তখন কাব্য লিখতে
হবে না আর ভয়!
পরী বুবু ছন্দ শিখাবে,
সাত্থে তাল-লয়,
তার জয়গান গাইছে বসে,
সেকি শাইয়্যান নয়?
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: হা হা হা
শাইয়্যানমনি চাঁদের খনি
দেখতে কবি কবি!
হঠাৎ তাহার মাথায় এলো
ছন্দ শেখার হবি!
ছড়ায় ছড়ায় গাঁথছো মালা
তবু শিখতে হবে নাকি!
এত ছড়া লেখার পরেও
ছন্দ আছে বাকি!!!!
৯৬| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কাব্য লিখতে ছন্দ লাগে,
গুরুজনেরা বলে।
তাল-লয়ের বেড়াজালে,
সেইটা যায় যে চলে।
মাথার ভিতর হয় যে ফাঁকা,
যখন লিখতে বসি।
কথার তালে কথা লিখতে,
ভীষন হিসেব কষি।
তাইতো বলি মনের মাঝে,
কবি হবার শখ।
একটুখানি ছন্দের খোঁজে,
বুকটা করে ধক!
০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৭
শায়মা বলেছেন: ছন্দ লেখার আছে রে ভাই
একটামাত্রই রুল।
সেই নিয়মটা জানলে পরে
হবে না আর ভুল।
হিসেব কষা অংকে বসা
ছড়াতে না চলে।
কথার পিঠে যাহাই আসে
দাও না বাবা বলে!
সাবধানেতে থেকো ভায়া
কিছু পাগল আছে
পরচর্চা ছাড়া কিছুই
নেই যে তাদের কাছে।
এত ছড়া ছন্দতে যে
করছো তুমি কমেন্ট
দেখলে তাদের পি্ত্ত জ্বলে
যাবেই সেই মোমেন্ট!
নিজের জীবন শূন্য তাদের
তাই পরের দিকে চোখ
লজ্জা শরম কিচ্ছুটি নেই
যে যা বলে লোক!
চোর চ্যাছড়ের মতন শুধুই
অন্যের জিনিসে লোভ!
তাদের কেনো নেই তাহাতে
দেখায় তাদের ক্ষোভ!
নিজেই কেন চুরি ধারী
অন্যকে দেয় দোষ!
পিঠের উপর বেত্র খেঁয়ে
রাগে কাঁপেন ফোস ফোস!
৯৭| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ছন্দ লেখার রুলটা কি,
সেইটাই জানতে চাই।
যদি বলো, ওগো শায়মাদি,
কোকের দরকার নাই।
নিন্দুকের মুখে ছাই,
তাদের এতে কি!
শিক্ষার জন্যে চীনে যেতে,
তাদের কেন আপত্তি!
শিক্ষিকা-ছাত্রের সম্পর্ক মহান,
তায় খোদার আছে রায়।
বাধ সাধে তাতে কোন দুর্মুখ,
দিবো কেন তাকে সায়!!!
০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬
শায়মা বলেছেন: সায়ও নাই ঠায়ও নাই
তাই তো এত দুখ!
তাদের কেনো নাই নাই তাই
প্রানেতে নাই সুখ!
এ দুয়ারে ও দুয়ারে
তাই তো তাদের ঘোরা
যমের অরুচি তারা
নিজের গর্তে পড়া!
৯৮| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নেইকো ঠায়, নেইকো সায়,
নেইকো কোন সুখ,
তাই তো তারা বয়ে চলে,
বুকে নিয়ে অসুখ !!!
ভালো মানুষেরা নিজের মাঝেই,
তাদের দেখতে পায়।
সেলফ রিফ্লেকশনে তাদের কালো
ভুলে যেতে চায়!
০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৪
শায়মা বলেছেন: হা হা হা
এই তো তুমি লিখছো মজার ছড়া
ছড়ায় ছড়ায় কথার জবাব মিঠে এবং কড়া!
৯৯| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮
নিশাত১২৩ বলেছেন: শায়মা,
উরে বাবা স্ক্রল করে নামতে নামতে তো হাফিয়ে গেলুম । অনেক বছর ধরেই আপনার ঈদের খানা পিনা পোস্টটি ব্লগের একটি বড় আকর্ষন মানতেই হয়। বেশ ভালোলাগলো । প্লাস।
০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!
অনেক অনেক ভালোবাসা!
১০০| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৪
নাগরিক কবি বলেছেন: বুবু আমার ঈদের সালামীতো পাাইলাম না
০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৯
শায়মা বলেছেন: কে বলেছে!
আকাশ থেকে ফেলছিলাম না!!!!!!
১০১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩২
আখেনাটেন বলেছেন: আপনার এই খাবার-দাবারের ব্লগ দেখলেই স্টমাক চাকডুম চাকডুম করা শুরু করে। লেনোমোরেলিন হরমোনের ক্ষরণের মাত্রা তীব্র হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের খাইখাই সংকেত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
এর থেকে বাঁচার উপায় কী?
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫০
শায়মা বলেছেন: ভাইয়া খানা পিনা ভুলে এইবার এই মাত্র আজকে আঁকা ছবি দেখো!
১০২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৫০
জাহিদ অনিক বলেছেন: তোমার বাসায় লোক কয়জন বল তো ?? আমি তো জানি দুই জন তুমি সহ !! এত খাবার কে খায় ??
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৮
শায়মা বলেছেন: আরও ৮ জনও খায়!
হা হা হা তাদের হিসাব দেইনি! !!!!!!!!!!!
আর এটা তো ঈদের দিন ছিলো!!! একা একা খাবো নাকি!
১০৩| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৮
আখেনাটেন বলেছেন: বাহ! মচৎকার চিত্র!!
রাণী ভিক্টোরিয়ার উত্তরসূরি মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলুম। ভাবছিলুম এত্ত বড় কানের দুল। কানখানি না ছিঁড়ে যায়।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!
হায় হায় তুমিও চিনলে না!
না চিনলে আমার পোট্রেইট আঁকাই তো বৃথা!!!!
বলো বলো আবার চিনে বলো কাহার ছবিখানি আঁকিয়াছি!
আর একটা গল্প শুনো। সাধারণত বড় দুলের সাথে টানা বা চেইন লাগানো থাকে যা চুলের সাাথে বা কানের পিছন দিয়ে টেনে সাপোর্ট দেওয়া থাকে। একবার সেই টানা ছাড়াই এক বিশাল দুল পরে আমি গাড়ি করে এক নাচের অনুষ্ঠানে যাচ্ছিলাম। গাড়ি একটু এবড়ো থেবড়ো রাস্তায় ঝাঁকি খায় আর আমার কান পুরাই ছিড়ে যায় যায়। শেষে যতক্ষন সেই রাস্তায় গাড়ি চললো আমি দুইকানের দুল দুই হাতে ধরে বসে থাকলাম কান ছেড়ার ভয়ে!
১০৪| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬
জেন রসি বলেছেন: ঈদ শেষ। ঈদের আমেজও শেষ। । তবে এই পোস্টে আসলে মনে হয় ঈদ এভারগ্রীন।
০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: তাড়াতাড়ি ঈদের আমেজ ছুটাতে হবে মানে নতুন পোস্ট দিয়ে! তাইনা???
১০৫| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭
আখেনাটেন বলেছেন: হা হা!!!!! গাড়ীর মধ্যে কান ধরে বসে থাকার মতো দৃশ্য কল্পনা করে বিশাল এক অট্টহাসি দিলুম।
ছবিতে কিন্তু সাপোর্ট দেখি নি। তাই ঐরকম ভাবছিলুম। যাহোক কান যথাস্থানে রয়েছে শুনে খুশি হলুম।
তয় পোট্রেইট চিনেছি। রাজকীয় লাগছিল। তাই সে মন্তব্য।
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫
শায়মা বলেছেন: হা হা যাক বাবা বাঁচলাম। নইলে নিন্দুকেরা বলতো কি এঁকেছে রে কেউ চিনেই না!
যদিও নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো..
বিশ্বাস করো ভাইয়া এই জীবনে এমন অনেক কিছুতেই আমি নিন্দুকের উপর রাগ করে প্রায় পারফেক্ট থেকে পারফেক্টতর হয়ে গেছি!
তাই আসলেও
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।
সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে;
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
যাইহোক একখানা চেইন বিশিষ্ট প্রায় কান ছেড়া ছেড়া দুলচিত্র দেখো!
১০৬| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৯
মেহবুবা বলেছেন: খুব ভাল লাগছে সেই আগের মত তোমার কারিগরি । ভাল আছো ভাবছি মনে ।
হয়তো কোন এক ঈদের পরদিনের রুটি ভাজি খেতে চলে আসবো ।সাথে সালাদ ।কিছু ফল রেখো আর জর্দা । স্বচ্ছ কাঁচের কাপে সোনালী খয়েরী চিনি ছাড়া চা ।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৭
শায়মা বলেছেন: আপুনি! কতদিন পর! কেমন আছো আপুনিমনি!
চলে আসো পরীর দেশে! চা বানিয়ে রাখছি আজকেই...... আর ঠিক এমন চা তাইনা???
১০৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪২
ঢাকাবাসী বলেছেন: বিলম্বে পড়া, চমৎকার খাবার দেখে দারণ লাগল, আর ভাবলুম ষাট বছর আগে চলে যাওয়া যায় কি! চমৎকার পোস্টটির জন্য অভিনন্দর আর ধন্যবাদ।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ !!!!!!!!!
কিন্তু ষাট বছর আগে যাবে কেনো!!!!!
১০৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩
ঢাকাবাসী বলেছেন: আপনার সাজানো ওসব চমৎকার অতি উঁচু মানের খাবার ভালভাবে খেতে যে বয়স লাগে সেটা অত সময় আগে পেরিয়ে এসেছি যে, তার কথাই বলছিলুম আর কি! ধন্যবাদ আপনাকে।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
শায়মা বলেছেন: ভাইয়া! ষাট বছর হয়ে গেলো!!!!!!!!
কিচ্ছু হবেনা।
আমি আশি বছরেও এমনই খেয়ে যাবো। মরলে মরবো কিন্তু আনন্দে খেয়েই মরবো না হয়!
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
অনেক ভালো থেকো!
১০৯| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: তোমার মাথায় অনেক চুল । অথচ বুদ্ধিমত্তা ভালই।
ঘনচুলের প্রডাক্টিভ মাথা সত্যি পৃধিবীতে বিরল।
তুমি সুন্দর আনডাউটেডলি ।
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯
শায়মা বলেছেন: হা হা এটা হেমামালিনীর ছবি!
আর এটা আমার চুল.......
১১০| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: এই ছবি আগেও দেখেছি। দেখাও তোমার পিঠের উপর চুল কতখানি। চুলের সৌন্দর্য পিঠের উপর।
কন্যার খোলা চুল
উড়ছে পিঠে
তা দেখে ভালবাসা দুলছে
ধমনীতে
মুগ্ধ চোখ
অনন্ত সুখ
ভর করেছে
এই বুকে।
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১
শায়মা বলেছেন: হায়রে!
ভেবেছিলাম তোমার কাব্য প্রতিভা কমেছে!
সে আর তোমার মরা পর্যন্ত কমবে না মনে হয় !
১১১| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
কুঁড়ের_বাদশা বলেছেন:
কত রবি জ্বলেরে , কে বা আঁখি মেলেরে !!
আমার থেকে বড় আলসে কে আবার এলরে!!!
এখনো হয়নি দেখা চক্ষু মেলিয়া
উপরে শুধু খাওয়ন আর খাওন ,,,,,
আফা,খাবার কিছু কি আমার জন্য আছে ?? জলদি দেন........
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
শায়মা বলেছেন: আমি এখন ছবি আঁকায় বিজি কাজেই নো নান্না বান্না নো খানাপিনা!
সব বাদ দিয়ে শুধু ছবি আর ছবি!
আজকের অঙ্কন !!!!!
১১২| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: বুবু .... বিজি ?
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫
শায়মা বলেছেন: বিজি মানে ইজি কাজে বিজি!!!!!!!
আঁকাআঁকি !!!!!!!!!!!!
কেনো কেনো কেনো!!!!!!!!!!
১১৩| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা -
তুমি কি জানো,
ছল-চাতুরি, ঠকবাজী আর শান্তি
এক সাথে থাকে না!
তুমি কি তোমার- ঐ চেহারায় সুখি দেখতে পাও?
তুমি তো আজ অনেক কিছু শিখে গেছো;
তুমি তোমার বৃত্তের বাহিরে,
চিন্তা করতে শিখে গেছো;
তোমার অনেক উন্নতি হচ্ছে...
কিভাবে তোমার বন্ধুর জন্মদিন পাটিগুলোতে
পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে,
মধ্যে রাতে একা একা যেতে হয়,
তুমি তা শিখে যাচ্ছো !
বাহ! বাহ! কবিতা-
দিনদিন তোমার অনেক উন্নতি হচ্ছে..
যাও যাও যখন তোমার বন্ধুর জন্মদিনের
পাটিতে মধ্যে রাতের
তোমার অনাবৃত শরীর নিয়ে পশুরা খেলা করবে,
তখন তুমি কি করবে ?
কবিতা-
ঐ পশুগুলোর প্রলোভনে না পরে ফিরে এসো
তোমার নিজের সন্মান বাঁচাতে গিয়ে ,
আরেকটি প্রাণ হত্যা করে
তোমারি নাড়ী ছেড়া ধন
যখন পকুর ঘাটে ফেলে দিবে,
তখন কি তোমার- ঐ চেহারায় সুখি অনুভব করতে পারবে,
শুধু একবার বলো?
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৮
শায়মা বলেছেন: তুমি কি তোমার- ঐ চেহারায় সুখি দেখতে পাও?
সুখ আর সুখি দেখো তো কোনটা ভালো লাগে!
মধ্যে রাতে একা একা যেতে হয়, <<<< মধ্যরাতে
পাটিতে মধ্যে রাতের
ঐ পশুগুলোর প্রলোভনে না পরে ফিরে এসো
১১৪| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
মুক্তি দেওয়া যায় কিনা?????
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৮
শায়মা বলেছেন: যাবেনা কেনো?
একশোবার যায়।
১১৫| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ....... একশত......
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪২
শায়মা বলেছেন:
১১৬| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: তো খানাপিনার হাঁট বাজার !! স্মৃতিরা গভীর হোক ।
১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৯
শায়মা বলেছেন: কেমন আছো!!!!!!!!!!!!!!!!!
কোথায় আছো!!!!!!!!!!
দেখা যায় না কেনো!!!!!!!!!!!!!!
১১৭| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রতিভা কমুক এটা তুমি চাও।
সারাদিন আকাআকি নিয়ে আছো্
ওটাতো বুড়োদের কাজ।কবিগুরু বৃদ্ধ বয়সে ওটা করতেন।
তারচেয়ে কবিতা লিখ।
ভালবাসা বিষয়ক ১০৭ টি নীল পদ্ম শিরোনামে ।কিংবা বৃষ্টি বিলাস।
অথবা প্রেমের চোরাগলি ।
হেমামালিনি আমার খুব পছন্দ। এত রূপবতী মানুষ হয় কিভাবে। তিনি বোধ হয় পরী ।
১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪০
শায়মা বলেছেন: হা হা হা
ভাইয়া দিনে দিনে কি তোমার পাগলামী চুড়ান্ত হলো!!!!!
হেমামালিনী পরী!
হা হা হা হা
আর আমার কাজ নিয়ে তোমার ভাবতে হবেনা আমি আমার মতই আমার যা খুশী তাই করবো!
তুমি আমৃত্যু নীল পদ্ম, লাল পদ্ম, হলুদ সবুজ নিয়ে লিখে যাও !
১১৮| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: তোমার মাথার চুল বেশি লম্বা নয় বোধ হয়। যাইহোক চুলে তুমি ১০ এ ৫ নম্বর পেলে ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫
শায়মা বলেছেন: ওকে ওকে তোমার নাম্বার নিয়ে তুমি বসে থাকো!
আর কবিতা লেখো
চুল তার কবেকার বেশি লম্বা নহে
মনে হয় কোমর পর্যন্ত নিশা
আমি তাই নিয়ে লিখিতেছি মহাকাব্য
হারায়ে দিশা মিশা!!!!!!!!!
১১৯| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আমি এখন ল্যান্ডস্লাইড নিয়ে গবেষণায় ব্যস্ত। এত সময় আমার নেই। অবশ্য আমার অংবং কবিতা লিখতে সময় লাগে না ।এবার ইদ উদযাপন করা হয়নি।পার্বত্য এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষ আর পাহাড় ধ্বস দেখেই কেটে গেছে সময় । শিল্পাচার্য জয়নুল আবেদীনের কথা মনে পড়ছিল ।তিনি দুর্ভিক্ষের ছবি একে প্রসিদ্ধ হয়ে ছিলেন। তিনি ওখানে থাকলে হয়তো দারুন কিছু ছবি একে ফেলতেন ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৯
শায়মা বলেছেন: এক কাজ করো। তুমিই আঁকো! মানে আঁকা শুরু করো.....
১২০| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার আকার হাত কেমন তুমি জানো । ল্যান্ড স্লাইড স্কেচ করা গুরুত্বপূর্ণ ।বাট আই কেন নট ডু দ্যাট ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: শেখো শেখো .....শিক্ষার কোনো বয়স নাই!!!!!!!
১২১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫
গোফরান চবি বলেছেন: লেট ঈদ মুবারক।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন: তোমাকেও ঈদ মুবারাক ভাইয়া!!!!
১২২| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪
চৌধুরী ইপ্তি বলেছেন: আপুনিমনি- ঈদের অনেক পরে এলাম। পোস্টটা পড়েছিলাম অফলাইনে। পাসওয়ার্ড সমস্যায় এতদিন আসতেই পারিনি। আজ একজন সমাধান করে দিল।
ভাপা ইলিশ আর চিংড়ির মালাইকারী দেখে জিভে লোভ জাগছে।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন: ইপ্তিমনি!!!!!!!!!!!!!!!!
কতদিন পরে!!!!!!!!!! অনেক অনেক ভালোবাসা!!!!!!
১২৩| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭
চৌধুরী ইপ্তি বলেছেন: কেমন আছো? সেই জনমদাসির সময় আমি ব্লগ থেকে রাগ করে গিয়েছিলাম। আর ১ বছর পর যখন লগিন করতে গিয়ে দেখি সব গোলমেলে। পাসওয়ার্ড কি সমস্যা।
আজ আরেকজনের সহায়তায় ঠিক হল।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: আরে আজ হলো কি ? সবাই জনমদাসীকে স্মরণ করছে কেনো? প্রথম পাতাতেও দেখলাম তাকে নিয়েই পোস্ট! ব্যাপার কি?
একজন তো ফেসবুকেও জনমদাসী সেজে সবাইকে এ্যাড দিয়ে বেড়াচ্ছিলো !
কত মানুষের যে খেয়ে কাজ কম এসব দেখেই বুঝা যায় বাট আমি এখন মহা বিজি ছবি আঁকায় বিজি! এই ছবি আঁকা বিজির পিছেও আরেক নাটকের অবদান আছে। যাই বলো তাই বলো থ্যাংকস টু মাই শত্রুজ!!!!!!!!
তাদের জন্য আমি কত কিছু শিখাতেই না ইম্প্রুভ করেছি!!!!!!!!
এই দেখো আজকেরটা!
১২৪| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪
কুঁড়ের_বাদশা বলেছেন: ডার্ক সাইকোলজি কত দূর?
১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০
শায়মা বলেছেন: ডার্ক সাইকোলজী এখন আমার পারসোনাল লাইফেও ব্যাড রেপুটেশন তৈরীতে রত হয়েছেন! মানুষের জেলাসী কোন পর্যায়ে গেলে মানুষ এসব করতে পারে তা আমার চিন্তারও বাইরে !
যদিও ঢিল মারলে পাটকেলটি খেতেই হয় এ কথা জানার পরেও আমরা অনেক সময় সেসব পাত্তাও দেইনা। তবে তাতে এই উন্মাদগুলোর উন্মাদনা থামে না বরং বেড়েই যায় অনেক সময়ই !
১২৫| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
কুঁড়ের_বাদশা বলেছেন: আবার কি হল ?
১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: কি আর হবে!
পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে...
১২৬| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
কুঁড়ের_বাদশা বলেছেন: হুমম, মনে হচ্ছে ঐ ক্যচালের পর থেকে এই অবস্থা ! একটা মামলা করে দেখতে পারেন ! আসলেই চেহারাগুলো দেখা দরকার .... অন্যায় করে যে, অন্যায় সহে যে দুজনে সমান অপরাধী !!
১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
শায়মা বলেছেন: হ্যাঁ
সহ্যেরও সীমা আছে .....
১২৭| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদের খানা পিনা দেখে দিল ভরে গেল। অনেক সুন্দর সব আয়োজন ছিল আপুনি।
তারপর কেমন আছ আপুনি?
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬
শায়মা বলেছেন: ভালো আছি .....সুখে আছি......
তুমি কেমন আছো???
কোনো খবর নাই কেনো?????
১২৮| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩
মধ্য রাতের আগন্তক বলেছেন: মুগ্ধতা ।
১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
১২৯| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭
মধ্য রাতের আগন্তক বলেছেন: এবং আপু দাওয়াত দিলে প্রাণান্ত চেষ্টা করবো আসার জন্য।
১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩
শায়মা বলেছেন: আজকেই দাওয়াৎ পরীর দেশে!
১৩০| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮
মধ্য রাতের আগন্তক বলেছেন: এইডা কিছু অইল? আমি তো আপনার বাসার ঠিকানা জানি না। Could you please...............
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৪
শায়মা বলেছেন: ঠিকানা তো সহজ!!!!!!!
আকাশের ঠিকানা!!!!!
সবাই জানে তো!!!!
তুমি কেনো জানোনা!!!!!!!!
১৩১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সে আমার কম্ম নয়।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮
শায়মা বলেছেন: সে আর বলতে !!!!!!!
১৩২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৫
নাইক্যডিয়া বলেছেন: স্রুপ.....................প্রিয়তে
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪২
শায়মা বলেছেন: হায় হায় !!!
প্রিয়তে আার স্রুপ!!!!!!!!!
খেয়ে ফেললা নাকি পোস্ট খানাই!!!!
১৩৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: আছি !! আছি !! এভাবেই !!!!
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮
শায়মা বলেছেন: কিভাবে কিভাবে!!!!!!
জানি নাতো!!!!!
১৩৪| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৮
দীপান্বিতা বলেছেন: ওফঃ! অসাধারণ! জিভে জল এসে গেল যে!!
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯
শায়মা বলেছেন: পরীর দেশে চলে আসো দীপান্বিতামনি!!!!
১৩৫| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টি মিস করে গিয়েছিলাম। যাক আপনার এত্ত সুন্দর সুন্দর খানাপিনার ছবি দেখেই মনে শান্তনা।
তবে খেতে পারলে খারাপ হত না। একদিন দাওয়াত ছাড়ায় চলে আসব ভাবছি।
কালা ভুনা না হোক অন্তত লালাভুন তো কপালে জুটবে।
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১
শায়মা বলেছেন: দাওয়াৎ ছাড়া আসতে হবে কেনো???
আজকেই দাওয়াৎ!!!!!!!
চলে আসো চলে আসো!!!!!
১৩৬| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: পাটগ্রামে খেয়েছিলুম পাটশাকের ঝোল । পাট খায় দেখে এলাকার নাম পাটগ্রাম বোধ হয় ।
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১১
শায়মা বলেছেন: সব এক্সসেপশন্যাল খানার তালিকা দিয়ে যেও!
১৩৭| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: একটা আইটেমের নাম মনে করতে পারছিনা । কয়েক প্রকার শুটকি আর শাক দিয়ে রান্না । অবশ্য খেতে মন্দ লাগেনি ।
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: আমিও এক্সসেপশনাল ফুড ব্লগ লিখবোনে। তবে শুটকি মুটকী চলবে না !
১৩৮| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: ঠিক আগে যেমন ছিলাম, তেমন !! শুধু বয়স বাড়ছে, সময় কমছে !
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: হুম!!!!!
১৩৯| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: ল্যান্ডস্লাইড স্কেচ করতে পারবে???
১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯
শায়মা বলেছেন: পারবো না কেনো!!!!!
টার্বন আছে না!!!!!!!
ল্যান্ডের গায়ে ধরে ধরে আঁকবো!!!!!!!!
নো প্রবলেমো এট অল!!!!!!!!!
১৪০| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: আপুর বাসায় যেতে গেলে দাওয়াত লাগে বুঝি?
আমি অবশ্য কালাভুনা কোনদিন খায়নি। আপনার হাতের কালাভুনা বিকাশ করে দিয়েন।
আর ঈদে এত্ত এত্ত রান্না না করে একটু ঘোরাঘুরিও করবেন।
রাধতে রাধতে ঈদের দিন পার করলে হবে।
১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০
শায়মা বলেছেন: কি যে বলো!!!!!
আমি কি আর সারাদিন রাঁধবো!!!!!
আহারে সে বান্দা পাওনি আমাকে!!!!!!!!!
আর তুমি কি ভেবেছো আমি এসব বসে বসে নিজের হাতে রেঁধেছি!!!!!!
মোটেও তাহা ভেবোনা ভাইয়া!!!!!!!!!
আই হ্যাভ টেন হ্যান্ডস!!!!!!!! ( এক্সট্রা)
আর চলে আসো পরীর দেশে কালা, সাদা লালা নীলা সব ভুনাই খাওয়াবো!!!!!
১৪১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপু আমার ক্ষিদা পেয়েছে।
আপনার রান্না গুলো চেখে দেখতে পেলে নিজেকে ভাগ্যবান ভাবতাম।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৩
শায়মা বলেছেন: কালকেই পরীর দেশে চলে আসো ভাইয়া !
১৪২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৫
অঞ্জন ঝনঝন বলেছেন: //রঙ্গিন সকালে লাল টকটকে রং প্লেটে ধবধবে সাদা হাতে বানানো রুটি //
//কালো কুচকুচে প্লেটে হলুদ হলুদ মচমচে আলুভাঁজ// কেউ যে প্লেট আর খাবারের কালার কম্বিনেশন ও খেয়াল করে এইটা জানা ছিল না। আপনি একজন ট্রু আর্টিস্ট দিদি
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: হা হা হুম !!!!!!! আমারও জানা ছিলো না নিজেকে না দেখলে !!!!!!!
হা হা হা
থ্যাংক ইউ ভাইয়া!
আজকাল আর আসো না কেনো??
আর এটা কি তোমার ছবি নাকি!!!!!!!!
আর আমি তো ৯৯% আর্টিস্ট হয়েই গেলাম !!!!!! দেখো...... মাই নিউ স্কেচ....
১৪৩| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২
সেলিম আনোয়ার বলেছেন: ট্রু আর্টিস্ট এখন উঠবো । বাসায় রওয়ানা দিতে হবে অফিস থেকে ।সারাদিন কেমন কাটলো?
১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
শায়মা বলেছেন: সারাদিন ভালো কেটেছে এখনও ভালো কাটছে কারণ আই লাভ ক্রিয়েশন!
এ্যান্ড সামথিং মেড বাই মি......
১৪৪| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সৃষ্টি ।সৃষ্টি ভাল লাগলো ।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৪
শায়মা বলেছেন: থ্যাংকু!!!!!!!!!!
বক্সটা ছিলো ..... মানে ভেতরে ছিলো ----
১৪৫| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০১
শায়মা বলেছেন:
১৪৬| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৯
শায়মা বলেছেন:
সৃষ্টিকালীন সময়ে!
১৪৭| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: এইটা কি কবিতা হয়েছে?/ না হলে পাবলিশ করবো না ।
ভালবাসলে কি ভালবাসা পাওয়া যায়?
না কি ভালবাসা কেবলই সুখের অন্তরায়?
শ্রেয়তর প্রেম হয়তো অধরাই থেকে যায়!
মেকি ভালবাসার পরিণয়ে হয়ে যায় বিচ্ছেদ
প্রেমিক হয়ে যায় ফেরারী।
মেয়ে সোনা চেনো না কাছে টেনে নাও যন্ত্রণা
ছল চাতুরী করে ঠেলো প্রেম দূরে
কাকের মত
ভক্ষণ করো জঞ্জাল আবর্জনা।
দামী উপহার প্রসাধনী সমাহার
দৈর্ঘ্য প্রস্থ বর্নের চুলচেরা হিসেবে
ভালবাসা বুঝা যায় না ।
ভালবাসা থাকে মনে
ঘুঘু ডাকা হিজলের বনে
লাল সবুজ পতাকায়
কবিতার ঝরঝরে পংক্তিমালায়
কত ধনীর প্রেয়সী পালায়
নির্ধনের হাত ধরে
অশিক্ষিতের কপালে শিক্ষিত বউ মেলে
বয়সেরও নেই কোন লাগসই নীতিমালা
তরুনের হাত ছেড়ে বৃদ্ধের বাহুডোরে
মোর প্রেমের চিতায় জ্বলে পুড়ে কেন হবে ছাই
দিকভ্রান্ত পথিক আমি যদি তোমাকে না পাই
এখনো সময় আছে ঢের
ভালবাসা মোর লও অধরে তোমার
জটিলতার সমীকরণ
কে করেছে সৃজন তুমি জানো
মম হৃদয় চিরে দেখো
আমি নিমগ্ন সন্নাসী তোমার প্রেমে দ্রোহে
কাছে টেনে নাও ভালবেসে
ঠেলো না দূরে অযাচিত ক্লেশে
ক্ষণিকের পার্থিব মোহে।
দ্রুত কমেন্ট করবে । আমার বাসায় যেতে হবে সালমান যাদু অপেক্ষায় আছে।
১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
শায়মা বলেছেন: হয়েছে কিছুটা কবিতা.....
তবে আঙ্গুর ফল টক টাইপ টবিতা ....
১৪৮| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
এনজেল৩০ বলেছেন: আপনার বাসা এত সুন্দর!!!
১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৬
শায়মা বলেছেন: আমার বাসা তো পরীর দেশে.......জানোনা????????
১৪৯| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: এটা প্রস্তাবনা জাতীয় কবিতা আঙ্গুর ফল টক নয়!!!
তরুনের হাত ছেড়ে প্রেম বৃদ্ধের বাহুডোরে বোল্ড অংশ বাদ পড়েছে।
যাইহোক গেলাম ।
কবিরা পরাজিত হয় না
কবিতা থেকে যায় বাকী সব মরে যায় সময়ের আস্তরণে।
তুমি দেখে নিও ......গেলাম
ভাল থেকো আজকের রাত... আগামীর দিন ।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২
শায়মা বলেছেন: তুমিও তো বৃদ্ধ হয়ে গেলে!!!!!!!!!!!!!
টবিতা লিখে লিখে.......
১৫০| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬
ফেল কড়ি মাখ তেল বলেছেন: সায়মা আপু আমি আপনার একজন ভক্ত। দারুন সব রান্না বান্না? কিন্তু আপনি কি আসলে রাধতে জানেন?
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫
শায়মা বলেছেন: এহ রে !!!!!!!!!!!!!! আসছেন!!!!!!
আপনি তি লাদতে দানেন!!!!!!!! ( সামনে থাকলে দেখাতাম তোমাকে ভেংচি কাকে বলে!!!!!!!!! )
ঐ আমি কি জানিনা সেটা বলো!!!!!!!!!!!!!!!!!!!!
রাঁধা জানি বাড়া জানি
আরও গাধা ঘোড়া জানি
কেমনে !
তাদেরকে সিধা করে যেমনে!!!!!!!!
গাধার মগজ দিয়ে
করে ভুনা গোশত
খাওয়াবো তোমাকে ভায়া
খেয়ে কবে বেশতো!!!
ঘোড়ার ডিম্ব দিয়ে
মোগলাই পরোটা
ভেঁজে দিলে খাবে তুমি
বেঁজে যাবে বারোটা !!!!
কড়ি ফেলো কাহা ভায়া
মান্ধাতা আমলে
তেল মাখো গায়ে নাকি
নাকি মাখো বামালে!
বামালা সামাল ভায়া
তল্পি ও তল্পা!
তুমি কে হে হতে পারো
ভাবি বসে অল্পা!!!!
১৫১| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩
ফেল কড়ি মাখ তেল বলেছেন: নাহ আপুনি!!!! আপনার রান্নার বান্নার সাইজ, ডেকোরেশন আর ডাইনিং টেবিলের সাইজ দেখে মনে হল, আপনি জামদানি পড়ে সোফায় পা তুলে হিন্দি সিরিয়াল দেখার টাইপের। আর সময় পেলে সাহেবকে নিয়ে সিংগাপুর, মালয়েশিয়া বেরাতে যান
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০
শায়মা বলেছেন: বাপরে কি জ্যোতিষীরে
সে কথাও মিছা নয়!
কেমনে জানিলে ভায়া
সেকথাটা হাছা কও!
ভালোবাসি সাজুগুজু
জামদানী শাড়িটাও
সোফা বেড কার্পেট
মার্বেল বাড়িটাও।
সিংগাপোর মালেশিয়া
হিল্লী ও দিল্লী
পোষা পেট হুলো ভুলো
আরও আছে বিল্লী!
শাড়ি আছে কাড়ি কাড়ি
আলমারী ড্রয়ারে
হীরামোতি গনাগাটি
সবই আছে লকারে।
বলি ভাইয়া চুপি চুপি
কান পেতে শোন,
আমি কিন্তু ঐ যে সেই
ইভা রাহমানের বোন!
১৫২| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯
ফেল কড়ি মাখ তেল বলেছেন: ইভা রহমান কে আপু??
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১
শায়মা বলেছেন: এত কিছু জানো ভাবো
এ কথাটা জানো না!!!!
ধ্যৎ ছাই আঁকি গিয়ে
আর আমায় টেনো না !
১৫৩| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: রান্নাঘরে গাড়ীর সিলিন্ডারে
শিল্পকারখানায় ব্যবহারে
জ্বালানী অপচয় রুখতে হবে
সম্পদ তো অশেষ নয়
দ্রুত ফুরিয়ে যাবে করলে অপচয়।
সাশ্রয় করলে জ্বালানি
সম্পদ বাঁচবে বাঁচবে ধরণী।
জ্বালানী অনুসন্ধান অব্যহত রাখলে
তবেই নতুন খনি আবিস্কৃত হবে
দেশের চাহিদা মেটানোর জন্য
সম্মিলিত উদ্যোগ নিতে হবে ।
২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
শায়মা বলেছেন: ওকে ওকে তুমি নাও উদ্যোগ! আমি ইলেক্ট ওভেনে কোর্স করা!
১৫৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: please delete my boyfriends commentss
I'm emus girlfriend thankk u
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪
শায়মা বলেছেন: মানে কি !
হু ইজ ইমু?
১৫৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: বুবু,কেমন আছো?
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৯
শায়মা বলেছেন: ভালো আছি!!!!!!!!!!!!!!!!!
অনেক অনেক ভালো!!!!!!!!!!!!!
এই যে তোমার জন্য........
১৫৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২
শাহরিয়ার কবীর বলেছেন: এই নীলপরী কেন ; আমার একটা ছবি এঁকে দাও না ।।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৮
শায়মা বলেছেন: হলুদ সবুজ কমলা পরীও আছে!!!!!!
১৫৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা .... আমার একটা ছবি এঁকে দিবে, কিনা তাই বলো?? তাহলে, ফেবুতে নক করবো ।।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪২
শায়মা বলেছেন: আমি তো কাউকেই বলি না যে এঁকে দেবো না!!!!!!!! তবে লিস্ট ইজ ভেরি লং! কাজেই দেরী হবে একটু......
১৫৮| ২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৩১
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: এতো মজাদার ঈদরেসিপি দেখে আফসোস করলাম শুধু।
প্রবাসে কতো কি যে মিসের মহড়া চলে।সেটা ভাবলেও আফসোস লাগে।
২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
শায়মা বলেছেন: আসলেই
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!!!!!!!!
১৫৯| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪
প্রামানিক বলেছেন: খাই দাই অভাব নাই
স্বাদ বাদ যাই হোক
চিমটি চিমটি খাবার খেয়ে
পানি দিয়ে গেল ঢোক।
ধন্যবাদ
০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৬
শায়মা বলেছেন: হায় হায় এত দিন পরে খানা পিনা নাই তো ভাইয়া!
এখন তো সারাদিন ছবি আঁকি!
১৬০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ ভোর ৪:৩২
হুমায়রা হারুন বলেছেন: অসম্ভব সুন্দর আয়োজন।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!
১৬১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪
অপরিচিত মানব শুণ্য বলেছেন: ভাল আছেন.....?
অনেকদিন পর আপনাদের দেখতে এলাম.....
০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮
শায়মা বলেছেন: ভালো আছি!~!!!!!!!!!!
আমি তো ভালোই থাকি ভাইয়া!
তুমি কেমন আছো!!!!!!!!
১৬২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার লিখা বরাবরই অসাধারণ...!!
------
ভাল আছেন.... অনেকদিন যাবত অফলাইন আপনার লিখা গুলো পড়লেও পাসওয়ার্ড সমাস্যায় কোন মন্তব্য করতে পারছিলাম না...
অনেক চেস্টার পর আজ ঠিক হল....
০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:০১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
তবে এটা ঠিক লেখা ছিলো না!!!!
এটা ছিলো দেখা মানে ঈদের খানা পিনা ছবি পোস্ট!
এমন অনেকেরই হয়েছে পাসওয়ার্ড সমস্যায় আর লগ করা যায়না ! আবার ফিডব্যাকে মেইল করে সেটা ঠিক করতে হয়!
১৬৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯
অপরিচিত মানব শুণ্য বলেছেন: হ্যা আপু...
আপনারা ভাল থাকলে তো
অবশ্যই ভাল...
ভাল থাকুন নিরন্তর এই কামনাই তো করি....
০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:০২
শায়মা বলেছেন: আমরা তো ভালোই থাকি তবে মাঝে মাঝে কেউ কেউ আমাদেরকে খারাপ রাখার অপচেষ্টা চালায় তবে অপচেষ্টা তো বিফলেই যায় ! হা হা হা
১৬৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
নতুন কিছু আসছে?
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন: হ্যাঁ!!!!!!!!!!!!!!!!!!
আসিতেছে!!!!!!!! শত্তুর মুখে ছাই বা মুখাগ্নি শিরোনামের একখানা হৃদয় বিদারক পোস্ট! যাহা দেখিয়া পড়িয়া শুনিয়া তাহাদের পিত্ত গলিয়া যাইবেক !
১৬৫| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫
কাল্লে জাকোলা বলেছেন: হ্যালো।
ইদসংখা অনেক আনন্দ।
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
শায়মা বলেছেন: গুড গুড গুড!!!!! থ্যাংকস!!!!!!!
১৬৬| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কয়েকটাদিন বসে, চিন্তায় দিলাম ডুব,
ভালো লাগে না বসত-বাড়ি,
লেখার সাথে দিলাম আড়ি,
জীবনের এই কোলাহলে,
ভাবছি বসে খুব।
চিন্তায় দিয়েছি ডুব।
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫
শায়মা বলেছেন: চিন্তা করে কি লাভ হবে
তিনটা কথা ভাবো
পিনা খানা খানা পিনা
সাথে আর কি পাবো!
১৬৭| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: লেখক বলেছেন: ওকে ওকে তুমি নাও উদ্যোগ! আমি ইলেক্ট ওভেনে কোর্স করা!
ইলেক্ট ওভেন কিসের মাধ্যমে চলে। সেটা তৈরির প্রধান উপকরণ প্রাকৃতিক গ্যাস ।
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
শায়মা বলেছেন: হায় হায় !!!!!!
তাই নাকি!!!!!!
১৬৮| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আজ জ্বালানি নিরাপত্তা দিবস । ৯ আগস্ট । এই উপলক্ষ্যে কবিতাটি লিখে ফেললাম । কমেন্টে নং ১৫৩ কিছুটা পরিবর্তিত পরিবর্ধিত করেছি
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
শায়মা বলেছেন: ওকে!!!!!!! দেখে আসবো ভাইয়া!!!!!!!!!
১৬৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১
ডঃ এম এ আলী বলেছেন: আপুমনির প্রতি ঈদ মুবারক ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!!!
১৭০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন:
১৭১| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আহা!
বড়ই নয়ন মনোহর!!
প্রদর্শিত আইটেম সমূহের মাঝে কিয়দ্বংশ এখনো বড়ই লোভনীয় বটে।।
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া! যাক বাবা আমাকেও নশ্বর প্রজাতির বিজাতীয় প্রানী বলোনি!!!!
১৭২| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: শর্ষে ইলিশ, পায়েস..................!
আহা..................!!
২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
শায়মা বলেছেন: এই বছরে বানিয়েছিলাম লাউপাতা মুড়ে ইলিশ পাতুড়ি, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও মানে ইলিশের নানা পদ ভাইয়া!
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৬
জেন রসি বলেছেন: এই পোস্ট ছাড়া সামুর ঈদ আড্ডা ঠিক জমছিলনা। এবার জমবে।