নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

মো: নিজাম উদ্দিন মন্ডলভাইয়া.... লেটস ফাইট ওয়ান্স এগেইন.....:) :) :)

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪২



গ্রীক পুরাণের নদীদেবতা সেগিসাস
ও জলদেবী লেরিওপের সুদর্শন সন্তান
নার্সিসাসকে দেখিনি আমি-
আমিও দেবী ইকো নই-
তবে বিশ্বাস করো
তোমার ছবিটি আঁকতে গিয়েই
আমার প্রথমেই মনে পড়লো
তারই কথা!

নার্সিসাস!
সে কি তোমার চাইতেও বেশি সুদর্শন ছিলো!
কিংবা সুঠাম সুপুরুষ!
এই জিজ্ঞাসা চিহ্ন চোখে নিয়েই
মগ্ন হলাম আমি---
তিল তিল করে তোমাকে রচনায়
মনোনিবেশ করলাম----

বিধাতা যে অসীম মমতা ও ধৈর্য্যে
এক একটি করে গড়েছে তোমার
পদ্মকোরক অক্ষিপল্লব-
সাধ্য কি আমার গড়ি সেই মাধুরীমা
আমার পেন্সিলের তীক্ষ্ণ গ্রাফাইট ডগায়!

তবুও পরম মমতায় গড়তে বসেছি আমি
তোমার ঔদ্ধত নাসিকা, পেলব ঔষ্ঠ,
রেশম কোমল চুল-
স্বপ্নরাজ্যে ডুবে গেছে আমার আঙ্গুল...
শিহরিত হয়েছি আরবার-
তুমি সেথায় ঘুমিয়ে থেকেছো নিশ্চুপ রাজারকুমার!

আমার যাদুকাঁঠির স্পর্শে প্রান প্রতিষ্ঠা করিনি আমি।
কিন্তু জানো আমার অঙ্কিত চিত্র হতে
উদগিরীত আবেশিত মাদকতায়
তোমার চুলের ঘ্রান সন্মোহনীয়তায়
অগুনিত ডুবেছি আমি- অতলান্তে
স্বপ্নীল বিহ্বলতায়-
শিউরে উঠেছি বারবার----
নেমেসিসের প্রতিহিংসার যাদুমন্ত্র হতে রক্ষা পেতে
প্রানপন চেষ্টায় আড়ালে রেখেছি আমি সেই চিত্রপট!


বিঃ দ্রঃ - আমি চিত্রকর বটে তবে উপরের ছবি কে আঁকছে জানিনা! :)

এক স্বেচ্ছাচারী চিত্রকরের কাব্যকথা - ফর মাই নিজাম উদ্দিন ভাইয়ার সাথে যুদ্ধং কারণং সৃষ্টং...... B-)

মন্তব্য ৪২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ছবি থেকেই এতো বড় কবিতা।দারুন শায়মা আপু।
সুন্দর কবিতা।

শুভ কামনা লেখিকার জন্য।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫০

শায়মা বলেছেন: হা হা হা হা কি করবো নাজীমুদ্দীন ভাইয়া নাকি অন্য পোস্টগুলাতে ছবির কারণে ঢুকতে পারে না এই অজুহাতে শুধু আমার সাথে লড়াই এড়িয়ে যায়!

তাই তার কারণে লিখতে হলো.....

আমার স্বেচ্ছাচারী কাব্য ..... :)

২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:

এটা কি কোন কোবতে??? =p~


০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫১

শায়মা বলেছেন: যুদ্ধাং করণং কোবতং বাচ্চুং :)

৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কিছু করি নি।।:(

আপনি যুদ্ধই করেন, এদিকে সবাই আমাকে ধরে কোপাচ্ছে।। আমি এক অসুস্থ মানুষ।।:(:(

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: ওহ আসছো!!!!!!!!

কই কই কোথায় কোপাচ্ছে শুনি!!!!!!!

আমার খড়গটা নিয়ে যাও এক এক কোপে...... :)

৪| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: নাজিমউদ্দীন ভাইয়া দেখি আমাকে এই অং বং পোস্ট দিতে বলে নিজেই পালালো!!!!!!! #:-S

৫| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:

কিসের লড়াই??



বুঝিয়ে বলো??


সামু থেকে

আস্তে আস্তে অবসর নিচ্ছি...

তাই কোথায় কি হচ্ছে বা ঘটছে.. আর কিচ্ছু দেখিনা।। :(

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৯

শায়মা বলেছেন: সে বলেছিলো আমার সাথে গানের লড়াই হবে। কিন্তু আমার বিশাল ছবিওয়ালা এক এক পোস্টে ঢুকতে পারছিলো না তার পঁচা ফোন নিয়ে।:( তাই একখানা কবিতা লিখতে বললো ২০ মিনিটে!:)

আমি সেই চ্যালেঞ্জ নিলাম! জানোই আই লাইক চ্যালেঞ্জ!!!!! :)

৬| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ছেলেবেলায় কার পাবলো পিকাসো হবার ইচ্ছে ছিল???:)

০৫ ই মে, ২০১৮ রাত ১২:০২

শায়মা বলেছেন: কার আবার একজন বিশিষ্ঠ চিত্রকরের.....

সে ছবি আঁকে আর গান গায় .....

তুমি কি কেবলি ছবি!!

৭| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @শায়মাবলেছেন: নাজিমউদ্দীন ভাইয়া দেখি আমাকে এই অং বং পোস্ট দিতে বলে নিজেই পালালো!!!!!!!"


পরাজয়ে ডরে নাকো বীর।।X(

বীরের শরীর খারাপ। মনটাও ভাল না।:( ব্লগের দু-চার জনের সাথে ঝামেলা:(। ভাবছি সবার সাথে লড়াই করা বাদ দিব।:(

০৫ ই মে, ২০১৮ রাত ১২:০৫

শায়মা বলেছেন: কার সাথে !!!!! কার সাথে ঝামেলা!!!!!!!


আরে লড়াই বাদ দেবে কেনো!


তুমি একজন বিশিষ্ঠ লড়াকুর জীবন কাহিনী শুনো বা ব্লগের বিভিন্ন পোস্টে পোস্টে কমেন্ট দেখিয়া লড়াকু ইতিহাস হইতে শিক্ষা গ্রহন করো ভাইজান.....

আমি ভয় করবো না ভয় করবোনা, দু বেলা মরার আগে মরবো না ভাই মরবো না ..

৮| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"যে যা বলে বলুক, যে যা ভাবে ভাবুক, আমি লেখক হবোই। লিখতেই থাকবো। "
---- কার ডায়লগ? কবে কার?? লেখক এতদিন লিখেনি কেন???



আমার ফোন/ট্যাব পঁচা?? X( বীরের রক্ত তো গরম করে দিলেন। আমার প্রিয় নাচ দেখুন।:)

০৫ ই মে, ২০১৮ রাত ১২:১১

শায়মা বলেছেন: হা হা

শুধু কি লেখক!!!!!

আর কে বলেছে লিখিনি!!!!!!!!!!!!

তুমি এখনও বাচ্চু আছো ভাইয়ু!!!!!!!!!!!

যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গো .... :P

৯| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:০৮

কাওসার চৌধুরী বলেছেন: বড়দের কোপাকোপিতে ছোটরা নিরাপদ দূরত্বে থাকাই উত্তম। তাই কোন কমেন্ট করলাম না।

০৫ ই মে, ২০১৮ রাত ১২:১২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া। তুমি লড়াই এ জয়েন করতে পারো তবে ওর দলে না আমার দলে! ডোন্ট ফরগেট ভাইয়ু!!!!!! :)

১০| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


ভালবেসে সখি নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে।।
আপনার লিংকটি দিতে হইবেক....




Baahubali 2 ।

০৫ ই মে, ২০১৮ রাত ১২:১৭

শায়মা বলেছেন: আমার লিঙ্ক!!!


আমি এই গান গাইনি!!!!!!! মানে রেকর্ডিং নাই তুমি বললে অবশ্য কাল ভোরে গলা সেধে গেয়ে শোনাতে পারি।

আপাতত এটাই শোনো-

ভালোবেসে সখী

১১| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে..... ;)


গ্যালারিতে প্রথম সারিতে নয় দ্বিতীয় সারিতে বসলাম.....


চলুক।। ;)


এখন সকলের শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী ভাইয়ের বক্তৃতার( মন্তব্যর) পরে আসলে বোঝা
যাবে,, তোমাদের এ লড়াইয়ের ফিউচার কি হতে চলেছে।। ;) ;)

০৫ ই মে, ২০১৮ রাত ১২:১৮

শায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়া তো গানের গ ও জানেনা......

হুক্কাহুয়া বলতে পারে অবশ্য!!!!!!!!


আসুক আসুক ভাইয়া কি গান গায় শুনিবোক!!!!!!!!!!

১২| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাজিমুদ্দিন বলাতে একটু তালগোল পাকিয়ে গিয়েছিল! এ যে আমাদের নিজাম উদ্দিন মন্ডল ভাই!!
অনেকদিন পর আপনার হাতের জাদুস্পর্শ পাওয়া গেল। কবিতা জোস হয়েছে!!! এমন একখানা কবিতা যদি এই অধমের জন্য ..... :P

০৫ ই মে, ২০১৮ রাত ১২:১৯

শায়মা বলেছেন: ও ও ও ও ও ও ও তোমার জন্য কবিতা!!!!!!!!!

এমন অং বং লিখতে আমার ১০/১৫ মিনিটস লাগিবেক!!!!!!!!! :)

লিখবো নাকি এখুনি!!!!!!!!! বলো বলো বলো সম্রাট বেস্টোজি:)

১৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না না, এত তাড়াতাড়ি আরেকটা হজম হবে না। এটার সব রূপ, রস, গন্ধ আগে ভালোভাবে আত্মস্থ করে নিই। তারপর না হয় আমার জন্য শ্রীমতি অপ্সরান্দ্রনাথ ঠাকুরী কর্তৃক প্রস্তুতব্য চর্ব্য, চোষ্য, লেহ্য, পেয় বস্তুটার রসাস্বাদন তারিয়ে তারিয়ে করা যাবে? :)

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩০

শায়মা বলেছেন: আরে কি বলো !!!!!!! আমি তো কহিবামাত্র ষষ্ঠপদ লিখিয়া ফেলিয়াছি!!!!!!!


হে সম্রাট বেস্টান-
তুমি কি গড়ে দিতে পারো তাজমহল?
নাকি বানাবে কোনো মাল্টিস্টোরেড ১৪ তলা বিল্ডিং ?
করবে প্রায়েশ্চিত্ত প্রেমিক শাহজাহানের
১৪ সন্তানের জননী মমতাজ প্রেমিকার
ধোকা বোকা ভালোবাসার কিছুটা প্রতিদান!

১৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়ে আমি তো ইউটিউবে গিয়ে......ভুলেই গিয়েছিলাম......





আসুন আসুন! সবাই মিলে আমাকে ধবল ধোলই করুন!!"


শায়মা আপা! আমি কি আপনাকে প্রথম পেজে পোস্ট দিতে বলেছি???X(X(

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৪

শায়মা বলেছেন: ঐ প্রথম কেনো দেবোনা!!!!!!

জানোনা আমি জীবনে প্রথম ছাড়া কোনোদিন দ্বিতীয় হইনি!!!!!!


আমাকে কি যে সে মানুষ পেয়েছো নাকি!

প্রথমের প্রথম তারও প্রথম থাকলে তাই দিতাম!


আহা না হয় যুদ্ধং করনং উদ্দেশ্যং পোস্টং তাই বলে কি আমার শ্রমসাধ্য ২০ মিনিটে লেখা অম কবিতাখানি কম মূল্যবান! উহা কি পিছে পড়িয়া থাকিবার জন্য!!!!!!!!!!!!!

১৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩১

শায়মা বলেছেন: আরও লিখবো সম্রাটজী!!!!!! :D

১৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন(লড়াইয়েও) লাগে না......


বলা নাই, কওয়া নাই। প্রস্তুতি ছাড়া লড়াই হবে কীভাবে??X(
অতএব, আজকেরটা প্রস্তুতি ম্যাচ। আমার শরীর ঠিক হোক, তখন ফাইনাল হবে। :P


ইয়ে মানে.....আমার তলোয়ারে ধার দিতে হবে!!গদাা কই? গদা?? সালার ঢালটা গেল কই? সময়মত একটাও যদি পাই?:P:P

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: এত সহজেই হার গ্যায়া!!! #:-S

ওমা মা মা মা মা


এ কোন দুধের শিশু আসলো!!!!!!!


নাহ তার থেকে আমি সম্রাটের জন্য আরেকখানা ২০ মিনটিও কাব্য লিখি!

১৭| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে(২)

টুকরো করে কাছি, ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি॥


----এই গানের ভুল কোথায়??

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৯

শায়মা বলেছেন: ওহ ভুল!!!!

হবে

তোমার ভাঙ্গা নৌকায়
ভুল করে উঠে
মাঝ দরিয়ায় পড়ে
আমি যাবোই যখন মরে
তখন না হয়ে আর রাজী
আমি করবো কিরে পাজী!
আমি করবো কি রে পাঁজী! :((

১৮| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৬

শামচুল হক বলেছেন: তব কবিতাং সুন্দরম।

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪০

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ামনি!


থ্যাংকুং !!!!!!!


কিন্তু ভাবনায় পড়লাম কবিতা নিয়ে!

১৯| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

এখন, গ্যালারি ভর্তি দর্শককে আমাদের শায়মা হক/ শায়মা আপা একটা নাচ দেখাবে,

১....২...৩...
লিংকটা কি আমিই দিব?:D

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪৩

শায়মা বলেছেন: না!!!!!!


দেবে না!!!!!!!!


অবশ্য নিজেও কি আর খুঁজে পাবে!!!!!!!!! :)

২০| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @""জাতির স্টক-এক্সচেন্জে কি করে "চীনা কনসোর্টিয়াম" এর ইঁদুরেরা প্রবেশ করলো?""

চলেন চাঁদগাজীকে অ্যাটাক করি???

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪৪

শায়মা বলেছেন: ওকে চলো !!!!!!!!


এ্যটাক!!!!!!!!!!!


তার আগে আমি একটু পোলাও আর রোস্ট খেয়ে আসি! :)

শক্তি লাগবে কামান চালাতে ......

২১| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। দারুণ! আমি তাজমহল গড়ার চেষ্টা করলেও করতে পারি কিন্তু ১৪ তলা মাল্টিস্টোরিড বিল্ডিং বানানোর ইচ্ছে আদৌ নেই। :P

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৫৫

শায়মা বলেছেন: কি বল হে বালক!!!!!

কেনো ইচ্ছে নেই শুনি?

ইতিহাস কাঁপিয়ে দেওয়া সেই অমর প্রেম কাহিনী
যার সাক্ষী আজও পৃথিবীর বুকে মাথা উঁচু করে
ঠায় দাঁড়িয়ে .. তাজমহল অপরূপা ....
আর তুমি সামান্য ১৪ তলাতেই চমকে গেলে!
স্বর হলো কাঁপাকাঁপা!

সাধে কি বলে কলিযুগে প্রেমের নেই দাম
প্রেমিকেরা লেট করে কারণ ট্রাফিক জ্যাম!

২২| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, আপনার হুকুম শিরো ধার্য।।:):)


নায়ককে কেমন লাগছে, Actor In Law (Title Song)।


০৫ ই মে, ২০১৮ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: আহা নায়ক তো নয়
যেন উসকো খুসকো উদভ্রান্ত নায়ক কেবলা
শত শত প্রেমিকার বাবার মার খেয়ে আজ হয়ে গেছে হাবলা!

২৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী,
ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি,
প্রাণপণে ভাই, ডাক দে আজি......:D

০৫ ই মে, ২০১৮ রাত ১:০১

শায়মা বলেছেন: তোরা সবাই মিলে বৈঠা নে রে খুলে ফেল্‌ সব দড়াদড়ি।

২৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(X(

@লেখকবলেছেন: আহা নায়ক তো নয়যেন উসকো খুসকো উদভ্রান্ত নায়ক কেবলা"


ও আপনার তো আবার শাকিব খান পছন্দ।।:P

এটা???Tujh Mein Rab Dikhta Hai।

০৫ ই মে, ২০১৮ রাত ১:০২

শায়মা বলেছেন: আহা আহা মোটো সাইকেল প্রেমিক প্রেমিকা!!!!!!


শাকিব খান!!!!!!!!

মরে গেলেও না!


আমার অপুকে পছন্দ !


কি তেজস্বিনী নারী একদম জুতা ছুড়ে মারতে জানে! আই লাইক হার! :)

২৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১:০১

সেতুর বন্ধন বলেছেন: বেশ চমৎকার কবিতা। প্লাস রেখে গেলাম।

০৫ ই মে, ২০১৮ রাত ১:০৩

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া! :)

২৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কি আমাকে জেলের ভাত খাওয়াতে চান? :P ১৪টার খবর শুনলে সরকার মহাশয় আমার জন্য অতি ত্বরিত গতিতে চোদ্দশিকের ব্যবস্থা করে ফেলবেন। :P

০৫ ই মে, ২০১৮ রাত ১:০৪

শায়মা বলেছেন: এহ কেনো!

তুমি কি আর যে সে ১৪ তলা বানাবে নাকি!

তোমার মমতাজ মহলের জন্য বানাবে!!!!

দেশের অষ্টম আশ্চর্য্য! কে কি বলবে রে!!!!!!!!

২৭| ০৫ ই মে, ২০১৮ রাত ১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি চিনি গো চিনিতোমারে ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী....

পরের লাইন???

০৫ ই মে, ২০১৮ রাত ১:১৭

শায়মা বলেছেন: এহ রে !!!!!!!

এই সহজ গানার পরের লাইন!!!!!!!


ছ্যা ছ্যা ছ্যা

আমার গানের লাইন বলো দেখি

প্রথম আদি তব শক্তি আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারই হে গগণে গগণে....... :)

২৮| ০৫ ই মে, ২০১৮ রাত ১:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজ রবীন্দ্রনাথকে গ্রাম ছাড়া করে ছাড়বো.....:P



গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে...ররর

০৫ ই মে, ২০১৮ রাত ১:১৮

শায়মা বলেছেন: আমার মন যখন জাগলি নারে
আমার মনের মানুষ এলো দ্বারে
মন যখন জাগলি নারে .....

২৯| ০৫ ই মে, ২০১৮ রাত ১:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, আজকের মন্তব্যগুলো দিয়ে একটা পোস্ট দেয়া যাবে। হে.....হে.....:D:D

আমার বান্ধবীর পছন্দের গানা.....

মায়াবন বিহারিণী হরিণী,
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ,
অকারণ,
মায়াবন বিহারিণী......

০৫ ই মে, ২০১৮ রাত ১:২৩

শায়মা বলেছেন: ওগো মায়া বনের হরিণ?
তুমি আমার গোপন গহন স্বপনে সর্বদা বিচরিত
তোমাকে তো ধরা যায় না , বাঁধাও যায় না
তবুও অলীক মায়ার হরিণ
তোমাকেই ধরার জন্য কেনো আমার এই অকারণ পণ!!!!

তুমি নিজমনে না হয় দূরেই থাকো, আমার সুর তোমার কানে না হয় নাইবা পৌছিলো...
তবুও আমি আমার বাঁশরীর সুরে হ্যামিলনের বাঁশিওয়ালার মত তোমাকে ডাকবো
সেই হবে আমার সাধনা.......
সেই সুরেই আমি একদিন তোমার মন ছুঁয়ে দেবো ......

ফাগুন বাতাসে হঠাৎ আকাাশবাণীতে তোমার মনে চকিতে সেই বানী বেঁজে উঠবে.....
তুমি আকুল হবে,

দূর হতেই আমি তোমাকে সেধে যাবো, গোপন বাঁধনহীন বাঁধনে বেঁধে ফেলবোই তোমাকে......

তুমি দেখে নিও পরাজয় হবেই তোমার



হা হা হা হা ভাইয়ু তোমার বান্ধবীকে আমি চিনে ফেলেছি!!!!!!

এত সহজ ধাঁধা আমার জন্য নহে ......চলিবেক না..... :P

৩০| ০৫ ই মে, ২০১৮ রাত ১:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



আজকে ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়
লুকোচুরি খেলা রে আপা, লুকোচুরি খেলা।
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে
আপা-- লুকোচুরি খেলা.....:P

০৫ ই মে, ২০১৮ রাত ১:২৭

শায়মা বলেছেন: হা হা হা

লুকোচুরি লুকোচুরি গল্প

তারপর হাতছানি অল্প!!!!!!


৩১| ০৫ ই মে, ২০১৮ রাত ১:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লড়াই এর বিরতির সময় হলে বলিতে হইবেক.......
না বলিয়া ডুব দিলে সে পরাজিত হইবেক...:P



ভালোবাসি ভালোবাসি,
এই সুরে কাছে দূরে
জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি....

"মেরিল -প্রথম আলো" অনুষ্ঠান দেখেছেন???

০৫ ই মে, ২০১৮ রাত ১:৩৫

শায়মা বলেছেন: আহা কি গানা মনে করাইলে বালক!

একদা এক ভালোবাসা দিবসে ভালোবাসার ১০১টি গান লইয়া এক বালিকা একজন বালককে বহু যতনে উপহার দিয়াছিলো- উহাদের সর্বাগ্রে ছিলো এই গান খানি- :(

আকাশে কার বুকের মাঝে
ব্যাথা বাঁজে -
দিগন্তে কার কালো আঁখি
আঁখি জলে যায় ভাসি.....

কেনো যে তখন বালিকা কারণে অকারনে চোখের জলে ভাসিতো তাহা আর বোধগম্য হয়না এখন.....

বালিকারা বড় বোকা হয়......

যাইহোক আরো কিছু গান মনে করে ফেলি সেই উপহারের---

দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি

আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর মত বাসিও

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

আমার হিঁয়ার মাঝে লুকিয়ে ছিলে ....

আমারও পরাণ যাহা চায় ......

৩২| ০৫ ই মে, ২০১৮ রাত ১:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইহাও এক বান্ধবীর পছন্দের গানা...
যদিও, নাম বলা তার মানা। :P

আমার পরান যাহা চায়,
তুমি তাই, তুমি তাই গো....

০৫ ই মে, ২০১৮ রাত ১:৩৭

শায়মা বলেছেন: তাহারে এই গানা শোনাও-

আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি

হায় বুঝি তার খবর পেলে না .....

৩৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
তুমি কেমন করে গান করো(শোনাও) হে গুণী,
আমি শুনি শুধু অবাক হয়ে শুনি.......

গুনির নিজের গলায় গান শুনিতে হইবেক। (ভেঙে মোর ঘরের চাবি বাদে)

পিলিজ একটা লিংক.....

০৫ ই মে, ২০১৮ রাত ১:৪৪

শায়মা বলেছেন: ওকে কাল সকালে গেয়ে গেয়ে রেকর্ড করে দেবোনে....

এখন তো ঘুমে পড়ে যাচ্ছি.....

কাজেই আজকের মত এখানেই বিরতি নেওয়া হইলো

কাল নজরুল সঙ্গীত...... এবং স্বরচিত কবিতা উত্তর..... :)

৩৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে(ব্লগে),
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে....


তখন পড়বে কি এই নাদানটাকে পড়বে লেখকের মনে???

০৫ ই মে, ২০১৮ রাত ২:০১

শায়মা বলেছেন: হ্যাঁ মনে পড়বে।

মানে লিখে রাখবো!

কারণ অনেক অনেক ভাইয়া আপুরা হারিয়ে গেছে তো আবার সেসব জায়গায় শূন্যস্থান পূর্ন হয়ে গেছে কাজেই ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক তাই আমি ভুল না করার জন্য লিখে রাখি তাদের নাম।


আবার ধরো যারা রাগ করে হারিয়েছে। তাদের লিস্ট

যারা দুঃখ পেয়ে তাদের লিস্ট

যারা ঝগড়া করে , যারা বাগড়া দিয়ে, যারা গাঁয়ে মানেনা আপনি মড়লী করে, আবার যারা হিংসা করে বা ভালোবেসে!!!!!!!! সবার লিস্ট আছে ভাইয়া!!!!!! :((

আমি না হারাই যাই আবার মানে বেঁচে থাকতে তো আর হারাবো না মানে মানে ......


তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায় করবো খেলা এই আমি ..... :((

৩৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ কাজেই আজকের মত এখানেই বিরতি নেওয়া হইলো।।
----ওকে। :)


ইয়াহু, হারি নি আমি, হারি নি!!!:)
ম্যাচটা কি ড্র হলো, নাকি আমি জিতলাম???:)




চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ সেথা শির।
দেখো সবাই হারে নি তো বীর।
বল বীর, চির-উন্নত তার শির।
সে বিদ্রোহী, সে বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর!!!

০৫ ই মে, ২০১৮ রাত ১:৫৬

শায়মা বলেছেন: এহ!!!!!!!!!

তুই হারলি!!!!!!!!!! X((


ওপস স্যরি!!!!!!!!!!


তুমি হারলে ভাইয়ু!!!!!!!!! :)


মানে রাগ হয়ে গেলে মাঝে মাঝে আমার একটু আবার তুই বেরিয়ে যায়! সে আমার ছোট ভাইয়া আপুরা সবাই জানে ! তারা কিচ্ছু মনে করে না তুমিও করো না ওকে!!!!!!!


ভেরী ভেরী স্যরী!!!!!!!!! :)

মানে গানে তুমি অবশ্যই হারলে। ঘুমের কাছে আমি হারলাম ওকে!!!!!!!! :)

এখন যাই। বাই বাই!

৩৬| ০৫ ই মে, ২০১৮ রাত ২:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে বস, ঐ কথাটা বলার কারণ আমি জানি।:D তবে তাতে খুশিই হয়েছি।:) আর রাগ করিব কেন?? ওসব ছোট খাট কথায় পাঠক কখনো রাগ করে না। করিবেকও না.....



আমারও কিছু বদ ওভ্যেস আছে। আমি আবার বড় আপাদের(কাজিন) তুই/তুমি/আপনি সবই বলি। মাঝেমধ্যে জানেমানও বলি!:P


টারজানকে চেনেন????
কে সে???:P

০৫ ই মে, ২০১৮ সকাল ৯:৪৫

শায়মা বলেছেন: টারজানকে চিনবোনা!!!!!!

ঐ যে জংলীটা!!!!!!!!!!

বড় বড় চুল, দাঁড়ি, গোফ আর সবচাইতে বাজে বদমাইশের মত নেংটি পরা!!!!!! X((

ইয়া খোদা!!!!!!!! আমি মাঝে মাঝে ভাবি টারজান কি দাঁত ব্রাশ করতো!!!!!!!!

নিশ্চয়ই না !

তবে মেসওয়াক পদ্ধতি জানলে আর কোনো প্রবলেমই না। কিন্তু টারজানকে কি আর হাতী বা বান্দরেরা মেসওয়াক শেখাতে পারে বলো!!!!!!! :(

৩৭| ০৫ ই মে, ২০১৮ ভোর ৬:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাবা! আপু এতক্ষণ ধরে আপনির পোষ্টটি পড়ে মুগ্ধতা ভুলেই গেছুলুম, কী রম্যই জইমা গেল মন্ডল ভায়ের সঙ্গে । আমাদের লগে কথা বলার সুযোগই হচ্ছিল না। ভাল হয়েছে। সুন্দর হয়েছে।

অনেক শুভেচ্ছা আপনাকে।

০৫ ই মে, ২০১৮ সকাল ৯:৪৮

শায়মা বলেছেন: হা হা সবাই ভুলে যাবে ভাইয়া!!!


আসলে কবিতা তো কবিতা না । এই কবিতার সুত্রপাতই আমার আগের পোস্টটা অনেক বেশি বেশি চিত্র থাকায় নিজামভাইয়ার সাথে লড়াই না জমাতে আর তাই চিত্র ছাড়া চিত্রকরের কবিতা লিখিত হইলো ২০ মিনিটে!!!!!!!!

আর কথা বলার সুযোগ হবেনা কেনো!!!!!!

জানোই আমি দশ মুখে কথা বলি আর বিশ আঙ্গুলে লিখি!!!!!!!!!

৩৮| ০৫ ই মে, ২০১৮ সকাল ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার মুগ্ধতা হারিয়ে গেল
তোমাদের মধূর লড়াইয়ের আড়ে
কি আর করি? শুধুই মরি
হাজিরা রেখে গেলাম স্মরণে!!!

কবিতার ভাবস পুরাই হারায়া গেছেন মন্তব্য আর প্রতিমন্তব্যের ঝোড়ো হাওয়ায় ;)

তারপরও +++++++++++

০৫ ই মে, ২০১৮ সকাল ৯:৪৯

শায়মা বলেছেন: হা হা এই কবিতার ভাবস নাই ভাইয়ু!!!!!!!

শুধুই একখানা পোস্টের অবতারং ফর নাজিমুল ভাইয়ু!!!!!!

৩৯| ০৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবস নাই মানে???

গ্রীক পুরানের পর থেকেতো অসাধারন দ্যোতনায় ছড়িয়ে গেছে

আমারই হিংসে হচ্ছিল-- আহা গ্রীক দেবী নিয়ে অমন একখানা কাব্য যদি লিখতে পারতাম...;)

আসলেই অনেক ভাল হয়েছে :)

০৫ ই মে, ২০১৮ সকাল ১০:৪২

শায়মা বলেছেন: হা হা উপরের অংশ কি ছেটে দেবো??

৪০| ০৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

সনেট কবি বলেছেন: অবশেষে একটা মন্ডল ভক্ত সোসাইটি করার চিন্তা ভাবনা করছি।

০৫ ই মে, ২০১৮ সকাল ১০:৪৩

শায়মা বলেছেন: চিন্তা করো ভাইয়া। বাট মনে রেখো মন্ডল এই লড়াই এ হেরে গেলে তোমাকে বন্দী করা হবে। আর এটাও সত্য সে লড়াই এর আগেই হেরে গেছে! :)

৪১| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১:৩৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: নার্সিসাসের বাবা কেফিসাস...
কবিতাং সুন্দরম

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: কেফিসাস আবার কে?


তার দাদু মনে হয়! :)


থ্যাংক ইউ ভাইয়া এই অংবং দুষ্টামী করে লেখা কবিতা সুন্দর বলার জন্য।

৪২| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৪৪

তারেক ফাহিম বলেছেন: নিজাম উদ্দিন ভাই কেন এত এগুচ্ছেন।
পোষ্টটিতো অাপনাকে উৎসর্গ করে নি, করেছে নাজিম উদ্দিন ভাইয়াকে।
ফর মাই নাজিমুদ্দীন ভাইয়ার সাথে যুদ্ধং কারণং সৃষ্ট...... B-)

যার জন্যই লিখুক, কবিতা ভালো লাগলো।

০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৪৭

শায়মা বলেছেন: ওপস !!!!!!!

হায় হায় আসলেই কানা হতে চলেছি!!!!!!!

বুড়ি হচ্ছি না!!!!!!!!!!!!

নাজীমুদ্দীন, নিজামুদ্দীন সব এক হয়ে গেলো!!!!!!!!


আমি তার জন্যই লিখেছি ভাইয়া!!!!!!!!!!


এখনি ঠিক করে দিচ্ছি!!!!!!! :)

৪৩| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়েস স্যার....:)


@"তারেক ফাহিমবলেছেন: নিজাম উদ্দিন ভাই কেন এত এগুচ্ছেন।পোষ্টটিতো অাপনাকে উৎসর্গ করে নি, করেছে নাজিম উদ্দিন ভাইয়াকে।ফর মাই নাজিমুদ্দীন ভাইয়ার সাথে যুদ্ধং কারণং সৃষ্ট......""


এতক্ষন কিছু বলি নি, লেখক কেন আমার নাম বিকৃত করল X(X(

জবাব চাই??
গানাঃ

জবাব তোমার দিতেই হবে মা(আপা)....

০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৫৩

শায়মা বলেছেন: জবাব দাও তুমি জবাব দাও :)


জবাবঃ আমি আজকাল চোখে কম দেখি বাবাজান!!!!!!! :(



তবে আমি দেবো জবাই!!!!!!! :)

৪৪| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


তোমারি ঝরনা তলার নির্জনে,

মাটির এই কলস আমার
ছাপিয়ে গেল কোন্ ক্ষণে..... :)

০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: কোন পুরাতন প্রাণের টানে, ছুটেছে মন মাটির পানে...

৪৫| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কবিতা পারি না, ওসব নিয়ে যুদ্ধ করলে জেসন ভাই আছে।:)




আমি নাচা, গানা আর রাজনীতি পারি.....

আজি যত তারা তব আকাশে,
সবে মোর প্রাণ ভরি প্রকাশে.....

০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৫৮

শায়মা বলেছেন: আকাশ ভরা সূর্য্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে , জাগে আমার প্রাণ......

৪৬| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গান শুনিয়ে আমাকে বশ করিবার প্রচেষ্ট????X(


উহা হইবেক না। কাভি নেহি......

গানার জন্য ধন্যবাদ। :):) ওটা কী ঘুমপাড়ানি গান????:P




মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই, মনে নাই,
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে করি লড়াই.........





০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায় আমি যে গান গেয়েছিলেম, মনে রেখো ...


শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে
অকারণে অবহেলায় মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম মনে রেখো :) :) :)


গান কেনো কথাতেই কত বশ করে ফেললাম এই জীবনে!!!!!!

আর তুমি আসছো দুদিনের পুচকা!!!!!!!! :)

৪৭| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার নামের শেষে কি হক? না শামা????:(



আমরা সবাই রাজা আমাদের এই ব্লগের রাজত্বে---
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?:D



রাইতে কথা হইবেক......

ফির মিলেঙ্গে।:)

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: নামের শেষে!!!!

আরে আমার কি আর নামেরই শেষ আছে নাকি!!!!!


কখনও বনলতা, কখনও নির্বাসিতা
কখনও হরিনী কখনও যামিনী
কখনও শামা, কখনও হামা ( ওপস হামা না)
কখনও নীরা কখনও হীরা


যাইহোক একখানা প্রিয় হরিনী গান দেই

সে কোন বনের হরিণ ছিলো আমার মনে কে তারে বাঁধলো অকারণে!

৪৮| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূরো......X(

এসব প্রাচীন যুগের গান আপনিই শুনেন।।X(



শীতের হাওয়ার লাগল নাচন,
আম্‌লকির এই ডালে ডালে।


মন্তব্য দিয়ে একদিন পোস্ট দেয়া যাবে।।।



হে.....হে......হা....
লা....লা.....লা... :D

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৩

শায়মা বলেছেন: কি!!!!!!!!!!!!!

রবিঠাকুরের গানকে প্রাচীন বলা!!!!!

তিনি সর্বযুগের সর্বকালের মহান গীতিকার!


তাহার উপরে নাই ---

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই থই

এইটা শোন এইবার!!!!!!!!!! X((

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: রবিঠাকুরের জন্মদিন আর দুদিন পরেই..... সেদিন দিতে পারো......

৪৯| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: হা হা কিয়া ভাইয়া???

কবিতা না লড়াই?

৫০| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে আমার রবি+ ইন্দ্র ভচ্+ক্ত রে..........:D



রবী ঠাকুরের গান সুন্দর। কিন্তু আধুনিক সুরে, ডিজিটাল মিউজিকে। বক্সে হালকা ভলিউমে, বীট/বেস দিয়ে।।


লেখার শিরোনাম পরিবর্তনের হেতু, কীহে......:(

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭

শায়মা বলেছেন: হা হা মনে হলো অনেকে শিরোনামে বিরক্ত হচ্ছে ........


তাই এত্তু থুন্দল কলে দিলাম আল কি .....

আধুনিক কিবোর্ডে আমি গেয়েছিলাম..... :)


থুন্দল হইসে না বলো !!!!!!! :)

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: তুমি না একটু আগে ঘুমাতে যাচ্ছিলে!!!!!!!!! B:-)

৫১| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পঁচা নাচ বাদ দিয়ে, এসব প্যাকটিস করেন.........:D


আমার প্রিয় নাচ দেখুন।


বি. দ্রঃ আমি নাচ পারি না, তবে কুংফু ডান্স পারি।:P

০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: এই সব মোহনা ফোহোনা আমি জীবনেও নাচিনি! এমনকি আমার বেবিদেরকেও শিখাই না!!!!!

:( :( :(


হয় কত্থক নহে রবীন্দ্র/নজরুল নয় অনলি মিউজিকাল.....

তবে ফোক ড্যান্স

ও ধানভানি রে

আল্লাহ মেঘ দে পানি দে

বাবু সালাম বারে বারে এসব ঠিক আছে আমার কাছে .....:)

০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: তবে হৃদীর নাম আমি প্রায়ই দেখি।:)

৫২| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বীরেরা কি লড়াই ছেড়ে যায়।

তবে সে এখনই প্রস্থান করিবেক......
।।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: ওহো তাই নাকি!!!!!!! বালক বীর???

বালক বীরের বেশে তুমি করেল বিশ্ব জয়


একি গো বিস্ময়!!!!!!!!

অস্ত্র তোমার গোপন রাখো কোন তূণে!!!

৫৩| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতার শব্দে ডুব দিয়ে ঐ রোমান্টিক নীল অর্ণবে যেন স্নান করে এলাম। কারন সেখানে আমার জীবনের সবচেয়ে বেশি রোমান্টিকতা উপভোগের স্থান ও স্মৃতি। মনে পড়ে গেল তা কবিতায়।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৪০

শায়মা বলেছেন: মানে কি ভাইয়া!!!!

সেই গল্পটা বলো বলো বলো !!!!!!!!!!


তাত্তালি বলো!!!!

৫৪| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রীক পুরাণের নদীদেবতা সেগিসাস
ভুল করে আমি পড়ছিলাম সেগিয়াস :P
কাব্য চমৎকার হয়েছে।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৪১

শায়মা বলেছেন: হা হা নদী দেবতা সেগিসাস ছিলো বাবা আর সেগিয়াস তার চাচা! :)

৫৫| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

অর্ধ চন্দ্র বলেছেন: নাহ্! বালক নিরব

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৪১

শায়মা বলেছেন: কেনো হে বালক? নীরব কেনো?

৫৬| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

শাহ আজিজ বলেছেন: পাগলার লগে পাগলীর জমছে ভালই

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৪২

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!

ও পাগল ! :)

আমি না! :) :) :)

মানে নিজামুদ্দীন ভাইয়া আসল পাগল! আমি নকলটা! :)

মানে পাগল পাগল অভিনয় করছি আসলে না ! :)

৫৭| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: কি খারাপ না?

২০ মিনিটিও কবিতা নাকি গানের লড়াই?

৫৮| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই খেলা কি করে আজ এতো সকালে ফুরিয়ে গেল
কালতো রাত দুটো অবদি ছিল।

জাক্কাস এক পালা উদ্ধৃতির মধ্যে ছিল তারি মধ্যে কতো প্রিয় গানের কলি ভাসতো। যুদ্ধ জমেছিল ভাল। থেমে গেলে কেন?

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: আরে ফুরায়নিতো!!!!!


বিরতীতে আছে।

বিকালে বাইরে গেলাম না!

কিন্তু আজ আর রাত দুইটা না ১২টাও জাগা যাবেনা! :(


কালকে সকালে আমার ই---শ ----কু----লললললললললললললল!!!!!!!!!!!!

৫৯| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ছুন্দল হইছে তুমি জিতছ :)

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুনি!!!!!

আমি তো আগেই জিতে আছিই!!!!!

ঐ দুদিনের পুচকা কি আমার সাথে পারবে!!!! :)

৬০| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:৩৮

সামিয়া বলেছেন: তুমি তাঁর এত এত প্রশংসা করলে যে কবিতাটা পড়ে আমার হিংসা হচ্ছে। যাইহোক অনেক সুন্দর লিখেছো আপু শুভকামনা।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!


তোমার মন্তব্য পড়ে একটা প্রশ্ন মাথায় এলো ---

কত কত মুখ আর চোখ আঁকলাম। দাঁড়াও দেখাই কিছু মিছু -





০৫ ই মে, ২০১৮ রাত ১০:০০

শায়মা বলেছেন:

৬১| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তোমার সাথে জিতবে এতো বুকের পাটা কার!
তুমি এক,তুমি অনন্য
জয় তুমার একার।

দেখা যাবে বিরতির পরবর্তি খেলা জমে কেমন।
দর্শক সারিতে আছি।

০৫ ই মে, ২০১৮ রাত ১০:০০

শায়মা বলেছেন: হা হা হা

সেই তো !!!!!

দেখো পিচ্চিগুলা জানে না!!!!!!! :P

৬২| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি হাজিরX(


আড্ডা /লড়াই আপনার পেজে হবে।।

অনেক সময় নানা কথা বলে ফেলি। খারাপ লাগলে মুছে ফেলতে পারবেন।।:)

আমি সুবোধ।:)

০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৬

শায়মা বলেছেন: হা হা সে কি আর বলতে!!!!!!!

তবে আই লাইক লড়াই কাজেই জবাবে জবাব হবে!

কথার জালে কাটাকাটি! গানের জালে কানের তালা ফাটি ! :)


শাহ আজিজ ভাইয়া কি বলেছে দেখো!!!!!!!!!!!!

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা

৬৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"শাহ আজিজবলেছেন: পাগলার লগে পাগলীর জমছে ভালই:"


দুই পাগলে হল মেলা নদে এসে
হল মেলা নদে এসে
তোরা কেউ,
যাসনে ও পাগলের কাছে......

০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৯

শায়মা বলেছেন: পাগল মন, মনরে মন কেনো এত কথা বলে

একটা পাগল দুইটা পাগল, তিনটা পাগল কই????

৬৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামিয়া আপার প্রতিউত্তরের শেষ ছবিটা আমার মত।।:)


বর্ষন হোমস কে???
ছেলেটা কাজের। দারুন একটা কাজ করেছে।:)

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩০

শায়মা বলেছেন: হায় হায় বলো কি ??? তুমি কি সেই নাকি!!!!!!!


বর্ষন হোমস শার্লক হোমসের ভাই!

সে দারুন কাজ করে!

৬৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার পছন্দের গানা,


ভালবেসে সখি নিভৃতে যতনে
আমার নামটি লিখ,
তোমার মনেরও মন্দিরে....

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: জনম জনম তব তরে কাঁদিবো


আজ নজরুলগীতির কথা ছিলো!

উপরের গান খানা নজরুল যুদ্ধে গিয়ে বেদৌরা নামের এক বেদূঈন কন্যার প্রেমে পড়ে। সেই প্রেমের করুন পরিনতিতে এই গানের সৃষ্টি!!!!!!

৬৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ কবিতা।

ঔদ্ধত নাসিকা কীরকম জানি না। কথাটা শুদ্ধ কিনা নিশ্চিত নই। উদ্ধত/ঔদ্ধত্য। উন্নত নাসিকা কেমন?

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: উন্নত নাসিকাই রাইট ভাইয়া!!!!!

তবে তড়িৎ লড়াই এ লেখা কবিতা তো এমন একটু থাকবেই!

৬৭| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @""একটা পাগল দুইটা পাগল, তিনটা পাগল কই????""

:):D
ধরা খাইছেন।। লেখক আর পাঠক, দুইটাই পাগল। ভাবের পাগল।।


ইউটিউবে যাওয়া বাদ দিয়েছি।:(


ওখানে গেলে লড়াই এর কথা ভুলে যাই।।

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪০

শায়মা বলেছেন: হা হা আরেকটা যারা যারা লড়াই দেখবে তারাই!!!!!!!!!!


হাহা হাহাহাহাহাহাহহাহা

৬৮| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার ইউটিউবের ৫-৬ টা গান শুনলাম। ভিউয়ার্স খুব কম।:(


ভেঙে মোর ঘরের চাবি....... ওটা বেশী ভাল লেগেছে।:)



কিন্তু চাবি ভাঙে কেমন করে???
ভাঙতে হয় তো তালা!!!!



ওসব ভাঙার দরকার পড়লে বীরকে স্মরণ করবেন....:D

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: ধ্যাৎ ভিউয়ারস দিয়ে কি হবে!!!!!!

আমি কি আর সেই শিল্পী!!!!!!!!!!!


শখের শিল্পী!!!!!!!!!!


আর ঘরের চাবি!

আমিও ভেবেছিলাম!

তবে চাবি না ভাঙ্গলে যাবির সাথে তালা মিলছিলো না তাই রবিঠাকুর চাবি ভাঙ্গতেই বললেন! :)

৬৯| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(X(


শাহরীয়ার কবীর একটা কবিতা লিখেছে। ভাবলাম প্রথম কমেন্টটা করি। সুন্দর করে কমেন্ট লিখলাম। পোস্ট করার সময় দেখি কমেন্ট অপশান বন্ধ। ঐ ফাউলকে কী করা উচিত????X(

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: ঘটক পাখীভাইকে ডাকা উচিৎ! :)

৭০| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নজরুলের গানা।


তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,
সেকি মোর অপরাধ???



আমার বান্ধবীদের জ্বালানোর তাবিজ!!!:P

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫১

শায়মা বলেছেন: আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান .....
বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান....

এই গান কে তোমাকে শুনাইছিলো?

৭১| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরেকটা জামেমান গানা,



মোর প্রিয়া হবে এস রানী,
দেব খোপায় তাঁরার ফুল....

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।
কণ্ঠে তোমার পরাবো বালিকা.
হংস –সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।।

জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি' আলতা পরাবো পায়।

আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।


খোঁপায় তারার ফুল ........কবি নজরুল ইসলাম ও তার গানের পিছনের কিছু গল্প
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সব কিছুরই একটা শুরু আর শেষ থাকে। আবার সব শুরুর পেছনেই থাকে এক একটা নেপথ্য ইতিহাস। আমার লেখা সে তো জলের মতই সহজ, যাকিছু সব গড়গড় করে বলে দেওয়া। কাজেই আমার লেখার নেপথ্য ইতিহাসও তাই জলের মতই তরলং। শুধু আংশিক সত্য লেখার ক্ষেত্রে পাত্রপাত্রীর নামগুলোএকটু বদলে দেওয়া, এই যা।

কিন্তু অবাক হলাম কদিন আগে কাজী নজরুল ইসলামে কিছু গানের নেপথ্য ইতিহাস জেনে। খুব ছোটো থেকে রবীন্দ্রপ্রেমী হিসাবে খ্যাত আমি। সে আমার বাড়ির রবীন্দ্রমুখী আবহাওয়ার কারণেই হয়তোবা। তবে একটু বড় হবার সাথে সাথে আমি নজরুলের প্রেমেও পড়ে যেতে থাকি।

বিশেষ করে আমাদের কলেজের নং ওয়ান গায়ক-হিরো মিথুনভাইয়ার দরাজ কন্ঠে প্রথম যখন শুনি।

Click This Link

মোর প্রিয়া হবে এসো রাণী , দেবো খোঁপায় তারার ফুল......
কর্ণে দুলাবো তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল......

আমার চোখের সামনে ভেসে ওঠে জ্যোস্নাস্নাত মায়াবী নীলাকাশ। যার জমিনে হাজারো রুপোলী তারার ঝিকিমিকি। নিঝুম রাত। বারান্দায় দাড়িয়ে একজোড়া প্রেমিক প্রেমিকা। প্রেমিকটি প্রেমিকাকে সাজিয়ে চলেছে অসম্ভব দূর্লভ কিছু মনোমোহিনী রুপকথাময় সাজ সজ্জায়। যে সাজ ও সজ্জা ইহজগতে সহজ লভ্য নয়, সে শুধু রুপকথার রাজকুমারীদেরই প্রাপ্য। এমন সব দূর্লভ সাজেই যেন সাজিয়ে চলেছে সেই প্রেমিক প্রবর তার ভালোবাসার দেবীকে।

আমি সেসময় নজরুলের এই গানের মধ্য দিয়ে আর একটু হলে মিথুন ভাইয়ার প্রেমে পড়ে যাই আর কি । ভাগ্যিস রক্তচক্ষু মোনাআপা মিথুন ভাইয়াকে সদা ও সর্বদা পাহারা দিয়ে রাখতেন।

যাইহোক কদিন আগে জানলাম কাজী নজরুল ইসলামের এই গানটি লেখার আদি উৎসরুপ। আব্বাসউদ্দীন তার 'আমার শিল্পী জীবনের কথা' বইটিতে লিখেছেন একদিন কবি ও আরো কয়েকজন শিল্পী গ্রামোফোন কম্পানীতে বসে গল্প করছিলেন। এমন সময় কথাচ্ছলে প্রশ্ন উঠলো যদি কেউ একলাখ টাকা লটারীতে পেয়ে যায় তবে কে কার প্রিয়াকে কেমন ভাবে সাজাবেন। কেউ কমলালয় স্টোর্সে যেতে চাইলেন, কেউ আবার সুইৎজারল্যান্ড। কিন্তু কবি খাতা কলম নিয়ে বসে গেলেন তার প্রিয়াকে সাজাতে। মুগ্ধ হলাম আমি এতদিন পরেও কবিমনের এ পরিচয় পেয়ে। সত্যিই এ সাজ কি লক্ষ কোটী টাকাতেও হয়? হয়না । এ সাজের জন্য চাই একটি রুপকথা রুপকথা মন।
http://www.somewhereinblog.net/blog/saimahq/29245226

৭২| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ৭ মার্চের ভাষন মুখস্ত। কিন্তু বিদ্রোহী কবিতা মুখস্ত হতে চায় না।।:(


আপনার মুখস্ত আছে???

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: মোটামুটি আছে....

৭৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কে শুনাইছিল???

শাওন রাতে যদি, স্মরণে আসে মোরে.....

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ 'পরে।।

ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে,
রহিবে চাহি' তুমি একেলা বাতায়নে।

বিরহী কুহু–কেকা গাহিবে নীপ–শাখে
যমুনা–নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপ–শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু' হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।

৭৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: তোমাদের ক্যাচাল শেষ হয় নাই !!! =p~

০৫ ই মে, ২০১৮ রাত ১১:১০

শায়মা বলেছেন: কেচালের সাথে তোমাকে বিয়ে দেবার ঘটকও খুঁজছি ভাইয়া!


তুমি কমেন্ট অফ রেখেছো কেনো???

৭৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার কপালে বউ নাই ।। ;) =p~





ভাবছি এখন থেকে আর করো মন্তব্য গ্রহন করিব না.....

ব্যক্তিগত ডায়রি লেখার মত করে ব্লগে দু-এক কবিতা বা যাই লিখি না কেন
লিখব।।।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

শায়মা বলেছেন: গুড আইডিয়া। বড় লেখক হবার লক্ষন। কিছু কিছু বড় লেখকেরা মন্তব্য দেন না, জবাবও না তারা লিখিয়া দিয়াই কই যেন উদাস হইয়া চলিয়া যান।


তোমাকেও তাহাদের ভূত ধরিয়াছে বেশ বুঝিয়াছি খোকা!!!! :P

৭৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতায় বলবো একদিন। কবিতার ছায়া হতে খুঁজে নিতে হবে।

কবিতাটি আমি আবারও পড়লাম। খুব ভালো লাগলো।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া......

৭৭| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"শাহরিয়ার কবীরবলেছেন:আমার কপালে বউ নাই ।।"

সে ব্লগের কতিপয় পার্বতীকে মনেমনে মন দিয়ে---- :P
কবির জন্য এক বালতি সমবেদনা।:(

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: পার্বতী!!!

আছে নাকি এইখানে!


জানি না ..... :(

৭৮| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার পছন্দের কিছু নজরুল গীতিঃ(আমার এক পোস্ট থেকে কপি-পেষ্ট)



*** পদ্মার ঢেউ রে....

*** প্রজাপতি প্রজাপতি....

*** আমার গানের মালা....

*** এই শিকল পরা ছল....

*** কারার ঐ লৌহকপাট....

*** দুর্গম গিরি কান্তার মরু....

*** কে বিদেশী মন উদাসী ....

*** এ কি অপরুপ রূপে মা তোমায়....

*** লাইলী তোমার এসেছে ফিরিয়া....

*** বেল ফুল এনে দাও চাই না বকুল....

*** যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে....

*** আমার যাবার সময় হল দাও বিদায়....*

** শাওন রাতে যদি, স্মরণে আসে মোরে.....*

** প্রিয় যাই যাই বোল না, আর কোর না ছলনা....

*** নাই চিনিলে আমায় তুমি রইবো আধেক চেনা.....

*** এ-কূল ভাঙে ও-কূল গড়ে এই তো নদীর খেলা....

*** মোর প্রিয়া হবে এস রানী দেব খোপায় তাঁরার ফুল....

*** তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ....

*** আলগা করো গো খোঁপার বাঁধন, দিল ওহি মেরা ফাস গ্যেয়ি....


আগামী কল্য দেখা হইবেক.......

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়ু! :)

৭৯| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: @মো: নিজাম উদ্দিন মন্ডল

আপনি মনে হয়, একদিন একজনকে পোষ্টে গিয়ে ফান করতে গিয়ে.. আমাকে মেনশন করে কিছু একটা বলেছিলেন....
পরে বিষয়টা আমি দেখেও না দেখার ভান করে এড়িয়ে গিয়েছিলাম।। আর আপনি যেমনটা মনের করেছেন... তা সঠিক নয়।।
কারণ ওনি আমার সিনিয়র। এতে সেদিন ওনিও ভীষণ বিব্রতবোধ করেছেন... হয়তো তা কাউকে বুঝতে দেননি।। যাইহোক
যদি আমার কোন আচারণে কষ্ট পেয়ে থাকেন সে ক্ষেত্র আমাকে একা ডোবাতে পারেন...আমি কিছু মনে করবো না।।
কারণ.. আমার পারসোনাল লাইফ আর ভার্যচুয়াল এক না... সূম্পণ দুটা দুই রকমের।।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: হায় হায় কি বলো !!


কে সে ??? :(

৮০| ০৬ ই মে, ২০১৮ রাত ১:৪৯

সুমন কর বলেছেন: হুম, ভালো লিখেছো।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!! :)

৮১| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপা তুমি কই??????:( :(


সব ঠিক আছে তো?????





বড় আশা করে এসেছি গো(ব্লগে)
সাড়া তুমি দাও,
কাছে ডেকে লও
ফিরাইও না আর হে জননী।:(

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: না সব ঠিক ছিলো না :(

বাসর একজন খুবই অসুস্থ্য হয়ে পড়েছিলো !


১০৪/১০৫ জ্বর। কোনো কিছুতেই নামে না! :(




তবে তুমি আমাকে জননী ডেকেছো আমি কি আর না এসে থাকতে পারি বাছা !!! :)

৮২| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা!:( প্রিয় মানুষগুলো ভাল থাকুক।।


ওরে অর্বাচীন! বড় আপারা তো মায়ের মতই!:)



কাল থেকে ব্যস্ত থাকবো, আড্ডা/লড়াই হবে নাকি?:)
(১০ টায় ব্লগে আসবো।)

০৭ ই মে, ২০১৮ রাত ৯:০৪

শায়মা বলেছেন: আমি ১৫ তারিখের অনুষ্ঠান নিয়ে এক্কেবারে মরোমরো আছি ভাইয়া। কখন যে ঘুমাই যাই নিজেই জানিনা। তবে ১১টা আমার ঘুমের সময়। ১০ থেকে ১১ লড়াই চলিতে পারে!!!!! :)

৮৩| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি এখানে!!!! (১০:৪৫ পর্যন্ত কথা হইবেক।)


এখন তো শিরোনাম পাল্টাতে পারেন??
(নিজাম উদ্দিন ভাইয়ার সাথে যুদ্ধং কারণং সৃষ্টং......)

আহা!!!!!!!!!!!

০৭ ই মে, ২০১৮ রাত ১০:৪০

শায়মা বলেছেন: হা হা

ওকে



পাল্টে দেবো!!!! হা হা

৮৪| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাহ্, সময় তো শেষের পথে???:(:(


"সীমান্তে ঈগল পরাজিত বীর" নিকটা চেনেন??
কে ছিল সে???


০৭ ই মে, ২০১৮ রাত ১০:৫০

শায়মা বলেছেন: না


কি করেছে??



৮৫| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে আর লড়াই হবে না।:(


কয়েক জনের সাথে ঝামেলা! প্রথম পাতায় কাউকে মন্তব্য করতে ইচ্ছে করছে না। কী যে করি?? :(





গান চলবে??
দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী
এনে দেব হাট থেকে মান তুমি করো না,
নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেধে দিবো মান তুমি করো না।

০৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: আসতে না আসতে তোমার সাথে কাদের ঝামেলা!!

আরে ঝামেলায় ডরে না বীর!


আর মনে রেখো তুমি একজন বীর লড়াকু নারীর সহিত বাতচিৎ করিতেছো!


কাজেই ঝামেলা নো পাত্তা!

কিন্তু ঐ পরাজিত বীরের কি যেন বলছিলে!

কি হয়েছে বললে না!

৮৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বীর লড়াই/বিতর্ক/সমালোচনা করতে পারে, ঝামেলা/ঝগড়া বা গায়ে পড়ে ক্যাচাল নয়।।

আমার পুরাতন নিক ছিল। এই ঝামেলার জন্যই ব্লগ ছেড়েছিলাম। মানুষে সাথে কথা না বলে আমি থাকতে পারি না। খুব খারাপ লাগে। আমি ঠাট্টা-তামাসা করে কিছু বলছি, আর তারা অন্য কিছু ভেবে আমাকে ইচ্ছে মত ঝাড়ছে। :( :(


আজ আর মন্তব্য করবো না।।

দেখা হবে বন্ধু........

০৭ ই মে, ২০১৮ রাত ১১:২৭

শায়মা বলেছেন: ওহ এই কথা!!!!!

হা হা হা

পিচ্চি আছো এখনও!


অনেক বড় হও। :)

৮৭| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর!!


কুছ পরোয়া নেহি!!! পরাজয়ে ডরে নাকো বীর!!!



কালকে একটু আবেগে পড়েছিলাম।:P


শিরোনাম ঠিক না করলে লড়াই বন্ধ:(

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: হায় হায় শিরোনামের প্রেমে পড়লে কেনো!!!!! B:-)

৮৮| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মডুদের সাথে আপনার লিংক আছে????


আবারো ফ্লাডিং? ওদের সাইজ করতে হবেX(


সালার ব্লগেই থাকমু না X(

০৯ ই মে, ২০১৮ রাত ৯:০৬

শায়মা বলেছেন: ওপস স্যরি!!!!!!!!

উঠে যেতে হয়েছিলো ভাইয়া!!!!

কারা ফ্লাড করেছে !!!!!!!

তোমার সাথে????

আর মডুদের সাথে লিঙ্ক আবার কি!!!!!!

একটা গান শুনেছো-

এই সামুতো এখন তো আর সেই সামু নাই
মডু নামে মডু আছে কে জানে কোথায়!!!!! :(

ফ্লাড করলে নিজের হাতে আইন তুলে নাও !!!!!!

৮৯| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের যুদ্ধ কি পুর্বেকার সব যুদ্ধের রেকর্ড ব্রেক করবে? ইউনাইটেড নেদারল্যান্ডস ও সিসিলি দ্বীপপুঞ্জের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটার রেকর্ড ভাঙ্গা চাই! :P

০৯ ই মে, ২০১৮ রাত ৯:০৭

শায়মা বলেছেন: করবে করবে!!!

অবশ্য সে আগেই হেরেছে!!!!!!!

৯০| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

তারেক ফাহিম বলেছেন: আড্ডা পোষ্টে এলুম নাকি B-)

আড্ডা শুধু নাজিম উদ্দিন থুক্কু নিজাম উদ্দিন ভাইয়া আর শায়মাপু চালাইতেছে দেখছি।

আমরা কী আসবো জনাব -জনাবা?

০৯ ই মে, ২০১৮ রাত ৯:০৯

শায়মা বলেছেন: আসেন আসেন তবে হার নিশ্চিৎ জানিয়া আসেন! :)

৯১| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:২৪

তারেক ফাহিম বলেছেন: জয় অার হার, সবাই যদি জয়ী হয় তাহলেতো আর জয়ী’র মর্যাদা থাকে না।
সেদিক থেকে হার মেনে নেওয়া মন্ধ কিসের :D

আপনাদের মন্তব্য প্রতিত্ত্যর দেখে এমনিতেই |-)

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: হা হা আগেই হার মেনে নিলে!!!!!!!!!!!

ভীতুর ডিম্ব ভাইয়ু!!!!!

৯২| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪০

ফরহাদ রহমান বলেছেন: অসাধারণ।

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৫০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!! :)

৯৩| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার রাজ্যে কে...... রে.........??X(

@সম্রাট ইজ বেস্ট
@তারেক ফাহিম
হয় লড়াই করতে হবে? নায়তো দর্শক সারিতে বসতে হবে???



রাত ১১:০০ বাজে, কেউ শব্দ করবে না। আমার আপা এখন ঘুমোবে।।

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: উফ যা একখানা ঘুম দিলাম না!!!!!

ঘুমের দেশে, ফুলের দেশে, সাত রাজার ধন মানিক শেষে
ফিরে এলাম তোমার দেশে ....

৯৪| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:২১

শাহারিয়ার ইমন বলেছেন: সব কিছু মাথার উপর দিয়া যাইতেছে :-&

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: ওহ সেসব মেঘ ....

মেঘ ভেসে যায় ...... :)

৯৫| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:০৭

জাহিদ অনিক বলেছেন:

অত্যন্ত দুঃখের কথা হচ্ছে মো: নিজাম উদ্দিন মন্ডলভাইয়া'র কোন লেখা আমার এখনো পড়া হয় নাই। তুমি যেভাবে ফাইট এগেইন বলে শুরু করেছো ভেবেছিলাম যুদ্ধ-টুদ্ধ আছে ! শানে-নজুল দেখি কিছুই নেই।

তা মো: নিজাম উদ্দিন মন্ডলভাইয়া কি সত্যিই ড্যাম স্মার্ট সুদর্শন আর নার্সিসাস ! ভয়াবহ ব্যাপার !
কবিতার যেভাবে লিখেছো চুলের সম্মোহনী ক্ষমতা ! বাপ রে ! হিংসায় মরে যাই !

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১

শায়মা বলেছেন: হা হা এই যুদ্ধ গানের যুদ্ধ, এই যুদ্ধ সুরের যুদ্ধ, এই যুদ্ধ গানের লড়াই, এই যুদ্ধ সুরের লড়াই।


নিজামউদ্দিন মন্ডলভাইয়া একদম টেকো.....একদল কেলেভূত সে নার্সিসাস হবে কই থেকে। B:-)


এই কবিতা লিখেছি আমি অন্য কারো তরে ভাইয়ুমনি!!!!!!! মানে অন্য ছবি আঁকিতে গিয়ে।

তবে তুমি এত হিংসুটে জানিতাম না!!!!!!! B:-)

৯৬| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:০৮

জাহিদ অনিক বলেছেন:




সেভেনটি-ফাইভ নাম্বার মন্তব্য ও উহার প্রতিউত্তর ভালো লাগলো

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: হা হা এ এক অভিজ্ঞ দর্শকের অবজারভেশন।

৯৭| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @জাহিদ অনিক,
কবি আপনাকে স্বাগতম।



আমিতো কবিতাটা ভালমত পড়িই নি!!!:(

এটা কি আমাকে নিয়ে লেখা??????:P


১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: তোমাকে নিয়ে লেখা না ভাইয়ু!!!!!!!

যুদ্ধের প্রয়োজনে একটি পূর্বলিখিত গোপন কবিতার প্রকাশ..... :)

৯৮| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঘুমিয়ে ঘুমিয়ে, স্বপ্নের মধ্যে ফাইট করলে হবে??????X(



পপকর্ন খান, আমি ঘুড়ি উড়াতে(স্যাটেলাইট) গেলাম...
দেখা হবে.....

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: ঘুড়ি উড়াতে!!!!!!!


হায় হায় আমার প্রেজেন্ট গোপন নিকটা জেনে গেলে নাকি!~!!!!!!!!!!

৯৯| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:০৯

জাহিদ অনিক বলেছেন:




প্রথমত আমি মারাত্মক হিংসুটে এবং নিজেকে বড্ড ভালোবাসি।
যুদ্ধ-টুদ্ধে আমি নেই।

মো: নিজাম উদ্দিন মন্ডল, যাক ! কবিতাটা আপু আপনাকে নিয়ে লেখা নাই ! ভাগ্যিস !

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: হা হা হা ওকে ওকে আজ জানলাম তুমি হিংসুটে কিন্তু তোমার চশমা আঁকতে গিয়ে আমি কি হিমশিম খেয়েছিলাম মনে আছে!!!!!!!!!!!

আর তোমার চুল আমি কত সযতনে বানিয়েছি ভাইয়ু!!!!!! :)

১০০| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৫

জাহিদ অনিক বলেছেন:



হ্যাঁ ! মনে আছে অবশ্যই।
কি করিয়া এতটা অকৃতজ্ঞ হই !

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: আমি তো ভাবলাম হিংসায় সবই ভুলে গেলে!!!!!!

১০১| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮

জাহিদ অনিক বলেছেন: X(( X(( X( X( #:-S

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: থাক থাক লাগ কলে না!!!!!!

বুঝেছি ভুলো নাই !

দালাও দালাও তোমাল ছবিগুলা নিয়ে আতি! :)

১০২| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮

জাহিদ অনিক বলেছেন:




নো !!!! নো শো-অফ

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩

শায়মা বলেছেন:

এই যে সেই ছবি!!!!!!!!!


হা হা হা

১০৩| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:২২

শায়মা বলেছেন:

১২ ই মে, ২০১৮ সকাল ৮:৩১

শায়মা বলেছেন: :)

১০৪| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:৩১

জাহিদ অনিক বলেছেন:



ধুর !!! আমার ছবি আমাকে দেখাও কেন !! আমি তো আমাকে চিনি ! B-)

১১ ই মে, ২০১৮ রাত ১১:২২

শায়মা বলেছেন: যেন এইবার নিজামভাইয়া তোমাকে হিংসা করে ! :)

১০৫| ১২ ই মে, ২০১৮ রাত ১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফাঁকিবাজ লেখককে ব্লগে দেখছি কেন????X(

@"লেখকবলেছেন: যেন এইবার নিজামভাইয়া তোমাকে হিংসা করে !"
== আমি সুবোধ ছেলে! ভাল মানুষ।;) হিংসে করবো কেন??? আমি শত্রু-মিত্র সবাইকে ভালবাসি।:)

== ছবিটা কি শামা আপার আঁকা??:)



আমিতো ভাবলাম, স্যাটেলাইটখোর নিকটা আপনার কাজ:P
http://www.somewhereinblog.net/blog/ruwamex

১২ ই মে, ২০১৮ সকাল ৮:৩২

শায়মা বলেছেন: ইন্নানিল্লাহ!!!!!!!!!

এই নিক আমার মনে হলো কোন দিক দিয়ে শুনি!!!!!!!!!


আর ছবিটা আমার ছাড়া কার আবার আঁকা!!!!!! এতক্ষন ধরে শুনলে কি!!!!!!!!!

১০৬| ১২ ই মে, ২০১৮ রাত ১:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @" লেখকবলেছেন: তোমাকে নিয়ে লেখা না ভাইয়ু!!!!!!!":(:(:(

কেউ কোনদিন আমায় নিয়ে কবিতা লিখল না.....:(:(:(



ঘুড়ি যেন ঠিকমত ওড়ে। দোয়া চাই। আমার কিছু কাজ আছে, নাটাইটা আপনার হাতে দিয়ে গেলাম।।;)

১২ ই মে, ২০১৮ সকাল ৮:৩৪

শায়মা বলেছেন: শুধু কবিতা!!!!!!


ছবিতাও একেছি তো!!!!!!!


নাটাই ধরতে পাব্বো না আমার আরও কিছু মহা কাজ আছে!!!!!! আই এ্যাম মহা বিজি!!!!!! :)

১০৭| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:৪৬

জুন বলেছেন: শায়মা একটি অপ্রাসংগিক বিষয় ।
ল্যপটপে ডাউনলোড করা ভিডিও কি ভাবে সামুতে আপলোড করা যায় সহজ ভাষায় একটু বলবে কি ?
খুব দরকার :)

১২ ই মে, ২০১৮ দুপুর ১২:১০

শায়মা বলেছেন: আপুনি
আমি এটা সরাসরি করতে পারিনা, তাই আমি ইউটিউবে ডাউনলোড করে সেই লিঙ্কটা এখানে দেই। তুমি ইউটিউবে খুব সহজেই সেটা করতে পারো জিমেইল দিয়ে লগ করে। জাস্ট আপলোড ভিডিও দিলেই হবে আর তখন তুমি লিঙ্ক দিতে পারো। :)

১০৮| ১২ ই মে, ২০১৮ রাত ১০:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শামা আপা?


১। কুঁড়ে বাদশাকে খ্যাপাবো???
২। আর ইউ নিকটা কার??
৩। লেখোয়ার কে??


আপনার লেখা একটা ছড়া পোস্ট করতে চাচ্ছি। অনুমতি চাই.....:)

১২ ই মে, ২০১৮ রাত ১০:২২

শায়মা বলেছেন: ওকে করো মানে আমার লেখা পোস্ট করো নো প্রবলেমো!!!!!!

আর বাদশা ভাইয়াকে খেপাও কেনো!!!!! এমনিতেই ভাইয়া খেপে আছে তোমার গান শুনে!!!!!! :(

আর ইউ নিকটা আমার একজন অনেক অনেক প্রিয় ভাইয়ার নিক। সুচিন্তিত মতামত ও বেসম্ভব ধৈর্য্য ধারণ ক্ষমতার জন্য উনি আমার পূজোনীয়! :)


আর লেখোয়াড় ভাইয়া!!!!!!!!!!!!!!!!

উনি আমার মিত্র শত্রু!!!!!!!!! :)

১০৯| ১২ ই মে, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ তিন জনের সাথেই আমি লড়াই করবো!!!!:D

রাজা-বাদশাকে বলবেন, যদি কুঁড়োমি করে( ব্লগে নিয়মিত না আসে) তাহলে সে তার রাজ্য হারাবে। রাজকন্যাও...:D:D

১২ ই মে, ২০১৮ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: রাজকন্যাও আছে নাকি!!!!!!!!

কই কই???


তার নাম কি জুলেখা??? সে কি বাদশার মেয়ে!!!!!!!

১১০| ১২ ই মে, ২০১৮ রাত ১০:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আর ইউ নিকটা আমার একজন অনেক অনেক প্রিয় ভাইয়ার নিক। সুচিন্তিত মতামত ও বেসম্ভব ধৈর্য্য ধারণ ক্ষমতার জন্য উনি আমার পূজোনীয়!"



---উনি গেমুকে(বিলি) ব্লগছাড়া করেছেন। আজকে আবার আপনাদের গিনিপিগ সর্দার, চাঁদগাজীর গুষ্টি উদ্ধারে নেমেছেন।X(

১২ ই মে, ২০১৮ রাত ১০:৫০

শায়মা বলেছেন: গেমু কি বিলি নাকি!!!!!!!

উফ এত গাধা হলে চলবে!!!!!!!

গেমু একজন, বিলি আরেকজন....

আর কেউ কাউকে ব্লগ ছাড়া করতে পারে না!


যারা ছাড়ে তারা নিজেরাই ছাড়ে!


বিলি ভাইয়া রাগ করে ছেড়েছে মনে হয় তবে গেমু ভাইয়া বিজি থাকায় আসেনা। তার রাগ করার টাইম নাই।


আর চাঁদগাজী ভাইয়ার গুষ্ঠি উদ্ধার করুক। ভাইয়ার তাতে কি যায় আসে!!!!!!! হি ইজ আওয়ার হিরো!!! ইট পাটকেল ঢিল খাওয়া হিরো! সারভাইব করে যাবে ডোন্ট ওয়ারী ভাইয়াজান!

১১১| ১২ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়ে, শামা আপা??? দুটি কথা...


১। শিখা আপার(শিখা রহমান) সাথে কথা হয়?
২। আমি, সবগুলো ইমোর অর্থ বুঝি না। একটু যদি বুঝিয়ে দিতেন, কোনটি কি???

পিলিজ.....

১২ ই মে, ২০১৮ রাত ১০:৫১

শায়মা বলেছেন: না তো!

শিখা আপার সাথে মনে হয় জীবনে কথা হয়নি!!!!!! :(

ইমোর মানে বুঝাতে পারবো না । নিজে বোঝ!!!!!!!!! X((

১১২| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"ইমোর মানে বুঝাতে পারবো না । নিজে বোঝ!"
--- :(:(

হিংসুক!!! :-* :-* :-*

১৮ ই মে, ২০১৮ ভোর ৬:১১

শায়মা বলেছেন: আমি হিংসুক!!!!!!!!!

তুমি ফাকিবাজ!!!!!!!!!

১১৩| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: গেমু কি বিলি নাকি!!!!!!
উফ এত গাধা হলে চলবে!!!!
গেমু একজন, বিলি আরেকজন...."

তুমি গাধা, গর্ধব, গিনিপিপ।
--গেমু, বিলির মাল্টি, চ্যালেন্জ করলাম।।;)

১৮ ই মে, ২০১৮ ভোর ৬:১৩

শায়মা বলেছেন: তুই পাগল, ছা ....গা... গ....ঊঊঊঊঊঊঊঊঊঊঊঊউ :) :D

১১৪| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



আপা তোমার কয়টি নিক?
সত্যি করে বলো!!!
বলতে যদি না চাও তুমি
আমার সাথে চলো...;)-


পুরবো তোমায় জেলে
বুঝবে মজা মাল্টি হওয়া
ডান্ডা বাড়ি খেলে..:D

১৮ ই মে, ২০১৮ ভোর ৬:১৯

শায়মা বলেছেন: মালটির সাথে টালটি করে
কোনোই লাভ নাই!!!!!!!
কত ঘোড়া গেলো তল
কতই হাতী ভাই!!!!!!!

জেলে পুরতে এসে তারা
নিজেই গেলো জেলে!!!!!
তুমি আসলে এবার তোমায়
পাঠিয়ে দেবো হেলে! :)

১১৫| ১৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি একজন "সর্বকনিষ্ঠ প্রেমিক" এর সর্বকনিষ্ঠ মাল্টি :P
ইহা প্রমান সহ বর্ননা করুন ;)

১৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: হায় হায় !!!

তাই নাকি!


তো প্রমান তো তোমাকে দিতে হবে ভাইয়া!!!!!! :)


১১৬| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: B:-)
আমার শত্তুর কখন আসলো?????X(


####
আপা, তুমি কোথায় ছিলে?
সত্যি করে বল?
এতই যদি সখ তোমার
জেলখানাতেই চল।।:(

পুরবে আমায় জেলে?
বুঝবে তুমি আমি কি মাল
জেলখানাতে গেলে!;)

কোর্টের কাচারিতে করতে লড়াই
আই অ্যাম হিয়ার!X(
জানোনাতো আমি একজন
ডিফেন্স ল ইয়ার:P

১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৫২

শায়মা বলেছেন: রাখ তোর ল,ইয়ার রাখ তোর ভন্ডামী
তোর বড় বোন আছে গুন্ডামী ষন্ডামী
বড় বড় বাঘাদের এক কড়ে আঙ্গুলে
ছুড়ে ফেলে দিলো কত চড়ালোও কত শূলে!

জেল মেল তুলে রাখ, রাখ কোর্ট কাচারী
ধরলে টিকিটি তোর সাধ নেই বাচারই!
যাইহোক তবু বলি ছিলাম আমি বিজিম্যান
সেই সব তুলে নিলো পাঁজি ক্যামেরারম্যান!


১১৭| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :-* :-*

ও...মা তুমি কোথা আছ? (মা=শামা আপার মম);)
দেখে যাও দেখে যাও?B:-)
দিদি করে নাচা গানা?
একি কথা শুনি কও??X(

মাহে রমজানের জন্য
ছেড়ে দিলাম আমি গান!
করে যদি সে নাচা গানা
ক্যামনে রয় আমার মান??:(

নাচা গানা বাদ দিয়ে
চল করি ইফতার!
দু'জনে দুহাত তুলে
পাপ থেকে হব পার!:)



১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪১

শায়মা বলেছেন: করলার জ্যুস খেয়ে
তিতা হলো মনটা
তার থেকে ভালো হত
খেতে যদি ফান্টা!

নাচকে যে বলে পাপ
তার সাথে আড়ি
ফের যদি বলে দেবো
মাথাতেই বাড়ি! :)

১১৮| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫০

নীহার দত্ত বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: শান্তিপূর্ন যুদ্ধ ইহা ভাইয়াজী!!!!!!!!!

১১৯| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"নীহার দত্তবলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই"
:P:D
সারাদিন রোজা রেখে
হয়ে আছো গরম।
কোল্ড কফি খেয়ে তুমি
হয়ে যাও নরম।;)

চলো দু'জনে মিলে
শুরু করি আড্ডা।
এর পার কি লিখবো, মাথায় আসছে না...:(


১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

শায়মা বলেছেন: আড্ডার সাথে মেলে গাড্ডা
কোল্ড কফি খেয়ে যাও বাড্ডা
রামপুরা হয়ে হয়ে না পেয়ে পাত্তা
ফের ফিরে আসো করি তোমা নিয়ে ঠাট্টা! :P

১২০| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: আরে হচ্ছে টা কি ? আমার ছবি কোথায়: -
শায়মা আপা এই যে আমার ছবি পেন্সিলে কয়েকটি দাগ দিয়ে দিন যেমন তেমন হলেও চলবে

১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: এটা তোমার ছবি!!!!!!!


না বাবা এখুনি আঁকতে পারবো না!

রমজান মাসে ছবি আঁকা নিষেধ!

শুধু ইফতার বানাবো আর ছবি তুলবো!

সে সব আঁকাও যাবে না ! :(

১২১| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে আমি একি দেখছি?
জানেমান শামা আপা কখন আসলো???:P


রোজা শেষ হয়ে যাচ্ছে, ইফতারির দাওয়াত পাইনা কেন??X(
পেটুকটা(দুলাগাই:P) বুঝি সব একাই সাবাড় করে??X(

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন:


এই নাও এই একটা রেইনবো স্যান্ডুইচ বেঁচে ছিলো! এটাই খাও ভাইয়ু!!!!! :)

১২২| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: থ্যাঙ্কু!

রোজ রোজ চেয়ে চেয়ে
ইফতারি চাই না!
জানিনা আজ কেন
নোটিফাই পাই না!X(

দু'দিন না যেতে কাল
ছেড়ে দিনু রোজাটা,
খালি খালি বাড়ালাম
পাপের ঐ বাঝাটা।

দোয়া তুমি করো ম্যান
আমি যেন ভাল হই
রাগ টাগ করলেও
তোমাদের সাথে রই!!

২১ শে মে, ২০১৮ রাত ৮:০৪

শায়মা বলেছেন: তুমি যে হে কোন ম্যান
সে কথাটাই বুঝি না
যদিও তোমার পিছে
কাউকেই খুঁজিনা!

যেই হও সেই হও
ভালো কি মন্দ
কাজ কি আমার বাপু
করে করে সন্দ!

১২৩| ২১ শে মে, ২০১৮ রাত ৮:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: করি শুধু প্যান প্যান
তবু ছ্যাঁকা দিবে ম্যান?:(
যে যত যাই কোক
আমি বড় ভাললোক!

আপুদের সাথে খালি
দেই বেশী আড্ডা,:P
ইহা মোর ভাল গুণ
বাড়ী মোর বাড্ডা।

তুমি নাকি নাচ পার
শুনিলাম আমি হে?
চলো দেখি লড়াই হোক
জিতে কে বা হারে কে??X(

২১ শে মে, ২০১৮ রাত ৮:৫২

শায়মা বলেছেন: নাচ দিয়ে লড়িবেক!
কথাকলি কত্থক!
ইহ কথা শুনি মোর
জনম হলো সাত্থক!

বেঁধে আসো কোমরটা
গামছায় দিয়ে জোর
নহিলে কড়াৎ স্বরে
পড়িবেক মড় মড়!

১২৪| ২১ শে মে, ২০১৮ রাত ১০:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাতা, থৈথৈ
ম্যান তুমি গেলে কই??X(


রাখ তোর কথাকলি
রাখ তোর সাস্ত্রীয়!
আমি পারি হিপহপ
তারছেঁড়া ড্যান্সিও!:P

আধুনিক এযুগে
ওসব আর কে দ্যাখে?
আমি পারি কুংফুতে
স্টেজ সহ কাঁপাতে!

ওই পথে না থেকে
মোর পথে আস ম্যান
ফ্রী শেখাবো নাচা গানা
সব লোকে হবে ফ্যান!!;)(তোমার)

নাচ দেখুন Soja Zara( Baahubali 2)

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: ফুহ ফুহ দুরে যা
ভাগ যা গাধারাম
কুংফুকে ড্যান্স বলে
কোথা যাই হাঁদারাম!!!!!!


আমি যাবো কারো পথে!
কাভি নেহি হউগি!!!!!!
আমি মহা রাজরাণী
কারো কথা নাহি শোনোগি!!!!

কথাকলি কত্থকে
ধিন ধিনা তা তা থই
এর চেয়ে ভালো কিছু
তুমি বাছা পাবে কই!

১২৫| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু হৃদি কে?

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

শায়মা বলেছেন: হৃদি আবার কে!

মনে পড়ছে না ভাইয়া!

১২৬| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি আমি দেখছি?
আজ তোকে পেয়েছি?
চুরি করে নিতে তোকে
আমি বীর এয়েছি!:P

কে কোথায় আছিস রে
তোরা সবে সরে যা!;)
যদি তোরা আটকাস?
কেটে ফেলে দেব পা!X(

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: ওহ ও লে কত বীর
তালপাতা সিপাহী
কুকুরের ডাকে কাঁপে
কাপাকাপু কিপাহী!

থাক থাক বাবুসোনা
নো মোর বাহাদূরী
এই নাও আজকের
ইফতার রিবনী!

১২৭| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়াহু!!!!!!
আমি এক ছড়াকার হয়ে গিয়েছি!!!!!:)



কি জাদু জানো তুমি,
সব লোকে করে ভীড়?
আমি বীর বলে দিনু
মানি নাকো তোকে পীর!:P

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

শায়মা বলেছেন: ছড়াকার একে বলে
ছ্যা ছ্যা ছো ছো
মনে হয় চচ্চড়ি
রিক্সার প্যা পো!!!!!!!!!

দুই এর সাথে রুই
তিনের সাথে ধিন
দিলেই কি হয় ছড়া!
ওরে সর্পের বীণ!!!!!

১২৮| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:




তুমি যদি করো রাগ
বলে দিতে পার ম্যান!
আমি বড় ভাল লোক
করবো না ঘ্যানঘ্যান! :(

২২ শে মে, ২০১৮ রাত ৮:০০

শায়মা বলেছেন: ইয়েস ইয়েস ভালো লোক
শুধু ঘ্যান প্যান প্যান
যদিও তা শুনে হয়
মশাদের ক্লাসিকাল গান!!!!!! :)

১২৯| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"এই নাও আজকের ইফতার রিবনী!"
কি ওসব খাস দিদি?
ছাই পাশ রোজ রোজ?
আমি খাই ফল মূল
নিস নাতো মোর খোজ!!!:(


@"প্রান্তর পাতাবলেছেন: আপু হৃদি কে?"
---আমার এক বান্ধবীর নাম.... ওটা.:P

২২ শে মে, ২০১৮ রাত ৮:০১

শায়মা বলেছেন: ওঃ ওকে তবে নাও আইস্ক্রিম কিসমিস
তাড়াতাড়ি খেয়ে ফেলো বলে যাই ফিসফিস!


১৩০| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

কাবিল বলেছেন: তোমার ব্লগে আসলাম ইফতারের আয়োজন দেখতে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: এইখানে আয়োজন নাই ভাইয়া..... এই ফ্রাইডেতে এসো..... :)

১৩১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি এসব ছড়া দিয়ে একটা বই লিখিবোই!!! :P

ওই লেখক???
আপনার কোন বই আছে?
একটা বই ফ্রী চাই!!:P

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৪

শায়মা বলেছেন: ওকে কোন বইটা চাও বাছা! বলো বলো বলো.....

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: Click This Link


এইটা!!!!!!!! :)

১৩২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৭

শায়মা বলেছেন: Click This Link

নাকি এইটা!!!

১৩৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা!!B:-)
কতগুলো বই লিখেছো দিদি???:(

আমি বিন্তু কবিতা কম বুঝি!
তোমার পছন্দ মত একটা দিলেই হবে! :)
পোস্টের নীচে আমার টাট্টুঘোড়া আছে! ওটার পিঠে চাপিয়ে দাও...:D

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: পোস্টের নীচে টাট্টুঘোড়া!

কোন পোস্ট???

১৩৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: Click This Link

এই যে আরেকটা!!!!!! :)

১৩৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"১৩৪.২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০০"

এই লিংকের প্রথম কমেন্টে গেমুকে দেখলাম?
সে এখন কোথায়?
তাকে আমার খুব ভাল লাগতো?....:(

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: সে এখন নিজের কাজে আছে।

ব্যাস্ততা কমলে আসবে বলেছে।

তবে আগে নিজের এইমে অটল থাকবে। :)

১৩৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: পোস্টের নীচে টাট্টুঘোড়া!কোন পোস্ট???"X(X(X(


আপা তোর বুদ্ধি
এ কেন কম বল?
ঘোড়া তুই পাস নি?
এখনি সাথে চল...X(

চেয়ে দ্যাখ নীচেতে
আছে মোর পোস্ট
ঘোড়া তুই চিনিস?
নাকি ভাবছিস ওটা ঘোষ্ট!:P

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: ঘোস্টোও ভাবিনিতো
এ তো আইরন হর্স
পিঠে তার চেপে আছে
লোহা পুতুলের বস!

খটখটা শরীরেতে
সদা রয় শক্ত
এই ঘোড়া নেবে তোর
বই এর বক্স!!!

তবেই রে হয়েছে রে
আশা তোর হলো শেষ
তার থেকে ছড়া লেখো
ইয়ো বাবু বেশ বেশ!!!!!

১৩৭| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও পুতুল বুড়ী, শায়মা আপা!

আমি তো লেখার জন্য ব্লগে আসি না।
আড্ডা দেবার জন্য আসি।
এইজন্য গতকাল প্যাঁচা গাজী আমাকে ঝাড়লো!!:(

ব্লগে থাকবো?
নাকি ফুড়ুৎ করবো???:(

২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

শায়মা বলেছেন: ব্লগে থাকবে এবং একখানা পোস্টের মত পোস্ট দিয়ে বুঝিয়ে দেবে যে আড্ডা দেয় সে ভালো লিখতেও জানে ....

ইটস মাই থিওরী!


কেউ চালেঞ্জ দিলে আর রক্ষা নাই। বাই হুক অর বাই ক্রুক তাকে এক হাত দেখিয়েই দেবো। :)

১৩৮| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও শামা আপা??
এত রাতে আমার বাড়ীতে কি মনে করে??
দুলাভাইয়ের সাথে ঝামেলা???:P
সে কই??X(
ঐ ব্যাটার খবর আছে!!!X(

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: ওহ ঘুমায় গেছিলাম তারপর!!!!! :(

ইদানিং ৯ টা বাজলেই ঘুমায় যাচ্ছি!!!!!!!

কোনো কোনো দিন সাড়ে ৮ টাই চোখের পাতা এক হয়ে যায়!


স্কুল বন্ধ হোক তারপর আর ঘুমাচ্ছিই না! :)

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭

শায়মা বলেছেন: এই পোস্ট মনে হয় ড্রাফ্ট এ নেবার সময় এসেছে ভাইয়ু!!! :||

১৩৯| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(
ড্রাফ্ট???
আমি কি করলাম???:(

না না.. না...
দরকার হয় কমেন্টস গুলো মুছে ফেল, তাবুও ড্রাফ্ট নয়...
দরকার হয় আমি কমেন্ট করবো না, তবুও পোস্ট টা থাক!
দরকার হয় আমি ব্লগেই আসবো না, তবুও তুমি রাগ করো না!!:(


আমি আর কমেন্ট করছি না।।:(
তবুও তুমি ব্লগে থাকো!!!
পিলিজ......

২৬ শে মে, ২০১৮ রাত ১১:৫০

শায়মা বলেছেন: না না তুমি কিত্তু কলোনি....
ব্লগের ভাব সাব মাঝে মাঝে বদলে যায়....

তখন উত্তুরে বাসাত থমথমে থেকে দমকা হাওয়া বয়
দমকা হাওয়া থেকে ঝড়ের পূর্বাভাস

তারপরই তুমুল তুলকালাম

তারপর সব ঠান্ডা.....


হা হা বহু বছর ধরে দেখতে দেখতে সব মুখস্থ হয়ে গেছে....

এখন হাতে সময় কম। ঈদের শপিং আর ইফতারে বিজি আছি। দমকা হাওয়ার চমকাতে ছাতি ফুটিয়ে দিয়ে সময় নষ্ট হবে আবার তাই বললাম আর কি ! :P


আর এইটুকুতেই ভয় পেয়ে তুমি পেন পনে নাকি কান্না শুরু করলে!!!!!

এই তুমি বীর পুরুষ!!!!!!! #:-S

১৪০| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

বিজন রয় বলেছেন: এমন কবিতা জীবনে এই প্রথম পড়লাম !!!

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: জীবনে এত কম অভিজ্ঞতা তোমার জানতাম না ভাইয়ু!!!!!!!!!!!! :(



ভেবেছিলাম তুমি আর একটু বেশি জানো!!!!!!! :P

১৪১| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: ঠেস দিলেন নাকি?

আপনার নাচের খবর কি?

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন: হা হা সেইম আই ওয়াজ থিংকিং আবাউট ইউ টু ......
:P

যদিও ঠেস মেসে আমার কিছুই যায় আসে না ...আমি যা করি নিজের ভালো লাগাকেই ভালোবেসে করি .....

আমার নাচ গান হাবি জাবি সব খবরই ভালো ভালো ভালো!!!!!!! :)

১৪২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

বিজন রয় বলেছেন: তা তো জানিই.... আপনি আপনার মতোই... শতমূলীয়!!

৩১ শে মে, ২০১৮ সকাল ৮:২৬

শায়মা বলেছেন: ঠিক ঠিক ঠিক বলেছো ভাইয়ামনি......

শত শত মূলের মাঝে কোনটা কখন খারাপ থাকে বুঝতেই পারিনা......

১৪৩| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: হাজার মাসের চেয়েও শ্রেয়তরো প্রতিদান
ললাটে জুটিতে পারে একরাতের বন্দেগীতে
শবে ক্বদর এমনই মহিমান্বিত একরাত।
আল্লাহতে যার পূর্ণ ঈমান
সেকি আর কোন বার
এতো বড় সুযোগ করিবে হাত ছাড়া?
সব পাপ হবে মাফ নেকীতে ভরে যাবে আমলনামা
ইবলিশ শয়তানে ছিড়বে মাথার চুল হয়ে দিশেহারা।
সেই রাত পেতে নাজাতের দশরাতে করতে হবে সাধনা
সারারাত জেগে জেগে স্রষ্টার সতুষ্টি কামনা
সবার ললাটে যেনো জুটে সেই মহিমান্বিত রাত
সেই প্রার্থনা করিতেছি স্রষ্টার দরবারে তুলিয়া দু’হাত।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: ভেরী ভেরী গুড ফর দ্যা আত্মপোলদ্ধি!!!!!!!! :)

সকল কাব্য রচনার জন্য এই রাতে খোদা্তায়ালার কাছে মাফ চেয়ে নাও!!!!!!!!!


নইলে ইবলিশ শয়তান একটাও চুল আস্ত রাখবে না। চামড়াও তুলে নিতে পারে! :(

১৪৪| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০

জোকস বলেছেন: দেখছনি কারবার! এতো এতো মন্তব্য আমার কম্পুতে লোড নেতেছে না।

০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: তোমার কম্পু কি ঠেলাগাড়ি নাকি!!!!!!!!!!!!!! B:-)

১৪৫| ০১ লা জুন, ২০১৮ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


নিজাম উদ্দিন মন্ডল কি পরিচিত ব্লগার?

০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:১০

শায়মা বলেছেন: কার?
ব্লগের নাকি আমার???

কার পরিচিতের কথা বলছো ভাইয়া?

১৪৬| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তোমাদের ফাইটপোস্ট এখনও স্বমহিমায় সগৌরবে চলছে! ভালো! খুব ভালো! চলুক। সামুর ইতিহাস একটু ওলটপালট হোক। :)

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৫

শায়মা বলেছেন: কি ওলট পালট হবে আর? সামু তো নিজেই উলট কম্বল হয়ে গেছে .....

১৪৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"চাঁদগাজীবলেছেন:নিজাম উদ্দিন মন্ডল কি পরিচিত ব্লগার?"


:(:(:(
এতদিন একসাথে থেকেও সবাই আমাকে পর করে দিলেন???:(
আম্মুুুুউউ? :((

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: মানে ভাইয়ার কমেন্ট দেখে মনে হচ্ছে ভাইয়া বিরক্ত হয়েছে শিরোনামে এই দুদিনের ছোড়াকে নিয়ে পোস্ট দেওয়া কেনো???

হু ইজ হি!!!

কোন দেশের হনু!!!!



হা হা হা হা

যাইহোক অধিকাংশ সময় ভাইয়ার মন্তব্যের ধরনে আসলেই সে কি বলতে চায় আমি বা আমরা বুঝতে পারিনা তাই এত ঝঞ্জাট....

দেখা যাক ভাইয়াকে প্রশ্ন করেছি, জানতে চেয়েছি দেখি ভাইয়া কি বলে :)

১৪৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীর সাথে আমি রাজনীতিতে টক্কর দিতে পারি হে! আমাদের বেশীরভাগ লেখকই তাকে না বুঝে জ্বীহুজুর, জ্বীহুজুর বলে!! আমি ঐ দলে নাই, তাই তার হিংসে!X(


ও দিদি?
তার গত পোস্টটা পড়েছো, এই বয়সেও সে যা খাটাশ?!:P

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৯

শায়মা বলেছেন: হা হা হা পড়েছি!!!!!!!!!!!!!! এবং সেটা পড়ে মুগ্ধ হয়েছি!!!!!!!!!!!!!!!


হা হা হা ভাইয়া শুধু ব্লগেই না নিজের জীবনেও বকা ঝকা খাচ্ছে! হা হা হা

তাতে অবশ্য ভাইয়ার কোনোই দুঃখ নেই ..... বরং মজাতেই আছে ......

এই কারনেই শেখার আছে অনেক কিছু এই জীবনেও না পাত্তা কাকে বলে .......

যত যাই বলো আমি ভাইয়ার থেকে শিখেছিও অনেক .......

রাজনীতি পোস্টগুলা অবশ্য পড়েও দেখিনা তবে ব্লগীও মেন্টালিটি বা ইমোশন না খাটিয়ে কেমনে পাবলিক প্লাটফর্মে দাপটে থাকা যায় তা শেখার জন্য চাঁদগাজী ভাইয়া পূজোনীও.....:)

১৪৯| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৩৫

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা থেকে মন্তব্য আর মন্তব্য থেকে কবিতা সব মনযোগ সহকারে কয়েকবার পাঠেও আমার ঘিলু ছাড়া মাথায় কিছু ডুকলো না। :)
কি করি ভেবে না পাই ভাত্রাকে খুব মিশিং করছি।
বুঝলাম না বিয়ে ঠিয়ে করতে গেছে কিনা ;)

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া .........


এই কবিতা কবিতা নহে ........

এর আগের পোস্টটা ছবি দিয়ে ভরা ছিলো বলে নিজামভাইয়া রিকুয়েস্ট করেছিলো একটা দু লাইনের পোস্ট দিতে।

তার পরিপ্রেক্ষিতে এই পোস্টের অবতারনা।

আর কি করি ভাইয়া খুব সিক ছিলো। তবে এখন ভালো আছে। রেস্টে আছে। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে আবার ফিরে আসবে ব্লগে!!!! :)

১৫০| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নতুন পোস্টে খাবারের ম্যাওপ্যাও ছবি দিয়ে ভরিয়ে রেখেছেন, তাই হারাধনের শরনাপন্ন হলুম!!:P


ঐ মেয়েটার ছবি কোন পোস্টে আছে?
লিংকটা পিলিজ...:(
ছবিটা দেখতে দারুন! মেয়েটা কে হে???B:-)

০২ রা জুন, ২০১৮ রাত ৮:১৫

শায়মা বলেছেন: দিয়েছি তো ঐখানে!!!!!!!

হা হা হা মেয়েটা কে বলা যাবে না !!!!!!!! সে আমার স্বপ্নকন্যা......... :P


http://www.somewhereinblog.net/blog/saimahq/30180062

এই নাও আবার দিলাম.....

১৫১| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক ঠিক!
এই ছবিটার কথাই বলেছি.. :)
আমার পরিচিত কেউ তোমার মত ছবি আঁকতে পারে না হে!
তুমি এক জীবন্ত কিংবদন্তী! ;)
যাও, তোমাকে আমি বড় আপা + গুরুদক্ষিণা মানলুম!!:(


বি. দ্রঃ তুমি কিন্তু আমার বয়সে বড়। যাদের আমার ভালোলাগে তাদের আমি তুই/তুমি/আপনি সবই বলি!
যদিও তোমার কাছ থেকে পারমিশানটা আগেই পেয়েছি!
তবুও আগ্রীম+বাঁকি ক্ষমা চেয়ে নিচ্ছি!!

বাইরে যাব। কথা হবে...;)

০২ রা জুন, ২০১৮ রাত ৮:৩৪

শায়মা বলেছেন: ওকে ওকে সবই বুঝিলাম......

তবে গুরুদক্ষিণা মানে বুঝো তো খোকা???

গুরুর চরণে নিবেদিত উপঢৌকন.......


তো তুমি কি গিফটো দিলা শুনি!!!!!!!!! B:-)

১৫২| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই।
আছে শুধু ভালোবাসা দিলাম তোমায় তাই...... .;)


গানাঃ
এ আমার গুরু দক্ষিণা,
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম... (গানটা কি ঠিক আছে??):(

০২ রা জুন, ২০১৮ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: হা হা হা হা হ্যাঁ ঠিক আছে মনে হয় !!!!!!!!!

:P

১৫৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সারাদিন বাইরে থেকে
মুখ হয়েছে কালো,
ব্লগে এসে তোমায় দেখে
লাগছে আমার ভালো!;)

ঠিক করেছি তোমাকে আর
মানবো নাকো গুরু!!:P
আবার আমি তোমার সাথে
করবো লড়াই শুরু!!X(


নতুন পোস্টে তোমার মুষ্ঠিবদ্ধ হাত আর শোলার ত্রিশুল :P দেখে আমার লড়াই করতে ইচ্ছে করছে।
তুমি হবে মা দুগ্গা, আর আমি হনু ওসুর!! তোমায় আমি বধ করবো!!X(
চলো শুরু করি?:D (লড়াই আগামি কাল হবে! সময়টা বলে দিও?)

০৩ রা জুন, ২০১৮ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: হা হা হা হা


বেশ বেশ বেশ
এইতো খোকা গুড
বেশ লিখেছো খাসা ছড়া
গুড হলো মোর ম্যুড!

হা হা শুনো বেবি। কাল সময় দিয়ে লাভ নেই। কাল থেকে আমি কয়েকদিনের অবসরে যাচ্ছি। এই অবসর সেই অবসর না রিতীমত ভয়ংকর অবসর। যদি ফিরে আসি লড়াই হবে।

অনেক অনেক ভালোবাসা...... অনেক ভালো থেকো......

১৫৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(
তাহলে ফাইট করবো কার সাথে?:(
কারো সাথে কথা না বললে আমার দম বন্ধ লাগে?
যাদের জন্য সামুতে আসলাম তারা না থাকলে আমার চলবে কীভাবে??:(

শিমুল নাই, হৃদি নাই, অর্পা নাই,
গেমু নাই, বিলি নাই,.... .. নাই
তুমিও ডুব মারবে???
আমিও কোন একদিন ফুড়ুৎ...:(


শেষ গানাঃ:(
যারে যাবি যদি যা,
পিঞ্জর খুলে দিয়ে ছি,
যা কিছু বলার ছিল বলে দিয়েছি!
যারে বাঁধন কেঁটে যা!:(
যারে হৃদয় ভেঙ্গে যা।:(

শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানি রে জানি বেশী ভালোবাসা ভালো নয়..:((নিজের মত করে লিখলাম)


তুমিও ভালো থেকো......
(আমার সত্যি খারাপ লাগছে, মাঝেমধ্যে তোমাকে কমেন্ট করবো)

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:১৮

শায়মা বলেছেন: আমি তো যেতে চাইনা......

সত্যি বলতে একেবারেই অনিচ্ছাকৃত যাওয়া এটা ......

সাথে ভয়েও মরে যাচ্ছি .........

তবে সময় হলেই ইনশাল্লাহ ফিরে আসবো....

ততদিন ছড়া লিখে হাত পাকাও

ডোন্ট ওরি ছড়া লেখা বড় এক সাধনা
চর্চার ব্যাঘাতিলে কবি হওয়া হবে না! :)

১৫৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে!! (তবে আমি কবি হতে চাই না)


দেখা হইবেক!
অনেক অনেক ভালোবাসা......
অনেক ভালো থেকো......(তোমার লেখা কপি করলুম):D

লগআউট করলাম!:(

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:২৮

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে বাই বাই !!!!!!!! :)

১৫৬| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শামা আপা?:)
তুমি কেমন আছো??

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৬

শায়মা বলেছেন: এখন ভালো আছি!!!!!!!!


বাপরে!!!!!!!!


ফিরতে পারলাম!!!!!!!!!!

ভেবেছিলাম আর ফেরা হবে না!!!!!!! :((

১৫৭| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৮

সনেট কবি বলেছেন: ক্লান্ত হয়ে বসে পড়েছি।

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: কেনো ভাইয়া!!!!!!!!!!


তুমি তো অক্লান্ত কবি!!!!! :)

১৫৮| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১১

কথার ফুলঝুরি! বলেছেন: প্রিয় নিজাম ভাই আর শায়মা আপু, ঈদ এর মধ্যে ফাইট টাইট নাই :P ফাইট কে ঈদ এর ছুটি দিয়ে দেন :P

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: দিয়েছি তো!!!!!!



এই পোস্ট ছুটি দিয়ে এরপরে আরেকটা পোস্ট দিলাম না???

তবুও ভাইয়া ফাইটেই আসে! :(

১৫৯| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২১

সনেট কবি বলেছেন: উপর থেকে নীচে নামতে নামতে ক্লান্ত হয়ে পড়েছি।

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া তাইলে এর পরের পোস্টটা পড়ো.....
For UUUUU :)

১৬০| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তোমাদের বিরহে আমার তো ব্লগেই আসা হয় না!:(
ব্লগে আসলে নিজেকে এতিম এতিম মনে হয়!:(

যাই হোক!
ব্লগে তোমায় পেয়েছি, অতএব আমি আবার হিরো;)
ঈদ উপলক্ষে লড়াই বন্ধ!
ততদিনে আমি একটু মোটাতাজা হই!:P
মুরগা ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক!"


পুনশ্চঃ ঈদের দাওয়াত আর সালামীর কথা মনে থাকে যেন:P

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: আমি বন্দী কারাগারে!!!!!!!! :(


এই ঈদ আর জীবনের সকল ঈদের সাথে এবারে পার্থক্য আছে।

ইফতার তো মাঝপথেই থেমে গেলো তারপর জানোই তো .......


ভাগ্যের জোরে ঈদের আগে ফিরতে পেরেছি তবে কিচেনে ঢোকা দূরের কথা একদম বেড রেস্ট!


কাজেই নো খানাপিনা এক্সপেরিমেন্ট দিস টাইম .......

বুয়াদের রান্না দিয়েই হবে ঈদ.....


তবুও দাওয়াৎ! :)

১৬১| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাবলাম, ঈদের দিন তোমাকে নিয়ে একটা বিরহের পোস্ট দিব?:P
খুশি হলুম যে সেটা আর দিতে হচ্ছে না :)

পোস্টের শিরোনাম হতোঃ
ব্লগ ছিলো, ব্লগার ছিলো, শুধু তুমি ছিলে না বলে....:P (দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...)

লেখোয়াড়ের ভাইয়ুর কাছ থেকে এই কয়েক লাইন কপিও করেছিলামঃ
মাল্টিপ্রতিভার অধিকারিনী, বাকপটু প্রিয়ভাষিনী, গীতগায়িকা, নৃত্যনাচিকা, পটঅঙ্কিতা, ছড়াকারিনী, আবৃত্তিপ্রবাহিনী, পাপেটারিনী, শিশুশিক্ষাদায়িনী, রন্ধন পটিয়সিনী সদা হাস্য-লাস্যমোহিনী শায়মা?????:P

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: হা হা হা হা


আমিও তো আমি ছিলাম নার দুঃখে মরেই যাচ্ছিলাম ভাইয়ু!!!!!!!


আর লেখোয়াড়ভাইয়া তো পাজির পাঝাড়া!!!!!!!!

কই যে লুকাই থাকে!!!!!!!!!!

১৬২| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪১

সৈয়দ তাজুল বলেছেন:

এমন কবিতা পড়িয়া সত্যি টাশকিত হইলাম!
ব্যাপক বিনোদনও কুড়াইয়া লইলাম!!

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!!!!


ঈদ মুবারাক!!!!!!

১৬৩| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেড রেস্ট??:(
দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হও!
তাও ভালো, ঈদে হাসপাতালে থাকতে হচ্ছে না!

ওকে! তুমি আরাম করো, আমি চুপচাপ বসে থেকে পাহারা দেই !! কেউ বিরক্ত করলে তার গর্দান যাবে!!X(

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: হ্যাঁ তা বটে।

বাসায় ফিরেছি।


কিন্তু শপিং এ যাওয়া হলো না.......

বিউটি পারলার যেতে পারলাম না......

নিউ নিউ আইটেম এক্সপেরিমেন্ট করা হলো না! :(

১৬৪| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৪

সৈয়দ তাজুল বলেছেন: আপনি অসুস্থ ছিলেন?


এখন কেমম অবস্থা?

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: এখন ভালো আছি ভাইয়া!!!! :)

১৬৫| ১৭ ই জুন, ২০১৮ রাত ৯:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একটা গানা শোনাই??

আমি একদিন তোমায় না দেখিলে,
তোমার সাথে লড়াই(খুনসুটি) না করিলে
পরান আমার রয়না পরানে....:P


কার বদ দোয়ায় আমি আজ শয্যাশায়ী ??X(

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:২৬

শায়মা বলেছেন: তোমার আবার কি হলো!!!!!!

জ্বর নাকি সেমাই খেয়ে ..... :P


আমি তো মহানন্দে আছি।

যদিও বিশাল বিশাল ঘুমের ওষুধ দিয়ে ডক্টর আমাকে ঘুম পাড়িয়ে রাখার ব্যাবস্থা করেছে।

১৬৬| ১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সান্ত্বনা দেবার পরিবর্তে তুমি মরিচ গুঁড়া দিচ্ছো??X(

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: তুমিও ঘুমায় পড়ো। ঘুমের পরে দুস্ক ভুলিয়া যাইবেক! :)


অব্যর্থ তরিকা.....

১৬৭| ১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সান্ত্বনা দেবার পরিবর্তে তুমি মরিচ গুঁড়া দিচ্ছো??X(
ফুটবল খেলতে গিয়ে পা মচকে গিয়েছে!!:(


বিশ্বকাপে তোমার পছন্দের দল কোনটি?
পুনশ্চঃ ঈদের সময় ব্লগটা ঝিম ধরে থাকে!
এর ওষুধ কি??


ঠিকঠাক প্রতিউত্তর করবে!
এখন লগআউট করে খেলা দেখবো.....
বাই
বাই;)

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: মরিচের গুড়ায় আমি জীবনেও হাত দেই না কাজেই ইহা ভুল ধারনা!

ফুটবল খেলতে গিয়ে মচকা পা!

এমন কত নাচতে গিয়ে মচকালো!!!! ফুহ!!!!!!!!!

ব্রাজিল..... :)

ঈদের সময় ব্লগে ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করতে হবে। :) ( হানিফ সংকেত তুই ওরফে নিজামুদ্দীন :) )



১৬৮| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তোমার ব্রাজুকারা ড্র করেছে;)
আমার তরফ থেকে মিষ্টি খাও:P

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ! মিষ্টিগুলান বড়ই মজাদার! :) :) :)

১৬৯| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শামা আপা?
তোমার প্রতিভাতে ঘাটতি পড়লো নাকি?
ঈদের পর তো রোস্টও খাওয়ালে না, আর পোস্টও দিচ্ছো না! আমি বলি কি, তুমি মহাকাব্য লেখা শুরু করো!!:P


আচ্ছা?
পদ্য, ছড়া আর কবিতার মধ্যে পার্থক্য কি??

১৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪২

শায়মা বলেছেন: মহাকাব্য লিখছি তো... তবে কবে শেষ হবে জানিনা...

পদ্য, ছড়া আর কবিতার মধ্যে পার্থক্য কি??
কোনটি ছড়া, কোনটি কবিতা আর কোনটি পদ্য এবং এ বিষয়ে ন্যূনতম পার্থক্য গত বৈশিষ্ট্য জানা না থাকলে বিপদ। তবে অধিকাংশ সময়ই আমরা তা না জেনেই লিখতে শুরু করি। তাইরের সাথে নাইরে দিয়ে বা যাইরের সাথে পাইরে দিয়ে। যাইহোক
আসলে ছড়া, পদ্য বা কবিতার কোন স্পষ্ট সংজ্ঞা নেই কিন্তু আমাদের পূর্বসূরিগণ নিজস্ব দৃষ্টিকোণ থেকে কবিতার যে সব সংজ্ঞা বা বৈশিষ্ট্য বলে গেছেন তাঁদের দীর্ঘ দিনের সাহিত্য সাধনার আলোকে আমরা সেগুলো স্মরণ করতে পারি .....

যাইহোক কবিতার মত ছড়ারও সুনির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। তবে ছন্দ আর অন্তমিলের প্রতি যত্নশীল হয়ে হালকা চালে সহজ শব্দের সম্ময় সাধন করে বিষয়কে প্রকাশ করবার জন্যে যে পদ বা পদসমষ্টির সৃষ্টি করা হয় তাকে ছড়া বলে। (ছড়াকার আবদুল হাসিব)
ছড়ায় যে বিষয়গুলো লক্ষণীয়:
মিলনান্তিক ছন্দোবদ্ধ ভাবের প্রকাশ।
এতে হালকা বা চটুল চাল থাকবে।
চারপাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংঘটিত অসংগতিগুলোর ব্যঙ্গ বিদ্রুপ কৌতুক বা কটাক্ষের মাধ্যমে উদ্ভট বা নাটকীয় উপস্থাপিত হবে।
ছড়ার বিষয় হতে পারে ব্যক্তিক বা সামাজিক বা বৃহত্তর পরিপ্রেক্ষিত নিয়ে।
ক্ষোভ, কষ্ট বা অন্য কোন তীব্র অনুভূতির আভাস থাকবে।
স্বরবৃত্ত ছন্দকে বলা হয়ে থাকে ছড়ার ছন্দ।

আর কবিতা:

রবীন্দ্রনাথের মতে- রূপের মধ্যে অরূপের সন্ধানই কবিতা।

জীবনানন্দ দাশের মতে- উপমাই কবিতা।

মালার্মে বলেছেন- শব্দই কবিতা।

কোলরিজের মতে- শ্রেষ্ঠ শব্দের শ্রেষ্ঠ বিন্যাস।

দান্তের মতে- সুরে বসানো কথাই হলো কবিতা।

ম্যাকলিশ বলেছেন- কবিতা কিছু বোঝায় না; কবিতা হয়ে ওঠে।

রবার্ট ফ্রস্টের মতে- সেটুকুই বিশুদ্ধ কবিতা, যার অনুবাদ সম্ভব নয়।

কবি শঙ্খ ঘোষের মতে- ছন্দে সমর্পিত শব্দেরই নাম কবিতা।

সৈয়দ শামসুল হকের মতে– কবিতা হচ্ছে সর্বোত্তম ভাবের সর্বোত্তম শব্দের সর্বোত্তম প্রকাশ।

হুমায়ুন আজাদের মতে- পুরোপুরি বুঝে উঠবো না, বুকে ওষ্ঠে হৃৎপিণ্ডে রক্তে মেধায় সম্পূর্ণ পাবো না; যা আমি অনুপস্থিত হয়ে যাওয়ার পরও রহস্য রয়ে যাবে রক্তের কাছে, তার নাম কবিতা।
বলা যায় কবিতা হচ্ছে শিল্পোপলব্ধির মাধ্যমে উপলব্ধ এমন এক শব্দশিল্প যা ভাব আচ্ছন্ন শব্দসমষ্টি।



[প্রয়োজনীয় শব্দের পর শব্দ সাজিয়ে যে অপরূপ শব্দচিত্র বা দৃশ্য আঁকা হয় তার মধ্যে অরূপের সন্ধান অর্থাৎ অন্তর্গত অনুভূতির রসে ভিন্ন কোন অর্থের আবহ তৈরি করাকে কবিতা বলা যায়। কিন্তু আমাদের অর্থময় চেনা জগতের বাস্তব শব্দ দিয়ে তো আসলে অবাস্তব কিছু নয় বরং আমাদের চেনা দৃশ্য বা বাস্তব আদলই তৈরি করা যায়। তাই এ বাস্তবতাকে তীর্যকভাবে দেখার প্রয়োজনেই চলে এলো প্রতীক উপমা রূপক ইত্যাদির আলংকারিক ব্যবহারের মাধ্যমে চিত্রকল্প সৃষ্টির এক শিল্পীত প্রবণতা। যথাযোগ্য শ্রেষ্ঠ শব্দগুলোকে শ্রেষ্ঠ বিন্যাসের মাধ্যমে যে অপরূপ শব্দশরীরী চিত্রটা তৈরি হয়ে যায় তাও যখন প্রকাশের বর্ণনাময় আতিশয্যে রহস্যবিহীন, নিরাভরণ ও দৃশ্যমান হয়ে ওঠে তখন রূপকল্পের দ্যোতনাময় মায়াবী চাদরে জড়িয়ে তাকে করে তোলা হয় চেনা অচেনার মিশেলে গড়া আধা-বাস্তব আধা-কল্পনার এক স্পন্দনশীল মূর্তি। এটাই কবিতা। আক্ষরিক ব্যাখ্যাযোগ্যতার গভীরে ক্রিয়াশীল অন্য এক উপলব্ধির অর্থময় অনুভব। পাঠকমনের সৃজনশীল কল্পনাও এখানে ক্রিয়াশীল হবার বিষয়নিষ্ঠ সুযোগ পেয়ে যায়। সে রচনা তখন আর স্রষ্টা বা কবির একার থাকে না, পাঠকের স্বতস্ফূর্ত অন্তর্ভূক্তি একে নিয়ে যায় রসঘন এক ব্যাখ্যাহীন পরিতৃপ্তির অন্তর্গত জগতে। এবং তখনই একটি সার্থক কবিতা প্রকৃতই কবিতা হয়ে ওঠে। ] - রণদীপম বসু’র একটি প্রবন্ধ থেকে আংশিক নেয়া।


পদ্য:

সহজ ভাবে বললে যা কবিতা নয় তাই পদ্য। পদ্যে ছন্দমিলের বিষয়টি প্রবল ভাবে অনুসরণীয়। ভাবের সহজ প্রকাশ থাকে পদ্যে। এক্ষেত্রে বিমূর্ত কিংবা রূপকের আশ্রয় পদ্যে অবলম্বন করা হয় না। যা বলতে চাইছি তা সহজেই পাঠকের পাঠ ভাবনার সাথে মিলে যাবে এবং পাঠক মানসে ভিন্ন অর্থদ্যোতনা তৈরি করবে না অর্থাৎ লেখকের বর্ণিত ব্যাখ্যাই একমাত্র আক্ষরিক ব্যাখা হবে।


উফফ আমারও বিশদ পড়ালেখা হলো....

১৭০| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এতক্ষণ আমিও নেটে এসব নিয়ে পড়লুম!

তোমার মন্তব্য পড়ে বাঁকিটা বলছি!:)

১৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: আরও পড়ো.......

পড়ে পড়ে কি শিখলে জানাও ....

১৭১| ১৮ ই জুন, ২০১৮ রাত ৯:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়তে পড়তে আমি শ্যাষ!!:(

অমিত্রাক্ষর, অক্ষরবৃত্ত আর মুক্তছন্দ বা গদ্যছন্দ কি একই? নাকি আলাদা? :(

১৮ ই জুন, ২০১৮ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: উফফ আবার জ্বালালো!!!


দাঁড়াও বলি ----

ছন্দে ছন্দে দুলি আনন্দে :) :) :)

১৭২| ১৮ ই জুন, ২০১৮ রাত ৯:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এবার হিরোর থিসিস পেপার দ্যাখো......;)


পদ্য, ছড়া, কবিতায়, পার্থক্য যেখানে…
ছড়া মানুষের মুখে মুখে উচ্চারিত ঝংকারময় পদ্য। এটি সাধারণতঃ স্বরবৃত্ত ছন্দে রচিত। আর কবিতা সাধারণত মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দেই রচিত হয়।

বিস্তারিতঃ
ছড়া,
ছন্দ মেনে লিখতে হবে। অন্ত্যমিল থাকা বাঞ্চনীয় এবং সহজ শব্দের সমন্বয় সাধন। ছড়া লিখতে গেলে পদেপদে মিল থাকাটা বেশ জরুরী। সাধারণত ছড়া হাস্য রসাত্মক/শিক্ষামূলক/ব্যঙ্গার্থক হয় এবং ছড়া মূলত লেখা হয় শিশুদের জন্য। উদাহরণঃ
‘সফদার ডাক্তার
মাথা ভরা টাক তার
খিদে পেলে পানি খায় চিবিয়ে।
চেয়ারেতে রাত দিন
বসে গুনে দুই তিন
পড়ে বই আলোটারে নিভিয়ে।’(হোসনে আরা বেগম)

পদ্য ও কবিতা,
সাহিত্যকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। গদ্য, পদ্যও নাটক। পদ্যের মধ্যেই পড়ে ছড়া এবং কবিতা। তবুও আলোচনার স্বার্থে পদ্য, কবিতা এবং ছড়াকে আলাদা করে দেখানো। পদ্যের নির্দিষ্ট সংজ্ঞা পাওয়া যায়নি। তবে বলা যায়, ‘পদ্য হল কতগুলো লাইন যাদের দৈর্ঘের চেয়ে প্রস্থ কম হয় যা পদ্য আমাদের মনের ভাবকে দুর্বোধ্য না করে প্রকাশ করার একটি পদ্ধতি।’পদ্যে ছন্দের মিল এবং লেখকের ভাবের সহজ প্রকাশ থাকাটাই জরুরী।

কবিতায় প্রতিটি শব্দ ব্যাপক এবং গভীর অর্থে ব্যবহৃত হয় (অর্থাৎ একই কবিতায়, একই শব্দের অর্থ ভিন্ন ভিন্ন অর্থ আসতে পারে, ভিন্ন ভিন্ন ভাবের সৃষ্টি করতে পারে।) কিন্তু পদ্যের ভাষা অতি সহজ, সরল এবং বোধগম্য। পদ্যে লেখকের আক্ষরিক ভাষা এবং মূল বক্তব্য একই হবে। উদাহরণঃ
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি
দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি।’(আমাদের ছোট নদী/রবীন্দ্রনাথ ঠাকুর)

অপরদিকে কবিতার উদাহরণঃ
‘মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার।
নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে।
বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে
তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার।’(অস্ত্র সমর্পন/হেলাল হাফিজ)

উপরের লাইনগুলো দিয়ে আক্ষরিক অর্থে কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রূপক অর্থে কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বর্ণনা করে গেছেন ‘ভালোবাসা’ শব্দটি দিয়েই। বুদ্ধদেব বসু বলেছেন, ‘কবিতা সম্বন্ধে ‘বোঝা’ কথাটাই অপ্রাসঙ্গিক। কবিতা আমরা বুঝি না, কবিতা আমরা অনুভব করি। কবিতা আমাদের ‘বোঝায়’ না; স্পর্শ করে, স্থাপন করে একটা সংযোগ। ভালো কবিতার প্রধান লক্ষণই এই যে তা ‘বোঝা’ যাবে না, ‘বোঝানো’ যাবে না।’
তথ্যসূত্রঃ Click This Link


তাই তো বলি, কবিতা আমি কেন বুঝি না??X(

১৮ ই জুন, ২০১৮ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: ওহ সব কিছুর পরে সাত কান্ড রামায়ন পড়ে তুই বলতে চাস যাহা পড়ে কিছুই বুঝা যায় না তাহাই কবিতা, পদ্য,খদ্য, অখাদ্য এইসব!!!!!! X((

১৭৩| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শামা আপা?
ব্লগে আছো??


গান শুনো:
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষণ রও না সময়
একটু পরে যাও

জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি অনেক কাঁদা




বর্ষার গান নিয়ে আগামীকাল একটা পোস্ট দিতে চাচ্ছি! এ নিয়ে তোমার লেখার লিংকু দাও!:P

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: আমার বর্ষার কিছু প্রিয় গানা....

হায় বরষা এমন ফাগুন কেড়ে নিও না , আমার প্রিয়ার চোখে জল এনোনা...

এমনই বরষা ছিলো সেদিন, শিয়রে প্রদীপ ছিলো মলিন, তব হাতে ছিলো অলস বীণ, মনে কি পড়ে প্রিয়...

এমন দিনে তারে বলা যায়... এমন ঘন ঘোর বরিষায়


১৭৪| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

কালোপরী বলেছেন: কি চমৎকার কথার গাঁথুনি, আহা কত কিছুই না মিস করে ফেলেছি

ভালোবাসা আপুনি

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: এখন তো তোমাকে আর দেখাই যায় না !!!!

অনেক অনেক মিস করি আপুনি!!!

১৭৫| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা নিয়ে বিশদ আলোচনা। ফাইট তো খুঁজে পাচ্ছি না । এমন ফাইট চলুক বছরের পর বছর । সমস্যা নেই।

কবিতা সংজ্ঞা : কবিতা হলো কবিতা ।


তুমি শব্দটি সবচেয়ে বড়ো কবিতা। আর আমি শব্দটি হলো কবি । ব্যাস। :)

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: ভালো সংজ্ঞা! :)

১৭৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শামা আপা?
তুমি কই.....

আচ্ছা?
তুমি গানের লিংকু দিয়েছ কেন?
পোস্টের লিংকু দাও!!!!:)

২২ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৭

শায়মা বলেছেন: পোস্ট আছে নাকি!

এমন পোস্ট তো আমি দেই নাই মনে হয় !

১৭৭| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হক ভাইয়ু:P তোমার নতুন পোস্ট কই??


তোমার সাথে আমার,
মানে তোমার নিঝুম আপুর:P একটা লড়াই হবে!
কবে?
কখন?
কোন সময়ে?

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

শায়মা বলেছেন: নিঝুম আপু আবার কে রে!!!!!


আমার নতুন পোস্ট হাফ ডান!!!!!

কবে ফুল ডান হবে জানিনা....

:( :( :(

১৭৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

মিস ইউ আপুনি!!


#:-S

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!

আমি খুবই ঝামেলায় ছিলাম!!! :(

১৭৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

বুঝেছি #:-S

নিজের যত্ন নিও!!!
:(

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:২২

শায়মা বলেছেন: নিচ্ছি তবুও ঝামেলা ছাড়ছিলো না!

তবে এই পৃথিবীর কোনো ঝামেলাই কি আর আমার সাথে পারবে!!! B-)

১৮০| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপু, এখন কেমন আছ?

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

শায়মা বলেছেন: এখন তো ১০০% ঠিকঠাক আবার!!!! :)

বললাম না এই পৃথিবীর কোনো ঝামেলাই কি আর আমার সাথে পারবে ???? :P

১৮১| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে.....:(
শামা আপা, তুমি কই?
আমাকে বাঁচাও! মডুরা আমাকে গৃহবন্দী করে রেখেছে।


আমাকে চিনতে না পারলে তোমার মাথায় বাড়ি দিমু..X(
হায়! হায়!
তুমি তো অসুস্থ। .....:(

লগআউট....

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: কি করছিলে???

গৃহবন্দীর কারণ কি???

১৮২| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জয় বাংলা


কুঁড়েকে বাঁশডলা দিতে গিয়ে ঐ কান্ডটা ঘটেছে।:(

তবে বাদ দাও ওসব কথা!
আমার সেফ হবার দরকার নাই;) সেফ হলেই লেখালেখির ঝামেলা। আমরা দ্বারা ওসব হবে না। তার চাইতে আমি তোমাদের সাথে আড্ডা দেব। আপুদের জ্বালাবো।।

আস দেখি লড়াই হোক, তুমি কেমন টাইপ করতে পার...

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: এইসব বাঁশ ডলা মলার সময় নাই আমার। আমার সময় বড়ই মূল্যবান। :)

এই ব্লগে অনেক দেখেছি..... দেখতে দেখতে বুড়ি হয়ে গেছি .....

এখন তোমরা বাবুরা বাঁশ, লাঠি নিয়ে মারামারি করো ....

একদিন নিজেদের কান্ড দেখে নিজেরাই হাসবে বা লজ্জা পাবে বেবিরা.... :P

১৮৩| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার জন্মদিন আগষ্টের কত তারিখ?
এবার কয় হালি মোমবাতি লাগবে?:P
আমাকে বলে রেখ, সাহস হলে তোমাদের বারিধারায় যেতেও পারি...:)

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: তুমি আমাকে বুড়ি হবার কথা মনে করাই দাও কেনো!!!!!!!!!!!!!!!!!! :((

হালিতে কি আর হবে!!!!! :((

ডজন ডজন লাগবে...... না না ডজনেও হবেনা কুঁড়ি কুঁড়ি তিন কুঁড়ি লাগবে!!!!!!!!!!! :(

১৮৪| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে ভাই!
তুমি তো ছিলে না তখন। কুঁড়ে একটা মেয়েকে নিয়ে গালাগালি করছিল। আমি কি ওকে জামাই আদর করবো??X(

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

শায়মা বলেছেন: তো গালাগালি আদর করতে গিয়ে কি বাঁদরামী করেছিলে যে নিজেই আটকে ফাটকে গেলে!!!!!!!! #:-S

১৮৫| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমাদের
স্পোর্টস ৭১,
স্বপ্নের ফেরিওয়ালা
ওরা কি আমার চাইতে বেশী ভদ্র?X(

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: সেই তো !!!!!!

তোমার আগে তো তাদেরকেই ফাটকে দেবার কথা বা উচিৎ ছিলো!!!!!!!


তারা কি নিশ্চিন্তে আছেন??? মানে গাঁয়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন!!!!!! আর বিনা দোষে তুমিই কারাগারে!!!!!!! :((

১৮৬| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তুমি জানো না, আমি ব্লগের সব আপুদের ভালোবাসি।
তাদের কেউ কিছু বললে আমার মেজাজ খারাপ হয়ে যায়! সেদিন ওকে সামনে পেলে ওর নাক ফাটাতাম।।

যাই হোক, টপিক চেন্জ....
টপিক এবং সময় বলো?
কয় মিনিট??

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

শায়মা বলেছেন: নো টপিক এন্ড নো সময়!!!!!!

আমি এখন রেডি হয়ে বাইরে যাই।

গুলশান ১ মার্কেট.....

আমার নিউ প্যালেসের কিচেন সাজাতে শপিং এ যাই........


বাই বাই ........ :)

১৮৭| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চলো, দুজনে মিলে স্বর্ণ চোরকে পাকড়াও করি!:P
(আর চাকরি করার দরকার নাই!)

আমি পালালুম...

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

শায়মা বলেছেন: স্বর্ণচোর আবার কে??

১৮৮| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধূর!
সারাদিন মেকাপ নিয়ে পড়ে থাকলে হবে?X(
প্রথম পেজে গিয়ে খবর পড়, যাও..X(

পুনশ্চঃ
একদল হারামি বাংলাদেশ ব্যাঙ্কের ভল্ট(ভল্ট চিনো?) থেকে সোনা/স্বর্ণ চুরি করেছে!!X(

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

শায়মা বলেছেন: ওহ বাংলাদেশ ব্যাংকের চোর!!!!
তারা তো সদা সর্বদা চুরি করে .... |-)

১৮৯| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তোমাদের হিরো এখন মুক্ত!!;)

@চাঁদগাজী,("এবার, আবারও বলছি, থিতু হোন, কিছু নিয়ে ব্লগিং করেন"।)
...চাঁদগাজী ভাইকে আমি সহ্য করতে পারি না।
এ ব্যাপারে তুমি কিছু পরামর্শ দাও.....
পিলিজ।


পুনশ্চঃ
আমার সেফ হবার কথা গোপন থাকবে। ওকে???

লগআউট.....

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:০২

শায়মা বলেছেন: কেমনে গোপন থাকবে? উটপাখির মত??? :P

১৯০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :P:P
তুমি তো ভারি খাটাশ!!!!
হিরো কে এই ভাবে অপমান করলে???:(


পুনশ্চঃ
উটপাখির মাংস নাকি খুব টেস্টি....:D

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

শায়মা বলেছেন: উটপাখি ও উটপাখি
উটের মত কাজ করলে
উপায় কি বলো হায় ???? :)

১৯১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার সাথে রামায়ণ নিয়ে একদিন ফাইট হবে!!!



আমার বড় আপাও তোমার মত, পিচ্চিদের/ বাচ্চাদের পড়ায়!;)
আচ্ছা, তুমিতো অসুস্থ! তোমার কি এখন স্কুলে যেতে হয়??

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

শায়মা বলেছেন: আমি এত অসুস্থ্য না যে ইততুল দাবো না!!!!!!


তাছাড়া বহু বছরের অভ্যাস!!!!!!



ঘুমের মাঝেও স্কুল চলে যাই !!!!! :)

১৯২| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকে তোমাদের হাসান কালবৈশাখী কে একটু গ্যাপে নিয়েছিলাম। আমি তো অবাক, "সে শুধু শুধু হম্বিতম্বি করে!!!"
সংবিধানের দুটো অনুচ্ছেদ বলতেই চুপসে গেল। :D


আচ্ছা, সংবিধান কি তোমার পড়া আছে???

আমি কি আর মন্তব্য করবো???

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: কোথায় মন্তব্য করবে?? আমার পোস্টে নাকি তার পোস্টে বুঝিলাম না ভাইয়ু!!!!!

১৯৩| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: X(X(
আন্ডা বাচ্চাদের পড়াতে পড়াতে তোমাদের বুদ্ধিও ওদের মত হয়ে গিয়েছে!!!X(


একজনকে দিব বলে ছড়া লিখেছিলুম, তুমিই এটা পড়ঃ[sb
গাজী গাজী করো কেন??
সে আস্ত এক পাজী!X(
ভালো চাইলে তাকে তোমরা
হতে বলো হাজী..:P
(চাঁদগাজীর আসল নাম চাঁদগাজী নয়.):D



একজন আমাকে বলেছে, "চুন খেয়ে গাল পুড়েছে এখন দই দেখলেও ভয় লাগে":D, তাই এই ছড়াঃ
কোথায় পেলে চুন গো প্রিয়!
কোথায় পেলে দই??
সবাই মিলে তাড়িয়ে দিলে
যাব আমি কই??:(

জানলে না তো কেন আমি
লাগি সবার পিছু!
ভেতরে অনেক কথা আছে
ব্যাপার আছে কিছু!!:P

ব্লগে মোর বন্ধু ছিল
ছিল কত ভাই,
রাগ করে সব চলে গেল
এখন কেউ আর নাই।:(

সবাই মিলে তোমরা আবার
করবে আমায় পর?
তুমিও কি বলবে শেষে
দুরে গিয়ে মর??:(




লগআউট....X(

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: তুমি দেখছি রিয়েল ছড়াকার হয়ে উঠছো!!!!!! :)

১৯৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

আমি হনু আলাদিন।
জ্বালামু সবাইকে রাত দিন!
কিন্তু আমার জ্বীনটা বাহির হয় না ক্যান??:(
আমার জাদুর গালিচা আবার কোথায় ম্যান??:P



পুনশ্চঃ
তোমাদের মডুরা বিদ্রোহ শুরু করেছে। যাও সহমত জানিয়ে আসো......

২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬

শায়মা বলেছেন: হা হা আমাদেরকেই তারা সহমত জানিয়েছে। :)


আমি কেনো তাদেরকে সহমত জানাতে যাবো!!!!!! B:-)

১৯৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৮

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর :) :) অনেক ভালো লাগলো।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:১০

শায়মা বলেছেন: হা হা এটা তো অং বং চাঁপাবাজী পোস্ট ! :P

১৯৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু! আপু!
তোমার কী খবর??:)


তোমার "রক্তকরবি ও মিথিলা নামের একটি মেয়ে .... " গল্পটা পড়লাম। দারুন গল্প।

"ঠাট্টা করার খুব বাজে একটা অভ্যাস আছে তোমার।"
লাইনটা পড়ে তো খারাপ লাগছে।:( জয়ের মত আমারও ঠাট্টা করাটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। এখন কী করি, বলতো??

(এখনি যেমন বলতামঃ ওই গল্পের নাইকা মিথির সাথে আমার বিয়ে দিয়ে দাও!!):(

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: হা হা আমার খবর ভালো। :)

আমি এখনও গল্প লিখি তবে পরিচিত নিকে গল্প লিখতে আর ভাল্লাগে না। তাই নতুন নতুন নিক বানিয়ে ফেলি! :)



উফ তুমি এত বিয়ে পাগলা কেনো বলোতো!!!!!!!!!!

১৯৭| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি কিছু করি নি!!!:( ওটা আমার একটা মুদ্রা দোষ! :(
(ছোট থেকেই বড় আপুরা(কাজিন) আমাকে বিয়ে করবে বলে জ্বালিয়ে মেরেছে। প্রথমে রাগ করতাম, পরে বড় হয়ে ওদেরকে বিয়ে করতে চাইতাম। নে এবার তোরা ঠ্যালা সামলা? X( এদিকে ওদের সবার বিয়ে হয়ে গেল। মাঝখান থেকে বদ অভ্যেসটা আমার রয়ে গেল। আমি কি করবো? আপুদের দেখলেই জ্বালাতে ইচ্ছে করে, বিয়ে করতে ইচ্ছে করে। সম্রাট ভাইকেও এসব জানিয়েছিলাম।
আমার জন্য তোমরা একটু ছাড় দাও না। পিলিজ.....)

আচ্ছা?
এই মাসে তুমি কোন পোস্ট দিলে না কেন??
পারলে দু-এক দিনের মধ্যেই দাও তো ..:)

প্রশ্নঃ
হিন্দুদের সবচেয়ে বড় দেবতার নাম কী??
শিব, বিষ্ণু, রাম, কৃষ্ণ এরা কে??


আজকে তোমায় আর কমেন্ট করছি না। আমাকে শেয়াল বলা? তোমাকে আরেকদিন মজা দেখাব...;)

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৭

শায়মা বলেছেন: হা হা হা শেয়াল কোথায় বলেছি!!!!!! :P

আমি পোস্ট দিতে চাচ্ছি কিন্তু সময় হচ্ছে না কিছুতেই। :(

যাইহোক ওয়াফেল বানিয়েছি!!!!! :) সেই নিয়েই আমি আজ মুগ্ধ!!!!!!

১৯৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শায়মা আপা, সামুর মডুরা কি ঘাস খায়??

প্রথম পেজের সব পোস্ট আন্দোলন নিয়ে। এত পোস্টের দরকার আছে???X(

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: আছে।

১৯৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ও হ্যাঁ! তুমি এই নিকটাই অপেন করে রাখো।
অসপরা :P. নিকে কমেন্ট করতে ভালো লাগে না। এদিকে আমার ল্যাপটপটা নষ্ট, পোস্টও দিতে পারছি না!!:(


পড়োঃ
সিংহ রাশি(২৩ জুলাই – ২৩ আগস্ট):

এই রাশির নারীর মাঝে সিংহের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।:P তারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন সাধারণত। তাকে না ঘাঁটানোই ভালো। নাখোশ হয়ে গেলে উপহার এবং মিষ্টি মিষ্টি কথা দিয়ে তাকে ঠাণ্ডা করে নিতে হবে আগে।;)

তারা যেমন বুদ্ধিমতী হয়ে থাকেন, তেমনি শক্তিশালী চরিত্র এবং সৃজনশীলতা দেখা যায় তাদের মাঝে। প্রেমের ক্ষেত্রে এই রাশির নারী কোনও রকমের ছাড় দিতে রাজী হন না। তাকে খুশি করতে পারলে আপনার সম্পর্ক হয়ে উঠতে পারে প্রেমের গল্পের মতই রোমান্টিক এবং একই সাথে ড্রামাটিক। সঙ্গীর জীবনে তিনি হয়ে থাকতে চান সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং একই সাথে সঙ্গীকে তার প্রাপ্য গুরুত্ব দিতেও তিনি পিছপা হন না।

(সার্টিফিকেট অনুসারে আমিও কিন্তু সিংহ রাশি...:P)

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৫

শায়মা বলেছেন: হা হা :P

২০০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু! আপু!

এটা ২০০তম কমেন্ট, মানে ডাবল সেঞ্চুরি। এবার আমাকে খাওয়াও.....;)


১. ব্লগে কি প্রেম করা যাবে? আমার তো কয়েকজনকে পছন্দ হয়ে গিয়েছে....:P
২. আমি ঠিক করেছি, বিয়ের পর মিসেস কে নিয়ে ব্লগিং করবো(তোমাদের দেখিয়ে দেখিয়ে..:P)

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

শায়মা বলেছেন: কি খাওয়াবো??

মার খাবে বাবু??? :D


১। যাবে। অনেকেই করে তবে ছ্যাকাও খেতে পারো তখন আবার পাগলামী শুরু করো না .... :)
২। হ্যাঁ বিয়ের পর মিসেস নিয়ে ব্লগিং করো..... আমরা দেখতেও যাবো না..... আমাদের কি খেয়ে দুইটা কাজ বেশি পড়েছে???

২০১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকে আব্বা এসেছিল। আম্মুর জন্য শাড়ি, আব্বুর জন্য পাঞ্জাবী কিনলাম। আমিও কিনলুম। টাকাটা বড় আপা দিয়েছে...:D


মার দিবে! দাও.... কতদিন মার খাই না...... :)

১. থাক বাবা। ছোটদের সাথে প্রেম করার দরকার নাই। ছ্যাঁকা খেয়ে আমি ব্যাঁকা হতে পারবো না।:P (আমি বড় আপুদের সাথেই প্রেম করবো!;))

২. আমার বিয়ের তো আরো অনেক দেরী। ততদিনে যদি পটল ক্ষেতের বাসীন্দা হয়ে যাই!!!!! :(

আমার বন্ধুদের ব্লগে আসতে বলি???
তবে দুটি সমস্যা হবে...
১. ব্লগটা প্রেমতলী হয়ে যাবে... :P
2. আমার গোমর ফাঁস হয়ে যাবে/হিরোগিরি শ্যাষ হয়ে যাবে...:(

পুনশ্চঃ আমাদের তো গরু কেনা শেষ। তোমাদের কী অবস্থা??

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: আমরা গাধা কিনবো ভাবছি !!!!! :P

২০২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার প্রতিউত্তরের ছিরি এমন কেন??X( (ঠিকমত জবাব না দিলে আমি মন্তব্য করি না...:()

পুনশ্চঃ
তুমি নিজে থাকতে গাধা কেনার দরকার কী??:P

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০০

শায়মা বলেছেন: এই রে গাধাটাকে এবারেই পেয়ে গেলাম!!!


যে গাধা জানে না কোনটা গাধা আর কোনটা সিংহ!!!!!!! :P

২০৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
ব্লগ লিখেছি:৮ বছর ৫ মাস
অনুসরণ করছি:০ জন
অনুসরণ করছে:১৪৮৯ জন


৮ বছরে অনুসরণ করার মত একজনকেও খুঁজে পেলে না???:(

পুনশ্চঃ
এত ভাব ক্যান তোমাদের?
তোমার দেখাদেখি ব্লগের গিনিপিগরাও একই কাজ করছে। কাউকে পরমাণু সরণ করলে কি জাত যাবে, না স্ট্যাটাস কমে যাবে???X(
তুমি জানো আমি কে?? কোথায় পড়াশোনা করেছি???X(
(আমি ঝগড়াতেও হিরো হব..:P)



অনুসরণ করা হইল.......

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

শায়মা বলেছেন: ওহ সবাই আমার অনুসরন যোগ্য। কোনো ভেদাভেদ নাহি!!!!!!!!!!!! :) :) :)

একে ওকে বেছে বেছে পড়িনা বুঝছিস!!!!!!


কোথায় আর পড়বে ! পড়ো কোনো স্কুল ইস্কুলে!!!!!!!! পিচ্চি পাচ্চা কথায় কাচ্চা, আবার আমাকে আপু না বলে নাম ধরে বলে!!!!!!!!


বুঝি বুঝি পুচকাদের বড় হবার সাধ মনে!!!!!!!!!

২০৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হায় হায়!
আমি যে তোমাকে ভালবাসি... :(

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

শায়মা বলেছেন: তো কি হইসে???

অনেকেই বাসে তো!!!

ইউ আর অলসো ওয়ান অব দেম বাবু! :)

নো প্রবলেমো!!!!!!!!!

আই লাভ ইউ টু!!!!!!!! :)


বাট কি করি ভাইয়ার ছড়িতাটা মনে পড়ে হাসি পাচ্ছে!!!!!

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫ ১

লেখক বলেছেন: মর জ্বালা এত দেখি
পুরান এক আশিকে;
কাঁদিয়া কাঁদিয়া কয়
আমি একা খাঁসি ক্যাঁ?

না না তুমি একা নও
আছে সেলিম আনোয়ার;
কেঁদেই ভেসেছে আহা
আলীপুরি সালোয়ার।

ভৃগুদাও কম কিহে
চামে নিতো চান্স প্রায়;
জানিনে বেচারার আজ
বিহনে কি হাল হায়।

লিটনদা'র কি দশা
যদি আহা জানতে;
নিজ দুখ ভুলে আজ
তার দুখে কানতে।

মজে শোকে ডুবে থাকে
'বাবা' আর 'ফেন্সিতে';
ফিলিংসে কাটে দিন
কোনা আর কাঞ্চিতে।

ইতিহাস কত কবো
লাইন অতি লম্বা;
ভালা হবে যত ত্বরা
ভুলে তারে দম বা।

আপুর আমি পিএস হে
নই নই আশিকি;
যেটুকুন ভালোবাসি
নও কেউ তার সিকি।

মোর প্রিন্সেস থাকে
সে সুদুর বরফে;
রোষ ভায়া জানাবো তা
লিখে ত্বরা হরফে। ;)
:P

২০৫| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :P
শামা আপু!!
সত্যি বলছি, আমি জানিই না কখন শেষের মন্তব্যটা সেন্ট হয়ে গেল। তোমাকে দিব বলে তখন(১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭) মন্তব্যটা টাইপ করেছিলাম। ঠ্যাঙানি খাবার ভয়ে দেই নি, কিন্তু কোন ফাঁকে স্ক্রীনে টাচ লেগে যে সেন্ড হয়ে গিয়েছে.....:P



(যাক্ বাবা! মন্তব্যটা এসে ভালোই হল।)
পুনশ্চঃ
আমার বিয়ার অগ্রীম দাওয়াত।:P

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪

শায়মা বলেছেন: কবে কবে কবে!!!!!!!!!

শিঘরীই কার্ড এইখানে স্ক্যান করে দাও ভাইয়ু!!!!!!! :)

২০৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
উহুঁ হয়নাই, মন্ডলভাইয়ু হবে

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

শায়মা বলেছেন: ওহ তাই!!!!!!!!

এটাই তাহলে

ভাইয়ু


#:-S

২০৭| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু সমাজ কি আজকাল স্বার্থপর হয়ে যাচ্ছে???:(

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: কেনো!!!!!!!!
#:-S

তবে সমাজ কোন কালে স্বার্থপর ছিলো না!!!!!!!!! |-)

২০৮| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @লেখকবলেছেন: কবে কবে কবে!!!!!!!!!শিঘরীই কার্ড এইখানে স্ক্যান করে দাও ভাইয়ু!!!!!!!:)

আমি এখনও বাচ্চা। আরেকটু বড় হয়ে নেই, তারপর------;)







গ্রামে, মামা বাড়ীতে এসেছি। পুকুরের টাটকা মাছ খেলুম। বিকেলে নৌকায় করে ঘুরবো...;)
এসব কি তোমাদের দ্বারা হবে??;)

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: হবে না কেনো!!!

হবে কিন্তু মামাবাড়ি কই পাই!!!


ঝড়ের দিনে মামার দেশে আম কুঁড়াতে সুখ....
পাকা জামের মধুর রসে রঙ্গিন করি মুখ......

২০৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কই! কই! কই!

কই! তুমি কই..

তোমাকে আমার দরকার!! ব্লগে আসো..



তোমার ইউটিউবের গানের লিংকু কাউকে দেয়া যাবে?? ব্লগে বা বাইরে??

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: যাবে !!!!!!!
কি আর করবে কেউ গানা দিয়ে!!!

২১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু দ্যাখো তো, এটা কে?
www.somewhereinblog.net/blog/jadid/

এটা কি কাভা?


১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

শায়মা বলেছেন: জাদীদভাইয়া ইজ কাভা ..... তেমনই জানি ..... ছবিটাও তার ...

২১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আচ্ছা আপু?



১. তুমি লগইন করে কী করো??
২. তুমি কি সবার নোটিফিকেশন ঠিকমত পাও??
৩. মেহজাবীন নিকটা কার??
৪. উদাসী স্বপ্ন" নিকটা তোমাদের এত পছন্দ কেন? (ব্যাটা একটা বান্দর)
৫. বিয়ে নিয়ে প্রশ্নটা আর করলাম না। ;)



চাঁদগাজীর মত ম্যাওপ্যাও উত্তর দিও না। সময় নিয়ে প্রতিউত্তর করো।
টা টা..:)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

শায়মা বলেছেন: ২১১. ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯ ০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আচ্ছা আপু?



অন্যদের পোস্টে নাম ধরে ডাকিস আর এখন আপু না!!!!!!!! বেদ্দপ পোলা!!!!!! X((

১. তুমি লগইন করে কী করো??

উঃ আমি লগ ইন করে মাঝে মাঝে চোখ বুলাই সামুতে। কিন্তু
ক) ফেসবুক দেখি
খ) লেখালিখি করি
গ) রেসিপি ইউটিউব দেখি
ঘ) স্কুলের কাজ করি
ঙ) নাচ দেখি
চ) গান শিখি
ছ) গান শুনি
উফ আর কত বব্বো!!!!!!!!!!!!!!!!!!
২. তুমি কি সবার নোটিফিকেশন ঠিকমত পাও??
উঃ না তবে মাঝে মাঝে তাহার দেখা পাই আর সে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই
৩. মেহজাবীন নিকটা কার??
উঃ মেহজাবীন নিকটা মেহজাবীনের তবে বরুণার লগ ইন নেম মেহজাবীন দিয়েছিলাম কেনো দিয়েছিলাম জানিনা!

৪. উদাসী স্বপ্ন" নিকটা তোমাদের এত পছন্দ কেন? (ব্যাটা একটা বান্দর)
উঃ বিকজ হি ইজ জিনিয়াস! সে মুক্তচিন্তার চর্চা করে। তার মতবাদ আমার পছন্দ কি পছন্দ না সেটাও যেমন আমার মাথা ব্যাথা না তেমনই তার লেখা তোমাকে পড়তেই হবে এবং পড়ে ঝগড়া করে মরতে হবে সেই মাথার দিব্যিও তোমাকে কেউ দেয়নি। তর্কের সুযোগ থাকলে তর্ক করো নইলে এড়িয়ে চলো কে বান্দর আর কে সিংহ সেই বিচার করার ক্ষমতা আমাদের আসলেও কি আছে?

৫. বিয়ে নিয়ে প্রশ্নটা আর করলাম না। ;)
প্রশ্ন এগেইন- কার বিয়ে!!!!!!


(চাঁদগাজীর মত ম্যাওপ্যাও উত্তর দিও না। সময় নিয়ে প্রতিউত্তর করো।
টা টা..:) )

চাঁদগাজীর মত উত্তর একমাত্র সেই পারে। আমি পারি আমার মতন! সময় নাই কারো জন্য আমার ।আই এ্যাম অলওয়েজ বিজি বেবি! :)

২১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

রাকু হাসান বলেছেন: আমি কোথায় :( :( :(
এ তো দেখছি @নিজাম ভাই ,@শায়মা আপুর আড্ডালয় ;)

২১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

কষ্ট রঙ বলেছেন: আজো একই রকম লেখনী। যাতে অফুরান ভাললাগা রেখে গেলাম। প্রতিউত্তরে উত্তর। বাহ, শায়মা আছে স্ব-মহিমায়। দেখেও নিদারুন ভাললাগা। অনেকগুলো + দিয়ে গেলাম।

২১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

উদাসী স্বপ্ন বলেছেন: মন্ডল কি ছ্যাকামাইসিন খাইছে নাকি?

২১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই পোস্টের মন্তব্যগুলো বস্তিবাসীর মত অবেহেলিত কেন????


জবাব চাই! জবাব চাই!X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.