নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
আমি সব সময় মনে করি এই ব্লগটাতে না আসলে আমার যেমন অনেক কিছুই শেখা হত না তেমনই বই প্রকাশ তো দূরের কথা কোনোদিন কোনো ছাঁপার অক্ষরে আমার নামখানা দেখা যাবে এ কথাও ভাবা হত না। তাই এ ব্লগটির প্রতি সদা ও সর্বদা থাকবে আমার কৃতজ্ঞতা। এই ব্লগটিতে এসে আমি শুধু লেখার জন্য লিখতেই শিখেছি তাই নয় বরং লেখালিখি নিয়ে ভাবতে শিখেছি। লেখালিখির বিভিন্ন ক্ষেত্রে খেলা ছলে খেলতে গিয়েও কুড়িয়ে পেয়েছি অমূল্য মনি রত্ন। এই মনিরত্নগুলো আমার জীবনের মূল্যবান সম্পদ।
খুব ছোট থেকে বই পড়া অভ্যাস গড়ে উঠেছিলো আমার পড়ুয়া স্বভাবের পরিবারের কল্যানে। তবে তখন ছোট্ট ছোট্ট ছড়া থেকে শুরু করে বড় বড় গল্প উপন্যাস পড়ে মনে হত আহা আমি যদি এমন লিখতে পারতাম! তার মানে খুব ছোট থেকেই আমার লেখক হবার বাসনা অন্তরে প্রোথিত হয়েছিলো। কিন্তু সে কথা কাউকে মুখ ফুটে বলা হয়নি লজ্জায়। শেষে লোকে আবার বলে, আসছেন আমার কবি কিংবা লেখক....
তবে এই কথা সত্যি শরৎচন্দ্রের হৃদয়স্পর্শি উপন্যাস বা গল্পগুলো পড়ে যেমনই চোখের জলে বুক ভাসাতাম ঠিক তেমনি রবিঠাকুরের গানের কথাতেও মুগ্ধ হতাম। আহা কেমন করে লেখে তারা আমার মনের কথাগুলিই। ভেবে পেতাম না তখন তবে খুব ইচ্ছে হত নিজের কথাগুলো, আনন্দ, বেদনা, ভালোলাগা বা ভালোবাসাগুলোও আমি লিখে রেখে যেতে চাই অক্ষরে অক্ষরে, পাতায় পাতায়। সেই ইচ্ছা থেকেই আমার কৈশোরে ডায়েরী লেখার শুরু। ডায়েরী লেখা শিখেছিলাম আমি আমার মায়ের ডায়েরী লেখা দেখেই তবে কোনো এক অজ্ঞাত কারণে মা আমার ডায়েরী লেখা পছন্দ করতেন না আর তাই এই ইচ্ছাকে অকালে বিসর্জন দিতেও বাধ্য হয়েছিলাম আমি আমার কৈশোরেই।
যাইহোক কৈশোরের সেই ডায়েরী লেখার মাঝে হঠাৎ ছন্দ পতনের দুঃখ ঘুচেছিলো আমার এই ব্লগটাতে এসেই। রোজ রোজ যেসব রোজনামচা লিখে যেতাম আমি আবোল তাবোল তা এইখানের মানুষগুলোর সান্নিধ্য ও ভালোবাসায় এবং কিছুকিছু সময় কিছু ক্রিটিসিজমের মাঝেও রসদ যোগালো আমার লেখালিখির দিকে মন দিতে । যদিও আমি মনে করি আমি যখন যা করি একাগ্র চিত্তেই করি কিন্ত আমার চঞ্চল মনে একাগ্রতা খুব কম সময় স্থায়ী হয়। তাই ভালো লাগা, আসক্তি কিংবা যে কোনো এ্যাডিকশন আমার ক্ষনস্থায়ী। তবে হ্যাঁ স্কুল ম্যাগাজিন কিংবা কলেজের সাহিত্য পাতায় আমি কিন্তু এই লেখালিখি চেষ্টা অব্যাহত রেখেছিলাম। সেটাই আরও একটু স্থায়ী হয়েছিলো আমার ব্লগে এসে।
যাইহোক এই কথা অনেকেই জানেন আমি এই ব্লগে নানা নিকে নানা রকম লেখা লিখে থাকি। এবং এই নানা নিকে অর্থাৎ এ যাবৎকালে আমার পরিচিত নিক ছাড়াও অপরিচিত নিকে যখন লিখি তখন আমি সাচ্ছন্দতার সাথে নির্দ্বিধায় অপকটে লিখতে পারি। এটা আমার লিমিটেশন নাকি আমি জানিনা.... যাইহোক সোজা কথা লেখালিখি নিয়েও আমার এক্সপেরিমেন্টাল মনের অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। ভবিষ্যতে আরও হবে এটাও জানি ......
তো এক্সপেরিমেন্টের ফলাফল হিসাবে আমার প্রথম বই ছিলো- কিশোর ছড়া সমগ্র " হৃদয়ে বাংলাদেশ"। হানিফ রাশেদীন ভাইয়ার প্রকাশনী প্রতিকথা থেকে বের করা হয়েছিলো সেই বইটি। বইটি লেখার উদ্দেশ্য ছিলো আমার নিজের স্কুলের বাচ্চাদের জন্য একটি উপহার। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে শিশু কিশোরদের আনন্দময় শিক্ষা অর্জনের প্রয়াসে ছন্দে ছন্দে লিখেছিলাম এটি ২০১৫ তে। এরপর কবিতার বই " ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়" প্রকাশিত হয়েছিলো ২০১৭ তে। এই কবিতাগুলো নানা সময়ে নানা আবেগ থেকে লেখা। এছাড়াও ২০১৭ তে প্রকাশিত হয়েছিলো প্রতিফলন ও আমার যৌথ রচনা "বসন্তদিন"। শুধুমাত্র কিশোর কবিতার বইটি ছাড়া প্রায় সব কবিতা ও বসন্তদিনের সব গুলো পর্বই এই ব্লগেই প্রকাশ করা হয়েছিলো আগেই। আমার এবারের উপন্যাস "কঙ্কাবতীর কথা" যা গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হতে যাচ্ছে সেটিও ব্লগে ২১ পর্বে প্রকাশিত হয়েছিলো। তবে ডোন্ট আস্ক মি কখন? বইটা হাতে নিয়েই না হয় সে রহস্য ভাঙ্গুক!
যাইহোক, এই উপন্যাসটি গড়ে উঠেছে ..... ব্রোকেন ফ্যামিলীর একটি শিশুর নানা প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠা নিয়ে। একটি বন্ধুর পথ পরিক্রমায় জীবনের নানা ঘাত প্রতিঘাত সামলে শেষ পর্যন্ত লড়ে গেছে মেয়েটি একান্ত মনোবলে.... সংসারের ভাঙ্গন বা ভগ্ন পরিবারে বেড়ে ওঠা শিশুদের মননে নেতিবাচক পরিবেশ ও পরিস্থিতি যে নেতিবাচক প্রভাব ফেলে তা অধিকাংশ সময়ই আমাদের বড়দের অনুধাবন হয় না এবং বিষয়টি উপেক্ষার অনলে পোড়ে ....এমনই কিছু অব্যক্ত কথন ব্যক্ত করবার প্রয়াসে এ উপন্যাসটির জন্ম .....
উপন্যাস -কঙ্কাবতীর কথা
প্রকাশনী- এক রঙ্গা এক ঘুড়ি
প্রচ্ছদ - আমি
তবে সেই অঙ্কনকে সাজিয়ে গুছিয়ে লাল লাল ছোঁপে কারুকার্য্যময় করে তুলেছে নীল সাধু ভাইয়া .....
পাওয়া যাবে-
১১৪ নাম্বার স্টল > বাংলা একাডেমী
এক রঙ্গা এক ঘুড়ি>> ৪৩৪ নাম্বার স্টল > সোহরাওয়ার্দী উদ্যান
এই গেলো আমার বই এর কথা। এবার আসি আমাদের বই এর কথায়.....
গ্রন্থমেলা ২০১৯ এ আসছে আমাদের একটি সংকলন "লেখাজোকা সংকলন"। এক ঝাঁক সাহিত্যপ্রেমী ভীষন আমুদে মানুষের লেখাজোকা নিয়ে এই সংকলন। প্রানচাঞ্চল্যে ভরপুর ফেসবুকের পাতায় এই খেরো খাতার গ্রুপটি হতে বুঝি ঝোঁকের মাথাতেই ডিসিশন নিয়েছিলো আমাদের কি করি আজ ভেবে না পাই (জেসন) ভাইয়া একদিন এই সংকলনটি প্রকাশনার। তার এই অদম্য ইচ্ছে হতেই প্রকাশিত হলো
"লেখাজোকা সংকলন"।
এই সাহিত্যপ্রেমী মানুষগুলোর নানা সময়ের নানা বিষয়ভিত্তিক লেখাগুলিকে মলাটবন্দী করা হয়েছে এই লেখাজোকা সংকলনে। আসলে এ ব্যাপারে ইমরান হাসান জেসন ভাইয়া আর রাবেয়া রহিম আপুই ছিলেন প্রধান উদ্যোক্তা। আর ভাইয়া যখন বললেন, এ বইটি সম্পাদনা করতে হবে আমাকে আর গিয়াস উদ্দিন লিটন ভাইয়াকে, আমিও তখন আনন্দে মেতে উঠলাম তার এ প্রস্তাবনায়। এই সংকলনে নানা বিষয়ে লিখছেন তারা। কেউ বা কবিতা, কেউ বা গল্প, কেউ বা ভ্রমন কিংবা ইতিহাস আর এসব নিয়েই বা তাদের এসব লেখালিখি দিয়েই এই সংকলন।
সংকলন- লেখাজোকা
প্রকাশনী- এক রঙ্গা এক ঘুড়ি
প্রচ্ছদ - নবী হোসেন
পাওয়া যাবে-
১১৪ নাম্বার স্টল > বাংলা একাডেমী
এক রঙ্গা এক ঘুড়ি>> ৪৩৪ নাম্বার স্টল > সোহরাওয়ার্দী উদ্যান
প্রার্থনা করি সকলের সন্মিলিত এই চেষ্টা সফল হোক।
এই লেখাটি উৎসর্গ করছি- সামহ্যোয়ার ইন ব্লগের সকল ব্লগারকে এবং সাথে বিশেষভাবে
আহমেদ জি এস ভাইয়া ( অনুপ্রেরনার উৎসাহদাতা)
খায়রুল আহসান ভাইয়া( অনুপ্রেরনার উৎসাহদাতা)
করুনাধারা আপুনি ( অনুপ্রেরনার উৎস)
কাতিআশা আপুনি ( বিশেষ ভালোবাসা)
শিখা আপুনি ( প্রিয় মানুষ)
জুন আপুনি ( নিজেই যে অনুপ্রেরণা)
সোহানী আপুনি ( যে আমার ভালোবাসায় আমার কোনো দোষই খুঁজে পায় না )
নূর ই হাফসা আপুনি ( মিস ইউ আপুনি! তোমাকে দেখতে চাই)
মোহেবুল্লাহ অয়ন ( মিস ইউ ভাইয়া। কোথায় হারিয়ে গেলে! )
তারেক_মাহমুদ ( উৎসাহদাতা ভাইয়া)
গিয়াস উদ্দিন লিটন ( উৎসাহদাতা ভাইয়া)
ব্লগার_প্রান্ত( উৎসাহদাতা ভাইয়া)
প্রামানিক( উৎসাহদাতা ভাইয়া)
রায়হান চৌঃ(উৎসাহদাতা ভাইয়া)
মলাইলমুইনাভাইয়া ( বিশেষ প্রিয় মানুষ)
শকুনদৃষ্ট ( আরেকজন প্রিয় ভাইয়া তবে এখন আর দেখছিনা )
আখেনাটেনভাইয়া (উৎসাহের বিশেষ উৎস জ্ঞানী ভাইয়া)
কালীদাসভাইয়া ( বিশেষ প্রিয় মানুষ)
উদাসী স্বপ্ন ( বিশেষ প্রিয় মানুষ)
মনিরুল ইসলাম বাবু (উৎসাহের উৎস)
ভূয়া মফিজ( বিশেষ কৃতজ্ঞতা)
ডঃ এম এ আলী ( ভালোবাসা )
হুমায়রা হারুন ( বিশেষ কৃতজ্ঞতা)
মানিজার (উৎসাহের উৎস)
নাগরিক কবি (উৎসাহের উৎস)
নিশাত১২৩ (উৎসাহের উৎস)
ময়না বঙ্গাল (উৎসাহের উৎস)
যাযাবর চখা(উৎসাহের উৎস)
অনন্য দায়িত্বশীল আমি(উৎসাহের উৎস)
বিলিয়ার রহমান (উৎসাহের উৎস)
মেঘনা পাড়ের ছেলে (উৎসাহের উৎস)
সত্যপথিক শাইয়্যান(উৎসাহের উৎস)
রাসেল উদ্দীন (উৎসাহের উৎস)
জে আর সিকদার (উৎসাহের উৎস)
নীহার দত্ত(উৎসাহের উৎস)
মোহাম্মাদ আব্দুলহাক ( ভালোবাসা এবং ভালোবাসা ভাইয়ামনি)
বানেসা পরী(উৎসাহের উৎস)
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা(উৎসাহের উৎস)
যূথচ্যুত(উৎসাহের উৎস)
এফ.কে আশিক(উৎসাহের উৎস)
আমার কণ্ঠ(উৎসাহের উৎস)
রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ(উৎসাহের উৎস)
দেবজ্যোতিকাজল(উৎসাহের উৎস)
মথুরেশ রায় মধু (উৎসাহের উৎস)
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ (উৎসাহের উৎস)
দিশেহারা রাজপুত্র(উৎসাহের উৎস)
সাদা মনের মানুষ (উৎসাহের উৎস)
রাতু০১ (উৎসাহের উৎস)
মাইনুল ইসলাম আলিফ
রেজওয়ান তানিম ( প্রিয় মানুষ)
সামু পাগলা ০০৭(উৎসাহের উৎস)
মেঘনা পাড়ের ছেলে(উৎসাহের উৎস)
হারানোপ্রেম(উৎসাহের উৎস)
শাহরিয়ার কবির (উৎসাহের উৎস)
বিদ্রোহী ভৃগু(উৎসাহের উৎস)
রাকু হাসান(উৎসাহের উৎস)
নীল দর্পণ(উৎসাহের উৎস)
স্বপ্নের শঙ্খচিল(উৎসাহের উৎস)
বিজন রয়(উৎসাহের উৎস)
সুমন কর (উৎসাহের উৎস)
সম্রাট ইজ বেস্ট ভাইয়ু ( বিশেষ ভালোবাসা)
জাহিদ অনিক (কঙ্কাভাইয়া)
মাহমুদুর রহমান সুজনভাইয়া (উৎসাহের উৎস)
তারেক ফাহিমভাইয়া(উৎসাহের উৎস)
মোস্তফা সোহেল(উৎসাহের উৎস)
নূর মোহাম্মদ নুরু ভাইয়া(উৎসাহের উৎস)
কথাকথিভাইয়ু ( ভালোবাসা এবং ভালোবাসা ক্রিটিসিজমের জন্য)
কাওসার চৌধুরী ভাইয়া (উৎসাহের উৎস)
মনিরা সুলতানা আপুনি (অনুপ্রেরণা আপু)
ঢাবিয়ান ভাইয়া(উৎসাহের উৎস)
স্বপ্নীল ফিরোজভাইয়া(উৎসাহের উৎস)
অলিউর রহমান ভাইয়া(বিশেষ কৃতজ্ঞতা)
পদাতিক ভাইয়া(উৎসাহের উৎস)
রাজীব নূর ভাইয়া(উৎসাহের উৎস)
মোঃ মাইদুল সরকার(উৎসাহের উৎস)
নজসুভাইয়া(উৎসাহের উৎস)
নীল আকাশ ভাইয়া(উৎসাহের উৎস)
ওয়াহেদ সবুজ(উৎসাহের উৎস)
অপু দ্যা গ্রেট ভাইয়া (উৎসাহের উৎস)
আর্কিওপটেরিক্স(উৎসাহের উৎস)
জুনায়েদ বি রাহমান(উৎসাহের উৎস)
ভাইরাস-69(উৎসাহের উৎস)
সজিব(উৎসাহের উৎস)
শামচুল হক(বিশেষ উৎসাহদাতা)
ন্যায়দন্ড(উৎসাহের উৎস)
নীলপরি(উৎসাহের উৎস)
অাব্দুল্লাহ অাল কাফি(উৎসাহের উৎস)
ফিনিক্স!(উৎসাহের উৎস)
আটলান্টিক(উৎসাহের উৎস)
কুঁড়ের_বাদশা (উৎসাহের উৎস)
বেয়াদপ কাক(উৎসাহের উৎস)
দিলের্ আড্ডা(উৎসাহের উৎস)
অন্তরন্তর(উৎসাহের উৎস)
মাআইপা(উৎসাহের উৎস)
প্রামানিক(উৎসাহের উৎস)
অয়ি(উৎসাহের উৎস)
জুলকারনাইন নাঈম(উৎসাহের উৎস)
ধ্রুবক আলো (উৎসাহের উৎস)
রূপক বিধৌত সাধু(উৎসাহের উৎস)
কাজী ফাতেমা ছবি ( বিশেষ ভালোবাসা)
গব্বু(উৎসাহের উৎস)
অনিকেত বৈরাগী তূর্য্য(উৎসাহের উৎস)
দুঃখ হীন পৃথিবী(উৎসাহের উৎস)
কামরুননাহার কলি(উৎসাহের উৎস)
(:হাসু মামা(উৎসাহের উৎস)
ভ্রমরের ডানা ( বিশেষ ভালোবাসা)
মিনহাজুল পলক(উৎসাহের উৎস)
সৈয়দ ইসলাম(উৎসাহের উৎস)
দিলের্ আড্ডা(উৎসাহের উৎস)
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)(উৎসাহের উৎস)
ব্যর্থ সৈনিকের দিনলিপি (উৎসাহের উৎস)
মিনহাজুল পলক(উৎসাহের উৎস)
সৈয়দ ইসলাম(উৎসাহের উৎস)
সচেতনহ্যাপী(উৎসাহের উৎস)
ক্লে ডল(উৎসাহের উৎস)
Biniamin Piash (উৎসাহের উৎস)
মরুচারী বেদুঈন(উৎসাহের উৎস)
মাইনুল ইসলাম আলিফ(উৎসাহের উৎস)
অজানিতা(উৎসাহের উৎস)
অলওয়েজ ড্রিম (উৎসাহের উৎস)
তাসবীর হক (উৎসাহের উৎস)
নাঈম জাহাঙ্গীর নয়ন (উৎসাহের উৎস)
বেনামি মানুষ(উৎসাহের উৎস)
বিচার মানি তালগাছ আমার (উৎসাহের উৎস)
ফয়সাল রকি (উৎসাহের উৎস)
এবং
চাঁদগাজী ভাইয়াকে...( বিশেষ কৃতজ্ঞতা)
যাদের অনুপ্রেরণা ছাড়া আমার কঙ্কাবতী প্রকাশিত হত না .....
গ্রন্থমেলা ২০১৫ তে আমার কিশোর কবিতার বই- হৃদয়ে বাংলাদেশ
আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প
গ্রন্থমেলা ২০১৭ তে আমার কবিতার বই- ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়
ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়.....আমার কবিতার বই এবং আমার ছড়িয়ে দেওয়া ইচ্ছেগুলো...
২০১৭ তে প্রকাশিত আমার এবং প্রতিফলনের যৌথ উপন্যাস - বসন্তদিন
বসন্তদিন- বরুণা ও প্রতিফলন কাব্য
গ্রন্থমেলা ২০১৮ তে বৃতিমনি ও আমার যৌথ সম্পাদিত আমাদের বই ঋদ্ধ-২ ......
এলো ফেব্রুয়ারী, এলো গ্রন্থমেলা-২০১৮, এলো ব্লগারদের লেখাগুলি নিয়ে সংকলন ঋদ্ধ-২
সকলকে প্রাণের মেলায় স্বাগতম।
আপডেট ১৫.২.২০১৯
আমার কংকাভাইয়া ( জাহিদ অনিক) ভাইয়ার বাড়িতে আমার কঙ্কাবতী রাজকন্যা ......
কংকাভাইয়ার বাড়িতে তার বই লেখাজোকা
নীল আকাশ ভাইয়ার কঙ্কাবতী
হাবিব স্যার ভাইয়া
নাহিদভাইয়া
রাবেয়া আপুর হাতে কঙ্কাবতী! ভালোবাসায় জড়িয়ে থাকে.....
আপুর হাতে লেখাজোকা সাথে প্রকাশক শিমুল আপু
আপু তোমার হাতে আমার বই, আমাদের বই
মাহমুদভাইয়ার কঙ্কাবতী
প্রিয় দুইটা অপুভাইয়া
একজন অপু তানভীর
আরেকজন অপু দ্যা গ্রেট
তন্ময় ভাইয়ার কঙ্কাবতী
নেওয়াজ ভাইয়ার বইটা
এই যে আমাদের স্টল
শিপুভাইয়া আমার বই এর মডেল হয়েছেন। ছবিটা তুলেছেন নেক্সাসভাইয়া।
(জিনিভাইয়া, আহমেদ জি এস ভাইয়া আরও যারা কিনেছেন শুনেছি তাদের বইগুলির ছবি পেলে এ্যাড করে দেবো)
আপডেট ১৬.২.২০১৯
তাজুল ইসলাম
শ্যাইয়ানভাইয়া
কথাকথি ভাইয়া
সামিয়া ইতিমনি
তারেক মাহমুদভাইয়া
স. আ. নেওয়াজ ভাইয়া
আমাদের নতুন জামাইভাইয়া
আমার বই আর আমাদের বই নিয়ে যারা লিখেছেন-
লেখাজোকা সংকলন অপু দ্যা গ্রেট
যাঁদের লেখা নিয়ে সমৃদ্ধ হয়েছে ‘সংকলন লেখাজোকা’।
বইমেলায় নিমন্ত্রণ রইলো :: এক রঙ্গা এক ঘুড়িপ্রানের বই মেলায় বইয়ের সমাহার - বইমেলা ২০১৯ !!!
পাঠ প্রতিক্রিয়া-০১: জীবনের ব্যাকরণ, কঙ্কাবতীর কথা, বায়স্কোপ।
বইমেলায় প্রথম দিন : বায়স্কোপ আর কঙ্কাবতীর কথা
প্রসঙ্গ 'লেখাজোকা সংকলন', কিছু উচ্ছ্বাস এবং অন্যান্য ।
ছুটিরদিন বিকেলে বইমেলায়
অমর একুশে গ্রন্থমেলার ১৫তারিখে ব্লগারদের উপস্থিতি এবং সাথে কিছু একশন মোমেন্ট।
আমাদের বই আমাদের বইমেলা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
শায়মা বলেছেন: ওকে ওকে পাঠোত্তর বাদ কথাগুলির অপেক্ষায় রহিলাম!
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: বইটি আমি অবশ্যই সংগ্রহ করবো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৪
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া.....
তোমারও অনুপ্রেরণা ছিলো .....
ভেবে দেখো
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি তোমাকে অনেক শুভেচ্ছা। তুমার বইটির বহুল প্রচার কামনা করছি। ব্যাক্তিগত ভাবে সংগ্রহ করার জন্য লোক নির্বাচন করে নিয়েছি হয়তো সময় মতো স্টঠে পৌছে আমার কপিটি নিয়ে নিবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৫
শায়মা বলেছেন: ভাইয়া
আমার সকল ভালোবাসায়, সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার সঙ্গে ......তুমি ছিলে
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।
আর উতসর্গিতের তালিকায় নিজের নাম দেখে গর্বিত।
ভালো থেকো নিরন্তর, আপুনি!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: উৎসর্গে তুমি কারণ তুমি ছিলে আমার সঙ্গে ..... উৎসাহ ও উদ্দিপনায় ......
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭
শায়মা বলেছেন:
ভাইয়া তোমার বইগুলি!
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
আরোগ্য বলেছেন: বইটির জন্য অনেক শুভ কামনা করছি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!
একটা না দুইটা বই কিন্তু!!!!
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কঙ্কাবতি আমার ভিষন প্রিয় একটা সিরিজ ছিলো। নিয়মিতই ফলো করতেম। শুরু থেকেই আমার নিকটা তোমার মাল্টি বলে সন্দেহ হতো কিন্তু পাছে আবার কি ভাবো বলে কখনো জিজ্ঞেস করিনি। খুব ভালো লাগছে গল্পটা মলাটবন্দি হলো বলে। তোমাকে ধন্যবাদ আপু। আমি নিশ্চিত ব্লগের মতন গ্রন্থাকারেও বইটা পাঠকপ্রিয়তা পাবে।
অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: একটা বই দেখলে!!!!!!
দুইটা বই কে দেখবে!!!!!!!!
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫১
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
কেবল শিরোনাম দেখে দেখে কোন বইটি কোথায় পাওয়া যাবে এই লিষ্টটা করতে গিয়ে যখন আপনার নামটি ও বইয়ের নামটি লিখছিলুম তখনও পোস্টের ভেতরটাতে ঢুকিনি। ষ্টলের নামটি লিখে চলেই যাচ্ছিলুম। ভাবছিলুম এখানটাতেই আপনার পোস্ট শেষ কিন্তু দেখি নাহ, একরঙা ঘুড়ির ব্যানারটির পরেও আরো লেখা আছে। কিন্তু আরো যে চমক আছে জানতুম না।
ধন্যবাদ ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি!
তুমি চমক জানোনি এটা কিন্তু বিশ্বাস করলাম না !!!!!!
চমক হোক আর যাই হোক তোমার উৎসাহ সর্বদা মনে থাকবে....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
শায়মা বলেছেন: ভাইয়া শুনেছি তুমি অনেক বড় একটা লিস্টি নিয়ে গেছিলে আমাদের বই এর। কিন্তু লেখাজোকা শেষ হয়ে গিয়েছিলো। পেয়েছিলে কিনা জানিনা। কিন্তু বইটা তুমি পাওনি এটা ভাবতে খারাপ লাগছে তাই যদি না পেয়ে থাকো আমাকে ঠিকানা দিও ভাইয়ামনি! আমি তোমাকে কুরিয়ারে পাঠিয়ে দেবো!
তবুও আমার আর আমাদের বইটা পড়ে তোমার মূল্যবান মতামত চাই যা পরবর্তীতে আমাদেরকে আরও বেশি উন্নত করে তুলবে! জানোই আমি বেস্টো হতে চাই। হতে না পারলেও চেষ্টা করতে দোষ কি !
ভাইয়ামনি অনেক অনেক ভালোবাসা!
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা রইল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,
বইমেলায় আপনার একক সৃষ্টি এবং আপনাদের সম্মিলিত প্রয়াসের নতুন সৃষ্টিকে অভিনন্দন জানাতে এসেছিলাম । আরো এসেছিলাম এখান থেকে অনুপ্রাণিত হতে যাতে আগামী দিনে আমরাও একটু আলোর দিশা দেখতে পাই । কিন্তু এসে দেখলাম আরেক বিপত্তি ! যেটুকু অক্সিজেন ছিল সব তো আপনি শূন্য করে দিয়েছেন । এমন অধমের অনুপ্রেরণা যে আপনার দরকার তা জেনে নিজেকে সম্পূর্ণ উজাড় করে আপনাকে অনুপ্রাণিত করলাম।
আমরা এখন সমরাঙ্গনে উপস্থিত। বইমেলা মনের যুদ্ধংদেহী মনোভাব ! দুরন্ত গতিতে এগিয়ে চলুন । পিছনে বিরাট আমাদের বাহিনী আছে। দলনেত্রী হিসেবে আপনার মুখে শুধু একটি কথা বসাতে চাই ," মেরি ঝাসি নেহি দুঙ্গা " " মেরি ঝাসি নেহি দুঙ্গা "
অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
তোমার সব কমেন্টে আমি মায়ার সূর দেখতে পাই। তুমি সোজা কথায় একজন মিষ্টভাষী মানুষ। তাই এমন করে বললে যে একদম ভেসে গেলাম .....
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি......
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একেবারেই পপাত ধরণীতল! ব্লগপরীর একের পর এক রহস্যময় রূপ দেখে সত্যিই নির্বাক! একই অঙ্গে এত রূপ!! বাপরে!!! আল্লাহই জানেন আরও রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছ। ঘুণাক্ষরেও ভাবিনি সেই ২১ পর্ব লেখাটার লেখক তুমি অন্য নিকে এসে আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। কিন্তু খুঁজে দেখলাম মাত্র ১০ম পর্ব পর্যন্ত ব্লগে আছে। বাকি পর্বগুলো হাপিস করে দিয়েছ নাকি?
অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন! আর এমন চমক দেয়ার জন্য কী দেব বুঝতে পারছি না। যাকগে, পরে একসময় কিছু দেয়া যাবে। ততক্ষণ ভালো আর সুন্দর থাকো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
শায়মা বলেছেন: হা হা হা
কি বলো ভাইয়া!!!!!!
কোন সব পর্বের কথা বলো!!!!!!!
বুঝি না তো!!!!!!
তবে কোথায় হারিয়ে গেছো আর লুকিয়ে থাকো আজকাল দেখি না একদম!!!!
তবে কঙ্কাবতীর সাথে থাকায় কৃতজ্ঞতা ভালোবাসা এবং ভালোবাসা!!!!!!
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
বইগুলো কাঁচা নোটকতৃক খরিদকৃত হবে বলে হৃদয়ের কাছে মন তার ইচ্ছে প্রকাশ করেছে! আমি আবার এই দুইয়ের আর্জি প্রত্যাখান করতে পারি না!
আমার নামের পাশে একটা সিংগেল ভালবাসা আবার এবং দিয়ে ক্রিটিসিজমের জন্য ভালবাসা! তবে কী দু'কুলই রক্ষা হলো!
অনেক অনেক শুভকামনা। আকাশ ছুঁয়ে চলুক অবিরাম...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
শায়মা বলেছেন: ক্রিটিসিজমের কথা ভুলে গেছো!!!!!!!!!
আরে দুনিয়ার সব্বাই আহা উহু করছিলো আর তুমি করো ক্রিটিসিজম!!!!!!
মনে মনে বললাম দাঁড়া তোর মজা দেখাচ্ছি!!!!!!!!!!!!
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
স্রাঞ্জি সে বলেছেন:
বইদুটি পাঠকের কাছে পৌঁছে যাক এই ক্ষুদ্র কামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৮
শায়মা বলেছেন: ভাইয়া তোমার কাছে কি পৌছাবে না!!!
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭
সুমন কর বলেছেন: মন্তব্য ১০ই তো সব বলে দিয়েছে........
শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৯
শায়মা বলেছেন: কি বলেছে!!!!!
যাই বলুক
অনেক অনেক থ্যাংকস ভাইয়া তোমাকে!!!!!
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী প্রিয় শায়মা আপু,
উৎর্সগে লিস্টে আমার নাম দেখে খুব লজ্জা পেলাম। আমার মতো একজন অতিশয় তুচ্ছ ব্লগারের কথা আপনার মনে আছে দেখে, আমার পক্ষ থেকে রইল কৃতজ্ঞতা, আপনার এবং বই দুইটার জন্য রইল অভিনন্দন ও বর্ণিল শুভেচ্ছা।
আমি ঢাকায় থাকি না, ইনসাল্লাহ যদি এই মাসে ঢাকায় আসা হয়, তবে আপনার এই বই দুইটা আমি বইমেলা থেকেই সংগ্রহ করব। আর যদি না আসা হয় তবে অন্যভাবে বইমেলা থেকে সংগ্রহ করব।
ভালো থাকুন আপু, সব সময়।
আপনার জন্য শুভ কামনা রইল!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩১
শায়মা বলেছেন: দেখো ভাইয়া ক্ষুদ্র বৃহৎ জানিনা কিন্তু তুমি ছিলে আমার সঙ্গে আমি তোমার গান তো গাইনি ...... হা হা হা
অনেক অনেক থ্যাংকস ভাইয়া .....
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: একটা বই দেখলে!!!!!! B:-)
দুইটা বই কে দেখবে!!!!!!!!
'লেখাজোকা ১' সংকলনটি পুরনো আর নয়া একঝাঁক লিখিয়ে পাগলদের মমতা আর আদর মাখা এক টুকরো ভালোবাসা। আর ঐসব খেপাটেদেরে ছড়িদার হয়ে মাত্র অল্প কদিনে চরম ব্যস্ততার ফাঁকেও তুমি আর লিটন ভাই যে ভেলকি দেখালে শ্রদ্ধা, ভালোবাসা আর মুগ্ধতায় স্তব্ধ হয়ে যাই। মিইয়ে যাই, কুঁকরে যাই তোমাদের জেল্লা-ছটায়।
কি নামে কি ধারে-ভারে ওজনদার তো বটেই। আর সকলের ভালোবাসায় পথটা সুগম হবে বলেই বিশ্বাস করি। বাকিটা দেখা যাক.........
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮
শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক .....
নবীন হোক আর প্রবীন হোক লেখাগুলো অসাধারণ বলেই মনে হয়েছে আমার .....
১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৪
মনিরা সুলতানা বলেছেন: বাপ রে ধন্যবাদের বিশাল লিস্ট !!
হু হু দুই বই এর জন্যই শুভ কামনা!
অভিনন্দন কঙ্কাবতী।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪১
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!
১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৭
আখেনাটেন বলেছেন: মলাটবন্ধি কঙ্কাবতীর কিচ্ছা কি মলাটধারী কঙ্গবতীর কাছ থেকে অটোগ্রাফ সহ পাওয়া যাবে বই মেলায়?
'কঙ্কাবতীর কথা' বইয়ের জন্য গুণী লেখককে কলমু চিতা ফুলের ( পুকুরের কিনারে পানিতে জন্মায় কলমু ফুলের মতোই তবে বড় দেখতে খুবই সুন্দর) শুভেচ্ছা।
আর 'লেখাজোকা' বইয়ের জন্য রইল শুভকামনা।
সবার বই দেখে হিংসিত হচ্ছি কিন্তু। ভাবছি, ইস, আমিও অলেখক থেকে যদি লেখক হতে পারতুম তাহলে আমারও এরকম একটি বই থাকত। আপসোস, সে হবার লয়।
এবারের বইমেলায় অনেক বই কিনতে হবে মনে হচ্ছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩
শায়মা বলেছেন: হাহা হা হা ভাইয়া নো আপসোস !!!!!!!
তোমাকে তো আমি লেখক বানিয়েই দিয়েছি.....
ভুলে গেছো!!!!!!
ওকে ভুলে গেলে মনে করার জন্য লেখাজোকা সংকলনটা হাতে নিয়ে দেখো....
১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫০
আখেনাটেন বলেছেন: হায়! হায়! এ কি শুনাইলেন? গাধা পিটিয়ে ঘোড়া বানানোর জন্য অভিনন্দন।
সে কত শতাব্দি আগের কথা... ভুলেই গিয়েছিলুম... মনে পড়িল সকলি...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪
শায়মা বলেছেন: আসলেই দেখছি গাধা!!!!!!
তুমি ভুলেই গেলে এত তাড়াতাড়ি!!!!!!!!
হায় হায় আমাদেরকেও তো ভুলিয়া যাইবেক!!!!!!!!
তোমাকে তো তাইলে কয়দিন পর পরই পিটিয়ে সোজা রাখতে হবে !!!!!!!!
নইলে তো বিপদ!!
ভুলাইতে চাহিনা মোরা তোমার অন্তর হইতে ....
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪
ল বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৫
সোহানী বলেছেন: প্রথমত: এত্তোবড় ফাকিঁ কেমনে দিলা তুমি আমিতো ঘুনাক্ষরেও বুঝতে পারি নাই । তুমি পারো বটে । এই বহুবিধ রুপের জন্য তুমারে কোন শাখায় নোবেল প্রপোজ করা যায় তাই ভাবছি।
যাহোক পোস্টটা আশা করছিলাম আরেকজনের কাছ থেকে। সে দেখি একখান পোস্ট দিয়াই উধাও
বইমেলায় না যেতে পারার কষ্ট আর বাড়াতে চাই না। কালেক্ট অবশ্যই করবো আজ নতুবা কাল।
(দোষ অবশ্যই পাইছি তুমি সামু ব্লগ গিরগিটি )।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৯
শায়মা বলেছেন: হা হা হা হা হা
আমি কি করেছি আপুনি!!!!!!!!!!
আমি শুধু নিভৃতে বসে লিখতে চেয়েছিলাম!!!!!!!!
সবাই তো উঁকিঝুকি শুরু করলো!!!!!!!!
আমার দোষ কি!!!!
তুমি আমার দোষ দেখোনা আমি জানি জানি জানি!!!!!!!!!
আর গিরগিটি কি সুন্দর!!!!!! সবুজ সবুজ হলুদ হলুদ কমলা কমলা !!!!!!
২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
রাকু হাসান বলেছেন:
আরে আমি জানিই না ,এত কিছু । জানলে তো এই বইগুলো সংগ্রহ অনন্ত করতাম । পরিচিত জনের বইয়ের গন্ধটা দারুণ হতো। শিশু সাহিত্যিক সাহেবা কে অভিনন্দন অভিনন্দন । উৎসাহের উৎসতে এই নাদানেরও নাম দেখিয়া চক্ষুদ্বয় অবাক হইয়া পড়িল । অনেক শুভকামনা করছি ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০
শায়মা বলেছেন: হা হা এইবারে করো......
তুমি নাদান নাকি !!!!!!!!!
মোটেও নহে .... তুমিও উৎসাহ দিয়েছো নিজের অজান্তে! হা হা হা
২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: "কঙ্কাবতী" হাতে নিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছে করছে খুব। অভিনন্দন এবং শুভ কামনা রইল।
"লেখাজোকা -১" প্রকাশের জন্য তুমি যে শ্রম দিয়েছ গ্রুপের সবাই সব সময় শ্রদ্ধার সাথে তোমার নাম স্মরণ করবো ।
আপু তোমার জন্য শুধু ভালবাসা।
আর একটা দাবী আছে এবার একবার দেখা দিও
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২
শায়মা বলেছেন: আপু তোমার লেখাজোকা ১ নিয়ে লেখাটা পড়ে আমি মুগ্ধ!!!!!!
আমি সব সময় মনে করি সহজ কথা যায় না বলা সহজে ! আর সেটাই যারা পারে আমি মুগ্ধ হয়ে যাই!!!!!!!!!
আর এমন করলে বললে দেখা দিতে যেন আমি আসমান থেকে সত্যি নেমে আসবো!!!!!! হা হা হা হা
লাভ ইউ আপুনি!!!!!!!!!!! অনেক অনেক ভালোবাসা!!!!!!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯
শায়মা বলেছেন: আপুর হাতে কঙ্কাবতী! ভালোবাসায় জড়িয়ে থাকুক.....
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: আপুর হাতে লেখাজোকা সাথে প্রকাশক শিমুল আপু
২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: বইমেলায় কবে আইবেন একখানা ঘোষনা দিয়েন অটোগ্রাফসহ বইটা কিনতে চাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া এখনও কি মাথায় ঘুরছে আছো কি নেই!!!!!!
তোমাকে ইনবক্সে নক করেছিলাম তুমি তো মনে হয় রেগে মেগে চলেই গেছিলে কালকে !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
শায়মা বলেছেন:
ভাইয়া তোমার বইটা
২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪
ঋতো আহমেদ বলেছেন: অভিনন্দন শায়মা !! কঙ্কাবতীর কথা আর লেখাজোকা সংকলন এর জন্য শুভ কামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
অনেক ভালো থেকো!
২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রাণের মেলায় আসছি। অটোগ্রাফ না ফটোগ্রাফ? কোনটা নিলে কেমন ডিসকাউন্ট দিবেন সেটা আগে বাকচিত হউক (!)
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪
শায়মা বলেছেন: পুরাটাই ডিসকাউন্ট!!!!!!
অটোগ্রাফ আর ফোটোগ্রাফ ছাপিয়ে দেবো ভাইয়া!!!!!!!!! হা হা হা হা হা
২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি না আগে আমাকে পুচকা জ্ঞান করতেন
তো পুচকার জন্য কী পুরাই ডিসকাউ! (অবাক হলুম আপু
রঙ চা হপে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬
শায়মা বলেছেন: হ্যাঁ সাথে আরও একটা ফ্রি ভাবীজির জন্য!
আর রঙ চা হপে ......
একটু ওয়েট করো বানিয়ে আনি.....
২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০০
শিখা রহমান বলেছেন: শায়মামনি তুমি যে কঙ্কাবতী রাজকন্যা সেটা কেন যেন বুঝতে পেরেছিলাম কারণ তুমি যে আজন্ম রাজকন্যাই!!
ব্লগে নিয়মিত না হওয়ায় কঙ্কাবতী রাজকন্যার সিরিজে কমেন্ট করা হয়নি। কিন্তু অনেকগুলো পর্ব পড়ে মুগ্ধ হয়েছি। কি দারুণ মনছোঁয়া লেখনী তোমার!! অবশ্যই বইটা কিনবো।
ব্লগের সবার প্রিয়তম মানুষটা যখন লেখে যে আমি তার প্রিয় মানুষ তখন অভিভূত আর আপ্লুত না হয়ে উপায় কি!! এত্তো ভালোবাসা আর আদর রাজকন্যা।
লেখাজোকা গ্রুপের সাথে খুব প্রথম থেকে না থাকলেও যখনই যুক্ত হয়েছি প্রিয়সব ব্লগারদের ও লেখক-কবিদের প্রানচাঞ্চল্যে মুগ্ধ হয়েছি। লেখাজোকা সংকলনের জন্য তুমি, লিটন ভাই, জেসন আর রাবেয়া আপু অনেক সময় আর পরিশ্রম দিয়েছো। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। এই সংকলনে যে সব লেখক-কবিদের লেখা প্রকাশিত হয়েছে তাদের সবাইকে অভিনন্দন। সঙ্কলনটাও অবশ্যই সংগ্রহ করবো।
ভালো থেকো আর ভালোবেসো। শুভকামনা ও ভালোবাসা রাজকন্যা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭
শায়মা বলেছেন: হা হা হা মায়াবতী আপুনি!!!!! থাক আর রাজকন্যা বলা লাগবেনা বরং স্বপ্নে স্বপ্নে রাজকন্যা হয়ে থাকি।
সবচেয়ে মজার কথাটা কি জানো??? তোমার কবিতা পড়ে আমি মুগ্ধ বটে তবে তোমার ছবিতা দেখে আমি অবাক! কারণ তোমার অঙ্গুরীয়!!!!!!!
আমি বিশাল বিশাল আংটি ভালোবাসি ও অপকটে পরে থাকি এই নিয়ে অনেকেই আমাকে বলে এই রকম বিশাল আংটি পরো কেমনে!!!!!! আর আমার মতন ভালোলাগার আর একজন মানুষ তুমি তাই আরও ভালোবাসা!
আর লেখাজোকার এক এক জন তো একাই একশো। হা হা হা এই সঙ্কলন লিখতে গিয়ে বুঝেছি সেই কথা। এত এত লেখা থেকে একটা বাছাই! বাপরে!
জানি সবগুলোই আসলে ১ নং ছিলো কিন্তু কিছু করার নেই বই ছাপাতে গেলে তো একটাতে কুলাবে না!!!!
অনেক অনেক ভালোবাসা আপুনিমনি!!!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২১
শায়মা বলেছেন: আপু তোমার হাতে আমার বই, আমাদের বই
অনেক ভালোবাসা...
২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি এত শ্রম কিভাবে দাও শায়মা ?
তোমার সাথে 'লেখাজোকা সংকলন' করতে গিয়েই আমার চিকন ঘাম বেরিয়ে গেছে
তুমিও প্রচুর শ্রম দিয়েছো । এর পরেও তুমি আবার ''কঙ্কাবতীর কথা' নিয়ে এলে?
তোমার কর্মস্পৃহার প্রতি শ্রদ্ধা রইল।
'কঙ্কাবতীর কথা'র বেস্ট সেল কামনা করছি, 'লেখাজোকা সংকলন' সেকেন্ড পজিশনে হলেও থাকুক।
শুভ কামনা শায়মা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!!!!
তোমার সাথে কাজ করাটা মজার ছিলো আর সাথে ছিলো আমাদের কি করি ভাইয়া!!!!
হাসতে হাসতে মরেছি মাঝে মাঝে অবশ্য আমার মত স্বৈরাচারী সামলাতে তুমি একটু হিমশিম খেয়েছো বুঝেছিলাম আর কি করি ভাইয়া তো ধরি মাছ না ছুঁই পানি সব খানেই তিনি হীরার খনি...
যাইহোক ইউনিটি ইজ দ্যা স্ট্রেনথ!!!!!!! একা একা যা হয় তা দশজনে মিলে তার দশগুনই হয়।
ইট ওয়াজ আ টিম ওয়ার্ক!
রাবেয়া আপু, মনিরা আপু, সোহানী আপুদের অবদানও কম নহে সাথে তো ছিলোও পিচ্চি জাহিদ অনিক ভাইয়া ও আরও অনেকে......
আর আমার শ্রমের কথা বলো না
আমার এই পথ চলাতেই আনন্দ!!!! আমার হার্ড ওয়ার্ক আমার এসেট! আমি শ্রম ট্রম বুঝিনা যাহাতে আনন্দ পাই তাহার জন্য আমার জীবন বাজী!
তবে কঙ্কাবতীর কথা লিখতে চেয়েছিলাম নিভৃতে যতনে .....
২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে নিকে 'কঙ্কাবতীর কথা' ধারাবাহিক হিসাবে প্রকাশিত হত, আমি ছিলাম সেই নিক'এর ভক্ত।
আমি তাজ্জব হয়ে ভাবতাম, তুলনামূলক একজন নতুন ব্লগার এত ভাল লিখছে কি ভাবে? আমি মন্তব্যে প্রায়শ লিখাটি বই আকারে বের করার কথা বলতাম। (কিছুটা মুরুব্বিয়ানা আর কি ! ) কিছু উপদেশ টেশও দিয়েছিলাম বলে মনে হয়
এখন যখন বুঝতে পারছি এটা 'শায়মা ছিল, তখন লজ্জাই হচ্ছে !!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭
শায়মা বলেছেন: হা হা নো লজ্জা!!!!!!!!!!
তোমার উপদেশ কি আমি নেই না!!!!!!!!
আমি ছিলাম না!!!!!!!!!! সেটা আমি ছিলাম না ভাইয়া!!!!!!
সেটা নতুন কেউই ছিলো....... যে একান্ত নীরজনে বসে লিখতে চেয়েছিলো মনের কথাগুলি......
শুধু সবার উৎসাহ যেই একান্ত নীরজনের লেখাগুলি সর্বজনবিদিত করে দেবার ইচ্ছা হলো!!!!!!
৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
অভিনন্দন রইল প্রকাশিত দুটি পুস্তকের জন্য্ই ।
কঙ্কাবতীর সেই উপন্যাসের অনেক পর্বই পাঠ করা হয়েছিল বলে মনে পড়ে ।
কয়েক পর্ব পাঠের পর কেন জানি মনে হচ্ছিল এটাতে পরিচিত
কারো লেখারই বিশেষ স্টাইলের অনুরেননই যেন দেখতে পাচ্ছি ।
সন্দেহ বাতিকে কিছু বলা রীতি বিরোদ্ধ বলে কিছু বলা হয়নি তখন।
তবে ১০ম পর্ব পাঠে আমার লেখা নীচের মন্তব্যটুকু দেখে কিছুটা আচ করে নিতে পার
পরিচিত ভাষা ও ছন্দের গন্ধ টের পেয়েছিলাম কিনা
এতক্ষন তো ভালই
লাগল গল্পটি পাঠে
ক্ষনে হচ্ছিলাম পুলকিত
ভাষা ও ছন্দের তানে।
কিন্তু এরপর....
কি দেখব ভাবছি
তাই মনে মনে ।
মনে মনে যা ভাবছিলাম তাই তো দেখতেছি এই ক্ষনে ।
তুমি পার বটে , তোমার তুলনা কেবল মাত্র তোমাতেই ।
নিরেট ভালভাসায় অবলিলায় বিনা আয়াসে উৎসর্গের ডালীতে
স্থান পেয়ে পুলকিত ও ধন্য বলে গন্য করছি নিজকে ।
বই দুটির সাফল্য কামনা করছি । প্রথমটিতে যেমনি রয়েছে একটি জীবন গাথার অন্যবদ্য
ও হৃদয় শিহড়িত বিবরন অন্যটিতে তেমনি রয়েছে প্রিয় অনেক অনেক ব্লগার লেখকদের
মিলন বন্ধন । লেখক ও লেখকবৃন্দ ছাড়াও বই দুটির সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের
সকল কুশিলবদের প্রতি রইল প্রাণডালা শুভেচ্ছা ।
বই মেলা চলাকালীন দুর বিদেশে থাকব বলে ব্যক্তিগত ভাবে সংগ্রহ করা
সম্ভব হবেনা তবে আমার পক্ষ থেকে বই দুটির একাধিক কপি সংগ্রহ করা হবে ইনসাল্লাহ।
কতক যাবে আমার নীজের এলাকার একটি বেসরকারী স্কুল গ্রন্থাগারে ,যা আমি প্রায় সবকটি
বই মেলাতেই সাধ্যমত করে থাকি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
শায়মা বলেছেন: হা হা অনেকদিন আগে এক আপু বলেছিলো চেনা মানুষের গন্ধ থাকে সে সেই গন্ধ খুঁজে পেয়েছিলো আমার অজানা নামের লেখায় ! ঠিক তেমনই আমি জানি তুমি সেটাই পেয়েছিলে ভাইয়া।
আমি জানি তুমি আছো আমার সঙ্গে । সকল খেলায় সকল খানে হা হা হা ভাইয়ামনি!
অনেক অনেক ভালোবাসা!
অনেক ভালো থাকো!
একদম সুস্থ্য থাকো ১০০%
আগের মত উদ্যমী, পরিশ্রমী ও একটিভ ভাইয়ামনি....
৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
জুন বলেছেন: শায়মা প্রথমেই জানাই বিশাল এক অভিনন্দন । কংকাবতী রাজকন্যা পড়ার সময়ই তাতে তোমার হাতের ঘ্রান খুজে পেয়েছি । কিন্ত বলার সাহস পাইনি কারন কখন আবার কংকাবতী বলে উঠে আপনার সাহস তো কম না! কোথাকার শায়মা, অপ্সরা, বরুনার সাথে কংকাবতী রাজকন্যার তুলনা দিচ্ছেন
যাইহোক তারপর তোমার লিষ্টিতে আমার নামখানি দেখে অত্যন্ত খুশী হয়েছি । ভুলে যাওনি যে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা যেনো । দুটো বইই কিনবো অবশ্যই কিন্ত তাতে তোমার মুক্তোক্ষরের অটোগ্রাফ পেলে ষোলকলা পুর্ন হতো
শুভেচ্ছান্তে ---
জুন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!
তুমি হলে বিশেষ অনুপ্রেরনা !
কত কিছু দেখেছো জীবনে.......
তোমার বায়োগ্রাফী দিলে অনেকেই চমকাবে !!!!!
তোমাকে স্যালুট!!!
৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
সিগন্যাস বলেছেন: আমিও লিখবো
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
শায়মা বলেছেন: লিখো লিখো!!!!
অবশ্যই লিখো ......
কিন্তু কি লিখবে!!!!
৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন রইল পুস্তক দুটির জন্য।
কঙ্কাবতী শিরোনাম দেখে আমি ব্লগারকে খুঁঝি এ দেখি সায়মাপু
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
শায়মা বলেছেন: কাকে খুঁজো!!!!!!!!
হা হা হা
৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
সিগন্যাস বলেছেন: আচ্ছা শায়মা আপু বইয়ের নাম দেখে মনে পড়লো কঙ্কাবতী রাজকন্যা নামের এক ব্লগার আপু ছিল। এখন সে কোথায়?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬
শায়মা বলেছেন: সে মনে হয় আত্মগোপনে আছে.....
৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস! এ দেখি বিশাল যজ্ঞ!
হুম আর জনমে বুঝী আলসে ছিলে- এই জনমে তাই পুষীয়ে নিচ্ছে পরম
আহা!
নক্ষত্র দুত্যুতে চোখ ধাঁধানো কর্ম আর ফল
যোগ্যতা আর গুন -চারিদিকে গুঞ্জন! - এইই সেইই.... কি বিস্ময়!!!!!!!!!
টুইনের সাফল্য কামনা করছি।
+++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!!!
আমাকে আঁকাআঁকিতে যোগ্য করে তুলতে তুমি যে চেষ্টা চালিয়েছিলে ভুলিনি আমি!!!!!
অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!
৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১১
খায়রুল আহসান বলেছেন: আশা করছি, "অমর একুশে গ্রন্থমেলা -২০১৯" এ কঙ্কাবতীর কথা অন্যতম বেস্ট সেলার হবে।
মনে পড়ে, লেখাটা যখন ব্লগে সিরিজ হিসেবে প্রকাশিত হচ্ছিল, তখন তখনই এটা বেশ জনপ্রিয়তা পাচ্ছিল, এবং অনেক বিদগ্ধ পাঠকের সুবিবেচিত মন্তব্যে পোস্টগুলো সমৃদ্ধ হচ্ছিল। আমি নিজেও কোনটা পড়া এবং তাতে মন্তব্য করা বাদ দিয়েছি বলে মনে হয় না। তখনই মনে মনে ধারণা করেছিলাম, সেই কঙ্কাবতীটি আপনিই। এ ধারণাটি আমি কখনোই পরিত্যাগ করিনি এবং আজ তা ঠিকই সত্যে পরিণত হলো। ধন্যবাদ, বিষয়টি এতদিন পরে হলেও, খোলাসা করে বলার জন্য।
আর আপনার এবং গিয়াস উদ্দিন লিটন এর সুযোগ্য যৌথ সম্পাদনায় "লেখাজোকা সংকলন"ও যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে, সে ব্যাপারেও আমি যথেষ্ট আশাবাদী। অনেক, অনেক শুভকামনা--- আপনার এই উভয়বিধ উপস্থাপনার জন্য। উনিশের একুশে বইমেলা আপনার জন্য পয়মন্ত হোক, প্রসারের হোক, আপনার জন্য খ্যাতির দুয়ার অবারিত করে দিক!
উৎসর্গ তালিকায় নিজের নামটি দেখে প্রীত হ'লাম। ধন্যবাদ, এ বিবেচনার জন্য।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!
আগেই বলেছি চেনা মানুষের গন্ধ থেকে যায় আর তুমি তো চিনবেই .....
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!
অনেক ভালো থেকো .....
৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬
ভুয়া মফিজ বলেছেন: OMG!!!! (এইডা 'ও মাই গড' না, 'ও মা গো' তুমিই কঙ্কাবতী রাজকন্যা!!!
আমার বউ এই সিরিজ পড়তো, আর কইতো....ইস, মাইয়াডা কি সুন্দর লেখে! আর মাইয়াডার মনে কতো দুঃখু।
আমাগো শায়মা-ই যে হেই মাইয়া হেইডা কেঠায় জানতো?
এমন ঘোল শ্যাষ কবে খাইছি, মনে করতে পারতাছি না।
পোষ্টে একটা লাইক দিছি, বেশী দেওনের কোন কায়দা নাই??
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আই ওয়াজ ওয়েটিং ফর ইউ!
শুনো ভাবীজির এড্রেস দাও। আমি তাকে আমার উপহার পাঠাতে চাই। প্লিজ ভাইয়া! না বলবে না!!!!!!!
আর ঘোল খাওয়া মাওয়া যাই বলো.....
আসলে একান্তে নিভৃতে নীরজনে বসে কিছু মনের কথা লিখতে চেয়েছিলাম তখনও চাইনি এটা আমি কেউ জানুক।
নিজের জন্যই নিজের লেখা ছিলো এটা ভাইয়া।
কিন্তু তোমরা যখন এসে গেলেই আর সবাই বললে এইটা বই বানাওয বই বানাও তখনও দ্বিধা দ্বন্দে ছিলাম তবে লেখজোকা নীলভাইয়াকে দিতে গিয়ে হঠাৎ মনে হলো সবার অনুরোধে ঢেকীটা না হয় গিলেই ফেলি ..... যা আছে কপালে হাহাহাহাহা
আবার ভয় হচ্ছিলো ঢেকী আবার কেউ আমার পিঠেই না ভাঙ্গতে আসে!!!!!
ঢেকী ভাঙ্গো আর যাই ভাঙ্গো তোমাদের ভালোবাসা ভুলিবার নহে ......
লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০
শায়মা বলেছেন: ওহ হ্যাঁ বউকে মানে আমাদের ভাবীকে বলো ম্যাইয়াডার মনে কুনো কিন্তুক দুঃখ নাই। দুঃখকে জয় করাই তাহার কাজ!!!!!!!
কাজেই সুখে থাকেন তিনি আপন মনে!!!!!!
৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: তাই তো বলি কঙ্কাবতী রাজকন্যা এত্ত ভালো লেখে কেন
কিন্তু এ যে শামাপা তা আজ জানলাম এবং টাস্কিত হইলাম
আমার নামখানা দেখিয়া পুনরায় খুশি হইলাম
দুটো বইয়ের জন্যই রইলো অশেষ শুভকামনা........
একটা কিনলে একটা ফ্রি তো
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২
শায়মা বলেছেন: আহা ভালো লেখে না!!!!!!!
ভালো মন্দ জানিনা!!!!!!!
নিজের মনে নিজে লিখে সে!!!!!!!
আর শামাপা তো অন্যের মনে মানে অন্যের কথা স্মরণে রাখিয়ে লেখে .....
হা হা যাইহোক অনেক অনেক ভালোবাসা !!!!!!
৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১
ভুয়া মফিজ বলেছেন: শুনো ভাবীজির এড্রেস দাও। আমি তাকে আমার উপহার পাঠাতে চাই। প্লিজ ভাইয়া! না বলবে না!!!!!!! আর ইউ সিরিয়াস?
ওর এড্রেস তো আমারও এড্রেস!!
আর আমার নীতি হলো, ব্লগে এ্যনোনিমাস থাকা। সেটা তো আমি ব্রেক করতে পারি না। উপহার যে পাঠাতে চেয়েছো, তাতেই ও অনেক খুশী হয়েছে। এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে!!
আমাদের দু'জনের তরফ থেকেই অনেক অনেক শুভেচ্ছা.....আর শুভকামনা।
দোয়া করি, 'মহিলা হুমায়ুন আহমেদ' হও, আই মিন হুমায়ুন আহমেদের মতো জনপ্রিয় আরকি!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩
শায়মা বলেছেন: হ্যাঁ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সিরিয়াস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আরে এনোনিমাস থাকো। নো প্রবলেম...... বাড়ির পাশের চায়ের দোকান, খাবারের দোকান, বাসার গার্ড, মালি, বুয়ার কারোর একটা দিলেই তো হয়!!!!!!
নইলে আমি চাই যে ভাবেই হোক এই বই ভাবীজি আর তোমার হাতে দেখতে!!!!!!
আই মিন তোমার বাড়ির বুক সেল্ফে রাখতেই রাখতে!!!!!!!!!!
হাজার হোক আমার ভেতরে তুমি মহিলা হুমায়ুন দেখতে পেলে এই দাবী না করলে কি চলবে!!!!!!!
দোয়ার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!
আর ভাবীমনিকেও অনেক অনেক ভালোবাসা!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন: তুমি বিদেশ থাকো আর স্বদেশ থাকো কিচ্ছু জানিনা আমি .....
যেখানেই থাকো না কেনো এই বই তোমার কাছে পৌছুতেই হবেই হবে।
৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯
নজসু বলেছেন:
শুভকামনা রইল।
প্রচ্ছদ সত্যি চমৎকার হয়েছে।
সুযোগ পেলে প্রিয় ব্লগারদের বই সংগ্রহ করবো।
কঙ্কাবতীর কথাসহ সব বইয়ের সাফল্য কামনা করছি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!
৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩
জাহিদ অনিক বলেছেন: বাহ --------- কংকাভাইয়া্
অনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫
শায়মা বলেছেন: হা হা হা জাহিদ হাসান ভাইয়ু!!!!!!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬
শায়মা বলেছেন: ভাইয়া তোমার বাসায় আমার বই এর এই চিত্র ফেসবুক থেকে এনে লাগিয়ে দিলাম!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮
শায়মা বলেছেন:
ভাইয়া তোমার লেখাজোকাটা ......
৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
জুন বলেছেন: বায়োগ্রাফীতে প্রথম লাইনটি কংকাবতী স্টাইলে লেখা হবে
এক দেশে ছিল এক পাড়াবেড়ানি
তাই নয়কি শায়মা
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০
শায়মা বলেছেন: না না সেভাবে নয়.....
আমার জুন আপু ছিলো এক ইবনে বতুতা... তার দেশ বিদেশের নানা কাহিনী শুনে আমরা তাকে এই নাম দিতেই বাধ্য হয়েছিলাম। তবে আপু ছিলো বর্ণচোরা মানে তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ইতিহাস আমাদের কাছে লুকিয়ে রেখেছিলো পরম যতনে .....
কেনো সেটা করেছিলো আমার জানা নেই .....
সে যাই হোক আপু আমাকে একবার ব্যাংককের ফ্লোটিং মার্কেটের বোাটে ভাসা ফ্রুটওয়ালী পুতুল দিতে প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু সেই প্রতিজ্ঞা তিনি বেমালুম ভুলিয়া গেলেন। আপুর মত এত বিদুষী কইন্যার তো মেমোরী এত ডাল হইবার কথা না যতই হৌক আমার মেমোরী তো অসাধারণ তাই আমি এই কথা আপুকে আবারও স্মরণ করাইয়া দিলাম আমার এই বায়োগ্রাফী রচনাবলীতে ............
৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
বইটির সফলতা কামনা করছি।
সেই সাথে লেখক ও সম্পাদক শায়মা হকেরও।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: বইটি!!!!!!!!!!!!
প্লুরাল হইবেক !!!!!!!!!!!!
আমার ও আমাদিগের বই!!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
শায়মা বলেছেন:
ভাইয়া তোমার অর্ধাঙ্গিনীর হাতের বইটারই ছবি দিলাম! কি আর করা তুমি তো আর কিনবে না!!!!!!!
৪৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮
জুন বলেছেন: বোটে বসা ফুলওয়ালী পাঠাবো কোন ঠিকানায়
তোমার মত বিদুষী রন্ধনশিল্পীর রান্না দেখে যেই কান্না করে বায়না ধরে খাবার জন্য তাকে তুমি সোজা পরীর দেশে পাঠায় দাও তাই আমি ফুল নিয়ে নায়ে বসে আছি পরীর দেশের ঠিকানার জন্য যদি বা কোনদিন যেতে পারি
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: হা হা হা হা ওকে ওকে পরীর দেশের ঠিকানা পাঠায় দেবো তোমার ইমেইল ঠিকানায়.......
কিন্তু ইমেইল ঠিকানা তো জানিনা!!!!!!! হায় হায় কি হবে!!!!!!!!!!
কে যাবি পারে ওগো তোরা কে???
জুন আপু তরী নিয়ে বসে আছে নদী কিনারে ......
৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩
জুন বলেছেন: আমি বদরুন্নেসা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই কথাতো আমি সামুর মত খোলা প্ল্যাটফমে কতবার কত পোষ্ট এ কত লক্ষ বার বলছি
লুকানোর প্রশ্নই ঊঠেনা আপুনি
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫
শায়মা বলেছেন: না না লুকানো না মানে এত ভালো ছাত্রী!!!!!!!!!!!!!!! সেটা তো আর বলোনি!!!!!!!!! তাই বললাম!!!!!!!!!!! মানে লজ্জা পাও তাই !!!!!!!
৪৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
নতুন নকিব বলেছেন:
বাপরে! এত দিনে কঙ্কাবতীকে পাওয়া গেল!
সুন্দর। শুভকামনা নতুন বইয়ের জন্য। আপনার জন্যও।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!
অনেক অনেক ভালোবাসা!
৪৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কঙ্কাবতীর লঙ্কাকাণ্ড!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ামনি!
৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
নীল আকাশ বলেছেন: শায়মা আপু,
কঙ্কাবতী রাজকন্যাকে চিনতে পারি নি আমি! ইক! আপনার ২টা আইডি আমি জানতাম। তবে এটা জানতাম না। আপনার অর্ধাঙ্গিনীর অর্ধ বিড়ম্বনা লেখাটা আমার খুবই পছন্দ হয়েছিল, মনে আছে সেই সময় খুব মনোযোগ এটা পড়েছিলাম। তবে নাতালিয়া ছিল বেস্ট। আমি প্রায় টানা পড়েছিলাম পর্ব গুলি। আপনি মাঝে মাঝেই আমার গল্প গুলি এসে পড়ে যান। এবার তাহলে আপনাকে ধন্যবাদটা দেয়া গেল!
আপু ভালো থাকবেন সব সময়।
আপনার জন্য এবং এই বই দুইটার জন্য মন থেকে শুভ কামনা করলাম!
ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২২
শায়মা বলেছেন: ভাইয়া তোমার কঙ্কাবতী!
৪৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
এক গাছে ঝুলন্ত বাসা বেঁধে বাস করতো এক পাখিযুগল। মেয়ে পাখিটি দুই জোড়া ডিম দিলো । এরপর দু'জন প্রেমে হাবুডুবু খাচ্ছে আর মেয়ে পাখিটি ডিমে তা দিচ্ছে ! কিছুদিন পর ডিমের ভেতরে নড়াছড়া শুরু করলো । ছেলে পাখিটি নড়াছড়া শোনার জন্য সারাক্ষণ ডিমে কান পেতে থাকে ! মেয়ে পাখিটি বিরক্ত হয়ে ছেলে পাখিটিকে বলে, তাহলে তুমি ডিমে তা দাও দেখি বাচ্চা ফুটে কিনা ! ছেলে পাখিটি লজ্জা পেয়ে সরে আসে তবে আসেপাশে শুধু ঘুর ঘুর করে কখন বাচ্চা বের হবে! আর মেয়ে পাখিটি ছেলে পাখিটির এসব কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসে ! একদিন হঠাত খুব ঝড় হলো এবং পাখি যুগলের বাসাটা ভেঙ্গে নিচে পড়ে গেল । তাদের ডিমগুলো ভেঙ্গে গেল এবং চোখ ফুটতে থাকা বাচ্চাগুলো ডিম থেকে বের হওয়ার আগেই মরে গেলো । পাখি দুটো কিছুদিন পাগলের মত শুধু এদিক ওদিক উড়লো । তারপর ওরা সিদ্ধান্ত নিল ওরা আর বাসা বাঁধবে না । এভাবে উড়ে উড়ে ঘুরে ঘুরে থাকবে। গাছের ডাল পালায় ঘুমাবে । এভাবে তাদের ভাল সময় কাটছিল। তারা দূর দূরান্ত অনেক জায়গায় ঘুরতে লাগলো । কিন্তু একদিন তারা সমস্যায় পড়ে গেল । মেয়ে পাখিটার পেটে ডিম আসলো ! এখন তারা কী করবে? কোথায় ডিম পাড়বে ! ওরা তো প্রতিজ্ঞা করেছে ওরা আর বাসা বাঁধবে না ! ছেলে পাখিটি একটা বুদ্ধি বের করলো সেটা হলো যে সব পাখিরা বাচ্চা দিতে অক্ষম তাদেরকে এই ডিমগুলো দিয়ে দিবে । তারা খুঁজতে লাগলো কাদের বাচ্চা দরকার । ওরা এক দম্পতিকে পেল । তাদের বাসায় মেয়ে পাখিটি বসে পড়লো । এবং ডিম পাড়লো । এভাবে মেয়ে পাখিটির পেটে যতবার ডিম আসে ততবার অন্যকে ডিম দিয়ে দেয় । একদিন তারা এক গাছের ডালে ঘুমাচ্ছিলো । হঠাত ঘুম ভেঙ্গে দেখে অনেক বাচ্চা পাখি তাদের ঘিরে ধরেছে । পাখিগুলো মাত্র উড়তে শিখেছে । তাদেরকে মা বাবা ডাকা শুরু করেছে ! ওরা তো অবাক ! পরে ওরা বুঝতে পারে এতোদিন ধরে মেয়ে পাখিটি যত বাসায় ডিম পেড়েছে, সেই ডিম থেকে যত বাচ্চা ফুটেছে এবং সে বাচ্চাগুলো যখন উড়তে শিখেছে তারা তাদের আসল মা বাবকে খুঁজে বের করে ফেলেছে ! পাখি যুগল তো মহা বিপদে পড়ে গেল ! এতোগুলো বাচ্চা দিয়ে ওরা কি করবে ? ওদেরকে কী খাওয়াবে ! তারপর...
তারপরেরটা আপনি লিখুন !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫
শায়মা বলেছেন: এহ রে কাজ নেই.......
নিজের নিকের বাচ্চা কাচ্চা নাতি পুতি নিয়েই বাঁচিনা আর যাবো কিনা পাখিদের বাচ্চা নিয়ে ভাবতে....
তোমার ভাবনা তুমি ভাবো রোবোকপ !!!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০
শায়মা বলেছেন:
ভাইয়া!!!!!!!!!!! তোমার বইটা!!!!!!!
৫০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৪
সামিয়া বলেছেন: ওয়েল ডান সিস, ভেরি গুড জব। অভিনন্দন লেখাজোকা আর কঙ্কাবতীর কথার জন্য।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপুনি!!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন:
আপুনি লাভ ইউ সো মাচ!!!!!!!!
৫১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
ভুয়া মফিজ বলেছেন: এই বই আমার সংগ্রহে থাকবে না, এটা হতেই পারে না। পরেরবার দেশে আসলেই সংগ্রহ করতাম। তবে, রাজকন্যার রাজকীয় উপহার এক্সেপ্ট না করার দুঃসাহস তো আমার নাই।
এবার আসল কথায় আসি। অনেক কায়দা করে একটা ঠিকানা যোগাড় করেছি। অন্যের ঠিকানা, তাই ব্লগের ওপেন ফোরামে দিচ্ছি না। আমার ব্লগীয় ই-মেইল এড্রেস হচ্ছে, [email protected]
একটা মেইল করে দিলে আমি এড্রেসটা রিটার্ণ মেইলে পাঠিয়ে দিবো। ব্লগে পড়া আর বই-এ পড়া অবশ্যই ভিন্ন স্বাদের হবে। ভিন্ন স্বাদ আস্বাদনের জন্য উদগ্রীব হয়ে আছি!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!
আমি মেইল করছি এখুনি!!!!!!
৫২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
ক্লে ডল বলেছেন: অভিনন্দন! কঙ্কাবতীর কথা এবং লেখাজোখা সংকলন পাঠক নন্দিত হোক!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!
৫৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০
রাকিব আর পি এম সি বলেছেন: অভিনন্দন। শুভ কামনা রইলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
৫৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫
আরইউ বলেছেন:
অনেক অনেক [এবং অনেক... ...] অভিনন্দন, শায়মা!
ভালো থাকুন নিরন্তর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!
৫৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৫
হাবিব বলেছেন: অভিনন্দন আপুনি, আমার ম্যাডাম বলেছে একটা সুন্দর প্রেমের উপন্যাস আর একটা গল্পের বই কিনতে। ভাবছি আপনার বইটা পছন্দের শীর্ষে রাখবো। আপনার বই বেস্ট সেলার হোক কামনা করি। শুভ রাত্রি আপু।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
ম্যাডামের এড্রেস দিলে আমিই পাঠিয়ে দেবো !
আর তুমি তোমারটা কিনে নিও !
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
শায়মা বলেছেন:
ভাইয়া তোমার হাত
৫৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
অলরেডি ৫৫টি কমেন্ট হয়ে গেছে। এই পঞান্ন জনের সাথে আমিও যুক্ত হয়ে প্রচার করবো আমাদের ব্লগের সুপারস্টার আপুর উপন্যাসের খবর। পাশাপাশি লেখাজোখা তো আছেই। আমি সবার আগে গুনে গুনে সব ব্লগারের বই সংগ্রহ করবো, পরে বাজেটে পোষালে অন্যগুলো কিনবো।
বইমেলায় আমাদের ব্লগার লেখকদের মনখারাপ চেহারা একদম সহ্য হবে না। এজন্য এই পরিবারের একজন সদস্য হিসেবে সবার কাছে অনুরোধ আসুন সবাই মিলে আমাদের সহ ব্লগারদের বই কিনি। তাদের অক্লান্ত পরিশ্রমকে একটু হলেও রেসপেক্ট করি।
শুভ কামনা, প্রিয় আপু সহ সকল লেখক ব্লগারদের জন্য।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
শায়মা বলেছেন: ঠিক তাই ব্লগারেরা ব্লগারের বোন এবং ভাই !
হা হা হা
থ্যাংক ইউ ভাইয়া!!!
৫৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০০
ঠ্যঠা মফিজ বলেছেন: কঙ্কাবতী'র লেখাজোকা'র সাফল্য কামনা করছি । আহারে আমি যদি লেখক হতে পারতাম ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
শায়মা বলেছেন: আহা তুমি বুঝি লেখক না !
৫৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
কাবিল বলেছেন: অভিনন্দন রইল পুস্তক দুটির জন্য ।
পরবর্তী বইয়ের জন্য তোমাকে অগ্রিম শুভেচ্ছা!
যেহেতু এই বইয়ে উৎসাহে ছিলাম না
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
শায়মা বলেছেন: হা হা হা তুমি সব সময় ছিলে ভাইয়া !
৫৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
হাবিব বলেছেন:
ম্যাডামের এড্রেস দিলে আমিই পাঠিয়ে দেবো ! ম্যাডামের টা কিনলেও কি টাকা লাগবে?
দুইটা কিনলে কি একটা কঙ্কাবতি কিনলে কি একটা লেখাজোকা ফ্রিতে পাওয়া যাবে?
আর কিছু না হোক আপু, তোমার অটোগ্রাফ যুক্ত একটা বই কি হবে আমার জন্য। আরে, টাকা দিয়েই কিনবো.......
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
শায়মা বলেছেন: হা হা হা দেখো পরী বা রাজকন্যার উপহারে কি টাকা লাগে নাকি!!!!!!!!! চিন্তা করে দেখো !
৬০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
হাবিব বলেছেন:
হা হা হা দেখো পরী বা রাজকন্যার উপহারে কি টাকা লাগে নাকি! .......
বাহ বাহ বাহ...... দিল খোঁশ হয়ে গেল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
শায়মা বলেছেন: হা হা হতেই হবে পরী রাজকন্যার কথায় খোশ না হয়ে উপায় আছে বলো!!!!!
৬১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
করুণাধারা বলেছেন: তোমার সেই সিরিজে আমি আগেও বলেছি, সেটা পড়তে "ন হন্যতে" এর মতো ভালো লাগতো। এখন আবার না হন্যতের কিছু অংশ লাইন মনে পড়ল। "বুকে দোলে তার বিরহ ব্যথার মালা/ গোপন মিলন অমৃত গন্ধ ঢালা.....", এটা বলে লেখিকা বলেছিলেন, তিনি একই সাথে মিলন আর বিরহ অনুভব করেছিলেন;এখন আমিও একই সাথে সুখ আর দুঃখ অনুভব করছি! সুখ, কারণ আমি বহুবার কঙ্কাবতী রাজকন্যাকে বলেছিলাম সিরিজটা বই আকারে প্রকাশ করতে, অতএব চাওয়া পূরণ হওয়ায় এখন আমার সুখী হবারই কথা, হয়েওছি। কিন্তু এই সুখের চেয়ে বড় বেশি করে দুঃখ হচ্ছে আমার, প্রিয় কঙ্কাবতী রাজকন্যার লেখা আর পড়তে পাবো না জেনে! ঠিক যেমনটি দুঃখ হয়েছিল উধাও হওয়া স্পর্শিয়ার লেখা পড়তে না পেয়ে। একদিন হঠাৎই আমার মনে হয়েছিল, স্পর্শিয়া আর কঙ্কাবতী রাজকন্যা একই মানুষ। তোমাকে মন্তব্যে প্রশ্নও করেছিলাম এ নিয়ে, উত্তর এড়িয়ে গেছিলে। তারপর দশ বছর পূর্তির পোস্টে তুমি যখন বললে তুমিই স্পর্শিয়া, তখনই বুঝতে পারলাম তুমিই তবে কঙ্কাবতী রাজকন্যা হয়ে এই চমৎকার লেখা গুলো লিখছো.....
কঙ্কাবতী রাজকন্যা থাকুক, স্পর্শিয়াকেও ফিরিয়ে আন, ব্লগে চমৎকার কিছু গল্প পড়ার সুযোগ দাও........
রকমারি ডট কমে লেখক এর নাম, বইয়ের নাম দিয়ে কঙ্কাবতীর কথা খুঁজে পেলাম না!!! কিভাবে পাওয়া যাবে বলতো?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!
আমি জানি জানি জানি তুমি ঠিকই আমাকে চিনেছিলে .....
হা হা হা
আপুনি ৮ই ফেব্রুয়ারীর মাঝে মেলায় পাওয়া যাবে।
রকমারীতে কবে থেকে পাওয়া যাবে জানাবো!
আর প্রমিজ করলাম রাজকন্যাকে ঘাড়ে ধরে গল্প লিখাবো !!!!!!!!! হা হা হা
নইলেও নো প্রবলেমো আবার না হয় আনবো কোনো ভূতকন্যাকে !
৬২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী দিয়া যি অভিনন্দন জানাবো, হাতের কাছে কিছু পাইতেছি না। যাই হোক, যা কিছু বড়ো ও মহীয়ান, তার সমান অভিনন্দন ও শুভেচ্ছা দিলাম
কঙ্কাবতী রাজকন্যা বেঁচে থাক হাজার বছর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!
আমি জানি সদা ও সর্বদা তোমার শুভেচ্ছা থাকবেই ......
৬৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ বোকাভাইয়া!!
কেমন আছো তুমি? ইদানিং আর দেখাই যায় না তোমাকে .....
৬৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড় ভালো লাগলো, আপুনি।
তোমার হাতে জাদু আছে।
শুভ কামনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!
৬৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭
কাতিআশা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি আমাকে "বিশেষ ভালবাসায়" উৎসর্গ করার জন্য!..খুব ব্যস্ত থাকি আপুনি, সারাদিন ফিল্ড ইন্সপেক্শন এ বাইরে বাইরে ঘুরি..অফিসে বিকালের দিকে এসে, রিপোর্ট লিখে বাসায় রওনা দিয়ে সন্ধ্যা ৭টায় বাসায় পৌছাই,..তারপর শুরু হয় খাবারের জোগান, ছেলের হোমওয়ার্ক, সবশেষে ক্লান্তিতে শরীর ভেঙে আসে...তাই ব্লগে ঢু মারলেও লিখতে পারি খুবই কম!..দেশে থাকলে তোমার বইটা কিনতাম, --কি ভাবে পেতে পারি বলতো?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৯
শায়মা বলেছেন: তোমার এড্রেস দিলে বাড়িতে বসেই পাইয়ে দেবো আপুনি!
তবে বইটা কিন্তু এখনও বইমেলায় আসনেি। খুব শিঘ্রী এসে যাবে।
আর তোমার কথাটাই সবার আগে মনে পড়েছিলো তো !!!!!!
৬৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২
কাতিআশা বলেছেন: ইয়া আল্লাহ! তুমিই কঙ্কাবতী রাজকন্যা!!!!!!!!!!!!!! এত যে আমার খুই প্রিয় নিক!..কত খুজেছি তোমায়, ভাবতাম তুমি আমার কাছাকাছি, আমেরিকাতেই থাক!!!!!!!!!!!!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩১
শায়মা বলেছেন: আমি তো তোমার কাছাকাছিই থাকি আপুনি!!!!!
মানে মনের কাছে
তুমি বলেছিলে শুধু একটা লেখাতে কমেন্ট করার জন্যই তুমি নতুন নিক খুলে লগ করেছো কারণ তোমার পুরান নিক হারিয়ে গেছে !!!!!!
এই কথা আমাকে কতখানি মুগ্ধ করেছিলো তুমি জানোনা !!!!!!!
৬৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২২
অবেলার পানকৌড়ি বলেছেন: আপু এবার ২৬ শে মার্চ ঢাকায় উদযাপন করব সেই উপলক্ষ্যে ঢাকায় যাবো যদিও অনেকবার বলেছিলাম ঢাকায় যাব কিন্তু হয়ে উঠেনি। এখন একটু ব্যস্ততা আছে এই আরকি। আমি কি তখন বইয়ের একটা কপি কিনতে পারব?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০
শায়মা বলেছেন: মনে হয় পারবে কারণ তত দিনে তো নীলভাইয়া রকমারীতেও দিয়ে দেবে আর গুলশান বই বিচিত্রায় থাকবে। আর তুমি চাইলে তোমাকে পৌছে দেবো।
৬৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:২২
অবেলার পানকৌড়ি বলেছেন:
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯
শায়মা বলেছেন: এত খুশি কেনো ভাইয়ু!!!!!
৬৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:২৫
অবেলার পানকৌড়ি বলেছেন: আমি ঢাকা আসব আপু। একদম অটোগ্রাফ সহই নিবো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: ওকে ওকে ওকে অটোগ্রাফগুলো ছাপাতে দেই .....
৭০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
গরল বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া....
৭১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৪
প্রামানিক বলেছেন: কঙ্কাবতীর সবগুলো পর্বই আমার পড়া আছে, ছদ্ম নামের আড়ালে যে লেখিকা সায়মা ছিল এটা ভাবতেও অবাক লাগছে। অভিনন্দন অভিনন্দন। বইটির পাঠক প্রিয়তা কামনা করি। ধন্যবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
শায়মা বলেছেন: অবাক হয় না ভাইয়া!!!
দেখো অন্যেরা তেমন কেউ অবাক হয়নি!
থ্যাংকস আ লট ভাইয়ামনি!
৭২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১
অবেলার পানকৌড়ি বলেছেন: এত খুশি কেন?
ঠেলায়, ঘুরতে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৮
শায়মা বলেছেন: হায় হায় !!! পানকৌড়ি!!!!!
৭৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩১
প্রিন্স হ্যামলেট বলেছেন: কোথাও আমার নাম খুঁজে পেলাম না ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: তোমার আরেকটা নাম কি ছিলো ? সেটা খুঁজো ভাইয়া!
৭৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
প্রিন্স হ্যামলেট বলেছেন: না, সেটাও নেই। আমি কখনো সুসময়ের সঙ্গী হতে পারি না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০
শায়মা বলেছেন: তুমি কি বলতে চাও তুমি একজন নতুন মানুষ? আই মিন এখানের নতুন ব্লগার?
৭৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯
রাকিব আর পি এম সি বলেছেন: অসাধারণ। অাপনার মত প্রতিভাবান লেখক/লেখিকাদের হাত ধরেই বাংলা সাহিত্য অারো সমৃদ্ধ লাভ করুক। শুভ কামনা রইলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
প্রকাশকভাইয়া বলেছে কাল থেকেই আমার বইটা স্টলে পাওয়া যাবে।
৭৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মেইল বক্সে দু'আ পাঠান
হে হে হে হে
হে হে হে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮
শায়মা বলেছেন: ওকে মন্তব্যগুলি মুছে দিলাম ভাইয়া!
ভাইয়া কঙ্কাবতীর কথা আজ এসেছে!
সিলেটে যাননি কঙ্কাবতী!
তাই পাওনি তুমি!
ঢাকা বইমেলায় আসবে না?
৭৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৪
নাহিদ০৯ বলেছেন: লেখাজোকা পাইনি। কঙ্কাবতীর কথা কিনে নিয়ে আসছি। পড়ে আলাদা রিভিউ পোস্ট দিবো।
স্টলে এক আপু বসে ছিলো বেশ পরিপাটি করে শাড়ি পরা। উনি নিজেই জানতে চাইলেন আমিও ব্লগে আছি কি না, তারপরে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিলেন। উনাকে জিগ্গেস করেছিলাম কিভাবে বুঝলেন, উনি বই দুইটা'র নাম জিগ্গেস করা থেকে ধরে নিয়েছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০০
শায়মা বলেছেন: ভাইয়া তুমি কি তাহলে ২য় ক্রেতা? নাকি তুমি প্রথম আর নীলআকাশ ভাইয়া দ্বিতীয়!
খুব জানতে ইচ্ছে হচ্ছে !
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
আর অবশ্যই রিভিউ দাও!
এই বইটা পড়তে দুদিনও লাগবে না !
ভাইয়া তারপর বলো আর কিভাবে লিখলে আরও ভালো হবে !
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
শায়মা বলেছেন: নাহিদভাইয়া এটাও এখানে রাখলাম!!!!!
৭৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসবো না মানে, অবশ্যই আসবো। ফ্রি হয়ে আসবো ২১ তারিখ ; যদিও এর আগে মাঝেমধ্যে আসবো, তবে সময় দিব খুব কম।
হয়ত খুব দ্রুতই মাথার পাশে এগুলোর সাথে আপনার কঙ্কাবতী শুভা ছড়াবে।
ধন্যবাদ ; আন্তরিকতার সাথে খোঁজ খবর নেয়ার জন্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!
অনেক অনেক ভালোবাসা!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২
শায়মা বলেছেন: তাজুল ইসলাম
ভাইয়া তোমার বইটা!
৭৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩
অদ্ভুত_আমি বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!
থ্যাংক ইউ!!!!!!
৮০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
আমি নেই ওই মিছিলে
সকাল কিম্বা সন্ধা বিকালে
আমি নেই জ্ঞানীদের কাতারে
জাল বুনি স্বপ্ন সাতারে...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া !!!
কবিতাটা অনেক সুন্দর ভাইয়ামনি!
৮১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২১
শায়মা বলেছেন: এত খুশি কেনো ভাইয়া???
৮২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: লেখক বলেছেন: এত খুশি কেনো ভাইয়া???
না আপি, ভাবছি কতটুকু বেশি বলেছেন?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১
শায়মা বলেছেন: আমার তো সব কিছুই বেশি বেশি ভাইয়ু!!!!!!!
৮৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপি, মেইল চ্যাক করুন ;
দেখি বইটই হ্যাক করার কোন ওয়ে দিতে পারেন কিনা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২২
শায়মা বলেছেন: বই হ্যাক করবে!!!!!!!!!
সেটা আবার কি!!!!!!!
ওকে ওকে চেক করি !!!!!!!
৮৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮
মলাসইলমুইনা বলেছেন: আপনার বইটা অর্ডার না দিয়ে এই লেখায় কমেন্ট করতে চাইনি ।বইয়ের অর্ডার যথারীতি ঢাকায় পৌঁছনো হয়েছে । আশাকরি পেয়ে যাবো তাড়াতাড়ি। কিন্তু নতুন কিছুতো বলা যাবে না আর এই বই সম্পর্কে ।এই লেখার মুগ্ধ পাঠকতো অন্য অনেকের মতো আমিও প্রথম থেকেই। এই লেখার আগে পর্যন্ত ভালোইতো নিজেকে লুকিয়ে রাখলেন রাজকন্যার আড়ালে কিন্তু একটা কারণে আমার কিন্তু সন্দেহ হয়েছিল আপনিই কঙ্কাবতী রাজকন্যা ।এখনতো মনে হচ্ছে শার্লক হোমস পড়ে বিদ্যা খুব খারাপ অর্জন করিনি।হাহাহা।ভালো থাকবেন।বইয়ের সাকসেক আন্তরিক ভাবেই চাওয়া থাকলো ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: হা হা হা
জানি জানি চেনা মানুষের গন্ধ পাওয়া যায়!!!!!!!
হাউ মাউ খাউ চেনা মানুষের গন্ধ পাও !!!!!!!!!!
আর তুমি খারাপ শার্লক হোমস কারণ পুরা পুরি কনফিডেন্ট হতে পারোনি!
৮৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
৮৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২
অয়ি বলেছেন: আমি কি উৎসাহ দিয়েছিলাম! মনে করতেপারছি না।
আপনার জন্য শুভকামনা থাকলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!
৮৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
শকুন দৃিষ্ট বলেছেন: ওহ নো, হতেই পারে না। এ মিথ্যা, কেবলি মিথ্যা। মনে হয় তুমি রাজকন্যার পাসওয়ার্ড চুরি করে তাকে খুন করে তার স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছ। তুমি প্রতারক। আমি বিশ্বাসই করতে পারছিনা এই পাগলীটা কিভাবে ঠান্ডামাথায় কন্কাবতীর চরিত্রে দিনের পর দিন অভিনয় করে গ্যাছে। এও কি সম্ভব? জ্বিনতত্ত্ব কি তবে আজ ভুল প্রমাণিত হল?
যাক্গে, তুমি কন্কাবতী হয়েই থাক পাঠকের হৃদয়ে -
স্বপন যদি মধুর এমন,
হোক সে মিছে কল্পনা
জাগিও না আমায়, জাগিও না।।
আমি কালই বইটি কিনতে মেলায় যাব। শুভকামনা কন্কাবতী ও কন্কাবতীর কথার জন্য।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
এইবার বুঝো কেনো তোমাকে আমি এত ডাকাডাকি করছিলাম!!!!!
কঙ্কাবতীর কিছু একনিষ্ঠ পাঠক ছিলো। তাদের মধ্যে প্রথম ৩ জনের একজন তুমি!
কতবার বললাম ভাইয়া দেয়ার ইজ আ পাজেল ......
তুমি তো গাধা বুঝলেই না!!!!!!!!!
রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমার চাইতে কে আর এত ভালোবাসাবাসির কথা জানে!!!!!!!!! বা বলবে!!!!!!!
(আমি বিশ্বাসই করতে পারছিনা এই পাগলীটা কিভাবে ঠান্ডামাথায় কন্কাবতীর চরিত্রে দিনের পর দিন অভিনয় করে গ্যাছে। এও কি সম্ভব? জ্বিনতত্ত্ব কি তবে আজ ভুল প্রমাণিত হল?)
যাইহোক আর ঠান্ডা মাথায় অভিনয় কথাটা শুনে হাসছি! মানে হাসতে হাসতে মরেই গেছি। অভিনয়টা কিছুটা প্রফেশন্যালী লাইফে জড়িয়ে আছে তো তাই এই অভিনয় কিছুই না।
আসল কথা লেখার সময় স্বপ্নেও ভাবিনি একদিন নিজেই প্রকাশিত হয়ে যাবো বরং পরিচয়টা লুকিয়েই রাখতে চেয়েছিলাম। ভেবেছিলাম নিভৃতে যতনে লিখে যাবার গোপন নিকটি হয়ে থাকবে কঙ্কাবতী রাজকন্যা।
কিন্তু তোমাদের জন্য আর সেটা হলো না। আমি আবার মানুষ বেশি প্রশংসা করলে বেশিক্ষন হাসি চাপতে পারি না !
মানে আনন্দের হাসি! জানোই যত দুঃখ বেদনা লিখিনা কেনো আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ.........
থাক ভাইয়া বেশি স্বপন ভালো না
স্বপন ভেঙ্গে যাওয়াই উত্তম
ইহাতে জগতের উন্নতি হয়!!!!!!!!
৮৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
আখেনাটেন বলেছেন: আমি তো মহা গাড়ল আছি মাইরি!!!
এই রাজকন্যা যে কোহেকাফ থেকে আসে নি, তা আগে বুঝি নাই ক্যান, ক্যান, খ্যান।
আমি তো আমার এক পোস্টে শায়মা, কঙ্কাবতী দুজনকেই তুলে দিয়েছি। আপনি তা দেখে চরম মজা নিয়েছেন নয়।
খেলমু না.......
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
শায়মা বলেছেন: হা হা হা হা হা এতক্ষনে!!!!!!!!!!!!!!!!!!!!!
ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লাভ ইউ লাভ ইউ লাভ ইউ!!!!!!!!!!!!!!! ভ্যালেনটাইনের পরের দিনের লাভ ইউ নাও ভাইয়ামনি!!!!!!!
থাক থাক লাগ কলে না!!!!!!!!!!!
রাজকন্যার কারণেই তো তুমি আমার এত চেনা
সেকি জানো না !!!!!!!!
৮৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
আখেনাটেন বলেছেন:
রাজকন্যার কারণেই তো তুমি আমার এত চেনা
সেকি জানো না !!!!! ---- কীভাবে? বলুন দেকি নি!!!!
তবে নামটা গোপন থাকায় ভালো ছিল। পাঠকদের সঠিক মূল্যায়নটা পেতেন। এখন তো অনেকে...।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
শায়মা বলেছেন: অনেকভাবে। হা হা হা
ভাইয়া শায়মা বা অপ্সরার লেখাগুলির চাইতেও তুমি রাজকন্যার লেখাগুলি মন দিয়ে পড়েছো। কিভাবে বুঝলাম তা তো বলে দিতে হবে না। কোন লেখা মানুষ কেমনে পড়ে তা লেখক ভালোই বুঝতে পারে। আর সেখানে তোমার অনেস্ট অপিনিওনগুলো তোমাকে চিনতে আমাকে বেশি হেল্পো করিলো.......
আর সেই কারনেই এই ভালোবাসা বাড়িলো! হা হা হা হা হা হা হা
আরে আমিও তো গোপনই রাখতে চেয়েছিলাম........
স্বপ্নেও চেয়েছি নাকি প্রকাশিত হতে!!!!!!
পাঠকের সঠিক মূল্যায়ন পেয়ে গেছি ভাইয়া ......
বইটা কে কিনবে কি কিনবেনা সেটা মূল্যায়ন নহে ......
আর সত্যি বলতে আমি তো নিজের ডায়েরীটাই অক্ষয় করে রাখতে চেয়েছিলাম এখানে লিখে লিখে......
বই এর রূপ দেবার কোনো দুরাভিসন্ধি ছিলো না .......
এই দুরাভিসন্ধি তো তোমরাই দিলে!!!!!!!!!!!!!
তোমরা তার জন্য দায়ী আমি না!!!!!!!!!!!!!!!!
৯০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪
আখেনাটেন বলেছেন: কঙ্কাবতীর লেখাগুলোই আবার ঢু দিলুম। আর অনেকের মন্তব্য পড়ে হেসে কুটি কুটি হচ্ছিলুম। মানে আপনি সেসময় সেই মন্তব্যগুলো পড়ে কেমনে চুপি চুপি মজা লুটেছেন সেটা ভেবে।
যেমন ধরুন: কঙ্কাবতীর প্রথম পোস্টে চাঁদগাজী বলেছেন: আপনার ১ম পোষ্ট, ব্লগে স্বাগতম।
আপনার নিজস্ব কাহিনী আছে, মনে হচ্ছে, লিখুন --- এই মন্তব্য পড়ে আপনি...
কালিদাস বলেছেন: আপনার নিকটা অন্যরকম। নামটা কোন একটা নাটকে শুনেছিলাম, এখন মনে করতে পারছি না --
আখেনাটেন বলেছেন: গল্প চমৎকার লেগেছে বললে নিজের সাথেই প্রতারণা হবে। যদিও আপনি ভাষার ব্যাপারে ফুটনোট দিয়েছেন, তবুও আমার লেখার স্টাইল পছন্দ হয় নি। এর মানে এই নয় যে আপনি খারাপ লিখেছেন। অন্যদের কাছে চমৎকার হতেও পারে। --------এক গল্পে প্রথম মন্তব্যেই বেশ কঠিন কথাই পেড়েছিলাম। নিশ্চয় মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল শুরুতেই এমন নেগেটিভ কামেন্তোতে।
চাঁদগাজী বলেছেন: "এ কি খেলা আপন সনে"তে ভালো সাড়া পাবার পর, আপনি লেখায় মন দিচ্ছেন না; দীপুদা, নাকি মীপুদা না ভেবেই লিখেছেন, এটার বেলায়ও যা মনে আসছে, তা টাইপ করে যাচ্ছেন। ---হা হা হা। নিশ্চয় গাজিদাকে বোমা মারতে ইচ্ছে করছিল তখন।
যাই হোক, এ নামে, বে নামে, অং নামে বং নামে যে নামেই লিখেন, লেখা ভালো হলে পাঠক ভালো মুল্যায়ন করবে। আর আপনি আপন গরিমায় গরীয়সী। সো শুভকামনা বইটির জন্য। আমার সেল্ফেও এক পিস থাকবে আশা করি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০
শায়মা বলেছেন: হা হা হা হা মোটেও না ভাইয়ু!!!!!!!!!!
আমি তো শুধু একটা লেখা লিখতেই গিয়েছিলাম সেখানে। এরপর পাঠকের অনুরোধে আরও কিছু লেখার ইচ্ছা মাথায় চাপলো।
তখনই শুরু হলো অং বং এক্সপেরিমেন্ট!
যেমন ধরুন: কঙ্কাবতীর প্রথম পোস্টে চাঁদগাজী বলেছেন: আপনার ১ম পোষ্ট, ব্লগে স্বাগতম।
আপনার নিজস্ব কাহিনী আছে, মনে হচ্ছে, লিখুন --- এই মন্তব্য পড়ে আপনি...
না না এটা পড়ে একদমই হাসিনি। ভেবেছি আমি যাই লিখি তাই তো সবাই আমি মনে করে। সত্যি আমি গিয়ে দাঁড়ালেও তাই মানুষ ভাববে এটা আমি না লেখাটাই আমি।
কালিদাস বলেছেন: আপনার নিকটা অন্যরকম। নামটা কোন একটা নাটকে শুনেছিলাম, এখন মনে করতে পারছি না --
হা হা হা কালীদাসভাইয়া ঠিকই বলেছে কোনো এক নাটকে বা রুপকথার গল্পে সবাই এই নাম দেখে।
আখেনাটেন বলেছেন: গল্প চমৎকার লেগেছে বললে নিজের সাথেই প্রতারণা হবে। যদিও আপনি ভাষার ব্যাপারে ফুটনোট দিয়েছেন, তবুও আমার লেখার স্টাইল পছন্দ হয় নি। এর মানে এই নয় যে আপনি খারাপ লিখেছেন। অন্যদের কাছে চমৎকার হতেও পারে। --------এক গল্পে প্রথম মন্তব্যেই বেশ কঠিন কথাই পেড়েছিলাম। নিশ্চয় মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল শুরুতেই এমন নেগেটিভ কামেন্তোতে।
না করেনি। কারণ এটা এক মহা এক্সপেরিমেন্ট ছিলো। কার যেন লেখা পড়েছিলাম রাইসুভাইয়ার পেইজে। সেই দেখেই সাধ হয়েছিলো মনে। এটা কি আমার ভাষা নাকি! তবে প্রায় ধরা পড়েই যাচ্ছিলাম ভূতের গল্পে জি এস ভাইয়ার কাছে। উচ্ছলতার রেশটুকু ধরে ফেলেছিলেনই তিনি। তবে আমিও সাথে সাথে লাগাম টেনে ধরলাম! ধরা দিতে চাইনিতো!!!!!!!!!!
চাঁদগাজী বলেছেন: "এ কি খেলা আপন সনে"তে ভালো সাড়া পাবার পর, আপনি লেখায় মন দিচ্ছেন না; দীপুদা, নাকি মীপুদা না ভেবেই লিখেছেন, এটার বেলায়ও যা মনে আসছে, তা টাইপ করে যাচ্ছেন। ---হা হা হা। নিশ্চয় গাজিদাকে বোমা মারতে ইচ্ছে করছিল তখন......
নাহ চাঁদগাজীভাইয়াকে অনেক আগে আবার বোমা মারতে ইচ্ছে হত। কঙ্কাবতী লেখার পরে আর সে ইচ্ছা নেই। তবে আমার টারগেট তো ছিলো সেই একটাই লেখা একি খেলা আপন সনে এটাই সবাই ভালো বলেছে। আর কি দরকার!
আর দীপুদার লেখাটা আমার একজন কলিগের সত্যি জীবন নিয়ে। তার অনুরোধে লিখেছিলাম।
তবে তোমারও ধৈর্য্য বটে...... আবার পড়তে গেলে কমেন্টগুলো!!!!!!!!!!!
ভাইয়া ভাবীজি মাইর দেবে!!!!!!!!!!!!
যাইহোক শুনো সেল্ফসহ তাড়াতাড়ি ছবি দাও নইলে আমিই পাঠিয়ে দেবো তোমার সেল্ফে.....
আহা আমার এত এত ভালোবাসার পাঠকদের হৃদয়ের সেল্ফে শুধু কঙ্কাবতী থাকলেই চলবে! কাঁঠের সেল্ফেও থাকতে হবেই হবে!!!!!!!
৯১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩
শায়মা বলেছেন: আমাদের বই, আমাদের স্টল, আমাদের সুন্দর একটা প্রকাশিকা আপু!
৯২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭
আখেনাটেন বলেছেন:
অনেকের বইয়ের সাথে আপনারটাও সংগ্রহ করলুম। আর সেটা আমার সেল্ফের একাংশে কথামত সাজিয়েও দেখালুম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা ভাইয়া!!!!!!!!!!!!!!
লেখাজোকাতে তো তোমার লেখা ছিলো!!!
সেটা কই!!!!!!!
৯৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭
নয়া পাঠক বলেছেন: আপু তোমার আন্তরিকতা আমাকে পুরোই বিস্মিত, বিহ্বলিত এবং বিচলতি করে ফেলেছে। সবাই কত সুন্দর সুন্দর উচ্ছ্বাস নিয়ে কত কত শব্দমালা একের পর এক জোড়া দিয়ে তোমাকে জানাচ্ছে শত শত অভিনন্দন, কিন্তু আমি কি দেব তোমায়! দেওয়ার মতন তেমন কথামালাও সাজানো নেই হৃদয়ে!
শুধু একটাই কথা হৃদয়ের গভীরতম অবস্থান থেকে, বিধাতা তোমায় সারাটি জীবন যেন রাখে হাসিমুখে!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০
শায়মা বলেছেন: ভাইয়া
বুঝা গেলো তুমি আসলেই এইখানে নয়া পাঠক, লেখক এবং ব্লগার! যারা পুরানো তারা তো জানেই আমি এমন করেই কথা বলি।
তুমিও যে আন্তরিক সেটাও কিন্তু আমি বুঝে গেছি!
অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!
৯৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, আমাদের বইটা !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯
শায়মা বলেছেন: হুম!!!!!!!
আমাদের!!!!!!!!!
৯৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০০
আখেনাটেন বলেছেন: সেটাও কিনেছি.......আরো অনেক বইয়ের সাথে........
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০
শায়মা বলেছেন: সেটার কথা বলোনি তো আগে ভাইয়া!!!!
যাইহোক তোমার গল্পটা এক্সসেলেন্টো!!!!!!
একদম নাম্বার ওয়ান পছন্দের আমার !
৯৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬
মুনসী১৬১২ বলেছেন: শ্যাম্পু দেখি লেখক হয়ে গেছো.।ব্লগে কতদিন আসি না
শুভকামনা বইয়ের জন্য. তুমি আগের মতোই আছো.
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া ঠিক বলেছো আমি আগের মতই আছি!!!
অনেক খানি বদলেও গেছি!!!!!!
৯৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
মুক্তা নীল বলেছেন: আপা , আপনার "কঙ্কাবতীর কথা " বইটা আমি রকমারি তে পাইনি ।অনলাইনে আপনার এই বই আমি কিভাবে সংগ্রহ
করবো? আমি অপেক্ষায় আছি।
আমাকে জানালে খুশী হবো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২
শায়মা বলেছেন: রকমারীতেই পাবে আপুনিমনি!
আমি নীলভাইয়া মানে প্রকাশক ভাইয়াকে বলবো খুব শিঘ্রী রকমারীতে দিয়ে দিতে!
৯৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯
ডার্ক ম্যান বলেছেন: কঙ্কা তোমার কোন শঙ্কা নেই। তোমার বই আমি না কিনলেও কোন কোন প্রেমিক পুরুষ কিনবে। অনেক ব্লগার ইতিমধ্যে কিনে ফেলেছে। বইয়ের বাণিজ্য দারুণ হবে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
শায়মা বলেছেন: তুমি ভাইয়া পুরুষ তাই কিনবেনা!
হা হা ভালো বলেছো!!!!!!
ওকে ভাইয়া নো প্রবলেমো!!!!
বানিজ্যেতে যাবো আমি সিনদাবাদের মত
পাহাড় সাগর অরণ্য পথ ছাড়িয়ে শত শত.....
৯৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩২
জ্যোতির্ময় ধর বলেছেন: চট্টগ্রাম থেকে উড়ে এসে , সোজা চলে গেছি বইমেলায়। “এক রঙ্গা এক ঘুড়ি, স্টল ৪৩৪” থেকে সংগ্রহ করলাম আপনাদের বইগুলো। এখন জাঁকিয়ে পড়বো। অনেক শুভ কামনা। চট্টগ্রাম থেকে উড়ে এসে , সোজা চলে গেছি বইমেলায়। “এক রঙ্গা এক ঘুড়ি, স্টল ৪৩৪” থেকে সংগ্রহ করলাম আপনাদের বইগুলো। এখন জাঁকিয়ে পড়বো। অনেক শুভ কামনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!
১০০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
লেখকে অটোগ্রাফ আর ফটোগ্রাফের অপেক্ষায় কাল বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত সেকি অপেক্ষা!
রাবেয়া বু, শিখাপুনি, কানিজ ফাতেমা, কত জনায় এলেন
সকল ভায়াদের সাথে কত গভীর আলিঙ্গন আর উষ্নতার ফাঁকে ফাঁকে
ষ্টলে আড়চোখে দেখি শুয়ে আছে রাজকন্যা!
সই ছাড়াতো বই নেবোনা!
পরে আর কি! নিলাম আড়ি, চলে এলাম বাড়ী
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!
আমি তো ঢাকাতেই ছিলাম না। সাভারে গেছিলাম একটা অনুষ্ঠানে। ফিরেছি রাত ৮ টায়!
তোমাদের ছবি দেখলাম!
কার সাথে আড়ি দিলে ভাইয়া???
মুক বধির রাজকন্যার সাথে!!!!! হা হা হা হা
১০১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
নাগোনা, রাজকন্যার রাজকন্যার সাথে
সই ছাড়াতো বই নেবোনা! আড়ি হলো সই'র সাথে
আদর করে যে সইরে ডাকি অটুগ্রাফ
যাই যাই করেও যেতেই পারছিলাম না। কাল অবশেষে ইচ্ছে পূরন হলো।
সক্কাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঘুরলাম। অপেক্ষায় রইলাম।
অনেককে পেলাম অনেককে মিস করলাম!
দেখি বন্ধের আগে আরেক দিন ঢু মারা ইচ্ছা আছে।
রাজকন্যার দেখা যদি মেলে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
শায়মা বলেছেন: হা হা রাজকন্যার দেখা মিলিবেক না!
তিনি এখন মহা বিজি নানা রকম আনন্দময় ব্যস্তবেলায়!!!!!!!!
১০২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
ইসমাঈল আযহার বলেছেন: আমি যতোটা ভাল জানতুম তোমাকে, তুমি তারচেয়েও পঁচা, খুব পঁচা তুমি। এতোকিছু করেছ আমি তার কিছুই জানতে পারলুম না। এটা কোনো কথা হল? কাঁদার ভাষা হারিয়ে ফেলেছি আজ, তোমাদের ফেইসবুকে কী একটা গ্রুপ আছে সেটাও কোনো দিন বল নি আমাকে? খুব রাগ করেছি তোমার ওপর। সবচেয়ে বড় বেশি রাগ হচ্ছে তুমি বউ সরি বই বের করেছ কিন্তু আমি না মিষ্টি পেয়েছি আর না একখানা বই। তোমার সঙ্গে আঁড়ি, কোনো কথা নেই । যতোদিন মিষ্টি আর বই একসঙ্গে দুটো না পাচ্ছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!
ওকে আমাকে ফেসবুকে এ্যড করো। আমি এই গ্রুপ করিনি। এটা কি করি আজ ভেবে না পাই ভাইয়া করেছে।
১০৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগে প্রকাশিত লেখাগুলোর মাঝে, "এ কি খেলা আপন সনে" ভয়ংকর ভালো কিছু ছিলো!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!
এতদিনে এলে!!!!
কঙ্কাবতী রাজকন্যাকে তুমি এটা পাবলিশ করতে বলেছিলে .......
তাই কঙ্কাবতীর কথা প্রকাশিত হবার পরপরই তোমাকে মনে পড়েছিলো।
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
১০৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
ডার্ক ম্যান বলেছেন: আমি সিদ্ধান্ত নিয়েছি , আর কোনদিন কোন ব্লগারের বই কিনবো না । বইয়ের প্রকাশক হব।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: ভেরী গুড ডিসিশন ভাইয়া!
তবে তোমার প্রকাশনীতে আমি জীবনেও বই প্রকাশ করিবোক না!!!!!!!
এবং যাহাকে পাইবো তাহাকেই বলিবো উহাদিগকেও তোমার কাছে না যাইতে !
হা হা হা হা হা হা হা হা হা হা
১০৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
ইসমাঈল আযহার বলেছেন: তোমাকে এতো এতো মানুষের ভিড়ে খুঁজে পাবো কোথায়?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: পেয়েছো ভাইয়ামনি!!!!!!
আর নো চিন্তা!!!!!!!
১০৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪০
ডার্ক ম্যান বলেছেন: দিলটা ছ্যাঁত করে উঠল ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: আহালে থাক ভাইয়া কত্ত মানুষের প্রকাশক হবে তখন দিল ধক ধক করবে !
১০৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: কি করো
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১
শায়মা বলেছেন: মনের দুঃখ লিখি !
১০৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: ২ মিনিট হয়ে গেল কোনো খবর নাই
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
শায়মা বলেছেন: সামুর দুঃখে আমি শেষ ভাইয়া। এটা তো আমার আরেক ঘরবাড়ি!
১০৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটা সুখ দুঃখের একটা চিত্রনাট্য......
সময়ের স্রোতে ভেসে যাবে দুঃখের ভেলা....
একসময় পেয়ে যাবে সুখের তীর......
তোমার ইমেইলটা দাও তো.....
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
শায়মা বলেছেন: সামু ব্লগে অনেকেই ঢুকতে পারছে না!!!
এই সুখের তরী কবে ভীড়বে!!!
১১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি জানি শামা
কি আর করা.......
ইমেইলটা দাও....
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১
শায়মা বলেছেন: [email protected]
১১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: ইমেইল তো দিলা ফেসবুকেরটা।
কোড রান করাতেই দেখি ৬ ডিজিটের নাম্বার গেল তোমার ইমেইলে।
বাদ দাও সে কথা।
"শামা" আছে সেইটা দেওয়া যাবে না??? ওই যে ০১৭ ওয়ালাটা.......
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
শায়মা বলেছেন: কোড রান মানে!!!!!!!!
ঐটাতেই মেইল দাও সেইখানেই ০১৭ বলবো!
আর ০১৭ তুমি জানো তবুও কেনো আবার চাচ্ছো শুনি???
১১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কোড রান মানে হলোঃ আমার ইমেইল চেকার কোড।
সময়মতো ইমেইল করার কথা বিবেচনা করা যাইবে
আর না দিলে থাক। ওয়েবপেজ স্ক্যানিং করে পেয়ে যাবো
আসলে ব্লগের কথা বিবেচনা করেই যোগাযোগের জন্য ইমেইলটা রাখলাম
দরকার পড়লে মেইল করা হইবেক
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১
শায়মা বলেছেন: বুঝেছি ভাইয়ু!!!
১১৩| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫৮
স্বপ্নডানা১২৩ বলেছেন: সাফল্যের মত কোনো কিছুই এত সুমিস্ট নয়!
১৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন: ঠিক তাই !
সাফল্যের চাইতে বড় আনন্দ আর নেই ........
১১৪| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
শোভন শামস বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।
১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ু!!!!!!
১১৫| ১২ ই মে, ২০১৯ রাত ৯:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
এত দিন পর ব্লগে এসে নিজের নাম তাও আপনার পোস্টে সত্য বলতে এতটা আশা করিনি ।
ভাল আছেন আপু ।
আশা সামনের বই মেলায় দেখা হবে ।
১৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০২
শায়মা বলেছেন: হ্যাঁ ভালোই আছি!!!!
কত্তদিন পরে এলে ভাইয়া!!!!!
অবশ্য সামুও হচ্ছিলো না!
অনেক অনেক ভালোবাসা!
১১৬| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫০
শুভ_ঢাকা বলেছেন: আই সি।
২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫২
শায়মা বলেছেন: হা হা ইউ সি.....
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকার করিয়াছি,
পাঠোত্তর বাদ বাকি কথা হৈবেক