নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

আনন্দ ধারা বহিছে ভূবনে

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৫



আনন্দ ধারা বহিছে ভূবনে
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে ॥

সত্যিই আজ প্রিয় ব্লগ সামুর ভূবনে যেন উছলে পড়ছে আনন্দালোক। যে দিকে তাকাই সেদিকেই আনন্দ আর আনন্দ! আজ যেন সামুর ভূবনে চারিদিনে আনন্দের ধারা! যে কোনো খুশিতেই বা যে কোনো বেদনাতেই আমার মনে গুনগুনিয়ে ওঠে গান। নিজের মনেই বয়ে চলে বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা আমার সূরের ধারা।

এতদিন যেন দমবন্ধ কষ্টে কেটেছে আমাদের দিন রজনী। যে ভূবনটিতে সূর্য্যাস্ত হতে ঘুমে ঢুলে পড়া অবধি ছিলো আমাদের আনন্দ বিচরণ সেই ব্লগটির দূয়ার হঠাৎ রুদ্ধ হয়ে যাওয়ায় পিঞ্জরে বাঁধা পাখিটির মতই ছটফট করেছি আমরা কিছু বন্ধনহীন জন্ম–স্বাধীন, চিত্ত মুক্ত শতদল।

আমার মত সবার প্রানেই যে বইছে সূরের এই আনন্দ ধারা তা বুঝা যায় সকলের সূর ও বাণীর আনন্দ প্রকাশেই। কত শত জনকেই যে দেখলাম লিখতে সেই আনন্দের সুর- আহা কি আনন্দ আকাশে বাতাসে। সেই সূরে কাছে দূরে জলে স্থলে বাঁজায় বাঁশি। ভালোবাসি হ্যাঁ আমরা ভালোবাসি আমাদের এই প্রিয় ব্লগটিকে।

আলোকের এই ঝর্নাধারায় গা ভাসিয়ে তাই আমিও লিখে গেলাম এই স্বর্ণালী দিনে আমার অনুভূতিগুলি কিছু আনন্দ সঙ্গীতে। আনন্দলোকের আলোয় উদ্ভাসিত হোক সকল মঙ্গল! বিরাজিত হোক সকল সুন্দর! সকল অসুন্দর দূরে সরে যাক।

১। আনন্দ ধারা বহিছে ভূবনে
আনন্দ ধারা বহিছে ভূবনে
২। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা
৩। মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা ঝর্ণার মত চঞ্চল
৪। ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি
৫। আলোকের এই ঝর্নাধারায়
আলোকের এই ঝর্নাধারায়
৬। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর
৭। আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
৮। হৃদয় আমার নাচেরে আজিকে
হৃদয় আমার নাচেরে আজিকে
৯। জগতের আনন্দ যজ্ঞে
জগতের আনন্দ যজ্ঞে
১০। আমার মন মেতেছে
আমার মন মেতেছে
১১। ছন্দে ছন্দে দুলি আনন্দে
ছন্দে ছন্দে দুলি আনন্দে
১২। আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে


এই আনন্দের দিনে তাই এক ডজন আনন্দ সঙ্গীত আমার উপহার ........ :)

মন্তব্য ১৩০ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: গানে গানে ভরিয়ে দিলেন এ আনন্দ ভুবন। অনেক ধন্যবাদ এ আবহ যোগ করার জন্য।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩১

শায়মা বলেছেন: ভরা থাক ভরা থাক স্মৃতিসূধায় জীবনের পাত্রখানি


বিদায়ের জায়গায় জীবনের পড়ো ভাইয়া এবং শুনোও । হা হা হা হা আমার প্রিয় গান তাই ...... :)

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আবারও ঢুকলাম। তোমার পোস্টে মন্তব্য করার জন্য। তোমার তুলনা শুধু তুমি

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: তোমার এই ঝর্ণাতলার নির্জনে
মাটির এই কলস আমার ছাঁপিয়ে গেলো কোন ক্ষনে!
রবি ঐ অস্তে নামে শৈলতলে
বলাকা কোন গগণে উড়ে চলে
আমি এই করুনধারার কলো কলে
নীরবে কান পেতে রই আনমনে!!!!!
তোমার এই ঝর্ণাতলার নির্জনে

ভাইয়া এই জীবনে শত শত কাব্য লেখার জন্য আর কোটি কোটি তিরষ্কার খাওয়ার জন্য

এবং আজকের এই আনন্দের দিনের জন্য তোমাকে এই গানা দেওয়া হলো! :) :) :)




৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সকল অসুন্দর দূর হয়ে যাক।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: এসো শ্যামল সুন্দর


:) :) :) :) :) :) :) :) :)

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুন্দর, সত্য ও পবিত্র আনন্দের বিজয় নিশ্চিত। যত ষঢ়যন্ত্র হোক বিজয় আমাদের আসবে সেই বিশ্বাস ছিল হৃদয়ে। অবশেষে আমরা আমাদের কাঙিত ভালবাসায় সবাইকে নিয়ে এক সাথে সাঁতার কেটে যাবো....

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়



ঠিক তাই কোনো ভয় নেই.......

সত্য ও সুন্দরের জয় হবেই হবে। :)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আমি আভিভুত আবেগাপ্লুত তোমার উপহারে। আর ভালোবাসি ভালোবাসি গান টি দারুন লাগলো আজ।
মাটি তো নয় সোনার চেয়েও খাঁটি।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: হা হা কোন মাটি??

খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৬

আখেনাটেন বলেছেন: আনন্দের চোটে নিচের ভিডিওটা দেখে আয়ু বাড়িয়ে নিচ্ছি: :P :-P

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪

শায়মা বলেছেন: হা হা হা

কোল থেকে ভাইকে ফেলে দেওয়া ও টেবিলে ধাক্কা খাওয়া দুইটা দেখে আমি মরেই গেছি ভাইয়া!!!!!!!!! হা হা হা


ভাইয়া শকুন দৃষ্ট ভাইয়াকে মনে পড়ে আমার!

কোথায় হারালো ভাইয়াটা!!!!!!!

মলা ভাইয়াকেও মনে পড়ে!

আমার আমার কঙ্কাবতীর ভায়েরা! সব কোথায় হারালো তারা!


আমি কি গান গাবো???

শকুন দৃষ্ট, মলাভাইয়া জাগোরে জাগোরে

৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


বিদ্যুৎ চলে যাবে না তো?

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: না ভাইয়া যাবে না .......

আমরা ভয় করবো না ভয় করবো না, আশা আমরা কোনোভাবেই ছাড়বোনা

৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: এখন সামুর ভিজিটর ১০৫০!!

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৩

শায়মা বলেছেন: যাক সবাই শান্তিতে পড়ছে...... :)

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৬

আখেনাটেন বলেছেন: ভাইয়া শকুন দৃষ্ট ভাইয়াকে মনে পড়ে আমার! -- উনাকে তো আজকেও মনে হয় লগড ইন অবস্থায় দেখলাম। সময়ের অভাবে হয়ত মন্তব্য করছে পারছেন না।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১১

শায়মা বলেছেন: লগড ইনও দেখিনা আমি!

কি যে হলো ভাইয়াটার কে জানে!


মাঝেমাঝে অবশ্য আমার তাকে তোমার জড়ুয়া ভাইজান মনে হত! :)

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: যে কথা কখনো পুরানো হয়না। তবে অনুভূতি সময়ে সময়ে নব আনন্দে হিন্দোলা তোলে।
শুভেচ্ছা নিয়েন আপু।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১২

শায়মা বলেছেন: নব আনন্দে জাগো আজি


ভাইয়া তোমার জন্য নব আনন্দের গান ....... :) :) :)

১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩

কান্টিলাস বলেছেন: সামহোয়্যারইন আরও গতিশীল আর প্রাণবন্ত হবে নিশ্চয়ই ।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৪

শায়মা বলেছেন: ভাইয়া ছবিটা এত চেনা চেনা কেনো???


বাবুটাকে কি আমি চিনি?

সে কি স্কুলে পড়ে?

পড়লে কোন স্কুলে পড়ে???


হা হা হা যাইহোক সামু তার প্রাণ হারিয়েছিলো। আজ ফিরে পেলো তার প্রাণ!

১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯

আখেনাটেন বলেছেন: মাঝেমাঝে অবশ্য আমার তাকে তোমার জড়ুয়া ভাইজান মনে হত! --আর কতজনকে যে আপনি এভাবে জড়ুয়া-মড়ুয়া বানাবেন মনে মনে খোদা কি খাস্তা? X(( X((



২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২১

শায়মা বলেছেন: আর কাকে বানিয়েছি ভাইয়া!!!!! :-*

শুধু তো একজনকেই বারে বারে বানাই!!!!!!! :) :) :)

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আপনি কি আজ লক্ষ্য করেছেন যে, আমাদের মধ্যে বন্ধনের তৃষ্ণা নিবারণের এক নতুন প্রেম জেগে উঠেছে। যেন আমরা জেগে উঠেছি পুনর্জন্মের নতুন স্বাদে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৪

শায়মা বলেছেন: একদম তাই ভাইয়া.......

এ শুধু সামুর পূর্ণজন্ম নহে আমাদেরও !!!!!!!!! :)

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আজকের এই মুহূর্তে যদি কোন মিলনমেলা অনুষ্টিত হতো আর সেই মিলনমেলায় যদি আমরা সবাই উপস্থিত হতাম, তবে এই আন্দোলিত মুহূর্ত আমাদের জীবনে চিরঅটুট হয়ে থাকতো।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫২

শায়মা বলেছেন: আজকে এই ব্লগ ভূবনে উপস্থিত হয়েই যে মিলনমেলা উপলদ্ধি করছি তা সশরীরে উপস্থিত থাকলে তো কোটিগুন বেড়ে যেত ভাইয়া!

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



সুপার হিরোইনের ঘোড়ায় চড়িয়া আগমন। চমৎকার লিখনিতে সামু আজ চমকিত। আজ ব্লগের বিশেষ দিন। দীর্ঘদিনের অপেক্ষা আর অপমানের গ্লানি থেকে ব্লগাররা মুক্তি পেলেন। এটা অর্জন, এটা সন্তুষ্টি। এই "সামহোয়্যারইনব্লগ" কতশত এমনকি হাজারো সৃজনশীল মানুষের জন্ম দিয়েছে। কত গুণী লেখক জন্ম দিয়েছে তার সঠিক হিসাব কারো কাছে হয়তো নেই। বাংলা ভাষার চর্চা, জ্ঞান অর্জন আর মুক্ত চিন্তার বিকাশের জন্য সামুর অবদান অপরিসীম। সামু বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন বাঁচবে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০১

শায়মা বলেছেন: কাও ভাইয়া!!!!!!!! স্যুপার হিরোইন ঘোড়ায় চড়িয়া আগমন করে মানে কি! সে কি রাজিয়া সুলতানা!!!!!! B-)

ঠিক বলেছো ভেবেছিলাম সামুর আর মুক্তি নেই। আমরা যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত!

কিন্তু ভালোবাসার জালে সামুকে আবার টেনে আনা গেলো!!!!

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কতো খুশি হয়েছি তা ভাষায় বুঝাতে পারবো না। আজ এই দিনটি আমাদের বাধঁন খোলে দিয়েছে এই দিনে আনন্দ করবোনাতো কোন দিন আনন্দ করবো! প্রিয় সব মূখ দেখা যাচ্ছে। সত্যি অপূর্ব আনন্দঘন ক্ষন। ভাল থাকুক সবাই হাসি- খুশি নিয়ে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০২

শায়মা বলেছেন: এই জন্যই তো শুধু গুন গুন করছি

আনন্দ ধারা বহিছে ভূবনে ....... :) :) :)

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
হয়ত আমরা সিলেটে অতিদ্রুত এমন একটা মিলনমেলার ডাক দিবো। সিলেটস্থ সহব্লগারদের সম্মতি পেলে ইনশাল্লাহ আর দেরি হবে না। এতক্ষনে অনেকের সাথে কথা হয়েছে। সবাইকেই পজেটিভ পাচ্ছি। ঢাকা থেকে আপনি না এসে যদি শায়মা আপু আসার ওয়াদা করে, তবে আর অনিশ্চয়তার কিছু দেখি না। ;)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৮

শায়মা বলেছেন: ভাইয়া সিলেটে তো আরও একবার মিলনমেলা হয়েছিলো তাই না?

সূরঞ্জনা আপু ব্লগ লিখেছিলো। কে যেন বলেছিলো অপ্সরা বা শায়মা বলে কেউ নাই। এটা একটা ব্লগ সিস্টেমের রোবো টাইপ কোনো নিক। অন্নপূর্ণার মত কেউ একজন ! হা হা হা

দাঁড়াও সেই পোস্ট আর কমেন্ট খুঁজে বের করি!

আমার কিন্তু অন্নপূর্ণা হতে মজাই লেগেছিলো। হা হা হা

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৭

শায়মা বলেছেন: ভাইয়া এইবার তোমাদের সিলেটের সেই মিলনমেলার পোস্ট দেখো

https://www.somewhereinblog.net/blog/Suronjona/29908017

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা :)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৮

শায়মা বলেছেন: ৬০. ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭০

বিপ্লব৯৮৪২ বলেছেন: হায় হায় আপনার না এই পোস্ট আগামীদিন দেয়ার কথা?

প্রথম কমেন্ট আমিই করব ভেবেছিলাম। এখন দেখি মেধাতালিকাতেও নেই।



এবার “শায়মা” নামক ব্লগারের ব্যাপারে কি কথা হয়েছে তা একটু বলি।

এর আগে একটি ছোটগল্পের সংক্ষিপ্ত কাহিনী বলি। টিনএজ ছেলেদের আলোচনার একটি বড় অংশ থাকে তার সদ্য প্রেম নিবেদনকারি কোন প্রেমিকাকে নিয়ে। দার্জিলিং এর এক হোস্টেলে মাধ্যমিক শ্রেনির ছাত্রদের এক আলোচনায় সবাই যথারীতি এ নিয়ে আলাপ করছিল কিন্তু আলোচনায় যোগ দিতে পারছিল না একগোবেচারা, কারন তার এখনো কোন প্রেমিকা জোটেনি। অন্যের চাপাচাপিতে সেও নিতান্ত অনিচ্ছায় মানসম্মানের ভয়ে স্বীকার করলো তারও একখান প্রেমিকা আছে নাম অন্নপুর্না।

সবাই তো খুশি, যাক সবার একটা করে আছে। এখন মোবাইলের যুগ। সবাই মোবাইল খুলে যার যার প্রেমিকার ছবি অন্যের সাথে শেয়ার করতে লাগল আর বাহাদুরি করতে লাগল কার প্রেমিকা কার চেয়ে কত সুন্দর।

হঠাত সবার খেয়াল হল সেই গোবেচারা যথারীতি চুপ, সে তার প্রেমিকার কোন ছবি দেখাচ্ছে না। সবার নজর এখন তার দিকে। সবার আক্রোসের চোখ দেখে সে ভাবল, এ থেকে নিস্তার নেই, ছবি তাদের দেখাতেই হবে।

যেহেতু তার কাছে তখন কোন ছবি ছিল না সে কথা দিল পরবর্তি হলিডেতে একেবারে চাক্ষুস দেখাবে। সে কয়দিনের অপেক্ষা কারো সইছিল না, সবাই ধরে নিয়েছিল সেই গোবেচারার প্রেমিকাটিই সবচেয়ে সুন্দরী হবে আর এই চিন্তায় সবার মাঝে একটু হতাশা ও কাজ করছিল।



যাহোক নির্ধারিত দিনে স্কুলবাস বোঝাই করে সেই ছেলেটি সবাইকে নিয়ে রওনা দিলো তার প্রেমিকাকে দেখানোর জন্য।সবার মাঝে সেই সুন্দরীকে দেখার, তার সাথে চান্স পেলে একটু কথা বলার উত্তেজনা।

শহরের একটু খোলামেলা উঁচু টিলাতে নিয়ে সবাইকে আংগুল দিয়ে একটি পর্বতের চুড়া দেখিয়ে বলল, ঐ যে আমার প্রেমিকা অন্নপুর্না। তার এই ঘোষনায় সবার মনের অবস্থা কি হয়েছিল আপনারা কল্পনা করে নেন।



আমাদের শায়মা আপার ব্যপারটাও তেমনি। একজন তো বলেই ফেলল সে ছেলে না মেয়ে কেউ তাও জানেনা । হতে পারে কারো ছাইয়া নিক।

আমার তো মাঝে মাঝে মনে হয় এটা এলার মতো কোন কম্পিঊটার প্রোগ্রাম যে “শায়মা “ নাম দেখলে সেই পোস্টে গিয়ে রিডারের মত কাজ করে আর একটা কমেন্ট রেখে আসে। প্রোগ্রাম রচয়িতা তার প্রোগ্রাম নিয়ে এত মাতামাতি দেখে মনে মনে বেশ খুশি হয়।

বলে রাখি অন্য সবার মত আমার এনিয়ে বিন্দু মাত্র কোন আগ্রহ নেই। প্রোগ্রামটি মাঝে মাঝে কিছু পোস্ট দেয়, বলতে হয় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কোয়ালিটি খারাপ না।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯০

লেখক বলেছেন: বাহ! বিপ্লব আপনি তো খুব সুন্দর করে বর্ননা করলেন!



তবে শায়মা কে কেউ ছাইয়া নিকে সন্দেহ করেনি এটা নিশ্চিত!



হাজার গুনে গুনান্বিত শায়মা একটি রহস্য! সেই সুদুর আকাশের নিহারিকার মত!



এটা পড়ো ভাইয়া!

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩২

শায়মা বলেছেন: ৬১. ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭০

শায়মা বলেছেন:

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহা
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! তোমার কমেন্টে ১ কোটি লাইক। আসলেও আমি একটা প্রোগ্রাম বা রোবোট হতেই চাই। আর চাইতে চাইতে হয়েও গেছি প্রায়!!!!:)
অনেক অনেক মজা পেলাম তোমার কমেন্টটা পড়ে !! :P
পারলে তোমার কমেন্ট টা আমার পোস্টের মাথায় ঝুলিয়ে দিতাম!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহা
দাঁড়াও দেখি ঝুলানোর ব্যাবস্থা করছি!!!! :P
অনেক অনেক অনেক থ্যাংকস এই রাত দুপুরে এত মজার একটা কমেন্ট দেখানোর জন্য। আর দোয়া করো আমি যেনো আর ১% যেটুকু মানুষ আছি সেটুকুও রোবো হয়ে যাই।:)
আর মানুষ বলেছি কিন্তু সাইয়া না মাইয়া এখনও বলি নাই !!!!!!!!

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৮

আরোগ্য বলেছেন: congratulation n celebration.

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩০

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি! :)

২০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৮

প্রামানিক বলেছেন: গানে গানে ভরে গেল মন আনন্দে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩২

শায়মা বলেছেন: ভাইয়া তোমার গান শোনাবো!
তাই তো আমায় জাগিয়ে রাখো .....



অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!

২১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: আনন্দ ধারা বহিছে ভূবনে

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৩

শায়মা বলেছেন: মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে
এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,. "না না না।'
নাচে তা ই তা ই তাই॥
আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে,.
তোমায় চা ই চা ই চাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,. "না না না।' নাচে তা ই তা ই তাই॥


তোমাকে দেখে এই গানটাই মনে পড়লো ভাইয়া!

কোথায় থাকো???

কি করো এখোন???


কতদিন কথা হয়নি!!!!!

দেখা হয়নি!!!!!!!!

২২| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩৮

মা.হাসান বলেছেন: এই আনন্দে আপনি নিজে একবারে এক ডজন গান লিখে ফেললেন!!! যাহোক আজকের এই আনন্দের দিনে গীতিকার_কপিকার_কবি_ছড়াকার কারো সঙ্গে কোন রাগ রাখবো না । আজ দিন কাটুক গানে ।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন: তুমি রাগ করবে!!
আমার সাথে!!!!!!!!

করেই দেখো না!!!!!!

রাগ কাকে বলে কত প্রকার ও কি কি সবই আমিও কব্বো!!!!!!!!

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৯

ইসিয়াক বলেছেন: আজ মনে খুশির বান ডেকেছে ,
ব্লগে ফুটেছে হাজার ফুল ।
নানা রঙের শোভায় ,
মন বড় আকুল ।। সামুর জয় হোক
সুপ্রভাত , আপু ।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮

শায়মা বলেছেন: শুভসন্ধ্যা ভাইয়া!
উত্তর দিতে দিতে মানে বাসায় ফিরতে সামুতে ফিরতে সন্ধ্যা হয়ে গেলো।

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:২৫

মা.হাসান বলেছেন: Hallelujah

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: যাক রাগ না করে যে গান দিলে তাই অনেক অনেক অনেকককককককককককক ভালোবাসা!!!!!!

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আনন্দে একটা সামুগীতি লিখে ফেলতে ইচ্ছা করছে।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: শিঘ্রী লেখো ভাইয়া!

আমিও গেয়ে ফেলবো!!!!!!!! :)

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: সত্য ও সুন্দরের জয় হবেই হবে। সত্য শ্বাশত। আর এতদিন পরে সেটাই প্রমাণ হলো!!!
সূরঞ্জনা আপু ব্লগ এটা কি লিখেছিলো? নাওজুবিল্লাহ!!! আপনার মন্তব্য পড়ে তো আমার মাথা ঘুরে পরে যাবার উপক্রম!!!
দেন এর ঠিকানা দেন আমাকে? আমি নিজ খরচে বসন্তদিন কিনে উনাকে পাঠিয়ে দেব। এটা পড়ার পর যদি এর মতিভ্রম কাটে!!!!
শুভ সকাল।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: বিরাজ সত্য সুন্দর!!!!!


এখন সত্য সুন্দর আনন্দ ধারা বইছে ...........


হা হা হা হুম তখন আমি বেশি বেশি অদৃশ্য ছিলাম! কোথাও কোনো ছায়াও ছিলোনা । ফেসবুকে ছিলাম না আমি।

কাজেই ওমনটা ভাবতেই পারে ভাইয়া!

ভাইয়া সিলেটে থাকতো!

এখন কোথায় আছে জানিনা।


ভাইয়াকে আমিও অনেক খুঁজি । খুঁজে পেলে বসন্তদিন, শরৎ দিন সবই দিয়ে দেবো! হা হা হা


তবুও আমি অন্নপূর্নাই হতে চাই। সেটাই আবার ভালো লেগেছে


রোবো অন্নপূর্ণা! হা হা হা

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: সব গুলো গান আমার ভীষন পছন্দের।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: আমারও ভাইয়া!!!! :)

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গানে গানে কানে কানে সামুর মুক্তির কথা যেন সকলে বলে।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭

শায়মা বলেছেন: হুম সবাই বলে ভাইয়া!!!!!!!


বুঝে গেলো কেউই সামু ছেড়ে যায় না আসলে!

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪০

নতুন নকিব বলেছেন:



সামুর এ আনন্দ স্থায়ী হোক।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: চিরস্থায়ী হবে ভাইয়া! :)

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

তারেক ফাহিম বলেছেন: সামু ব্লগ ব্লক মুক্ত হওয়ার আনন্দ লিংকের গানগুলো আরও বাড়িয়ে তুলল।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া আমার তো সকল আনন্দ বেদনাই আসে গানে গানে! :) :)

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

খোলা মনের কথা বলেছেন: সামুতে এক শীতল বাতাস বহিয়া চলিছে.... দারুণ আনন্দের ব্যাপার

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

শায়মা বলেছেন: ভাইয়ামনি কেমন আছো?

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
এখনো সেই আগের মতই আগের জায়গায় আছি।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: আগের জায়গাতেই!!!!!!!!


পৃথিবী পরিবর্তনশীল।

তুমি কি করে অপরিবর্তিত থাকলে? :|

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ আনন্দধারার কৃতিত্ব তোমারও কম নয়। ব্লগের চরম দুর্দিনেও তোমরা কয়েকজন নিয়মিত উপস্থিত থেকে লেখায় ও কমেন্টে ব্লগটাকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছ, সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা! আসলে ব্লগের সবাই একেকটা রত্ন! তারমধ্যেও তোমরা কয়েকজন ব্যতিক্রম! তোমাদেরসহ ব্লগের সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও শুভকামনা! এই ভালবাসা টিকে থাকুক আজীবন!

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: তোমার জন্য তাই এত এত ভালোবাসা!!!!!!!


কঙ্কাবতী রাজকন্যা থেকে আরও আরও ভালোবাসা ভাইয়া! :)

৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ পোস্ট দিয়েছেন আপু। অনেক অনেক শুভেচ্ছা নিন।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।

৩৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: মিষ্টি মুখ হয়ে যাক। গানে গানে ভরা এ পোষ্টে ভালো লাগা...

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১

শায়মা বলেছেন: এত এত মিষ্টি!!!!!!

ভাইয়া কি করে জানলে মিত্তি ছাড়া আমার চলেই না!

আজকালকার দিনে আমি আমার মত মিষ্টি খেতে কাউকেই দেখিনি জানো?

এই এখন খাচ্ছি ক্যারামেল ব্লিস পপকর্ণ!

৩৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


১৩) ধিতাং ধিতাং বলে- view this link
১৪) এই ঝির ঝির বাতাসে কি গান ভেসে আসে- view this link

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: একদম আনন্দের ঝিরি ঝিরি ঝিরি হাওয়া!!! :)

৩৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭

জাহিদ অনিক বলেছেন: বসিয়া আছ কেন আপন-মনে,. স্বার্থনিমগন কী কারণে? চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,. ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি. প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: শুধু প্রেম শূন্য জীবনের তরে......


তাইলে পূর্ণ জীবনের তরে কিয়া হইবেক বৎস!!!!

৩৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৭

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আজ সামুতে এসে দেখি হঠাৎ ই পোস্টার বন্যা। চারদিকে একদম উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে, আপুনি। বেশ ভালো লাগছে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: ঠিক ঠিক ঠিক আপুনি!!!!!!

আনন্দ ধারা বহিছে ভূবনে!!!!!

৩৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ সামুর ব্লগে ব্লগে আনন্দ।
আজ ঈদ :)
মুক্তির আনন্দ যেন ঈদের খুশিতে ভাসিয়ে নিচ্ছে চরাচর
দূর্গাপূজোর বিসর্জন গেল মাত্র ক’দিন- যেন অপশক্তির হলো বিসর্জন, ভালোর হলো মুক্তি!

আর দারুন সব গানের মাঝে যেন মুক্তির সেই খুশিই ছলকে পড়ছে :)

মুক্তির মন্দির সোপান তলে
কত ব্লগ হলো বলিদান
লেখা আছে ব্লগারের অশ্রুজলে

৩ জন, ৯ জন, ১১ জন ২৮ জন
দু:স্বপ্নের সেই দিন শেষে । আজ ব্লগারের জোয়ারে ভাসছে সামু :)
কি আনন্দ আকাশে বাতাসে :)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০

শায়মা বলেছেন: মুক্তির মন্দির সোপান তলে
কত ব্লগ হলো বলিদান
লেখা আছে ব্লগারের অশ্রুজলে



একদম ঠিক ঠিক ভাইয়া!!!!!!!


অনেক অনেক ভালোবাসা!

৪০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: :) :)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১

শায়মা বলেছেন: হায় হায় ! বউ মরতে বলবে কেনো!!!!!!!!! :|

৪১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

খোলা মনের কথা বলেছেন: এখন খুবই ভাল.... মুক্ত মুক্ত বোধ হচ্ছে... B-) :)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫২

শায়মা বলেছেন: একদম~!!!!!!!!!!!


যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে!!!!!!!!!!

৪২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

মোঃমোজাম হক বলেছেন: পরীকে পেয়ে ভাল লাগলো B-)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!


পরী তো ছিলোই!!!!!!!!!!!!!!


মেঘের ভাঁজে
সামুর মাঝে


তোমরাই তো ছিলে না ভাইয়ামনি!!!!!!!!!

৪৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

সোহানী বলেছেন: সত্যিই ঈদ ঈদ লাগছে.....

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: একদম সামুর ঈদ!!!!!!!!! :)

৪৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

সোহানী বলেছেন: সত্যিই ঈদ ঈদ লাগছে.....

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: প্রতি বছর এখন থেকে ২৪ অক্টোবর সামুর ঈদ হবে !! :)

৪৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

সুনীল সমুদ্র বলেছেন: আনন্দধারা বহিছে ভূবনে ..... আনন্দ ধারা বহিছে সামহয়্যার-ইন-ব্লগে ....। সেই আনন্দ ধারায় শরীক হতে আমরাও এলাম। ...

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: আসো ভাইয়া আসো!!!!!!!!

সামুতে আবার ফিরে আসো!


ঠিক সেই আগের দিনের মত ....... :)

৪৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



এই সঙ্গীত রজনীতে বলতেই হয় --

আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান...............

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার সকল সহচরীদের ডাকো তাইলে

নাচিবো ঘিরি ঘিরি গাহিবো গান !!!!!!!!


দেখো আমরা কিন্তু ঠিকই ছিলাম। যদিও মন খারাপ করে মানে খুব কম কম মানুষই দেখতাম আমরা! আজ কতদিন পরে সবাই যেন আনন্দে ছুটে এসেছে এই প্রিয় আঙ্গিনায়! :)

৪৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৮

নগরসাধু বলেছেন: আজকের এই খুশির লগনে আপনাদের ভুবনে এক নতুন অতিথি এলাম গো

স্মরনীয় হয়ে থাকবে এই জনম দিন :)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩

শায়মা বলেছেন: নতুন অতিথি না!

তো তুমি কি করে এই ভূবনের খবর পেলে?

নতুন না পুরাতন অতিথিই নতুন সাজে ঠিক করে বলো সাধু ভাইয়ামনি!!!!!! হা হা হা

তোমার বাস কোথা সে পথিক ওগো দেশে কি বিদেশে

৪৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৮

জুন বলেছেন: আমি কি গান গাবো যে ভেবে না পাই :)
আজ ভীষণ আনন্দের দিন শায়মা !:#P

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮

শায়মা বলেছেন: মনে আমার ফাগুন হাওয়ার গান


আমার সাথে সাথে ফাগুন হাওয়ার গান গাও আপুনি!!!

৪৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টে এসে মনে হল গানে গানে জীবন ভরিয়ে দিলে ।

প্রতিদিন ব্লগে ঢুকে দেখতাম কাটাসম একটা পিন
ফুটে আছে প্রাণ প্রিয় আমাদের ব্লগের তোরনে
দেখতাম শত শত হাসি কান্না ফুটে আছে সুন্দরতম আননে।
প্রতি দিন সযতনে সেথায় ডেলে দিতাম কিছু জল,
দোয়ার বন্ধ কানন হতে ফুল তুলে প্রতি দিন
সকলে মিলে গাথতাম মুক্তির গীত মালিকা ।
সকলে বলতাম যে সোনার লতাটি আহা বন করত আলো
সে লতাটিকেই ছিঁড়ার জন্য সেই নরাধম এত ব্যকুল কেন হলো।

সকল বাধন ছিন্ন করে মুক্ত আজি সে হলো
মুক্ত বিহঙ্গের মত সকলি আজ প্রাণ খুলে গাইছে গান
বন্ধ ব্লগের দোয়ার খুলে মন খুলে বলছে সবে
ওগো সোহাগিনি আদরিনি সামু তোর লাগি এখন কি করব বল
কোথায় রাখব তোরে খুঁজে না পাই তেমনতর একটি ভুমন্ডল,
তুমি যে বড় আদরের ধন আদরেই রাখব তোমায় পেতেছি এ বক্ষস্থল
সবি মিলে বলি যেন আয় তোরে বুকে রাখি তুমি থাক মোরা থাকি,
তোমার শ্বাসে মিলাব শ্বাস আর আঁখি জলে ফেলব আঁখি জল
তোমার বাধ ভাঙ্গার আওয়াজের মিছিলে বলব সবে চল রে চল
ছলেবলে তোমার আওয়াজ রুখতে আসলে পাঠাব তাকে রসাতল।


শুভেচ্ছা রইল



২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!

আজকাল দেখছি কবিতা লিখছো তুমি!!!!!!!!!


ঠিক ঠিক কাটার মত বিঁধে থাকা ঐ পিনকে দেখলেই রাগ লাগতো আমারও!

এখন সেথায় ফুটে আছে শ্বেত শুভ্র মল্লিকা! :)


ভাইয়ামনি আরেকটা কথা মনে পড়লো। তোমার সাথে আমার পরিচয় আমার টেরারিয়াম পোস্টে। তোমার কিন্তু আমাকে দূর্লভ ক্যাকটাস এনে দেবার কথা ছিলো! হা হা হা

৫০| ২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহ।
আনন্দে তুমি দিয়েছো গানের লিংক
আর আমি আমার তোলা ছবি।

আমরা সবাই একসাথে গাইতে থাকি গান।
এই আনন্দ যেনো ধরে রাখতে পারি সবাই মিলে।

ভালোবাসা শায়মা

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: আপুনি কত কত দিন পর তোমরা!

জানো সেই ২০০৮ এ তুমি বলতে গেলে রোজ একটা করে কবিতা লিখতে।
তখন চিকনমিয়াভাইয়ার কাজ ছিলো চাঁদগাজীভাইয়ার মত সব পোস্টে ফোড়ন কাটা আর মাইনাস দেওয়া। সেই ভাইয়া তোমাকে দেখলাম বলছে আপনার কবিতা ভালো লাগে।

অবাক হয়েছিলাম সেদিন।

তারপর সেই অপরবাস্তব আর তোমার কবিতার বই। ঐ কবিতার বইটার নাম দেখেই আমি আমার শায়মা নিক জীবনের প্রথম কবিতার নাম দিয়েছিলাম কিছুটা মিলিয়ে, এক জ্যোস্নায় স্বপ্নেরা যখন সত্যি হলো হা হা হা

কত স্মৃতি কত গান আপুনি!

আর তোমার কবিতার সেই অমৃত বাণী- বেঁচে থাকাটাই দারুন ব্যাপার। কত কত খানে যে বলেছি!!!!!!!! আর ভেবেছিও আসলেই মুটে মজুর ধনী দরিদ্র যে যেখানে যেভাবেই আছে বেঁচে থাকাটাই দারুন এক ভালো লাগা!

৫১| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০২

করুণাধারা বলেছেন: একেবারে না আসার চাইতে দেরি করে আশা ভালো; কি বল?

একটু ঝামেলায় ছিলাম, তাই তোমার এই আনন্দ বাড়িতে আসতে দেরি হল! তাতে কি... চমৎকার গানে গানে আনন্দ ভাগাভাগি করার সময় তো আর শেষ হয়ে যায়নি!!

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: না আপুনি হয়নি!

তবে তোমার নিকটা দেখলেই আমার রবিঠাকুরের যে গান মনে হত আমার ধারণা তুমি সে গানের কারণেই সে গান মনে করেই এই নিক নিয়েছিলে! তাইনা!!!!!

৫২| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: চারিদিকে দেখি আনন্দের সুবাতাস বহিছে
লােগিতেছে বেশ
কখনো যেন যায়না ফুরিয়ে
এই অনাবিল আনন্দের রেশ । :)

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫২

শায়মা বলেছেন: আশা করা যায় আর এমন কখনও হবে না! তবে অশালীন কেচালকারীরা আসলেই তাদেরকে শেষ করে দিতে হইবেক।

৫৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পোস্টের চাইতে সিলডি মিরর দেখে মজা পাইলাম।

এই জামানায়ো পরচর্চা মাইয়াগো বিনোদনের এক্টা খোরাক। তারা ছাইয়া ভাব্লো ক্যামতে? পোস্টগুলা মন দিয়া পড়লেই ছেলা মেইয়া আলাদা করা সম্ভব। আপ্নের গাড়ি চালানো ভিডু কি তাহারা দেখে নাই?

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া! সে অনেকদিন আগের কথা। গাড়ি চালানো ভিডিও তো কেবলি প্রকাশিত। তখন আমি পুরাই ঘোমটা টানা অদৃশ্য প্রেতাত্মা ছিলাম ! আর এই পরচর্চা কিন্তু মাইয়ারা করেনি ভাইয়া! ছাইয়ারা মানে ছেলেরাই করেছিলো হা হা হা।

তবে পোস্ট মন দিয়ে পড়া লাগে??? অভিজ্ঞতার আলোকে আমি কে কোনো মালটি সেটাই নির্ভুল বলে দিতে পারি ভাইয়ামনি! :)

৫৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৫

অদ্ভুত_আমি বলেছেন: সরাসরি সামুতে লগ-ইন না করতে পেরে আসলেই খুব অসহায় লেগেছিল এত দিন । এখন অনেক ভালো লাগছে ।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: আমারও তাই ভাইয়া!!!!!


যাইহোক কেমন আছো!!


নিউ ক্রিয়েশন হবি কি এখনও আছে???

৫৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০০

অদ্ভুত_আমি বলেছেন: আল-হামদুলিল্লাহ ভালো আছি ।
হবি আছে, থাকবে ইনশ্ আল্লাহ, কিন্তু সময় বের করতে পারছি না :(
আপনার কেমন আছেন ?

২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

শায়মা বলেছেন: আমরা ভালো আছি ভাইয়া!!!

আগের মতই আছি! :)

৫৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৩

রাইসুল সাগর বলেছেন: অনেক অপেক্ষায় ছিলাম। মুক্ত হবার আনন্দটা নিদারন। লিখাটার জন্য ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপু।

২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!


কেমন আছো ???

৫৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: অশালীন মন্তব্য পোস্ট অনাকাঙ্ক্ষিত। সে রকম কিছু হলে মংডু সাইজ করে দিবেন আশা করি। আর আমরা ও চেপে ধরবো। তবে সত্য চর্চা চাই ।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০২

শায়মা বলেছেন: ঠিক ঠিক!

মংডু ছাড়াও আংমডু আছি না!

একদম লাঠি ঝাঁটা সবই ছুড়ে মারবো!

৫৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৮

অন্তরন্তর বলেছেন: এমনিতেই আনন্দ তারপর আবার গান তাই ডাবল আনন্দ। আসলেই সামু কারাদণ্ড মুক্ত হওয়ায় সকলেই খুব খুশি। ভাল থাক সর্বদা।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩

শায়মা বলেছেন: কিন্তু তোমার পোস্টগুলো সব কই গায়েব হয়ে গেলো ভাইয়ামনি!!!!!!!!!!!

৫৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: মংডু আসলে সেলোমিসটেক ;) সেলফোনের টাইপো । :D শুনতে ভালই লাগছে। মঙ্গোলিয়ান রাজা টাইপ উপাধি মনে হচে্ছ । :)


শুভ সকাল শায়মা ।

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৪

শায়মা বলেছেন: আমার তো উপজাতী টাইপ মনে হচ্ছে!

৬০| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

শ।মসীর বলেছেন: আহ স্বাধীনতা :)

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়!!!!!!!!

৬১| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: উপজাতি আর মোঙ্গল তো একি প্রায় । ;) মং উপজাতি =p~

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: সাথে নতুন অক্ষর সহযোগে ড এবং ু :)

৬২| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভ রাত্রি শায়মা। যথার্থ বলেছো। এখন দারুন আবহাওয়া। শিশির ভেজা দূর্বা ঘাস আর ঠান্ডা হাওয়া দারুন অনুভুতির সৃষ্টি করে মনে। মঙ্গোলিয়ান রা আছে সারা এশিয়া জুড়ে । পাহাড়িদের অধিকাংশ ই তারা। মোবাইল এ টাইপ করলেই ব্যাঘাত ঘটে।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯

শায়মা বলেছেন: কি যথার্থ বলেছি! #:-S
শিশির ভেজা দূর্বা ঘাস আর ঠান্ডা হাওয়া <<< কখন বললাম ভাইয়ু! 8-|

কোন পোস্টের কমেন্ট কই দাও!!! :||

৬৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

ইসমাঈল আযহার বলেছেন: আমরা কিছু অমুক্ত, পরাধীন মানুষও ছটফট করেছি।

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: হুম করেছি তো বটে!!!!!

তবুও অদম্য আমরা ভিপিএন দিয়েই আসতাম তো!

৬৪| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১১

মেহবুবা বলেছেন: আবার কোন একদিন এমনি একটা লিখে দিও আনন্দ ঝংকারে ।

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:১০

শায়মা বলেছেন: হা হা ওকে আপু তাড়াতাড়ি লিখবো!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.