নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

!!!~~~~ আমার যত গয়নাগুলো ~~~~!!!! :) :D :D B-) !:#P

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৬


সোনার গয়না বা স্বর্ণের গহনা যে যা নামেই ডাকুক না কেনো গয়না বা গহনা ছাড়া কোনো নারী দেশে ও বৈদেশে পাওয়াই দুস্কর! রাজা বাদশাহের রাজপ্রাসাদ থেকে শুরু করে পর্ণকুটিরের নারীরও রয়েছে গহনার সাধ। মূল্যবান এই ধাতু স্বর্নের জুড়ি নেই বুঝি আর কিছুর সাথেই। হীরা মোতি পান্না যে জহরৎই লাগাই না কেনো সোনা বা স্বর্ণ ছাড়া সবই অচল। সোনার গহনা বা স্বর্ণালঙ্কারের নানা রকম কারিগরী বা ডিজাইনের জন্য আমাদের দেশের কারিগরেদের জুড়ি মেলা ভার। কত রঙ্গে কত ঢঙ্গেই না তারা বানিয়ে চলে নানা রকম ডিজাইনের সোনার গহনা! আমার মত সকল কাজের কাজীরও তাই ইচ্ছা হলো নিজের সোনার গহনা নিজেই বানাই তাই বসে গেলাম নিজের গহনা নিজেই বানাতে।


গয়নাগুলো বানাবার পর আর রাতে ঘুমই আসে না তাই বেড সাইড টেবিলে সাজিয়ে জোর করে ঘুমাতে গেলাম। যতক্ষন ঘুম না আসলো তাকিয়ে রইলাম নিজের বানানো গহনাগুলোর দিকে।


ঘুম ভেঙ্গে উঠে সকাল সকাল বিছানায় সাজিয়ে দিলাম সকল গহনাগুলো আর তারপর ক্লিক ক্লিক! সব তোমাদের জন্য। এত সুন্দর গহনা বানালাম আর তোমাদেরকে দেখাবো না বুঝি! :)


ক্লিক ক্লিক থামেই না থামেই না।


আরও সাজাই আরও ক্লিক ক্লিক।


নিজের বানানো এই দুলটা আমার সবচেয়ে পছন্দ হলো।একদম রাণী রাণী ভাব! :)


এই মালাটাও ভালোই হয়েছে তাই না। নতুন কারিগর তো একটু ভুল ভাল থাকবেই। ইনশাল্লাহ প্রাকটিস করতে করতে আরও নিঁখুত হয়ে যাবে।


এই মালাটাও ভালোই হয়েছে তাই এটার দুলসহ সেট বানিয়ে নিয়েছি। :)


এই যে সেটটা ! বাহ বাহ কি সুন্দর!


সাথে টিকলীও বানালাম।


এই দুলটাও পছন্দের!


বালা জোড়া অবশ্য একটু আঁকাবাকা হলো। কিছু হবে না তাইনা? লোকে বলে সোনার বালা বাঁকাও ভালো। :)


দুল মালা চুড়ি টিকলী সব সাজিয়ে দিলাম ড্রেসিং টেবিলে। :)


এই যে সাজিয়েছি। :)


আহা কত ভালো লাগে সব গহনাগুলো দেখতে! :)


সোনার দাম আজ নাকি বাজারে ভরি প্রতি প্রায় এক লক্ষ ছুঁই ছুঁই। আমার অবশ্য সে সবে মাথা ব্যাথা নেই। আমি তো নিজেই বানাতে পারি ! :)


তাই একের পর এক বানিয়েই চলেছি। কি মজা!! :)

একটা সিনেমা দেখেছিলাম গহনার বাক্সো। সেই কথা মনে পড়ে গেলো বুড়িটা ভূত হয়েও তার গহনার বাক্সো আগলাতো! আমি অবশ্য তেমনটা করবো না। স্বর্গ বা নরকে বসে বসেও তখনও গহনা বানিয়ে চলবো।:)

যাইহোক যাদের যাদের বিয়ে শাদী নববঁধুর জন্য, দাওয়াৎ টাওয়াৎ আত্মীয় স্বজনের জন্য বা প্রেমিক (অপস স্যরি প্রেমিক না) শুধু প্রেমিকাকে দিয়ে বড়লোক সাজবার জন্য গহনা গাঁটি দরকার সবাই আমাকে অর্ডার দিতে পারো। নয়তো আমার থেকে শিখেও নি্তে পারো। :)

আহা কি আনন্দ আকাশে বাতাসে ......... :)

মন্তব্য ১৫২ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৫২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৭

জগতারন বলেছেন:
এতো গহনা (!)
ভালো একসেট থাকলেই তো যথেষ্ঠ (!!)
বেশি টাকা থাকলে তা অন্যখানে (যেমন; স্থাবর সম্পত্তি)-এ রাখাই মুদ্ধিমানের কাজ মনে করি।
যদিও শখের তোলা ৮০ টাকা বলে কথা।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: হা হা হুম ভাইয়া!


এতত ত ত ত ত ত ত ত ত ত তত ত ত ত গহনা!!!!!!!!!!!!!

হা হা হা হা

ভাইয়া হবে না কেনো বলো??

আমি নিজেই তো এসব বানাই!!! টাকা বেশি দরকার নাই তো!!!!!!!!!!!! :P

২| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০০

ইসিয়াক বলেছেন: ভালোই, তবে গহনার পোস্ট না দিয়ে খাদ্য খাবারের পোস্ট দিলে বেশি ভালো লাগতো।ভোজন রসিক কি-না তাই বলছিলাম আর কি! :-B

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৯

শায়মা বলেছেন: হা হা হা কেউ কি বুঝতে পারছে না!!!!!!!!!!!!!!!!!!


হা হা হা ইহা আমার একখানা ট্যালেন্টো সো অফ পোস্ট! গহনা শো অফ পোস্ট নহে!!!!!!!!!! :P :(

৩| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৫

জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ।


তুমি তো নিজেই নিজের গয়না

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: হা হা হা তুমিও কি কিছুই ধরতে পারলে না!!!!!!!!!!!


হা হা হা পারলে না অনিকী!!!!!!!!!!!!!


হা হা হা

:P

৪| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: প্রতিভার তারিফ করতেই হয়। তবে আমার খাওয়া দাওয়ার পোস্ট চাই। আমি কিন্তু সুই সুতোর খেলা ধরতে পেরেছি হুম! :P

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৮

শায়মা বলেছেন: হা হা হা সুই সুতোর খেলা!!!!!!!!!

সেটা আবার কি!!!!!!!!!!!!! :-/


হা হা হা সবাইকে ঘোল খাইয়ে দিয়েছি কিন্তু!!!!!!!!!!! :P


প্রতিভার তারিফের জন্য অনেক অনেক ধন্যবাদ!!!!!!!!!!! :)

৫| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গয়নাগুলো দেখে আমি মুগ্ধ, অভিভূত ও বিমোহিত হইয়া গেলাম। এত গয়না কিনেছেন, এজন্যই বাংলাদেশের ফরেক্স রিজার্ভ সংকটের মুখে :)


তবে ছবিগুলো অসম্পূর্ণ। সবগুলো গয়না পরে একটা ছবি তুলে সেটা শেয়ার না করা পর্যন্ত এ পোস্ট অসম্পূর্ণ। এ পোস্ট মানি না। মানা যায় না।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া এই কমেন্ট কি ফান করে ???

মানে গহনাগুলো ঠিক ঠিক দেখেছো তো!!!!!!!!!!


আমি এইসব শুধু বানাই পরি না কিন্তু!!!!!!!!!!!!! তবে দেওয়ালে টাঙ্গিয়ে রাখবো ভাবছি!!!!!!!!!!!:)

৬| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনে পড়ে গেল, ছোটোবেলায় কলমিলতা, সেঁচিলতা, আরো কী কী লতাপাতা টুকরো করে কেটে মালা, গয়নাগাঁটি বানাইতাম। মাটি দিয়াও বানাইতাম। আগে কী সুন্দর গয়না বানাইতাম, আহা, সেই দিন কই গেল :(

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: হা হা আমিও বানাতাম কিন্তু এখন আমি সত্যিকারের সোনার গয়না বানাতে শিখে গেছি কিন্তু!!!!!!!!!!!!

নিজেি বানাই নিজেই সাজাই। কাল চেষ্টা করে দেখবো পরতে পারি কিনা।


মালাটা পরা যাবে কিন্তু বালাটা পরবো কেমনে জানিনা! :P

৭| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: খাইসে!! এ তো দেখতেছি গয়নার শোরুম!! 8-|

ঠিক বুঝলাম না কিছু, এগুলা কি আপনি বানিয়েছেন? কিভাবে? :||

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: হা হা হা হা আমি কিভাভে বানিয়েছি সেটাই তো ধাঁধা!!!!!!!!!!!
আর ধাঁধার উত্তরও তো দেওয়া আছে পোস্টে ভাইয়া!!!!!!!!!!!!!!!


প্লিজ পোস্টটা ভালো করে পড়ো আর ভালো করে দেখো.......

তারপর বুঝবে কেমনে বানিয়েছি তবে হ্যাঁ তখন তুমি একটু কিছুক্ষণ হা করে থাকতে পারো! :P

৮| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪৬

গেঁয়ো ভূত বলেছেন: বেশ সুন্দর! খাঁটি সোনা অথবা রূপার উপরে গোল্ড নিকেল্ড কিম্বা গোল্ড প্লপটেড যেকোনোটাই হতে পারে। ফিজিক্যালি না দেখলে যাচাই করা সম্ভব নয়।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: হা হা হা হা ভাইয়া আমি মরে যাবো হাসতে হাসতে!!!!!!!!!!!!!!!!


কোনো নিকেল ফিকেল প্লেটেড মেটেড না আমার নিজে হাতে বানানো!!!!!!!!!!!!!! হা হা হা


কত্ত গয়না দেখছো!!!!!!!!!!!!!!

৯| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৬

শ।মসীর বলেছেন: একি অংগে এত এত রুপ কেমনে যে সম্ভব :)

তোমার আর কি কি প্রতিভা আছে সেটার একটা লিসটি দাও, তাহলে আর আমরা আবাক হবোনা :)

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া এই পোস্টে কি রুপ দেখলে সেটা বলো দেখি!!!!!!!!!!!!! :P

১০| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৫

করুণাধারা বলেছেন: ছেলের ফোনে ঘুম ভেঙ্গে গেল। পোস্টের শেষে মন্তব্য পড়তে পড়তে হাসতে হাসতে মনে হচ্ছে বাকি রাত আর ঘুম হবে না...

অবশ্য প্রথমে আমি খুব অবাক হয়েছিলাম, গয়না বানিয়ে সেটা ব্লগে জানানোর কী আছে ভেবে... :D :D :D

প্লাসটা দিলাম তোমার ঘোলের দোকানের সাফল্য দেখে! B-)

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৪১

শায়মা বলেছেন: হা হা হা হা আমি তো মনে হয় আজ ঘুমের মাঝেও হাসবো!!!!!!!!!! :P

অবশ্য প্রথমে আমি খুব অবাক হয়েছিলাম, গয়না বানিয়ে সেটা ব্লগে জানানোর কী আছে ভেবে... :D :D :D
প্লাসটা দিলাম তোমার ঘোলের দোকানের সাফল্য দেখে



হা হা হা হা আপুনি কয়েকদিন ধরেই বানাচ্ছিলাম আর প্রতিনিয়ত পোস্ট দিচ্ছিলাম ফেসবুকে মানে আমার সত্যিকারের ফেসবুকে।
প্রথমে দিলাম "মাই গোল্ড টিকলী" আমার এক কলিগ দেখে বলে কিনলেন? আমি বললাম না ......ক ....! সে বলে ও মাই গড!!!!!!!!!!


হা হা হা তার ঘোল খাওয়া দেখে আমার উৎসাহ বেড়ে গেলো। পরদিন দুল বানালাম। আবার ঘোল! তারপর পুরা গয়নার সেট বানাই আর মোর মন যেটে চায় না পাঠশালাতে...... সোনার গহনা মোরে বেঁধে রাখো তোমারফ সাথে.....

আমার মনে হচ্ছে সব ছেড়ে আমি ঘোলের ব্যবসা করলেই বেস্টো করবো। কেনটাকি ফ্রায়েড চিকেনের মত ঘোলটাকি ঘোল বিশ্বসেরা আমি! :)

১১| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: অনেক গবেষণার পর আমি কিন্তু ঠিকই বুঝতে পারসি ঘটনা কি, তবে চুপ মেরে গেলাম। :D

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৪৩

শায়মা বলেছেন: ছাই পারসো!!!!!!!!

সত্যিকারে পারলে কি আর চুপ মেরে থাকতে!!!!!!!!!!!

নাহিদ আপুর মত বলতে ও মাই গড!!!!!!!!!!!!

বললে না তো!!!!!!!!!!!!

করুনাধারা আপু পেরেছে।

তার কাছে ঘোলের দোকানের ব্যবসা হলো না। :)

১২| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: মেহেদী যেমন হাতে আর্ট করে আপনিও তেমনি এগুলো আর্ট করছেন এই যে এটা দিয়ে।




আপনার গোপন তথ্যা ফাঁস করে দিলাম। B-)

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: হা হা এতক্ষনে!!!!!!!!!!

হা হা হা আমি আসলে গোল্ডেন মেটালিক পেইন্ট দিয়ে একটা টিকলী এঁকেছিলাম। সেটা ফেসবুকে দিতেই সবাই জিগাসা শুরু করলো কিনলেন? বিয়ের টিকলী হেন তেন হা হা কেউ কেউ জাকাত ফেতরাও স্মরণ করিয়ে দিলো। কাজেই আমার মহা ফান লেগে গেলো। আমি বুঝে গেলাম এই আঁকা একদম হঠাৎ করে রিয়েল মনে হচ্ছে। কারণটা অবশ্য আমার আঁকা খুব নিঁখুত ছিলো তাও নহে। আসল কারণ মাইন্ড সেট। মানুষ ধরেই নিচ্ছে এগুলো গয়না। একদম রিয়েল গয়না কারণ সবাই অনেক কিছুই আঁকে গয়না কেউ তেমন আঁকে না। আর ঐ যে মাইন্ড সেট যেই বললাম আমার টিকলী মানুষ ধরেই নিলো আমার মনিজের টিকলী যা আমি পরি সাজুগুজু করি। আমার টিকলী মানে আমার আঁকা টিকলী একটু ঘোল খাওয়াতে আমি বলতেই পারি তাই না!!!!!!!! :)

১৩| ২৬ শে আগস্ট, ২০২৩ ভোর ৫:১১

ঢাকার লোক বলেছেন: গয়না বেশ সুন্দর বানিয়েছেন! সোনার দামের তুলনায় রং তুলির দাম নগন্য, আর্ট হিসেবে নিলে ভালো সময় কাটবে নিঃসন্দেহে।
উপরে কয়েকটা মন্তব্য পড়ে মনে হলো উনারা পোস্টটা পুরো না পড়েই মন্তব্য করেছেন !

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: বেশ সুন্দর তবে একদম নিঁখুত এখনও বানাতে পারিনি। চেষ্টা চলিতেছেইং ভাইয়া! যতদিনে না একদম সটার সুন্দর হবে আমার এই প্রাকটিস চলিবেই!!!!!!

আমার সময় নাই আসলে ভাইয়া অনেক কষ্টে সময় করি রাতের ঘুম কমিয়ে এই কষ্ট করি তবুও করতেই হবে আমার তো এতেই আনন্দ! :)


হা হা উপরে অনেকেই পড়েনি পুরো পোস্ট আর মনে মনে কি বলেছে জানো?

আহা ফুটানি! বদমাইশ মাইয়া গহনার ছবি দিয়েছে দেখো.... কত বড় পাগল হলে মানুষ নিজের গহনার ছবি দেয়!! এর অসাধ্য দেখি কিছুই নেই!!!!!!!


হা হা হা হা হা হা

১৪| ২৬ শে আগস্ট, ২০২৩ ভোর ৫:৪৩

নীল-দর্পণ বলেছেন: ওমাআ কী সুন্দর 'ঘোলটাকি ঘোল' জুয়েলারির এক্সক্লুসিভ দুই সেট গয়না আমার চাই চাইই দুই কন্যার জন্যে। সাথে জড়োয়া টিকলিটা নিজের জন্যে চাই , ওটা দিয়ে মূলত লকেট বানিয়ে পরবো যখন বুড়ি হবো ইয়াআ মোটা চেইন দিয়ে সেই লকেট পরবো বেক্সি ভয়েলের মেক্সির সাথে। 8-|

আড়ংয়ের চুড়ির বাক্সের কানাকাঞ্চি আর আংটির খাজাঞ্জিখানা দেখে ইতিউতি করে দেখছিলাম কালেকশনগুলো । এসব দেখেই শান্তি শান্তি !:#P

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: হা হা হা হা

নিলুমনি!!!!!!!!!!! আজকে তোমার মত একজনকে দেখেছি। ময়ুরকন্ঠী রং শাড়ি পরে কপালে লাল টিপ দিয়ে চুল ছেড়ে হেঁটে যাচ্ছিলো মিরপুর আগারগাও বাংলাদেশ বেতারের রাস্তা দিয়ে। তুমি ভাবতে ভাবতেও ভেবে নিলাম তুমি না। তুমি তো বাইরে চুল ছেড়ে বের হবেই না! :)

১৫| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




অবাক কান্ড! এতোগুলো মন্তব্যকারীর মধ্যে করুণাধারা ছাড়া আর কেউই বুঝলেন না ঘটনাটা কি ? ছবিগুলো স্ক্রল করে নীচে নামলেই তো বোঝা যেত যে, গয়নাগুলো "মেটালিক অ্যাক্রিলিক" দিয়ে আঁকা। শেষের ছবিটা দেখেও তো বুঝতে পারার কথা ছিলো গয়না বানাতে রংতুলি লাগছে কোন কামে !!!!! ;)
করুণাধারার মতো প্রথমে আমারও খানিকটা ধাক্কা লেগেছিলো, এই রকম মান্ধাতা আমলের জড়োয়া গয়নাও আজকাল শায়মা নিজের জন্যে বানায় আর তার ছবি দেয় ! :|| কিন্তু একটু খেয়াল করতেই পোস্টের চিচিং ফাঁক হয়ে গেলো আমার কাছে।
আসলেই অনেক ধৈর্য্য নিয়ে খুব কষ্ট করেছেন আমাদের জন্যে । ধ.....ন্য......বা....দ......
যাই হোক বেশ ঘোল খাইয়েছেন অনেককেই।
'

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: হা হা হা হা ভাইয়া!!!!!!!!!! জানো আমার ফেসবুকে আমারফ কলিগ ভেবেছিলো এটা আমার সাজুগুজুর ফাউন্ডেশনের টিউব। আমি বুঝি ফাউন্ডেশন টিউবটা গয়নার পাশে রেখেছি। মেটালিক লেখা তাও বুঝেনি এটা পেইন্ট হা হা হা হা। ঐ যে মাইন্ড সেট আগে থেকেই এসব গয়না হতেই হবে।


হা হা হা মান্ধাতার আমলের গয়না কিন্তু আসলেও আমার পছন্দ। কি রকম রাণী রাণী ভাব থাকে। :)

তোমাদের জন্য করিনি আসলে। আসলে আমার জন্যই করেছি। এমন কত কিছুই করি। একটু একটু তোমাদেরকে দেখাই আর কি। :)


তবুও ঘোলটাকী পোস্ট নিয়ে আমি খুশীই ই ই ই ই ই ই :)

১৬| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:০৬

গেঁয়ো ভূত বলেছেন: জীবনের প্রথম পোস্ট না পড়ে কমেন্ট করেছিলাম, অভিজ্ঞতা না থাকলে যা হবার তাই হলো, ধরা খেয়ে গেলাম!!

=p~ =p~ =p~

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: হা হা হা এটা আসলে ঠিক পড়ার মত পোস্ট না। পোস্টটা দেখার। তবে এক ঝলক দেখলে ভুল করে মানুষ আসল ভাববে আর কয়েক ঝলক দেখে বুঝার চেষ্টা করলে কে আসল কে নকল বুঝা যাবে নানা কিছুই নকল না কিন্তু কিছু মিছু। হা হা

১৭| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: আপনার ক্রিয়েটিভ ভাবনা আর নতুন নতুন নিখুঁত সৃষ্টিশীল কাজের প্রশংসা না করে পারা যায় না! এই কয় বছরে ব্লগপাতায় আপনার বহুমুখী প্রতিভার স্বাক্ষর দেখে বিস্মিত হয়েছি।

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: হা হা এসব প্রতিভা নাকি জানিনা।
আমি খুব একটা সাটিসফায়েডও না। আরও অনেক নিঁখুত হতেই হবে। আরও প্রাকটিস করতে হবে ভাইয়া।

১৮| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলার মানুষ আসলেই ফান বোঝে না এবং মনে করে নিজেই বুদ্ধিমান :)

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: হা হা আমি বুদ্ধিমান মানুষ ঘোল খাক!!!!!!!!! :)

১৯| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৪

কালো যাদুকর বলেছেন: কন্সট্রাকশন পেজের উপর সোনালী নকশা গুলো অবিকল গহনার মতই লাগছে। আপনার শীল্প কর্মের হাত খুবই ভাল। একেকটা আকতে কত সময় লেগেছে?

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: ভাইয়া এটা জাস্ট একটা ব্ল্যাক কালারের আর্ট কপি ছিলো। আর গহনাগুলো আমি আরও আরও নিঁখুত আঁকতে চাই। ইনশাল্লাাহ পারবো। :)

এক একটা আঁকতে বেশি টাইম নেইনি বড় জোর ৩০ মিনিটস।

এত সময় ছিলো না বা নেই আমার জীবনে কিন্তু আমাকে মনে যা চায় করতেই হবে!!!!!!!!!!

২০| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০২

নজসু বলেছেন:



ওরে বাবা, আমার বোনের গয়নার কালেকশন তো মারাত্মক সুন্দর!

গয়না নারীর অত্যন্ত শখের এটা শুধু আজকের কথা নয়। গয়নার প্রতি নারীর আকর্ষণ হাজার বছর আগে ছিল, আজও আছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শুধু ডিজাইনের পরিবর্তন এসেছে।

মাশায়াল্লাহ আমার বোনটির গয়নাগুলো সৌন্দর্য, আভিজাত্য আর ফ্যাশনে অনন্য।

অনেক অনেক দোয়া রইলো।

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: হা হা হা আমার আরও গয়না আছে তো তবে এসব আমার হাতের বানানো তো তাই স্পেশাল!!!!!!!!!!!!!! হা হা হা :P

২১| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০৪

নজসু বলেছেন:



আর আপনার হাতের যাদুর প্রশংসা করতেই ভুলে গেলাম।
অসাধারণ। অপূর্ব! আপনার প্রতিভাকে সন্মান জানাই।

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১০

শায়মা বলেছেন: কোন প্রতিভা ভাইয়া! হা হা হা গহনা কারিগরি!!!!!!!! :)

২২| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৭

নজসু বলেছেন:


প্রিয় আহমেদ জী এস ভাই, আপনার কমেন্টটা আমি এখন দেখলাম। ঘন্টাখানেক আগে পোষ্টে কমেন্ট করে গিয়েছি। এখন এসেছি সবার কমেন্ট পড়তে। গয়নাগুলো দেখে আমার মাথাও তখন ঘুরপাক খাচ্ছিলো। শেষের ছবিটায় এসে মাথা ঘোরা থেকে মাথা ধরা আরম্ভ হলো। বিশ নম্বর কমেন্ট করার পর পরেই একুশ নম্বর কমেন্ট করেছি। আমার বিশ নম্বর কমেন্ট মাথা ঘোরার। আর একুশ নম্বর কমেন্ট মাথা ধরার। মানুষের মাথায় এতো বুদ্ধি ধরে কি করে!?

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: হা হা হা মাথা ঘোরা

মাথা ধরা

হা হা হা মাথায় বুদ্ধি ধরা!!!!!!!!!!


হা হা হা হা মরে গেলাম হাসতে হাসতে!!!!!!!!!!১

২৩| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৮

রানার ব্লগ বলেছেন: গয়না আমার ঠিক হজম হয় না । এই গুলা কেবলি বাহুল্য বলে মনে হয় । অর্থ নষ্ট । কারন আজ যে স্বর্ন দিয়ে গয়না বানিয়ে নিলাম ঠিক সেই গয়না কাল বেচতে গেলে উহাতে হাজারো খাদ আর বাজে স্বর্ন হয়ে যায় ।

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: অর্থ নষ্ট না!!!!!!!!

বাজে স্বর্ণ!!!!!!!!!!!! X((



তোমার জন্য এক গ্লাস উত্তম মানের ঘোল!!!!!!!!!! :)

২৪| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: অনেক গহনা আপনার।
জাকাত দিবেন। নইলে গুনাহ হবে। হে হে---

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: তোমার জন্যও ঘোল ভাইয়া!!!!!!!!! :)


এই গহনার জাকাত কি!!!!!!!!!!!!! :) :)

বলো বলো বলো !!!!!!!!!!!!! :)

২৫| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৫

ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো দেখতে দেখতে ভাবছিলাম তোমাকে পটানি দিয়ে কয়েকটা বেচে কমিশন পাওয়া যায় কিনা চেষ্টা করবো। শেষে পোষ্ট পড়ে জানতে পারলাম, সব ভুয়া গয়না!!! X(

কমিশন কিভাবে খরচ করবো, সেটাও ভেবে রেখেছিলাম। এখন আমার কি হপে? :(

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৬

শায়মা বলেছেন: ভুয়া হবে কেনো!!!!!!!!!!!!!!!!


এসব অতীব খাঁটি যদি গহনা হিসাবে না দেখে শিল্প হিসাবে দেখো!!!!!!!!!!!! :)

২৬| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথম দেখেই মনের ভেতরটা কেমন খচ খচ করছিল , গয়নাগুলোকে মেকী মনে হচ্ছিল , পরে ভালো করে দেখে বুঝলাম ওসব আঁকাবুকি । ( আসলে আমার মত অত্যধিক জ্ঞানী এখানে আর কেউ নেই তো তাই বুঝে উঠতে পারেনি আমি যেমনটা পারলাম )


আপা এইসব গয়না বেঁচে ডলার আনো দেশের উন্নতি হবে !!

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: ওলে এত পরে আসলে গিয়ানী হওয়া যায় না পিচ্চুভাইয়ুজান!!! :)


এই সব বেঁচবো না!!!!!!!!!!!!!! X((

সওওওওওওওওব আমাল!!!!!!!!!!:)

২৭| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৭

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: তোমার জন্য এক গ্লাস উত্তম মানের ঘোল!!!!!!!!!!

কনফার্ম পেট খারাপ হবে ।

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৩

শায়মা বলেছেন: আরে পোস্ট কি ভালা কইরে পড়ছেন ভাইয়াজান!!!

এই সব আমার আঁকা গহনা গাঁটি!!!!!!!!!!!!!!! সত্যিকারের গহনা না!!!!!!!!!!!!!!!!!!!

২৮| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওলে এত পরে আসলে গিয়ানী হওয়া যায় না পিচ্চুভাইয়ুজান!!! :)


আপা ওস্তাদের মাইর শেষ রাতে ! ;)

এই সব বেঁচবো না!!!!!!!!!!!!!! X((

বেঁচো আপা বেঁচে দাও ভালো দাম পাবে । আবার যারা হিংসে করছে তারাও শান্তি পাবে ।

সওওওওওওওওব আমাল!!!!!!!!!!:)

আরেও না বনলতারও ভাগ আছে !!

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: বনলতা!!!!!!!!!

সে তো আমার প্রেত্মাতা........ মানে আমার একটা নিক আছিলো!!!!!!!!!! মানে ফেসবুকে আছিলো!!!!!!!!!!!! সে তো মরে ভূত!!!!!!!!!!


এটা কি ভূতের ভাগ!!!!!!

২৯| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০১

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আরে পোস্ট কি ভালা কইরে পড়ছেন ভাইয়াজান!!!

এই সব আমার আঁকা গহনা গাঁটি!!!!!!!!!!!!!!! সত্যিকারের গহনা না!!!!!!!!!!!!!!!!!!!



জ্বী উহা আমি জানি !!!

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৩

শায়মা বলেছেন: যাক বাঁচলে!! ঘোল তাহলে খেলে না তাই না??

৩০| ২৬ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: অনেক বার চেষ্টা করেও তোমার অংকিত গহনা সম্ভারের ছবিগুলো দেখতে পেলাম না শায়মা :( আমার ইন্টারনেট তো অনেক ফাস্ট তারপরও এই অবস্থা কেনু কেনু :-/

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৬

শায়মা বলেছেন: ওহ তাই নাকি!!!!!!!!
দাঁড়াও দেখাচ্ছি......


৩১| ২৬ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

ফাহমিদা বারী বলেছেন: আমি তো গহনার ছবি দেখার জন্য বসে আছি। ছবি কোথায়?

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৯

শায়মা বলেছেন: হায় হায় তোমাদের কি হলো!!!!!!!!
সব ভাইয়ারা ছবি দেখে ফেললো....... আর আপুনিরা দেখছেই না!!!!!!!!!!!!! :(



২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩১

শায়মা বলেছেন:


৩২| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনি আমাদের যতোই মেটালিক টিউবে আঁকা গয়না দেখান না কেন আমরা কিন্তু তাতে ভুলছিনা।হতে পারে কিছু গয়না আপনা এঁকেছেন। তাইবলে আপনার নিজস্ব কালেকশন যে নেই সেটা মানতে পারছিনা। আমরা ব্লগাররা হয়তোবা আপনাকে সামু ব্লগের মধ্যেই আপনার বাদশাহী গয়না দেখে চোখ টাটাবো। কিন্তু একটা করে বলে রাখি সাবধানে থাকিয়েন।যে কোনো দিন কিন্তু ভয়ানক কিছু হয়ে যেতে পারে। :)
অপটপিক: আমি একমাত্র ফেসবুকের প্রোফাইল দিয়ে ঢুকতে পারছি। কিন্তু মারাত্মক স্লো। জানিনা ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে এই কমেন্টটি শেষ পর্যন্ত পোস্ট হবে কিনা...

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: হি হি আমি কি বোকা নাকি যে সত্যিকারের গয়নাগুলো দেখাবো!!!!!!!!!! সে সব তো সোজা লকারে। বাসাতেই রাখিবোক নহে।:)

কমেন্ট পোস্ট হয়েছে কিন্তু আমার গয়নাগুলো দেখতে পেয়েছো তো???????

৩৩| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

নীল-দর্পণ বলেছেন: একদম ঠিক ধরেছো আমি বাইরে চুল ছেড়ে বের হবোই না :p । ময়ুরকন্ঠী শাড়ীর কথা বলায় চোখের সামনে ভেসে উঠল কোন এক ঈদে ফ্যামিলি ওয়ার্লড থেকে ময়ুরকন্ঠী রং নেটের শাড়ী কিনেছিলে সেটা আর তোমার গত ঈদের ময়ুর কানের দুল পরা তোমাকে। ! 8-|

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৭

শায়মা বলেছেন: ময়ুরকন্ঠি শাড়ী মনে হয় সেই ২০১০ এর কথা সে শাড়ী একদম ফেলেই দিয়েছি মনে হয়, কিন্তু শাড়িটা এক নাম্বার সুন্দর ছিলো!!!!!!! শাড়ি কেটে কুটে আমি কিন্তু জামা লেহেঙ্গাও বানিয়েছি অনেক জীবনে। এক শাড়ি আর কত বার পরবো বলো তাই শাড়ির নিত্য নতুন ব্যবহার :)

৩৪| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৩

জটিল ভাই বলেছেন:
এটাই কি সেই সংগ্রহশালা??? =p~ =p~ =p~

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: কোন সংগ্রহশালা জটিলভাইয়ুজান!!!!!!!!!!:)


৩৫| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৫

মিরোরডডল বলেছেন:




পোষ্টের প্রথম ছবি দেখে মনে হয়েছে সূতার কাজ করা কিন্তু সেকেন্ড ছবির মাঝেই বোঝা গেছে এগুলো তোমার হাতের কাজ।
কি নিখুঁত সুন্দর হয়েছে পেইন্টিং। আপু তুমি অনেক গুণী।

এতো ধৈর্য আর সময় কোথায় পাও!!!




২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: হা হা না নিঁখুত হয়নি এখনও। শুধু ধান্দা লেগেছে আর কি হঠাৎ এক ঝলকে। একটু ভালো করে দেখলেই বুঝা যেত।



আর ধৈর্য্য আছে বটে তবে সময় নেই। আমার সময় নিয়ে নেয় সবাই!!!!!!!!! :((

৩৬| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৩

মিরোরডডল বলেছেন:




অনেকে দেখলাম বুঝতে পারেনি, এতো সহজ বিষয়টা কেনো বোঝেনি সেটা বুঝলাম না।
আরেকটা বিষয় অবাক করেছে, অনেকেই পোষ্ট না পড়ে কমেন্ট করে।

এরকম শুনেছি আগে না পড়ে কমেন্ট করার কথা কিন্তু আজ এটা ভালোভাবে বোঝা গেলো এই পোষ্ট থেকে।
এতো ছোট পোষ্ট, অল্প কয়টা ছবি, তারপরও পোষ্ট না পড়েই কমেন্ট!!!!



২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: হা হা হা সে আর বলতে!!!!!!!!

তবে হ্যাঁ আমার ধারণা মাইন্ড সেট। আগে থেকেই শিরোনামে অনেকেই ধরেই নিয়েছে এসব আমার গয়না। বেশি মাথা খাটায়নি।

খুটিয়েও দেখেনি। আরও ভেবেছে এই পাগোল কি করে না করে কে জানে? হা হা হা তাই শিরোনামের সাথে ছবিগুলো মিলিয়ে ...... :P

৩৭| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫০

মিরোরডডল বলেছেন:



নিখুঁত বলতে কাজটা ভালো হয়েছে, কিন্তু এটা যে অরিজিন্যাল গহনা না সেটা এক ঝলকেই বোঝা যায়।
তুমি যেহেতু পারফেকশনিস্ট, তোমার নিজের কাজে তুমি সন্তুষ্ট হবে না।

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০০

শায়মা বলেছেন: হা হা হা আমি আবারও আঁকবো। :) :) :)

শুভভাইয়ুর এখনও খবর নাই। :(

৩৮| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩২

মিরোরডডল বলেছেন:



শুভভাইয়ুর এখনও খবর নাই। :(

ক্ষুদের স্কুলে খবর নাও।

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: সে তো গোয়েন্দাগিরি একদমই লাইক করে না। থাক নিজেই ফিরে আসুক! :)

৩৯| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চমৎকার ডিজাইন "ওল্ড ইজ গোল্ড " দেখেন বসুন্ধরার মালিক আবার ডিজাইন গুলোর স্বত্ব চেয়ে নেয় কিনা! না দিলে কলাম খবর আছে!!বাংলাদেশের স্বর্ণ ব্যবসার নতুন দিগন্ত ওনার হাতে!

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া। কিন্তু তুমি ঠিক ঠিক বুঝেছো গয়নাগুলো আঁকা।

সবাই ভেবেই নিয়েছিলো আমি গয়না দেখাচ্ছি! :P

৪০| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৬

সোহানী বলেছেন: বুঝলাম আমি বুদ্ধিমান............হাহাহা

প্রথম ছবিতেই বুঝে গেছি। কিন্তু মন্তব্যের ঘরে করুণা আপু ছাড়া পর পর কেউ বুঝতে পারেনি দেখে অবাক হলাম। এমন কি তুমি ক্লু দিয়েছো। এটা তোমার সাফল্য। নিখুঁত আঁকার কারগির হিসেবে এ্যাপ্রিসিয়েট করতেই হয়।

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: হা হা তবে নিঁখুত এখনও আঁকতে পারিনি বাট ট্রাইং এগেইন এন্ড এগেইন! :)



তবে এটুকুই ঘোল খাওয়াতে যথেষ্ঠ দেখে হাসত হাসতে আমি শেষ। এই সোনার গহনার জাকাত ফেতরাও চলে এসেছে ....... হা হা হা


৪১| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:২৪

শার্দূল ২২ বলেছেন: দেশে কত ছেলে বিয়ে করতে পারছেনা মেয়েকে গোল্ড দিতে হবে বলে, তুমি মেয়েদের কানে গলায় কপালে এমন করে আর্ট করে দিলেইতো পারো।

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২০

শায়মা বলেছেন: তাই না?? গোল্ড এর অভাবে বিয়ে হয় না এমন তো শুনিনি শার্দূল সোনামনি। তবে এই নতুন ব্যবসায়িক বুদ্ধি ভালা। নতুন ট্রেন্ড চালু করিবোক। হাতে আঁকা গহনাগাটি। বিয়েতে না হোক হলুদে পরা যাবে। :)

৪২| ২৭ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৪

নীল আকাশ বলেছেন: এরপরে যেই বিয়েতে দাওয়াত পাবেন তাকে এইগুলো থেকে কয়েক্টা গিফট দিয়ে আসবেন। ;)
তবে অবশ্যই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে দেবেন। :-B
বেশিরভাগ মানুষই ব্লগে পোস্ট ভালোমতো পড়ে না। এটা আবার প্রমাণ হলো। :-P
একটা আর্ট এক্সিবিশন করতে পারেন এইগুলো দিয়ে। =p~

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: হাহাহাহাহা খাওয়া দাওয়ার আগে দিলে খাবারের থালা প্লেট সব পিঠে ভাঙ্গবে!!!!!!!! সকল শিল্প সত্তা ছুটাই দেবে চির জনমের মত!


হা হা পড়ার জন্য না। মাইন্ড সেট আর যেভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছি আর্টগুলো কে ভাববে বলো এসব ঘোলটাকি জুয়েলার্সের কায্যাবলী?

৪৩| ২৭ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি আসে না কেরে আপু

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

শায়মা বলেছেন: বুঝলাম না বেছে বেছে কিছু আপুর কম্পিউটারেই আসলো না ছবি!

গহনার সাথে তাদের মনে হয় আড়ি। :(

৪৪| ২৭ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আঁকা গয়না হাহাহাহাহ

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

শায়মা বলেছেন: :P


এতক্ষনে দেখলে!!!!!!!!!

৪৫| ২৭ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:




তোমার হাতে গড়া বাহারি গহনার ছবিগুলি দেখে চক্ষু আমার হয়ে গেছে ছানাবড়া ।

একসময় গহনা মানে ছিল সোনা বা রূপার কারুকাজ। চলতি ফ্যাশন দুনিয়ায় গহনা শুধু দামি ধাতু
বা ডিজাইনে সীমাবদ্ধ নেই। গহনার উপকরণ এবং নকশায় বদল এসেছে শত বছর আগেই।
সোনা রূপা বা অন্য কোনো ধাতুর সঙ্গে অনেক আগেই রত্ন পাথর, মুক্তার ব্যবহার ছিল সেই কবেই ।
গহনার উপকরণে কাঠ, কড়ি, মাটি ইত্যাদিও নিজস্ব মহিমায় যুক্ত হয়েছে গুণী শিল্পীদের হাত ধরেই ।

এখন তোমার শৈল্পিক হাতে যুক্ত হলো অঙ্কন সমৃদ্ধ এর আরো একটি সম্ভাবনাময় দিক ।
হস্তশিল্পকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের অন্যতম একটি লক্ষ্য ও উদ্দেশ্য।
তোমার এই লক্ষ্য ও পরিশ্রমী উদ্যোগকে আরো একটু বেগমান করার জন্য পাঠালাম আরো
কিছু Vibrant Metallic colours.

তোমার মহতি প্রচেষ্টার আরো বিকাশ ঘটুক এ কামনাই রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া কাল যখন অনেকে সত্যি গয়না ভাবছিলো তখন আমার হাসতে হাসতে মুখ হয়েছিলো দই বড়া! হা হা হা

আসলেই মেটালিক কালারগুলো দারুণ মজার!!!!!!!! :)

৪৬| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৮:১৩

মেহবুবা বলেছেন: এসব গয়নার কেজি কত করে?
হীরের, মুক্তার গয়নাও বানিয়ে ফেলো এবার!

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৮:১৬

শায়মা বলেছেন: হা হা এসব অমূল্য মানে তোমার জন্য কোনো দাম নেই আপুনি!!!!!!!!!!!!!

সব বানিয়ে দেবো যা চাও তাই।

এত বছর ধরে দেখা একজন ব্যক্তিত্বময়ী আপুনি তুমি!!!!!!!!! :)

৪৭| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩২

মেহবুবা বলেছেন: বেশ তবে তালিকা পাঠাই!
আর এত বছর ধরে দেখা তুমি তুমিই।
এই সা.ইনে life time achievement award চালু করতে হবে এক সময়ে তোমাকে দেবার জন্য।
ভাল থেকো, সুখ শান্তিতে থেকো।

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫০

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!!

সেই গানটার মত - তুমি তুমি বড় ভাগ্যবতী! না না তুমিঈঈঈঈই হা হা হা হা

৪৮| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৩

মেহবুবা বলেছেন:

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫০

শায়মা বলেছেন: হা হা হা হা থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!! সোনার পোস্টে সোনার ফলক!!!!!!!!!:)

৪৯| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৪১

নাহল তরকারি বলেছেন: আমার স্ত্রীকে গহনা উপহার দিবো।

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২০

শায়মা বলেছেন: সত্যিকারের গয়না নাকি আমার আঁকা গয়নাগুলো....... :)

৫০| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫০

শাওন আহমাদ বলেছেন: উরে বাপ্রে! সোনার পোস্টে সবাই হুমড়ি খেয়ে পড়েছে, তাই আমিও পড়লাম। :D ইয়ে মানে আমার বিয়েতে আমারা তার জন্য কিছু গহনা নিয়ে আমাদের আশীর্বাদ করতে এসেন। :|

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: এই গহনা দিলে তো তুমি আমাকে খেতেই দেবে না ভাইয়া!!! :(

শিল্পের মর্ম কি কেউ বিয়ে বাড়িতে বুঝবে!!!!!!!!!!!


এসব হাতে আঁকা গয়না ভাইয়ু!

মাই মেটালিক পেইন্ড ড্রইং! :)

৫১| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৬

ফাহমিদা বারী বলেছেন: বাহ দারুণ দারুণ! এইবার দেখতে পেয়েছি ছবিগুলো! কিন্তু এর আগে কেন পারলাম না?

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: ইমগুর দিয়ে আপলোড করা ছবি মাঝে মাঝেই ইমগুরভাইয়ু অফ করে দেয় কেনো যেন। :(

৫২| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৯

জুন বলেছেন: ফাহমিদা বারীর মত আমিও এবার দেখতে পারলাম শায়মা। এর আগে অবশ্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মত আমার মন্তব্যের জবাবের ঘরে দেখেই মুগ্ধ হয়েছি তোমার গুনপনায় :)

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!! নাহোল তরকারী আর শাওন ভাইয়া কিন্তু এসব গয়না চেয়েছে ভাবীজীদের জন্য! :)

৫৩| ৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৪

শাওন আহমাদ বলেছেন: আমি এই আঁকা গহনা নিয়েই আশীর্বাদ করতে আসতে বলেছি আপু, গয়না তো আর চিরোদিন থাকবেন; কিন্তু আর্শীবাদ থাকবে। :)

৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০১

শায়মা বলেছেন: ওহ তাই বলো!!!!!!!! তাহলে তো আরও আরও গয়না এঁকে নিয়ে যাবো..... :) সাথে আশীর্বাদও......

৫৪| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর এসে ঘোল খাওয়া থেকে বাঁচলুম... শেষ বেলা এসেছি বলে!
:)

সত্যিই চমকে দেয়ার মতোই আঁকা!



৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: ভাইয়া এতগুলো কমেন্টের পরে আসলে কিন্তু ঘোল আর ঘোল থাকেনা ক্রিস্টাল ক্লিয়ার জেলী হয়ে যায়! হা হা হা

কেমন আছো ভাইয়ামনি!!!

আজকাল তো আর দেখাই যায় না বলতে গেলে।

৫৫| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা তা যা বলেছো।

পুরাই ফকফকা :D

জীবন যুদ্ধে আছি বেঁচে
সংগ্রামে অবিরাম
মুক্তির আশে লড়াই
চিরন্তনী নেই বিশ্রাম।।

প্রায় বছর পর এলাম। যদিও ফেবুতে নিয়মিত লাইকাই তোমার পোষ্ট :P হা হা হা

৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫২

শায়মা বলেছেন: হ্যাঁ ফেবুতে তো আমি ঢুকিই না বলতে গেলে। সামুতে পোস্ট দিলে একটু শেয়ার দেই ভাইয়া।

এত লড়াই কেনো??

এইবার শান্তি। :)

৫৬| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো হয়েছে। আপনার প্রতিভা বহুমুখী।

আমাকে শিখিয়ে দিলে আমিও হয়তো পারবো। তবে আপনার মত হয়তো পারবো না।

৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১১

শায়মা বলেছেন: আমিও কোথাওওওওওওওওওওওওওওওও শিখিনি। কাজেই তুমিও কোথাওওওওওওওওওওওওও শিখবেনা ........ নিজে নিজে শেখো ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমার থেকেও অনেক ভালো পারবে মনে হচ্ছে আমার!!!!!!!!!!!! :))

টেরাই করে দেখো ...... :)

আর নিজে না করো আমাদের ভাতিজীকে অবশ্যই দেখাবে কিন্তু :)

আমি কাল সকালে উঠেই একখানা ১০০% মন দিয়ে লাস্ট সোনার গয়নাটা আঁকবো।

তারপর শুরু হবে হীরা মোতি পান্না প্লাটিনাম আঁকা আঁকি। :)

৫৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক আছে আগামী সপ্তাহে আপনার ভাতিজিকে দেখাবো। এখন আমি অনেক দূরে আছি। আপনার ভাতিজীর আঁকা একটা ছবি দেখেন তাহলে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০২

শায়মা বলেছেন: আরে!!!!!!!!!!!!!!!!!!!!!!!! এই না হলে ভাতিজি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ঠিক এই ময়ুরটাই আমিও গ্লাস পেইন্টে এঁকেছিলাম জানো!!!!!!!!!!!!!!!!!!!!

দাঁড়াও আনছি!!!!!!!!!!!

৫৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটাও গ্লাস পেইন্ট। হয়তো ইন্টারনেটে আপনারটা দেখেই এঁকেছে স্কুলের জন্য। :)

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

শায়মা বলেছেন: এই যে আমারটা........ :) ভাইয়া আমিও তো ইন্টারনেট থেকেই ছবিটা পেয়েছিলাম। আমরা দুজন একই ছবি এঁকেছি। কি মজার!!!!!!!!!!!!! :)




০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: আমার ভাতিজির ছবি দেখে আমি আমার ছাঁদঘরের সিড়ি থেকে ছবি তুলে আনলাম ভাইয়া। সাথে আমার সিড়িসজ্জার আরও কিছু ছবি আনলাম.......

৫৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সব গয়না। তুমি ও কম নও। গয়নার ফেরি ওয়ালা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

শায়মা বলেছেন: সব গয়নাই এঁকেছি! :)

৬০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: সে তো গোয়েন্দাগিরি একদমই লাইক করে না। থাক নিজেই ফিরে আসুক! :)

তারমানে আগেও গোয়েন্দাগিরি করেছিলে নাকি?




০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: না করিনি। তার সাথে গোয়েন্দাগিরি করে লাভ কি?

তবে হ্যাঁ সে তো গোয়েন্দাগিরি হবার ভয়ে নিজেই ভয়ে মরে তাই বললাম হা হা । :)

৬১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ছাঁদঘরের ছবিগুলি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে নাচের ছবিগুলি। অনেক প্রতিভার সমাবেশ ঘটেছে আপনার মধ্যে। এই ধরণের নাচ আমার ভালো লাগে। একটা সুন্দর নাচ দেখেন।
মাইকেল জ্যাকসনের ভারতীয় শিল্পীর সাথে নাচ

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: বাহ সেই নাচ দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়ু! :)

৬২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

সোনালি কাবিন বলেছেন: শৈল্পিকতায় অনন্য ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়ু! :)

৬৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এতটা জীবন্ত!!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২২

শায়মা বলেছেন: হা হা চন্দ্রকথা তুমি রেগুলার থেকো। এত সুন্দর একটা নামের মেয়ে। আমাদের ব্লগে মানুষজন তো কমেছেই মেয়েরা তো আর লিখেই না মনে হয় আজকাল নতুনেরা। :(

৬৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

মিরোরডডল বলেছেন:




শায়মাপু, ফাইন্যালি তোমার প্রোগ্রামটা দেখলাম।
ভালো লেগেছে।

নেক্সট কি আছে?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৫

শায়মা বলেছেন: :P
দুইটাই দেখেছো!


যাইহোক আমি চাই না আরও কেউ দেখুক। কাজেই লিন্ক শেয়ার কববোই না!!!! :P


মিররমনি। আমার সত্যিই শুভভাইয়ুর জন্য চিন্তা লাগছে। কোথায় যে হারালো। সেই ইমেইলেই খবর নাই। :(

মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়।

আমি তার জন্য শুধু তারজন্যই খোকাভায়ের বাসার মানে আমার দাদুবাড়ির ছবি নিয়ে পোস্ট দেবো ভেবেছিলাম কিন্তু কি লাভ তার তো দেখাই নেই।:(
কত্ত পোস্ট লেখার বাকী। সময়ও নেই জীবনে।

শরৎ এসে গেলো। শরতের ফোটোশ্যুট শেষ হলো গতকাল।

আগের পোস্টগুলো যা আছে মনে মনে সেসব না লিখে কেমনে সেটাই বা দেই! :(

৬৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

মিরোরডডল বলেছেন:




একটা অনেক আগেই দেখা জামদানী শাড়িতে।
আরেকটা যেটার জন্য ওয়েট করছিলাম, সেটা দেখলাম।

দুটোই নেক্সাস।
আরও আছে নাকি এ দুটোর কথা বলছো?

শুভকে নিয়ে আমিও চিন্তিত। এমনতো হবার কথা না।
এতো দীর্ঘদিনের গ্যাপ এর আগে কখনও হয়নি।

তুমি আবার ইমেইল করো, আগের ইমেইল হয়তো সে পায়নি।
যেখানেই থাক, ভালো থাকে যেনো।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫২

শায়মা বলেছেন: আরও আছে হয়ত বেক্সাস কেক্সাস হা হা

যাইহোক আজ সকাল থেকে আমাকে ইমোশনে পেয়েছে।
আসলে অন্য দিনগুলোতে আজকাল আমার স্কুল আমার মাথায় এত বোঝা চাপিয়ে দিয়েছে যে ইমোশনের শুধু এঙ্গার ম্যনেজমেন্ট করতে করতেই আমার দিন যায়। নটি, কটি এবং স্পেশাল চিলড্রেন ডিলিংস, সাথে তো আছেন তাদের টিচারেরাও আরও আছে অবাধ্য প্যারেন্টস।

বিকালে বাসায় ফিরে এত অবাধ্যদের বাধ্য করতে আর অশান্তদের শান্ত করতে করতে নিজের মাথা শান্ত রেখে রেখে মাথা খাঁটিয়ে আর অন্যান্য দিকে মাথা খাঁটাবার টাইম থাকে না।

আজ তিনদিন ছুটির ২য় দিন তাই আজ সকাল থেকেই দুনিয়ার ইমোশন এসে চেপে ধরেছে আমাকে। চুয়াত্তর ভাইয়া তো এই কথা শুনলে লাফাতে থাকবে আমার মনে দুঃখ শুনে... :(

যাইহোক সকাল থেকে একটা গান শুনে যাচ্ছি.... এই গান শুনে একটা লেখাও মাথায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু সময় নেই ..... শার্দূলকে গানটা ইমেল করে দিলাম... সেই মেইলটাই কবিতা বা কিছুমিছু বানিয়ে একদিন পোস্ট করে দেবো হয়তো।


শুভভাইয়া যদি আমাদের এই উদ্বেগ দেখেও চুপ করে থাকে তো তার একদিন খবরই আছে। X(

কোনো এঙ্গার ম্যানেজমেন্টে কাজ হবে না।

৬৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৭

মিরোরডডল বলেছেন:




গানটাতো শেয়ার করো, আমরাও শুনি।

একদিন কেনো আজই পোষ্ট করো, ফ্রাইডে স্পেশাল, সময় নিয়ে আড্ডা দেয়া যাবে :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

শায়মা বলেছেন: শেয়ার করবো??

পেনপেনে গান তো!!! :(

নির্বহন শুনলে ওয়াক থু বলবে।

সাড়ে ভাইয়া শুনলে মনে মনে হাসবে আর আনন্দে লাফাবে

আর তুমি অবশ্য একটু বুঝবে??

আচ্ছা আগে একটা ধাঁধার উত্তর দাও দেখি তুমি কেমন গান বিশারদ!!! মানে বোদ্ধা শ্রোতা ...... :)


কখনও ভেবেছো কি সূর্য্য কি হয় সুখী
যদিও সূর্য্যমুখী ব্যাকুল তার প্রেমে!!!

বলো দেখি কোন গানের ভেতরের লাইন! :)

৬৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৩

মিরোরডডল বলেছেন:




আমিতো গান বিশারদ না আপু।
আর সব গান আমার জানার কথাও না।

কে জানে এটা হয়তো তোমারই রচনা।
তুমিই বলো, আমি শুনি।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪

শায়মা বলেছেন: হা হা না তুমি শুভভাইয়ু নির্বহন পিচকা অনেক গান শোনো। নানা রকম আমি যতই লম্ফঝম্প হইনা কেনো গান শোনার সময় একদম পেনপেন ঘেন ঘেন। :P

https://www.youtube.com/watch?v=s3mOMvn2qxc

তুমি একজন খাঁটি মানবী মিররমনি। তোমার মধ্যে কপটতা একেবারেই নেই। ভেরী গুড কোয়ালিটি কিন্তু মাঝে মাঝে অনেকের এই গুনাবলী হয়ত পছন্দ হয় না।

মানুষ পছন্দ করে মুখে এক মনে আরেক মানুষদেরকে।

৬৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

মিরোরডডল বলেছেন:



হঠাৎ এ কথা কেনো আপু?
মানুষ কখনও সম্পূর্ণ খাঁটি হয়না, হওয়া সম্ভব না, হওয়ার দরকারও নেই।

একই মানুষের যে গুণাবলী সেটা কারো কাছে মন্দ, কারো কাছে ভালো।
আমার একটা বিষয় তোমার ভালো লাগলো, সেই একই বিষয় আরেকজনের খারাপ লাগতে পারে।
এটা ডিফাইন করা পসিবল না।

বিষয়টা অনেকটা কনজুমার প্রোডাক্টের মতো।
বাজারে রকমারি ক্রেতার জন্য হরেকরকম প্রোডাক্ট, যার যেটা স্যুট করে।

তুমি যে হেয়ার প্রোডাক্ট ইউজ করে পজিটিভ রিভিও দিবে, সেই একই প্রোডাক্ট ইউজ করে হয়তো কারো মাথার চুল খালি হয়ে গেছে :)
তুমি হয়তো একটা খাবার খেয়ে খুবই তৃপ্ত, ওটা তোমার প্যালেটের সাথে যায়, একই খাবার আরেকজনের কাছে মনে হবে ঘাস।
যাকে যেটা স্যুট করে, ভিন্ন মানুষের ভিন্ন চাওয়া।

জীবন অনেক বৈচিত্রময়। বিভিন্ন মানুষের ভিন্ন স্বাদ, ভিন্ন প্রত্যাশা।
কে যে কিসে সন্তুষ্ট হয়, সেটা বলা মুশকিল।
এই বৈচিত্রগুলোই জীবনের সৌন্দর্য :)


২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

শায়মা বলেছেন: ১০০% খাঁটি হওয়া যায় না কিন্তু অনেকটাই হওয়া যায়। আমি সেটাই বলতে চেয়েছি।

মানুষকে সন্তুষ্ট করে কি করে !

নিজেই সন্তুষ্টু হলেই আমি খুশি। হা হা

৬৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

বিষাদ সময় বলেছেন: ৩ডি প্রিন্টার দিয়ে আপনার গহনাগুলো প্রিন্ট করে নিন। তাহলে পরতেও পারবেন....... :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

শায়মা বলেছেন: হা হা আমিও তাই ভাবছিলাম। এই গহনার ব্যবসা শুরু করবো কি না সেটাও ভাবনার বিষয়! :)

৭০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: মানুষকে সন্তুষ্ট করে কি করে !

মানুষকে সন্তুষ্ট করার কথা বলিনি, আত্মতুষ্টির কথা বলেছি।
একেকজন মানুষের একেকভাবে আত্মতৃপ্তি হয়।

আবার অনেকে অলওয়েজ তৃষ্ণার্ত থাকে, কোন কিছুই তাদের স্যাটিসফাই করে না।
অতৃপ্ত আত্মা :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৩

শায়মা বলেছেন: হ্যাঁ এমন অতৃপ্ত আত্মারাই ভূত হয়ে ফিরে ফিরে আসে। :P

৭১| ০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৫

জীনের বাদশা বলেছেন: বাহ আপনার এই গুনের কথা তো জানতাম না?
আমার চোখে মুখে একরাশ মুগ্ধতা।
ভাল থাকবেন।

০১ লা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া।

মাঝে মাঝে এসে দেখা দিয়ে যেও আমাদের এই ব্লগে।

৭২| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৫

ক্লোন রাফা বলেছেন: কি করবে এগুলো দিয়ে⁉️ কেমন আছেন পরী ? আমাকে কি মনে পড়ে ‼️মনে হয়না , যদি মনে থাক’তো তাহলে.....

১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২৬

শায়মা বলেছেন: ক্লোন রাফা মানে নিশ্চয়ই রাফা!

মনে পড়ে কিন্তু তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে?

যাইহোক আমি ভালোই আছি। অনেকটাই আগের মতই ভালো।

তবে মনে থাকতো তাহলে ........... কি লিখতে চেয়েছিলে বলোতো???

৭৩| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৬

ক্লোন রাফা বলেছেন: তাহলে ফেসবুকে জানতে চাইতেনা কোন নিক⁉️
উদ্ধারের কথা বলছি।

১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০১

শায়মা বলেছেন: ওহ তাই বলো!!!!!!!!! স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!

যাইহোক এখনও কি নিক উদ্ধার হলো না?

পাসওয়ার্ড ভুলে গেছো নাকি কাজই করে না পাস?
ফিডব্যাকে মেইল করেছিলে?

যাইহোক ফেসবুকে যাচ্ছি ওয়েট। :)

৭৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬

বিপ্লব06 বলেছেন: ভালো লাগছে! আসল মনে করছিলাম প্রথমে!!!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!!!

কোথা থেকে এলে এতদিন পরে!!!


কেমন আছো?

কোথায় আছো???

সব কিছু ভালো তো?

৭৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

বিপ্লব06 বলেছেন: হুমম। সব ঠিকঠাক ।
ভাল আছি।
কোন কমপ্লেইন নাই।
লিভিং দ্যা ড্রিম...!!!

দেখতে আসলাম কি অবস্তা! মনে হচ্ছে ভালোই আছেন! ভালো থাকবেন!

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৪

শায়মা বলেছেন: আমি তো ভালোই আছি ভাইয়া। ভালোই থাকি। তুমি একটু বিষন্ন ছিলে যখন সামু থেকে বিরতি নিলে তখন। লাস্ট সিরিজটাও শেষ করলে না।

এখন তুমি কি একলা নাকি দোকলা নাকি তেকলা!!!


জানাবে??

অনেক অনেক শুভকামনা ভাইয়া!
অনেক ভালো থাকো তুমি আজীবন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.