নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফেসবুকে https://www.facebook.com/sajeebtalha
যারা মুক্তমনের মানুষ তারা সমৃদ্ধ উন্নত চেতনার আলোকে হৃদয় কে উদ্ভাসিত করেছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
কিন্তুু সংকীর্ণবাদী হিংসুক পরশ্রীকাতর পালের গোদা টাইপের কিছু লোক চরম আত্মসংঘর্ষে জীবনের হিসাব না মিলাতে পেরে উন্মাদের ন্যায় আচারন করে, এবং সন্দেহবাদী ইউনিক মনুষ্য বিশেষ প্রজাতি আস্তিকদের মত চরম আত্মকলহে নিমজ্জিত থাকে, মুলত সে সদা কিংকর্তব্যবিমুড়। এরা এক ধরনের মানুষিক রুগি, মুক্তমনের চেতনাকে ধুলিষ্যাত করতে, আমাদের আদর্শ কে কালিমা লেপন করতে এদের মত একজনই যথেস্ট। মুক্তচিন্তার বন্ধুরা মানবিক মুল্যবোধে প্রতিজ্ঞা রক্ষায় অপরের সুখের প্রতি নিবেদিত প্রাণ, এরকম ধ্যান ধারনা যে পোষন করে না, আমি তাকে মুক্তচিন্তার মানুষ মনে করি না, বরং বদ্ধ ব্রেইন ওয়াশ টাইপের ডিজিটাল আস্তিক উন্মাদ মনে করি। সকল মুক্তচিন্তার বন্ধুরা এদের থেকে সাবধান, সে হয়তো আপনার পাশেই ছদ্মবেশে ঘুর ঘুর করছে। সকলকে ধন্যবাদ।
©somewhere in net ltd.