নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সজীব তালহা, কিছু জানি না পারি ও না !ছবি আঁকি অন্যেরটা দেখে লিখি ও অন্যেরটা দেখে ।

সজীব তালহা

আমি ফেসবুকে https://www.facebook.com/sajeebtalha

সজীব তালহা › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় কবিতা ।

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩

তল/আধারি
-----------------------------------
তোমাকে বলেছিলাম,যত দেরি হোক আবার আমি ফিরে আসব ৷
ফিরে আসব তল/আধারি অশ্বত্থগাছটাকে বাঁয়ে রেখে, ঝালোডাঙ্গার বিল পেরিয়ে,হলুদ ফুলের মাঠে ওপর দিয়ে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম ৷
আমি তোমাকে বলেছিলাম,এই যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসব ৷
ডগ ডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য় যখন ডুবে যাবে,নৌকোর গলুইয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব ৷ আমি তোমাকে বলেছিলাম ৷

ইচ্ছামৃত্যু
------------------------------------
আমি তো থাকবই শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা,
এই ইচ্ছামৃত্যু আমি জেনেছি তিথির মতো–––
আমি তো থাকবোই তোমাদের দুঃখের অতিথি,আমি ছারা দেবতার হাত থেকে কে খুলে পরবে চিঠি
কার রক্তের আদেশে মালা হয়ে উঠবে ফুল?
আমি দিয়ে যাব তোমাদেক সঙ্গোপন গন্ধর্ব বিবাহ;
এই স্বেচ্ছামৃত্যু আমি নিজেই চেয়েছি



সুরওস্বর

------------------------------------
সুরেলা কন্ঠস্বর আমাকে চিরকাল অবশ করেছে ৷
সে নারীর হোক,কী পাখির হোক ৷
পথের উপর দাঁরিয়ে পরেছি কতবার,
ফাদেঁ পরা শিঙাল হরিনের মতো ৷
বাউল গান টপ্পার টুকরো টাক়রা চওক এর চক মিলানো,
চিকঝোলানো বারান্দা থেকে উৎসারিত হয়ে হটাৎ আমার কানে বিধেগেছে ৷
অচেনা,অদেখা,শালীন,গৃহবধুর হাসীর মতো ৷
শীষতোলা যৌন -গন্ধী স্বর,দ্রুত দৌরে যাওয়া,
গোলাপ বালার পায়ের পাজোরারে ৷
চকিত সতীচ্ছদ এর দুঃখী সুখী স্বর,নর্ম নর্তকীর নৃত্যরতা ৷
পাখির মতো উরাল পায়ে নূপুরের আরোহন ,
নিক্কিণিত শিঞ্জীন স্বর;সুর আমাকে চিরদিন ঘুরিয়ে মেরেছে ,পথ ভুলিয়েছে ৷ কতবার উদাস দুপুরে গাছের ডালে ৷
বিরহী কোকিল গলার দীর্ঘ, বিষণ্ণ,ছিদ্রিত স্বর শুনে তাকে,
তুলে নিয়ে তার কোমল গলায় চুমু খেতে ইচ্ছে করেছে ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সজীব তালহা বলেছেন: হানিফ রাশেদীন আপনার জন্য ধন্যবাদ ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.