নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফেসবুকে https://www.facebook.com/sajeebtalha
মৃত্যুর আগে প্রথম ইচ্ছা
...............সজীব তালহা
আমি চাই আমার মৃত্যু হোক,
কোন এক বিষাক্ত সাপের ছোবলে ।
ছোবলের শব্দ চাই,আমার কান পর্যন্ত ,
বুক ধরফর করুক,হাড় চিরে হ্রদ পিন্ড বেরয়ে আসুক ।
অনুভব করতে চাই বিষে তীব্রতা,
সরীসৃপের শীতলতা,আমার শররীরে ।
মিশে যাক আলো,চোখ বন্ধ হয়ে আসুক ।
স্মৃতী গুলো মিশে যাক, বিষের জৈব রসায়নে ।
নিঃশব্দে হিম হয় যা চারিপাশ ।
মৃত্যৃর সময় প্রিয় গান গুলো চাই না মগজে বাজুক,
আমি চাই বিষ আমার শরীরে নতুন কোন সুর তৈরী করুক
বেওয়ারিশ লাশটা নিথর হয়ে,রাস্থায় পরে থাকুক ।
মাছি গুলো নাকে মুখে খেলা করুক ,
উৎসুক চোখ গুলো মৃত্যুর কারন খুজুক,
তবু ও আমি মৃত্যৃ চাই কোন এক বিষাক্ত সাপের ছোবলে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
সজীব তালহা বলেছেন: কস্ট ও আজ কাল ভালোলাগে ! তবু ও ধন্যবাদ
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু, সাধু----!
কবিতা ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
সজীব তালহা বলেছেন: ধন্যবাদ । সাধু সাধুু
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭
রাবেয়া রাহীম বলেছেন: কশটের তীব্রতা বুকে বাজল খুব, ভাল লাগলো ।