নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফেসবুকে https://www.facebook.com/sajeebtalha
রক্ত না জমে।
...............সজীব তালহা
লাশ কাটা ঘড়ে দ্বিতয়বার জন্মাতে চাই,কিছুক্ষনের জন্য,যতক্ষন রক্ত না জমে।ছায়া হয়ে কসারয়ের মত ডোম টার ভেতর ঢুকে যেতে চাই,যতক্ষন রক্ত না জমে।নিজের মাথাটাকে শক্তকোন লোহার বাটাল দিয়ে চিরতে চাই,হাতুরির ঠুকরিতে।নিজের চোখ দু টোকে কুরিয়ে বের করাটা দেখতে চাই ডোমটার চোখ দিয়ে।সদ্য মরার গন্ধ নিতে চাই নাক ভাগ করতে করতে।কাচিটা চাই,দু ঠোটেরর মাঝখান দিয়ে গলায় নামুক।হৃদয় ছাড়া বুকটা ফালি করার আগে,অনুভুতি চাই বাটটিতে রাখা মগজে।সকালে খাবারগুলো নারি বেয়ে চুইয়ে চুইয়ে ফিনাইলে মোছা মেঝেতে পরুক,যতক্ষন রক্ত না জমে।
©somewhere in net ltd.