নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সজীব তালহা, কিছু জানি না পারি ও না !ছবি আঁকি অন্যেরটা দেখে লিখি ও অন্যেরটা দেখে ।

সজীব তালহা

আমি ফেসবুকে https://www.facebook.com/sajeebtalha

সজীব তালহা › বিস্তারিত পোস্টঃ

একটি মেয়ে ভূত (তৃতীয় পর্ব)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

ভূতের মা রান্না জানে! আগে কখনো শুনুনি। ভয়ে একবার আপনি বলছি আরেকবার তুমি, কিন্তু সে আমাকে আপনি বলে যাচ্ছিলো। আমি বললাম-
: আজ কিছু খাননি?
: না চাহিদা গুলো গত রাতে’ই মিটে গেছে।
অবাক হচ্ছি মেয়েটা মানুষের মত রহ্যসের জাল বুনে যাচ্ছে। মেয়েটা যথেস্ট সুন্দর, লম্বায় প্রায় আমার সমান সমান। হাটা শুরু করলাম। সেও আমার সাথে পা বাড়ালো। তাকে বারন করার ক্ষমতা বা সাহস কোনটা নেই আমার। আমার পায়ের সাথে মিলিয়ে মিলিয়ে পা ফেলছে। তার জন্য মাঝে মাঝে বেশি মিলাতে গিয়ে সামনে ও চলে গেছিলো দু’বার। আমি গতি কমালাম।
: আচ্ছা এতো রাতে আপনি কি কাজে বাইরে?
: ভূতেদের কোন কাজ থাকে না, ভিতর বাহির সব এক।
সোজা সাপ্টা জবাব, আমার ডান পাশে হাটছে। ডান পাশটাও শিরশির করছে। এখনো আমি জানি না মেয়েটা কে মানুষ না ভূত। যদিও সে নিজেকে বার বার ভূত বলে পরিচয় দিচ্ছিলো।
: বুঝলাম,কিন্তু খালি পায়ে কেনো
: আমাদের স্যান্ডেল লাগে না।
: ও!সে ভালো। যে ভাবে খালি পায়ে হাটছেন তাতে কোন সৌখিন পেলে ‘ইয়ে’ভেবে তুলে নিয়ে যাবে।
: ইয়ে’ মানে আপনি আমাকে বেশ্যা ভাবছেন? আমি ভূত।
: না না। প্রথমে ভয় দেখালেন এখন টাস টাস কথা বলে যাচ্ছেন। আপনি মানুষ না ভূত ঠাহর করতে পারছি না।
বেশ্যাদের নিয়ে বেশ ধারনা আছে মেয়েটার ইয়ে বলতে বুঝে গেলো। আমার ও ধারনা আছে, কিন্তু সৌখিন মানুষদের মত না। যতটুকু জানি বেশ্যারা পতিতালয়ে খালি পায়ে থাকে। বাইরে খালি পায়ে বের হয় কিনা জানা নেই। আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললাম,
: সিগারেট খাবেন?
: ভূতেরা সিগারেট খায় না।
: হাসালেন! তবে হাসার শব্দ করবা না ভয়ে আছি বলে। আপনাকে আমার ভূত বলে মনে হচ্ছে না। কি রাতে এই ভাবে ভয় দেখিয়ে সব কেরে নেন তাই না?কবে থেকে শুরু করলেন?কিন্তু মরা লাশের পারফিউম কোথায় পেলেন?বিক্রি হয়!
: একদম ফালতু কথা বলবে না। বলছি মরে ভূত হয়েছি। তবে ভূতের আচরন,ভয় দেখানোর স্টাইল এখনো শেখা হয়নি। আপনি প্রথম মানুষ যাকে প্রথম ভয় দেখালাম।
শেষ কথাটায় ভয় দেখাতে না পাওয়ার অসায়ত্বের টের পাচ্ছি। মেয়ে দেখে পুরুষ ভয় পায় কিনা জানি না। কিন্তু আমার জায়গায় কোন মেয়ে আর মেয়েটারর জায়গায় কোন ছেলে থাকলে প্রথম ভয়টা ধর্ষন হওয়ার পেতো। ভূতে ধর্ষন! অনেকটা পথ চলে এসেছি কথা বলতে বলতে। মেয়েটার কথায় কথায় রাগ অভিমান সব ছিলো তাই কথা বলার আগ্রহ আরো বেড়ে গেলো।
: এ রাস্তায় কোথা থেকে? বাসা কি এখানে’ই?
: যাচ্ছিলাম। বাসা এখানে তবে সে বাসা ছেড়ে যাচ্ছিলাম। আপনাকে দেখে নেমে পড়লাম।
: নেমে পড়লেন মানে! আকাশ থেকে?
: না গাড়ি থেকে, সাদা এম্বুলেন্স থেকে।
: কিন্তু এম্বুলেন্সে কেনো ওটাতো লাশবাহি মনে হচ্ছিলো।
: আমার লাশ নিয়ে যাওয়া হচ্ছে।
সে আমার বলতেই বুকের ভেতরটা আবার ধপ করে উঠলো। ভয় পাইনি বলে হয়ত আবার নতুন গল্প বানিয়ে ভয় দেখানোর চেস্টা করছে। তার লাশ গাড়িতে যাচ্ছে আর সে আমার সাথে হাটছে আর কথা বলছে! ভয় পাবো না হাসবো ভেবে পাচ্ছিলাম না।
: প্রথম বারতো ভয় দেখাতে গিয়ে ফেল মারছো,এখন আবার লাশ,মরা, এ শব্দ গুলো বলে ভয় দেখানোর চেস্টা করছো।
: সত্যি আমার লাশ। পিছনের হাসপাতালটার হিমাগারে ছিলো এখন গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।
বিশ্বাস হলো না কথা গুলো। সত্যি কি ভূত না মানুষ! আমার সাথে এরকম হওয়ার মানে কি।
: আচ্ছা মানলাম, আপনি ভূত। সুন্দরি ভূত। কোনো প্রমান দিতে পারবেন?ভয় ওতো ঠিক মত দেখাতে পারেন না।
: আপনার সাথে মরার আগে দেখা হলে হয়ত মরার ইচ্ছে হতো না। আপনি একটা মেয়েকে বিশ্বাস করছেন না! তাও আবার মাঝ রাতে। আমার লাশের সাথে আমার চেহারার মিল পেলেতো বিশ্বাস করবেন?
: ভূতে বিশ্বাস! লাশ হয়ত আপনার যমজ বোনের সহজ যুক্তি।
: ভূতের বেলায়ও যুক্তি খোজেন? আমার বোন হলে সে মারা গেছে আর আমি মাঝ রাতে তাকে ফেলে আপনার সাথে হেটে বেড়াবো!
: না আপনি আমার কল্পনা।
: না আমি ভূত। মরে ভূত হয়েছি।
: প্রমান দিতে পারলে বিশ্বাস করবো।
: যাবেন আমার সাথে? যেখানে আমার জন্য কবর খোড়া আছে সকাল থেকে।
(চলব….

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

মহা সমন্বয় বলেছেন: ভূতেদের কোন কাজ থাকে না, ভিতর বাহির সব এক।[/sb
ভাল হইছে।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


না চললে ভালো হয় মনে হয়, বিরক্তিকর

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

সজীব তালহা বলেছেন: বিরক্তিকর হওয়ার জন্য দুঃখিত। নতুন হাত ছবি আকাঁবাকা;সবে শুরু করেছি'ত। কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

সজীব তালহা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.