নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

গল্প - হঠাৎ একদিন...

২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৩

তন্ময়ের সাথে আবার দেখা হয়ে যাবে, মৌ ভাবতেই পারেনি। ঠিক কত বছর পর দেখা আন্দাজে সেটার হিসেব কষতে গিয়ে হোঁচট খায় মৌ, অনুভব করে তন্ময় সংক্রান্ত যাবতীয় বিষয়াদি তার ভাবনার বিশাল জগতটা থেকে অনেক আগের কোন একদিন হারিয়ে গেছিলো। লাইব্রেরিতে বুকমার্ক দিয়ে রাখা পরিচিত বই হারিয়ে গেলে, তা খোঁজার সময় কপালে বিন্দু বিন্দু ঘামের সাথে যেমন জমা হয় সংশয়, তেমনই ভিন্ন পটভূমিতে কপালে অগণিত বিন্দু ঘামের সাথে এমুহূর্তে মৌয়ের চোখে জমা হয়েছে অনেকটা বিস্ময়। মৌয়ের বিস্ময় চোখে ধরা পড়ে- তন্ময়ের গায়ের রঙ হাল্কা তামাটে হয়েছে, ভুরি কিছুটা বেড়েছে, বেয়াড়া চুলগুলো আনাড়ি হাতে কলপের পরে গোঁড়ার সাদাটে অংশ দেখিয়ে দাঁত কেলিয়ে হাসছে। সংসারের সূক্ষ্ম সূক্ষ্ম হিসেব বয়সের সাথে সাথে অন্তত চোখ যে মৌয়ের ধারালো করে দিয়েছে, বিস্ময় চোখে তন্ময়কে দেখে স্বীকার করে নেয় যেন সে আনমনে।

ভারী ফ্রেমের চশমার আড়ালে এককালের অনেক চেনা চোখদুটো বহুদূর হেঁটে এসে সামনে দাঁড়ায়। আরে, মৌমিতা যে ? শুকনো পাথুরে ঝর্নায় অনেকদিন পর জল গড়িয়ে গেলে যে শব্দ হয়, সে শব্দটা তন্ময়ের ডাকের সাথে কানে ঢুকে মৌয়ের। মাথা উঁচু করে তাকায় সে। তন্ময়!
মনে আছে তাহলে? হেসে ফেলে তন্ময়।
না থাকার তো কোন কারণ দেখছি না। উত্তর দেয় মৌ।
বসতে বলবে না মৌমিতা ? নাকি এভাবেই দাঁড়িয়ে চলে যাবো ?
ভারি পরিবেশগুলো হালকা করতে তন্ময়ের জুড়ি ছিল না, মৌমিতার মনে আছে। সব কিছুই কেমন যেন অতি স্বাভাবিকভাবে নিতো, যার কারণে তন্ময়কে কোন দিন চমকে দিতে পারেনি মৌমিতা। যে কথাগুলোতে অন্যরা চমকে যেত, সেগুলোতে অবলীলায় আচ্ছা, ধুর, বেশ তো- এমন দায়সারা মন্তব্য করে বক্তার আগ্রহে ঠাণ্ডা জল ঢেলে দিতো তন্ময় নিষ্ঠুরভাবে। তন্ময়ের সব কিছুতে এই ড্যামকেয়ার ভাবটা শুরুর দিকে মৌমিতাকে যতটা না আকর্ষণ করতো, শেষেরদিকে ততটাই বিতৃষ্ণায় ভোগাত।

রসিকতার স্বভাবটা আজো যায়নি তোমার, বলে উঠে মৌমিতা। বস প্লিজ। হেসে দেয় সে।
লাউঞ্জের একপাশের টেবিলের সাথে লাগোয়া চেয়ারটা টেনে নেয় তন্ময়। ওপাশে মৌ বসে আছে। মাঝখানের দুহাত দূরত্ব- নো ম্যানস ল্যান্ড। দুইপ্রান্ত থেকে দীর্ঘশ্বাস ভেসে এসে জায়গাটা এত উত্তপ্ত করে দিয়েছে যে, আগাগোড়া এসি করা কনভেনশন সেন্টারের ঠাণ্ডা বাতাসেও সে উত্তাপ গলে যাবে না।
কেমন আছো ? মৌ শুরু করে।
ওমা এতক্ষণ পর ? চোখ উল্টিয়ে ফেলে তন্ময়।
হেঁয়ালি করো না তো। হঠাৎ গম্ভীর হয়ে যায় মৌমিতা।
তন্ময় হাল ছেড়ে দেয়। এইতো আছি, যেমন থাকা দরকার। তুমি? পাল্টা জিজ্ঞেস করে সে। হেসে উত্তর দেয় মৌ, ভালো। কেমন লাগছে রি-ইউনিয়ন ?

চারপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে তন্ময়। দীর্ঘ দশ বছর পর হওয়া পুনর্মিলন অনুষ্ঠান গান স্মৃতিচারণের পালা পেরিয়ে এখন শেষের পথে। একটু পরে ডিনার। আয়োজক মৃদুল মারুফরা খুব ব্যস্ত। মাঝখানে টুকটাক ফটো-সেশন চলছে। হঠাৎ হঠাৎ দুয়েকটা ফটো তোলার আবদার যে আসছে না তা নয়। তন্ময় হাসিমুখে এড়িয়ে বরং অন্যদের উৎসাহ দিচ্ছে, চালিয়ে যাও।
কেমন লাগছে বললে না তো ? মৌমিতা জিজ্ঞেস করে।
তোমাকে যথারীতি অসাধারণ লাগছে, কোন সন্দেহ নেই। তন্ময় উত্তর দেয়।
ধ্যাত, আমি কি আমার কথা বলেছি নাকি ? রি-ইউনিয়ন !
ও, তাই বলো। পঁয়ত্রিশ ছত্রিশে বুড়িয়ে যাওয়া ছেলেদের দলে যে আমি শুধু একা নই, এখানের বাকি সবাইকে দেখে আশ্বস্ত হচ্ছি। হাহাহা।

দুজনেই হেসে ফেলে ওরা। তারপর এক আশ্চর্য নীরবতা। কিছুক্ষণ কারো মুখে কোন কথা ফুটে না। লাউঞ্জের ওদিক থেকে গুঞ্জন ভেসে আসে শুধু। ঠাট্টা তামাশা, ক্যামেরার ক্লিক ক্লিক শব্দগুলো বিশাল সিলিঙকে কেন্দ্র করে বনবন করে ঘুরতে থাকে।
নীরবতা ভাঙ্গে তন্ময়। দেশে ফিরলে কত বছর পর ?
উমম, আট। সাড়ে আট। চোখ সরু করে ফেলে মৌ।
আছো কিছুদিন ?
পরশু ফ্লাইট। চলে যাচ্ছি। রি-ইউনিয়নের কারণেই আসা।
ও!
তোমার হবিকে দেখছি না, আসে নি প্রোগ্রামে ? মৌমিতার দিকে ঝুঁকে জিজ্ঞেস করে তন্ময়।
অমিত তো এসেছিলো। একটু আগেই বেরিয়ে গেলো। কি যেন জরুরী কাজ পড়ে গেছে। তোমার খবর বল।
কি খবর? আগ্রহের সাথে জানতে চায় তন্ময়।
তুমি কি একা এসেছ ?
তন্ময় মাথা নাড়ে। ইঙ্গিতে মৌমিতার পিছনের দিকটা দেখায় সে। মৌমিতা ফিরে দেখে বেশ সুন্দরী একটা মেয়ে ওদের টেবিলের পাশে এসে দাঁড়িয়েছে। সিলভি, আমার ওয়াইফ। পরিচয় করিয়ে দেয় তন্ময়।

হাই, সিলভির দিকে তাকিয়ে হাসে মৌমিতা। মিষ্টি হেসে হ্যালো জানায় সিলভি। পাশে বসতেই মৌমিতা খুঁটিয়ে দেখতে থাকে সিলভিকে। নিজেকে যথেষ্ট সুন্দরী ভাবে মৌমিতা। সবাই বলে সে আসলেই তাই। কিন্তু পাশে বসা মেয়েটা তার চেয়ে কোন অংশে কম নয় ভেবে কিছুটা ঈর্ষান্বিত হয় সে।
সিলভি, এ হচ্ছে মৌমিতা। মাঝখান থেকে কথা শুরু করে তন্ময়। যার কথা তোমাকে বলেছিলাম।
মৌমিতা ভাবে, সিলভির চেয়ারটায় সিলভির জায়গায় তার বসাটা অস্বাভাবিক কিছু ছিল না। বরং গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে তন্ময় মৌমিতার বিয়ে হবে ব্যাচের সবাই ধরে নিয়েছিলো। ধরবেই না কেন- গলায় গলায় প্রেম ছিল, স্পর্শে তাদের ভালোবাসা-বাসি ছিল।

ল্যান্ডফোনের যুগগুলোতে প্রেম। সে রাত গুলোয় লাইনের দুইপ্রান্তের মাউথপীসে দুজনের ঠোঁট লেগে লাগতো ঘণ্টার পর ঘণ্টা। তন্ময় বলত, মৌমিতা তোমার ঠোঁট মিষ্টি। মৌমিতা জিজ্ঞেস করতো, কিভাবে বুঝলে ?
ইথারে লিপস্টিক চেখে দেখেছি। হাহাহা। অরেঞ্জ ফ্লেভার। আমুদে হাসি হেসে উত্তর দিত তন্ময়।
অবশ্য সত্যি করে ঠোঁট চেখে দেখতে পেরেছিল সাত সাগর দূরের অমিত। ইউএস গ্রিন কার্ড হোল্ডার, গ্রাজুয়েশনে ক্যালটেকের ছাপ যার, এমন কেউ প্রস্তাব পাঠালে অমত করা অসম্ভব ছিল। অনিশ্চিত রোমান্সের চেয়ে নিশ্চিত যান্ত্রিক সম্পর্কে কে খারাপ বলবে ?
দেশের বাইরে চলে যাওয়ার পর মৌ শুনেছিলো, তন্ময় বদলে গেছে। সস্তা গল্পের ব্যর্থ প্রেমিকের মতো প্যাথেডিন নেওয়া শিখেছে। তারপর অনেকদিন খোঁজ পায়নি ওর। তন্ময় সংক্রান্ত যাবতীয় বিষয়াদি মৌমিতার ভাবনার বিশাল জগতটা থেকে তখনই হারিয়ে গেছিলো। আজকের আগ পর্যন্ত যা সত্যি নিখোঁজ ছিল।

একসময় ডিনার শেষে দেখা যায়, সিলভি আর মৌয়ের এরমধ্যে খুব মিল হয়ে গেছে। দুজনের শ্যানেল ভালো লাগে, গুচ্চি প্রেফার দুজনেই করে। তাদের ফেভারিট হানিমুনের জায়গাও একই, মালদ্বীপ। কথা প্রসঙ্গে সিলভি মৌমিতাকে অনুরোধ করে এরপর দেশে আসলে ওরা যেন তন্ময়ের বনানী ডুপ্লেক্সে উঠে। ওটা ফুল ফার্নিশড অথচ অনেকদিন খালি পড়ে আছে। তন্ময়ের দিকে তাকায় মৌ। তন্ময় মাথা দুলিয়ে সায় দেয় সিলভির সাথে।

মৌমিতা তন্ময়ের নির্লিপ্ততা মেপে দেখে। আশ্চর্য প্রশান্তি তন্ময়ের চোখে মুখে ভাসছে। শেষ পর্যন্ত একই ভাবলেশহীন চেহারা নিয়ে তন্ময়, সাথে সিলভি মৌমিতাকে গাড়িবারান্দা পর্যন্ত এগিয়ে দেয়। ড্রাইভার মৌমিতার প্রিমো স্টার্ট দেওয়ার পর পাশ থেকে একটা লেটেস্ট নিশানের রাজকীয় ইঞ্জিন চালু হয়। জানালা থেকে হাত নেড়ে বিদায় জানায় সিলভি। পাশে তন্ময়ের হাসি হাসি মুখটা দেখা যায়। জোর করে দেখানো নয়, অল্প অভিব্যক্তিতে যেখানে প্রকাশ পায়, তন্ময় বরং অনেক সুখে আছে। টিভিতে স্ক্রল করা ব্রেকিং নিউজ বা ট্যাবলয়েডের প্রথম পাতার ঢাউস বিজ্ঞাপনের মত মৌমিতার সচেতন আর অবচেতন মন প্রথমে দখল করে নেয় তন্ময় ও তার সুন্দরী স্ত্রী, তারপরে কিছুটা ঈর্ষা।

পাশাপাশি দুটো গাড়ি চলতে থাকে। মোড়ে এসে দুদিকে আলাদা হয়ে যায়। ভিউ মিররে তন্ময় তাকিয়ে দেখে মৌমিতার গাড়িটা হারিয়ে গেছে অন্ধকারে এরমধ্যেই। স্বভাবজাত অট্টহাসিতে ফেটে পড়ে তন্ময়। এরপর একহাতে সিলভিকে জড়িয়ে ধরে চকাস করে একটা চুমু খায় সে।

বিশাল একটা বিল্ডিঙের সামনে গাড়িটা দাঁড় করায় তন্ময়। আঙুলে চাবির রিং ঘুরাতে ঘুরাতে ঢুকে পড়ে সে নিচ তলার কর্পোরেট অফিসে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বেরিয়ে মেইন গেটের সামনে দাঁড়ায় সিলভি। তন্ময় আগে থেকে দাঁড়িয়ে আছে সেখানে।

রেন্ট এ কারের ওরা খুব বেশী টাকা রেখেছে।
তো ? প্রশ্ন করে বসে সিলভি।
এছাড়া স্যুট খরচ তো আছেই। তোমাকে পাঁচ হাজার দিচ্ছি। চলবে ? তন্ময় একটা খাম বের করে দেয় সিলভির দিকে।
সিলভি খামটা লুফে নেয়। টাকাগুলো গুনে দেখে। শেষে দীর্ঘশ্বাস মেশানো গলায় বলে, আচ্ছা ঠিক আছে।
তবে, অসাধারণ অভিনয় করেছো। মানতেই হয়। তন্ময়ের কণ্ঠে প্রশংসা ঝরে পড়ে।
থ্যাংকস। হেসে হাতটা ছাড়িয়ে সিলভি। তারপর সিএনজির জন্য পা বাড়ায় সে।

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৭

তানভীরএফওয়ান বলেছেন: nice.....ending twist

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

আমি সাজিদ বলেছেন: কৃতজ্ঞতা। :)

শুভকামনা।

২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। পরে আবার আসব।

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

আমি সাজিদ বলেছেন: কাভা ভাই, কই আপনি ?

৩| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৮

জাফরুল মবীন বলেছেন: সুন্দর গল্প।

ধন্যবাদ আপনাকে।

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আমি সাজিদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া ।


শুভকামনা।

৪| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৫:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: মৌমিতা অমিতকে বিয়ে করে হয়তো আর্থিক স্বচ্ছলতা পেয়েছে, অ্যামেরিকার স্থায়ী বাসিন্দা হয়েছে কিন্তু সত্যিকারের ভালোবাসাটা হারিয়েছে, যা বুকে নিয়ে তন্ময় এখনো অবিবাহিত রয়ে গেছে। অথচ মৌমিতাকে বুঝতেও দিলো না। মনে হল মৌ এর ভারী দীর্ঘশ্বাসে অজানা কোন বেদনার ছাপ পরিলক্ষিত হল, যা হয়তো তার দীর্ঘ দশ বছর নিজের সাথে যুদ্ধ করে হেরে যাওয়ার শেষ নিঃশ্বাস। কারণ সিলভি যে দেখতে তার চেয়েও সুন্দরী, যাকে তন্ময় নিজের বৌ হিসাবে ভাড়া করে নিয়েছিল। শেষের টুইস্টটা আসলেই চমৎকার দিয়েছেন। আর গল্পটা আদ্যোপান্তই দারুণ লিখেছেন। যেমন বয়ান, তেমনি বাক্য গঠন। কাহিনী বিন্যাসেও যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন। অনেক সুখপাঠ্য একটা গল্প পড়লাম। শুভ কামনা নিরন্তর সাজিদ।

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আমি সাজিদ বলেছেন: বিশাল কমপ্লিমেন্ট ভাইয়া।

লেখার পর মনে হয়েছে, গল্পের প্লটটা খুব বেশী যে আনকোড়া তা না। আমার শক্তি আমার বাক্য।

আশীর্বাদ করবেন, যেন ধরে রাখতে পারি।


ভালো থাকা হোক। :)


৫| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৪০

আরণ্যক রাখাল বলেছেন: হে হে| টুইস্ট

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

আমি সাজিদ বলেছেন: হেহেহ।

:)

৬| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুমেয় ছিল না। বেশ লাগলো কিন্তু।

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৭| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো ছিলো টুইস্টটা।

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আমি সাজিদ বলেছেন: হামা ভাই, কৃতজ্ঞতা।

তবে আপনি শুধু টুইস্টের কথাই বললেন ?

৮| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১০

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ গল্প এবং টুইস্ট ।

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৯| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১২

শায়মা বলেছেন: বাপরে এই লোক তো সিনেমায় অভিনয় করলে ফার্স্ট প্রাইজ পাবে।:)

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

আমি সাজিদ বলেছেন: হু হুহ। আসলেই। একেবারে পাকা অভিনেতা।

১০| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৩

এম এম করিম বলেছেন: অনেক ভালো লাগলো গল্পটা।

+++

০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:১৫

আমি সাজিদ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই ।

১১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৭

ক্লান্ত তীর্থ বলেছেন: ভাল্লাগছে অনেক :P

০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:১৬

আমি সাজিদ বলেছেন: জেনে ভাল্লাগলো ভাইয়ঃ :)

১২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: অনেক সুন্দর একটা গল্প লিখেছেন... :) ব্রাভো পাওয়ার যোগ্য আপনি... :)

চালিয়ে যান ব্রাদার... :)

০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:২০

আমি সাজিদ বলেছেন: প্রথমত, অনেক ধন্যবাদ।

দ্বিতীয়ত, চালিয়ে যাওয়ার শক্তি পাই না।

১৩| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:২১

যদু মাষ্টার বলেছেন: অসাধা্রন।

০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:২১

আমি সাজিদ বলেছেন: কৃতজ্ঞতা।

১৪| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার.... লাইক উইথ +++++

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:২২

আমি সাজিদ বলেছেন: কৃতজ্ঞতা। শুভকামনা সবসময়।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মোহগ্রস্ত বাক্যের শক্তিতে পরিচিত প্রেক্ষাপটকে পাঠকের দৃষ্টিকে ও অনুভূতিকে আচ্ছন্ন রাখবে পুরোটাই ৷

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

আমি সাজিদ বলেছেন: ইশ, মন্তব্য টা আগে চোখ এড়ীয়ে গেছে, অনেক ধন্যবাদ ভাইয়া। পাঠকের অনুভূতি থেকেই শক্তি খুঁজে পাই।

শুভকামনা।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন:
হাহা দারুন লিখেছেন।
লেখায় ভালো লাগা রইল।


---------
লেখা কী নামে জমা দিব ?

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৩

আমি সাজিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপ্পি, এসে, পড়ে মন্তব্য করলেন।

'হঠাৎ একদিন' নামে জমা দেওয়া যায়।

শুভকামনা সবসময়।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: গল্প ভালো লেগেছে। টুইস্টটা মোটামুটি। এই টাইপের কিছু গল্প আগেই পড়ে ফেলার কারণে হয়তো এমন মনে হচ্ছে। তবে শব্দের বুনট চমৎকার হয়েছে স্বীকার করতেই হবে। আরও চমৎকার সব গল্প পড়ার অপেক্ষায় রইলাম :)


ভালো থাকুন। শুভেচ্ছা রইল :)

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৪

আমি সাজিদ বলেছেন: অনেক ধন্যবাদ মহা ভাই।

ভালো থাকা হোক।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৫

জুন বলেছেন: যে কথাগুলোতে অন্যরা চমকে যেত, সেগুলোতে অবলীলায় আচ্ছা, ধুর, বেশ তো- এমন দায়সারা মন্তব্য করে বক্তার আগ্রহে ঠাণ্ডা জল ঢেলে দিতো তন্ময় নিষ্ঠুরভাবে। তন্ময়ের সব কিছুতে এই ড্যামকেয়ার ভাবটা শুরুর দিকে মৌমিতাকে যতটা না আকর্ষণ করতো, শেষেরদিকে ততটাই বিতৃষ্ণায় ভোগাত। কথাগুলো মনকে নাড়িয়ে দিয়ে গেল আমি সাজিদ ।
এছাড়াও পুরো গল্প আর তাতে চমৎকার ভাষার ব্যবহারে সত্যি অনাবদ্য হয়ে উঠেছে ছোট গল্পটি।
+

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আমি সাজিদ বলেছেন: কৃতজ্ঞতা আপুই।

আমার নিজের দেখা খুব কাছের দুজন মানুষকে নিয়ে লিখেছিলাম গল্পটা। একসময় যাদের রিলেশন ছিল। হঠাৎ কোনদিন যদি তাদের কারো একে অন্যের সাথে দেখা হয়ে যায়, তবে যেন এমনটা না হয় সেটা কায়মনবাক্যে কামনা করি।

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৯

আরজু পনি বলেছেন:

আপনার নিজের নাম জিজ্ঞেস করেছিলাম, কী নামে লেখা জমা দিতে চান। মানে যদি লেখা নির্বাচিত হয় সেক্ষেত্রে তারা আপনার কী নামে লেখা ছাপবে ?

ব্লগেতো "আমি সাজিদ" নামে লিখেন। প্রিন্টেড ভার্সনেও কি "আমি সাজিদ" নামে লিখবেন ?

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯

আমি সাজিদ বলেছেন: সরি আপুই, রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেল।

প্রিন্টেড ভার্সনের কথা শুনেই বুকটা ধক ধক করে উঠছে। নিজের নাম কখনো রেজাল্ট ছাড়া অন্য কোন কারনে প্রিন্টেড ভার্সনে দেখিনি। হাহাহ।

যদি নির্বাচিত হয়, তবে এই নামই থাক। সামু থেকেই লেখার হাতখড়ি আমার। আমার নিজের নামের চেয়ে সামুতে আমার আইডিই বরং লেখাটার সাথে থাকুক।


সিলেক্ট হবে না বলে মনে হচ্ছে ! হলে জানব কিভাবে ? ফিঙার ক্রসড ।

২০| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

আমি তুমি আমরা বলেছেন: চমতকার গল্প। ফিনিশিং টুইস্টটা ভাল লেগেছে, সেই সাথে ভাষার চমতকার ব্যবহার :)

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৭

আমি সাজিদ বলেছেন: থ্যাংকস :)

২১| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:

আমিতো কেবল জমা দিব।

নির্বাচন করার দায়িত্ব তাদের(অনুপ্রাণনের)।

এক সংখ্যায় নির্বাচিত সব লেখা যাবে না নিশ্চিত ।
উনারা বলেছেন পরের সংখ্যাগুলোতেও জমা দেয়া লেখা প্রকাশিত হবে ।


https://www.facebook.com/AnuprananaTraimasikaSahityaPatrika

ফেসবুকে এই গ্রুপগুলোতে যোগাযোগ রাখতে পারেন ।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ।

২২| ০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

মিরোরডডল বলেছেন:



প্রথমেই একটা কথা বলি, নইলে পরে ভুলে যাবো।
সাজিদের পোষ্টে ছবি সিলেকশন খুব ভালো হয়।

আমার সত্যি জানা ছিলোনা যে সাজিদ গল্প লেখে।
খুব ভালো লেগেছে। এতো সাবলীল লেখা!
অনেকসময় অল্প পড়ার পর একটা অনুমান চলে আসে কি হতে যাচ্ছে কিন্তু এই গল্পে একদমই ভাবিনি এমনটা হবে।
তাই এই টুইস্টটা ভালো লেগেছে।


০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

আমি সাজিদ বলেছেন: আমার আরও কিছু গল্প ছিল। ছোট গল্পের প্রতি ভালোবাসা জন্মায় দূর্দান্ত সব ব্লগারদের ছোট গল্প পড়ার পর। এদেরই একজন আমাকে নানা গল্পকারের বইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তখন পড়তাম তাই লিখতে পারতাম, এখন অনেকদিন লেখা হয় না। আট বছর পর আবার এই পোস্টে কমেন্ট আসলো। ধন্যবাদ মিড আপু।

২৩| ০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

মিরোরডডল বলেছেন:



সাজিদ CCTA করেছি।
থ্যাংকস গড, অল গুড।



০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

আমি সাজিদ বলেছেন: ভালো খবর আপু। গত বছর আপনার কোভিড হয়েছিল?

২৪| ০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

মিরোরডডল বলেছেন:



হ্যাঁ একবার হয়েছিলো।
সাজিদের কখনও হয়েছিলো?

০৮ ই জুন, ২০২৩ রাত ৮:১৯

আমি সাজিদ বলেছেন: আমার মনে হয় আমার একবার হয়েছে। উপসর্গ ছিল। কিন্তু অফিশিয়ালি আমি কখনও পরীক্ষা করি নাই। কোভিড পেশেন্ট নিয়েই অনেক ডিল করতে হয়েছে। শেষে পিপিই না পড়েই স্যাম্পল নিতাম ( শুধু ফেস শিল্ড আর গ্লাভস পড়তাম, বোকার মতো কাজ করেছি)।

২৫| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি তো দারুণ লেখেন সিনিয়র !!

আপনার এই চর্চা নিয়মিত করা উচিত । আপনার মনটা শান্ত বলেই হয়তো এত দারুণ লিখতে পারেন । খুব ভালো লাগলো পড়ে ।

আশা করি আবার শুরু করবেন !!

০৯ ই জুন, ২০২৩ রাত ১২:০৬

আমি সাজিদ বলেছেন: আমি মোটেও দারুন লিখি না।
ব্লগে সপ্তাহে অন্তত একটি পোস্ট দিব, লেখার মধ্যে থাকবো তাহলে। চর্চা থাকবে। সাহিত্য পড়ার চর্চাটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। সময় লাগবে।

আপনিও বেশ দারুন লিখেন। আমার চেয়েও ভালো। ব্লগে তমাল, অধীতি, অর্ক, বগুড়ার সাকিল, চবির একজন আছে ( নাম ভুলে গেছি), শূন্য সারমর্ম, আপনি আরও কয়েকজন আছে ( নাম ভুলে গেছি) বোধহয় প্রায় সমবয়সী। সবাই দারুন লিখেন। আমার ২/৩ বছরের আশেপাশে আপনাদের বয়স। আমার আর আপনাদের চেয়ে একটু বড় হচ্ছেন অপু ভাই
(বোধহয়), উনি তো ব্লগে অন্যতম বিখ্যাত গল্পকার।

এছাড়া সমবয়সী / কাছাকাছি বয়সী কাউকে তো চোখে পড়ছে না। আমাকে সিনিয়র বলার দরকার নাই।

২৬| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:



আরেহ নাহ! আমি স্মোক করিনা।
আমার ডক্টরও তাই বলেছে, ভয়ের কিছু নেই।
সাজিদ সেদিন জানতে চেয়েছিলো, তাই গুডনিউজ রেজাল্টটা জানালাম।

দেশে এবং দেশের বাইরে সাজিদ এবং সকল ডক্টর যারা কোভিড পেশেন্ট ডিল করেছে, তাদের সবাইকে স্যালিউট!
কোভিডের সময় বিশ্বব্যাপী ডক্টর নার্স প্যারামেডিক সবার যে ভূমিকা ছিলো, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
সেসময় কে জানতো, সবকিছু আবার আগের মতো হবে! স্বপ্ন মনে হয়।

০৯ ই জুন, ২০২৩ রাত ১২:১৬

আমি সাজিদ বলেছেন: ওই মন্তব্যটা মুছে দিয়েছিলাম। ওইটা পড়েছেন! #:-S
কোভিডের মাঝে কিছু সময় খুব একটা ভালো কাটে নাই। আমি ব্লগে এসে কয়েকটা ক্যাঁচাল লাগিয়েছিলাম, মন্তব্যগুলোও খুব একটা ভেবে করতাম না। স্ট্রেস ছিল বেশ কিছুটা। অনিশ্চয়তা ছিল তার চেয়ে বেশী। সবার মানসিক স্থিরতাই কম বেশী পরিবর্তন হয়েছে সে সময়। হেলথ কেয়ার প্রোভাইডার তার ব্যতিক্রম না। তবে তখন ব্লগে আসতামই। ফেসবুকে সময় না দিয়ে ব্লগ পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.