নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

এরচে\' বরং বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণযুগের কিছু গান শুনি .....

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪০

চলমান রাজনৈতিক অর্থনৈতিক বিষয়াদির পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা করে ব্লগস্ফিয়ার এখন থমথমে। সব ছেড়ে কিছুক্ষণ ডোপামিন বাড়ানোর চেষ্টা করি না কেন ?

মন শুধু মন ছুঁয়েছে - সোলস। এই ভার্সনটি বোধহয় সবচেয়ে পুরনো ভার্সন। তপন চৌধুরী তখন ভোকালে ছিলেন।যতদিন বাংলাদেশ থাকবে ও বাংলা ভাষা থাকবে, এ গান প্রজন্ম থেকে প্রজন্মের মন ছুঁয়ে যাবেই।


ভালো লাগে - রেনেসাঁ।
আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছি
গাঁয়ের সে পথে জামের মুকুল
পড়ে আছে পাকা লাল বটফল
। মনে হয় খুব কম ভাষাতেই এমন মিষ্টি করে উদাস দুপুরের কথা বলা যায় !


এই মুখরিত জীবনের - সোলস। চল্লিশ বছরের বেশী সময় ধরে এই গানটি জনপ্রিয়। ভাবা যায় ? পুরনো ভার্সনটিই দিলাম।


কৈশোর - ওয়ারফেজ। এই গানের বয়স বোধহয় ত্রিশ বছর হল।


অবাক ভালোবাসা- ওয়ারফেজ। বাবনার কণ্ঠ আমাকে সারাজীবন উদাস করবে।


এসব গানের প্রজন্মগুলোর সাথে যারা বড় হয়েছেন, উনারাই বোধহয় আমার চেয়ে ভালো অনুভব করতে পারবেন গানগুলো। আমি বাংলা ব্যান্ড গানের পরশপাথরের খোঁজ পাই এই সামহোয়ারেই। কবি ও কাব্য নামের একজন ব্লগার অনেক গবেষণামূলক ব্লগ লিখেছিলেন , স্বাধীনতা পরবর্তী বাংলা ব্যান্ডের উত্থান নিয়ে। আমি উনার কাছে কৃতজ্ঞ, উনার ব্লগ পড়েই আজ থেকে আট- নয় বছর আগে বাংলা ব্যান্ডের চমৎকার কালজয়ী গানগুলোর সাথে পরিচয় হয়েছিলাম। প্রয়াত ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার নাম না বললেই নয়। ব্ল্যাকের জন্য উনার লেখা লিরিকগুলো আমাকে বেশ ভাবাত।

এই ছোট্ট তালিকাটি হঠাৎ করেই বানানো। মনে হয় রাতের প্লে লিস্টের জন্য পারফেক্ট।

সাবধানে থাকুন। নিরাপদে থাকুন।


মন্তব্য ১১২ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শুনুন

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩১

আমি সাজিদ বলেছেন: আচ্ছা। আপনার জন্য উপহার। এই নীল মনিহার।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ওয়ারফেজের গান দুটি নিয়ে কেউ কেউ হয়তো দ্বিমত পোষণ করতে পারে, তবে বাকিগুলি নিয়ে কেউ কিচ্ছু বলবে না।
আর আমার ব্যাক্তিগত পছন্দের কথা বললে ওয়ারফেজের শেষ গানটি ছাড়া বাকিগুলি সব সময়ই ভালো লাগে।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৯

আমি সাজিদ বলেছেন: ওয়ারফেজের গানদুটো অনেকের পছন্দের তালিকায় নাও থাকতে পারে। ওরা কিন্তু একটা নতুন ধারা নিয়ে এসেছিল। প্রথম তিনটা গানের পরেই কিনা একটা শার্প টার্ন নিয়ে শেষের দুটো গান। আপনার জন্য, ইচ্ছে করে যাই চলে যাই - উইনিং ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৯

মিরোরডডল বলেছেন:



ইউ আর সো রাইট সাজিদ । সেই একই বিষয় নিয়ে যে কতো পোষ্ট আর গুরুগম্ভীর আলোচনা । ব্লগ হয়ে গেছে মৃতপুরী । গান পোষ্টের দরকার ছিলো । আনন্দ চাই ।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০

আমি সাজিদ বলেছেন: আসলেই মিডোপু। আনন্দ চাই। আপনার জন্য এই গানটা। নাসিম আলি খানের কণ্ঠ কিন্ত বেশ।



আপনার লিস্টের কয়েকটি প্রিয় গানের কথা বলুন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৬

মিরোরডডল বলেছেন:


সোলস মানেই তপন । প্রথম এ্যালবামে অসংখ্য সুন্দর গান । সে সময় মেইন ভোকালিস্ট তপনের সাথে ছিলো বিশ্ব, এবি, নাসিম, চারজনেই গান করেছে । সোলস মানেই তপন । প্রথম এ্যালবামে অসংখ্য সুন্দর গান । সে সময় মেইন ভোকালিস্ট তপনের সাথে ছিলো বিশ্ব, এবি, নাসিম, চারজনেই গান করেছে । আমার শেষদিন পর্যন্ত মনে হয় আমি এসব গাব শুনবো ।









০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

আমি সাজিদ বলেছেন: আপনার প্রথম কমেন্টের রিপ্লাই দিয়েই দেখি আপনি এই গানগুলো সহ এই কমেন্টটি করেছেন। আমিও মনেহয় শেষ দিন পর্যন্ত এই গানগুলো শুনবো। সোলসের তুলনা শুধুই সোলস।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: শেষ বেলায় দারুণ একটা পোস্ট। সোলস,রেনেসাঁ,মাইলস,এল.আর.বি এর গানই শোনা হয় বেশি এখনো। এই গানগুলো ছাড়াও সোলসের 'এ এমন পরিচয়','কেন এই নিঃসঙ্গতা' রেনেসাঁর 'হৃদয় কাঁদামাটির কোন মূর্তি নয়','তুমি কি আজ বন্ধু যাবে আমারই সাথে' এই গানগুলোও ভালো লাগে। পোস্টের জন্য ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৮

আমি সাজিদ বলেছেন: সোলস, মাইলস, উইনিং, এলআরবি, চাইম, নগর বাউল, ওয়ারফেজ, দলছুট, অর্থহীন, ব্ল্যাক, শিরোনামহীন, আর্টসেল , এরপরে আর বাংলা ব্যান্ড ভালো গান নিয়ে আসে নাই।

এ এমনই পরিচয় এই ভার্সনটা কেমন লাগে ?

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

মিরোরডডল বলেছেন:



রেনেসাঁর প্রিয় গানের মধ্যে আছে এটা ।

ওরে ছোট্ট বেলার সাথী
কোথায় গেলি, চলে আয়
ফিরে যাই, ছোট্ট বেলায়
চলে আয় ফিরে যাই
ওই ধানসিঁড়ি নদী তীরে






আরও জনপ্রিয় ছিলো আছে






০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৬

আমি সাজিদ বলেছেন: নকীব খান বাংলা ব্যান্ডকে দুহাত ভরে দিয়েছেন। রেনেসাঁর এই দুটো গানও চমৎকার। আমার মনে হয় -

আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়



এই লাইনগুলো নকীবের মতো কেউ গাইতে পারবেন না।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩২

মিরোরডডল বলেছেন:



ওয়ারফেজের অবাক ভালোবাসা খুবই প্রিয় । আরও অনেক, কোনটা রেখে কোনটা বলবো ।
বিচ্ছিন্ন আবেগ ।

বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে
কি যেন কি পাবার
মোহে...........

একদিন আমি হেটে চলেছি পথে একা

কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে না মলিন অহংকার
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে শুধু জোসনার সচ্ছতা








০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১

আমি সাজিদ বলেছেন: বাবনা করিমের মতো কেউ আর আসবে না!

কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে মহাশূন্যের উদারতা,
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক।

বন্দী আমি নিজেরই স্তব্ধতায়
কণ্ঠে আমার নেই কোন সুর,
বন্ধ জানালার পাশে বসে আছি
ফুলের সুবাস পাই,
আলোর দরজা খুলেও কেন খুলিনা
বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে,
কি যেন কি পাবার
মোহে…


গানটার জন্য ধন্যবাদ। লুপে পড়ে গেছি।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩১

আমি সাজিদ বলেছেন: আমি এতোদিন এটা বাবনার গাওয়া বলে জানতাম। কন্ঠে পার্থক্য থাকা সত্ত্বেও৷ ইউটউবে জানতে পারলাম সেটা সেসময়ের আরেকটা রক ব্যান্ড ইন ঢাকা এর ভোকাল তুষারের গাওয়া, ওয়ারফেজের এলবামেই। তুষার সম্প্রতি এই গানটা কাভার করে ইউটিউবে দিয়েছেন। এই গানের পেছনের ইতিহাসও করুন

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

মিরোরডডল বলেছেন:



বাবনার গান ভালো লাগে কিন্তু মিজানের ভোকাল এক্সসেপশনাল ।
মিজান চলে গেছে এখন আর নতুন সুন্দর গান নেই ওয়ারফেজে ।

কাল যে আপন ছিলো
আজ হল পর
এ আশায় খেলাঘর বালুচর







০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৫

আমি সাজিদ বলেছেন: মিজানের পর একজন আসছে, পলাশ নাম। তেমন একটা ভালো লাগে না।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



একটু উদ্ভট সুর; কোন একজনকে সবাই অনুসরণ করেছে, মনে হয়।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১২

আমি সাজিদ বলেছেন: কাকে অনুসরণ করছে ? আপনারা সেসময়ের সিনিয়ররা শুরু থেকেই কিন্তু বাংলা ব্যান্ডকে বিজাতীয় বলে এসেছেন। তাই না ? কিন্তু এত বছর পরে বাংলা ব্যান্ড মিউজিকের সাফল্য কিন্তু কম নয়। আপনার জন্য -

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫২

মিরোরডডল বলেছেন:



ওয়ারফেজের আরেকটা ভীষণ প্রিয় গান না দিলেই না । সকাল হয়ে যাচ্ছে, এটা দিয়েই আজকের মতো যাচ্ছি ।
গানের আড্ডা আবার চলবে ।

আমাদের ভালোবাসা কোন কারনে
একাকি করেছে দু'জনাকে
হৃদয়ে ধূলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি






০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৩

আমি সাজিদ বলেছেন: আহা সাঞ্জয়!

মিডো আপু আপনার আসার অপেক্ষায় থাকলাম।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "সোলস, মাইলস, উইনিং, এলআরবি, চাইম, নগর বাউল, ওয়ারফেজ, দলছুট, অর্থহীন, ব্ল্যাক, শিরোনামহীন, আর্টসেল , এরপরে আর বাংলা ব্যান্ড ভালো গান নিয়ে আসে নাই।" আপনার এই কথার সাথে আমি সামান্য দ্বিমত পোষণ করছি।"জলের গানের" কিছু গান এবং "মেঘদল" ব্যান্ডের কিছু গান খুবই ভালো । মেঘদলের গানের কথাগুলো চমৎকার হয়।

এ এমন পরিচয়ের এই ভার্সনটাও ভালো লাগে।তবে তপন চৌধুরীর টা বেশি শোনা হয়।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৬

আমি সাজিদ বলেছেন: দুঃখিত কিছু নাম বাদ পড়ে গেছে। জলের গান, মেঘদল, অর্ণব এন্ড ফ্রেন্ডস, চিরকুট। ওদের গানগুলোও চমৎকার। এ এমন পরিচয় পার্থ ও তপন দুজনের গলাতেই আমার বেশ ভালো লাগে।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: বই আর গান মানুষের সবচেয়ে ভালো বন্ধু।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৯

আমি সাজিদ বলেছেন: বই সবচেয়ে ভালো বন্ধু। গানের স্থান এর অনেক পরে। তবে, গান ভালো বন্ধুদের মধ্যে একজন। আপনার পছন্দের একটা বাংলা ব্যান্ড গানের কথা বলুন।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ছোটকালে চট্টগ্রাম আগ্রবাদে অরূপ ভবনে অনেকবার গিয়েছি সোলস অফিসে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১০

আমি সাজিদ বলেছেন: সেটা কত সালের দিকে? সোলসের অফিসে নিশ্চয়ই কিংবদন্তিদের অনেককে দেখেছেন। তখন ভোকাল কে ছিল?

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩২

ইসিয়াক বলেছেন: প্রিয় গান, কত সুখস্মৃতি। সোনালী অতীত।

চমৎকার পোস্ট।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩০

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই। শুভ সকাল।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৭

স্থিতধী বলেছেন: ৫ নং কমেন্টে তমাল ভাই একটা ভালো গান মনে করিয়ে দিয়েছেন " এ এমন পরিচয় ", আপনার শেয়ার করা ওটার নতুন ভার্সন টাও ভালোই লাগলো । আমার কাছে মনে হয়, বাংলাদেশের আধুনিক গানে শুধুমাত্র রোমান্স এর উপর তৈরি করা সুন্দর কম্পোজিশন খুব কম, মানে বেশীরভাগ জনপ্রিয় গানে হয় কিছু বেদনা, অভিমান বা অন্যন্য মিশ্র আবেগ থেকে থাকে কিন্তু শুধুই রোমান্সে ভরপুর গান বাকিগুলোর তুলনায় অনেক কম হয়। এই "এ এমন পরিচয়" আর মাইলসের " নীলা" এ দুটো গান ব্যান্ডের গান গুলোর মধ্যে অন্যতম দুটি সেরা গান যা রোমান্সে পুরো ঠাসা, দারুন সুর আর কথা এই গানগুলোর।

আর ওয়ারফেজের প্রিয় গানের লিস্ট অনেক লম্বা হয়ে যাবে বলতে গেলে। কমল ভাইয়ের লেখা আর সুরে " অসামাজিক" কিংবা "মহারাজ" গানগুলো এখনো আমাদের সমাজ বাস্তবতা মেলে ধরে। ৮ নং কমেন্টে মিরোরডল আপুর সাথে একমত ; মিজান ভাই গট এন এক্সেপসনাল ভয়েজ ইনডিড, আমার ভালো লাগতো ওনার গায়কি, বিশেষ করে ওয়ারফেজের "না" গানটিতে ওনার ভয়েজ আর গিটারিস্ট অনি হাসানের গিটার প্লেয়িং একটা আলাদা লেভেলের আমেজ দেয়। ঊনি যাওয়ার পর ওয়ারফেজ তাঁদের জন্য সঠিক ভোকাল পায়নি এখনো, ফলে ব্যান্ডটাও আগের জৌলুসে নাই । আর তমাল ভাই যেটা বললো তাও ঠিক, ব্ল্যাক - আর্টসেল জামানার পরেও ভালো ব্যান্ড এসেছে যেমন জলের গান, আরবোভাইরাস । অন্যদিকে নেমেসিস ব্যান্ডটা যদিও আগের ছিলো কিন্তু ২০১০ এর পরে দ্বিতীয় এলবাম বের করে নতুন করে জনপ্রিয় হয়। আসলে বাংলাদেশের ব্যান্ড সংগীতের একটা ধারাবাহিক লেগাসী আছে যা এর একটা খুব শক্ত দিক। বাম্বা সংগঠন হিসেবে তুলনামূলক ভাবে অনেকটাই কার্যকরী থাকাটাও এর একটা কারন।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

আমি সাজিদ বলেছেন: পুরো রোমান্সে ভরপুর বাংলা ব্যান্ডের গানের কথা বলতে গেলে 'এ এমন পরিচয়', 'নীলা' দুটো গানই লিস্টের শুরুতে থাকবে। 'নীলা' গানটির আবেদন এখনও কমেনি। এখনও মাইলস একই এনার্জি নিয়ে 'নীলা' গেয়ে যাচ্ছে, যেমনটা ত্রিশ - পঁয়ত্রিশ বছর আগে ওরা যখন বাংলা গান শুরু করেছিল, তখন গেয়েছিলো।
মিজান যখন চলে গেলেন, পলাশ নূরকে দেখেই আমরা সবাই বলেছিলাম ওয়ারফেজ ভুল ডিসিশন নিলো। এদিকে সলো ক্যারিয়ারে মিজান ভালো করছেন। কাভার করলেন আযম খানের 'পাপড়ি'। এক গানেই সবাই বুঁদ।
ব্ল্যাক থেকে জন যখন চলে গেল, তার অনেক পরে আমি ব্ল্যাক শোনা শুরু করেছি। নেমেসিস থেকে ওদের লিড গিটারিস্ট মাহের যখন চলে গেলেন, এর পরে আমি নেমেসিস শুনেছি। ব্ল্যাকের এখনকার লাইন আপে ভোকালে আগের মতোন জৌলুশ নেই। নেমেসিসের নাম বাদ পড়ে গেল দেখে দুঃখিত। নেমেসিসের 'অবচেতন' আমার খুব একটা পছন্দের গান।

ফিডব্যাক আপনার কেমন লাগে? কেন যেন আমার ভালো লাগে না ফিডব্যাক।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু কিছু গানের আবেদন মনে হয় চিরকালীন। সময়ে -অসময়ে শুনে যায় মানুষ।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

আমি সাজিদ বলেছেন: একদম ঠিক বলেছেন। কিছু কিছু গানের আবেদন চিরকালীন।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

মিরোরডডল বলেছেন:



@ স্থিতধী

ইউ আর রাইট , শুধু ব্যান্ড বা বাংলা গান না, ওয়ার্ল্ড ওয়াইড সুন্দর গান ম্যাক্সিমাম স্যাড বা বিরহের হয় । বাংলা ব্যান্ডের দুটো রোম্যান্টিক গান দিচ্ছি । মাইলসের নীল নয়ন আর ফিডব্যাকের জানালা ।


কেন ধরা না দিয়ে
শুধু ছুটে ছুটে বেড়াও
যেন ধুমকেতুর মতো
মনে ডাক দিয়ে হারাও






কেন দুচোখে আলোর ইশারা
কেন অধরে হাসির ফোয়ারা যে
বুঝিয়ে আমাকে বলো না
আমি না জেনে সে কথা যাবো না
না ফিরে যাবো না








১৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১০

মিরোরডডল বলেছেন:



এখন যে দুটা গান দিচ্ছি চমৎকার লিরিক । ব্রেক-আপের পর বিরহ না বরং উল্টোটা । হু কেয়ারস :)

লেসন ওয়ানের কাল সারারাত আর অর্থহীনের সুমনের এখন আমি ।

কাল সারারাত তোমার চিঠি পড়েছি
আর হেসেছি এই ভেবে
কাউকে যদি ভালোবেসেই থাকো
কেনো বলনি আমায় আগে






এখন আমি চালাক অনেক
মানুষ চিন্তে ভুল করি না
দু চারটি ভাবের কথায়
কাউকে আর কাছে টানি না







০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

আমি সাজিদ বলেছেন: লেসন ওয়ান আগে শুনি নাই৷ ধন্যবাদ মিডোপু।
সুমনের এই গানটি বরাবরই মজার।

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬

আমি সাজিদ বলেছেন: মিডোপু, এই ব্লগটি ঘুরে আসতে পারেন। ব্লগার কবি ও কাব্যের। এই লেখাটায় শিবলী ও প্রিন্সকে নিয়ে লিখেছেন।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৪

ফয়সাল রকি বলেছেন: ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকবেই। যেমন, আমার প্রিয় ব্যান্ড হলো- ওয়ারফেইজ (দেশে) আর লিংকিন পার্ক (বিদেশে)।
তারমানে এই না যে, আমি বাচ্চু ভাইর "ময়না" গান অপছন্দ করি। আপনি যে সময়ের গানের কথা বলছেন তা কালজয়ী ও বহুদিন থাকবে। তবে "মেলায় যাই রে" গানটা আসতে পারতো।

ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১১

আমি সাজিদ বলেছেন: হঠাৎ করে বানানো লিস্ট। আপনার পছন্দ অপছন্দ জেনে ভালো লাগলো। শুভ দুপুর।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ কিছু পুরোনো ভালো লাগা গান শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে এই লিঙ্কটা মাঝে মাঝে ঘুরে দেখার অনুরোধ থাকছে। আমরা প্রায় নিয়মিতভাবে প্রকাশনী-তে বাংলা ব্যান্ডের বিভিন্ন গানের কথা, এ্যালবাম, গীতিকার এবং ভিডিও লিংঙ্কসহ সংরক্ষণ করছি। লিরিকসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে অন্যকেও জানিয়ে দিতে পারেন। আবারও ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

আমি সাজিদ বলেছেন: চমৎকার একটা কাজ হয়েছে সাইটটিতে। শেয়ার করার জন্য ধন্যবাদ ইফতেখার ভাইয়া। প্রকাশনীর সাথেই থাকার চেষ্টা করবো।

২১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

ফটিকলাল বলেছেন: অসাধারন পোস্ট। পোস্টে মন্তব্যের ছত্রে ছত্রে আছে নস্টালজিকতা। কালই সব গান শুনেছি এখানে এসে। আজ সারাদিন শুনবো সময় করে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

আমি সাজিদ বলেছেন: কম ভারের একটা পোস্ট দিয়ে একটু আড্ডা- নতুন গানের খোঁজ এই তো। আপনার জন্য একটা গান।

সারাদিন তোমায় ভেবে- সোলস

২২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বই সবচেয়ে ভালো বন্ধু। গানের স্থান এর অনেক পরে। তবে, গান ভালো বন্ধুদের মধ্যে একজন। আপনার পছন্দের একটা বাংলা ব্যান্ড গানের কথা বলুন।

আমার পছন্দের গান আপনাদে রপছন্দ হবে না।

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯

আমি সাজিদ বলেছেন: আমি যে শুধু ব্যান্ড শুনি তা নয়। রবীন্দ্র সংগীত ও গযলও শুনি। তবে, আগে যে পরিমান গান শুনতাম সেটা এখন অনেক কমে এসেছে। তবুও শোনা হয়।

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব সুন্দর গান
আগে কত শুনতাম

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

আমি সাজিদ বলেছেন: কিছু কিছু গান আসলে কালজয়ী থাকে। শুভ দুপুর ছবিপু।

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ বিকেল ভাইয়া

০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

আমি সাজিদ বলেছেন: আলাদা টাইম জোন থেকে প্রতিউত্তর করাতে, ২৩ নম্বর কমেন্টের প্রতিউত্তরে আমার দুপুর আপনাদের বিকেল হয়ে গেল।

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার প্রিয় একটি গান। উইনিংস -
এই সুন্দর ধরণী জুড়ে আসে কত কি নতুন সুরে - উইনিংস

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৯

আমি সাজিদ বলেছেন: গানটি বেশ সুন্দর। ধন্যবাদ গানটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য৷ শুভ সকাল সাচু ভাই।

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

মেহবুবা বলেছেন: পুরোনো দিন মনে করিয়ে দিলেন।
মাইলস আর অবসকিউর ওতো ছিল ভাল লাগা তালিকায়!

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২২

আমি সাজিদ বলেছেন: অবসকিউরের কথা ভুলেই গেছিলাম। ওদের মাঝরাতে চাঁদ, ছাইড়া গেলাম মাটির পৃথিবী গানগুলো বেশ।

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

কল্পদ্রুম বলেছেন: পছন্দের গান সবগুলোই। এখানে শুরুতে 'অবাক ভালোবাসা'-র বাঁশির সুর বেশ ভালোই লাগে শুনতে।


view this link


০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৮

আমি সাজিদ বলেছেন: লিংক ধরে গানটায় গেলাম। ভালোই কাভার করেছে। ইন্ট্রো চমৎকার হয়েছে।

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: সোলসের গানগুলো ভালো লাগে। তপন চৌধুরী ছাড়া আরেকটি ছেলে গাইতো ওই ব্যান্ডে কি জানি নাম মনে পরছে না আমি সাজিদ ।
গান যে দেশেরই হোক, যে ভাষারই হোক সুর সুন্দর মন মাতানো হলে তাই শুনি আমি। ভাষা না বুঝেও কোরিয়ান একটি গান শুনতাম শুধু সুরের জন্য।
গানের সাথে ফুল আর পাখিও অনেক প্রিয় আমার।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

আমি সাজিদ বলেছেন: ওই নামটি কি নাসিম আলি খান? কুমার বিশ্বজিৎ ও সেসময় সোলসে ছিলেন। আপনার প্রিয় কোরিয়ান গানটার লিংক আমাদের জন্য শেয়ার করবেন আশা করি। শুভ বিকেল জুন আপু।

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কেন নয়? কেন নয়?

রোম যখন পোড়ে নীরো বাঁশী বাজায়
আমরা না হয গানই শুনলাম ;) :P =p~ =p~

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৬

আমি সাজিদ বলেছেন: জ্বি। আমরা নিরো আমরা বাঁশি বাজাচ্ছি। হেহে।

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি যে শুধু ব্যান্ড শুনি তা নয়। রবীন্দ্র সংগীত ও গযলও শুনি। তবে, আগে যে পরিমান গান শুনতাম সেটা এখন অনেক কমে এসেছে। তবুও শোনা হয়।

আমি প্রতিমাসে একদিন শুধু গান শুনে কাটাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গান আর গান। সেদিন আমার গান ডে।

২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

আমি সাজিদ বলেছেন: দারুন। এমনটা আমারও এপ্লাই করা লাগবে।

৩১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪০

স্থিতধী বলেছেন: @ মিরোরডল আপু, সেটা ঠিক, তবে বাংলাদেশে সঙ্খ্যাটা তুলনামুলক ভাবে অনেক বেশী কম মনে হয়। ইংরেজি, হিন্দিতেও সুইট রোমান্সের গান অনুপাতে বেশী আছে আমাদের থেকে। 'ব্রেক-আপের পর বিরহ না বরং উল্টোটা' এমন গানের মাঝে আমার প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের গাওয়া একটা গানের কথা মনে পড়লো, ইউটুব লিঙ্ক পেলামনা, লিরিকে ছিলো এমন লাইন;
" মিনতি করি প্রেয়সী তোমায়, ভেবোনা আমি বড় অসহায়!
তোমার প্রেম নাহি পেলে, থাকবোনা আমি নির্জনে
খুঁজে নেবো তবে নতুন কোন প্রিয়া!" ( এই 'নতুন কোন প্রিয়া' এর জায়গায় একটা ফানি টান ছিলো, সেটার মজা শুধু গানেতেই :-P )

@ আমি সাজিদ
না, ফিডব্যাক এর গান তেমন শোনা হতোনা কখনো।তবে তাঁদের " মেলায় যাইরে" গান টাতো জাতীয় এন্থেমে পরিণত হয়েছে পরে। তাঁদের অনেক মিউজিসিয়ানের প্রতি শ্রদ্ধা আছে, ফুয়াদ নাসের বাবু আর লাবু রহমান বাংলাদেশের অনেক মিউজিসিয়ানের শিক্ষক স্থানীয় এবং তাঁদের অবদান অনেক। তাঁদের 'মৌসুমি' গান টা জনপ্রিয় ছিলো, ওটাকে আবার ক্লোজ আপ ওয়ানের প্রতিযোগী রাজীব গেয়ে জনপ্রিয় করে। এল আর বির মতো ফিডব্যাক কেও পরের প্রজন্মের অনেকেই শুধু একজনের জন্য চিনতো,এল আর বির যেমন এ বি, ফিডব্যাকের তেমনি মাকসুদ । যদিও পরবর্তীতে আবার নিজে ব্যান্ড আর সলো ক্যারিয়ার করেন মাকসুদ । তাঁর ' গণতন্ত্র গণতন্ত্র ' গানটার লিরিক্স শুনলে এখনো মনে হবে এটা বুঝি সেদিনের লেখা। বাংলা ব্যান্ড মিউজিসিয়ানদের এটা আরেকটা বৈশিষ্ট্য, সমাজ বাস্তবতা নিয়ে কথা বলা, যেটা এর আগে গণ সঙ্গীত দিয়ে শুরু করেছিলো ফকির আলমগীররা । লোক সঙ্গীত, গণ সঙ্গীত আর ব্যান্ড সঙ্গীতের বাইরে বাংলাদেশের সমাজ, মানুষ, রাজনীতি নিয়ে গান অন্য ধারার সঙ্গীত গুলোর গান ছিলোইনা বলতে গেলে । শুধু প্রেম-ভালোবাসা ই থাকতো বিষয়।

হায়দার হোসেন এক সময় " উইনিং" ব্যান্ডে বাজাতো যতদুর জানি। " ঐ দূর পাহাড়ের ধারে" উইনিং এর একটা খুব জনপ্রিয় গান। বোধ হয় কাছাকাছি সময়ে খুলনার ব্যান্ড ডিফারেন্ট টাচের একটা গান " শ্রাবণের মেঘগুলো জড় হল" জনপ্রিয় ছিলো।

'সারাদিন তোমায় ভেবে গানটা' অরিজিনালি পশ্চিমবঙ্গের সুবির সেনের গাওয়া; যিনি সম্পর্কে রুনা লায়লার মামা। ওটা আমাদের পার্থ বড়ুয়া কভার করেন।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩

আমি সাজিদ বলেছেন: সারাদিন তোমায় ভেবে - এর ইতিহাস জানতাম না। ধন্যবাদ স্থিতধী ভাইয়াকে এ নিয়ে জানানোর জন্য।

৩২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৩

জুন বলেছেন: কুমার বিশ্বজিৎ আমার অনেক প্রিয় এক শিল্পী । তার তুমি রোজ বিকেলে আর যেখানে সীমান্ত তোমার গান দুটি খুবই ভালোলাগে । যদিও ব্যান্ড গায়ক নয় তারপরো এন্ড্রু কিশোরের গান ভালোলাগে। আসলে পরিবেশের উপর সব কিছু নির্ভর করে । যেমন পথিক নবীর এই খানে এক নদী ছিল গানটা যখন আমাদের সহ পর্যটকরা সুন্দরবন ভ্রমনে জাহাজের খোলা ডেকে বসে গাইছিল তার যে আবেদন তা পরে ঘরে বসে শুনে অতটা ভালোলাগে নি ।
আর হ্যা ঐ ছেলেটার নাম নাসিম আলি খানই, মনে হয় ক্রিকেটার তামিম নাকি আকরাম খানের আত্মীয় ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫১

আমি সাজিদ বলেছেন: জ্বি। নাসিম আলী খান চট্রগ্রামের মানুষ জানি। উনি যে আকরাম খানের আত্নীয় সেটা জানতাম না। যেখানে সীমান্ত তোমার - আমারও খুব প্রিয় একটি গান। কুমার বিশ্বজিৎ এর গলা ভালো লাগে।

৩৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৫

মিরোরডডল বলেছেন:



@ স্থিতধী, বিপ্লবের গানের কথাটা জোস :)

@ সাজিদ তুষারের গানটা আসেনি । ফিডব্যাক ব্যান্ডের অনেক ভালো গান আছে ।
সাজিদ এটা শুনেছে গোধূলি !






এটা কেমন ?






১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

আমি সাজিদ বলেছেন: মিডো আপু, প্রথমবারের মতো সাজিদ এই গান শুনলো। ভালোই। ধন্যবাদ।

৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

ঢুকিচেপা বলেছেন: 1,2,3 আমার পছন্দের গান। সে সময়ের গানগুলোর মধ্যে ছিল অন্য রকম ভালো লাগা। আবার কিছু ক্যাসেট খুব চললেও পরবর্তীতে আর সামনে আসেনি কখনো।
ঐ যুগে ত্রিরত্নের ক্ষ্যাপা নামে ১টা ক্যাসেট খুব চলেছিল। অতিথি ভোকাল সাইফ এবং সংগীত আয়োজনে পার্থ বড়ুয়া।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

আমি সাজিদ বলেছেন: এ যেন খুঁজে পাওয়া রত্ন! বেশ ভালোই লাগলো শুনতে। শুনে বসে কমেন্ট করলাম। ধন্যবাদ আপি।

৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪২

অধীতি বলেছেন: প্রতিদিন ঘুমোতে যাবার আগে প্রিয় গান আর সকালে উঠে কবিতা।এগুলো না হলে মন ভাল থাকেনা।

২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২

আমি সাজিদ বলেছেন: আপনার প্রিয় কবিতাগুলো নিয়ে জানতে চাই

৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: symphony নামে একটা ব্যান্ড ১৯৯১ সালের দিকে বেশ নাম করেছিল। ওদের কিছু গান ভালো লাগতো। যেমন 'অনুভবে কল্পনাতে মিশে রও' , 'মনোরে'। ওদের কিছু গান শুনুন ; সিম্ফনি ব্যান্ডের গান

ইউটিউব স্ক্রিন সরাসরি কিভাবে পোস্টে আনা যায় তা আমি জানি না। কেউ শিখিয়ে দিলে খুশি হতাম।

২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৫

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ সাচু ভাই। শুনে দেখবো গানগুলো।

৩৭| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০২

মিরোরডডল বলেছেন:



সাচু, ধুলো আমাকে শিখিয়েছিলো । আমি সেই ইন্সট্রাকশন এজ ইট ইজ এখানে কপি করে দিলাম । জাস্ট ফলো দ্যা স্টেপস । হোপ ইট উইল হেল্প ইউ ।


থার্ড ব্রাকেট দিয়ে শুরু। yt লেখার পর বার বা | দিন। এরপর ভিডিওলিংকের সমান=সমান চিহ্নের পরের অংশ দিন। & থাকলে &সহ পরের অংশ বাদ দিতে হবে, যেমন &feature=emb_logo থাকলে এটা বাদ। তারপর থার্ড ব্রাকেট ক্লোজ। এবার কপি করে এখানে পেস্ট করতে হবে।

লেখক বলেছেন: এই যে একটা লিঙ্ক। Click This Link

প্রথমে এটা দিন [
এরপর এটা দিন yt
এরপর | (বার) দিন
এরপর WrfiqVjYh-o দিন
এরপর ] দিন

এটা একসাথে দিলে ভিডিওটা এখানে চলে আসতো। স্পেস দিয়া পাশে লিখলাম। [yt | WrfiqVjYh-o ] আমি এখানে স্পেস দিয়ে লিখেছি। কিন্তু শেয়ার করার সময় স্পেস দেয়া যাবে না।



২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ মিডো আপু

০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২০

আমি সাজিদ বলেছেন: নতুন বছরে খুঁজে পেলাম আরেকটি রত্ন৷ এই যে দ্যাখো মিডোপু।

৩৮| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডলকে অনেক ধন্যবাদ ইউটিউব স্ক্রিন সামুতে আনার পদ্ধতি বিস্তারিত বর্ণনার জন্য। আমি এই পদ্ধতি চেষ্টা করে দেখবো, পারি কি না।

২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

আমি সাজিদ বলেছেন: মিডো আপু বরাবরই হেল্পফুল

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন পোস্ট নাই কেনো ভাইয়া জি

২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

আমি সাজিদ বলেছেন: আপি নতুন জায়গায় নতুন জবে জয়েন করলাম। সেটেল হতে একটু সময় লাগছে। এইতো।

৪০| ২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

আমি সাজিদ বলেছেন: দোয়া করবেন

৪১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মনিরা সুলতানা বলেছেন: ইশ একেবারে গানের মাইনে এসে পরেছি !!
আহা কত সুন্দর সময় কেটেছে , সোনালি সব দিন। লেসন -ওয়ান আমি ও মেনশন করতে চেয়েছিলাম । দেখলাম ডল নিয়ে এসছে :)
এত এত গান এর মাঝে আমি ও একটা দেই । এরই মাঝে রাত নেমেছে !!

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৫

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ আপি। বেশ সুন্দর গান। আমি যতোটা গানের কথা উল্লেখ করেছি, তার চেয়ে বেশী গানের খোঁজ কমেন্ট থেকে পেয়েছি৷ এজন্য ধন্যবাদ সবাইকেই।

৪২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭

ওমেরা বলেছেন: গান-টান তো শুনি না একটা গল্প পোষ্ট করেন পড়বে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৪

আমি সাজিদ বলেছেন: জ্বি আচ্ছা আপু। সময় করে লিখবো।

৪৩| ০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৯

রানার ব্লগ বলেছেন: আমরা চার বন্ধু চাঁদা তুলে ক্যাসেট কিনতাম তারপর কিস্তি আকারে গান শুনতাম ১৫ দিন করে এক এক জন সুজুগ পেত।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৬

আমি সাজিদ বলেছেন: চমৎকার সব দিন পার করেছেন রানা ভাইয়া।

৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৯

মিরোরডডল বলেছেন:



সাজিদ লিংকটা আসেনি । কষ্ট করে আবার দিতে হবে অর টেল মি নেম হুইচ ওয়ান , আমি খুঁজে নেবো ।
রত্ন মিস করা যাবেনা :)

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৮

আমি সাজিদ বলেছেন: নীলা শুনেছেন? মাইলসের নীলা নয় কিন্তু।

৪৫| ১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

মিরোরডডল বলেছেন:



হুম সাজিদ এটা শুনেছি । সুন্দর । থ্যাংকস ।
লাকির অনেক সুন্দর সুন্দর গান ।
এরা একেকজন জুয়েল চলে গেলো এক এক করে ।






মাইলসের শাফিন কাভার করেছে এটাও ভালো ।




তবে বেস্ট হচ্ছে সামিনার কণ্ঠে ।




১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৯

আমি সাজিদ বলেছেন: আমায় ডেকো নাতে একটা বোহেমিয়ান ভাব আছে। সামিনা ভালো গেয়েছেন কিন্তু এ গান যে খাঁচা ভেঙ্গে মুক্ত আকাশে ঘুরে বেড়ানোর গান। এর জন্য ভবঘুরে কন্ঠই লাগবে। আশা করি ভালো আছেন মিডো আপু।

৪৬| ১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০১

মিরোরডডল বলেছেন:

আগের লিংকটা যায়নি, তাই আবার দিলাম

৪৭| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

মিরোরডডল বলেছেন:



ভবঘুরে বলেইতো এই গান আমার এতো ভালো লাগে ।
মনে হয় এ যেনো আমারই জন্য । মন একটা মুক্ত পাখি । ওটা কখনোই বাধা মানে না ।
হুম ভালো আছি । সাজিদ কেমন আছে ? হোয়াটস নিউ ?



১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

আমি সাজিদ বলেছেন: সাজিদ ভালো আছে। ক্যারিয়ারের গতি প্রকৃতি নিয়ে উত্থান পতন সময় পার করছে। এইতো।

৪৮| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯

শায়মা বলেছেন: সেরোটনিন ডোপামাইন সবই বেড়ে গেলো তো!!!

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩০

আমি সাজিদ বলেছেন: বাহ আপি। আমার তো সেই গানটার কথা মনে পড়ছে। নিশীথ রাতের বাদল ধারা৷ আমি ভেবেছিলাম আপনি শুধু রবীন্দ্র ও নজরুল গীতিই পছন্দ করেন। ব্যান্ড গানও যে শুনেছেন ভেবে ভেবে অবাকই হচ্ছি।

৪৯| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯

জুন বলেছেন: হু ব্লগের যা অবস্থা #:-S
গাছের প্রান না আত্মা আছে কি নাই! , অনল চৌধুরী আর ট্রাম্পের বিদায় এর চেয়ে গান শোনাই ভালো আমি সাজিদ :`>

২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩

আমি সাজিদ বলেছেন: ট্রাম্প নাকি নতুন দল গঠন করবে! আশা করি অনল চৌধুরী ফিরে আসবেন। উনাকে আমার রানা সিরিজের ক্ষ্যাপাটে কবির চৌধুরীর মতোন মেধাবী মনে হয়। যদিও উনি ভিলেন না।

অফটপিক -
এই পোস্টে এ অনেকের মতামত জানতে চেয়েছি। আপনার মতামত আশা করছি।

৫০| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: আরে সবই শুনি কিন্তু শুধু নিশীথ রাতেই হারিয়ে যাই

২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫

আমি সাজিদ বলেছেন: আপি এই গান তুমি গেয়েছিলে আমাকে লিংক দিয়েছিলে। সেই ২০১২ তে আমাকে গানটার লিংক শেয়ার করেছিলে। আমি তখন পড়তাম পরীক্ষার জন্য, আর বিরক্ত লাগলে এই গানটা শুনতাম।

৫১| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: হা হা গুড গুড ......

২০১২ এর পুচ্চু ২০২০ তে পুচ্চু নেই আর। অনেক অনেক গিয়ানী গুণী হয়েছো..... বড় হয়েছো!!!!!! লাভ ইউ ভাইয়ু!!!

২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪

আমি সাজিদ বলেছেন: যত বড় হয়েছি তত অবাক হচ্ছি কত কিছু জানি না। মোটেও জ্ঞানী নই আমি।

থ্যাংকু থ্যাংকু।

৫২| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: যাই সাজুগুজু করি।
৬ টা থেকে ক্লাস.....।

লেট হয়ে গেলো সাজুগুজুতে :P

২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

আমি সাজিদ বলেছেন: আচ্ছা।

৫৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২

মিরোরডডল বলেছেন:



সাজিদ, দুঃখিত হবার কিছু নেই বরং মনের অজান্তেই ইউ ডিড এন এক্সসেলেন্ট জব !
কারো মাঝে যে আমার ওপর এত বিদ্বেষ চাপা ছিলো এটা জানা হতোনা । আশেপাশের মানুষদের চেনার সুযোগ হয়েছে ।
আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ সাজিদ ।

যে কটা বাংলা ব্যান্ড দেশের গান করেছে তার মাঝে আমার সবচেয়ে প্রিয় দুটার একটা এলআরবি আরেকটা এটা ।








২৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

আমি সাজিদ বলেছেন: জেমসের এই গানটা আমার খুব প্রিয়৷ জেমস খুব চমৎকার ছবি তুলে জানেন?

৫৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২১

মিরোরডডল বলেছেন:



হুম ইন্টারভিউতে জেনেছি শখ করে ফোটোগ্রাফি করে ।
কয়েকটা ফটো দেখেছি, এর মাঝে এটা অনেক সুন্দর ।






০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮

আমি সাজিদ বলেছেন: চমৎকার।

৫৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৪

মিরোরডডল বলেছেন:



অদ্ভুত একজন মানুষ । কখনও হাসতে দেখিনি । সবসময় মারমুখো হয়ে থাকে । সেদিন এক প্রোগ্রামে মনে হচ্ছিলো প্রশ্নকর্তাকে ধরে এখনই মার দেবে । তারপরও আমার জেমসকে ভীষণ ভালো লাগে । তার অসংখ্য সুন্দর গান আছে । কতো যে প্রিয় গান !

যদি স্বীকার করতে বন্ধু
তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম
তুমি জয়ী






০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২

আমি সাজিদ বলেছেন: মারমুখোই মনে হয় আমার সবসময়। ওর চোখ দেখলে মনেহয় এখনই তেড়ে আসবে। এই মারমুখো ধারটা ওর গলাতেও আছে।

আপনার জন্য আজকে এই গান

৫৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭

মিরোরডডল বলেছেন:




এই পোষ্টে এবং মন্তব্যে কত ভালো ভালো গান শেয়ার হয়েছিলো, তার ম্যাক্সিমাম লিংক এখন আর কাজ করছে না।

সাজিদ কি ব্লগে আসে না? দেখি নাহ যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.