নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

কথা থেকে আমাদের গান - অনভিযোগ , গানের পেছনের গল্প।

২৪ শে জুন, ২০২১ রাত ১০:১২


ঘটনাটা মেড স্কুলে থাকার সময়ে, ছয় তলা হোস্টেলের ছাদের উপরের পানির ট্যাংকে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় একটা কাক দেখলাম। কাক বসে আছে কার্নিশে। এক মনে যেন তাকিয়ে আছে সামনে সুবিস্তৃত খেলার মাঠ ও সবুজে জড়ানো দৃশ্যপটকে। বন্ধুদের কথামালা থেকে হুট করেই আমার মন যেন কার্নিশটায় চলে গেল। উত্তুরে ঝড়ো হাওয়া, বিশাল আকাশ ও আত্মভোলা কাকের গল্প মনে বসাতেই গুন গুন করে উঠলাম,


এরপরের ঝড়ো হাওয়াটায়
একটা বোহেমিয়ান দুঃখ ধুলোর সাথে উড়ে যাক
এরপরের ঝুম বৃষ্টিতে
একটা আত্মভোলা কাক ওই কার্নিশে বসে থাক

বিশ থেকে পঁচিশ বয়সটা বেশী খ্যাপাটে। কোন নতুন আইডিয়া মাথায় এলেই কাজ সেরেছে, সারাদিন সেটা একটু একটু করে বড় হতে থাকবে। তো কি হল, ভাবলাম এই কথাগুলোকে লিখে ফেলি না কেন ? ফোনের অ্যাপে লিখতে গিয়ে দেখলাম আঙ্গুল টাইপ করে যাচ্ছে-
এরপর
না হয় ভেজা শরীর জুড়ে আবার সন্ধ্যা নামুক
কিংবা
ছুঁড়ে ফেলুক কেউ যাবতীয় আঁধার এক-বুক
অভিযোগ থাকবে না কোন
অভিযোগ নেই


আমি ততদিনে ছোট গল্পের ছোট মানুষ । সুবোধ সন্দীপনকে দুই বাংলায় আমার না দেখা আইডল ধরে গল্প লেখা শুরু করে দিয়েছি। সুবোধের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই ব্লগেরই আরেকজন ব্লগার, মাহমুদ ভাই। সে গল্প আরেকদিনের জন্য তোলা থাক।

তাহলে এই যে লিখে ফেললাম, এই কথামালাগুলো দিয়ে আমি কি করবো ? লিরিক ? উহু বড্ড কঠিন কাজ। ব্লগার রানা ভাইয়া ( নস্টালজিক) এর লিরিকের পেছনের কিছু গল্প যখন ব্লগে পড়েছি, তখন মনে হয়েছে গানের কথা লেখা পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটি । আমি তখন ব্ল্যাকের জন্য ইমন জুবায়ের ভাইয়ার লেখা লিরিকগুলোর গল্পও ব্লগে পড়তাম। মাথায় ঘুরত ভাইয়ার লেখা-

তাকিয়ে আছে
মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই! ( আমার পৃথিবী)


কিংবা অভিমান গানটিতে জন কবিরের গলায় ফুটে উঠা ভাইয়ার সেই কথাগুলো-

কেবলই অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নবাতিটা


কি ভেবে যেন কলেজ জীবনের বন্ধু অনিকের কাছে মেসেঞ্জারে পাঠালাম কথাগুলো একসাথে লিখে। একদিন পর সে রিপ্লাই দিলো, ভালো লিখেছিস। দেখি কিছু করা যায় কিনা। বহুব্রীহি ব্যান্ডটি তখন মাত্র শুরু হয়েছে। মান্না দে র কফি হাউস কাভার করে তখন প্রায় মিলিয়ন ভিউ পেয়ে গেছে ( এখন প্রায় ১২ মিলিয়ন ভিউ), এরপর নিজেদের গান নিয়ে কাজ করছে।

অনিক, ইয়াসিন , তুষার, মেজবাহ ততদিনে একটা টিম হিসেবে বহুব্রীহি ব্যান্ডকে গড়ে তোলার চেষ্টা করছে। ওরাই বলল বরং আস্তে আস্তে নিজেদের শক্ত করে উঠে আসতে চায়।
এর মধ্যেই গান হিসেবে আমার কথাগুলো বসানো গেছে, আরও কিছু কথাও জুড়ে দিয়েছি এরপর। ডেমো ট্র্যাক প্রথম শুনলাম পিজির হোস্টেলের এক বড় ভাইয়ের রুমে। এর মধ্যেই লিড গিটারিস্ট মেজবাহ ব্রেকে গেলে নতুন গিটারিস্ট হিসেবে রাব্বি আসলো। গানটায় রাব্বির বাজানো সলো শুনে আমি যেন নির্বাণে চলে গেলাম ! একটা অস্থিরতা অনুভব করতে লাগলাম, এটা আমাদের গান! নাম দিয়েছি - অনভিযোগ।
যদিও বাংলা শব্দ ভাণ্ডারে অনভি্যোগ নামের কোন শব্দ নেই। বানিয়ে নিয়েছি।

এরপর কয়েক বছর কেটে গেলো। খুবই মেধাবী দুইজন- শাকিল ও অনুপমরা ডিরেকশন দিতে দিতে তখন বেশ নামডাক করে ফেলেছে। আমি এই সময়ে ব্লাড-প্রেশার পালস হাতড়াতে হাতড়াতে গল্প লেখা বাদ দিয়ে দিয়েছি, গানটান আফটার গ্রাজুয়েশন ফেজে আগের চেয়ে কম শোনা হয়।

এর মধ্যেই বহুব্রীহি আজ অফিসিয়ালি ইউটিউবে রিলিজ দিলো অনভিযোগ[/sb
ব্লগের সবার জন্য আমাদের নিবেদন।

লিরিক উৎসর্গ করছি - প্রয়াত ব্লগার ইমন জুবায়ের ভাইকে।
হ্যাপি ব্লগিং।



মন্তব্য ১৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২১ রাত ১১:০৭

ঢুকিচেপা বলেছেন: কথা, গান এবং কম্পোজিশন চমৎকার হয়েছে।

২৪ শে জুন, ২০২১ রাত ১১:১৫

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ফিডব্যাকের জন্য৷

২| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১:১৭

শেরজা তপন বলেছেন: লাইক দিয়েছি আগেই- পুরো মিউজিক কম্পোজিশন ও গানের কথা বেশ হৃদয়গ্রাহী।
আপনার কাছ থেকে আরো এরকম লিরিক্স চাই

২৫ শে জুন, ২০২১ দুপুর ২:২০

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ তপন ভাই।

৩| ২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:২২

মিরোরডডল বলেছেন:




ছুপা রুস্তম, ফাইনালি সুপ্ত প্রতিভার প্রকাশ হয়েছে তাহলে ।
খুবই ভালো লেগেছে । কথা সুর চমৎকার । জন কবিরের অভিমানের চেয়ে এটা অনেক সুন্দর ।
এতকিছু মেনশন আছে কিন্তু সুর কে করেছে এটা উল্লেখ নেই কেনো ? নাকি শুধু আমিই দেখতে পেলাম না ।

আমি সিওর, শুধু লিরিকেই সীমাবদ্ধ না, সাজিদ গানও করে । গান শোনাবে নাহ আমাদের ?
কিপ ইট আপ সাজিদ। ওয়েল ডান ।




২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৯

আমি সাজিদ বলেছেন: কম্পোজিশনে ভোকাল ছাড়াও ব্যান্ডের সবাই কম বেশী কন্ট্রিবিউট করেছে।
আমি, ইউনিভার্সিটি লেভেল সবাই যেমন আড্ডায় টুকটাক গলা মেলায় এমন গলা মেলাতাম।
ধন্যবাদ আপি

৪| ২৬ শে জুন, ২০২১ রাত ১:০৩

কল্পদ্রুম বলেছেন: বাহ! অসাধারণ লিরিক্স এবং কম্পোজিশন। এই গান নিশ্চিতভাবে আরো জনপ্রিয় হবে। অভিনন্দন সাজিদ ভাই। বহুব্রীহির বাকি সদস্যদেরকেও। গান শুনতে শুনতে মনে হচ্ছিলো মিউজিক ভিডিওর কনসেপ্টটা হয়তো অন্যভাবে ভাবা যেত। তবে সবমিলিয়ে বেশ ভালো হয়েছে।

২৬ শে জুন, ২০২১ রাত ১:৫৪

আমি সাজিদ বলেছেন: ফিডব্যাকের জন্য ধন্যবাদ কল্পদ্রুম ভাই। বহুব্রীহির জন্য ভালোবাসা। আশা করি নিজেদের মতো করে অনেক দূর এগিয়ে যাবে।

লিরিক্সকে পূর্ণতা দিয়েছে কম্পোজিশন ও সময়।

৫| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: বাহ তুমি গান লিখেছো??????????????


গুড গুড ভেরী গুড!!!!!!!!

২৬ শে জুন, ২০২১ রাত ১০:২৬

আমি সাজিদ বলেছেন: এরপরের
ঝড়ো হাওয়াটায়
একটা বোহেমিয়ান দুঃখ, ধুলোর সাথে উড়ে যাক
এরপরের
ঝুম বৃষ্টিতে
একটা আত্নভোলা কাক, ওই কার্নিশে বসে থাক
এরপর
না হয় ভেজা শরীর জুড়ে আবার সন্ধ্যা নামুক
কিংবা
ছুঁড়ে ফেলুক কেউ যাবতীয় আঁধার একবুক
অভিযোগ থাকবে না কোন
অভিযোগ নেই

এভাবে
একটা রুদ্ধশ্বাস
চড়ে মেট্রো রুটের বাস, জড়িয়ে কারও দীর্ঘশ্বাস
পথ খুঁজে পাক
তারপর
না হয় ভেজা শরীর জুড়ে আবার সন্ধ্যা নামুক
কিংবা
ছুঁড়ে ফেলুক কেউ যাবতীয় আঁধার একবুক
অভিযোগ থাকবে না কোন
অভিযোগ নেই।


May the blowing wind
In the storm next to come
Sweeps away the sadness I carry so deep in my heart

And the lost Raven sitting alone in the cornice follows me down the rain

While I feel the evening slowly consume- and as it drowns me in the dark

I'll still not complain
You're simply not there

And while I take a ride on my own
Sighing away slowly searching for a road to unravel
I'll still not complain
You're simply not there


খুব সহজ কথা, চেনা কথা। একটু আধটু লিখে ফেলেছি আরকি। এইটাকে শেইপ দিয়েছে কম্পোজিশন।

৬| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: পোষ্টের উৎসর্গ যথাযথ হয়েছে।

২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২১

আমি সাজিদ বলেছেন: আচ্ছা।
গানের বিষয়ে কি বলবেন, কেমন লাগলো?

৭| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন শুভকামনা । আরও ভাল হোক আপনার সৃষ্টি।

০১ লা জুলাই, ২০২১ রাত ১১:৪৬

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৮| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৫:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে গল্প !
শুভ কামনা ।

০১ লা জুলাই, ২০২১ রাত ১১:৪৭

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ আপি

৯| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

মিরোরডডল বলেছেন:



সাজিদকে অনেক থ্যাংকস লিংকটা শেয়ার করার জন্য।
সেইসময় ২০২১ শুনেছিলাম, কালরাতে আবার শুনলাম।
চারপাশে পরিবেশটা এতো বেশি সুন্দর ছিলো জোস্নারাতে সাগরপারে, তাই এবারে গানটা শুনতে বেশি ভালো লেগেছে।
Influence of nature.

১০| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:



কফি হাউজের কাভার 16 মিলিয়ন ক্রস করেছে।
অনিকের ভোকাল গায়কী সত্যি খুব ভালো লেগেছে।
নীল দরিয়া কাভার শুনে এবং ভিডিও দেখে আমি মুগ্ধ!





১১| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: গানের কথা এবং পুরো গান খুব ভালো লেগেছে।

উচিত হবে আরও গান লেখার চর্চা করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.