নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

অসাম্প্রদায়িক চেতনা ও কবিতার মানুষ

সাজিদ এহসান

একজন নিভৃতচারী, স্বাপ্নিক মানুষ

সাজিদ এহসান › বিস্তারিত পোস্টঃ

লন্ডন জীবন ও একটি চাকরি পাওয়ার বাস্তব গল্প - পর্ব ১

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৬



অবশেষে বহু দেশ ডিঙ্গিয়ে লন্ডনে এলাম । লক্কড় ঝক্কর এয়ার পোর্ট । এর চাইতে আমাদের দেশের এয়ারপোর্ট অনেক ভাল । প্রথমে হিথরো বিমান বন্দরে নেমে তিন নাম্বার টার্মিনাল থেকে ট্যাক্সি ক্যাবে চেপে ইস্ট লন্ডনে আসি । ভাড়া নিয়েছিল ৫০ পাউন্ড,সময় ২০০৯ সাল । বাংলাদেশি টাকায় প্রায় সারে ৫ হাজার টাকা । কলজে ফেটে গিয়েছিল । যা হোক, আমার খালু লোক পাঠিয়েছলেন, একজন আমাকে হোয়াইট চ্যাপেল জুবলি স্ট্রিট এ একটা বাসায় নিয়ে আসে। বাংলাদেশ থেকে সকাল ৯টায় প্লেন ধরছিলাম, লন্ডন যখন আসি তখন রাত ৯ টা । ১২ ঘন্টা জার্নি করে ক্লান্ত । দেশের বাহিরে প্রথম আসি। অভিজ্ঞতা শুন্য। খাবার সাথে ছিল না।



লজ্জায় খাবার চাইতেও পারলাম না। দেশে কোনদিন এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। সারা রাত ক্ষুধা নিয়ে এপাশ ওপাশ করে কাটল । ভোর সকালেও কি করব বুঝতেছি না । ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তা বুঝতে পারছিলাম । অতঃপর প্রায় সকাল ৯ টায় বাসার বাংলাদেশি আপা বললেন খেয়ে নাও।ভাবলাম এবার তাহলে আমার সকল জল্পনা কল্পনার অবসান হল।তার ২ বছরের বাচ্চা যা খায় আমাকেও তাই দিলেন । কর্ণ ফ্লাক্স উইথ মিল্ক। অতি চমৎকার উপাদেয় খাবার । কিন্তু ওই খেয়ে আমার কি পেট ভরবে? মনে মনে প্রচন্ড রাগ হল । যতক্ষন প্লেন এ ছিলাম, প্লেনে ক্ষিধেটা তেমন লাগেনি । তার ওপর প্রথম প্লেন জার্নি । পানি আর দুধ খেয়ে আমার শরীরই দুর্বল হয়ে গেল । দরকার ছিল ড্রাই ফুড। যা হোক খাবার বলতে ভাতের চেহারা দেখলাম প্রায় বিকেলের দিকে । প্রান রক্ষা হল । ভাতের কি দাম , সেদিন বুঝলাম ।





লন্ডনে এসে আর সবার মত আমি চিন্তিত ছিলাম না । যখন সবাই একটা যে কোন জব পাওয়ার আশায় ঘর থেকে প্রতদিন অচেনা পরিবেশে এদিক সেদিক ছুটে বেড়াত সে সময় শুয়ে আমি ঘরেই ঘুমিয়ে কাটাতাম। তাদের হতাশা কেন তখন ও টের পাইনি। একটা চাকরি ৬ মাস ধরে খুজে বের করতে পারছে না , এই গল্প অনেক শুনেছি। বাংলাদেশ থেকে আসার সময় আব্বু আমাকে ২ লাখ টাকা , মানে ১৫০০ পাউন্ড হাতে দিয়ে দিয়েছিল ।বাংলাদেশের অই টাকার উপরই আমার চলতে হচ্ছিল । সত্যি বলতে দেশে আমার নিজের হাতে খুব বেশি টাকা হিসাব কিতাব করে খরচ করিনি। যা লাগত বাবা মাকে বলতাম সাথে সাথে পেয়েও যেতাম । আসলে ২লাখ টাকা দিয়ে লন্ডনে কয়দিন যায় এটা আমার মাথাই আসে নি । স্নাতক হওয়া পর্যন্ত যে মুডে ছিলাম তাতে জীবনে দায়িত্ব কি জিনিস জানতাম না ।



অবশেষে বের হলাম ১ দিন পর। আমার লন্ডন লাইফ শুরুতেই দরকার হল হাড়ি পাতিল। ছুটলাম ডুভেট (লেপ) বিছানার চাদর বালিশ এই সব কিনতে । দেশ থেকে লাগেজ ভরা এনেছিলাম, কাজের জিনিস কিছু আনা হয়নি। কোথায় এসব পাওয়া যায় জানতাম না । মার্কেট খুজছিলাম । পরে জানলাম বাংলাদেশের মত এখানে এসব মার্কেটে পাওয়া যায়না । সেইন্সবেরী বলে একটা সুপার সপ আছে সেখানে সব পাব নিত্য প্রয়জনীয় । গেলাম সেইন্সবেরিতে । বিরাট দোকান । আগা মাথা নাই । ফ্যাক্টরি দেখতে বাহিরে থেকে যেমন হয় অনেকটা ওরকম। যা হোক , বেড শিট , কভার , ডুভেট , হাড়ি পাতিল পুরা সংসার, শুধু একটা বউ বাকি রইল । সব মিলে বিল ভালই আসল , দিলাম ৪৫ পাউন্ড । মোবাইলের জন্য সিম কিনলাম ৫ পাউন্ড টপ আপ করা । বাসায় এসে দেখি আছে আর ১৪০০ পাউণ্ড । দেশে যেমন ডাক দিলেই রিক্সা পাওয়া যায়। এখানে তেমন নেই। যে কারনে সব জিনিস আমাকেই টান্তে হল । একদিনে ১০ হাজার টাকা শেষ ।







প্রথম মাসের এডভান্স সহ বাসা ভাড়া দিলাম ৪০০ পাউন্ড । এক বেড শেয়ার , সাথে আরেকজন মানে এক রুমে ২জন । এক বেড দেশি টাকায় ৫০ হাজার টাকা ভাড়া । পাউণ্ড বাতাসের মত উড়ে যাচ্ছে। না দিয়ে উপায়ও নাই । ৫ পাউন্ডের টপ আপ ১০ মিনিট ও কথা বলা যায়না , তার আগেই শেষ । দেশ থেকে এসে গায়ে আগুন জলতেছিল অক্টবরের শীতে । ৬০০ টাকায় দেশে কত ক্ষন কথা বলা যেত ! বাকি থাকল আর ১ হাজার পাউন্ড । আমি তখনও ঘোরের মধ্যে। কিভাবে এত খরচ সামলাব এমন কিছু মাথায় ভাবনাতেই আসেনি ।

পরের মাসে গাড়ি ভাড়া ,বাসা ভাড়া , খাবার ,ফোনবিল আর কিছু কেনা কাটা করে হাত খালি হয়ে এল । ছিল ৪০০ পাউন্ড । এইবার আমার টনক নড়ল ।



এম্নিতেই অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছি। বাসা থেকে এতগুল কাচা টাকা দিয়েছে । এখন আবার টাকা কিভাবে চাই ?? শেষ পর্যন্ত অন্য ছেলেরা কেন এত দিন জব জব করছে তা বুঝতে পারলাম সেদিন ই বুঝলাম আমি অনেক বোকা । আর বাস্তব জ্ঞান আমার একেবারে ছিল না । থাকবে কিভাবে, বাসায় থাকতে কোন দিন কোন কাজ করতে হয়নি। এক গ্লাস পানিও নিজের হাতে নিয়ে এসে খেতাম না। তাই কাজের কথা মাথায় আসেও নি। বাসায় বাবা মা চিন্তা করবে , তাই আর টাকার প্রয়জনের কথা বললাম না । বেমালুম চুপ করে থেকে ভাবছিলাম কি করব । ৫-৬ লাখ টাকা দিয়ে এসেছি । ফিরে গেলে সম্মান শেষ অকর্মা হিসেবে নাম রটে যাবে । যত যাই হোক একটা কিছু করে থাকার চিন্তা করলাম ।



রান্না করতে পারিনা । প্রতিদিন সকালে নুডুলস , বিকেলেও তাই , রাতেও তাই চলে । দেশে থাকতে কেন রান্না শিখিনি সে জন্য আফসোস লাগছিল । না খেয়ে ৭-৮ ঘন্টা ক্লাস করা যায়না । যা হোক আমার রুম্মেট হিসেবে যাকে পেলাম , সে বাংলাদেশী , বাড়ি ফেনি , নাম সালাউদ্দিন , বাচ্চা ছেলে ।ইন্টার পাশ করে ভিসা নিয়ে লন্ডন এসেছে । এত অল্প বয়সেই বাবা মা বিদেশে ছেড়ে দিল কিভাবে , ভেবে অবাক হয়েছিলাম । সে আরেক ভাইয়ের পরিচিত । আমার সাথে থাকবে । আমাকে প্রথম দিন জিজ্ঞেস করেছিল ''আইন্নের দেশ কোনাই'' ? একটু আঞ্চলিক ধাচে কথা বলত। আমিও খুব মজা পেতাম । বললাম আমার বাড়ি ঢাকা । সে বল্ল , অ ঢাকা নি ? কি নতুন বাড়ি কইচ্চেন , না আগে আছিল ? আমি বললাম না আমাদের বিভাগ ঢাকা।



পরের মাসেও ভাড়া দিলাম । হাত প্রায় খালি । ২ মাসেই ১৫০০ থেকে মাত্র ৫০ পউন্ড হাতে । বাসা থেকে আম্মা প্রতি দিন ফোন দিত । জিজ্ঞেস করলে বলতাম ভাল আছি । মিথ্যা বলতাম । ইচ্ছা করে । আসলে সত্য বললে আমার মা চিন্তা করবে । ফোন কেটে দিয়ে আমি কল করতাম আর বলতাম যেন চিন্তা না করে আমি ভাল আছি । বাংলাদেশে বাহিরে কথা বলা সাংঘাতিক খরচ । সালাউদ্দিন খুব এক্টিভ ছেলে । সে আমার সাথে থেকে কিছুটা অনুমান করতে পারত আমার ভেতরের ঘটনা কি ? একদিন বললাম টাকা প্রায় শেষ । সে আমাকে বল্ল '' ঘরে শুই শুই ফুটাঙ্গি করেন, হুতি থাইকলে আম্নেরে কে কাম দিব ? '' । আম্নে কাম টোকান না কিল্লাই ??



চলবে...।



পর্ব ২- এখানে ,

Click This Link



আগের পোস্ট

মনালিসা

১)

Click This Link



২)নবাব সিরাজ উদ-দৌল্লা-মীর জাফর ও বাংলার সকল পুতুল নবাব(ছবি ব্লগ)

Click This Link

৩)মুঘল সম্রাট-সম্রাজ্ঞী , রাজকন্যা-রাজপুত্র আর তাদের সম্রাজ্য --এক্সক্লুসিভলি অন আমার ব্লগ বায়স্কোপে

Click This Link

৩) বিশ্বের বিভিন্ন দেশের কিছু অনন্য সুন্দর মসজিদ--সাজিদ এহসান

Click This Link

৪)বাংলাদেশের বিভিন্ন জেলা শহর নামকরনের গল্প -

Click This Link

৫)ইভ টিজিং , বাংলাদেশের মেয়েদের পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিৎ ?

Click This Link

মন্তব্য ৭৫ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২২

মানবিক ৩০ বলেছেন: যারা সব সময় বিদেশ বিদেশ করে তাদের জানা দরকার

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৬

সাজিদ এহসান বলেছেন: জি , সামনে আরও লিখব যা মানুস কল্পনাই করে না , আর সত্য প্রকাশও হয় না । ধন্যবাদ

২| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৭

নীল ত্রিস্তান বলেছেন: ভাল লাগল

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪০

সাজিদ এহসান বলেছেন: আশা রাখি পরের পর্ব পরবেন ভাল থাকেবন

৩| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৭

লাস্ট সামুরাই বলেছেন: লেখা ভালো লেগেছে।

'' ঘরে শুই শুই হুতি থাইকলে আম্নেরে কে কাম দিব ? '' । আম্নে কাম টোকান না কিল্লাই ??"

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪১

সাজিদ এহসান বলেছেন: হা হা , হুম আসলেই তাই । ভাল থাকেবন

৪| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৮

নতুন বলেছেন: জীবনের গল্প কঠিন এবং তা থেকে অনেক কিছু শেখার আছে....

চলুক .. বলতে থাকুন আপনার গল্প... :)

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪১

সাজিদ এহসান বলেছেন: চলবে ভাই , আশা রাখি ভাল লাগবে । ধন্যবাদ

৫| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৯

কবিরাজমশাই বলেছেন: পরের কাহিনী জানার ......................

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪২

সাজিদ এহসান বলেছেন: ইনশাল্লাহ জানাব , লেখা চলবে , ধন্যবাদ

৬| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাইয়ের লেখা পড়ে আমারও ২০০৯ সালের কথা মনে পড়ে গেল। যখন লন্ডনে আসি নভেম্বরের প্রথমে। তবে ভাগ্যিস একজন দূর সম্পর্কের এক আত্নীয় ঢাকা থেকেই বাসা(বেড ভাড়া) ঠিক করা সহ কিভাবে টিউবে হোয়াইটচ্যাপেল যেতে হবে তা বলে দিয়েছিল। হিথ্রো হতে মাত্র সাড়ে ৪ পাউন্ডের টিকিট কেটে ছিলাম। পিকাডেলী হয়ে ডিষ্ট্রিক্ট লাইন। আমি অবশ্য তিন মাস অপেক্ষা করার পর ফেব্রুয়ারী ২০১০ সালে চাকুরী পাই। আমি ১২০০ পাউন্ডের মধ্যেই কাজ চালিয়েছি। ফেব্রুয়ারী হতে আর আল্লাহর রহমতে কোন সমস্যা হয়নি। ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৬

সাজিদ এহসান বলেছেন: আমিও ২০০৯ এ এসেছি , অক্টবরের ১০ তারিখে । আর জুব্লি স্ট্রিট হোয়াটই চ্যাপেল ই । ধন্যবাদ , আল্লাহ আপনাকে হেফাজত রাখুন , ভাল থাকুন

৭| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪৭

েসাফী বলেছেন: লেখা ভালো লেগেছে। পরের কাহিনী জানান।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৭

সাজিদ এহসান বলেছেন: আমারও খুব ভাল লাগল , পরের পরব আরও বিস্তারিত লিখব । ধন্যবাদ

৮| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪৭

রাখালছেলে বলেছেন: চালিয়ে যান। আমাদেরও জ্ঞান বাড়ুক । :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :||

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৭

সাজিদ এহসান বলেছেন: হুউম , ইচ্ছা আছে লিখার , যারা বাহিরে আসতে ইচ্ছুক তাদের কাজে লাগবে । ধন্যবাদ

৯| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:০১

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
লেখতে থাকুন, পড়ে ভালো লাগল

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৮

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ ভাই , আমি আজকে সময় পেলাম না , আগামি কাল বাকিটা বিস্তারিত লিখব । ভাল থাকবেন

১০| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:১০

সুহাসলেলিন বলেছেন: আমার কাহিনী!

তবে আমার কিছু সুবিধা আবার অসুবিধাও ছিল!
সবচেয়ে বড় অসুবিধা "জার্মান" ভাষা (Salzbuirg, অস্ট্রিয়া) :@
আপনিতো ভাই কারো সাথে কথা বলতে পারতেন, আমি তাও পারতামনা।
সুবিধা ছিল, আমি স্কলারশিপে এসেছি, তাই অত টাকা লাগেনি!
আর আমার এখান থেকে ৪সেন্ট মিনিটে (৪টাকা প্রায়) কথা বলতে পারতাম।
আর ভাষা ছাড়া এখানে কাজ পাওয়া অনেক কষ্টকর।
আল্লাহ্‌র অশেষ রহমতে এখন কিছু করতে পারছি।
তবে মা দেখে যেতে পারেননি।
আমাকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার টেনশন ছিল, যদিও আমি দেশে যেয়ে তখন মার পাশে ছিলাম!

### যারা জীবনে কখনো দেশের বাইরে আসেননি, তারা কোনোদিন কোনোদিনই বুঝবেননা যে; আমরা দেশে কত ভাল থাকি! হাজার সমস্যা থাকলেও দেশ আমার কাছে সব।

এখন শুধু কেরিয়ার আর স্টাডির কারনে এখানে পরে আছি!

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৯

সাজিদ এহসান বলেছেন: খুব ভাল লাগল ভাই , আসলে আমরা বিদেশে আসার আগে আর পরের চিত্র অনেকেই জানি না , আর যারা একটা ক্যারিয়ার গড়তে চাই তাদের যে কত গঞ্জনা ,
একটা বিদেশী ডিগ্রি পাওয়া সোনার হরিন নয় , নিউক্লিয়ার হরিন এটা জানেনা দেশের মানুষ ।

আর শেষ কথা টা আমি কি বলব, আপ্নিত বলেই দিলেন

যারা জীবনে কখনো দেশের বাইরে আসেননি, তারা কোনোদিন কোনোদিনই বুঝবেননা যে; আমরা দেশে কত ভাল থাকি!

ধন্যবাদ

১১| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৮

রূম্মান বলেছেন: একটা জিনিস জানতে চাই। যারা কম্পিউটার এ ডিপ্লোমা করেছে এবং হার্ডওয়ার , কম্পিউটার নেটওয়ার্কিং এ খুব পারদর্শী, আরও অনেক কিছু জানে। তাদের জন্য ওখানে কাজ পাওয়া খুব কঠিন? আর ওখানে কাজ পেলে কিভাবে পেতে হয়, যদি একটু জানাতেন তাহলে খুব ভাল হত।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৯

সাজিদ এহসান বলেছেন: ভাইয়া হয়ত আপনি এখানে আসেননি , তাই জানেন না । যা হোক সুন্দর প্রশ্ন করেছেন , বলছি - আপনি যত কিছুই এক্সপার্ট হন প্রথম আপনার লাগবে এখানে কাজের রাইট , তারপর কাজ ।

একজন ছাত্র ২০ ঘন্টার বেশি সপ্তাহে কাজ করতে পারেনা। অনেকে চুরি করে করে , ধরা পড়লে নিজ দায় । এর পর পুলিশ আছেই ।

আর এ দেশ টেকনোলজির দেশ , হার্ডওয়ার , কম্পিউটার নেটওয়ার্কিং এ খুব পারদর্শী, আরও অনেক কিছু জানে এমন অনেক আছে , কিন্তু কাজ নেই ।

ব্যাক্তি গত ভাবে কেও গ্যারান্টি দিতে পারবেনা যে তার এই কাজে এক মাস চলার মত আয় হবে । তবে আমার পরিচিত এক দুজন এমন টুক টাক কাজ করে । সেটা তাদের এক্সট্রা আয়। কিন্তু এর উপর ডিপেন্ড করা যায় না ।

আর এখানে বহু ডক্টর , ইঞ্জিনিয়ার , এমনকি ব্যারিস্টার সাধারন কোন রকম জব করে । যেমন আমি যে বাংলাদেশি আপার কথা লিখেছি , উনি রাজশাহী ইউনি থেকে আইন এ পাশ করা , দেশে প্রাকটিস করতেন , ভাল জব ছিল , এখানে উপরে যে সপ এর ছবি দিলাম , উনি এখন ওখানে জব করেন , উনার স্বামী ব্যারিস্টার হবেন , উনিও একি কাজ করেন ।

ধন্যবাদ

১২| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:২২

মাহবু১৫৪ বলেছেন: লেখায় ভাল লাগা

++++

পরের টুকু জানার অপেক্ষায়

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:৩০

সাজিদ এহসান বলেছেন: অনেক ধন্যবাদ , লিখ খুব ইচ্ছা আছে , ধন্যবাদ

১৩| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:৪৭

Esshan বলেছেন: লেখা ভালো লেগেছে। পরের কাহিনী জানান।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:০১

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ ভাই , আমি অবশ্যই লিখব , অনেকে পড়তে চাচ্ছেন আর অনেক মানুষের অভিজ্ঞতা জানা দরকার । এমন অনেকই ভাবেন বাহিরে এসে জীবন গড়ে ফেলবেন ।

তাদের জন্য আমার লেখা চলবে । শুভ কামনা রইল

১৪| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: চলুক...।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৪৫

সাজিদ এহসান বলেছেন: চলবে , ধন্যবাদ

১৫| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:০৯

শিশির সিন্ধু বলেছেন: কাজও কি হোয়াইট চ্যাপেলে করেন নাকি ??

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:২৫

সাজিদ এহসান বলেছেন: ণা হোয়াইট চেপেলে কাজ আছে ? আমি করিনা ।

১৬| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:২৫

ইমু ৪৬৮ বলেছেন: ভাইরে আপনি অহেতুক অনেক টাকা পয়সা ক্ষয়েছেন। একটু ট্রিক্স খাটিয়ে টাকা পয়সা আরও কিছু সেভ করা যেত তখন। তবে এখন আমি বলব জীবনে শেখার শেষ নেই। সব রকমের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। আমি যখন এসেছি আমার খুব বেশি তিক্ত অভিজ্ঞতা না হলেও আত্মবিশ্বাসের জোরে অনেক কিছু ওভারকাম করতে পেরেছি, এখন গণ্ডারের চামড়ার মত সবকিছু ইজিলি নেই, পজিটিভলি ভাবতে পারি :)
আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন :)
BanglaDeshi Community in UK

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:২৯

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন ।

১৭| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:২৭

নিমচাঁদ বলেছেন: এটা কি হোয়াইট চ্যাপেলের সেইন্সবারি নাকি ??

আপনার জন্য শুভ কামনা থাকল , লন্ডনের লাইফ খুব কঠিন ।তবে লেগে থাকতে পারলে , একটা সময় পর গতি হয়ে যায় ।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:৩১

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ , কি পরিমান লন্ডন আসে আর ফেরত যায় তা জানেন আশা করি । গতি হতে সময় লাগে । আর হলে খুব ভাল । শেয়ার করার জন্য অভিনন্দন

১৮| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:৪৪

চেনা মুখ বলেছেন: সে আমাকে বল্ল '' ঘরে শুই শুই ফুটাঙ্গি করেন, হুতি থাইকলে আম্নেরে কে কাম দিব ? '' । আম্নে কাম টোকান না কিল্লাই ?? B:-) B:-) B:-) B:-) B:-)

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:৪৬

সাজিদ এহসান বলেছেন: সে আমাকে বল্ল '' ঘরে শুই শুই ফুটাঙ্গি করেন, হুতি থাইকলে আম্নেরে কে কাম দিব ? '' । আম্নে কাম টোকান না কিল্লাই ??

১৯| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৩:০৭

মানস সেন বলেছেন: আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো। ভাই আমার একটা ছোটো ভাই অনেক চেষ্টা করেও একটা জব যোগাড় করতে পারেনি। দয়া করে তার জন্য কিছু করতে পারবেন কি? সে খুব কষ্টে আছে। ছোটো ভাইয়ের নাম: রিফাত, মোবাইল নাম্বার: ০৭৮০৩৩৩০৫৬৩। প
সেদিন অনলাইনে কথা হলো। প্রায় কান্না করে দিয়েছিলো। খুবই কষ্টে আছে। প্লিজ পারলে কিছু একটা করুন।

০৯ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:০৪

সাজিদ এহসান বলেছেন: লন্ডন এসেছে আর কাদেনি ? এমন আমি দেখিনি , কেও কম কেও বেশি । যারা শুধু কাজের উদ্দেশ্য স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডন আসে তাদের কথা আলাদা।

কিন্তু অনেক ছেলে পড়তে আসে , তারা বেশি কাজ করতে পারেনা না , নানা মার প্যাচ এ ফেসে যায় । বেশির ভাগ ক্ষেত্রে এদেশেও পড়া হয় না , আর বাংলাদেশে যেয়ে পড়ার বয়স থাকেনা ।

আপনার ছোট ভাইয়ের জন্য আমার এই মুহূর্তে বিশেষ কিছু করার ক্ষমতা নেই , তবে একটা পথ আমার জানা আছে , তাকে বলুন , কিছু ইংলিশ জব সেন্টার আছে , যেখানে জব খুজে দেয় ।

আর বাংলাদেশের কোন এক্সপেরিয়েন্স এখানে কাউন্ট হয় না , তাই সহজে জব হয় না , যদি অল্প দিন এসে থাকে তাকে বলুন হতাশ না হয়ে সিভি বিভিন্ন শপে দিতে । কথাও ডাকবে ইনশাল্লাহ ।

আর কোথাও যেন না বলে জবের এক্সপেরিয়েন্স নাই , ভাল ইংলিশ আর যে জব করতে ইচ্ছুক সেই জবের জব রোল ডেইটেইল জানতে হবে। ইন্টারভিউ তে ৭০% বাদ পরে ভাঙ্গা ইংলিশ ও নার্ভাস থাকার জন্য ।

আর যদি একেবারেই হাত শুন্য হয় , তাহলে বাঙালি রেস্তরা ছাড়া উপায় নাই । সেটাই শেষ । সেটা সব সময়ই খোলা , জব অনেক , থাকা খাওয়া ফ্রি , পাউন্ডও হাতে থাকবে, চাইলে দেশেও দিতে পারবে । ধন্যবাদ

২০| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৩:১৫

হাসান৭৭৭ বলেছেন: ভাল লাগলো । পোস্টে প্লাস । পরের অংশের অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৪৬

সাজিদ এহসান বলেছেন: ফুলেল শুভেচ্ছা থাকল , ভাল লাগল আপনার কমেন্ট , ভাল থাকবেন ।

২১| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৩৭

আজমান আন্দালিব বলেছেন: পরের পর্ব দ্রুত চাই। লেখা খুব ভালো লেগেছে। অনুসরণে রাখলাম।

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৪৭

সাজিদ এহসান বলেছেন: জী ভাইয়া , আরও বিস্তারিত খুব দ্রুত লিখব , আর আসার অমন্ত্রন থাকল ।

২২| ০৯ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:৩৮

বাতাসের রূপকথা বলেছেন: আমারও ১৯৯৬ এ আসা দেশের বাইরে। দেশ থেকে আসার কিছু দিন পর যখন বিসিএসের রেজাল্ট, আব্বার তাগাদা দেশে ফেরৎ যাওয়ার এবং শেষ পর্যন্ত থেকে যাওয়া, তখন আমার রাস্তা একমুখী হয়ে গেল। অনেক দিন পর আপনার লেখা পড়ে অতীতের সেই ঘটনা প্রবাহ মনে পড়ে গেল। দেশে যাই মাঝে মাঝে। এখন সেই কোলাহল পূর্ণ অতীত আর দেখতে পাইনা। পরিচিত যুবারা এখন বৃদ্ধের দলে, বাবা গত হয়েছেন, মা গত হয়েছেন বাইরে আসারও আগে। নিজের চেনা পরিবেশের সমস্ত দৃশ্যপট পাল্টে গেছে। এখনো ইচ্ছা আছে দেশে চলে যাওয়ার। দেখি কি হয়।

০৯ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:৫০

সাজিদ এহসান বলেছেন: কত ত্যাগ করে যে বিদেশ থাকতে হয় , যে আসে সেই জানে । কত কিছু মিস করি ।

আপনার কথা জানলাম , অনুভব করতে পারছি । দেশে থাকেন বা যেখানে থাকেন , ভাল থাকুন । এই প্রত্যাশা রইল ।

ধন্যবাদ

২৩| ০৯ ই এপ্রিল, ২০১২ ভোর ৬:৫২

কালীদাস বলেছেন: কঠিন বাস্তবতা:|

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৭:৪৬

সাজিদ এহসান বলেছেন: জী , খুব খুব কঠিন পাশা পাশি শেখার আছে অনেক কিছু । ধন্যবাদ

২৪| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৭:২৪

নাআমি বলেছেন: কঠিন বাস্তবের সাথে তাল রেখে চলার নামই বুঝি জীবন......

ভাল লাগছে লেখা......পরের পর্বের অপেক্ষায়......


শুভকামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৭:৪৮

সাজিদ এহসান বলেছেন: হুম , সত্যি আর এটাই জিবনের আসল পরিক্ষা । কেও পাশ করে কেও ফেল ।পরের পর্বে চমক পাবেন । ধন্যবাদ

২৫| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৭:৫০

নয়নের আলো বলেছেন: ভাই কি এখন ও জুবলি স্ট্রিট এ? আমি জেমাইকা স্ট্রিট এ আছি। ০৭৯৩০১৪৫২০১ লাগলে আওয়াজ দি্য়েন।

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:৩৫

সাজিদ এহসান বলেছেন: না , জুব লি স্ট্রিট এ আর থাকিনা , অনেক দিন হয় হোয়াইট চ্যাপেল থেকে এসেছি । একটা রুম পেয়েছি একা ক্যানিং টাওন এ - ভাড়া কিছু সেইভ হচ্ছে , হোয়াইট চ্যাপেল অনেক বেশি ছিল ,তাই চলে এসেছি।

ধন্যবাদ , ভাল থাকুন

২৬| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৭:৫৫

ময়ূখ বলেছেন: সবাই লন্ডন যায় কেন বুঝলাম না...এত এত পোষ্ট আসে ঐখানের অবস্থা নিয়ে, তারপরে ও...!!! অস্ট্রেলিয়া আসলেই পারে...অনেক সহজ আর আরামের জীবন এইখানে...

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:০৫

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ , শেয়ার করার জন্য আর একটু জানাবেন কি ? কি ধরনের সুবিধা এখন পাওয়া যাবে ওখানে ?

২৭| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৪৫

রুপ।ই বলেছেন: অনেক ভাল লাগল, পড়ছি চালিয়ে যান কাহিনী ।

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৪৯

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ রপাই ভাই , ২য় পরব দেখার আমন্ত্রন ,
ভাল থাকুন

২৮| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৫০

হাওড়ার যোগী বলেছেন: ভাল লিখেছেন। কিন্তু আপনার লাল্টুস মার্কা ফটুকটা দিয়া নিজেকের ক্যালাচ প্রকাশ কর্ছেন!

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:০৯

সাজিদ এহসান বলেছেন: আমার লাল্টুস মার্কা ফটুক কি বলতে চাইলেন , বুঝলাম না ? একটু বুঝিয়ে বলবেন কি ?

২৯| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২১

সিউল রায়হান বলেছেন: শুভকামনা। বিদেশে স্ট্রাগল পিরিয়ডটা কঠিন মনে হয় অনেক যদি যথেষ্ঠ ব্যাকআপ না থাকে.....একবার যদি এই সময়টা কেটে যাবে সব ঠিক হয়ে যাবে আশা করি

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৫৪

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ , ব্যাকাপ নাই । টিকে আছি নিজের অক্লান্ত পরিশ্রমে । আপনার জন্য শুভ কামনা , ভাল থাকুন ।

৩০| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৫৫

আমি তানভীর বলেছেন: লেখা ভাল লেগেছে :)

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১০

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ তানভীর , আপ্নাকে অভিনন্দন , পরের পর্ব দেখবেন , আমন্ত্রন

৩১| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১২

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: পরের পর্বের আশায় রইলাম................

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:২৭

সাজিদ এহসান বলেছেন: আপ্নাকে অভিনন্দন , পরের পর্ব দেখবেন , আমন্ত্রন

৩২| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৫

েমাজািহদুল ইসলাম িটটু বলেছেন: পরের কাহিনী শুনতে মন চায়। অপেক্ষার প্রহর গুনলাম।

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৫

সাজিদ এহসান বলেছেন: জেনে খুব খুশি হলাম , খুব তাড়া তাড়ি ২য় পর্ব পাবেন , আর এই পোস্ট এ লিঙ্ক সহ প্রথম পাতায় প্রকাশ করার ইচ্ছা থাকল । ধন্যবাদ

৩৩| ১০ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৫

রাখালছেলে বলেছেন: লন্ডন জীবন ও একটি চাকরি পাওয়ার বাস্তব গল্প - পর্ব ২ তাড়াতাড়ি দেন। অপেক্ষায় আছি ।

১০ ই এপ্রিল, ২০১২ রাত ১:৩৪

সাজিদ এহসান বলেছেন: একটু পরই পাবেন , মেইন পেইজ এ চোখ রাখুন । ভাল থাকুন

৩৪| ১০ ই এপ্রিল, ২০১২ রাত ২:০৫

সবখানে সবাই আছে বলেছেন: রাজনীতি করি। লীগের পোলাপাইন বলে ফ্রি থাকি, ফ্রি খাই।স্কলারশীপ নিয়ে এসেছিলাম। পড়াশোনা শেষ। এখন অয়েল কোম্পানিতে জব করি। এখনো ফ্রি থাকি, ফ্রি খাই। লিগের বড় ভাইদের তুলোনা হয় না। তিন বছর হয়ে গেসে এরপরো টাকা সাধলেও নেয় না। কি যে আনন্দ আকাশে বাতাসে। জয় বাংলা, জয় আওয়ামী লীগ।

১০ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:০৬

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ , বিরাট ব্যাপার , ভাল থাকুন :)

৩৫| ১০ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৫৮

আরজু পনি বলেছেন:

ইস্! আপনার পোস্ট পড়তে পড়তে খাবারের সময় গুলোর কথায় হাসছিলাম, মায়াও লাগছিলো :|

বিয়ের পরের বছর বড়'পা সুযোগ করে দিয়েছিল পড়তে যাবার জন্যে, যদিও আহামরি তেমন মন মতো ছিলো না, আর জামাইকে ছেড়ে গেলে সেখানেই বিবাহিত জীবনের ইতি টানতে হতো। আগ্রহ পাইনি, আপার সাথেও সম্পর্ক খারাপ হয়ে গেছে সেজন্যে।
তবুও দেশে ভালো আছি অনেক বেশিই।


ও, "সিটি গিল্ডসে" আমার দাদা পড়েছিলেন সেই ১৯১৯ থেকে ১৯২৫ সাল পর্যন্ত "কটন এন্ড ডাইঙ" নিয়ে। তার বাদাইম্যা নাতনী আমি :(

আপনার জন্যে শুভকামনা রইলো অনেক।

১০ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:০৯

সাজিদ এহসান বলেছেন: হয়ত না এসে ভালই করেছেন , তবে আসলে জামাই আনার ব্যাবস্থাও ছিল , এই ব্যাপারে এখাণকার সরকার বেশ উদার,

ভাল লাগল আপনার কথা পড়তে , আবার আসবেন । কথা হবে ।
ভাল থাকুন

৩৬| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৬

মুহিব বলেছেন: কঠিন জীবন।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৩

সাজিদ এহসান বলেছেন: হুউম , আসলেই তাই । ভাল থাকুন

৩৭| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৭

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: +++++

১৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০০

সাজিদ এহসান বলেছেন: ধন্যবাদ ইশতিয়াক আহমেদ চয়ন , ভাল থাকুন ।

৩৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৪৩

ভালবাসা007 বলেছেন: কঠিন জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.