![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
medical student, north east medical college, south surma, sylhet.
আমি কখনোই আমাদের জাতীয় দিবস নিয়ে আক্রমণাত্মক ও তর্কাতর্কিতে যাই না কারো সাথে । কিন্তু অনেকদিন ধরেই আমার মাথায় একটা বিষয় শুধু ঘুরপাক খাচ্ছে । সেটাই আমি আমার ব্লগের প্রথম লেখায় আপনাদের সামনে উপস্থাপন করছি । আপনারা নিঃসন্দেহে আমার চেয়ে অনেক জ্ঞানী, তাই ভুল ত্রুটি হলে মাফ করবেন আশা করি ৷
প্রথমেই ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ এবং আরো যারা যারা দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছেন, তাদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ।
অনেকেই বলে - অনেক টাকার অপচয়, অযথা, শহীদদের কি লাভ হয় ?? ইত্যাদি ইত্যাদি ৷ আবার যারা এসব বলছে, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলছে না অন্য পক্ষ । তাদেরকেও পাল্টা বলে দিচ্ছে জারজ, পাকির বংশধর, দেশপ্রেমহীন ইত্যাদি ইত্যাদি - শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন প্রসঙ্গেই এসব কথা, এটা নিশ্চয়ই বুঝতে কারো বাকী নেই।
ধর্ম স্বীকার করে (অস্বীকার করার কোন উপায় নেই), সবার প্রতি আমার একটাই প্রশ্ন— সত্যিকার ভাবেই এতে শহীদদের বা তাদের পরিবারের আত্মিক, সামাজিক, শারিরীক কোন উপকার হচ্ছে কি ??? বিষয়টি ভেবে দেখবেন আশা করি ৷
কিন্তু তাই বলে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাব না ?? আশ্চর্য!! কেন নয় ?? কোটি কোটি এবং কোটি টাকা খরচ করা ছাড়া (আমি মনে করি অযথাই) আর কোন উপায় নেই কি শ্রদ্ধা জানানোর ? কোন ধর্ম মতেই কি নেই ? আমরা কি পারি না অন্য কিছু করতে ? তাদের আত্মার শান্তির জন্য ? নিজ নিজ ধর্ম মতে আমি মনে করি অনেক উপায় আছে ৷ আর ইসলামে শহীদদের জন্য সরাসরি জান্নাত (বা স্বর্গ ), এ কথা বলা হয়েছে অনেক বারই ৷
সুতরাং আমি বলব, বা ব্যক্তিগত ভাবে মনে করি - সত্যিকারের ভালবাসায় যেমন হাজার হাজার লাখ লাখ টাকার উপহার না দিলেও হয়, তেমনি সত্যিকারের শ্রদ্ধায় কোটি কোটি এবং কোটি টাকা খরচ না করলেও হয় ৷ যাকে আমি ভালবাসি, আমার সবসময়ের আচার আচরণ দিয়ে আমি বুঝাব যে আমি তাকে ভালবাসি ৷ আর যার প্রতি আমার শ্রদ্ধা থাকবে, তাকে বুঝাতে আমার অনেক অনেক টাকা খরচ করতে হয় না ৷ আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা ৷
সুতরাং, একদিন করি আর সারা বছরই করি, চলুন, তাদের জন্য সত্যিকারের কিছু করি ৷ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলে শ্রদ্ধা জানানোর পর কোটি টাকা দিয়ে আরো অনেক কিছুই করা যায় বলে আমার বিশ্বাস ৷
©somewhere in net ltd.