নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই

চাঁপাডাঙার চান্দু

অ আ ক খ গ

চাঁপাডাঙার চান্দু › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার আমেরিকান লবির পিছনে লুকানো রহস্য, ষড়যন্ত্র এবং সত্য উন্মোচনের প্রচেষ্টা

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

আমেরিকান কংগ্রেসম্যান ‘পিটার কিং’ কে চিনেন??
না চিনলে নামটা বাংলায় লিখেই সার্চ দেন গুগোলে, প্রথম ৫ পাতা সলিড রেজাল্ট পেয়ে যাবেন। শিরোনামগুলো এক নজর দেখে মনে হবে ইনি বুঝি যুক্তরাষ্ট্র সরকারের আওয়ামী লীগ বিষয়ক মন্ত্রী। যুক্তরাষ্ট্রের হাউজ অব কংগ্রেসে আওয়ামী লীগের পক্ষ হয়ে যে কোন প্রচার-প্রচারণা, বিবৃতি প্রদানে নেতৃত্ব দেন এই প্রভাবশালী রিপাবলিকান কংগ্রেসম্যান।


২০১৩ সালের সেপ্টেম্বরে আসন্ন নির্বাচনে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবীকে কেন্দ্র করে উনার মন্তব্য ছিল, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু
তত্ত্বাবধায়ক ডেড ইস্যু
এছাড়াও জিএসপি ফিরিয়ে দেওয়া, শেখ মুজিবের হত্যাকারী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশে ফিরিয়ে আনা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, বিএনপির আন্দোলন বন্ধে জন কেরির কাছে ১১ জন কংগ্রেসম্যানের বিবৃতি প্রদান; এরকম অনেক বিষয়ে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন পিটার কিং।


শেখ হাসিনার কাছে পিটার কিং এর মর্যাদা এতোই উপরে যে জাতিসংঘ সম্মেলন উপলক্ষে আসন্ন আমেরিকা সফরে ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যায় পিটার কিং এর সাথে একটি বৈঠক পূর্ব নির্ধারিত হয়ে আছে। গত ৬ বছরে পিটার কিংও বিভিন্ন সন্ত্রাসবিরোধী সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটির সাবেক চেয়ারম্যান হিসেবে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করে গেছেন।




আমেরিকায় পিটার কিং এর পরিচয় একজন ইসলামফোবিক হিসেবে। ২০০৪ সালে এক সাক্ষাৎকারে “যুক্তরাস্ট্রের মসজিদগুলো ঘরের ভিতর শত্রু” উল্লেখ করে ডেমোক্রেটদের তীব্র সমালোচনার মুখে পড়েন।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেন। হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান হবার পর জঙ্গিবাদের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে কড়া নজরদারী এবং বাহির থেকে সাহায্য আসার পথ বের করে দেন।

মূলত, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার মসজিদ, মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি এবং বাহিরের সাহায্যে জঙ্গিবাদের প্রসার নামে যেই অভিযোগ তুলে, তার মূল মন্ত্রণাদাতা এই পিটার কিং।



এখন আসুন, আরেকজন ব্যক্তির কথা জানি।

উনার নাম গোলাম মেহরাজ, একজন নিউইয়র্ক নিবাসী বাংলাদেশী। খুব পড়াশোনা জানা কোন ব্যক্তি নন, ৯০ এর দশকে আরও অনেকের মতোই ভাগ্যের আশায় আমেরিকা পাড়ি জমিয়েছিলেন, ইদানীংকালে উনার নামের আগে মুক্তিযোদ্ধা ব্যবহৃত হয়। তো এই ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে একটু জানুন।

১। নিউইয়র্ক জাপার সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা।

২। আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সভাপতি (নামকাওয়াস্তে সংগঠন, এরকম সংগঠন বহুগুলো আছে)

৩। গ্লোবাল এলায়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটির ভাইস চেয়ারম্যান

৪। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ক উপদেষ্টা।


অতীতে জাপা সভাপতি হোসাইন মোহাম্মদ এরশাদ আমেরিকা সফরে গেলে এই গোলাম মেহরাজ বিভিন্ন ফুট ফরমাশ খেটে এরশাদের কাছ থেকে নিউইয়র্ক জাপার সভাপতি পদটি বাগিয়ে নেন।


এরশাদের বামে স্যুট পড়া গোলাম মেহরাজ


বিএনপি ক্ষমতায় আসলে, নিউইয়র্কস্থ বিএনপি নেতাদের সাথেও তার সুসম্পর্ক গড়ে উঠে। এইভাবেই ২০০৩ সালে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নামে নিউইয়র্ক ভিত্তিক একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার সুযোগ মিলে

২০০৩ এ খালেদা জিয়ার সাথে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সাক্ষাৎ


পরবর্তীতে এই সুযোগ কাজে লাগিয়ে মেহরাজ দূতাবাসে নিজের পরিচিতি গড়ে তুলেন এবং দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত নিমন্ত্রণ পান। শমসের মুবিন চৌধুরী রাষ্ট্রদূত থাকাকালে ২০০৫ সালে পিটার কিং এক অনুষ্ঠানে আসলে তার সাথে পরিচিত হন গোলাম মেহরাজ। পিটার কিং সেই সময় প্রথম দফায় হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিজেকে সেক্যুলার হিসেবে পরিচয় দিয়ে দ্রুত পিটার কিং এর বিশ্বস্ততা অর্জন করে নেয় গোলাম মেহরাজ।

পিটার কিং এর বিভিন্ন নির্বাচনী তহবিলেও নিয়মিতভাবে চাঁদা প্রদান করতে থাকে সে, শুধু ২০১৪ এর এক হিসেবে দেখা গেছে পিটার কিং এর জন্য ৬৫৮০ ডলার চাঁদা সংগ্রহীত হয় মেহরাজের এলাকা "Woodside" থেকে, যার ৬৫০০ই দিয়েছে বাঙ্গালীরা এবং মেহরাজ নিজে দিয়েছে ২৯০০ ডলার। বিস্তারিত নীচের লিঙ্কে দেখে নিন।
গোলাম মেহরাজের সামগ্রিক নির্বাচনী চাঁদার রিপোর্ট


এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে পিটার কিংকে সামনে রেখে নিজেকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করে গ্লোবাল এলায়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটি ইনক নামে একটি নন-প্রফিট কোম্পানি প্রতিষ্ঠা করে গোলাম মেহরাজ।
view this link

২০০৯ সালে বানানো কোম্পানিটির অসমাপ্ত ওয়েব সাইটের লিঙ্ক
view this link

ডান থেকে তৃতীয় ব্যক্তিটিই হচ্ছে গোলাম মেহরাজ।

মূলত জেনারেল মইন ক্ষমতা দখলের পরই হোয়াইট হাউজে রিপাবলিকান কার্ট ওয়েলডন এবং পিটার কিং এর সহায়তায় বাংলাদেশ আর্মির লবিস্ট হিসেবে কাজ শুরু করে এই সংগঠনটি। ২০০৭ সালেই ইয়াহুর একটি নিউজগ্রুপে সেই সম্পর্কে বলা হয়।
view this link

২০০৯ সালে সাইট খুললেও, গোলাম মেহরাজ কোম্পানির অফিসটি আগেই বন্ধ করে দেন। একই বছর মার্চ মাসে মেট্রো মাল্টিসার্ভিস নামে একটি কোম্পানির নিবন্ধন হয় একই ঠিকানায়।
view this link

নীচের লিঙ্কে গিয়ে গুগোল ম্যাপের স্ট্রিট ভিউ হতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এই ভবনটি দেখে নিন। চার তলায় এই নামের কোন কোম্পানির সাইনবোর্ড সেখানে নেই।
view this link


এই পর্যন্ত গোলাম মেহরাজের কর্মকান্ড স্বাভাবিকই চলছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার কংগ্রেস লবির কারণ আওয়ামী লীগের কাছে রীতিমতো একজন রাষ্ট্রদূতের মর্যাদা লাভ করে সে। এই সময় বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম দুর্নীতি, জমি দখল, বৈদেশিক মুদ্রা পাচার, হত্যা ইত্যাদি মামলায় বিদেশে পালিয়ে থাকা অবস্থায় সজীব ওয়াজেদ জয়কে মোটা অঙ্কের টাকা প্রদানের মাধ্যমে নিরাপদে দেশে ফেরার সম্পূর্ণ ব্যবস্থা করে দেয় এই গোলাম মেহরাজ। ধারণা করা হয় টাকার পরিমাণ ৫০ কোটি টাকার উর্ধে। অনলাইনে বেশ ক’জন বিএনপিপন্থী এক্টিভিস্ট এ নিয়ে ব্লগে, ফেসবুকে লেখালেখি করেছে পূর্বে।
view this link

পরবর্তীতে পলাতক থাকা অবস্থাতেই বসুন্ধরার মালিকের ছেলে হত্যা মামলার আসামী সানবীরকেও প্রায় সম পরিমাণ টাকার বিনিময়ে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে আদালত খালাস প্রদান করে ২০১১ সালের ১৫ই ডিসেম্বর। এই ডিলটিও গোলাম মেহরাজের মাধ্যমেই সম্পন্ন হয় এবং সজীব ওয়াজেদ জয়কে টাকা প্রদান করা হয় বলে জানা যায়।
view this link


উভয় ক্ষেত্রে টাকার ভাগ পাওয়ার পাশাপাশি প্রতিদান স্বরূপ বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল বিজনেস এডভাইজার হিসেবে নিয়োগ পান একসময়ের অখ্যাত আমেরিকা প্রবাসী গোলাম মেহরাজ। নীচের কালের কন্ঠের লিঙ্কটি থেকে দেখে নিন বসুন্ধরার চেয়ারম্যানের সাথে গোলাম মেহরাজের পারমানবিক প্রকল্পের চুক্তি স্বাক্ষরকালীন একটি ছবি
view this link




কৈ এর তেলে কৈ ভাজার মতো গ্লোবাল এলায়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটি ২০১১ সালে মার্কিন দূতাবাসে মন্ত্রী, এমপিদের নিয়ে অনুষ্ঠান করে পুরষ্কার তুলে দেয় বসুন্ধরার মালিকের ছেলে সায়েম সোবহান এবং বাংলাদেশে কোম্পানি জালিয়াত হিসেবে কুখ্যাত, মাগুরা পেপার মিল দখলকারী, বসুন্ধরার সিস্টার অর্গানাইজেশন ইস্ট ওয়েস্ট মিডিয়ার চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন এর হাতে। অনুষ্ঠানের সভাপতি ছিল সেই নাটের গুরু গোলাম মেহরাজ আর ধান্দাবাজির নাটকের প্রধান অতিথি ছিল সৈয়দ আশরাফ।
view this link


এরপর বেসিক ব্যাঙ্কের ৫ হাজার কোটি টাকা দুর্নীতির মূল হোতা শেখ আব্দুল হাই বাচ্চুকে ২০১২ সালে নিজের হাতে স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে গ্লোবাল এলায়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটির এডভাইজার হিসেবে নিয়োগ দেন পিটার কিং।
view this link


বাচ্চুর জন্য পিটার কিং এর স্বাক্ষর করা চিঠি



খেয়াল করে দেখুন, এই সংগঠনটি মূলত বাংলাদেশের অসৎ, উচ্চবিত্তদের দিয়েই পরিচালিত হয়। মোজা বাবু, মে জেনারেল আব্দুর রশীদের মতো কট্টর আওয়ামী লীগার কিংবা বসুন্ধরা, বাচ্চু, নূর আলী, পুলিশের ডিজির মতো দুর্নীতিগ্রস্থদের নিয়েই বছর বছর সংগঠনের নামে অনুষ্ঠান আয়োজন করে গোলাম মেহরাজ।
২০১৫ এর প্রোগ্রাম


এখানে দেখুন, হলমার্ক কেলেঙ্কারির মূল হোতা সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডঃ সৈয়দ মোদাচ্ছেরের সাথে পিটার কিং এর যেই বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানেও আমেরিকার আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকে না। থাকে এই গোলাম মেহরাজ। সরকারী প্যাডে এমব্যাসি থেকে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হয়, তাতেও গোলাম মেহরাজের নাম উল্লেখ থাকে।
view this link


আমার প্রশ্নটা হচ্ছে, কিসের কারণে এইসব দুই নাম্বার ধনী গোষ্ঠীর এতো ঝোঁক এই নাম সর্বস্ব সংগঠনটির প্রতি??? যেই কোম্পানির কোন অফিস পর্যন্ত নেই, তার নামে কিভাবে মার্কিন দূতাবাসে অনুষ্ঠান করা হয়!!
একটাই উত্তর হতে পারে, টাকা পাচারের নিরাপদ রুট এই সংগঠন। দুর্নীতিবাজ আব্দুল হাই বাচ্চুদের পিছনে শুধু শেখ হাসিনার মদদ নেই, পিটার কিং এরও ব্যাকিং আছে। যার কারণে আবুল মাল কিংবা দুদক বাচ্চুর কিছুই করতে পারে না।


আমরা জেড ফোর্সের পক্ষ থেকে খবর নিয়েছিলাম নিউইয়র্কে গোলাম মেহরাজের এলাকায়। আশ্চর্যের ব্যাপার হলেও তার তেমন কোন সম্পত্তিই নেই। উডসাইডে একটা এপার্টমেন্টে ভাড়া থাকে আর লংআইল্যান্ডে আরেকটা পুরানো বাড়িতে একটা ফ্ল্যাটের মালিক সে।
নিউইয়র্কে মেহরাজের স্থাবর সম্পত্তির হিসাব

সেখানকার অধিবাসীরা তাকে চিনলেও, তার এই প্রভাব প্রতিপত্তি সম্পর্কে বেশীরভাগেরই কোন ধারণা নেই। নিয়মিত বাংলাদেশ আসা যাওয়া করলেও কেন যায় কিসের জন্য যায়, তাও কেউ বলতে পারে না। জাপার সাংগঠনিক কাজে বছরে দুই একবার আসা ছাড়া মানুষকে এড়িয়েই চলে মূলত। তার এমন আচরন তাকে আরও সন্দেহজনক করে তুলেছে।


এই লোক সেই জেনারেল মইনের আমল থেকে কোটিপতিদের লবিং করে আসছে, বসুন্ধরার মতো কোম্পানিতে যার উঠা বসা, সে তো নিউইয়র্কেও রাজার হালে থাকার কথা!! কিন্তু সে তার বৈভব প্রকাশ্যে উপভোগ করছে না কেন??
দেশের শীর্ষ দুর্নীতিবাজদের সাথে গোলাম মেহরাজের মাধ্যমে পিটার কিং এর এসব যোগসাজশই বলে দেয় ভিতরে কোন গভীর ষড়যন্ত্র চলছে। আমি বলছি না, পিটার কিং এসব দুর্নীতির ভাগ পাচ্ছে। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান হিসেবে তার উপর পর্যায়ে প্রভাব থাকা তো স্বাভাবিক। এদের এক্সেসের বিনিময়ে, অর্থ পাচারের সুযোগ প্রদানের মাধ্যমে যদি এই দেশে জঙ্গি নাটক মঞ্চস্থ্য করা যায়, তার ইসলাম বিরোধী থিউরিগুলো প্রতিষ্ঠিত করা যায়, তবেই তো পিটার কিং স্বার্থক।

কখনো এফবিআই দ্বারা তদন্ত করানো গেলে থলে থেকে বেড়াল, বাঘ, সিংহ অনেক কিছুই বেরিয়ে আসবে নিশ্চিত।

ধান্দাবাজ গোলাম মেহরাজের আরও কিছু ধান্দাবাজি প্রতিষ্ঠান

Miss Bangladesh USA , Florida, Inc. - http://goo.gl/pJPpkg
Bangladesh Development Group USA Inc. (এটাও সেই হোমল্যান্ড অফিসের ঠিকানায় রেজিস্ট্রি করা) - http://goo.gl/7SYm1Q
US Bangladesh Education Foundation Inc- http://goo.gl/DKJS4L

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ দেখী এলাহি কান্ড!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


হায় আমজনতা কতইনা অন্ধকারে ডুবে থেকে সবাইকে বিশ্বাস করে!!

তাদের ডাকে সব বিলিয়ে দেয়- মায় জীবনটা পর্যন্ত!!!!!!!

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: গোলাম মেহরাজের বর্তমান পোষ্ট পজিশনের অবস্থা ভাবুন একটু। টাউট বাটপার হইলে কি হবে, জিনিয়াস সন্দেহ নাই, কই থেকে কই নিয়ে আসছে নিজেকে। আর পিটার সাহেব এইটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নিয়ে কি গভীর ষড়যন্ত্রটা করছেন তাই বা কে জানে!!

২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:

পিটার কিং 'হোম ল্যান্ড বিষয়ক' কংগ্রেস কমিটির প্রধান; বিশ্বের যত দেশে বাংলাভাইদের ও নিজামীদের স্পনসর বিএনপি'র মত দলদের নিয়ে মাথা ঘামায়।

ওরা খালেদা ফালুর বিলিয়ন পছন্দ করে, তবে জামাতী ও হেফাজতি পোষা পছন্দ করে না।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এইখানে কি তোর মায়ের বিয়ার কাবিন দিছি? কতোগুলা লিঙ্ক দিছি, কিভাবে দুর্নীতিবাজরা রেহাই পাইতাসে সেইটা দেখাইছি। পারলে সেইটা নিয়া আলাপ কর বান্দির পুত

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

পদ্মা_েমঘনা বলেছেন: ২ নম্বরের ছাগলটাকে জাষ্ট ইগনোর করেন! ভাই একটু সাবধানে থাকবেন। শওকত মাহমুদ গাড়ী পোড়ানোর মামলায় গ্রেফতার! প্রবীর সিকদার মামলার জন্য উকিল পাচ্ছেন না! দেশে মিডিয়ার অবাধ স্বাধীনতার জোয়ার বয়ে যাচ্ছে!!!! শুধু একটা সিনোমার ডায়ালগ বার-বার মনে আসে, ”যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবাণ!!!”

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ইন্ডিয়ান জারজটা খুব বিরক্তিকর। লাথি মারলেও খালি ঘুরে ফিরে আসে।
আর হীরক রাজাই শুধু নয়, "যায় যদি যাক প্রাণ, বেয়াই সাব ভগবান"। এইটাও এখন দেশের আইন

৪| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:




আরে মগজহীন, আমি কি বলছি? বলছি, দুর্নীতি করে বিলিয়ন লুট কর, পিটার কিং কিছু বলবে না; জংগিদের স্পনসর করলে ধরবে;।

খালেদা যতদিন লুট করে, আমেরিকা কিছু বলেনি; যখন বাংলাভাই, আপনি ও জামাতের মাথায় ছাতি দিছে, তখন বাঁশ খাইছে; এত তো, এমন কি যে, আপনার পেটের পায়খানা মাথায় উঠে গেলো?

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এই পোষ্টে তোর বাবা পিটার কিং নিয়া প্রথমেই কিছু কথা বলছি। সে স্বাভাবিক ইসলামফোবিক। সেই আমেরিকায় একমাত্র কংগ্রেসম্যান না। কংগ্রেসের পা চাইটা ক্ষমতায় আসছিস, এখন মোদীর ফেভারে টিকে আছিস। নাইলে হিলারি তোর হাসিনা আম্মুকে কেমন পেয়ার করে সেটা সবাই জানে। ইউকে গিয়ে ২ সপ্তাহ থেকেও প্রাইম মিনিস্টারের সাক্ষাৎ পায় নাই, এক জায়গায় অফিশিয়াল ফটোসেশনকে বৈঠক বলে চালাইয়া দিছিস, সেটা ডাউনিং স্ট্রিট থেকে প্রতিবাদ জানাইছে। চাপাবাজি একটু কম করিস মাদারি, কয়েকটা ইসলামফোবিকের পা ধরে টিকে আছিস আবার বড় বড় কথা!!

বাংলা ভাইয়ের কথা বলিস, বাংলা ভাইকে ফাঁসি দিছিল কে? আর শায়খ আব্দুরের নাম কস না কেন? ও যে তোর দলের নেতার দুলাভাই সেইটা কইতে কি শরম পাস?
আর আমেরিকা কি কইল সেইটা বড় কথা না, তুই যদি কোন ইন্ডিয়ানের জারজ না হস তবে এই হাজার কোটি লুটে তোর কি প্রতিক্রিয়া সেইটা জানা।

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:

" লেখক বলেছেন: এই পোষ্টে তোর বাবা পিটার কিং নিয়া প্রথমেই কিছু কথা বলছি। সে স্বাভাবিক ইসলামফোবিক। সেই আমেরিকায় একমাত্র কংগ্রেসম্যান না। কংগ্রেসের পা চাইটা ক্ষমতায় আসছিস, এখন মোদীর ফেভারে টিকে আছিস। নাইলে হিলারি তোর হাসিনা আম্মুকে কেমন পেয়ার করে সেটা সবাই জানে। ইউকে গিয়ে ২ সপ্তাহ থেকেও প্রাইম মিনিস্টারের সাক্ষাৎ পায় নাই, এক জায়গায় অফিশিয়াল ফটোসেশনকে বৈঠক বলে চালাইয়া দিছিস, সেটা ডাউনিং স্ট্রিট থেকে প্রতিবাদ জানাইছে। চাপাবাজি একটু কম করিস মাদারি, কয়েকটা ইসলামফোবিকের পা ধরে টিকে আছিস আবার বড় বড় কথা!! "

-শুনেন আদার ব্যাপারী, পিটার কিং কিভাবে কংগ্রেসে যায়, কি করে, সগুলো জাহাজের খবর।

৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪

সজিব্90 বলেছেন: ভালো তথ্য বহুল পোষ্ট,তবে চাঁদগাজীর সমালোচনার জবাবটা আর ও ভদ্রভাবে দেওয়া যেতে পারত।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এইটা পুরান পাপী। পোষ্ট দিলেই এসে ঘেউ ঘেউ শুরু করে, তাই শুরুতেই মুগুর নিয়ে বসেছি। নাইলে সারারাতেও ওর চিল্লানি বন্ধ হতো না

৭| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:০৮

ম.র.নি বলেছেন: অন্য এক পোস্টের কিছু কথা কপি পেস্ট করলাম নীচে।
১৯. ২৯ শে জুলাই,
চাঁদগাজী বলেছেন:

আপনি গত শতাব্দীতে বসবাস করছেন, মনে হয়।

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩

লেখক বলেছেন: আমি কোন শতাব্দীতে বসবাস করছি সেটা এ পোস্টে অপ্রাসংগিক। তাছাড়া আপনার বুদ্ধিবৃত্তিক অগ্রগতি খুব নিম্নমানের, তাই আপনার সাথে কথা বলার আগ্রহ পাচ্ছিনা।

---
আমি শুধু লেখক আর কমেন্টকারীর লাস্ট কনভার্সেসান কপি পেস্ট করলাম।ভরপুর বিনোদন পাবেন যদি পুরোটা পড়েন।এ্যানিওয়ে অনেক কিছু জানলাম আপনার পোস্ট পড়ে।ধন্যবাদ।

৮| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৩

এই আমি সেই আমি বলেছেন: আপনার পোস্টে মনতব্য করতে ভয় পাচ্ছি। মাশাল্লাহ আপনার যা ভাষা।

অনেক লিংক দিয়ে গোলাম মেহরাজ আর পিটার কিং এর পরিচয় আর কাজকামের বর্ণনা দিলেন।

জিএসপি আর পদ্মা সেতুর ঋণ বন্ধের জন্য যারা লবিং করে তাদের পরিচয়টা একটু দেন ভাইজান।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনি যেই দুইটা পয়েন্টের কথা বললেন না, দুটোর কোনটাই এই ইস্যুর সাথে যায় না। সম্পূর্ণ বিপরীত।

জিএসপি স্থগিতের কারণ হিসেবে কি বলবেন? খালেদা জিয়ার ওয়াশিংটনপোষ্টের সেই আর্টিকেল!! আচ্ছা সেই আর্টিকেলে কি ছিল?
প্রথমে বলা হয়েছে পুলিশ-র‍্যাবের হাতে গুম-খুন হওয়া তালিকাভুক্ত ৩০০ জনের কথা, গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুলের কথা, তত্ত্বাবধায়ক সরকারের কথা, বাকস্বাধীনতা। এর মাঝে কোনটা দেশ বিরোধী? আপনি দেশের মানুষকে রক্ষা করতে কাউকে পদক্ষেপ নেওয়ার আমন্ত্রন জানান তবে কোন হিসেবে আপনাকে দোষী বলা হবে কিংবা মেহরাজ, পিটার কিং এর কাজ কামের সাথে তুলনা করা যাবে?? নারায়ণগঞ্জসহ সারাদেশে পরবর্তীতে হওয়া গুম খুন তো আর রূপকথা নয়, কাজেই উনার আহ্বান অযৌক্তিক কিছু তো আর ছিল না।
আর ফ্যাক্টটা হচ্ছে, উনার সেই আর্টিকেলের কারণে কি জিএসপি স্থগিত হইছে? পরিষ্কার বলা হয়েছে রানা প্লাজাই এর মূল কারণ। আপনি মখা আলমগীর হলেই বিশ্বাস করতে পারেন বিএনপি কর্মীরা ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়ে জিএসপি বাতিল করেছে। বার্নিকাট গত সপ্তাহেও বলেছে ১৬টি শর্ত পূরণ হলেই জিএসপি ফিরিয়ে দেওয়া হবে। এইটা না কইরা আমেরিকান মিনিস্টারদের দুই আনা, চার আনার মন্ত্রী বইলা খেতাব দিলে জিএসপি ফেরত আসবে না।

পদ্মা সেতুর দুর্নীতির দায়ে লভলিনের কর্মকর্তাদের বিচার হচ্ছে, আর এই দেশে দুদক বেকসুর খালাস দিচ্ছে। বিশ্বব্যাংকের দাবী অনুযায়ী কোন তদন্তটা করছে?? আর ডঃ ইউনুস কি ক্ষতিটা করছিল? ওয়ান ইলেভেনে একটু ভূমিকা রাখতে চেয়েছিলেন বলে প্রতিশোধ নিতেই হবে? আপনি যদি বুঝেনই এই লোককে অপমান করলে আপনার উপর বাকির ক্ষুব্ধ হবে, তাহলে গোয়ারের মতো সেটা করার দরকার কি? দেশের প্রধানমন্ত্রী, তাই দুনিয়াটা মামুর বাড়ি; এইরকম আব্লামি করলে তো আর হবে না।

৯| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২২

ইসটুপিড বলেছেন: লেখার টাইটেলই বলে, এক সাইডে বায়াসড হবে, তাই পড়লাম না, কমেন্টও করলাম না। চাঁদগাজী গাধার বাচ্চার পাছায় লাথি মারছেন বইলা অভিনন্দন জানায়া গেলাম। এই ইডিয়টটা বারবার সেফ হয় কেমনে বুঝি না।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: বায়াসনেসের কিছু নাই এখানে, লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্ক ধরে ব্যাখ্যা করা হয়েছে। শেষে একটা সারমর্ম দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২

শিপন মোল্লা বলেছেন: প্রমান সহ চাঁদগাজীর বাবাদের অপকর্মগুলি প্রকাশ করে দিলেই তাতের আতে গাঁ লাগে! দিন বদলায়ছে শুধু সময়ের বদলানোর বাকি ,সময়ে গণেশ উল্টে গেলে আপনার লিখার সাথে এই সবরাও একমত জানিয়ে যাবে চান্দু ভাই। এই পোস্ট ফেসবুকেও দেখছিলাম সেখানে মন্তব্য করছি। আর হা আপনার ফেসবুক বন্ধ কেন ম্যান ?

১১| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

হিজ মাস্টার ভয়েস বলেছেন: অন্ধকারে থাকা অজানা অধ্যায় তুলে এনেছেন। সংগ্রহে রেখে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.