নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত মাংসের মানুষ!

প্রতিবাদী ডাঃ আবদু সালাম

আমি রক্ত মাংসের মানুষ...

প্রতিবাদী ডাঃ আবদু সালাম › বিস্তারিত পোস্টঃ

প্রজন্মের তথ্য প্রযুক্তির সেনাপতি তুমি ভেবেচিন্তে বলো......!

১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯



বাংলাদেশের কেন্দ্রীয় ব্যংকে
কি করে লুটপাট হলো,
প্রযুক্তিতে প্রজন্মের সেনাপতি
তুমি ভেবেচিন্তে বলো!

প্রযুক্তিতে তোমার দৌড়াদৌড়িতো-
দেখি আমরা প্রায় সময়,
গুগল ইন্জিন তৈরির খবর দিয়ে
লাগিয়ে দিয়েছিলে ভয়।

প্রযুক্তিতে ইন্জিনিয়ার হয়ে চাকরি-
পেয়ে হয়েছ উপদেষ্টা প্রধানমন্ত্রীর,
প্রযুক্তির ব্যর্থতায় কি করে
খবর আসে কেন্দ্রীয় ব্যংক চুরির??

তথ্য প্রযুক্তির প্রসার কি তবে
প্রতিবাদী মানুষকে দমনের জন্য?
নিজের লোকদের জামাই আদর
দেখে আসছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য!

তথ্য প্রযুক্তিতে আমি
যদি হই অপরাধী,
আমার বিরুদ্ধে নেমে
এসো কেউ একজন বাদী।

প্রযুক্তির সৎ ব্যবহার না হোক
অপব্যবহার হতেতো নেই বাঁধা,
রাজনৈতিক দলের মানুষতো
চালাকচতুর সাধারণ মানুষ গাদা!!

গাদা যেমন বহন করে
যেমন তেমন বোঝা......!
সাধারণ মানুষ অন্যায় বহন
করে নিজে নিজেই রাজা।

নিজের দাবি মতে রাজা
হলে নিজের মনই রাজ্য,
যেমন চালায় তেমন চলে
ন্যায় অন্যায় নয় বিভাজ্য।


নিউজ রিপোর্টের স্কৃর্নসট প্রয়োজনে লিংক দেব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

বিজন রয় বলেছেন: জানতাম।

১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: কি জানতেন জানাব খুলে বলবেন কি?

২| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

মহা সমন্বয় বলেছেন: আমি কিছু জানিনা যা খুশি তাই হইতেছে দেশে..

১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৩

প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: আমরাও কিছু বুঝতে পারছিনা তবে অনুমান করা যাচ্ছে যেহেতু তথ্য ও প্রযুক্তির ব্যাপার!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.