নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত আমি বাঙালি

একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার

সালাউদ্দিন আহমেদ ভোর

আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@

সালাউদ্দিন আহমেদ ভোর › বিস্তারিত পোস্টঃ

হায় ! গণতন্ত্র

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪

গত বছরের মাঝামাঝিতে প্রথম আলো পত্রিকায় সম্পাদকীয় পাতায় একটা লেখা পরেছিলাম । লেখাটি এইরুপ যে,এক আমেরিকান ও এক চাইনিজ কে নিয়ে । তারা একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন । একবার চাইনিজ বন্ধু অসুস্থ হয়ে হাসপাতাল এ ভর্তি ,প্রায় মরণাপন্ন অবস্থা । তো চাইনিজ বন্ধুটিকে দেখতে হাসপাতালে আসলো আমেরিকান বন্ধুটি । আমেরিকান বন্ধুটি চাইনিজ বন্ধুটির পাশে বসে ছিল এবং বেড এর নিচে ছিল অক্সিজেন এর পাইপ যেটা আমেরিকান বন্ধুটি পারা দিয়ে রেখেছিল । আমেরিকান বন্ধুটি দেখল তার বন্ধু তাকে কি যেন বলল,কিন্তু বুঝতে পারল না । তার কিছুক্ষন পর চাইনিজ বন্ধুটি মারা গেল । আমেরিকান বন্ধুটি ভাবল তার বন্ধু হয়ত মারা যাবার পূর্বে তার কাছে শেষ কোনো ইচ্ছা জানিয়েছে । তখন সে একজন দোভাষীর শরণাপন্ন হয়ে প্রকৃত ঘটনা জানতে পারলো এবং জানার পর খুব আহাজারি করতে লাগলো । ভাষা না বুঝতে পারায় বন্ধুর জন্য বন্ধুকে জীবন দিতে হল । তো আমাদের দেশের রাজনীতিবিদরা হচ্ছেন গনতন্ত্রের চরম বন্ধু অথচ তারাই গনতন্ত্রের পাইপ আটকে বসে আছেন । নেতাদের টক শো দেখতে দেখতে আমরা ক্লান্ত,তারা কথার ফুলঝুরি ঝরান আর আমরা জয়ধ্বনি দেই । কিন্তু না? এভাবে আর কত দিন? সাধারন জনগন রাজনীতি বুঝে না । তাই তাদের উপর জুলুম তারা আর সহ্য করবে না । তখন পালাবার পথ পাবেন না ? কিছুটা হলে সাধারন মানুষের ঋণ গুলো শোধ করুন । পরবর্তীতে ঋণের বোঝা সইতে না পারলে আমাদের দুষবেন না, আমরা আপনাদের হুশিয়ার করে দিচ্ছি । আমরা চাই আমাদের দেশটা হোক অন্য দেশের জন্য অনুকরণীয় আদর্শ । সে জন্য যে শ্রম,মেধার দরকার তা আমাদের আছে । তাই রাজনীতিবিদদের উদ্দেশে এটুকু বলব ,আসুন টাকার নেশায় হন্যে না হয়ে দেশকে ভালবাসি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.