নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত আমি বাঙালি

একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার

সালাউদ্দিন আহমেদ ভোর

আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@

সালাউদ্দিন আহমেদ ভোর › বিস্তারিত পোস্টঃ

আমার চার বন্ধুকে নিয়ে কবিতা

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৮

চার বন্ধু



কিছু কষ্ট আছে,যা খুবই মধুর-

ফিরে তাকাতে হবে না অদূর,

এইতো সেদিন চার বন্ধু মিলে-

গল্পের আড়ি পাততাম একই নীড়ে !



নাওয়া-খাওয়া যেতাম ভুলে,

একজন শুয়ে আরেক জনের কোলে;

কথার ফুলঝুরি ছড়াতাম এতো করে,

কখনো বলতাম সুরে,কখনো বা জোরে !



খানিক বাদেই লাগতো ঝগড়া,

কে কার কথা শুনে?

একজন দিতো সায় আর-

বাকি দুজন মিলে,

ইচ্ছে মতন কথা কাটাকাটি হতো-

বুঝাই যেত না,কে কার দলে !



এমনি করেই লাগতো ঝগড়া

দ্রুতই যেত মিটে,

কত যে সময় পার করেছি,

ডিখান ডাঙ্গির মাঠে !



আমের দিনেতে আম খেতাম

আমরা সবাই মিলে

বন বাদাড়ে ঘুরতাম আমরা

কখনো বা বিলে



সেদিনের সেই স্মৃতি মনে হলে,

চোখের কোনে অশ্রু শুধু ঝরে;

কেন তবে তোরা তিনে মিলে,

আড়াল করে রাখিস আমায়-

কেন রাখিস দূরে?

আজকের এই একাকী ক্ষণটাতে,

বন্ধু তোদের খুবই মনে পড়ে !



ভোর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.