![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@
সাক্ষী শুধু একটি কদম ফুল-
অনেকটা সময় পর দেখা হয়েছিল দু’জনার,
কথা হয়েছিল যা,ভাষাটা ছিল অশ্রু কনার;
ভয় ছিল মনে,বলছি তবে;প্রথম দেখা সেই ক্ষণে-
হয়েছিল প্রণয়,কেটেছিল মেঘ,ঢেকেছিল আধার!
দেখতে দেখতে হয়ে গেছে,অনেকটা বছর পার
কেউ রাখেনি মনে তোমায়;কেউ ডাকেনি একটিবার
ডেকেছি কেবল আমি,শুনতে পাওনি কি তুমি?
তবে কেন উত্তর দাও না তুমি;ডাক ইশারায়!
জীবনের সেই প্রথম দেখা,প্রথম বেলায়-
সমস্তটা উজাড় করে নিংড়ে দিয়েছিলাম;
বিনিময়ে বর্ণহীন,এক জীবনের স্বাদ পেলাম-
তবু ও তোমায় আমার অতি আপন করে নিলাম!
তোমার সাথে প্রথম দেখা,সেই যে ক্ষণটা-
তুমি ভুললে ও আমি কিন্তু ভুলতে পারি নি!
চোখের দেখাই হয়নি শেষ,ছিল অনেক বাকি-
সময় পেলেই সকাল-বিকাল আপনাতেই ডাকি!
সব স্মৃতি যে ভুলে গেলে ও ভুলবো না তোমায়,
দেখবো তুমি কেমন করে;আড়াল করো আমায়
অজান্তেতে দুঃখ যদি দিয়ে থাকি কোন সময়,
ভুল করেও কিন্তু ক্ষমা কভু,করোনা আমায়!
তুমি যে আমার ছিলে,এতটাই প্রিয়-
হৃদয়ে করবো ধারন সারা জীবন ধরে!
জীবনের কোন সময় করি যদিও ভুল-
সাক্ষী থাকবে সেদিনের সেই কদম ফুল!
ভোর
পিয়াস শিশু নিকেতন ও স্মৃতি সংঘ
©somewhere in net ltd.