নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত আমি বাঙালি

একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার

সালাউদ্দিন আহমেদ ভোর

আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@

সালাউদ্দিন আহমেদ ভোর › বিস্তারিত পোস্টঃ

রাজকন্যা

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩৩

স্বপ্নে দেখা রাজকন্যা



একা একা হাঁটছি আমি,গভীর অরণ্যে-

এই বনেতে আছে যে এক,রাজার কন্যে;

রাজকন্যার রাগ হয়েছে,কে ভাঙাবে মান-

ক্লান্ত হয়ে হাঁটছি তবু,পাই না কোন যান!



ঐ না দূরে,দেখছি আমি;ছোট্ট একটা নীড়-

কোলাহল নেই,আছে শুধু;পাখ-পাখালির ভিড়

ভাবছি শুধু বনের মাঝে কে বানালো নীড়-

চারদিক কেন এত বেশি,এতটা গভীর!



নীড় থেকে যে হটাৎ করে শব্দ পেলাম কানে,

আমার আসার খবর কি রাজকন্যা জানে?

এমন সময় অবাক হয়ে দেখছি একি ডানে,

পড়ে গেলাম তখন আমি গভীর ধ্যানে!



একি আমার স্বপ্নের সেই,স্বপ্ন কন্যা-

মনের ভিতর বইছে তখন খুশির বন্যা

আমায় পেয়ে কাঁদছে কেন রাজকন্যা ?

কাঁদছি আমি একি তবে খুশির কান্না!



কার মুখে,কোন কথা নেই;চেয়ে আছি শুধু-

কথা কেন তাই;বলছে না যে,স্বপ্নের বধূ

খানিক বাদেই কথা হল উষ্ণ আলিঙ্গনে,

সেই ক্ষণটা থাকবে যে,সারাজীবন মনে!



এমনি করে কাটলো সময় গভীর ঐ বনে-

বলছি কথা দু'জন মিলে বলছি কানেকানে

খুশির ধারা ঝরনা হয়ে,বইছে মনেমনে-

কি যে সুখ পেয়েছি তখন,অন্তর শুধু জানে!



ঘুম ভেঙে যায় হটাৎ আমার অজানা এক ঝড়ে-

রাজকন্যা কি সত্যি করে আসবে না মোর ঘরে?

স্বপ্নে যদি পাই বা তারে,রাখব আমি আড়াল করে-

কিংবা যদি আসে আবার স্বপ্নমাখা সোনালি ভোরে!



এস,আহমেদ,ভোর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.