নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত আমি বাঙালি

একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার

সালাউদ্দিন আহমেদ ভোর

আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@

সালাউদ্দিন আহমেদ ভোর › বিস্তারিত পোস্টঃ

কেমন কাটবে খুকুমণির ঈদ ?

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

ছোটবেলার কথা মনে পড়লেই ঈদ এর প্রসঙ্গ এসে যায়। কত আনন্দই না করতাম আহা! ভাবছি শুধু তাই । তখন বায়না ধরতাম লাল জামা,রঙিন চশমা,কাগজের রঙিন টুপি আরও কত কি? কোথায় গেল সেই দিন? আমরা ফিরে পেতে পারি না আমাদের শৈশবকে কিন্তু আমরা কি ফিরিয়ে আনতে পারিনা আমাদের হারানো শৈশবকে? সামনে ঈদ তাই সকলে ব্যস্ত যার যা কেনাকাটায়। আমার এক বন্ধু আমাকে বলল,দোস্ত বসুন্ধরা সিটি থেকে আজ একটা শার্ট কিনলাম কিন্তু কাস্টম মনে হচ্ছে। যদি ও কেউ কোন জিনিস কিনলে দাম জিজ্ঞেস করিনা তবুও ওর কাস্টম কথা শুনে বললাম কত দিয়ে কিনেছিস? ও বলল, ৬১০০ টাকা। ছয় হাজার একশত কেন ছয় লক্ষ টাকা দিয়েও ও শার্ট কিনলে স্বস্তি পাবেনা। অতৃপ্ত আত্মা কখনো শান্তি খুঁজে পায় না। আমরা প্রায়শ বলি আমরা অর্থনীতিতে এই দেশকে ছাড়ালাম, ঐ দেশকে ছাড়ালাম কিন্তু বাস্তবতা বলে ভিন্ন। আজ যখন দেখি শত শত বাচ্চা রেললাইন এর পাশে শুয়ে আছে তখন কিভাবে আমার দেশকে অর্থনীতিক দিক দিয়ে শক্তিশালী বলি! তাই ঈদ এর সময় আগের মত আনন্দ ভোগ করিনা যখন শত শত বাচ্চার বায়না অধরাই থেকে যায়। আমি সেই দিন বলবো আমার দেশকে উন্নত যেদিন কোন একটিও শিশুর চোখে দেখবো না কাঁদতে,তার মা-বাবাকে কাঁদতে হবে না নিভৃতে,গোপনে। যেদিন কোন সেলাই দিদি মনির বাচ্চাকে আফসোস করতে হবে না নতুন পোশাকের জন্য। তাই আসুন আমরা আমাদের হারানো দিনগুলো ফিরিয়ে আনি হাজারো শিশুর মন ভরিয়ে। আমরা কি পারি না প্রত্যেকে তার নিজ অবস্থান থেকে বঞ্চিত এই শিশুদের জন্য কিছু করতে, একবার করেই দেখুন না ! দেখবেন ভিতর থেকে শান্তি অনুভব করবেন। তাই এবারের ঈদ বাজেটের কিছুটা রাখুন আমাদের খুকমনিদের জন্য,,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.