নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত আমি বাঙালি

একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার

সালাউদ্দিন আহমেদ ভোর

আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@

সালাউদ্দিন আহমেদ ভোর › বিস্তারিত পোস্টঃ

নদী তীরের স্মৃতি নিয়ে কবিতা

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪

নদী তীরের স্মৃতি



কত সময় পার করেছি,পিয়াস নদীর তীরে-

মনটা আমার কেড়েছিল,নাম না জানা মেয়ে।

সন্ধ্যা হলে পাখিরা যখন,ফিরতো তাদের নীড়ে-

আমরা তখন মিলিয়ে যেতাম স্বপ্নলোকের ভিড়ে!



গল্প-গানে করছি কত,মধুর সময় পার-

ভুলে যেতাম নাওয়া-খাওয়া মুখটি দেখে তার

রেগে গেলে থামাবে তাকে,সাধ্য আছে কার-

বুকের মাঝে লুকিয়ে রেখে মান ভাঙাতাম তার!



জানিনা কখন বুনেছিলাম,ভালবাসার জাল-

স্মৃতি গুলো আঁকড়ে ধরে,ছাড়িনি কভু হাল।

ইচ্ছে হাওয়ায় মন রাঙিয়ে,তুলেছিলাম পাল-

বালুর তীরে ঘর বানিয়ে থাকবো চিরকাল!



স্বপ্ন আমার মিথ্যে হলো,অজানা এক ঝড়ে-

আশা গুলো ফানুস হয়ে,উড়ছে বালুর চরে।

সত্যিকে সে আড়াল করে,রইলো পড়ে দূরে-

আজ কেন স্মৃতিগুলো তার খুবই মনে পড়ে!



উল্টো স্রোতে করছি এখন,জীবন তরী পার-

বানের জলে ভেসে ভেসে কাটছি সাতার;

তুফান ঝড়ে ভেঙে গেছে সম্ভাবনার দ্বার-

হয়তো কখন ডুবে যাবো পাবে না তো আর!



এস,আহমেদ,ভোর

পিয়াস স্মৃতি নিকেতন ও স্মৃতি সংঘ

২৭ জুলাই ২০১৩//রাতঃ ১ টা

হাতিরঝীল,ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.