নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জমে থাকা কথাগুলো থরে থরে সাজাতে চাই ব্লগে

দূর পাহাড়ে

দূর পাহাড়ে › বিস্তারিত পোস্টঃ

দেওয়ানবাগী পীর আইসিইউতে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪


নিউমোনিয়ায় আক্রান্ত দেওয়ানবাগী পীরকে আইসিইউতে নেয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি অসুস্থ্য অবস্থায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে) নেওয়া হয়। হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুল ইসলাম শুভ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ডা. নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



ছাগল থেকে ভেঁড়া বানানোর মেশিনকে সঠিকভাবে রিপেয়ার করা হোক।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: X( তার সাথে আজ রাত মোরাকাবায় নেসবতে বসে রুহানিয়াতের মাধম্যে কথা বলব(যদি সম্ভব হয়)। তিনি অতীত কর্ম কান্ডের জন্য তওবা করবেন কিনা! তবে, তওবা করার সম্ভাবনা ক্ষীণ। সেই সুযোগ পাবেন কিনা বা পেয়েছেন কিনা সেটাও সন্দেহ আছে। সবাই ইন্নালিল্লাহ পড়ার জন্য প্রস্তুত থাকুন। সামুতে আগামী স্টাষ্টাস তার মৃত্যু নিচ্চত হয়ে দিব।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: X(( তার সাথে অনেক বার যোগাযোগ করেও লাইন পাওয়া যায়নি। তার মানে তিনি হ্যাজ গন। তবে, উপ্রে থেকে আমার উপর এলহাম নাযিল হয়েছিল। সেখান থেকে জানতে পেরেছি তার আত্মা পেরেশানিতে আছে।
আমি তসরিপ আনার আরজি পেশ করলে তা সরাসরি খারিজ হয়ে যায়।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

কালীদাস বলেছেন: আল্লাহ যেন এরে আরও কিছু দিন বাঁচায়া রাখে। এ মরলে এর জানাজা/কুলখানিতে ভক্তগর স্টুপিডগিরি, পীর ব্যবসার পরের উত্তরসুরি, বছর বছর উরস নিয়া হাজারো নতুন গ্যান্জামের সৃষ্ট হইব।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ভন্ডটা বাইয়াত নিছে শ্বশুর থাইক্যা। মরনের আগে কারে বাইয়্যাত কইরা যাইব?

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৪

খোলা মনের কথা বলেছেন: কালীদাস বলেছেন: আল্লাহ যেন এরে আরও কিছু দিন বাঁচায়া রাখে। এ মরলে এর জানাজা/কুলখানিতে ভক্তগর স্টুপিডগিরি, পীর ব্যবসার পরের উত্তরসুরি, বছর বছর উরস নিয়া হাজারো নতুন গ্যান্জামের সৃষ্ট হইব। :P :P :P

এখনো দুনিয়াতে আছে সে ভন্ড???? X(( X(( X(

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৬

মেহেদী হসান! বলেছেন: এক সময় ছিল চন্দ্রপুরী, তারপর আরামবাগ, পরে হলো দেওয়ান বাগ। এক সময় আমি যে বাড়ীতে ভাড়া থাকতাম, সে বড়ীর
পাছ তলায় হূজুরের আক্ষড়ার কাজ শুরু হয়। আমার মেসের এক সিএ বন্ধুও পীরের মুরিদ হয়ে যায়। আমাকে শত চেষ্টায়,
মুরিদ করতে পারেনি। আমি এই ভন্ডদের ঘূণা করতাম।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭

আততায়ী আলতাইয়ার বলেছেন: আরামবাগে এই ভন্ডের কোন সমালোচনা করলে লাইফ রিস্ক আছে

৯| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: ক্ষমা করো।
আমার মুখ বন্ধ।
আমার হাতের মুঠিতে রাখা বিষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.