নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা; সুখ হল আপনি যা চান তা পাওয়া।\"

সালমান খান সিই

আশাবাদী

সালমান খান সিই › বিস্তারিত পোস্টঃ

ডার্ক হিউমার!

২৮ শে মে, ২০১৯ রাত ১০:৩৯

ডার্ক হিউমার মানে ভয়ঙ্কর, নোংরা বিষয় নিয়ে মজা করা। অনেকে ডার্ক বিষয় পছন্দ করে, অনেকে ডিজগাস্টিং মনে করে। ডার্ক জোক ভাল না লাগলে ইগনোর করুন।



#১
কথায় আছে, দুইটা জিনিসের বয়স কখনো বাড়ে না;
ডার্ক হিউমার, আর
টিকা না দেওয়া পুলাপাইন!

#২
কিভাবে এক থাপ্পড়ে একশোটা মশা মারবেন?
-থাপ্পড়টা ঢাকা বিমানবন্দরে বসে থাকা লোকটির গালে মারুন।


#৩
বাবুলঃ তোর কি মনে হয় মহিলাটা ওভারব্রীজের নিচ দিয়া রাস্তা পাড় হতে পারবে?
কাবুলঃ জানিনা। তবে কথা হইলো উনি রান্নাঘর ছাইড়া রাস্তায় কী করে?


#৪
একলোকের দুই ছেলে। বড় ছেলেটা লম্বা, লাল চুল, বাদামি চোখ বিশিষ্ট; আর ছোটটা খাটো, কালো চুল, নীল চোখবিশিষ্ট।

লোকটি মৃত্যুশয্যায়। স্ত্রীকে ডেকে বলল, জীবনের এই অন্তিম মুহূর্তে একটা সত্যি কথা বলবে?
স্ত্রী কেঁদে বলল, কী জানতে চাও বল!
-আচ্ছা, ছোট ছেলেটা কি সত্যিই আমার?
স্ত্রী খোদার কসম কেটে বলল, সত্যি বলছি ওইটা তোমারই ছেলে।

লোকটি মারা গেল। স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যাক আল্লাহ বাঁচাইছে বড়ডার কথা জিগায় নাই!


#৫ প্রতিবছর একবার করে জন্মদিবস আসে; মানুষ কত আনন্দ করে। অথচ মানুষ বেমালুম ভুলে যায় প্রতিবছর একবার করে মৃত্যুদিবসও সে পার করে যায়।

#৬ এক সমকামী, এক মাদ্রাসার হুজুর ও এক শিশুকামী একটা রেস্টুরেন্টে প্রবেশ করলেন। 'তিনি' পাঙ্গাস মাছ অর্ডার করলেন!


***উফফসসস! উপরের দুইটা সিরিয়াস হয়ে গেছে।


যাইহোক, আসেন বাতাসটা হালকা করি।

#৭ অপারেশন থিয়েটারে রোগী ডাক্তারকে বলতেছে, ডাক্তারসাব খুব ভয় করতেছে। আমার প্রথম অপারেশন।
ডাক্তার উত্তরে বললেন, চিন্তার কোন কারণ নাই; এইটা আমারো প্রথম অপারেশন!

#৮
৮০ বছর বয়সী বাবুল বক্সী ডাক্তারের সাথে কথা বলছেন।
-ডাক্তারসাব, নতুন বিয়া করলাম। বউয়ের বয়স ১৯।
-ভালো কথা। তবে, বিছানায় বেশী "একশন" মৃত্যুর কারণ হতে পারে।
-তাইলে আরকি করার! এইডাও মরলে ২২ বছরের একটা খুঁজতে হইব!

#৯ হিটলার আত্বহত্যা করছে কেন?
-গ্যাসবিল দেইখা!


স্টালিনের উক্তি দিয়া শেষ করি;
Dark humor is like food, not everyone gets it.

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৯ রাত ১:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: রসকষ একটু কম ই ছিলো :(

২৯ শে মে, ২০১৯ রাত ১০:৫২

সালমান খান সিই বলেছেন: সবার রসবোধ একরকম নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৯ শে মে, ২০১৯ ভোর ৫:৪২

নাসির ইয়ামান বলেছেন: বাস্তব রম্য,তাই লোকে গিলবে কম!ভালো হয়েছে!

২৯ শে মে, ২০১৯ রাত ১০:৫২

সালমান খান সিই বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৪৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালোই ছিলো রম্য,ভালো লিখেছেন।

২৯ শে মে, ২০১৯ রাত ১০:৫৩

সালমান খান সিই বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: আমার হাসি পায়নি।

২৯ শে মে, ২০১৯ রাত ১০:৫৭

সালমান খান সিই বলেছেন: আমি ডার্ক হিউমারে মজা পাই। একেকজনের একেকরকম রসবোধ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৯ শে মে, ২০১৯ দুপুর ২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হয়েছে

২৯ শে মে, ২০১৯ রাত ১০:৫৮

সালমান খান সিই বলেছেন: ধন্যবাদ।

৬| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

২৯ শে মে, ২০১৯ রাত ১১:০১

সালমান খান সিই বলেছেন: রিপ্লাইয়ে ইমোজি পাইনা! :'(

ধন্যবাদ।

৭| ২৯ শে মে, ২০১৯ রাত ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন মোবাইল নাকি প্রক্সি?

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:১০

সালমান খান সিই বলেছেন: প্রক্সি

৮| ২৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: সবগুলো মিলিয়ে ভালো লাগল। +।

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:১১

সালমান খান সিই বলেছেন: ধন্যবাদ।

৯| ৩০ শে মে, ২০১৯ ভোর ৬:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: #৬ নং টা ধরতে পারি নাই। বাকিগুলা ভালো লেগেছে।

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:১২

সালমান খান সিই বলেছেন: ওইটা বেশী ডার্ক।

১০| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইবার বুচ্চি। তিনি তাদেরই একজন।

১১| ১০ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৮

হাসান রাজু বলেছেন: ৩ ই ?
৩ ই একই রুচির ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.