![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
নেশা লাগিরে, বাঁকা দুনয়নে নেশা লাগিলরে...হাসন রাজার গানটা চমৎকার হয়েছে। বুঝতেই পারছেন "কিত্যা মাত বাই"-এর সিলেট রয়েলস এর সাপোর্টার আমি
বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে সাত বিভাগের সাত সুর সবচেয়ে ভাল লেগেছে !!
রুনা আন্টি কি বাংলা গান পারেন না?? সাবিনা আন্টির দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু হলে ভাল হতো...মরার কোকিলের মমতাজ আন্টির-পোলা তো নয় সে তো আগুনের গোলারে গান টা ভাল লেগেছে (একজন আমাকে এ ডায়লগ টা দিয়েছিল , তাকে মনে পড়ে গেল)
আরেকটা কথা গানের সাথে শাকিব খানের মতো একটা ঢোল লইলা কোমড় দোলাইল। এইডারে এইহানে কে আনছে !!
এক বিউটিফুল বাংলাদেশ ক্লিপস দিয়া আর কতো চালাইব !! আরেকটা নতুন ভিডিও ক্লিপস তৈরী হোক...এক ঘন্টা বিজ্ঞাপন বিরতি, শালার চ্যানেল নাইন ভালই ব্যাবসা করছে । ঐ শ্টুপিড চ্যানেল গুলার খাম খেয়ালীর জন্য আমাদের মানুষ ইন্ডিয়ান চ্যানেল দেখে । চ্যানেল নাইন কে জুতার বাড়ি (জুতা দিয়ে তৈরী বাড়ি)
জেমস এর গান গুলা অসাধারণ ছিল। বিশেষ করে "মা" গান টা !! চরম হার্ট টাচিং !! মা তোমায় খুব মনে পড়ে
জ্যাকুইলিন এর চেয়ে সুন্দরী মেয়ে বাংলাদেশে আছে । এই মেয়ে বিশ্ব সুন্দরী হ্যল কেমনে ? বাংলাদেশী রুপসিরা কি আংগুল চুষে ?? জ্যাকুইলিন নাকি বাংলাদেশের ফুচখা খাবে । বাট মেয়েটার ব্যবহার আমার ভাল লেগেছে। ক্যাম্পাসে আসলে জালাল ভাইয়ের চায়ের দোকান থেকে এক কাপ চা উইথ বাটার বন খাওয়াতাম !! শীতের রাতে ভালই বিনোদন পেলাম ।
শামীম আংকেল এর আজ খবর আছে, বাসায় চাচীজান আজ বানাবে শিউর। যে লুইচ্চামিটা করল শীনার সাথে !
সব শেষে সুন্দরী ইংলিশ বলা উপস্থাপিকা শীনা !! সত্যি কথা বললে ও কে আমার ভাল লেগেছে । বিশেষ করে ওর চোখ দুটি । বাঁকা দু নয়নে নেশা লাগিল রে ... আহা !! তবে উপস্থাপনার জন্য সুদূর কলিকাতা থেইক্যা মাইয়া ভারা না কইরা আইন্না , লাক্স তারকা মুনমুন কে আনলে কি খুব খারাপ হতো । মুনমুন তো স্মার্ট উপস্থাপিকা !!
আশরাফুলের স্ট্যাটাস দেখলাম, অস্ট্রেলিয়ান কয়েকজন ক্রিকেট তারকা নাকি আসছে বিপিএল খেলতে। শ্রীলংকান সহ আরও অনেক সুপারস্টারও আছে। দেমাগী ইন্ডিয়ান আর জংগি রাস্ট্র পাকিস্তানি ক্রিকেটার লাগব না ! আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের খেলা মজা কইরা দেখমু !!
যাই হোক জমে উঠুক বিপিএল !!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: রুনা লায়লার আত্মীয় টাত্মীয় নাকি আপনি?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
মাতবার বলেছেন: মিনি
স্কার্ট শো
নিয়া যে কিছু কইলেন না?
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সব কথা কি কহিতে হয়??
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
মাতবার বলেছেন: আন্নে কি লইজ্জা পাইছেন ?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সারা অংগ কাপড়ে ঢাকা। লজ্জা লাগব কেন??
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
খায়ালামু বলেছেন: জ্যাকুলিন এর ছবি ভালা পাইছি
আপনে ভালা মানুষ
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: হাহ হা হা আজ রাইতে জ্যাকুলিন ছাড়া ঘুম আইব না রে ভাই
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
জাবের তুহিন বলেছেন: soto soto jama kapor ,
shada shada chamra ,
ai shob dekhe moja pai amra .
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: হা হা হা হা
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
প্যারাসিটামল বলেছেন: এতো ভালা লাগে কেন ?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: লাগে লাগে
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
মাহী ফ্লোরা বলেছেন: যাক রিভিউ পেয়ে গেলাম!
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: থ্যাংকু
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
স্বপ্নখুঁজি বলেছেন: +
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: থ্যাংকু
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গুরু কাপাইছে।
রুনা লায়লা, জেমস বোরিং!
সব প্রোগ্রামে একই গান, তাও লিপসিং।
জ্যাকলিন মাইয়াটা ভালো। ভদ্র আছে।
এর আগে শাহরুইখ্যা এ দেশে আইসা যে বান্দ্রামি করে গেছে, তা করে নাই।
আতিফের গানের সময় সাউন্ড সিস্টেম এতো খারাপ হইলো কেমনে?
সুনীধী কই?
এদেশে আরো সিংগার কি নাই? তাইলে টাকা পয়সা বাইরে না বিতরণ করলে ও হইতো।
শামীম আহমেদ একটা ফালতু। আতাহার আলী হলে ভালো হত।
শিনা খারাপ না
সাত বিভাগের পরিবেশনা খুব ভালো।
মাঝখানে ব্রা'র বিজ্ঞাপন কেনো?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মানলাম না। জেমসতো চরম গাইছে। সবগুলা গান তো ভাল হইছে।
রুনার কথা বাদ। উনি মাস্ত কালান্ডার বাদে আর কিছু পারে না। সুনিধীর চিকনী চামেলী না শুইনা ভাল হইছে।
তবে এদেশের যুবক যুবতী (তরুন প্রযন্মের) সিন্গার গুলারে গান গাইলে আরো ভাল লাগতো।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
স্যরি,
রুনা লায়লা, মমতাজ হবে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এই বার ঠিক আছে। আপনার মরার কোকিলে এতক্ষনে ঘুম ভাংগাইছে !! পি পি পি
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: রাষ্ট্রভাষা বাংলা চাই দাবীতে শহীদ হওয়া জাতির পরবর্তি প্রজন্ম আমরা।
কয়েক দিন বাদেই ভাষার জন্য আমাদের কৃত্তিম ভালবাসা উথলে উঠবে।
খালি পায়ে রাজ পথে নামব..
আর কানের হেড ফোনে থাকবে হিন্দি গান..। আজ বিপিএল এর বিভিন্ন ইভেন্ট দেখে মনে হলো ভিনদেশি ভাষা আর ভিনদেশি অভিনেত্রীদের প্রতি আমাদের খুব বেশি দরদ.. বড় ইভেন্টে আমাদের জেমস রুনা লায়লা বাংলা গান খুজেই পায়না!
আমি রুনা লায়লা আর জেমসকে ধিক্কার জানাই।
ধিক্কার জানাই ডরেমন চ্যানেল আমদানি কারকদেরও
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: বড় ইভেন্টে আমাদের জেমস রুনা লায়লা বাংলা গান খুজেই পায়না!
আমি রুনা লায়লা আর জেমসকে ধিক্কার জানাই।
ধিক্কার জানাই ডরেমন চ্যানেল আমদানি কারকদেরও
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
sajeeb khan 007 বলেছেন: আমার কাছে কিন্তু জেমস্ এর গান ভাল হয়েছে!
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমার কাছেও।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
জাকির সজিব বলেছেন: fuck bpl.
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধুর মিয়া !! ঘুমান গিয়া
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
লিন্কিন পার্ক বলেছেন:
জ্যাকুলিন কি সত্যি উপরের ড্রেস পরছিল ??
মিস করে গেলাম
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আরে না না। জ্যাকুলিন ফুল প্যান্ট পরে আসছিল
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
পেন্সিল স্কেচ বলেছেন: লেখক বলেছেন: হাহ হা হা আজ রাইতে জ্যাকুলিন ছাড়া ঘুম আইব না রে ভাই
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সত্যি
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
শান্তা273 বলেছেন: প্রায় এক ঘন্টার বিজ্ঞাপন বিরতি দেইখা মেজাজ গরম হইছিল খুব
চরম বিরক্তিকর!
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এটা ছিল সবচেয়ে বিরক্তকর। শীল্পীরা নাকি জ্যামে আটকাইছিল।
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
সচেতন বলেছেন: কুইক ড্রেস চেন্জ !!!
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: কুইক কুইক
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫
দি সুফি বলেছেন: দেখি নাই
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মিস করলেন
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১
অশান্ত পৃথিবী বলেছেন: পেন্সিল স্কেচ বলেছেন: লেখক বলেছেন: হাহ হা হা আজ রাইতে জ্যাকুলিন ছাড়া ঘুম আইব না রে ভাই
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: অশান্ত পৃথিবী বলেছেন: পেন্সিল স্কেচ বলেছেন: লেখক বলেছেন: হাহ হা হা আজ রাইতে জ্যাকুলিন ছাড়া ঘুম আইব না রে ভাই
২০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
তাসজিদ বলেছেন: মাঠে ছিলাম। মন্দ লাগেনি। তবে সাদা চামড়ার বিদেশিনীদের নাচে সুরসুরি ভাল লাগেনি
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: অতো দুরে কি আর সুরসুরি যায়? টিভির সামনে বসতেন, তাইলেই হইত !
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
হ্যারিয়ার টু বলেছেন:
সুন্দরী ইংলিশ বলা উপস্থাপিকা শীনা !!
উপস্থাপনার জন্য সুদূর কলিকাতা থেইক্যা মাইয়া ভারা?
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ভাই, খারাপ কইছি?
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: রুনা লায়লণার গান আমার খুবই এবং খুবইই ভাল লেগেছে,,,,,, বিশেষ করে শিল্পী আমি শিল্পী গানটি ,,