নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

গুলি খেয়ে মরে পরে আছে রাব্বী !!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

রাব্বীকে মেরে ফেলেছে ওরা। উৎসবের পটকা বাজী ফুটেছে ভেবে ক্যাম্পাসে ভেতরে ঢুকেছিল মাদ্রাসা পড়ুয়া রাব্বী। নাকি অন্য কিছু। কেউ জানেনা ছোট্ট এ শিশুটির মনে কি ছিল !! কিছু বোঝে উঠার আগেই গুলি খেয়ে মরে পরে আছে রাব্বী !



কথা কাটাকাটি, হাতাহাতি, হকিস্টিক, রাম দা। কাজ হচ্ছে না দরকার পিস্তল। ডিশওয়াইক, জয় বাংলা !!

জাতির সর্বশেষ্ঠ সন্তানরা আধিপত্য বিস্তারি গুলাগুলি করে। ডিশওয়াইক, জয় বাংলা !!



রাব্বীর আত্মীয়স্বজন, গ্রামবাসী প্রতিশোধের আগুনের উল্কা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল, ফজলুল হক হল, ঈশা খাঁ হল ও শহীদ জামাল হোসেন হলে ভাংচুর চালিয়েছে। লুটপাট চলছে। গতকালের ফটোকপি করা শীট, মায়ের জমানো টাকা দিয়ে কেনা ল্যাপটপ, ময়মনসিংহ শহরের ফ্যাশন হাউজগুলো থেকে ঘুরে ঘুরে কেনা টি-শার্ট, জিন্স, জাংগিয়া গুলো পুড়ছে। বিকট গন্ধ ! বুলেটে ক্ষত হওয়া রাব্বীর মগজের পোড়া গন্ধ !!



পাশের হলে আটকা পড়েছে কতক ছেলেপুলে। তাদের পালিয়ে যাওয়া বন্ধুদের বাসও নাকি আটকে দিয়েছে এলাকাবাসী। তাদের উদ্ধার করতে আজাদ-ইমন পিস্তল হাতে এগিয়ে আসছে না। কত রাজনীতি করে ঢাকা থেকে ছিনিয়ে আনা কমিটি বিলুপ্ত বিলুপ্ত। ধুর ছাই ! কি জন্য যে গুলাগুলির মাঝখানে এসেছিল পিচ্চিটা। নিজেদের কেউ মরলেওতো ভাল হতো। লাশ নিয়ে আরেকটা রাজনীতির খেলা জমতো। এদিকে বিরোধীদল আর পদ বঞ্চিতরা মুচকি হাসছে। এডভানটেজ নেয়া যায় কি না-সুক্ষ্ম চিন্তা চলছে মাথায়। আটকে পড়ারা আতংকে। কখন তাদের শিট, ল্যাপটপ, জিন্স, জাংগিয়ার ক্ষতি হয় সে আশংকা। ক্যাম্পাস বন্ধ, না হয় প্রক্টরকে একটা ফোন দেয়া যেত। ধুর ছাই !! আর ভাল লাগছে না। এর চেয়ে গুলি খেয়ে রাব্বীর মতো মরে পরে থাকা ভাল !!



খবর

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: নষ্ট রাজনীতি ভুলে চলা ধিক্কার
অকালে কেন ঝরে রাব্বিরা
দুষ মিছে শিক্ষার

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

এম আশিক বলেছেন: ধুর ছাই কি যে বলেন ভাই!
সোনার ছেলেরা সোনাই রয়,
আমরা পুড়ে কয়লা ধুইলে যাবেনা ময়লা্

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

কৃষিবিদ মোঃ শহীদুল আলম বলেছেন: বাকৃবির সাধারন ছাত্রছাত্রীদের নিরাপত্তা কামনা করছি।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এটা সবচেয়ে খাটি কথা।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

শার্লক বলেছেন: ব্রাভো গ্রামবাসী ব্রাভো। দাও জ্বালিযে পুড়িয়ে ছারখার করে সব কিছু।
যদি ছোট্ট শিশু না হয়ে কোন প্রাপ্ত বয়স্ক মাদ্রাসার শিক্ষার্থী মরতো, তাহলে তো এই হত্যাকান্ড বৈধতা পেয়ে যেত। রব উঠতো শিবির মারা হইছে। হয়তো এখনো বলতে পারে যে এই মাদ্রসা পড়ুয়া শিশু ভবিষ্যতে শিবির এ যোগ দিত আগেই তাকে খুন করে একটা শিবির কমানো হলো।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এখানে আবার শিবির কেন।

এদিকে বিরোধীদল আর পদ বঞ্চিতরা মুচকি হাসছে। এডভানটেজ নেয়া যায় কি না-সুক্ষ্ম চিন্তা চলছে মাথায়। আটকে পড়ারা আতংকে। কখন তাদের শিট, ল্যাপটপ, জিন্স, জাংগিয়ার ক্ষতি হয় সে আশংকা। ক্যাম্পাস বন্ধ, না হয় প্রক্টরকে একটা ফোন দেয়া যেত। ধুর ছাই !! আর ভাল লাগছে না। এর চেয়ে গুলি খেয়ে রাব্বীর মতো মরে পরে থাকা ভাল !!

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

নতুন বলেছেন: মানুষের ঘুম কখন ভাংবে?


ছাত্র রাজনিতি বন্ধকরার জন্য আর কত জিবন দিতেহবে?

এই সব দলের নেতারা চুপ কেন?

কউ হাসিনা আর খালেদা????

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: হাসিনা খালেদার দোষ দিয়া আর লাভ নাই। মাঠে নামতে হবে। সবাই বলে পুকুর নোংরা পুকুর নোংরা। কিন্তু নোংরা পুকুর পরিস্কার করতে কেউ মাঠে নামে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.