নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

হায়রে বাঙালী !!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার !! -মতিঝিল শাপলা চত্বরে এরকম স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে জামায়াত-শিবির নেতা-কর্মীরা...



আমি আসলে কনফিউজড। এই শ্লোগান দ্বারা কি বুঝানো হচ্ছে !! জামাত শিবির কি ১৯৭১ বাংলাদেশের পক্ষে হয়ে হাতিয়ার ধরেছিল? নাকি পরাজিত শক্তি কে আবার জেগে উঠার আহ্বান ?? !!



শুনলাম জামাতের কোন নেতা নাকি ১৯৫২ সালের ভাষা সৈনিক, ১৯৭১ এ মুক্তিযুদ্ধ করেছে এরকম জামাতি নেতা - এখন বের হবে নাকি ??



গতকাল জামাতের মিত্র ১৮দলকে কটাক্ষ করে অনলাইনের বিভিন্ন মিডিয়াতে পোষ্ট দিয়েছে তারা !! রাজপথে একাই নাকি শিবির, বাকী ১৭দল নাকি আংগুল চুষতেছে !!



মুক্তিযুদ্ধের ৪২ বছর পরই বাংলাদেশের স্বাধীনতা আজ হুমকির মুখে !! যারা ৭১ এর চেতনা কে পুঁজি করে লাফ-জাফ মেরে নেতা হয়েছে, তারাও চুপ মেরে যাচ্ছে।



হায়রে বাঙালী !!





জামাত নেতা সাঈদীর নাম বাংলা বানান ভূল করে সাঈী লিখা হয়েছে। নূর হুসেন কে নকল করার চেষ্টা

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

লিঙ্কনহুসাইন বলেছেন: হা হা হা , বাংলা লিখতে তাদের সমস্যা হয় :P তাই এমন হইছে , যদি উর্দুতে লিখতো তাহলে ঠিকই নির্ভুল ভাবে লিখতে পারতো ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ভাষা যোদ্ধা গোলাম আজম শুনলে মাইন্ড করবরে ভাই

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শালা রাজাকারের বাচ্চারা আবার একাত্তুর মুখে নেয়! হারামজাদারা পাকিগো পক্ষে অস্ত্র ধরসিল! এই বেইমানের জাত কোনোদিন ভাল হবেনা, ব্রাশ ফায়ার করলেও কোন আফসোস নাই। কোন মানবাধিকার নাই রাজাকারের বাচ্চাদের জন্যে। আমাদের জন্যে ছিলনা, একাত্তুরে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমরাই ওদের লাই দিয়েছি ভাই। আ-লীগ বিএনপি যার যার প্রয়োজনে জামাতকে ব্যবহার করছে

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

পুংটা বলেছেন: দেয়ালে পিঠ ঠেকা না পর্যন্ত ভেতো বাঙালী জাগ্রত হবে না। এমনিতেই বাঙালীরা মির্জাফরের জাতি। সেই মগদের আমল থেকে এদেশে রাজাকার প্রথা চালু হয়েছে। তাই পুন্দানির পরিমান মাত্রাতিরিক্ত না হওয়া পর্যন্ত এরা ব্যাথা টের পাবে না। :|

তবে যদি অলস বাঙালীর ঘুম ভেঙে যায় তইলে কিন্তু সর্বনাশ B-))

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: বাংগালীরা সিরাজ উদ্দৌলারও জাতি। কবে ঘুম ভাংবে আমাদের??

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

প্রিন্স হেক্টর বলেছেন: ওহ গড আপনে জানেন না? স্বাধীনতার ঘোষকও জামাতী নেতা, সব সেক্টর কমান্ডার জামাতের, বীর শ্রেষ্ট সবাই জামাতের। X(( X(( X(( X((



মিথ্যা বলে লাভ নাই, এই বাঙালি আর সেই বাঙালি নাই। এখন আমরা সচেতন B-)) B-)) B-))

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: জানতাম না, এখন নতুন করে জানতেছি ১৯৭১ সালে জামাতিরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

মাহাবুব ভুঁইয়া বলেছেন: অদ্ভুত, এই সব দেখে ইচ্ছে করে মরে যাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মরে গেলে দেশ রক্ষা করবে কে? মরে যাওয়া মানে হেরে যাওয়া, কাপুরুষের মতো হেরে যাওয়া।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

জ্ঞাতিবৈর বলেছেন: শালা রাজাকারের বাচ্চারা। অরা যে নব্য রাজাকার তা আবার প্রমান দিলো। সাথে যারা এতদিন বলত যে শিবির তো অপরাধ করে নাই, তারাতো দেশের ভালো চায়- তাদের উত্তরও দিয়ে দিলো। ওরা সুযোগ পেলে আবার সে রাজাকারই হবে। তাই এদের নিধোন দরকার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: কে করবে নিধন? কারো সাহস নাই

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

মাহমুদ েরজা বলেছেন: জামতিরা বলছে পাকিস্তানীরা যুদ্ধাপরাধ করেছে, এটা কি তাদের যোগাযোগ মাধ্যম আইএসআই জানে? পুলিশ যেসকল অপরাধীদের খুজছে তাদের এই ভাবে নির্ভিগ্ন সমাবেশ মেনে নেয়া যায় না। এই দেশের মানুষ একসময় ঘৃণা ভরে স্মরণ করবে জামতিদের বাংলাদেশী জনক জিয়াউর রহমান এবং তাদের পরবর্তী পৃষ্ঠপোষক খালেদা জিয়াকে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ম্যাডাম জিয়া এবং তার দলবল তো জামাতিদের প্রশ্রয় দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.