![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
ক্ষোভে উত্তাল সারা বাংলা !!
রাজাকার কসাই কাদের সহ সব রাজাকারের ফাঁসির দাবীতে দল মত নির্বিশেষে সবাই প্রতিবাদ জানাচ্ছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ও কাদের রাজাকারের ফাঁসির দাবীতে খালি পায়ে আলোর মিছিল করেছে রাতে।
ছবি দেখুন
এটা ক্যাম্পাসের কাঁঠাল চত্বর। আলোর মিছিলের পূর্ব প্রস্তুতি !!
সবাই এসেছিল খালি পায়ে
ঘুটঘুটে অন্ধকার। তবু ফাঁসির দাবীতে এগিয়ে চলছে ছাত্র সমাজ
আলোর মিছিল নিয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিন করছে তারা
আলোর মিছিল এসে থামলো শহীদ মিনারে। মোমবাতি গুলো বেদীতে বসিয়ে দেয়া হচ্ছে
রাতের আধারে জ্বল জ্বল করছে ক্যাম্পাসের ছোট শহীদ মিনার টি
ক্ষোভের আগুনে পুড়ছে জাতি। একটাই দাবী রাজাকারদের ফাঁসি চাই
সব শেষে ১৯৭১এর শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন
সবার দাবি একটাই। স্লোগানও একটাই—‘কাদের মোল্লার ফাঁসি চাই।’
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো!
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
বুরি বলেছেন: গুড জব ব্র্রো
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
স্বপনবাজ বলেছেন: আমাদের গর্বের ইতিহাস কাদছে আমরা দেখছি !
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫
কান্নার ছায়া বলেছেন: কসাই কাদেরের ফাঁসি চাই। স্যালুট আপনাদের ভাইয়া
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
তানিয়া হাসান খান বলেছেন: ভালো লাগলো!
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সাবাশ!!!!! এগিয়ে চলেন।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫
শুধুই অর্ক বলেছেন: রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
রাজাকার ও জামাত-শিবির নিপাত যাক।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬
বুরি বলেছেন: কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসীর দাবীতে ৩ দিন ব্যাপী প্রতিবাদ কর্মসূচি
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
সুদীপ্ত কর বলেছেন: ভাই, আমার ফেবু আইডি facebook.com/Sudipta.Kar
একটু নক করেন। কথা আছে।
আর পারলে কালকে চলে আসেন শাবি ক্যাম্পাসে।
Click This Link
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।++++
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২
তুহিন সরকার বলেছেন: কসাই কাদেরের ফাঁসি চাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
চাঁপাইবার্তা বলেছেন: ধন্যবাদ ভাইয়া তোমাদের...