নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

সিলেটের শাহবাগ স্কয়ার চৌহাট্টা থেকে আসলাম: রাজাকারের ফাসি চাই (ছবি দেখুন)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০



সিলেটের মতো জায়গায় রাজাকারের ফাঁসির দাবীতে এতো বড় জনসমু্দ্র ভাবাই যায় না। আজ ইতিহাসের সাক্ষি হলাম।



প্রথম দিকে অতো মানুষ ছিল না। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা কয়েকজন চৌহাট্টা শহীদ মিনারের সামনে বসে পড়ি। সাংস্কৃতিক জোটের অনেকেই আমার চেনা। কিন্তু আজ সবাই এসেছি ফাসির দাবী নিয়ে। একাত্তরের ফাঁসির দাবী। সময় গড়ায় পিলপিল করে মানুষ বাড়ে। এতো মানুষ দেখে খুশিতে কি যে করব ভাষা খুঁজে পাই না। চলছে গন সঙ্গীত।



বিচারপতি তোমার বিচার করবে তারা, আজ জেগেছে এই জনতা



ধর ধর রাজাকার ধর



দাম দিয়েছি কিনেছি বাংলা



জয় বাংলা বাংলার জয়



হঠাৎ করেই শাবিপ্রবির একদল নিয়ে হাজির জাফর স্যার। ওরা এসেই রাস্তায় আঁকা শুরু করল কার্টুন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরাও সবার সাথে শ্লোগান, গান হাত তালি।



জনতার স্রোত সামলাতে না পেরে জিন্দাবাজার চৌহাট্টা রোডটা বন্ধ হয়ে যায়। রিকশা থেকে মানুষ নেমে এসে এসে রাস্তায় বসে পরছে।



রাত হয়ে আসছিল, পাল্লা দিয়ে বাড়ছিল মানুষের স্রোত।



ছাত্র-ছাত্রী আসল, শিক্ষক-শিক্ষীকা আসল, গায়ক-গায়িকা আসল, অভিনেতা-অভিনেত্রী আসল, শিশু-কিশোর-যুবা-বৃদ্ধ আসল, নেতা আসল কর্মী আসল। শ্লোগানে শ্লোগানে মুখরিত চৌহাট্টার রাজপথ!!



দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!



চলুন কিছু ছবি দেখি:



এটা বিকালের ছবি





আমরা বসে গেলাম রাস্তায়





আস্তে আস্তে মানুষ বাড়ছিল





কেউ কেউ এসেছিল কার্টুন ব্যানার নিয়ে





শাবিপ্রবি থেকে বড় একটা শিক্ষার্থীদের দল জাফর স্যার কে নিয়ে চৌহাট্টায় আসে





এটা সিলেটের ব্যাস্ততম রাস্তা জিন্দাবাজার টু চৌহাট্টা। মুহুর্তেই বন্ধ । মানুষ রিকশা থেকে রাস্তায়।





চলছিল গণ সংগীত





বিকাল গড়িয়ে সন্ধ্যা, তবু গলায় শ্লোগান-রাজাকারের ফাঁসি চাই





রাজপথে চলছে রাজাকারের ভয়ংকর মুখের কার্টুন আঁকা





আমরা রাজাকারের মুখে জুতা মারছি





বিকাল গড়িয়ে সন্ধ্যা হল, জাফর স্যার বসে আছেন সাংগ পাংগ নিয়ে। লোকটা পারেও।





মাইকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মী হিসেবে আমিও কথা বললাম





রাত গভীর হতে চলল। আমরা মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বসে আছি প্ল্যা-কার্ড ধরে



আরো ছবি দেখুন





গতকাল ক্যাম্পাসে আমরা রাজাকার কাদের সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নগ্ন পায়ে আলোর মিছিল করেছি

মন্তব্য ২০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

হৃদয় রিয়াজ বলেছেন: ভাই চালিয়ে যান।আন্দোলনটা যেন একদিন দুইদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে।চলতে থাকুক জতক্ষন না ফাঁসি হবে......

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: থাকব।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

বড়দাদা বলেছেন: ভাই আপনার পোস্টটা আমার ফেসবুকে শেয়ার করেছি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: করুন। কোন সমস্যা নেই

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

কান্নার ছায়া বলেছেন: ধর ধর রাজাকার ধর

দাম দিয়েছি কিনেছি বাংলা

জয় বাংলা বাংলার জয়।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে তারা, আজ জেগেছে এই জনতা

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

যাযাবর মানুষ বলেছেন: অনেক ভাল লাগলো খলিল. চালিয়ে যা, হাল ছাড়িস না।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

দরিদ্র তারা বলেছেন: জামাত শিবির রাজাকার
এই মুহুর্ত্বে বাংলা ছাড়

বিচার বিচার বিচার চাই
ফাঁসি ছাড়া কথা নাই

বাংলার হাতিয়ার
জনগনের হুংকার

জনগনের একি দাবি
রাজাকারের ফাঁসি দিবি

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: +++++

এইখানে আরো কিছু ছবি আছে

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

স্মিথ হাসান বলেছেন: শেষ মুহুর্তে দেশের ঘুমন্ত পোলাপান চেইত্তা ওঠছে, এবার আর রহ্মা নাই জামাত শিবির গো।
প্রয়োজনে সকলে মিলে অনির্দিষ্টকালের জন্য রাজপথ, অলিগলি বন্ধ করে দাও।
সবাই নিজ নিজ অবস্হান থেকে লড়ো।
মনে রাখবা রায় যদি হতেই হয়, ফাঁসির রায়ই হতে হবে।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

পৈতাল বলেছেন: একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার...তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা...বীর বাঙালি আওয়াজ তোল, তোমার দেশ রাজাকার মুক্ত কর।জয় বাংলা।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

নিষিদ্ধ আমি বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা!




দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!








দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!


দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!
দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!

দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

সাদা রং- বলেছেন: আমাদের দাবি, প্রাণের দাবি, ফাসিঁ চাই। ফাসিঁ চাই।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

জুন বলেছেন: 'জাগ জাগ জাগরে কৃষান শ্রমিক ভাই জাগরে।
মজলুম জনতা আজ জাগরে...'


সবার সাথে জেগে উঠেছে সিলেট ....

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

পুদিনাপাতা বলেছেন: যারা ধর্ষনের সেন্সুরী করে, ধর্ষন করতে গিয়ে লিঙ্গ কাটা পড়ে, প্রতিদিন ধর্ষনের খবর ছাপা হয় পত্রিকার পাতায় তারা নাকি ৪২ বছর আগে দোয়া তুলশী পাতা ছিলো। আর যাদের বিরুদ্ধে আজকে কোন অভিযোগ আসেনা তারা নাকি ৪২ বছর আগে…

আর আমাদের তরুন প্রজম্মকে এইগুলা বলে বলে ধোঁকা দিয়ে যাচ্ছে তারাই যারা আজকে ধর্ষন কারী, হত্যা কারী, লুটপাট কারী। সচেতন হও যুব সমাজ।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

নাজির বলেছেন: জেগে উঠেছে বীর বাঙ্গালী রাজাকার আর তোদের রেহাই নাই...

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

ভুভুজিলা বলেছেন: সামুর মডু শরৎ আগেই জানতাম সে মুলা লিগের এজেন্ট।

শাহবাগের আন্দোলন হতে হবে শুধুই ব্লগারসদের।সেখানে মুলা লিগের নেতারা এসে আগামি ইলেকশনের কেম্পেইন করবে তা হভে না।
গতবার তারা সেক্টর কমান্ডার ফোরাম করে ইলেকশন জিতেছে। এবার ব্লগারদের ঘড়ে চরেছে।এই শরৎ মিয়াও ডেসটিনির মতো কিছু ভাগাতে তৎপর,সাধু সাবধান।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

অন্তরন্তর বলেছেন:
সকল আন্দোলনকারী এবং এই আন্দোলনের সমর্থনকারীদের
আমার সংগ্রামী সালাম।
কোন কথা নাই, রাজাকারের ফাঁসি চাই।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: যতদিন যাচ্ছে অংশগ্রহণ বাড়ছে। আজ মহা সমাবেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.