নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

আজ দুজন রিয়েল হিরোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই (ছবি দেখুন)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

সিলেটের চৌহাট্টায় আমরা গত ৯দিন ধরে রাজাকারের ফাঁসির দাবীতে প্রতিবাদ করে আসছি ।



আজ দুইটা ছেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।





এই ছেলেটি আমাদের লাল সবুজ পতাকা হাতে নিয়ে সারাক্ষন পত পত করে উড়ায়। একটুও ক্লান্তি নেই। চোখে মুখে, সরু বাহুতে তার এতো শক্তি দেখে আমি অবাক হই। স্যালুট তোমায়





লাল লোকটার পর একটা কালো টি-শার্ট পড়ে আছে দেখুন একটা ছেলে। হাতে মোবাইল টিপছে। তার ব্যাগে রয়েছে চকলেট, লজেন্স ইত্যাদি। ছাত্র জনতা যখনই শ্লোগান দিয়ে ক্লান্ত হয়ে যায়। সে ব্যাগ থেকে চকলেট খুলে জনতার মাঝে ছুড়ে মারে। সবাই তার মিস্টি স্বাদ নিয়ে গলায় আবার প্রান ফিরে পায়। আবার শ্লোগান ধরে- তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। স্যালুট তোমায় ভাই।



আজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসন্ত বরণ করছেন অন্যরকম আয়োজনে। বিশ্ববিদ্যালয়ের গাছতলায় চলছে ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি।



স্লোগানে স্লোগানে মুখরিত ছিল ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বেলা গড়ালে এর সাথে সম্পৃক্ত হন খোদ ভিসি।

সেখানে গন সংগীত, শ্লোগান, চরমপত্র পাঠ করা হয়।



সেখানে একটি ডাষ্টবিন দেয়া হয় রাজাকারের নামে।

সব শেষে ছাত্রজনতার আদালতে কাদের মোল্লার ফাঁসি।



বাকি ছবি গুলো এখানে

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: গ্রেট !

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

ছোট দা বলেছেন: Wah... Chalaya Jan.. Joy Hobei !! :D

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

বিডি বন্ড বলেছেন: আমি আজও ছিলাম চৌহাট্টাতে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: সাবাস ! জেগে উঠো বাংগালী

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

ইসতিয়াক1900 বলেছেন: জয় বাংলা।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

পীরসাহেব বলেছেন: দাবী একটাই - রাজাকারের ফাঁসি চাই।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

তামীল০০৯৬ বলেছেন: শাবাশ!! জয় আমাদের অবধারিত।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এমন আরো অনেক আছেন।

বিশেষ করে রুবেল আহমদ নামের ঐ ভদ্রলোকটা যিনি সবাইকে বিনামূল্যে নিজের হাতে বানিয়ে আদা চা খাইয়েছিলেন ।

স্যালুট তোমাদের...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আসলেই। ইনাদের দেখলে মনটা ভরে যায়।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

শাকিলা জান্নাত বলেছেন: অল দ্যা বেস্ট।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

আমি ব্লগার হইছি! বলেছেন: ওদেরকে বিপ্লবী সালাম।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

শের শায়রী বলেছেন: সাবাশ বাঙ্গালী

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

শান্তা273 বলেছেন: স্যালুট।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: এদের ২জন কে খেয়াল করিনি । তবে আরেকজন ভাই আছেন । যিনি ১০দিন ধরে স্লোগান দিচ্ছেন । কাল উনার একটা ছবি নিয়ে আসব ।

অঃটঃ ১০দিন কেন জানেন ? যেদিন রায় হয় হর্তাল ছিল । আমরা ৩০জন ঐ দিন থেকেই শুরু করি । এবং ঐ দিন থেকেউ উনার স্লোগান শুনে এবং উনার সাথেই আমি তাল দিচ্ছিলাম ।
জয় বাংলা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমিও ছিলাম সেদিন। হরতাল উপেক্ষা করে বসে গিয়েছিলাম রাস্তায়। এই ধরেন ৩০/৪০জন হবে। গোমট একটা ভাব ছিল। এই বুঝি হায়েনারা আক্রমন করে।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

ঘুড্ডির-পাইলট বলেছেন:
ছিলেটের পুলা গুলান আসলেই অনেক কাজের । তারা যা দেখাইলো ! সত্যি অবাক করার মতো ব্যাপার !

ছেলুট ।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

স্বাধীন শোয়েব বলেছেন: আর ছয়টা মাস আগে এই জাগরণ শুরু হইলে কি সমস্যা ছিল। দেশে ছিলাম। এখন থাকি বিদেশে। কিছু কইতে গেলে পলাপাইন কয় বাহিরে থাকলে নাকি কত কিছুই কওয়া যায়।
ওরা জানেনা আমি ক্লাসের পেছনের সিটে বসতাম। সুশীল দেখলে এলারজি বোধ করতাম।

শাবিপ্রবি এর ছাত্ররা অন্য সব বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এইখানে বিশ্ববিদ্যালয় এর ভেতরের যেমন রাজাকারে ভরা বাহিরে আরও বেশি। গোটা আবহটাই প্রতিক্রিয়াশীল।
সবাই জাহাঙ্গীরনগর , ঢাকা নিয়া ফাল পাড়ে। আমার শাবিপ্রবি শ্রেষ্ঠ ।
জয়তু শাবিপ্রবি।

আমার খুব প্রিয় কয়টা ছোটভাই এইখানে খাইটা মরছে। ভালো থাকিস তোরা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সিকৃবিও কম না ভাই। আপনার শবিপ্রবির সাথেই পাল্লা দিয়ে কাজ করছি আমরা। আসলে ভাল কাজে এসব বলে লাভ নাই। শাবিপ্রবি আর সিকৃবি বুঝি না। দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !!

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

স্বাধীন শোয়েব বলেছেন: সিকৃবিকে সম্মান করেই বলছি বেশিরভাগ ঝরঝাপ টা সাবিপ্রবি কেই দেখতে হয়।


একসাথেই থাকো......

সিকৃবি রেও ভালা পাই। ১/২ তে একটা কোর্স করছিলাম।

এইখানে আমার এক দাদা আছে সিকৃবি এর ছাত্র। খুবই ভালো মানুষ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: :D :D :D :D

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: সাবাস বাংলাদেশ! পৃথিবী অবাক তাকিয়ে রয়!! জ্বলে পুড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়!!!

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

সাদা রং- বলেছেন: আপনাদের সবাইকে স্যালুট।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুব ভালো লাগার মতো ব্যাপার।

সালাম।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

বিপদেআছি বলেছেন: সাবাস ।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

কোমলমতি বলেছেন: সাথে আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.