![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
সারাদিন খেটে ১১৫টাকা ইনকাম করে ৭০টাকা দিয়ে শামসুর রহমানের একটা কবিতার বই কিনে ফেললেন তিনি ...বিকালে আর প্যাডেল ঘুরে না আলম ভাই এর । টাকা ইনকামের ধান্দা বাদ.....রাজাকারের বিরুদ্ধে শ্লোগান দিতে এখন পর্যন্ত রাস্তায় বসে আছেন এই আবৃত্তিকার !!
জয়তু সিলেটের প্রগতিশীল রিকশাওয়ালা আলম ভাই !!
আরেকটা কথা।
একটু আগে বিপিএল দেখলাম...
গেইল, দিলশান, আশরাফুল, সাকিব, মাশরাফি, পোলার্ড, স্টিভেনস, থমাস-এটা কি ঢাকা গ্ল্যাডিয়েটর্স নাকি বিশ্ব একাদশ ?? খেলার কি দরকার ছিল, কাপটা ভিক্ষা চাইলেই চলতো দিয়ে দিতাম।
মুশফিকুর রাহিম-এই প্লেয়ারটির জন্য চোখ থেকে পানি বের হয়ে গেলো।এইরকম ভালো মনের ক্রিকেটার আমি আমার জীবনেও দেখি নাই।চিগাম্বুরাকে বাঁচানোর জন্য নিজে রান-আউট হলো! তোমার মতো একজন ক্রিকেটারকে পেয়ে আমরা গর্বিত মুশফিক।তোমাকে কোটি কোটি সালাম।
যাই হোক, সাবাশ সিলেট রয়েলস। বীরের মতো খেলেছ তোমরা । কাইল থিকি তোমরারে সিলটর চৌহাট্টাত আন্দোলনের মাটোত চাই । কিত্যা মাত বাই !!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: কেমনে?? তারাতারি কউক্কা !!
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
বিডি বন্ড বলেছেন: লেখক বলেছেন: কেমনে?? তারাতারি কউক্কা !!
১ম সেমির পরাজিত দল ২য় সেমির জয়ি দলের বিপক্ষে খেলবে। যে জিতবে সে ফাইনালে খেলবে। তাই সিলেটের ফাইনালে খেলার সুযোগ আছে।
চৌহাট্টাতে আমিও আসলাম। রিক্সাওয়ালা ভাইয়ের আবৃত্তি শুনেছি। আসাধারন । সালাম ভাই তোমাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: হাছা নি?? নাইছ তো !!
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
নাজির বলেছেন: যেথা কইতাম আছলাম ইতাতো বিডি বন্ড ভাই কই দিছইন।
ওকে ভালা থাকউকা
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
নাজির বলেছেন: সিলেট রয়্যালসের খেলা শেষ না এখনও ফাইনালে যাওয়ার চান্স আছে?