নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

সিলেটের লাল সবুজের মিছিল থেকে

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০০

শহীদ মিনার ভেঙ্গে মূর্খেরা নেচেছে জয়োল্লাসে, ভেবেছে ওদের জয়, ওরা তো জানে না শহীদ মিনার পাথরে গড়া নয়, পাথরে গড়া নয় !



শহীদ মিনার ভাংচুর ও দেশজুড়ে জামায়াত-শিবিরের তান্ডবের প্রতিবাদে শুক্রবার বেলা ৩ টায় সিলেট প্রজন্ম চত্বর থেকে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল বের হয়েছে আজ !!



ছেলে, বুড়ো, পাশের বাসার আন্টিরাও সজতনে পতাকা বানিয়ে চলে এসেছিল সিলেটের প্রজন্ম চত্বরে ! কেউ বা এসেছিল মাথায় নিশান লাগিয়ে, কেউবা হাতে লাঠি নিয়ে। বুড়ো মুক্তিযোদ্ধারা এসেছিল শ্লোগানে শ্লোগানে !!



চলুন ঘুরে আসি লাল সবুজের মিছিল থেকে :





সবার আগে ছিল বড় একটি জাতীয় পতাকা, সিলেটের বুদ্ধিজীবি মহল, সাংবাদিক, লেখক রা ধরে ছিলেন পতাকাটি





কাচা পাকা দাড়ি আর টুপি পড়া এই চাচার শ্লোগান শুনলে রক্তে আগুন ধরে যায়। চাচার মাথায় আজ পতাকা বাঁধা ছিল





মুক্তিযোদ্ধা সাংসদদের বুড়ো মুক্তিযোদ্ধারা শ্লোগান দিয়ে ঢুকেছিলেন শহীদ মিনারে। বসে আছেন বেদীতে





সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা বসে আছে শহীদ বেদীতে , যেখানে কয়েকদিন আগে হামলা চালিয়েছিল মূর্খের দল





শুরু হল মিছিল। নারীরা ছিলেন অগ্রভাগে





চৌহাট্টা থেকে বন্দর (কোর্ট পয়েন্ট) রাজ পথ মুহুর্তেই থেমে যায়





পতাকা হাতে সেই শ্লোগান, যেন ১৯৭১ ! তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা !! তুমি কে আমি কে। বাঙালী বাঙালী !! জয় বাংলা !!!





চোখে মুখে প্রতিশোধের আগুন। শহীদ মিনার যারা ভেঙ্গেছে, পতাকা যারা ছিড়েছে, তাদের প্রতি তীব্র ঘৃনা





বন্দর কোর্ট পয়েন্ট প্রদক্ষিন করছে গনজাগরনের পতাকা মিছিল





শহীদ মিনার ভাংচুর, পতাকা ছেড়া ও দেশজুড়ে জামায়াত-শিবিরের তান্ডবের প্রতিবাদে এ মিছিল হলেও, এ আন্দোলন মিছিল উৎসর্গ করা হয় সকল দেশপ্রেমিক জনতা কে





বাকী ছবিগুলো এখানে

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.